Beehive Pure Raw Honey

Beehive Pure Raw Honey

You may also like

Lucky Stake.
Lucky Stake.

আস্থা শতভাগ...

Photos from Beehive Pure Raw Honey's post 28/04/2021

কখনো বিক্রেতাকে জিজ্ঞেস করবেন না মধু খাঁটি কিনা।
প্রয়োজনে অল্প কিনে চেখে দেখুন। বিক্রেতা যদি আপনার কাছের কিংবা এমন হয় যে, মধু খাঁটি না হয় তাহলে তাকে ধরতে পারবেন। তার থেকে গ্যারান্টি নিন।

আপনারা যারা আমাদের কাছ থেকে মধু নিবেন, শতভাগ খাঁটি মধু পাবেন। ভেজাল বা খাঁটি না, প্রমাণ করতে পারলে আমরা জরিমানা দিতে আপত্তি করবোনা।

এই মুহুর্তে আমাদের স্টকে রয়েছে খলিশা ফুলের মধু।
মূল্য - ১২০০৳
পবিত্র রমজান উপলক্ষে পাচ্ছেন ১০% ছাড়।

Photos from Beehive Pure Raw Honey's post 16/07/2020

সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফিরলাম। গাড়িতে অর্ডার কনফার্ম করতে করতে আসলাম। বাসায় এসে মাগরিব পড়ে বৈয়ম গুলো সার্ফ এক্সেল দিয়ে পরিস্কার করে ভালো করে শুকিয়ে নিয়েছি। এ-ই কাজ করতে করতে এশা। এশার পরে শুরু করলাম প্যাকিং এ-র কাজ। মাঝখানে ১০মিনিট বিরতি নিয়েছি নাস্তার জন্য।

আগামীকাল ডেলিভারি দিবো ১১ কেজি সরিষা ফুলের মধু (একজনেরই ১০কেজি), ৩ কেজি খলিশা ফুলের মধু, কালোজিরা মধু ১.৫ কেজি ও ১ কেজি লিচু ফুলের মধু ইনশাআল্লাহ।

কাজ শেষ হয়নি। দোয়া চাই।

ওহ্ আরেকটা কথা। আমাদের কাছে মোটর+কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল ও কালোজিরার তেলও পাবেন ইনশাআল্লাহ।

চট্টগ্রাম শহরে শর্তসাপেক্ষে হোম ডেলিভারি পাবেন।

যোগাযোগ 01634140143 অথবা 01839504831

16/07/2020

Customer review...

07/06/2020

আমার কাছে চার আইটেমের মধু রয়েছে।

👉কালোজিরা ফুলের মধু (প্রতি কেজি ১৪৫০/-)
👉সুন্দর বনের খলিশা ফুলের মধু (প্রতি কেজি১২০০/-)
👉লিচু ফুলের মধু (প্রতি কেজি ৬০০/-)
👉সরিষা ফুলের মধু (প্রতি কেজি ৬০০/-)

★আপাতত চট্টগ্রাম শহরের বাহিরে সেল দেয়া হবেনা।

পোলেন বা গাদ জাতীয় মধু সব চেয়ে ভালো মধু।
যদি প্রশ্ন করা হয় যে, মৌমাছি ফুলে ফুলে ঘুরে কি সংগ্রহ করে? সকলেই বলবেন এটা কোন প্রশ্ন হলো! সবাই নিশ্চিত ভাবেই উত্তর দিবেন "মধু সংগ্রহ করে"।
আসলে মৌমাছি ফুল থেকে মধু যদিও নেক্টার সংগ্রহের পাশাপাশি প্রচুর পরিমাণে পোলেন বা পরাগরেণু সংগ্রহ করে যা মৌমাছির প্রোটিন জাতীয় খাবার। আর এগুলো মৌমাছি তার পিছনের এক জোড়া পায়ে করে বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করে থাকে।
ছবিতে মৌমাছির পায়ের সোনালী বল গুলো আসলে পোলেন বা পরাগরেণু যা নিয়ে ওরা বাসায় ঢোকার অপেক্ষায়।

Copy from- Oliullah Al-Mahmud

প্রয়োজনে ফোন করুনঃ- 01634140143

21/05/2020

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
ইতিমধ্যে অনেকেই আমাদের কাছ থেকে মধু নিয়েছেন,
আমাদের মধু আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে জানতে চাই। যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই জানাবেন
আমরা আপনাদের ১০০% খাঁটি মধু দেওয়ার জন্য বদ্ধপরিকর।

Photos from Beehive Pure Raw Honey's post 17/05/2020

আপনি খাচ্ছেন মধু কিন্তু ঘ্রাণ পাচ্ছেন লিচুর! বিষয়টি অদ্ভুত লাগছে?

নাহ্, একদম অদ্ভুত নাহ্। বরং বিষয়টি স্বাভাবিক এবং প্রাকৃতিক। এখন বাজারে লিচু চলে আসছে। কয়েকদিন পর দিনাজপুরের লিচুতে বাজার সয়লাব হয়ে যাবে।

গত দুই/তিন মাস আগেই কিন্তু এ-ই লিচু গুলো মুকুলে ছিলো। আর আমরা জানি লিচুর মুকুলে পর্যপ্ত পরিমাণ মধু থাকে। তাই মৌয়ালরা ঐসময়টাতে লিচু বাগানের পাশে মধু চাষ করেন। আমরা সম্মানিত গ্রাহকদের চাহিদার ভিত্তিতে দিনাজপুরের স্বল্প পরিমান ফ্রেশ ও তাজা লিচু ফুলের মধু সংগ্রহ করেছি।

আমাদের সংগ্রহীত লিচু ফুলের মধু শতভাগ খাটি ও "র" মধু। কোন প্রকার প্রোসেসিং করা হয়নি বিধায় তাপমাত্রার তারতম্যের কারণে মধুটি হালকা বসে যেতে পারে।

৫০০গ্রাম এর প্রতি প্যাকের শুভেচ্ছা মূল্য ৩০০৳ মাত্র।

আমাদের কাছে আরো পাবেন স্বাদে ও ঘ্রাণে বিখ্যাত সুন্দরবনের খলিশা ফুলের মধু। এ-ই মধুটিতে অন্যান্য মধুর চেয়ে গ্লুকোজ কম থাকায় অন্য মধুর চেয়ে এটি একটু পাতলা হয় এবং ডায়বেটিস এ-র রোগীর জন্য মধুটি বেশ উপযোগী। (প্রতি কেজি ১২০০/-)

আরো রয়েছে গরীবের মধু বলে খ্যাত "সরিষা ফুলের মধু" (প্রতি কেজি ৬৫০৳) এবং ঔষধি গুনে ভরপুর কালোজিরা ফুলের মধু। (প্রতি কেজি ১৪৫০/-)

👉এছাড়া আমাদের কাছে দুই ধরনের খাটি ঘানি ভাঙা সরিষার তেলও পাবেন। বাজারের বাছাইকৃত সেরা সরিষা থেকে আমরা তেল উৎপন্ন করে থাকি। আমাদের ঘানি ভাঙা সরিষার তেলে কোন ধরনের পিজার্ভেটিভ ইউজ করা হয়না।

★মোটর+কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল প্রতি লিটার ২৫০৳ মাত্র।
★গরু+কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল প্রতি লিটার ৩৫০৳ মাত্র।

চট্টগ্রাম শহরে হোম ডেলিভারির সুবিধা রয়েছে।

অর্ডার করতে ইনবক্স করুন,
অথবা ফোন করুনঃ-
01634 140 143
01839 504 831

10/05/2020

প্রাচীন কাল থেকেই মানুষ মধু ব্যবহার করে আসছে। কখনো তা ব্যবহৃত হয়েছে খাবার হিসেবে, কখনো ঔষধের অনুষঙ্গ হিসেবে। বিশেষ করে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে মধুর ব্যবহার বেশ ব্যাপকভাবেই দেখা যায়। আর যাবেই না বা কেন? মধুর গুণ এবং উপকারিতাও কম নয়! জেনে নিন কিছু শারীরিক সমস্যার ঘরোয়া চিকিৎসায় মধুর ব্যবহার।

১। দুর্বলতা
মধু তাপ ও শক্তির একটি অত্যন্ত ভালো উৎস। এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় ও রক্তের সাথে মিশে যায়। মধুতে রয়েছে ডেক্সট্রিন, যা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে কাজ করে। ফলে দেহ সহজেই শক্তির জোগান পায়। দুই চা চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে হয় ও দুর্বলতা কেটে যায়।

২। কোষ্ঠকাঠিন্য
১ চা চামচ খাঁটি মধু ১ কাপ উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে সকালবেলা খালিপেটে পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।

৩। রক্তস্বল্পতা
মধু খেলে উপকার পাওয়া যায় রক্তস্বল্পতা বা অ্যানিমিয়াতেও। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। ফলে এটি রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে। মধুতে রয়েছে প্রচুর পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ।

৪। ব্যথা
মধু যেকোনো ধরনের ব্যথাকে প্রশমিত করে এবং জীবাণুনাশকের কাজ করে। বিশেষ করে ফোঁড়া ও ক্ষতের ব্যথায় বেশ ফলদায়ক। সমপরিমাণ মধু ও চিনির সাথে দারুচিনি গুঁড়ো মিশিয়ে ব্যথা বা ফোঁড়ার স্থানে লাগান। সম্ভব হলে হালকা ম্যাসাজ করুন। জাদুর মতো কাজ করবে। পিঁপড়া বা মৌমাছির কামড়ে আক্রান্ত স্থানে মধু লাগালেও ব্যথা কমে যায়।

৫। অনিদ্রা
ঘুমের সমস্যায় হালকা গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়। আধা গ্লাস হালকা গরম দুধের সাথে ২ চা চামচ মধু মিশিয়ে খেলে ভালো ফল দেয়। আর ঘুমটাও গভীর ও শান্তির হয়।

৬। সর্দি-কাশি
সাধারণ সর্দি-কাশিতে মধু খুবই উপকারী। ১ চা চামচ মধুর সাথে ১ চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে কাশি উপশম হয়। গলা ব্যথা কমাতে হালকা গরম পানির সাথে মধু ও লবণ মিশিয়ে গারগল করলে উপকার পাওয়া যায়।

৭। দাঁতের সমস্যা
দাঁতের সুরক্ষায় খুবই উপকারী। মধু দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে, দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু মিশ্রিত পানি দিয়ে কুলি করলে মাঢ়ির প্রদাহ দূর হয়।

৮। হজমের সমস্যা
মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। মধু হাইড্রোক্রলিক অ্যাসিডের ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুক জ্বালা ইত্যাদি দূর হয়ে যায়। অ্যাসিডিটি বা অন্য কোনো সাধারণ কারণে পাকস্থলীতে ব্যথা হলে গরম পানির সাথে মধু ও তার অর্ধেক পরিমাণ দারুচিনি মিশিয়ে পান করুন। ব্যথা উপশম হবে।

৯। বাতের ব্যথা
এক কাপ গরম পানির মধ্যে ২ চা চামচ মধু আর ১ চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন প্রতিদিন সকাল ও সন্ধ্যায়। এক সপ্তাহের ভেতরেই উপকার পাবেন ৷

মানব দেহে মধুর উপকারীতা সবারই কম বেশি জানা আছে। তাই নানা প্রয়োজনে ভেজালের ভিড়ে একটুখানি খাঁটি মধুর খোঁজ অনেকেরই করতে হয়। সব মধুর চেহারা একই রকম হওয়ায় বোঝা দায় কোনটি আসল, কোনটি নকল।
আসল নকল পার্থক্যকারী প্রচলিত ধারণা সঠিক নয়। আসল মধু চিনতে হলে একমাত্র উপায় ল্যাবে টেস্ট করা নাহয় নিজে চাক ভেঙ্গে বা সামনে থেকে চাক ভেঙ্গে মধু নেওয়া। অথবা এমন কারো থেকে মধু নেওয়া যার উপর আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে।

আমাদের মধু ১০০% খাঁটি, এবং আমরা এটাই দাবি করি।
আমাদের উপর যদি আস্থা থাকে তবে আমাদের থেকে আপনি মধু ক্রয় করতে পারেন...

আপাতত আমাদের কাছে চার ধরনের মধু আছে -
১। কালোজিরা ফুলের মধু - ১৪৫০ ৳ (প্রতি কেজি)
২। খলিশা ফুলের মধু - ১২০০ ৳ ( প্রতি কেজি)
৩। সরিষা ফুলের মধু - ৬৫০ ৳ (প্রতি কেজি)
৪। লিচু ফুলের মধু - ৬০০ ৳ (প্রতি কেজি)

মধু নিতে যোগাযোগ করুন - 01839504831,01634140143 অথবা মেসেজ করুন ইনবক্সে

চট্টগ্রাম শহরে রয়েছে হোম ডেলিভারী সুবিধা (স্থানভেদে সর্বোচ্চ ১০০ টাকা ডেলিভারি চার্জ) তবে একসাথে ৫ কেজি নিলে ডেলিভারি চার্জ নেই।

Photos from Beehive Pure Raw Honey's post 10/05/2020

আলহামদুলিল্লাহ!
আজকে থেকে আাবরও চার ধরনের মধু পাওয়া যাবে।

★ সুন্দরবনের বিখ্যাত খলিশা ফুলের মধু (প্রতি কেজি ১০৫০/-)

★ কালোজিরা ফুলের মধু (প্রতি কেজি ১৪৫০/-)

★ সরিষা ফুলের মধু (প্রতি কেজি ৬৫০/-)

★ লিচু ফুলের মধু (প্রতি কেজি ৬০০/-)

সরিষা ফুলের মধুর প্যাকিং এ কিছুটা পরিবর্তন এসেছে। এইবারের জার গুলো আরো দামি ও দেখতেও সুন্দর। তবে মধুর দাম আগের মতোই থাকবে, ইনশাআল্লাহ।

অর্ডার করতে ফোন করুন
01634140143
01839504831

08/05/2020

যারা আমাদের কাছ থেকে মধু নিয়েছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ মধু গুলো কাচের বৈয়ামে রাখুন।

দীর্ঘদিন প্লাস্টিকের বৈয়ামে যা'ই রাখবেন প্লাস্টিকের একটা গুমোট ভাব চলে আসবে তাতে।

মধু যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস নাহ, ১কেজি মধু প্রতিদিন ২ চামচ করে খেলেও মিনিমাম একমাস যাবে। তাই মধু ভালো রাখতে কাচের বৈয়ম ব্যবহার করুন প্লিজ।

ঘোষণাটি শেষ হলো।

👉অফটপিকঃ-
আপতত সুন্দরবন ও সিরিষা ফুলের মধু স্টক আউট।
রবিবার থেকে আবারও পাওয়া যাবে ইনশাআল্লাহ।

বিঃদ্রঃ- কালোজিরা ফুলের মধু যথেষ্ট স্টকে আছে। প্রয়োজনে ফোন করুন। 01634140143

07/05/2020

03/05/2020

মধু মানব দেহের জন্য নিঃসন্দেহে উত্তম ও উপকারী পানীয়। মধু ও মৌমাছি আমাদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহর আদেশে বিশেষ কৌশলে মধু উৎপাদনকারী মৌমাছিও তাই আল্লাহর এক প্রিয় সৃষ্টি। এজন্য আল্লাহ রাব্বুল আ"লামিন কুরআনে মৌমাছি নামে একটি সুরাও নাযিল করেছেন।

আমরা যদি মধুর মূল উপাদানগুলোর প্রতি লক্ষ করি তাহলে সহজেই বুঝতে পারবো কেন আল্লাহ রাব্বুল আলামিন মধুকে মানুষের জন্য শেফা হিসেবে নির্ধারণ করেছেন।

মধুতে রয়েছে সুগার, যার মিষ্টত্ব তৈরি করা সুগারের চেয়ে অনেক গুণ বেশি। মধুতে প্রায় ১৫ প্রকার সুগার রয়েছে। যেমন- গ্লুুকোজ, স্যাকরোজ, ফ্রুকটোজ, মলটোজ ইত্যাদি। এগুলো প্রতিটিই দ্রুত রক্তের সঙ্গে মিশে যায় এবং সহজেই পরিপাক হয়।

আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের গ্রাহকদের হাতে একদম খাটি প্রডাক্ট তুলে দিতে। শতভাগ অরিজিনাল প্রডাক্ট আমরা রুট লেভেল থেকে সংগ্রহ করে থাকি।

আমাদের নিকট রয়েছে তিন আইটেমের মধু ও দুই আইটেমের ঘানি ভাঙ্গা খাটি সরিষার তেল।

১. কালোজিরা ফুলের মধু (প্রতি কেজি ১৪৫০/-)
২. সুন্দরবনের বুনো ফুলের মধু (প্রতি কেজি ১২৫০/-)
৩. সরিষা ফুলের মধু (প্রতি কেজি ৬৫০/-)

৪. মোটর+কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল প্রতি কেজি ২৫০/- এবং
৫. গরু+ কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল প্রতি কেজি ৩৫০/-

এছাড়াও সীজনাল ফ্রুটস আইটেমও রয়েছে।

চট্টগ্রাম শহরে হোম ডেলিভারির সুবিধা রয়েছে।

ফোনঃ- ০১৬৩৪১৪০১৪৩

02/05/2020

গ্লুকোজের ঘাটতিতে হৃৎপেশির শক্তি কমে যায়। মধুর ব্যবহার এ ঘাটতি পূরণ করতে সক্ষম। হাঁপানি রোগে মধুর স্থান সবার উপরে। রক্তক্ষরণ, রিকেট, ক্যান্সার এবং শারীরিক দুর্বলতায় মধুর অপরিসীম ভূমিকা রয়েছে।

চিনির পরিবর্তে শিশুদের মধু খেতে দেওয়া উচিত। চিনি দাঁতের ক্ষয় ঘটায়, কিন্তু মধু তা করে না। মধু ব্যবহারে নবজাতক স্বাস্থ্যবান ও সবল হয়ে ওঠে।

এক চামচ বাদাম তেলের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে কাটা বা পোড়ার ক্ষতে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। ইনফেকশন, সাধারণ ঘা, ত্বকের আলসার, পচা-গলা ঘা মধু ব্যবহারে দ্রুত আরোগ্য লাভ হয়।

মধু সহজেই পরিপাক হয়। শর্করা থাকায় তা সহজেই শক্তিতে রূপান্তরিত হয়। মধুর ক্যালরি উৎপাদনক্ষমতা অত্যন্ত বেশি। প্রতি কেজি মধুতে ৩১৫৪ থেকে ৩৩৫০ ক্যালরি পরিমাণ শক্তি থাকে। মধু শক্তি জোগানোর পাশাপাশি ভিটামিন, খনিজ ও এনজাইম সরবরাহ করে।

👉আমাদের নিকট তিন ধরনের মধু রয়েছেঃ-
১. কালোজিরা ফুলের মধু
২. সুন্দরবনের বুনো ফুলের মধু
৩. সরিষা ফুলের মধু

👉এছাড়া দুই আইটেমের সরিষার তেলও রয়েছেঃ-

১. গরু+কাঠের ঘানি ভাঙা সরিষার তেল,(প্রতি লিটার ৩৫০/-)
২. মোটর+কাঠের ঘানি ভাঙ্গা সরিষা তেল, (প্রতি লিটার ২৫০/-)

👉চট্টগ্রাম শহরে হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
(ডেলিভারি চার্জ দূরত্ব ভেদে মাত্র ১০০/-)

01/05/2020

★মধুর কার্যকারিতাঃ-

👉মধুতে রয়েছে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা। এ ক্ষমতার নাম ইনহিবিন। মধুর সঙ্গে কোনো তরল পদার্থ মিশ্রিত হলে তা তরলীভূত হয়ে পড়ে। গ্লুকোজ অক্সিডেজ নামের বিজারকের সঙ্গে মধুর বিক্রিয়া ঘটলে গ্লুকোনা ল্যাকটোন হাইড্রোজেন পার-অক্সাইডে পরিণত হয়। এই বিক্রিয়ায় জীবাণু ধ্বংস হয়।

👉রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মধুতে ডুবিয়ে দিলে মারা যায়। মধু ইস্টের (Yeast) বংশবৃদ্ধি ঘটতে দেয় না। এ কারণে খাঁটি মধু বোতলজাত করে অনেক দিন রাখা যায়। মধু একটি উৎকৃষ্ট প্রিজারভেটিভ বা সংরক্ষক।

👉 চিকিৎসাশাস্ত্রের অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদে ঔষধি গুণ বেশিদিন ধরে রাখার জন্য ওষুধের সঙ্গে অ্যালকোহল বা রেক্টিফায়েড স্পিরিট মেশানো হয়। ইউনানিতে এর পরিবর্তে মেশানো হয় মধু।

👉মিয়ানমারের বৌদ্ধ সন্ন্যাসীরা শব দাহ করার আগে মধুতে ডুবিয়ে রেখে সংরক্ষণ করতেন। মিসরে গিজেহ পিরামিডের গহ্বর মধু দ্বারা পূর্ণ করা ছিল।

👉সারা পৃথিবীতে কাশির ওষুধ ও অন্যান্য মিষ্টিদ্রব্য তৈরি করতে প্রতিবছর কমপক্ষে ২০০ টন মধু ব্যবহৃত হয়। খুসখুসে কাশিতে মধুর সঙ্গে লেবুর রস উপশমদায়ক।

👉আমাদের কাছে আপাতত তিন ধরনের মধু রয়েছে।

১. সরিষা ফুলের মধু
২.সুন্দরবনের বুনো ফুলের মধু
৩.কালোজিরা ফুলের মধু।

👉এছাড়া কাঠের ঘানি ভাঙ্গা খাটি সরিষার তেলও রয়েছে। (ক্যামিকেল মুক্ত) প্রতি লিটার ২৫০টাকা।

★চট্টগ্রাম শহরে হোম ডেলিভারির সুবিধা রয়েছে (দূরত্ব ভেদে ডেলিভারি চার্জ সর্বোচ্চ ১০০টাকা)

★মাত্র ১০০টাকা এডভান্সে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে।

30/04/2020

মধু ও হাদীসে রাসুল (সঃ) - ২

১। জামে সগীরে বর্ণিত আছে- রাসুল (সঃ) এরশাদ করেন- মধু ও কুরআনের মাধ্যমে তোমাদের চিকিৎসা নেওয়া উচিৎ। (ইবনে মাজাহ)

২। হযরত নাফে (রা) হতে বর্ণীত- “হযরত ইবনে ওমার (রা) এর যখনি কোন ফোঁড়া পাঁচড়া বা অন্য কোন কিছু বের হত, তখন তিনি তার উপর মধু লাগিয়ে দিয়ে পবিত্র কুরআনের এ আয়াত তেলাওয়াত করতেন- যার অর্থ: আল্লাহ তায়ালা মধুমক্ষিকার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় এবং মধু বের করে থাকেন, যার মধ্যে মানুষের শেফা তথা রোগের মুক্তি রয়েছে (কুরতুবি)।

৩। “হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত: তিনি বলেন, হুজুর (সা:) এরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় মধু সেবন করবে তার কঠিন রোগ ব্যাধি হবে না (ইবনে মাজাহ)।

👉 উপরোক্ত হাদিস সমূহ হতে এ কথা প্রমাণিত হয় যে মধু একটি শীর্ষস্থানীয় ঔষধ। মধুতে যে কোন রোগের ঔষধ রয়েছে। মধু শুধু রোগের ঔষধই নয় বরং মানব দেহের সকল রোগের চিকিৎসাই আল্লাহ পাক মধুতে রেখেছেন। মধুর একটি উত্তম বৈশিষ্ট্য হল এটি সব ধরনের ক্ষতিকারক দিক থেকে মুক্ত। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটাই একমাত্র বস্তু যা খোদায়ী এবং মানবীয় উভয় চিকিৎসায় শরীর ও রূহের খোরাক। মধু এবং কুরআন মাজীদ আমাদের শেফার মাধ্যম। আমরা এর দ্বারা ফায়দা লাভ করতে পারি।

তাই আসুন, নিয়মিত মধু সেবন করি, সুস্থ ও রোগমুক্ত জীবন গড়ে তুলি।

👉আমাদের কাছে তিন ধরনের মধু রয়েছে।

🌺১. কালোজিরা ফুলের মধু (সুস্বাদু ও ঔষধি গুনে অতুলনীয়) -প্রতি কেজি ১৪৫০/-

🌺২. সুন্দরবনের বুনো ফুলের মধু, (মিষ্টি ঘ্রাণ ও সুস্বাদু) -প্রতি কেজি ১২৫০/-

🌺৩. সরিষা ফুলের মধু (এটাকে বলাহয় গরীবের মধু, কারণ এটার উৎপাদন বাংলাদেশে এতো বেশি যে এর বাজার মূল্য অন্যান্য মধুর অর্ধেক। চার সদস্য বিশিষ্ট ফ্যামিলিতে প্রতিদিন এক চা-চামচ মধু খেলে দুই কেজি মধু লাগে, তাই সরিষা ফুলের মধু দামে কম হওয়ায় এটার গ্রাহক চাহিদাও বেশি) -প্রতি কেজি ৬৫০/-

👉এছাড়া কাঠের ঘানি ভাঙা খাটি সরিষার তেলও রয়েছে আমাদের কাছে। (প্রতি লিটার ২৫০টাকা)

👉 মাত্র ১০০টাকা এডভান্সে ক্যাশঅন ডেলিভারির সুবিধা রয়েছে।

👉চট্টগ্রাম শহরে হোমডেলিভারি (স্থান ভেদে সর্বোচ্চ ডেলিভারী চার্জ ১০০৳)

👉মিনিমাম ২কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রী।

অর্ডার করতে ফোন/ম্যাসেজ করুনঃ-
01634140143 অথবা 01839504831

Photos from Beehive Pure Raw Honey's post 29/04/2020

মধু ও হাদিসে রাসুল (সঃ)- ০১

১। হযরত আয়েশা (রা:) বলেন যে. রসূল (সা:) মধু এবং হালুয়া খুবই ভালবাসতেন (বাখারী শরীফ)।

২। এক রেওয়ায়তে বর্ণিত আছে যে, কেউ আরোগ্য কামনা করে, তার ভোরের নাশতা হিসাবে পানি মিশ্রিত মধু পান করা উচিৎ।
অপর এক রেওয়ায়েতে বর্ণিত আছে, মধু কখনো হাতছাড়া করোনা। কারণ এর মধ্যে মৃত্যু ছাড়া যে কোন রোগের ঔষধ রয়েছে।

৩। হযরত আবু সাইদ খুদরই (রা:) হতে বর্ণিত আছে তিনি বলেন। একদা একজন লোক নবী (সা:) এর কাছে এসে বললেন তার ভাই ডায়রিয়া আক্রান্ত। নবী (সা:) তার ভাইকে মধু পান করতে বললেন। লোকটি চলে গেল এবং তার ভাইকে মধু পান করালো, কিন্তু কোন উপকার হলোনা, লোকটি হুজুর (সা:) এর নিকট পুনরায় এলে হুজুর (সা:) তাকে পুনরায় মধু পান করতে বললেন। দ্বিতীয়বার কোন উপকার না পেয়ে লোকটি তৃতীয় বারের মত তার ভাইকে নবী (সা:) এর কাছে নিয়ে গেলেন। নবী (সা:) তখন তাকে বললেন আল্লাহ পাক সত্য বলেছেন। তোমার ভাই এর পেট মিথ্যা বলছে। মধুর উপর বিশ্বাস রাখো যাও এবং পুনরায় মধু পান করাও। লোকটি চলে গেল এবং পুনরায় বিশ্বাসের সাথে তাকে মধু পান করালো এরপর সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল (বাখারী ও মুসলিম শরীফ)।


মধুর একটি উত্তম বৈশিষ্ট্য হল এটি সব ধরনের ক্ষতিকারক দিক থেকে মুক্ত। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটাই একমাত্র বস্তু যা খোদায়ী এবং মানবীয় উভয় চিকিৎসায় শরীর ও রূহের খোরাক।

আমাদের কাছে তিন ধরনের মধু রয়েছেঃ-
১-কালেজিরা ফুলের মধু
২-সুন্দরবনের বুনো ফুলের মধু
৩-সরিষা ফুলের মধু

এছাড়া কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেলও পাবেন ইনশাআল্লাহ।

#চট্টগ্রাম_শহরে_মাত্র_১০০টাকায়_হোম_ডেলিভারি।

Photos from Beehive Pure Raw Honey's post 28/04/2020

#মধু_ও_কুরআন।

কুরআনে রোগ নিরাময়কারী কিছু খাদ্য এবং ওষুধের কথা উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের একটি সূরার নাম আন নাহল বা মৌমাছি। ফুলের মধু আহরণ ও চাক তৈরিসহ মৌমাছির বিভিন্ন কর্মপ্রণালি সম্পর্কে বর্ণনা তুলে ধরে সূরা নাহলের ৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে, 'ওদের উদর থেকে বিবিধ বর্ণবিশিষ্ট পানীয় নির্গত হয়ে থাকে, এতে মানুষের জন্য ব্যাধির প্রতিকার আছে।'

রাসূল (সা.) বলেছেন, 'রোগ নিরাময়ের ক্ষেত্রে মধুর মতো এত বেশি কার্যকর আর কোনো উপাদান নেই'

আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এটা প্রমাণিত হয়েছে যে, মধুর নানা বিশেষত্ব রয়েছে এবং তা রোগ নিরাময়ে ব্যাপক কার্যকর।

সূরা নাহলে আল্লাহ বলেছেন- "তোমার প্রভুর নির্দেশে মৌমাছিরা বিভিন্ন বাগবাগিচা, ফুল থেকে মধু আহরণ করে এবং সঙ্গে সঙ্গে এ মৌমাছি পরাগায়নও ঘটায়।"

আল্লাহ তায়ালা মধু সম্পর্কে বলেছেন, 'ফিহি শিফাউ লিন্নাছ।' অর্থাৎ এটা রোগের শেফাদানকারী।

তাই আসুন, নিয়মিত মধু সেবন করি, বিভিন্ন রোগের সংক্রমন থেকে নিজেকে হেফাজত করি।

#সরিষা_ফুলের_মধু_প্রতি_কেজি_৬৫০/-

#সুন্দরবনের_বুনোফুলের_মধু_১২৫০/-

#কালোজিরা_ফুলের_মধু_১৪৫০/-

#মাত্র_১০০টাকায়_চট্টগ্রাম_শহরে_হোম_ডেলিভারি

#মিনিমাম_২কেজি_নিলে_ফ্রী_হোম_ডেলিভারি

Photos from Beehive Pure Raw Honey's post 25/04/2020

ঋতু পরিবর্তনের কারণে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার আশংকা অনেক। তাই বাচ্চাদের খাবার সুজির সাথে একটু একটু করে কালোজিরার মধু মিশিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ এতে বাচ্চা অনেকটাই সুস্থ ও ঠান্ডা থেকে বেচে থাকতে পারবে।

ছবিতে একটা প্রোজ্ঞ্যাপন দেখা যাচ্ছে। জ্বি, ওটা স্বাস্থ্য অধিদপ্তরের প্রোজ্ঞ্যাপন। গত ২২তাং স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা সংক্রমণ ঠেকাতে সকলকে "আদা লবঙ্গ" মিশ্রিত গরম পানির পাশাপাশি নিয়মিত ★কালোজিরা ও মধু★ সেবনের পরামর্শ দেয়া হয়েছে।
কালোজিরার মধু ঠান্ডা, সাইনোটাইস, একজিমা, শ্বাঁসকস্টের বিরুদ্ধে কতটা যে কাজ করে এটা আমরা হয়ত অনেকেই জানি-ই না।

যারা বাচ্ছাদের ও বয়স্কদের মধু খাওয়াতে চান তাহলে কালোজিরা মধুই খাওয়ান। ঠান্ডা থেকে বেচে থাকতে মানবঢাল হিসাবে কাজ করে কালোজিরা মধু।
ইনশাআল্লাহ, শতভাগ খাঁটি কালোজিরা ফুলের মধু সহ আরো দুই আইটেমের মধু রয়েছে আমাদের স্টকে।

ছবিঃ-
১. স্বাস্থ্য অধিদপ্তরের প্রোজ্ঞ্যাপন
২. সরিষা ফুলের মধু
৩. ছোট দুই বোতলে কালোজিরা ফুলের মধু ও মাঝখানে সুন্দরবনের বুনো ফুলের মধু।

#চট্রগ্রাম_সিটিতে_হোম_ডেলিভারি_দেয়া_হয়।

24/04/2020

#কালোজিরা_ফুলের_মধু
#সুন্দরবনের_বুনোফুলের_মধু
#সরিষা_ফুলের_মধু
কিছুদিন আগে মাওঃ মিজানুর রহমান আজহারী সাহেবের একটা ফেসবুক লাইভে তিনি বলেছেন, "মধু আর খেজুর করোনার মতো এমন ভাইরাস প্রতিরোধে বেশ ভালো ভূমিকা রাখে।"

সর্বরোগের মহা ঔষধ হিসাবে বলা হয়েছে কালোজিরাকে। রাসুল (সঃ) বলেছেন- "মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ কালোজিরা"। আর মধুকে বলা হয়েছে রোগের শিফা। আর সেখানে যদি হয় কালোজিরা ফুলের মধু তাহলে তো আর কিছুই বলার থাকে না।

ইউটিউব দেখলে দেখা যায় যে প্রায় সকল ডাক্তার'ই করোনা ভাইরাসর সংক্রমণ থেকে বাঁচার জন্য নিজের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করার জন্য বলেছেন। আর এ-ই প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি ও জিংক এ-র পাশাপাশি কালোজিরা ও মধুকে সবচেয়ে বেশি সাজেস্ট করেছেন।

ছবিতে পাশাপাশি তিন আইটেমের মধু দেখা যাচ্ছে।
মধুতে ভেজাল দিয়ে আমরা আমাদের হালাল ব্যবসাকে হারাম করতে চাইনা। তাই শতভাগ খাটি মধুর নিশ্চয়তা দিয়েই আমরা আমাদের পণ্য বিক্রি করি।

কালোজিরা ফুলের মধু প্রতি কেজি ১৪৫০/-
সুন্দরবনের বুনোফুলের মধু ১২৫০/-
সরিষা ফুলের মধু ৬৫০/-

#চট্রগ্রাম_শহরে_হোম_ডেলিভারি_করা_হয়

মাত্র ১০০টাকা এডভান্সে ক্যাশঅন ডেলিভারির সুবিধাও রয়েছে।

24/04/2020

কখনো বিক্রেতাকে জিজ্ঞেস করবেন না মধু খাঁটি কিনা।
প্রয়োজনে অল্প কিনে চেখে দেখুন। বিক্রেতা যদি আপনার কাছের কিংবা এমন হয় যে, মধু খাঁটি না হয় তাহলে তাকে ধরতে পারবেন। তার থেকে গ্যারান্টি নিন।

আপনারা যারা আমাদের কাছ থেকে মধু নিবেন, শতভাগ খাঁটি মধু পাবেন। ভেজাল বা খাঁটি না প্রমাণ করতে পারলে জরিমানা সহ আমরা দিতে আপত্তি করবোনা।

23/04/2020

কালোজিরা ফুলের মধু

করোনা ভাইরাস সংক্রমণের কারনে সারা দেশে ব্যাপক হারে কালোজিরা ফুলের মধুর চাহিদা বেড়ে গেছে। ঢাকা ও চট্টগ্রামের সুপার শপগুলোতে কালোজিরা মধু নেই বললেই চলে। যাদের কাছে আছে তারা চড়া দামে বিক্রি করছে৷
আমাদের কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমান স্টকে রয়েছে কালোজিরা ফুলের মধু সহ বিভিন্ন মধু।
কালোজিরাতে আছে ফসফেট, লৌহ ও ফসফরাস। যার কারণে কালোজিরা ফুলের মধু ও কালোজিরা ভাইরাস জনিত যে কোন রোগ প্রতিরোধে বেশ ভূমিকা রাখে। এছাড়াও রয়েছে ক্যানসার প্রতিরোধক ক্যারটিন, বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক।

👉চট্টগ্রাম শহরে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।

👉মিনিমাম ২কেজি নিলে ডেলিভারি চার্জ ফ্রী।

যোগাযোগঃ 01839504831, 01634140143

23/04/2020

#কালোজিরা_ফুলের_মধু

করোনা ভাইরাস সংক্রমণের কারনে সারা দেশে ব্যাপক হারে #কালোজিরা_ফুলের_মধুর চাহিদা বেড়ে গেছে। ঢাকা ও চট্টগ্রামের সুপার শপগুলোতে কালোজিরা মধু নেই বললেই চলে। যাদের কাছে আছে তারা চড়া দামে বিক্রি করছে৷
আমাদের কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমান স্টকে রয়েছে কালোজিরা ফুলের মধু সহ বিভিন্ন মধু।
কালোজিরাতে আছে ফসফেট, লৌহ ও ফসফরাস। যার কারণে কালোজিরা ফুলের মধু ও কালোজিরা ভাইরাস জনিত যে কোন রোগ প্রতিরোধে বেশ ভূমিকা রাখে। এছাড়াও রয়েছে ক্যানসার প্রতিরোধক কেরটিন, বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক।

👉চট্টগ্রাম শহরে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।

👉মিনিমাম ২কেজি নিলে ডেলিভারি চার্জ ফ্রী।

যোগাযোগঃ- 01634140143, 01839504831

P&P Courtesy - ওয়ালি উল্লাহ আল-মাহমুদ ভাই

22/04/2020

আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসের কোন ঔষধ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাই এই অসুখ থেকে বাঁচার এক মাত্র উপায় হল নিজের ইমিউন সিস্টেমকে ডেভলপ করা। আর ইমিউন সিস্টেমকে ডেভলপ করার উপায় হল কালোজিরা ও মধু গ্রহণ করা।

চট্টগ্রাম শহরে কারো মধু লাগলে জানাতে পারেন।
১০০% খাঁটি মধুর নিশ্চয়তা।

বিঃ দ্রঃ মিনিমাম ২কেজি নিলে ডেলিভারি চার্জ ফ্রী। এছাড়া আধা কেজি/১কেজির জন্য দূরত্ব ভেদে ডেলিভারি চার্জ ৫০-১২০ টাকা।

মিনিমাম ১০০টাকা এডভান্স করলে ক্যাশঅন ডেলিভারির সুবিধাও রয়েছে।

Want your practice to be the top-listed Clinic in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Chittagong

Other Vitamins/Supplements in Chittagong (show all)
Miraz Fruit's Prouduct Miraz Fruit's Prouduct
Chittagong, 4000

আমরা ফুড সাপ্লিমেন্ট বিক্রি করে থাকি।যা প্রতিটি মানুষের জন্য ১০০% কার্যকরী।

Flip Brands Flip Brands
Chittagong

আমাদের প্রতিটা প্রডাক্ট হালাল° এবং ফুড° সাপ্লিমেন্ট°।কোনো ক্ষতি বা পার্শ্ব-প্রতিক্রিয়া হবে না।

Nutrilife Pharma Nutrilife Pharma
Chittagong

NUTRILIFE PHARMA is run bya professional group of people with a vision to work with the new technology of ever developing life sciencesand an attempt to produce high quality pharma...

Flavors of Nature Flavors of Nature
Jalalabad(Chittagong Sadar), Chittagong Sadar, Chittagong
Chittagong, 4214

ব্র্যান্ডিং কোম্পানি ন্যাচারাল গ্লো?

Eravy Supplements Eravy Supplements
Chandgaon R/A, Chattogram
Chittagong

এলিট কর্পোরেশন এর সকল প্রয়োজনীয় পন্য ?

Safely Mart Safely Mart
Muradpur, Panchlaish
Chittagong, 4217

Our product is the most re liable product of all the products in the current Bangladesh.

Better Sips Better Sips
Chittagong

Be The Best Version Of You

WellnessLot WellnessLot
Nasirabad
Chittagong, 4217

এই পেজে পণ্য গুলো প্রাকৃতিক উপাদান অ্যালোভেড়া দিয়ে তৈরী যা মানব দেহকে সুস্থ রাখতে সাহায্য করে।

Natural health clinic Natural health clinic
2 No Supariwala
Chittagong, 4100

Elite Mart Limited’s Elite Mart Limited’s
Muradpur, Panchlaish
Chittagong, 4217

Our product is the most re liable product of all the products in the current Bangladesh.

Nature Element BD Nature Element BD
Murad Pur Chittagong
Chittagong