Peak & Go
All Kinds of Air TKT available here. Visa Processing
Hotel, Resort Service.
সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকিবে ১৮-২২ ডিসেম্বর।
ঐ সময়টিতে একজন যন্ত্র চালিত মানব ভ্রমণ করিবেন।
"হজ্জ চুড়ান্ত নিবন্ধন"
৮ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত.
প্রাথমিক ভাবে ২,০৬,৯৫৮/- টাকা জমা করে নিবন্ধন করতে পারবেন।
MALAYSIA.
🇱🇷🇱🇷🇱🇷Good news for expats in Malaysia illegally. The Malaysian government has announced that all those who are in Malaysia illegally, will be legalized. This new verification program is called RTK 2.0 and this RTK 2.0 will remove the hassle and hassle to get verification faster. We are working to get certified illegal workers, we have an experienced team.
🔰Who can be valid for the Recalibration 2 or RTK 2.0 program in Malaysia? Details are below ♦️According to the conditions set by the Malaysian Government, those who can legally -
👉 Readmission program and 6P program visa holders who have now become invalid can apply.
👉 Arrival visa for tourists who have a record of entry in the immigration system and have entered Malaysia legally.
👉 Those who have not violated any Malaysian immigration law or have no immigration blacklist in their name can be legal now.
🛂Workers from all countries can be legal
👇👇👇👇👇
1. India
2. Bangladesh
3. Indonesia
4. Pakistan
5. Sri Lanka
6. Myanmar
7. Nepal
8. Thailand
9. Cambodia
10. Vietnam
11. Philippines
👉 Validity period of passport of all mentioned above should exceed 18 months (24 months is better).
🔰 Any type of work can now be valid.
How much money is required to be valid and when to pay how much money is given below
♦️Cleaners, Restaurants, Construction, Packaging, Factory Workers, Security.
1) Registration 750/- Ringgit
2) Fingerprint 1600/-ringgit
3) Levy-Insurance-Medical 2600/- Ringgit
4) 1100/- Ringgit after visa
Total 6050/- Ringgit
Processing time is 90 days.
Note: 👉Agriculture/Tree Planting
1) Registration 750/- Ringgit
2) Fingerprint 1100/-ringgit
3) Levy-Insurance-Medical 1900/- Ringgit
4) 1100/- Ringgit after visa
Total 4850/- Ringgit
👇Note - For those who are outside the procedures mentioned above, it may be possible to get their visa, but you may have to spend more money.
🇱🇷🇱🇷🇱🇷🇱🇷মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা প্রবাসীদের জন্য সু-খবর। মালয়েশিয়াvতে যারা অবৈধভাবে আছেন, তাদের সবাইকে বৈধ হওয়ার জন্য মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে। নতুন এই বৈধকরণ প্রোগ্রাম এর নাম RTK 2.0 এবং এই RTK 2.0 তে ঝামেলা ও জটিলতা কাটিয়ে দ্রুততর সময়ে বৈধতা পাওয়ার জন্য উপযুক্ত সবাইকে বৈধতা দেয়া হবে। আমরা নির্ভূলভাবে অবৈধ শ্রমিকদের বৈধ করে দেওয়ার জন্য কাজ করতেছি, আমাদের রয়েছে অভিজ্ঞ টিম।
মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন ২ বা RTK 2.0 প্রোগ্রামে কারা বৈধ হতে পারবে? বিস্তারিত নিচে 👇
মালয়েশিয়া সরকার নির্ধারিত শর্ত অনুযায়ী যারা বৈধ হতে পারবে -
👉 রিহায়ারিং প্রোগ্রাম এবং 6P প্রোগ্রামে যাদের ভিসা হয়েছিল কিন্তু এখন অবৈধ হয়ে গেছে তারা আবেদন করতে পারবে।
👉 মালয়েশিয়ায় বৈধ ভাবে প্রবেশ করেছে ইমিগ্রেশন এর সিস্টেমে প্রবেশ রেকর্ড আছে এমন ট্যুরিষ্ট ভিসায় আগমনকারী।
👉মালয়েশিয়ার ইমিগ্রেশনের কোন আইন লংঘন করেননি বা তার নামে ইমিগ্রেশনে ব্ল্যাকলিস্ট নেই তারা সহজভাবে বর্তমানে বৈধ হতে পারবে।
যে-সকল দেশের শ্রমিকরা বৈধ হতে পারবেন
👇👇👇👇👇
1. India
2. Bangladesh
3. Indonesia
4. Pakistan
5. Sri Lanka
6. Myanmar
7. Nepal
8. Thailand
9. Cambodia
10. Vietnam
11. Philippines
👉 উপরে উল্লেখিত সবার পাসপোর্ট এর মেয়াদ ১৮ মাস এর উপরে থাকতে হবে (২৪ মাস হলে ভালো)।
কোন ধরনের কাজে এখন বৈধ হতে পারবেন।
বৈধ হবার জন্য কত টাকা লাগবে এবং কখন কত টাকা দিতে হবে তা নিম্মে দেয়া হল 👇
ক্লিনার, রেষ্টুরেন্ট, কনস্ট্রাকশন, প্যাকেজিং, ফ্যাক্টরি ওয়ার্কার, সিকিউরিটি।
১) রেজিষ্ট্রেশন ৭৫০/- রিংগিত
২) ফিঙ্গারপ্রিন্ট ১৬০০/-রিংগিত
৩) লেভী-ইন্সুরেন্স-মেডিকেল ২৬০০/- রিংগিত
৪) ভিসা হবার পর ১১০০/- রিংগিত
টোটাল ৬০৫০/- রিংগিত
প্রসেসিং এর সময় ৯০ দিন।
বিঃদ্রঃ 👉এগ্রিকালচার/ট্রি-প্লানটেশন
১) রেজিষ্ট্রেশন ৭৫০/- রিংগিত
২) ফিঙ্গারপ্রিন্ট ১১০০/-রিংগিত
৩) লেভী-ইন্সুরেন্স-মেডিকেল ১৯০০/- রিংগিত
৪) ভিসা হবার পর ১১০০/- রিংগিত
টোটাল ৪৮৫০/- রিংগিত
বিঃদ্রঃ - উপরে উল্লেখিত পদ্ধতির বাহিরে যারা রয়েছেন, তাদের ভিসাও হয়তো করা সম্ভব, তবে হয়তো আপনাকে বেশি টাকা খরচ করতে হবে।
https://bdresultpage.com/usa-immigration/
অ্যামেরিকা DV লটারী ২০২৪ অনলাইনে আবেদন করুন বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ
বিনম্র শ্রদ্ধাঞ্জলি
আজ থেকে হজ্বের আনুষ্ঠানিকতা শুরু। ধবধবে সাদা দুটি কাপড় দেহে ধারণ করে, লাখো হাজ্বীর “লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হবে মিনা, আরাফাহ এবং মুজদালিফা।
আরাফার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন। অসংখ্য অগণিত বনি আদমকে এদিন ক্ষমার ঘোষণা দেয়া হয়। এদিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। যেন কেউ মিস না করি।
আল্লাহ তা’আলা সকল হাজ্বীদের হাজ্জে মাবরুর নসিব করুন। যারা এখনো যেতে পারেননি, ভবিষ্যতে তাদের যাওয়ার তাওফিক দিন।
উমরাহর ভিসা এখন দারুণ সহজ হয়ে গেলো!!উমরাহ ভিসাকে কিছুটা ট্যুরিস্ট ভিসার আদলে করা হয়েছে।
যাত্রী নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ভিসা ইস্যু হয়ে যাবে।
তাও আবার কোন এজেন্সির সহযোগিতা ছাড়াই!!
আরো সুখবর আছে।
আগে জিদ্দা, মক্কা আর মদীনা ছাড়া উমরাহ যাত্রীগণ অন্য কোথাও যেতে পারতেন না। এখন সৌদি আরবের যে কোন স্থানই উমরাহর যাত্রীগণের জন্য উন্মুক্ত!
এখানেই শেষ নই।
আগে ইস্যু হতো ১ মাসের ভিসা। এখন ইস্যু হবে ৩ মাসের উমরাহ ভিসা!
মাশা আল্লাহ!
সৌদি আরবের ভিশন ২০৩০।
No more umrah agency. You can apply for Umrah visa via the online and get it directly by yourself. The visit visa for Umrah will be issued now within 24 hours and for 3 months.
_________________________
Saudi Gazette report
AMMAN — Minister of Hajj and Umrah Dr. Tawfiq Al-Rabiah announced on Thursday the launching of an electronic service to apply for Umrah visa for individual Umrah pilgrims from outside Saudi Arabia. “The visit visa for Umrah will be issued now within 24 hours.
Applications for Umrah visas can be submitted from outside Saudi Arabia, away from Umrah campaigns,” he said.
Al-Rabiah said the Kingdom’s Vision 2030 aims to facilitate the reception of Umrah pilgrims in larger numbers.
https://saudigazette.com.sa/article/621299/SAUDI-ARABIA/Hajj-minister-Visit-visa-for-Umrah-in-24-hours
Hajj minister: Visit visa for Umrah in 24 hours Hajj minister: Visit visa for Umrah in 24 hours
৫ জুন প্রথম হজ ফ্লাইট চালুর জন্য বাংলাদেশকে সৌদি আরবের চিঠি
BREAKING NEWS
The Ministry of Hajj and Umrah has announced that 1 million Hujjaj will attend this year’s Hajj
ভারতীয় টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)
*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।
পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনে যেতে পারবেন নারীরা কোনো পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন ১৮ থেকে ৬৫ বছর বয়সের নারীরা। তবে এ ক্ষেত্রে মা....
تسعة لقاحات كورونا (كوفيد-19) معتمدة في المملكة.
يمكنك طلب اعتمادها عند تلقيها في الخارج وتسجيلها في النظام عبر الموقع الالكتروني⬇️
https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration
বিমান যাত্রীদের জ্ঞাতার্থে।
বিনম্র শ্রদ্ধা
এটা কি আশার আলো নাকি স্বান্তনা !!!
Fly with BANGLADESH BIMAN(BG) .
Please Click these number 01401282770/01751052666 for your demand.
#সারজ_দুবাই সবচেয়ে কম খরচে ভ্রমণ করতে (২৪/৭) যোগাযোগ করুন।
Peak & Go .
Cell: 01401-282770.
What's app : 01751-052666.
বিদেশ ভ্রমণে টাকা নেওয়ার পদ্ধতি সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক বিদেশ ভ্রমণে এনডোর্সমেন্ট বা টাকা নেওয়ার পদ্ধতি সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে পাসপোর্টের মেয়াদ যত&zw...
আলহামদুলিল্লাহ আর টি পি সি আর ল্যব বসানোর কাজ শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
Approved Vaccines in
https://www.dhakapost.com/aviation/57062
যশোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়াও সৈয়দপুর থেকে চট্টগ্.....
বিদেশগামীদের জন্য কোভিড ১৯ ভ্যাকসিন তালিকা ::--
সৌদি আরব: ফাইজার, অক্সফোর্ড, জনসন, সিনোফার্ম, সিনোভ্যাক, মর্ডানা
ওমান: ফাইজার, স্পুটনিক ভি, অক্সফোর্ড, সিনোভ্যাক
কাতার: মর্ডানা, ফাইজার
বাহরাইন: ফাইজার, স্পুটনিক লাইট, স্পুটনিক ভি, জনসন, কোভিশিল্ড, সিনোফার্ম
ইউএই: মার্ডানা , ফাইজার, স্পুটনিক ভি, অক্সফোর্ড, সিনোফার্ম
ইতালি: মর্ডানা, ফাইজার, জনসন, অক্সফোর্ড
কুয়তে: ফাইজার, জনসন, অক্সফোর্ড
কোন দেশে গেলে কোন টিকা গ্রহন করবেন। countries approved vaccine
বাংলাদেশে এখন তিন ধরনের টিকা রয়েছে।মার্ডানা, ফাইজার, সিনোফার্ম। আবার ৪৫ লাখ মানুষ দুই ডোজ অক্সফোর্ড এস্টাজেনেকার টিকা গ্রহন করেছে। পছন্দ করে টিকা নেবার সুযোগ কম। কিন্তু তারপরও জানা দরকার কোন দেশ কোন ধরনের টিকার অনুমোদন দিয়েছে। কারন যদি কোন নির্দিষ্ট দেশে যাবার প্রস্তুতি আপনার থাকে তবে সেই দেশের টিকাই নেয়া উচিত।
আমি তালিকাগুলো মোটামুটি কমন দেশগুলোর দিয়ে দিলাম
কুয়েত: ফাইজার, জনসন, অক্সফোর্ড
ইতালি: মর্ডানা, ফাইজার, জনসন, অক্সফোর্ড
জর্ডান: ফাইজার, স্ফুটনিক ভি, অক্সফোর্ড, সিনোফার্ম
ওমান: ফাইজার, স্পুটনিক ভি, অক্সফোর্ড, সিনোভ্যাক
লেবানন: ফাইজার, স্পুটনিক ভি, কোভিশিল্ড, সিনোফার্ম
টার্কি: ফাইজার, স্পুটনিক ভি, সিনোভ্যাক, করোনাভ্যাক
বাহরাইন: ফাইজার, স্পুটনিক লাইট, স্পুটনিক ভি, জনসন, কোভিশিল্ড, সিনোফার্ম
ইউএই: মার্ডানা , ফাইজার, স্পুটনিক ভি, অক্সফোর্ড, সিনোফার্ম
কুয়তে: ফাইজার, জনসন, অক্সফোর্ড
কাতার: মর্ডানা, ফাইজার
সৌদি আরব: ফাইজার, অক্সফোর্ড, জনসন, সিনোফার্ম, সিনোভ্যাক, মর্ডানা
#জনস্বার্থে
চট্টগ্রামে আপনার চেনা জানা কোন করোনা রোগী থাকলে খুব ভাল মানের এবং সম্পূর্ণ ফ্রি চিকিৎসার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিচালিত এই হাসপাতালে পাঠাতে ভুল করবেন না।
----------------------------
সরকারী হাসপাতালগুলোতে রোগীর প্রচন্ড চাপ, অন্যদিকে সব সুবিধা নিয়েও অনেকটাই খালি সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল।
মানুষ না জানলে রোগী আসবে কিভাবে? আর সেজন্য আপনার সাহায্য কামনা করছি। জনস্বার্থ ছাড়া প্রচারের জন্য তো আমরা কোনদিন পোষ্ট শেয়ারের অনুরোধ করি না, তাই আমাদের এই আবেদন ফেলবেন না এটাই বিশ্বাস করি।
কভিডের জন্য করা এই হাসপাতালে স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। এ্যাম্বুলেন্স সার্ভিস, ঔষধ, এমনকি মেডিক্যাল টেস্টও বিনামূল্যে দেয়া হয়।
ঠিকানা - বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল, বনিক পাড়া, সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম। মোবাইল - ০১৮৭৮১১৬২৩৫
[রোগী চাই কেন? দানের টাকা উশুল না হলে পাপ মনে হয়। শুধু খাবার আর ঔষধের অল্প টাকা বাড়তি খরচ হয় রোগীর জন্য, বাকি সব খরচ রোগী না থাকলেও পরিশোধ করতে হয়। তাই এই মানসিক চাপ]
(বিদ্যানন্দের পেজ থেকে কপি। পোষ্টটা শেয়ার করে সুবিধা বঞ্চিত গরীব মানুষদের বিনা মূল্যে চিকিৎসা পেতে সহায়তা করুন)
Dear All Travel Partners,
Update from Biman Bangladesh Airlines,
Please check the attachment link for the circular regarding the validity of Bangladeshi Passport to travel to the Middle East including the UAE.
Attachment Link: https://rebrand.ly/jpyolcx
You are requested to take needful measures to comply accordingly.
Best Regards
Peak & Go
প্রিয় বাহরাইন প্রবাসী,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ) ফ্লাইট সাসপেনশন লিস্ট হতে বাহরাইন-এর নাম প্রত্যাহার করেছে।
৫ জুলাই ২০২১ খ্রিঃ তারিখে জারিকৃত এই সার্কুলারে বাহরাইনের নাম গ্রুপ-সি তে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী, বাহারাইন হতে বাংলাদেশ কিংবা বাংলাদেশ হতে বাহারাইনে ফ্লাইট চলাচলের আর কোন বাধা নেই। এবং বাহারাইন হতে বাংলাদেশে ভ্রমণকারীদের ক্ষেত্রে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনের বদলে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইনের অনুমতি দেয়া হয়েছে। তবে প্রত্যেক বাংলাদেশে ভ্রমণকারীকে ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে এবং বাহরাইনে আগত যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে অবশ্যই করোনাভাইরাস-এর পিসিআর ভিত্তিক (কিউআর কোড সম্বলিত) নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হবে। এয়ারপোর্টে পৌঁছানোর পর কোন ধরনের উপসর্গ দেখা গেলে, সেক্ষেত্রে পরীক্ষা পূর্বক যাত্রীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সরকার নির্ধারিত আইসোলেশন সেন্টারে বা নিজ খরচে হোটেলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন-এ থাকতে হবে। একই সাথে, ভ্রমণের ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রান্ত শর্ত ও নির্দেশাবলী আগের মতোই বহাল থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে বাহারাইনে আসার ক্ষেত্রে বাহারাইন সরকার কর্তৃক কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য সংক্রান্ত প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।
আন্তর্জাতিক ফ্লাইটের বিধিনিষেধ পরিবর্তন করেছে বেবিচক।
আন্তর্জাকি ফ্লাইটের বিধি-নিষেধ পরিবর্তন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ সোমবার (৫ জুলাই) এ নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনায় ৮টি দেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। দেশগুলো হচ্ছে- বোতসোয়ানা, ভারত, মঙ্গলিয়া, নাম্বিয়া, নেপাল, পানামা, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া। এসব দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না। বাংলাদেশ থেকে যাওয়াও যাবে না।
তবে, আর্জেন্টিনা, ব্রাজিল, কলোম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, উরুগেয়ে থেকে যারা বাংলাদেশে আসবেন, তারা করোনার ভ্যাকসিন এক ডোজ নেওয়া থাকলে বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। আর যারা ভ্যাকসিন নেননি, তারা ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে ১৪টি কোয়ারেন্টিনে থাকবেন।
১৪ জুলাই ২০২১ রাত ১২.০০ টা পর্যন্ত চলমান লকডাউন বর্ধিত করা হল।
https://newsonline48h.com/?p=1069
বাংলাদেশী যাত্রীদের আমিরাতে প্রবেশের নি’ষেধা’জ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে – My Blog বাংলাদেশী যাত্রীদের আমিরাতে প্রবেশের নি’ষেধা’জ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভি.....
NEWS !
More than 500,000 People from 150 nationalities have applied for as of Sunday
Among them 59% of the requests were from men and 41% from women .
Registrations are open till 23 June after which the Hajj Ministry will choose 60,000 successful candidates.
Click here to claim your Sponsored Listing.
Tours & Tourism
All Kinds of Air TKT available here.
Visa Processing
Hotel, Resort Service.
Category
Contact the hotel
Telephone
Website
Address
Chittagong
4000
নিসর্গ পড হাউজ, কাপ্তাই
Chittagong, 4532
Nisarga Pod House, Kaptai Glamping | Resort | Restaurant | Kayaking. +8801628378633 +8801829806801
Qatar Tower (5th Fllor), D. T. Road, Bus Stand (bypass). Sitakunda, Chattagram
Chittagong
Finest luxury hotel in Sitakunda.
M. M Ali Road, Dampara
Chittagong
A beautiful boutique hotel Chittagong prime location Gec Mor for luxurious and comfortable stay...
Bulbul Centre 486/B, O. R. Nizam Road, CDA Avenue, Chittagong/4100
Chittagong, 4000
Welcome to The Peninsula Chittagong's official page! Follow us for updates on our luxurious accommodations, dining options, and events.
Pc Road, Boropool Moor, Halishahar
Chittagong, 4216
A Luxury living hotel in chittagong
World Beach Resort, Kolatoli Dolphin Square , Cox's Bazar
Chittagong, 4700
Welcome To our world beach resort cox's Bazar For any kind of information please text us or call us.
Al Zaman Hotel & Restaurant, Hathazari Bus Stand
Chittagong, 4330
Al Zaman Hotel Restaurant & Convention hall
Chittagong, 4762
Ocean Beach is a Suitable Beach Side Resort Whish is Looated in Narkel Bagan Rd,North Beach St martin
787/a, F Ahmed Complex, Station Road
Chittagong, 4000
Most prominent Hotel in Chittagong. here available room booking for travelers, business person,etc.