Firinghee Bazar ফিরিঙ্গীবাজার

Firinghee Bazar ফিরিঙ্গীবাজার

আমাদের ফিরিঙ্গিবাজার ❤️

চট্টগ্রাম শহরের অন্তর্গত কর্ণফুলী নদীর কূলঘেষা এলাকা ইতিহাসের অন্যতম স্থান ফিরিঙ্গি বাজার সম্পর্কে কিছু তথ্য উপাত্ত পর্যালোচনা করার চেষ্টা মাত্র। ফিরিঙ্গি বাজার কোতোয়ালী থানার সিডান, ক্যাডেষ্টল ও রিভিশন জরিপ পরিমিত একটি মৌজা। চট্টগ্রামে ফিরিঙ্গি বণিকদের আড়ত বা বাজার যে স্থানে অবস্থিত ছিল তাদের নামানুসারে সে স্থানটি ফিরিঙ্গি বাজার নামে খ্যাত হয়। ইংরেজ আমলে তা মৌজা ফিরিঙ্গি বাজার নামে জরিপ পরিমিত হয়

30/11/2023

History was wrong!!
Powerful people do not come from powerful places. Powerful people makes powerful places. 🤏🕶😐

26/11/2023

অভিনন্দন ❤️🇧🇩
চট্টগ্রাম জেলার সকল নৌকার মাঝিদেরকে।

চট্টগ্রাম-১ (মিরসরাই) :
মাহবুবুর রহমান রুহেল

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) :
খদিজাতুল আনোয়ার সনি

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) :
মাহাফুজুর রহমান মিতা

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) :
এস এম আল মামুন

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) :
এম এ সালাম

চট্টগ্রাম-৬ (রাউজান) :
ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) :
হাছান মাহমুদ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) :
আবদুস সালাম।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)
মহিবুল হাসান চৌধুরী নওফেল :

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) :
মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ;
এম এ লতিফ

চট্টগ্রাম-১২ (পটিয়া) :
মোতাহেরুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) :
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) :
নজরুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া)
Abu Reza Nadwi

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) :
মোস্তাফিজুর রহমান

19/11/2023

তীরে এসে তরী ডুবল বিশ্বকাপের এই পর্যন্ত অপরাজিত দল ভারতের। ফাইনালে ভারতকে রুখিয়ে দিয়ে ষষ্ঠ বারের মতো আইসিসির ট্রফি অস্ট্রেলিয়ার ঘরে। চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন 🇦🇺❤️🇧🇩

19/11/2023

বুঝলে লিজেন্ড 😉

06/09/2023

কি দারুন আইডিয়া 😍

গাছ কেটে বাড়ি করার থেকে কতো সুন্দর বুদ্ধিতে গাছটা রেখেছে। গাছের ছায়া পাচ্ছে শান্তি শান্তি লাগছে ❤️

02/09/2023

রাতের ব্রীজঘাট 😍

13/08/2023

বিস্তারিত... https://rb.gy/cciuj

18/07/2023
10/05/2023

আমাদের ফিরিঙ্গিবাজার ❤️

Photos from Firinghee Bazar ফিরিঙ্গীবাজার's post 03/12/2022

জয় বাংলা ।। জয় বঙ্গবন্ধু ।।

আগামী ৪ঠা ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ ভাইয়ের পক্ষে নগরীর বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা।

বঙ্গকন্যার আগমনে চট্টলাবাসীর সকলের দিন কাটুক উৎসবের আমেজে, ভরপুর আয়োজনে মনের মতো কাটুক বহুল প্রতীক্ষার এই দিন।

27/11/2022

"আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ❤️❤️
কথায় নয় কাজে বিশ্বাসী 😍
সম্পূর্ণ ভিডিওতে দেখুন আমাদের কর্ণফুলী টানেল।
উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ 🇧🇩
ধন্যবাদ আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলার উন্নয়নে আপনার অবদান বাঙালি জাতি কখনো ভুলবে না।
শেখ হাসিনার সরকার, বার বার দরকার।
উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারের সাথে থাকুন"
------------------------------------
মোঃ এহসান কবির (ববি)
যুব সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ।
সহ-সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

Photos from Firinghee Bazar ফিরিঙ্গীবাজার's post 25/11/2022

মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ করে সাবেক ভাড়াটিয়া, বেশি চিৎকার করায় শ্বাসরোধ করে হত্যা করে আবির আলী নামক সাবেক ভাড়াটিয়া! 😥😥
সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আবিরকে গতকাল বৃহস্পতিবার আটক করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে।
চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়াতের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (২৫ নভেম্বর) ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

তিনি পূর্বকোণকে বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করে আবির আলী নামের তাদের এক সাবেক ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আবিরকে গতকাল বৃহস্পতিবার আটক করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির জানিয়েছে- মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করে সে। এ সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ওই শিশুর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

এর আগে ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় সে। একইদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা।
সূত্রঃ পূর্বকোণ

21/11/2022

৪ ডিসেম্বর ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনা এম.পি'র জনসভায় যোগ দিন সফল করুন।

Photos from Firinghee Bazar ফিরিঙ্গীবাজার's post 30/10/2022

জাতির জনক বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক সাংসদ মরহুম এম. জানে আলম দোভাষ এর মৃত্যু বার্ষিকীতে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের আগামী দিনের কাণ্ডারী মোহাম্মদ আনিসুর রহমান ভাই ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের তরুন যুব সংগঠক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মো:এহসান কবির (ববি) ভাইয়ের উদ্যোগে অদ্য বাদে জুমা মরহুমের কবরে কোরআন খতম, জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং বাদে আছর ফিরিঙ্গী বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শফিক আদনান, বীর মুক্তিযোদ্ধা শাহ বদিউল আলম, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার উদ্দিন আহমেদ, মহানগর যুবলীগের সাবেক সদস্য মোঃ রেজাউল্লাহ খোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ফরহান আহমেদ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো:নুরুল হক, ইমরান কাদের, মো:ফারুক উজ্জামান, মো:মাসুদ করিম ভাই , এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা কামরুল হাসান, সাইফুল ইসলাম, নিয়াজ মোর্শেদ, আবদুর রহিম জিল্লু, ইরফানুল আলম জিকু, ফরহাদ আনোয়ার চৌধুরী তপু, মো:নিয়াজ উদ্দিন উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কর্মী-নেতৃবৃন্দ।

26/10/2022

•••রাত্রি বেলা আপনি ঘুমালেন! কিন্তুু আপনার আমলনামায় লেখা হলো সারারাত তাহাজ্জুদ নামাজের সওয়াব!!!⚡🌺

আলহামদুলিল্লাহ্
আপনি যদি ৩ মিনিট খরচ করে ঘুমানোর আগে সূরা বাকারাহ এর শেষ ২ আয়াত পড়েন তাহলে পেতে পারেন এমন অফার [১]🫧

আর ২ মিনিট খরচ করে যদি আয়াতুল কুরসি পড়ে নেন,,তাহলে সারা রাতের জন্য একজন পাহাড়াদার ফেরেস্তা নিযুক্ত হয়ে যাবে আপনার নিরাপত্তার কাজে !!!
আলহামদুলিল্লাহ্ [২]🌺

আপনি এতটা স্পেশাল একজন বডিগার্ড সাইডে রেখে ঘুমাবেন,, আপনি কল্পনা করেন!!!🌺

আচ্ছা, সারাদিন তো অনেক পাপ করা হল!💔 পাপগুলো কি রিমুভ করা লাগবে না??💔বলেন!!💔

তার জন্য ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলতে আর কতক্ষন লাগে!!! [ ৩]🌼🌼🌼

আর ঘুমানোর সময় অজু করে শুইলে তো, পুরা সুন্নাহ এর উপরেই শুয়ে পড়লেন!!💖

এখন ডান কাত হয়ে "আল্লাহুমা বিসমিকা আমুতু ওয়া আহইয়া" বলে শান্তির এক ঘুম.... [৪]🌺🌼💖

ইন শা আল্লাহ্।💖💖💖

রেফারেন্সঃ
(১)বুখারী ৪০০৮
(২)বুখারী ৩২৭৫
(৩)বুখারী ৬৩১৮, মুসলিম ৬৯১৫
(৪)বুখারী ২৪৭, ৬৬২৪

24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

24/10/2022

ঘূর্ণিঝড় সিতরাং এর প্রভাবে জলপরা ধরা পড়লো কক্সবাজার সমুদ্র সৈকতে 🤣

24/10/2022

চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের গৌরব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক এমপি মরহুম এম. জানে আলম দোভাষ এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন।

24/10/2022

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় উপকূলীয় এলাকায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

24/10/2022
08/10/2022
16/09/2022

সুইমিংপুলে মুতে দিলো হাবু 🤣🤣🤣

10/07/2022

Eid mubarak 😘

28/05/2022

স্কুল জীবনের ছাত্ররাজনীতি থেকে আমার রাজনৈতিক জীবনের হাতেখড়ি ।স্কুলের গন্ডি পেরিয়ে চট্টগ্রামের রাজনীতির তীর্থস্থান সরকারী সিটি কলেজের রাজনীতিতে জড়িয়ে পড়া।কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, পরে ছাত্র সংসদ এর এ জি এস নির্বাচিত হই। পরবর্তীতে সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি।২০০০সালে ছাত্র শিবিরের এইট মার্ডার পরবর্তী চট্টগ্রামে ছাত্রলীগ যখন দিক-বেদিক হয়ে পড়ে তখন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রামে ছাত্রলীগের ১২ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠিত হয়।সেই স্টিয়ারিং কমিটির সদস্য করা হয় আমাকে।যাহা জননেত্রী শেখ হাসিনা নিজে খোজ খবর রাখতেন।তারই ফল স্বরুপ ২০০৩ সালে গঠিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সেই কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।দিক-বেদিক ছাত্রলীগ কে সংগঠিত করে আওয়ামীলীগের দুঃসময়ে গ্রেফতারের হুলিয়া নিয়ে সংগঠন কে গতিশীল করি।২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্লীন ইমেজ নিয়ে ছাত্রলীগের দায়িত্ব পালন করি।প্রয়াত নেতা চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সাথে সকল আন্দোলন সংগ্রামে পাশে থেকে রাজপথে স্বৌচ্চার ছিলাম এখনো আছি।সেই হিসেবে প্রয়াত নেতা এবি এম মহিউদ্দিন চৌধুরীর একজন নির্ভীক কর্মী হিসেবে আগামী ৩০শে মে ২০২২ চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমি আপনাদের সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করছি।

©Md Salauddin vai
ex general secretary
BSL,chattogram

09/05/2022

মা দিবসে মায়ের ছবি শেয়ার করে কি জান্নাতের টিকেট পাওয়া যাবে? 🙂

23/03/2022

২০ মার্চ ২০২২ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ৫-১৬ বছর বয়সী সকল শিশুকে স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে ভরাপেটে ১ ডোজ কৃমি নাশক ওষুধ খাওয়ান।

-স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও প.ক.মন্ত্রণালয়

11/03/2022

ফিরিঙ্গিবাজারেও একই দশা 😁

22/01/2022

Srivalli pro max 😁😁😁

20/01/2022
04/12/2021

আমরা শোকাহত....

প্রতিদিনের মতই সকালটি শুরু হয়েছিল ট্রাফিক পুলিশ কনস্টবল মো. মনিরুল ইসলামের। সকালবেলায় সকলের কাছ হতে ডিউটি করার জন্য বিদায় নিয়েছিলেন হাসিমুখে। কিন্তু প্রিয়জনের কাছে ফেরত গেলেন সাদা কাফনে করে সহকর্মীদের কাধে চড়ে। সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে জীবন দিলেন আরেক আকুতোভয় সৈনিক। অপরকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করলেন।

অদ্য ৪ ডিসেম্বর,২০২১ খ্রী খুলশী থানাধীন ঝাউতলায় ট্রেন, বাস এবং সিএনজি অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিক্সাকে দুর্ঘটনার হাত হতে বাঁচানোর জন্য এগিয়ে গিয়ে প্রাণ হারান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টবল মো. মনিরুল ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বাংলাদেশ পুলিশে যুক্ত হল আরেকটি উজ্জ্বল নক্ষত্রের নাম। যিনি পুলিশের কর্তব্যকে সর্বাগ্রে রেখে নিজের জীবনকে হাসিমুখে বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশ পুলিশ তোমার এ ত্যাগ, ভালবাসা এবং কর্তব্যনিষ্ঠা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টবল মো. মনিরুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি সুদীর্ঘ ২৫ বছর অত্যন্ত সুনামের সাথে চাকরি জীবন শেষ করে অদ্য ৪ ডিসেম্বর, ২০২১ খ্রী. কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নিজ বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খোয়াজপুর গ্রামে।

কনস্টবল মো. মনিরুল ইসলামের মৃত্যুতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোক বার্তায় সিএমপি কমিশনার কর্তব্যরত অবস্হায় নিহত মো. মনিরুল ইসলাম এর সততা, দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার কথা স্মরণ করেন এবং তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

26/11/2021

"১৯৭১ সালে পাকিস্তানিরা সব নিয়ে গেছে...
কিন্তু চোরগুলো রেখে গেছে # # # # #

21/11/2021

বৃহস্পতিবার থেকে ৬৫ দিন যুক্তরাষ্ট্রের আলাস্কাতে সূর্য দেখা যাবে নাহ্। এই ৬৫ দিন লাগাতার রাত থাকবে।

এটিকে বলা হয়
পোলার নাইট!

09/11/2021

২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বার্ষিক ও সমাপনী পরীক্ষার কোনোটাই হচ্ছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।পরীক্ষার পরিবর্তে শিক্ষাবর্ষের সব শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে।

সোমবার (৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গত ২৬ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হয়।

করোনা মহামারির কারণে গত বছরও প্রাথমিক স্তরের বার্ষিক পরীক্ষা এবং পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়নি। তবে এ বছর মন্ত্রণালয় জানিয়েছিল, সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া সম্ভব না হলে স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, পরীক্ষা না নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠালে তাতে অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।

ব্রেকিংনিউজ/ এমএইচ

04/11/2021

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকী আজ।
এই মহাপ্রয়াণ দিবসে আপনাকে স্মরণ করছি
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় 🖤

01/11/2021

"বাথরুমে পড়ি গেসিলই??
হেই ফোন তুমি এহানে আইনস??
বিনাশ কইরা লাইছেড়ে" 🤣🤣🤣

18/10/2021

Islam is a mercy.
If you see its opposite,
cruelty, than know
that is not Islam. ❤️

06/10/2021

আজ বুধবার (৬ অক্টোবর) পবিত্র আখেরি চাহার শোম্বা। হিজরি সনের সফর মাসের ২৮ তারিখ আখেরি চাহার শোম্বা। সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়।
ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী করিম (সা.) ইন্তেকালের আগে এই দিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসিতে দিনটিকে আখেরি চাহার শোম্বা নামে অভিহিত করা হয়। ফারসি শব্দমালা আখেরি চাহার শোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার।

রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানরা প্রতিবছর শুকরিয়া দিবস হিসেবে উদযাপন করে। তারা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করে। তাই উম্মতে মুহাম্মদির আধ্যাত্মিক জীবনে আখেরি চাহার শোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম। এ বছরও দিনটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

28/09/2021

Respective 😍

Photos from Firinghee Bazar ফিরিঙ্গীবাজার's post 03/09/2021

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ৩০/০৮/২০২১ইং "জাতীয় শোক দিবস পালন পরিষদ" ৩৩নং ফিরিঙ্গী বাজার ওর্য়াড কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং তবারুক বিতরন অত্র এলাকার জে এম সেন স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

18/06/2021

তামিল মুভির একশন দৃশ্যে বাংলাদেশের কিশোররা 😗

Want your organization to be the top-listed Government Service in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

100% working magic guys 😱😱😱😱 #likeme #humanity #love #beauty #everyone #travel #followers #magic #happy #Wow
100% magic #highlights #beauty #happy #love #likeme #magic #humanity #travel #Wow #followers #everyone
New antivirus for indian people 🤣🤣🤣🤣🤣🤣
It took only 240days for Ruhan to become Quran-E-Hafeez. 😍😍😍😍😍 #Quran How many likes for him?
Omg😯😮🤐😖😔😏
FC BARCELONA LOVERS FROM AFRICA 💖 #fcbarcelonafans #humanity #travel #africa #america #europe
#humanity #SubhanaAllah #Mashallah #kabah #alhamdulillah #ALLAHUAKBER #Muslims #travel #Quran
Please don't judge too quickly 😒 #humanity #diy #diet
আমাদের ফিরিঙ্গিবাজার ❤️
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আমাদের ফিরিঙ্গিবাজার ❤️
"আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ❤️❤️কথায় নয় কাজে বিশ্বাসী 😍সম্পূর্ণ ভিডিওতে দেখুন আমাদের কর্ণফুলী টানেল।উন্নয়ন...

Category

Website

Address

৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড
Chittagong
4000