FNF Soft
Fnf soft is a well-Balanced software Devlopment Company.Our aim is to provide best software services
আপনি কি স্বল্পমূল্যে ওয়েবসাইট তৈরি করতে চান ।
আপনি কি অনলাইনে আপনার ব্যবসার প্রসার ঘটাতে চান?
তাহলে আমরা আছি আপনার পাশে। স্বল্পমূল্যে এবং স্বল্পসময়ে আমরা আপনাকে তৈরি করে দিব একটা ওয়েবসাইট যা আপনার প্রতিষ্ঠানকে করবে আরও সমুন্নত।আপনার গ্রাহকগণ ঘরে বসেই জানতে পারবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ও সেবা সম্পর্কে।
আমরা যে ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকিঃ
১। ব্যবসায়িক ওয়েবসাইট।
২। ইকমার্স ওয়েবসাইট।
৩। বায়িং এবং গার্মেন্টস ওয়েবসাইট।
৪। ট্রাভেল ওয়েবসাইট ।
৫। এডুকেশন ওয়েবসাইট।
৬। সুপার শপ ওয়েবসাইট।
এছাড়া যেকোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে এখনই যোগাযোগ করুন-
যোগাযোগঃ-
মোবাইলঃ-01726713906
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: Fnfsoft.com
অফিসঃ software technology park,agrabad
ওয়েবসাইট করে নিন আপনার মনের মতন🔥
⭕🎯 প্রতিদিন শত শত এড দেখে আপনারা অভ্যস্ত হয়ে পড়েছেন যে, ২/৩ হাজার টাকায় মিলবে প্রফেশনাল ওয়েবসাইট । যেটা আপনাদের ভুল ধারনা । নিম্ম মানের হোস্টিং ও ফ্রি থিম, প্লাগিন বা টুলস ব্যবহার করে বানানো ওয়েবসাইটের বেশ কিছু প্রবলেম রয়েছে, তার মধ্যে -
১। প্রায় সময় ই দেখবেন আপনার ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে আছে ।
২। কিছু দিন চলতে থাকার পর আপনার অজান্তে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে একসেস চলে যাবে অন্য কারো কাছে।
৩। সাইটে কন্টেন্ট লোড হতে অতিরিক্ত টাইম নিবে ।
৪। ট্রাফিক বুস্টিং মার্কেটিং করতে গিয়ে দেখবেন আপনার ওয়েবসাইটে সামান্য কিছু মানুষ ভিজিট করার পর সাইট ডাউন হয়ে গেছে ( Server Internal Error)।
৫। স্পামিং মেইল আসতে থাকবে, কিন্তু নিজে বিজনেস ইমেইল থেকে মেইল করতে পারবেন না।
৬। গুগল থেকে ডোমেনইকে ব্লক করে দিবে। কেউ সাইট ভিজিট করতে পারবেনা।
🎯🎯 এমন অনেক সমস্যায় প্রতিনিয়ত পড়বেন, তো যে ওয়েবসাইটের উপর আপনার বিজনেস করছে তার এতো সমস্যার সল্যুশন কি?
১। আমরা ইন্টারন্যাশনাল টপ রেটেট কম্পানি থেকে হোস্টিং নিয়ে থাকি তাই নিশ্চিত থাকুন আপনার ডাটা থাকবে সম্পূর্ণ নিরাপদ, স্পিড ভালো থাকবে, ২৪ ঘন্টা সাইট লাইভ থাকবে কোন রকম সমস্যা ব্যতীত। সার্ভার কখনো ডাউন হবেনা।
২।এক বছরের ফ্রি সাপোর্ট । ওয়েব সাইটের ইন্টারনাল সকল প্রবলেমে কোনো প্রকার চার্জ ছাড়া ই ফ্রী সার্ভিস দেওয়া হবে ।
৩।ওয়েবসাইট করলেই পাবেন ফ্রী apk অ্যাপস
৪। সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি হওয়ার পর আপনাকে ওয়েব সাইটের এক্সেস দেবার পরে পেমেন্ট করতে পারবেন ।
৫।মাত্র 5,500/- টাকায় পাচ্ছেন প্রফেশনাল মানের ই-কমার্স ওয়েবসাইট(ওয়ার্ডপ্রেস +প্রিমিয়াম থিম )
৬।সর্বোচ্চ মানের সিকিউরিটি প্রদান করা হবে আমাদের ওয়েব সিকিউরিটি এক্সপার্ট দ্বারা (এক বছর ফ্রী সিকিউরিটি সার্ভিস )।
৭।অটো ব্যাকআপ সিস্টেম!
৮।আপনার ওয়েবসাইটের উপর পূর্নাঙ্গ টিউটোরিয়াল যেটা দেখে আপনি নিজেই আপনার ওয়েবসাইট কন্ট্রোলিং করতে পারবেন।
৯. 24/7 সাপোর্ট । ওয়েব সাইট সংক্রান্ত যে কোনো প্রবলেমে অফিস আওয়ার ছাড়াও অন্য যে কোনো সময়ে আমাদের সাথে যোগাযোগ করে প্রবলেম সলভড করতে পারবেন।
⭕ আমাদের সার্ভিস সমূহ-
------------------------------------
🎯 আমরা সব ধরনের ওয়েবসাইটই তৈরী করে থাকি।
আপনার অবগতির জন্য কিছু ক্যাটাগরি উল্লেখ করা হলো-
১। ই-কমার্স ওয়েবসাইট
২। বিজনেস বা কর্পোরেট ওয়েবসাইট
৩। নিউজ পোর্টাল ওয়েবসাইট
৪। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
৫। হসপিটাল / ক্লিনিক ওয়েবসাইট
৬। প্রফেশন ভিত্তিক ওয়েবসাইট, যেমন, ল-ফার্ম বা লয়ার, ডক্টর এপয়েন্টমেন্ট ওয়েবসাই
৭। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
৮। জিম / ফিটনেস ওয়েবসাইট
৯। ফাইন্যান্স / ব্যাংক / বীমা / মাইক্রোক্রেডিট ওয়েবসাইট
১০। ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট
১১। ব্লগিং ওয়েবসাইট
১২। ডোনেশন কালেকশন / ননপ্রফিট অর্গানাইজেশন ওয়েবসাইট
🎯 আমাদের ডিজিটাল মার্কেটিং সেবা নিতে পারেন, যেমন - ফেসবুক মার্কেটিং
🎯আমাদের কর্পোরেট অফিস:
Chittagong software technology park.
Contact us: ☎ +8801726713906
Contact us: ☎ ++8801770882880
Website : fnfsoft.com
মনের মতন ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে
আপনার ওয়েবসাইটকে অ্যাপস রূপান্তর করুন মাত্র ১৮৯০ টাকায়।এই অফার সীমিত সময়ের জন্য।🔥
এফ-কমার্স থেকে ইকমার্সে ব্যবসা রূপান্তর করার সঠিক সময় কখন?
ফেসবুক ভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স বহুদিন ধরে চলে আসা একটি ট্রেন্ড ইকমার্স ইন্ডাস্ট্রিতে। যদিও বা ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার উত্থান হয়েছে মূলতঃ সামাজিক যোগাযোগের জন্যে, তবে বর্তমানে প্রায় সব সোশ্যাল মিডিয়াতেই কমার্স তথা বাণিজ্য একটি বিশেষ ফিচার হয়ে গিয়েছে। এই যেমন ফেসবুক পেইজ খুলে অনেকেই কত প্রোডাক্ট বিক্রি করছেন অনলাইনে।
কিন্তু শুধুমাত্র ফেসবুক ভিত্তিক ব্যবসা গড়ে তোলা কতটা যৌক্তিক? বিভিন্ন সময়ে এই বিষয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে শুধু ফেসবুক ভিত্তিক হয়ে থাকাটা এক্সপার্টরা সাপোর্ট করেন না।
তাই আজ আমরা জানবো একটি ব্যবসা এফ-কমার্স থেকে ইকমার্সে রূপান্তর করার সঠিক সময় কখন?
সোজা উত্তর হচ্ছে, এখনই!
তবে এখানে কিছু বিষয় আছে, কেন এখনই এফ-কমার্স থেকে ইকমার্সে রূপান্তর করার সঠিক সময় তার কারণগুলো একনজরে জেনে নেয়া যাক,
১) ফেসবুক পেজের কার্যকারিতাতে অনেক সীমাবদ্ধতা আছে
২) দৈনন্দিন অর্ডারের পরিমান যখন বাড়তে থাকবে তখন পেইজের ইনবক্সে এগুলো ম্যানেজ করাটা প্রচন্ড ঝামেলার হবে
৩) কাস্টমাররা আপনার প্রোডাক্টের পূর্ণাঙ্গ ক্যাটালগ দেখতে এবং আপনার অনলাইন স্টোর ‘এক্সপেরিয়েন্স’ করতে চাইবে
৪) কাস্টমাররা পেইজের ব্যবসার উপর শতভাগ আস্থা রাখবেনা
৫) ইকমার্স ব্যবসায় লং টার্ম সেলস মেশিন তৈরী করতে ডাটা প্রয়োজন
৬) ফেসবুকে অর্গানিক কাস্টমার-বেইজ তৈরী করা সম্ভব নয়
আসুন এবার বিস্তারিত জেনে নেয়া যাক।
১) ফেসবুক পেইজের কার্যকারিতাতে অনেক সীমাবদ্ধতা আছে
ফেসবুক পেইজ সব দেখতে একই রকম লাগে, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ আপনার নেই। তাছাড়া আপনার যত পণ্য আছে সব ক্যাটাগরি আকারে এবং গোছানোভাবে কাস্টমাররা দেখতে পায়না।
আপনি যখন নিজের ওয়েবসাইট তৈরী করেন তখন সেটি নিজের ব্র্যান্ডের সাথে মিলিয়ে এবং আপনার ইন্ডাস্ট্রির ট্রেন্ডের সাথে তাল রেখে সাজাতে পারেন। এতে করে কাস্টমাররা আপনার ব্র্যান্ডকে উপভোগ করতে পারে যেটি আপনার সেলস বৃদ্ধিতে সহায়ক হবে।
ফেসবুক পেইজের আরেকটি সীমাবদ্ধতা হলো, এটি যেকোন সময় ডিজেবল হয়ে যেতে পারে, রেস্ট্রিকটেড হয়ে যেতে পারে। সাম্প্রতিক সময়ে নিশ্চয়ই দেখেছেন যে অনেকেরই এড একাউন্ট থেকে শুরু করে পেইজ রেস্ট্রিকটেড হয়েছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গের কারণে।
এরকম ঘটনায় আপনার অনেকদিনের তৈরী করা পেইজটি মুহূর্তেই হারিয়ে যেতে পারে, যেখানে রয়েছে লাইক, কমেন্ট সহ কাস্টমারদের সাথে আলাপের তথ্য। অথচ আপনি যদি ইকমার্স ওয়েবসাইট রাখেন, তাহলে এটি আপনার কন্ট্রোলে থাকবে, এবং ফেসবুকের উপর নির্ভর হয়ে থাকার জটিলতা কম থাকবে।
২) দৈনন্দিন অর্ডারের পরিমান যখন বাড়তে থাকবে তখন পেইজের ইনবক্সে এগুলো ম্যানেজ করাটা প্রচন্ড ঝামেলার হবে
ফেসবুক পেইজের মাধ্যমে ইনবক্সে চ্যাট করে করে কাস্টমারদের সেল করছেন এবং অর্ডার নিচ্ছেন? একটি অর্ডার নিতে গেলে আধা ঘন্টা চলে যাচ্ছে শুধু অর্ডার নিয়ে কথা বলতে, প্রসেস করতে, পেমেন্ট নিতে এবং কনফার্মেশন জানাতে গিয়ে? কাস্টমার অর্ডার করেছে দুদিন আগে কিন্তু আপনি কাজের প্রেশারে সেটি ডেলিভারী দিতেই ভুলে গেলেন? এমন সব ঘটনা কিন্তু প্রায়ই ঘটে থাকে।
এভাবে শুরুতে ৫-১০ টি অর্ডার নিতে এমন হয়ত ঝামেলার মনে হবে না, কিন্তু যখন আপনি ব্যবসায় গ্রো করবেন, তখন শত শত অর্ডার আর চ্যাটের মাধ্যমে নেয়াটা সম্ভব হবেনা, কারণ তখন আপনার অনেক সময় এখানে ব্যয় হয়ে যাবে শুধু অর্ডার প্রসেস আর ম্যানেজ করতে। আপনি নোটখাতায় কিংবা এক্সেলের মত টুল ব্যবহার করে হয়ত অর্ডারগুলোর তথ্য রাখছেন, এবং সব তথ্য একটা একটা করে টুকে রাখছেন। কিন্তু এভাবে কি শত শত অর্ডার ম্যানুয়ালি টুকে রাখা বুদ্ধিমানের কাজ?
তাছাড়া ফেসবুকে কোনো অর্ডার ম্যানেজমেন্ট এর সিস্টেমও নেই। একটা পণ্য কাস্টমারের কাছে অর্ডার নেয়ার জন্যে ডিজিটাল সিস্টেমের প্রয়োজন, যেটি ওয়েবসাইট এর সাথে সরাসরি কানেক্টেড থাকবে। কাস্টমার যখন অর্ডার দিবে এটি ঐ সিস্টেমে আসবে, আপনাকে এলার্ট দিবে এবং কাস্টমার কি অর্ডার করেছে, কয় টাকার পণ্য অর্ডার করেছে, পেমেন্ট মেথড কোনটি নির্বাচন করেছে যথা, ক্যাশ অন ডেলিভারী নাকি বিকাশের মত অনলাইন পেমেন্ট, এবং কাস্টমার কোন ঠিকানায় পণ্যটি ডেলিভারি চাচ্ছে এমন সবকিছু একটি জায়গায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকমার্স ব্যবসার জন্যে।
অর্ডার আসার পর তো সরাসরি পণ্য কাস্টমারের কাছে চলে যায়না, আপনাকে নিশ্চয় প্রসেস ফলো করতে হয়। শুরুতে অর্ডারটি কনফার্ম করতে হয় আপনার স্টকের উপর নির্ভর করে, অতঃপর সেটি ডেলিভারী কোম্পানীর নিকট দেয়া হয় এবং তারা কয়েকটি ধাপে পণ্যটি কাঙ্খিত কাস্টমারের নিকট পৌঁছে দেয়।
এইসব কিছুর তথ্য আপনার কাছে তাৎক্ষনিক থাকাটা জরুরি এবং এগুলোর কোনোটাই ফেসবুক পেইজের মাধ্যমে করা যায়না।
৩) কাস্টমাররা আপনার প্রোডাক্টের পূর্ণাঙ্গ কালেকশন দেখতে এবং আপনার অনলাইন স্টোর ‘এক্সপেরিয়েন্স’ করতে চাইবে
আপনি যখন কোনো দোকানে কিছু কিনতে যান আগে প্রোডাক্ট এর কালেকশন দেখতে চান। এরপর দেখেন সে পণ্যের দাম কত এবং অন্যান্য তথ্য, এরপর যেয়ে পণ্যটি কিনেন যদি বাজেট এবং পছন্দ মিলে যায়।
একইভাবে অনলাইনে যখন কেউ কিছু কিনতে আসবে তারাও আপনার পুরো দোকানে কি কি কালেকশন আছে তা দেখতে চাইবে, এরপর পছন্দ অনুযায়ী যেগুলো সিলেক্ট করবে এবং তা অর্ডার করবে। এর জন্যই ওয়েবসাইটটি কাজ করে আপনার ডিজিটাল দোকান হিসেবে, যেখানে কাস্টমার তার ইচ্ছেমত কালেকশন দেখতে পারে, এবং একটি সুন্দর শপিং এক্সপেরিয়েন্স নিতে পারে।
ফেসবুক পেইজে আপনি পোস্টের পর পোস্ট দিতেই আছেন, এবং অনেকেই হয়ত এসে কমেন্ট করছে কিংবা ইনবক্স করছে কোন প্রোডাক্টের দাম কেমন। আপনি সবার উত্তর একসাথে দিতে পারবেন না নিশ্চয়। কাস্টমার যখন এসেছে সে কিন্ত অল্প সময়ই অপেক্ষা করবে, সারাদিন বসে থাকবেনা রিপ্লাই এর জন্যে। একটি রিসার্চ বলছে, বর্তমান এই ইন্টারনেটের যুগে মানুষের কোনো বিষয়ে মনোযোগের মাত্রা ৮.২৫ সেকেন্ডে নেমে এসেছে, যেটি বুঝায় আপনি দ্রুত কথা না বললে তারা অন্যত্র চলে যাবে।
এক্ষেত্রে ওয়েবসাইট সেই সময়টুকু বাঁচিয়ে দেয় এবং কাস্টমারদের এক্সপেরিয়েন্স ও ভালো থাকে।
৪) কাস্টমাররা পেইজের ব্যবসার উপর শতভাগ আস্থা রাখবেনা
ফেসবুক পেইজ খুলে তো হাজারো বিজনেস আছে, কিন্তু সবাই কি আস্থা অর্জন করতে পারে? কাস্টমার যখন দেখে একটি ওয়েবসাইট আছে, যেখানে সবকিছু সাজানো গোছানো এবং প্রয়োজনীয় তথ্য সমূহ আছে, তখন কাস্টমার এর আস্থা আসবে। তাছাড়া এখন বাংলাদেশ সরকার থেকেও ইকমার্স ব্যবসা নিয়ে বেশ কড়াকড়ি আইন নেয়া হচ্ছে, যেন ভোক্তারা সঠিক এবং কাঙ্খিত সার্ভিসটি পায়।
যদি ফেসবুক পেইজ খুলেই ব্যবসাকে বড় করা যেত তাহলে যারা ইকমার্স ওয়েবসাইট করে ব্র্যান্ড তৈরী করেছে, তারাও ফেসবুক দিয়েই চালিয়ে দিত। আদতে যেটি হয় না।
৫) ইকমার্স ব্যবসায় লং টার্ম সেলস মেশিন তৈরী করতে ডাটা প্রয়োজন
কখনো খেয়াল করেছেন কেন অনলাইনে ভালো ব্র্যান্ডগুলো তাদের ওয়েবসাইটে পণ্য বিক্রি করে থাকে এবং ফেসবুক কিংবা অন্য সোশ্যাল মিডিয়াতে কেন পণ্য বিক্রি করেনা বরং পণ্যের বিজ্ঞাপণ প্রচারনা করে? কারণ, তারা ডেটাকে কাজে লাগিয়ে স্ট্র্যাটেজি সেট করে, এবং সোশ্যাল মিডিয়াকে প্রমোশনের জন্যে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রেই।
শুধু ইকমার্স নয়, যেকোন ব্যবসায় দীর্ঘমেয়াদে সাফল্য পেতে হলে বর্তমানে ডেটা সংরক্ষন করতে হয়। অর্থাৎ, আপনার কাস্টমার কিংবা অডিয়েন্সকে ফানেলিং করে করে তাদের কাছে পণ্য বিক্রি করা, যাতে করে তারা পুনরায় এবং বারবার আপনার কাছে ফিরে আসে পণ্য কিনতে। এই ফানেলিং করতে হলে আপনার বিভিন্ন ওয়েব ট্র্যাকার নিজের ওয়েবসাইটে বসাতে হয়, যার মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটরদের ডেটা আপনি সংরক্ষন করতে পারবেন এবং মার্কেটিং চালানোর জন্য ব্যবহার করতে পারবেন।
তাছাড়া আপনার পেইজে কাস্টমার এসে কতক্ষন থাকছে, কোন প্রোডাক্ট দেখছে, পেইজের কোন কোন জায়গায় নেভিগেট করছে এই ডেটা আপনি ফেসবুক পেইজে পাবেন না। অথচ ওয়েবসাইটে এধরনের ডেটা ট্র্যাক করা যায় যেগুলো আপনাকে বিভিন্ন বিজনেস ডিসিশন নিতে সাহায্য করবে।
যেমন, ফেসবুক পিক্সেল যদি আপনি ওয়েবসাইটে যুক্ত করেন, তাহলে আপনার ওয়েবসাইটে যত মানুষ আসবে, তাদের ডেটা আপনি সংরক্ষণ করে পুনরায় সে মানুষগুলোকে ফেসবুকেই আবারো টার্গেটেড এডস দেখাতে পারবেন, এতে করে আপনার ব্র্যান্ড সম্পর্কে একজন কাস্টমারের টপ অফ মাইন্ডে আপনি স্থান করে নিতে পারেন এবং সেলস পেতে পারেন।
আর এই কাজগুলো শুধুমাত্র ফেসবুক ভিত্তিক ব্যবসা করে পুরোপুরি সম্ভব নয়।
৬) ফেসবুকে অর্গানিক কাস্টমার-বেইজ তৈরী সম্ভব নয়
আপনি যদি একটি ব্র্যান্ড তৈরী করতে চান, আপনার ব্যবসার অর্গানিক কাস্টমার-বেইজ ও বিল্ড করতে হবে। আর এটি করতে হলে এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারনত কোনো কিছু প্রয়োজন হলে গুগলে গিয়ে সার্চ করি, এবং গুগল আমাদের রিলিভেন্ট ইনফরমেশন এবং লিঙ্কগুলো দেখায়। এটা মূলত হয় এসইও এর মাধমেই। এর মাধ্যমে অর্গানিক ভিজিটর আপনার ওয়েবসাইটে আসার সম্ভাবনা আছে, যেটি আপনার মার্কেটিং বাজেট অপ্টিমাইজ করতে সহায়তা করবে, সেইসাথে আপনার অর্গানিক কাস্টমার-বেইজও তৈরী করবে।
কিন্তু একই কাজ কেউ ফেসবুকে এসে করবেনা, ফেসবুকে সাধারনত মানুষ কিছু কিনতে আসার উদ্দেশ্যে সার্চ করেনা। আর ফেসবুকে অর্গানিক রিচও অনেক কম, প্রায় ২% এরও নিচে।
পরিশেষে বলা যায়, ফেসবুক ভিত্তিক হয়ে বসে থাকলে ব্যবসার গ্রো করার সম্ভাবনা কম, কারণ, এটি আপনাকে লং টার্মে টিকিয়ে রাখবেনা। এই অবস্থায় অনেকে চিন্তায় পড়েন, ইকমার্স করতে গেলে তো অনেক খরচ আছে, তাছাড়া টেকনিক্যাল অনেক ব্যাপারে জানতে হয় ইত্যাদি ইত্যাদি। যদিও ব্যাপারটি সত্য নয় এখন। এখন এমন অনেক প্ল্যাটফর্ম আছে, টুলস আছে যেগুলো দিয়ে স্মার্টফোন থেকেই ইকমার্স ওয়েবসাইট তৈরী করে নেয়া যায়, মাত্র কয়েক মিনিটেই। কোনো কোডিং জানার কিংবা টেকনিক্যাল বিষয়ে বিশদ ধারনা থাকার দরকার নেই।
আশা করি এই পোস্টটি আপনাদের কিছুটা হলেও ধারনা দিতে পেরেছে কখন এবং কেন এফ-কমার্স ব্যবসাকে ইকমার্স ব্যবসায় রুপান্তর করার উপযুক্ত সময়। শুভকামনা!
ই-কমার্স ওয়েবসাইট, অনলাইন পত্রিকা, অনলাইন টিভি,
শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট,
শপিং ওয়েবসাইট, ফ্যাশন হাউস ওয়েবসাইট সহ যেকোনো
ধরনের ওয়েবসাইট তৈরি করা প্রয়োজন হলে
আমাদের সাথে যোগাযোগ করুন।
মোবাইলঃ01726713906
আমাদের সেবা সমূহ :
� E-commerce ওয়েবসাইট তৈরি
� ব্যাবসা প্রতিষ্ঠান ওয়েবসাইট তৈরি
� ফেসবুক বিজ্ঞাপন
�নিউজ পোর্টাল
�ট্রাভেল সাইট
� অফিশিয়াল সাইট
� কাস্টম ওয়েবসাইট তৈরি-এর জন্য আজ-ই যোগাযোগ করুন।
আরো বিস্তারিত জানতে -
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: Fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
💠রেস্টুরেন্ট সফটওয়্যার
💠 আয়-ব্যায় সফটওয়্যার
💠 হসপিটাল সফটওয়্যার
💠 ব্রিক সফটওয়্যার
💠 টিম্বারস সফটওয়্যার
💠 সমিতি সফটওয়্যার
এছাড়াও আমরা প্রয়োজন অনুযায়ী
বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও কাস্টমাইজ
সফটওয়্যার তৈরি করে থাকি।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
যোগাযোগঃ-
মোবাইলঃ-01726713906
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
আমরা যে সকল ওয়েবসাইট তৈরি করে থাকিঃ
পিএইচপি ওয়েব সাইট (লারাভেল)।
নিউজপেপার ওয়েবসাইট।
ই-পেপার স্ক্রিপ্ট।
অনলাইন টিভি।
ই-কমার্স ওয়েবসাইট।
কোম্পানী ওয়েবসাইট।
শিক্ষা, ট্রেইনিং প্রতিষ্ঠান/কোচিং সেন্টার ওয়েবসাইট
পার্সোনাল ওয়েবসাইট।
ট্যুর/ভিসা ফার্ম/রিসোর্ট ওয়েবসাইট।
হোটেল ও পর্যটন ওয়েবসাইট।
ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট।
ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট।
রিয়েলইস্টেট কোম্পানী ওয়েবসাইট।
ইঞ্জিনিয়ারিং/ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট।
বায়িং হাউজ/গার্মেন্টস ওয়েবসাইট।
ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট।
মার্কেটিং ও ল-ফার্ম ওয়েবসাইট।
হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট।
ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট।
এনজিও এবং সামাজিক কার্যক্রম সংবলিত ওয়েবসাইট।
যোগাযোগঃ-
মোবাইলঃ-01726713906
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
সফটওয়্যার বা ওয়েবসাইট প্রয়োজন?
আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের
ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকি।
যোগাযোগঃ-
মোবাইলঃ-01726713906
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
⚡আকর্ষণীয় কমিশনে Affiliate Marketing এর জন্য জনবল প্রয়োজন।
✅একটি স্বনামধন্য সফটওয়্যার কোম্পানির সাথে কাজ করতে হবে। মার্কেটিং কাজ করতে হবে ঘরে বসেই ডিজিটাল প্লাটফর্ম এ। আপনাকে আমরা ট্রেনিং করিয়ে শিখিয়ে দিব সব কিভাবে কাজ করতে হবে।
✅কাজের ধরন:মার্কেটিং
সময়: আপনার সুবিধামতন
যোগ্যতা: এসএসসি পাশ। অনলাইনে কাজ করার অভিজ্ঞতা থাকা লাগবে।
আপনার প্রয়োজন একটি মোবাইল ডিভাইস/ল্যাপটপ এবং ভালো ইন্টারনেট সংযোগ।
✅কাজ শিখতে আপনার কোন টাকা লাগবে নাহ আমরা ফ্রীতে শিখিয়ে দিব।
প্রজেক্ট শেষ হওয়ার সাথে সাথে পেমেন্ট বিকাশ করে দেয়া হবে।
📢অফিসের ঠিকানা: H -13,,Road 14,,Block L,South Banasre,Khilgaon, Dhaka 1219
Email:[email protected]
যারা আগ্রহী তারা আমাদের পেইজে মেসেজ করবেন অথবা মেইল করবেন।
আমাদের রয়েছে সু-দক্ষ ওয়েব ডিজাইনার টিম.
দেরি না করে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট টি
তৈরি করিয়ে নিন।
ডাইনামিক ওয়েবসাইট
ই-কমার্স ওয়েবসাইট,
অনলাইন পত্রিকা,
শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট,
রেস্টুরেন্ট ওয়েবসাইট,
শপিং ওয়েবসাইট,
বুকিং সফটওয়্যার,
payroll সফটওয়্যার,
inventory সফটওয়্যার,
online doctor prescription সফটওয়্যার
সহ যেকোনো ধরনের ওয়েবসাইট এবং সফটওয়্যার তৈরি করা
প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগঃ-
মোবাইলঃ-01726713906
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
⚡জয়েন করুন টার্গেটেড মার্কেটিং এর নতুন দুনিয়ায়। 🔥
মার্কেটিং করুন হোয়াটসঅ্যাপে, সেল করুন সহজে, অনায়াসে
হোয়াটসঅ্যাপ বিজনেস সেন্ডার প্রফেশনাল ভার্সন ১৪ এখন বাংলাদেশে।
হোয়াটসঅ্যাপ মার্কেটিং কেন করবেন?
🔹 মেসেজের জন্য কোন খরচ ছাড়াই সফটওয়ারের মাধ্যমে টার্গেটেড প্রমোশনাল মেসেজ পাঠানোর সুবিধা।
🔹 ক্যারেক্টার লিমিটেশন ছাড়াই যে কোন মিডিয়া ফাইল যেমন টেক্সট, ছবি, ভিডিও এবং যেকোন এটাচমেন্ট পাঠানোর সুবিধা।
🔹 ব্লাইন্ড মার্কেটিং না করে ইউজার/নাম্বার টার্গেট করে মার্কেটিং, প্রমোশন ও নটিফিকেশন পাঠানোর সুবিধা।
🔹 নাম্বার ফিল্টার টুল ব্যাবহার করে নাম্বার জেনারেট করে কোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে তা ভেরিফাই করার সুবিধা।
🔹গ্রেবার টুলের মাধ্যমে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ইউজার নাম্বার সংগ্রহ করার সুবিধা।
।
🔹 ইনস্ট্যান্ট-শিডিউল ডেলিভারি, অটো রিপ্লাই ও রেসপন্স ট্র্যাক করার সুবিধা।
🔹 সেন্ডিং ইন্টারভাল ব্যাবহার করার সুবিধা।
🔹 এন্টি ব্লক টেকনোলজি তাই নাম্বার ব্লক হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
🔑 লাইফটাইম লাইসেন্স 🔑
🎀 মূল্য: ৯৯৯ টাকা মাত্র
❌ রেগুলার মূল্য: 4999 টাকা
📞 কল করুন 01726713906
আমরা যে ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকি
১। নিউজ পোর্টাল ওয়েবসাইট।
২। ইকমার্স ওয়েবসাইট।
৩। বায়িং এবং গার্মেন্টস ওয়েবসাইট।
৪। ট্রাভেল ওয়েবসাইট ।
৫। এডুকেশন ওয়েবসাইট।
৬। অনলাইন লাইভ টিভি ওয়েবসাইট।
এছাড়া যেকোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে এখনই যোগাযোগ করুন-
যোগাযোগঃ-
মোবাইলঃ-01875556258
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
* আমাদের থেকে কেন ওয়েবসাইট তৈরি করাবেন
* Life Time সাপোর্ট পাবেন
* আমাদের ৫ বছরের অভিজ্ঞতা আছে
* আমাদের থেকে ভালো idea নিতে পারবেন
* website এর design সুন্দর এবং প্রফেশনাল হবে
* Domain - Hosting আমাদের থেকে নিতে পারেন, আপনারাও দিতে পারেন
* যেই কোন ওয়েবসাইট তৈরি করে দেওয়া যাবে, আমরাই দিচ্ছি খুল অল্প টাকায়, কোম্পানি প্রচার এর জন্য আপনারা পাচ্ছেন বিশাল Discount offer অল্প সময়ের জন্য।
★ আপনারা Digital Marketing এর যেই কোন Service আমাদের থেকে নিতে পারবেন - আরো বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা কল করুন
যোগাযোগঃ-
মোবাইলঃ-01875556258
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
এটি সফ্টওয়্যারটির মূল কার্যকারিতা এবং তাদের চারপাশের প্রতিবন্ধকতাগুলি সংজ্ঞায়িত করে। এতে গ্রাহক এবং ইঞ্জিনিয়াররা একটি চূড়ান্ত সফ্টওয়্যার পণ্যের বৈশিষ্ট্য, কর্মপ্রবাহ, কার্যক্ষম সীমাবদ্ধতা বা সীমাবদ্ধতা সংগ্রহ করে বিশ্লেষণ করে। এই অংশটি সমস্ত সফ্টওয়্যার প্রক্রিয়াতে খুব সাধারণ, তা সে বড় বা ছোট বা এটি কতটা জটিল।
software, instructions that tell a computer what to do. Software comprises the entire set of programs, procedures, and routines associated with the operation of a computer system. The term was coined to differentiate these instructions from hardware—i.e., the physical components of a computer system. A set of instructions that directs a computer’s hardware to perform a task is called a program, or software program.
সফটওয়্যার বা ওয়েবসাইট তৈরি করুন সল্প মুল্যে । আমরা প্রয়োজন
অনুযায়ী বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকি।
বিস্তারিত জানতে
যোগাযোগঃ-
FNF Soft
মোবাইলঃ-01875556258
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
ই-কমার্স ওয়েবসাইট, অনলাইন পত্রিকা, অনলাইন টিভি,
শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট,
শপিং ওয়েবসাইট, ফ্যাশন হাউস ওয়েবসাইট সহ যেকোনো
ধরণের ওয়েবসাইট তৈরি করা প্রয়োজন হলে
আমাদের সাথে যোগাযোগ করুন।
Fnfsoft
Address:
যোগাযোগঃ-
মোবাইলঃ-01875556258
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: Fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
আপনার ব্যবসার সেল করুণ দ্বিগুণ!!!
🚀 আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে আপনার ব্যবসার সেল বাড়ান অনলাইন এবং অফলাইনে।
প্যাকেজে যা পাচ্ছেন —
•5 জিবি হোস্টিং সাথে Cpanel
• ১টি (.Com) ডোমেইন
• লাইসেন্স থিম + প্লাগিন
• ওয়েবসাইটের জন্য যতো গ্রাফিক্স এর কাজ থাকবে আমরা করে দিবো
• ৭-৮ দিনের মধ্যে আমরা ওয়েবসাইট সম্পূর্ণ করে দিবো।
• সম্পূর্ণ গাইড-লাইন বুঝিয়ে দেয়া হবে।
• ৬মাসের জন্য ওয়েবসাইটের ট্যাকনিক্যাল সমস্যা গুলো ফ্রি'তে ঠিক করে দেয়া হবে।
আপনাদের ওয়েবসাইটের ডিমান্ড অনুযায়ী প্রাইজ ঠিক করা হবে।
ডেমো দেখতে আমাদের পেইজে সরাসরি ম্যাসেজ করুন। (সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে দেয়া হবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে) বিস্তারিত জানতে আমাদের পেইজে ম্যাসেজ করুণ অথবা 01726713906 নাম্বারে কল করুণ। 😁
এই মুহূর্তে আপনাকে ৫০০০ টাকা দেওয়া হলে আপনি কি করবেন?
Alhumdulillah,,,
We have completed a new e commerce website
Best wishes for " apnarbazar
Clients Satisfied, 🥰 😍
Website link :- Apnarbazar.com
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
প্রযুক্তির এই যুগে ব্যবসা করছেন অথচ আপনার প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট নেই!!
যুগের সাথে নিজের ব্যবসাকে এগিয়ে নিতে পারছেন না ? একটি ওয়েবসাইট আপনার ব্যবসাকে আরো গতিশীল করতে পারে। আপনার ত্রেতারা ঘরে বসেই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে আপনার পণ্য ক্রয় করতে পারবে৷
বিদেশি বায়ার বিশ্বের যেকোনো দেশ থেকে আপনার পণ্য দেখতে পারবে৷
ব্যবসার সকল হিসেব রাখতে পারবেন আমাদের সফটওয়্যার এর মাধ্যমে। প্রতিদিন কত আয় হলো, আপনার প্রতিষ্ঠানের মাসিক ব্যয় কত,লাভ কত হল ইত্যাদি সকল হিসেব রাখতে পারবেন।
ঈদ উপলক্ষে আমাদের সকল ওয়েবসাইট এবং সফটওয়্যার এর উপরে রয়েছে বিশেষ ছাড়।🔥
✍️ওয়েবসাইট সার্ভিস সমূহঃ
✅ ই-কমার্স ওয়েবসাইট
✅ কুরিয়ার ওয়েবসাইট
✅ অনলাইন নিউজপেপার
✅ কর্পোরেট ওয়েবসাইট
✅ ব্যাক্তিগত ওয়েবসাইট
✅ ব্লগিং ওয়েবসাইট
✅ ফাউন্ডেশন ওয়েবসাইট
✅ এডুকেশন ওয়েবসাইট
✅ ট্রাভেল ওয়েবসাইট
✅ হোটেল ওয়েবসাইট
✅ ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট
✅ ফার্নিচার ওয়েবসাইট
✅ রিয়েল এস্টেট ওয়েবসাইট
✅ বায়িং হাউজ ওয়েবসাইট
✅ গার্মেন্টস ওয়েবসাইট
✅ ল-ফার্ম ওয়েবসাইট
✅ হসপিটাল ওয়েবসাইট
✅ Pos সফটওয়্যার
সহ কাষ্টমারের চাহিদা মত ওয়েবসাইট সার্ভিস প্রদান করা হয় ।
ফোনঃ +88 01875-556258
মোবাইল/হোয়াটসঅ্যাপঃ 01875-556258
🌐 fnfsoft.com
Email: [email protected]
🔥🔥 প্রযুক্তির এই যুগে ব্যবসায় করছেন অথচ আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট/সফটওয়্যার নেই 🤔
♥️ বিশাল অংকের ঈদ অফার 🔥🔥
বিস্তারিত জানতে যোগাযোগ করুন -01875-556258
🌐fnfsoft.com
কাস্টমার রিভিউ🔥
একটি সুন্দর পোস্ট ডিজাইন আপনার প্রোডাক্টকে করে তুলবে আরো আকর্ষণীয়।
তাই Fnfsoft নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন !!!
>>>বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন >>>
যোগাযোগঃ-
মোবাইলঃ-01875556258
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
একটা ব্রান্ডের জন্য কালার কত বড় ফ্যাক্ট ?
প্রতিটা কোম্পানির ব্রান্ডের জন্য পারফেক্ট একটা কালার সিলেক্ট করতে হয়!❤️
আর যদি এই কালার পারফেক্ট ভাবে সিলেক্ট করতে না পারে তাহলে ঐ কোম্পানি তার আসল থিম ফুটিয়ে তুলতে পারে না এবং কাস্টমার ও ঐ ব্রান্ডকে ট্রাস্টেড ফিল করতে প্রবলেম হয়!😓
কালারের কিছু মিনিং আছে যেগুলো ফলো করে কালার ব্যবহার করলে আশা করা যায় কালার সিলেক্ট করতে আর কোন প্রবলেমে পরতে হবে না!🔥
✅ ব্লাক কালার :- অথরিটি, ক্লাসি
✅ হোয়াইট কালার :- পিওর, ফ্রেশ, ক্লিন
✅ ইয়েলো কালার :- প্লে-ফুল, জয়
✅ লাল কালার :- ডাইনামিক, এনার্জি, লাভ, প্যাশনেট
✅ ব্লু কালার :- সিকিউর, অনেস্ট
✅ গ্রীন কালার :- ফ্রেশ, হেলদি, নেচার
তো অপনার ব্রান্ডের কালার সিলেক্ট করতে কি এইগুলো কখনো ফলো করছেন?
🔥🔥 এক বছরের ফ্রী সার্ভিস🔥🔥
⭕🎯 প্রতিদিন শত শত এড দেখে আপনারা অভ্যস্ত হয়ে পড়েছেন যে, ২/৩ হাজার টাকায় মিলবে প্রফেশনাল ওয়েবসাইট । যেটা আপনাদের ভুল ধারনা । নিম্ম মানের হোস্টিং ও ফ্রি থিম, প্লাগিন বা টুলস ব্যবহার করে বানানো ওয়েবসাইটের বেশ কিছু প্রবলেম রয়েছে, তার মধ্যে -
১। প্রায় সময় ই দেখবেন আপনার ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে আছে ।
২। কিছু দিন চলতে থাকার পর আপনার অজান্তে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে একসেস চলে যাবে অন্য কারো কাছে।
৩। সাইটে কন্টেন্ট লোড হতে অতিরিক্ত টাইম নিবে ।
৪। ট্রাফিক বুস্টিং মার্কেটিং করতে গিয়ে দেখবেন আপনার ওয়েবসাইটে সামান্য কিছু মানুষ ভিজিট করার পর সাইট ডাউন হয়ে গেছে ( Server Internal Error)।
৫। স্পামিং মেইল আসতে থাকবে, কিন্তু নিজে বিজনেস ইমেইল থেকে মেইল করতে পারবেন না।
৬। গুগল থেকে ডোমেনইকে ব্লক করে দিবে। কেউ সাইট ভিজিট করতে পারবেনা।
🎯🎯 এমন অনেক সমস্যায় প্রতিনিয়ত পড়বেন, তো যে ওয়েবসাইটের উপর আপনার বিজনেস করছে তার এতো সমস্যার সল্যুশন কি?
১। আমরা ইন্টারন্যাশনাল টপ রেটেট কম্পানি থেকে হোস্টিং নিয়ে থাকি তাই নিশ্চিত থাকুন আপনার ডাটা থাকবে সম্পূর্ণ নিরাপদ, স্পিড ভালো থাকবে, ২৪ ঘন্টা সাইট লাইভ থাকবে কোন রকম সমস্যা ব্যতীত। সার্ভার কখনো ডাউন হবেনা।
২।এক বছরের ফ্রি সাপোর্ট । ওয়েব সাইটের ইন্টারনাল সকল প্রবলেমে কোনো প্রকার চার্জ ছাড়া ই ফ্রী সার্ভিস দেওয়া হবে ।
৩।কোন ধরনের এডভান্স করতে হবে না।
৪। সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি হওয়ার পর আপনাকে ওয়েব সাইটের এক্সেস দেবার পরে পেমেন্ট করতে পারবেন ।
৫।মাত্র 4999 /- টাকায় পাচ্ছেন প্রফেশনাল মানের ই-কমার্স ওয়েবসাইট(ওয়ার্ডপ্রেস +প্রিমিয়াম থিম ) ।
৬।সর্বোচ্চ মানের সিকিউরিটি প্রদান করা হবে আমাদের ওয়েব সিকিউরিটি এক্সপার্ট দ্বারা (এক বছর ফ্রী সিকিউরিটি সার্ভিস )।
৭।অটো ব্যাকআপ সিস্টেম!
৮।আপনার ওয়েবসাইটের উপর পূর্নাঙ্গ টিউটোরিয়াল যেটা দেখে আপনি নিজেই আপনার ওয়েবসাইট কন্ট্রোলিং করতে পারবেন।
৯. 24/7 সাপোর্ট । ওয়েব সাইট সংক্রান্ত যে কোনো প্রবলেমে অফিস আওয়ার ছাড়াও অন্য যে কোনো সময়ে আমাদের সাথে যোগাযোগ করে প্রবলেম সলভড করতে পারবেন।
⭕ আমাদের সার্ভিস সমূহ-
------------------------------------
🎯 আমরা সব ধরনের ওয়েবসাইটই তৈরী করে থাকি।
আপনার অবগতির জন্য কিছু ক্যাটাগরি উল্লেখ করা হলো-
১। ই-কমার্স ওয়েবসাইট
২। বিজনেস বা কর্পোরেট ওয়েবসাইট
৩। নিউজ পোর্টাল ওয়েবসাইট
৪। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
৫। হসপিটাল / ক্লিনিক ওয়েবসাইট
৬। প্রফেশন ভিত্তিক ওয়েবসাইট, যেমন, ল-ফার্ম বা লয়ার, ডক্টর এপয়েন্টমেন্ট ওয়েবসাই
৭। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
৮। জিম / ফিটনেস ওয়েবসাইট
৯। ফাইন্যান্স / ব্যাংক / বীমা / মাইক্রোক্রেডিট ওয়েবসাইট
১০। ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট
১১। ব্লগিং ওয়েবসাইট
১২। ডোনেশন কালেকশন / ননপ্রফিট অর্গানাইজেশন ওয়েবসাইট
যোগাযোগঃ-
মোবাইলঃ-01875556258
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: Fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
চিন্তায় পড়ে গেলাম🤦
♥️লারাভেল ইকমার্স ওয়েবসাইট মাত্র 4999 টাকা
☑️ ই-কমার্স প্যাকেজের মধ্যে যা পাচ্ছেন -
১। একটি ডায়নামিক PHP লারাভেল ভিত্তিক ই-কমার্স সিঙ্গেল ভেন্ডর ওয়েবসাইট,
২। ফ্রি SSL (সারা জীবনের জন্য)
৩। ডিস্কাউন্ট বা কুপন প্রোডাক্ট অপশন।
৪। আনলিমিটেড প্রোডাক্ট আপলোড।
৫। আনলিমিটেড প্রোডাক্ট ক্যাটাগরি ।
৬। প্রিমিয়াম লুকিং রিসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। যেকোনো কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ও ট্যাবে স্মুথলি সাপোর্ট করবে।
৭। স্টক ম্যানেজমেন্ট এর সুবিধা- কয়টা প্রোডাক্ট স্টকে আছে, কয়টা বিক্রি হয়েছে এবং স্টক শেষ হলে অটোমেটিক Out Of Stock দেখানোর ব্যবস্থা।
৮। একটি প্রোডাক্টের একাধিক সাইজ/ কালার / ব্যান্ড / দাম / ছবি ও অনান্য তথ্য যোগ করার ব্যবস্থা থাকবে।
৯। কাস্টমার একাউন্ট, অর্ডার ট্রাকিং, লাইভ চ্যাটিং এর ব্যবস্থা।
১০। পেমেন্ট গেটওয়ে SSL কমার্স (বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমেক্স কার্ড ) সহ বিভিন্ন পেমেন্ট মেথড অপশন।
১১। অর্ডার গ্রহণ, আর্ডার এডিট, অর্ডার হোল্ড, অর্ডার প্রসেসিং, অর্ডার কম্পিলিট অপশন,
১২। শিপিং/ডেলিভারী চার্জ সিস্টেম,
১৩। কুপন / ডিসকাউন্ট সিস্টেম।
১৪। অটোমেটিক ইনভয়েস তৈরী।
১৫। অটোমেটিক প্যাকিং স্লিপ তৈরী।
১৬। প্রোডাক্ট গ্যালারি অপশন।
১৭। ডিজিটাল হিসাব-নিকাশের লাইভ স্ট্যাটাস সুবিধা।
১৮। Blog অপশন, যা মাধ্যমে আপনি পোস্ট/আর্টিকেল লেখালেখি করতে পারবেন।
১৯। Reviews/Product Reviews অপশন,
২০। Wish Lists অপশন,
২১। Easy To Use Control Panel, User Friendly, Mobile Friendly & CMS
২২। All Security Option
২৩। সব ধরণের সোস্যাল নেটওয়ার্ক সাইট, আইকন,
২৪। অটোমেটিক ই-মেইল এর সুবিধা,
২৫। ফটো স্লাইডারএবং ডাইন্যামিক ব্যানার
২৬। লাইভ চ্যাট অপশন
২৭। প্রোডাক্ট সার্চ অপশন
২৮। প্রোডাক্ট ফিল্টার অপসন
২৯। সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO)।
৩০। FAQ (Frequently Asked Questions), About Us, Contact Us, Terms & Condition, Refund Policy সহ গুরুত্বপূর্ন পেজ সহ আরো অনেক ফিচার ।
-
☑️ সার্ভিস চার্জঃ আমাদের দুই ধরনের প্যাকেজ পাচ্ছেন “সমৃদ্ধির পথে” বিশেষ অফারে প্যাকেজ-১ ওয়েবসাইট 4999/- ও ডোমেইন. হোস্টিং ২,০০০/- সর্বমোট 6,999/-
-
☑️ আপনি যদি মোবাইল অ্যাপস নিতে চান সেক্ষেত্রে 1250/- অতিরিক্ত চার্জ দিতে হবে।
কেন আমাদের কাছ থেকে ওয়েবসাইট/সফটওয়্যার তৈরী করবেন?
***********************************************
আমরা আপনাদের কথা চিন্তা করে বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকি যেমনঃ
✔ সর্বনিন্ম মূল্যে সর্বোচ্চ সেবা দান করি ।
✔ ঠিক আপনার মনের মত করে ওয়েবসাইট কাস্টোমাইজ ও ডেভেলপ করি
✔ আমরা ঠিক সময় কাজের ডেলিভারি দিয়ে থাকি।
✔ কাজের শেষে উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে আমরা কাজ বুঝিয়ে দিয়ে থাকি
✔ যেকোনো সমস্যায় আমরা সরাসরি সেবা প্রদান করি।
✔ এক বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকি ২৪/৭ ঘন্টা।
believe customers satisfaction is our main profit.
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিতে পারেন অথাবা কল করতে পারেন, মোবাইলঃ 📲 +8801875556258
ঠিকানাঃ আগ্রাবাদ সফটওয়্যার টেকনোলজি পার্ক ৭তম তলা।
Fnf Soft এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আমাদের অন্যান্য সার্ভিস সমূহঃ
✅ সফটওয়্যারে ডেভেলপমেন্ট
✅ অ্যাপ ডেভেলপমেন্ট
✅ ডিজিটাল মার্কেটিং
✅ ডোমেইন এন্ড হোস্টিং
এছাড়া আমাদের রয়েছে অনলাইন পস সফটওয়্যার, ফার্মেসি সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার।
আমাদের যেকোন সার্ভিস নিতে আমদের সাথে যোগাযোগ করুন।
ধন্যবাদ।
দোকান / শো-রুম কিংবা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের জন্যে হিসাব সংরংক্ষন সফটওয়্যার।
সফটওয়্যারটি অনলাইন ভিক্তিক এবং প্রতিদিনের ডাটা ব্যাকআপ সুবিধা সহ।
Modules :
# Sales Module
# Purchase Module
# Manufacturing Module
# Inventory Module
# Financial Accounts Module
# HR & Payroll Module
# Reports Module
# Administration
# Features
1. Bank Account Ledger
2. Customer Ledger
3. Supplier Ledger
4. Material Ledger
5. Product Ledger
6. Customer Due Report
7. Supplier Due Report
8. Product Stock Report
9. Material Stock Report
10. Sales Invoice
11. Customer Transaction Invoice
12. Quotation Invoice
13. Product Purchase Invoice
14. Material Purchase Invoice
15. Production Invoice
16. Customer Transaction History
17. Supplier Transaction History
18. Cash Transaction Report
19. Bank Transaction Report
20. Salary Payment Report
21. Sales Record
22. Quotation Record
23. Product Purchase Record
24. Production Record
25. Material Purchase Record
26. Product Transfer Record
27. Product Receive Record
28. Sales Return Record
29. Purchase Return List
30. Customer List
31. Supplier List
32. Material Damage List
33. Product Damage List
34. Material List
35. Product List
36. Product Re-Order List
37. Material Re-Order List
38. Sales Entry
39. Purchase Entry
40. Production Entry
41. Customer Entry
42. Supplier Entry
43. Product Entry
44. Material Entry
45. Product Barcode System
46. Cash Bank Balance
47. Cash & Bank Balance Statement
48. Profit & Loss
49. Cash Ledger
50. Daily Ledger
& More
Address:
যোগাযোগঃ-
মোবাইলঃ-01875556258
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: Fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
প্রচার ছাড়া ব্যবসা আর অন্ধকার রাস্তায় সুন্দরী তরুনীকে চোখ টিপ দেওয়া সমান কথা।
কেউ বুঝবে না কি হচ্ছে।
🫢🫢
Fnf soft এর সার্ভিস সমূহ-
>> সম্পূর্ণ ই-কমার্স (eCommerce) সাইট ম্যানেজম্যান্ট
>> ইনভেন্টরি ম্যানেজম্যান্ট
>> প্রোডাক্টশন/ম্যানুফ্যাকচারিং ম্যানেজম্যান্ট
>> মার্কেটিং ম্যানেজম্যান্ট
>> ষ্টোক ম্যানেজম্যান্ট
>> ষ্টোক এডজাস্টমেন্ট ম্যানেজম্যান্ট
>> ষ্টোক ট্রান্সফার ম্যানেজম্যান্ট
>> কর্মচারি ম্যানেজম্যান্ট
>> POS ম্যানেজম্যান্ট
>> ডেলিভারি ম্যানেজম্যান্ট
>> লাভ বা ক্ষতি ম্যানেজম্যান্ট
>> ওয়্যারহাউজ ম্যানেজম্যান্ট
>> ব্রাঞ্চ/শাখা ম্যানেজম্যান্ট
>> SMS মার্কেটিং ম্যানেজম্যান্ট
>> বিল/পেমেন্ট ম্যানেজম্যান্ট
>> সেলস্ ম্যানেজম্যান্ট
>> ক্রয় ম্যানেজম্যান্ট
>> কাস্টমার ম্যানেজম্যান্ট
>> ডিলার ম্যানেজম্যান্ট
>> সাপ্লাইয়ার ম্যানেজম্যান্ট
>> একাউন্ট ম্যানেজম্যান্ট
>> প্রজেক্ট ম্যানেজম্যান্ট
>> রিপিয়ারিং হাউজ ম্যানেজম্যান্ট
>> এসেট ম্যানেজম্যান্ট
>> ডিজিটাল ক্যাটালগ ম্যানেজম্যান্ট
>> VAT & TAX ম্যানেজম্যান্ট
>> Offline ও Online দুই ভাবেই ব্যবহার করা যায়
>> Windows, Android & iOS App এর মাধ্যমে
সফটওয়্যারটি ব্যবহারের সুবিধা Offline ও Online।
যোগাযোগঃ-
মোবাইলঃ-01875556258
ই-মেইল:[email protected]
ওয়েবসাইট: Fnfsoft.com
অফিসঃ software technology park, agrabad
উদ্যোক্তা বনাম ব্যবসায়ী
বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের সমাজের তরুনদের মাঝে উদ্যোক্তা হওয়ার প্ররবনতা অনেক বেশি। সকলের একটাই চাওয়া, আর সেটা হল নিজেকে একজন সফল উদ্যোক্তার আসনে দেখা। যতটা না তারা নিজেদের ব্যবসায়ী হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করার আগ্রহ দেখা যাচ্ছে তার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার।
এখন কথা হচ্ছে আমরা অনেকেই ব্যবসায়ী ও উদ্যোক্তাকে একসাথে গুলিয়ে ফেলি। আমরা ব্যবসায়ী ও উদ্যোক্তাকে আলাধা করতে পারি না,আমাদের অনেকের মাঝেই এ ভুলটা হয়ে থাকে।
উদ্যোক্তা শব্দের ইংরেজী হলো “entrepreneur” এবং
ব্যবসায়ী শব্দের ইংরেজী হলো “businessman”
Oxford dictionary’তে entrepreneurs প্রসঙ্গে বলা হয়েছে “A person who sets up a business or businesses, taking on financial risks in the hope of profit”
Oxford dictionary’তে businessman প্রসঙ্গে বলা হয়েছে “A man who works in commerce, especially at executive level”
Dictionary.Com’তে entrepreneurs প্রসঙ্গে বলা হয়েছে “A person who organizes and manages any enterprise, especially a business, usually with considerable initiative and risk”
Dictionary.Com’তে businessman প্রসঙ্গে বলা হয়েছে “A man regularly employed in business, especially a white-collar worker, executive, or owner”
উপরের “entrepreneur” সম্পকিত কাজগুলোকে যদি সহজভবে বলা যেতে পারে যে, “একজন ব্যাক্তি একটি প্রতিষ্ঠান/ব্যবসা/কাজ শুরু করবেন এবং সেটার ভাল মন্দ দেখা/ সিদ্ধান্ত গ্রহণ/ ব্যবস্থাপনা/ করবেন, আথিকভাবেও লাভবান হবার চেষ্টা করবেন তাদের নিজেদের পণ্য/সেবার মাধ্যমে, আর্থিক ও সামাজিক ঝুকিঁ সাথে নিয়ে” ।
উপরের “businessman” সম্পকিত কাজগুলোকে যদি সহজভবে বলা যেতে পারে যে, “একজন ব্যাক্তি, যিনি মালিক/চাকুরীজীবি হিসাবে একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত, যেই প্রতিষ্ঠানটি আর্থিক লেন দেনের সাথে জড়িত”
উদাহরন:
একজন পান বিক্রেতা (রহিম) দৈনিক বড় বাজার থেকে পান কিনে এনে, পাড়ায়, পাড়ায় ঘুরে বিক্রি করে বড় দোকানের টাকা পরিশোধ করেন ।
আপনি উনাকে কি বলবেন একজন উদ্যোক্তা নাকি একজন ব্যবসায়ী ?
“entrepreneur” এর আলোচনা থেকে মোটামোটি একটি পরিস্কার একটা ধারনা পাওয়া গেছে যে, একজন উদ্যোক্তা তার পণ্যের মাধ্যমে, একটি প্রতিষ্ঠান তৈরীর মাধ্যমে ঝুকিঁ নিয়ে আথিক লাভের জন্য কাজ করে থাকেন । এখানে পান বিক্রেতা পান বিক্রি করে আথিকভাবে লাভবান হলেও, বাকি অন্য বিষয়গুলো কিন্তু অনুপস্থিত, যেমন: নিজস্ব পণ্য এবং ঝুকি । যেহেতু তিনি নিজে পণ্য উৎপাদন এর সাথে জড়িত নেই তিনি অন্যের উৎপাদিত পান বিক্রি করেন এবং যেহেতু তিনি দৈনিক এর পান, দৈনিক বড় বাজার থেকে এনে পাড়ায়, পাড়ায় বিক্রি করেন তাই এ কাজেও তার তেমন কোন ঝুকি নিতে হয় না । অন্যদিকে “businessman” এর আলোচনা থেকে মোটামোটি একটি পরিস্কার ধারনা পাওয়া গেছে যে, একজন ব্যবসায়ী তার নিজের অথবা অন্যের প্রতিষ্ঠান এর মাধ্যমে আথিক লাভের জন্য কাজ করে থাকেন । এখানে পান বিক্রেতা ঠিক এই কাজটিই করছেন সফলতার সাথে । দৈনিক বড় বাজার থেকে লাভের আসায় পাড়ায়, পাড়ায় বিক্রি করে আথিকভাবে লাভবান হচ্ছেন । তাহলে আলোচনার প্রেক্ষিতে সহজেই বলতে পারি যে, পান বিক্রেতা (রহিম) একজন ব্যবসায়ী, উদ্যোক্তা নন ।
এবার ধরা যাক আরেকজন পান বিক্রেতাই (করিম) নিজের জমিতে পান উৎপাদন করে, বিভিন্ন হাটে, ছোট ছোট ব্যবসায়ীদের মাধ্যমে পান বিক্রি করে থাকেন ।
এখন তাকে আমরা কি বলবো উদ্যোক্তা নাকি ব্যবসায়ী ?
পান বিক্রেতা (রহিম) এর মধ্যে যে দুটি জিনিস/কাজ অনুপস্থিত থাকার কারনে আমরা তাকে উদ্যোক্তা বলতে পারিনি । পান বিক্রেতা ( করিম) এর মধ্যে কিন্তু সেই দুটি জিনিস/কাজ বিদ্যামান রয়েছে । যেমন: পান বিক্রেতা (করিম) যেহেতু নিজের জমিতে পান উৎপাদন করেন তাই তিনি সরাসরি পণ্য উৎপাদন এর সাথে জড়িত এবং যেহেতু পান নিজের জমিতে উৎপাদন করেন তাই, জমি প্রস্তুত থেকে শুরু করে পান বিক্রি পযন্ত দীঘসময় এই উৎপাদন এর সাথে জড়িত থাকতে হয় । যে কোন সময়, পানে পোকা লেগে, পানের বাজার দড় কমে গিয়ে, পান পরিবহন এর খরচ বৃদ্ধি পেয়ে সে আথিকভাবে লোকসানের মধ্যে পড়ে যেতে পারেন তার মানে তাকে যথেষ্ট ঝুকিঁ নিয়েই তাকে এই পান উৎপাদন এর সাথে জড়িত থাকতে হচ্ছে । ফলে পান বিক্রেতা (করিম) কে আমরা ব্যবসায়ী না বলে একজন উদ্যোক্তা বলতে পারি ।
উপরের আলোচনা থেকে আমরা এ কথা বলতে পারি যে, সকল উদ্যোক্তাই ব্যবসায়ী তবে সকল ব্যবসায়ী উদ্যোক্তা নন ।
ব্যাবসা করতে গেলে আপনার ওয়েবসাইট এর বিকল্প নেই। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে।আমরা দিচ্ছি লাইফটাইম ফ্রী সার্ভিস।
সংগ্রীতঃ মিজানুর রহমান
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
4000