UmmE SohaGi-স্রোতস্বিনী

UmmE SohaGi-স্রোতস্বিনী

সঙ্গিহীন কাকটি বলে বেড়ায়
মানুষের প্রেম সর্বনাশের কারণ।

✑UmmE SohaGi-স্রোতস্বিনী শ্রেয়সী

21/12/2023

জীবনে আমি অপ্রয়োজনী জিনিস খুব গুরুত্ব দিয়েছি,যেমন তোমাকে।

✑ উম্মে সোহাগী

20/12/2023

মানুষের অবিশ্বাস অবহেলা মৃ ত্যু র থেকেও ভয়ংকর।

‌~উম্মে সোহাগী

20/12/2023

মানুষ এমনই এক প্রাণী যে!
হাঁসাতে হাঁসাতে জীবনে আসে তারপর কাঁদাতে কাঁদাতে ছেড়ে যায়।

✑ উম্মে সোহাগী

19/12/2023

এই আমার শুধুই ভুল হয়ে যায়,
ভালোবেসে মানুষ কে বুকে টেনে নেই,
উজাড় করে সাধ্যের সবটুকু প্রেম দেই।

লেখা -সালেহীন সাজু
আবৃত্তি -উম্মে সোহাগী

18/12/2023

জীবন কত বৈচিত্র্য
দুটো পাঁ কত জায়গাতেই না ফেলতে হয়,
কত মানুষ চেনা অচেনা
সবার সাথে অনায়াসে মিশে যেতে হয়,
গরীব হলে ধনীর কাছে কদর নেই
আর ধনী হলে জীবন কত সচ্ছ,
টাকা না থাকলে স্বপ্ন হয়ে যায় পদ্ধ পাতা
জলের উপর ভাসতে থাকে।

✑ উম্মে সোহাগী

Photos from UmmE SohaGi-স্রোতস্বিনী's post 18/12/2023

সুন্দর না?

18/12/2023

কি হয় তুমি জীবনে না থাকলে?
মানুষ মানুষকে ছাড়া দিব্যি বাঁচে
দেখো,আমি কেমন থাকি,
কেমন করে বাঁচি
কেমন করে হাঁসি।

✑ উম্মে সোহাগী

16/12/2023

নিজের ভালো নিজেকেই রাখতে হবে
নিজের ব্যঁথা নিজেকেই সারাতে হবে।

✑ উম্মে সোহাগী

16/12/2023

তুমি নিজেই প্রকৃতির কসম কেঁটে
থেকে যাওয়ার দিব্যি করেছিলে-
আচ্ছা এখন বলো তো
আমি ক্ষমা করলেই
প্রকৃতি কি তোমায় ছেড়ে দিবে।?

✑ উম্মে সোহাগী

16/12/2023

কালো রঙের টি শার্ট।

15/12/2023

অনল ছাড়াই পুড়েছি'স্বৃতির ছাই বাতাসে উড়িয়ে দিয়েছি_শেষ ট্রেনে উঠে তখনও তোমাকে হারানোর ব্যাঁথায় কেঁদেছি।

14/12/2023

সে যেনো ফুল কুড়াইয়া পাইলে
যত্ন কইরা তুইলা রাখে।

13/12/2023

তোর চোখ ভিঁজলে
আমার টিনের ঘরে বৃষ্টি এসে ঢুকে

✑ উম্মে সোহাগী

12/12/2023

ভরসা রাইখো
ছাইড়া যাওয়ো না
ঠকাইও না আমারে।

✑ উম্মে সোহাগী

11/12/2023

চাইলে আমিও সুতো কাটা ঘুড়ির মতো উড়তে পারি।

11/12/2023

তুমি যদি বুকের ব্যথাটুকু খুঁজতে
হয়তো এই রাত এতো দীর্ঘ হতো না।

লেখা -উম্মে সোহাগী

10/12/2023

সবাই বলতো ভালোবাসার মানুষকে আগলে রাখতে শিখুন _
আমি তো পৃথিবী ছাড়তে রাজি ছিলাম,
ফুলের মতো যত্ন নিয়েছি তবুও আমার করে রাখতে পারিনি।

✑ উম্মে সোহাগী

10/12/2023

পাখির মতো ডানা আমার
অথচ তোমার নখরে আঁচড়ে ভেঙে যায়।

✑ উম্মে সোহাগী

10/12/2023

আমার বিদায় ক্ষণে কেঁদো না
সমস্ত অনুরাগ কে জিতিয়ে দিলাম
নিজের যত্ন নিও।

লেখা-উম্মে সোহাগী

09/12/2023

যাকে কান্না জড়িত গলায় মুখে বলে বুঝাতে পারোনি,তাকে ফেসবুকের ওয়ালে দু'এক লাইন লিখে কি বুঝাবে।?

লেখা এবং আবৃত্তি -উম্মে সোহাগী

06/12/2023

এবার গ্রুপে চলছে ভিন্ন ধরনের প্রতিযোগীতা।
বিস্তারিত কমেন্টে।

06/12/2023

যাকে কান্না জড়িত গলায় মুখে বলে বুঝাতে পারোনি'তাকে ফেসবুকের ওয়ালে দু'এক লাইন লিখে কি বুঝাবে?

✑ উম্মে সোহাগী

06/12/2023

মানুষ বড়ই রহস্যময় প্রাণী।

লেখা -উম্মে সোহাগী

05/12/2023

তোমার মতো কাউকে নয় তোমাকেই শত শতাব্দী ভালোবাসতে চাই।

✑ উম্মে সোহাগী

05/12/2023

কারো দুচোখের ঘুমে স্বপ্ন ছোঁয়া মানুষ হতে পারিনি-প্রেমিক তুমি ফিরে যাও।

✑ উম্মে সোহাগী

04/12/2023

ভেবেছিলাম কোন এক শুভ সকালে
তুমি ফিরে আসবে সকল মান-অভিমান ভুলে
রাত পোহাবে আমাদের পুরনো প্ল্যাটফর্মে।
কিন্তু কই? তুমি আর ফিরে আসলেনা!

লেখা -সালেহীন সাজু
আবৃত্তি -উম্মে সোহাগী

03/12/2023

কিছু কিছু কথা বলবো বলবো বলে
কখনোই আর বলা হয় না।

কথা লেখক -সালেহীন সাজু
আবৃত্তি -উম্মে সোহাগী

02/12/2023

বুকের ভেতর একটা ব্যঁথা বাস করে
কেমন তোমার থেকেও তীব্র ,
বোধহয় এটা তোমার অবহেলা অযত্ন !
আমি কেবল অসুখে অসুখে বাঁচি
তোমার অসুখ।

লেখা -উম্মে সোহাগী

01/12/2023

আজকের সকাল টা ভীষণ সুন্দর। 👌

28/11/2023

প্রিয় মানুষ যখন বাহিরের অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করবে
তখন আপনি ধীরে ধীরে অপ্রিয় হতে থাকবেন।
প্রথম কালের মতো আর কোনো কিছুই খুঁজে পাবেন না,তার কাছে আপনার সব কিছু বিরক্ত হয়ে উঠবে।
তারপর ভেতর থেকে আপনি একটু একটু করে পুড়তে থাকবেন।
অথচ সে মানুষ টি একটুও টের পাবে না।সবটা তার কাছে স্বাভাবিক লাগবে।
যতই বুঝাতে চাইবেন ব্যর্থ হবেন।
কারণ অন্য ফুলের গন্ধ পেয়েছে সে ।
তাই যে যেভাবে থাকতে চায় তাকে থাকতে দিন, কথা না বললে জোর করবেন না।
ছেড়ে দিন , উড়তে উড়তে যখন ক্লান্ত হবে তখন আর আশ্রয় খুঁজে পাবে না।

লেখা-উম্মে সোহাগী

28/11/2023

এই দুনিয়াতে থাকি আর না থাকি!
আমি হারি কিংবা জিতি-
সব কিছু হারিয়ে শূন্য হলেও
তোমাকে চাই তোমাকে ভালোবাসি।

আমি এতো কিছু বুঝি না!
তোমার উদ্দেশ্য কি খুঁজি না-
তুমি থাকলে হাঁসি
দূরে গেলে অভিমান করি।

সারাক্ষণ তোমার উপস্থিতি!
আমি অন্ধ প্রেমিকা তোমারি-
তুমি থাকলে আনন্দ আমার
ভালোবাসাতে থাকি,তোমাকে ভালোবাসি।

ভালোবাসি।
লেখা -উম্মে সোহাগী

26/11/2023

আমরা মানুষ হয়ে মানুষের সাথে কথা বলবো না, এটা আসলে অসম্ভব একটা বিষয়। মানুষই মানুষের সাথে কথা বলবে খুব সাভাবিক। কিন্তু এখনের জেনারেশনে কেউ কারো সাথে কথা বললে সহজেই আপনাকে ভেবে নিবে সস্তা। দু এক দিন ভালো করে কথা বলবে, আপনাকে সম্মান দেখাবে গুরুত্ব দিবে। ধীরে ধীরে আপনার সঙ্গে বন্ধুসরূপ আচরণ করবে , তারপর আপনার সব বিষয়ে অধিকার দেখাতে শুরু করবে।
আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কার সাথে মিসতেছেন, কার সঙ্গে বাহিরে যাচ্ছেন, সব সব বিষয়ে অধিকার দেখাতে থাকবে।
অথচ আপনি তাকে এমন কোনো অধিকারই দেননি। আর একটা সময় পর যখন আপনি বিরক্ত হয়ে দু'টো কটু কথা বলবেন , তখন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার চোখে , নিকৃষ্ট , অহংকারি।
কিন্তু অপরিচিত একজন মানুষ যে সম্পর্ক গড়ার নামে আপনার স্বাধীনতা কেড়ে নিচ্ছে , আপনার জীবনকে তিক্ততায় ভরিয়ে দিচ্ছে , সেটা তার জন্য কোনো বিষয়ই না।

লেখা -উম্মে সোহাগী

26/11/2023

ভালো থেকো দিন পহরিয়া!
বিদায় নিলে অভিযোগ গুলো উঠিয়ে নিও।

লেখা -উম্মে সোহাগী
আবৃত্তি -উম্মে সোহাগী

25/11/2023

সে ঘুমিয়েছে -
ডাকিস না রাতের প্রহরী !
তোকে মিনতি করি -
ঘুমোতে দে মোর প্রিয় কে।

লেখা -উম্মে সোহাগী

25/11/2023

নিজেকে যতই শুদ্ধ প্রমাণ করতে যাবেন ততই আপনি অপরাধীর স্বিকার হবেন।যার জীবনে ভুল নেই সে মানুষ নয়।আপনার কান্না দেখে কেউ যদি বলে ছলনা করছেন,আপনি তাই মেনে নিন।যদি কেউ দুঃখ দেখে বলে অনুভূতি কাজ করে না, তাহলে ঠোঁট বাকিয়ে মুচকি হেঁসে দিন।চোখে না দেখে মানুষ অনেক দোষ গুণই খুঁজে, কিছু খুঁজে পাওয়া না পাওয়ার কথা থাক খোছা আপনাকে দিবেই।মানুষের ধর্মই হয়ে উঠেছে দোষারোপ করা,পিছনে গিবত করা।কারো ভালো দেখলে গা জ্বলে উঠা,কেউ উপরে উঠতে দেখলে তাকে টেনে নিচে নামিয়ে দেওয়া।নষ্ট সমাজে বাস করছি,যেখানে স্বপ্নের কোনো দাম নেই। নিজের স্বাধীনতার কোনো মূল্য নেই। মানুষের কান কথায় জীবন তিক্ততায় ভরে গেছে। সঠিক ভুল বিচার না করেই অপরাধী করে দেয়।বাঁচতে ইচ্ছে করছে না?
সব তুচ্ছ করে দিন, নিজের জন্য বাঁচুন। এসেছেন একা যাবেন একা, কিসের মানুষ কিসের ভয়, বুক ফুলিয়ে চলুন।আপনি সঠিক তো আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবেন না।

লেখা - উম্মে সোহাগী

25/11/2023

তুমি টের পাও না এমন আমাবস্যার ঘোর
যা আমাকে ভেঙ্গেচুড়ে নিঃশেষ করে দেয়।

লেখা - উম্মে সোহাগী
আবৃত্তি _উম্মে সোহাগী

24/11/2023

সে ঘুমিয়েছে -
ডাকিস না রাতের পহরি !
তোকে মিনতি করি -
ঘুমোতে দে মোর প্রিয় কে।

লেখা -উম্মে সোহাগী

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এই আমার শুধুই ভুল হয়ে যায়, ভালোবেসে মানুষ কে বুকে টেনে নেই,উজাড় করে সাধ্যের সবটুকু প্রেম দেই।লেখা -সালেহীন সাজুআবৃত্তি -...
যাকে কান্না জড়িত গলায় মুখে বলে বুঝাতে পারোনি,তাকে ফেসবুকের ওয়ালে দু'এক লাইন লিখে কি বুঝাবে।?লেখা এবং আবৃত্তি -উম্মে সোহা...
ভেবেছিলাম  কোন  এক  শুভ  সকালেতুমি  ফিরে  আসবে  সকল  মান-অভিমান ভুলেরাত  পোহাবে  আমাদের  পুরনো  প্ল্যাটফর্মে।কিন্তু  কই?...
কিছু কিছু  কথা বলবো বলবো বলেকখনোই আর বলা হয় না। কথা লেখক -সালেহীন সাজুআবৃত্তি -উম্মে সোহাগী
আজকের সকাল টা ভীষণ সুন্দর। 👌
ভালো থেকো দিন পহরিয়া! বিদায় নিলে অভিযোগ গুলো উঠিয়ে নিও।লেখা -উম্মে সোহাগীআবৃত্তি -উম্মে সোহাগী
তুমি টের পাও না এমন আমাবস্যার ঘোরযা আমাকে ভেঙ্গেচুড়ে নিঃশেষ করে দেয়।লেখা - উম্মে সোহাগীআবৃত্তি _উম্মে সোহাগী
লেখা -সাদিয়া আবৃত্তি -সোহাগী।
এ জীবনস্রোতে কত গল্পেরা আসে ভেসে,অজুহাতে কত গল্প যায় থেমে।কথার বুলিতে কত মানুষ প্রিয় হয়ে যায়,ব্যস্ততাই কত প্রিয় মানুষ দূ...
মাঝে মাঝে নিজেকে অনেক আনলাইকি মনে হয়, নিজের জন্য অনেক মায়া হয়।লেখা সংগ্রহিতআবৃত্তি -উম্মে সোহাগী
এখন আর ভেঙে যাওয়ার ভয় নেই।
ক্ষ্যপা ছেড়ে গেলে সোনার ঘু ঘু আর পাবো না।

Category

Website

Address

Chittagong
Chittagong

Other Poet in Chittagong (show all)
Engr.Yasin Islam Engr.Yasin Islam
Mehedibag Road
Chittagong

I am Yasin Islam. In this page I will upload poeam, civil engineering construction and varoius video.

MD Zidan Hossain MD Zidan Hossain
Chittagong

Yasin Mahmud Yasin Mahmud
Chittagong

Assalamualykum

Poet & Poem Poet & Poem
Chittagong

এরপর যদি কাউকে ভালোবাসি... ভেবেনিও তোম?

The Quote World The Quote World
Chittagong

সব দেশে খেলা সরাসরি দেখতে আমাদের পেইজ

Haq maula Haq maula
Maizbander
Chittagong

Welcome ❤️ follow our Page for get educational Islamic post.❤️

বোকা_আর্টিকেল বোকা_আর্টিকেল
Chittagong, 4331

Boka♪Artic For more There’s no more��

কবির কবিতা-Poet & Poetry কবির কবিতা-Poet & Poetry
House # 27 Road +Lane # 01, Block # H Halishahar H/E
Chittagong, 4216

Poem - Writer- Literature

S M l mahir S M l mahir
Shandwip
Chittagong

Md. Morshed khan Md. Morshed khan
Chittagong, 4000

I like to live simple but happy.

Jahra's Poems Jahra's Poems
Chittagong

Hi! Please let us know if you need any help.

কবিতা-Poem কবিতা-Poem
চন্দনাইস
Chittagong

আমি একজন কন্টেন্ট রাইটার।কবিতার উপর কন্টেন্ট লিখতে অনেক ভালোলাগে।