Azu
Azu Food is the largest manufacturing company in Bangladesh. Even though our
business sector has exp
আসসালামু আলাইকুম
চা প্রিয় ভাই/বোন 🌹🌹
🌼🌼 যারা #চা পান করে বিরক্ত, মজা পাচ্ছেন না। চা আর ভালো লাগে না তাদের জন্য আমরা নিয়ে এলাম আজু টি। চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে আজু টি নিয়ে এলো কড়া লিকার, ফ্লেভার, ও কালার এ আপোষহীন। 🌼🌼
🌺🌺🌺 আমরা কাজ করছি, চায়ের রাজধানী #শ্রীমঙ্গল থেকে আজু টি নিয়ে এলো বাছাইকৃত #বাগান থেকে তৈরি খাঁটি চা পাতা°°°°°
🌹
যারা #অনলাইনে চা পাতা নিয়ে ব্যবসা করছেন বা অন্য আইটেমের করেন,কিন্তু তার সাথে চা পাতা ও এড করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি সুবর্ণ এক সুযোগ।পাইকারি মূল্যে আপনার অল্প পুঁজিতে ব্যবসার সুযোগ করে দিচ্ছি আমরা। যারা আমাদের সাথে বিজনেস করতে আগ্রহী ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
💰আপনি পাচ্ছেন নিজের পরিচয়ে নিজের ব্র্যান্ডিং এ অল্প পুঁজিতে ব্যবসার সুযোগ।
💰সুধু মাত্র নিজের মার্কেটিং যোগ্যতাকে কাজে লাগিয়ে ঘরে বসে মাসে ২০/৩০ হাজার বা তার অধিক টাকা কামানোর সুযোগ।
💰 আমরা দিচ্ছি ভাল মানের সেরা প্রডাক্টের নিশ্চয়তা।
💰 #সততাই আমাদের পুজি।
💰আমরা দুই ভাবে #চা পতা বিক্রয় করে থাকি।
১.পাইকারি, যারা আমাদের থেকে নিয়ে অনলাইনে বিক্রয় করে তাদের জন্য।
২.খুচরা আমরা নিজেরা অনলাইনে সেল করে থাকি।
অফ লাইনে সারা #বাংলাদেশে বিভিন্ন মার্কেটেও পাইকারি দিয়ে থাকি।
#অর্ডার করতে- আপনার নাম, মোবাইল নাম্বার,… ঠিকানা এবং চা পাতার নাম ও পরিমান আমাদের Inbox করুন
# অথবা কল করুন - ০১৯২৬৮৭৮২৮৭ ও ০১৮১৯৩৮৩৫৪৭
#ডেলিভারি ও পেমেন্ট মেথডঃ ১/ করোনাকালীন সময়ে সপ্তাহে ৬ দিন ডেলিভারি। চা পাতা হাতে পেয়ে মূল্য পরিশোধ, #ডেলিভারি চার্জ ১৫০ টাকা। অর্ডার #কনফার্ম করতে ০১৯২৬৮৭৮২৮৭ (বিকাশ+রকেট+নগদ) নাম্বারে ২০০ টাকা #অগ্রীম পাঠাতে হবে।
আর যারা #পাইকারি ব্যবসার জন্য নিবেন তারা ইনবক্সে বা মোবাইলে যোগাযোগ করবেন।
🌹স্বত্বাধিকারীঃ আজু ফুড -
🏵🏵🏵সবাই ভালো থাকবেন🏵🏵🏵
🌹🌹🌹 সবার জন্য শুভকামনা 🌹🌹🌹
এটি একটি সফল ব্যবসায়িক আইডিয়া, যা ব্যবহার করে অনেকেই সফল হয়েছেন। (প্রমাণিত)
**এই ব্যবসাটি ঘরে বসে করা যায়। দোকান ভাড়া নেওয়ার প্রয়োজন হয় না।
>
মাত্র,, ৪ হাজার টাকা ইনভেস্ট করে মাসে ৬০ হাজার টাকা আয় করুন
🌱 #চা পাতা : ছোট পুঁজির বড় #ব্যবসা
যাদের পুজি নেই অথচ #চাকরী না করে ব্যবসা করতে চান কিন্ত টাকার জন্য করতে পারছেন না, তাদের হতাশ হবার কোন কারন নেই । সামান্য পুজি নিয়েই ব্যবসা শুরু করা যায় এবং ভাল ইনকাম করা যায়। আমি #চা পাতার ব্যবসার কথা বলছি । খুব অল্প টাকা #ইনভেস্ট করে যে কউ শুরু করতে পারেন । আমাদের চারপাশে অসংখ্য চায়ের দোকান রয়েছে । প্রতিদিন হাজার হাজার মানুষ #চা খাচ্ছে এসব দোকান থেকে। আর যারা চা বিক্রি করছে, তারা প্রতিদিন ১ থেকে ২ কেজি পর্যন্ত চা পাতা ব্যবহার করছে । আপনি আপনার আশে পাশের মাত্র ২০টি #চায়ের দোকানকে টার্গেট করুন। ধরুন আপনি ২০টি চায়ের দোকান ঠিক করেছেন যারা আপনার কাছ থেকে প্রতিদিন ১ কেজি চা কিনবেন। দোকানীরা ১ কেজি চা পাতা ৪২০ টাকা থেকে ৪৪০ টাকা দরে বিভিন্ন কোম্পানীর কাছ থেকে কিনে । আপনি তাদেরকে এর চেয়েও অনেক কম দামে সরবরাহ করবেন। আপনি ভাল মানসম্পন্ন চা আমাদের নিকট থেকে পাইকারী দামে মাত্র ১৮০টাকা থেকে২৮০ টাকার ভিতরে কেজি দরে কিনতে পারবেন যার মুল্য পরিবর্তনশীল। আপনি আমাদের নিকট থেকে চাপাতা কিনে দোকানীকে ২৮০ টাকা দরে দিলেন। তাহলে দোকানী এখানেই ৭০-৮০ টাকা লাভ করতে পারবে। আর আপনার লাভ হবে ১০০ টাকা প্রতি কেজিতে । তাহলে ২০ কেজিতে আপনার #লাভ হবে ২০০০ টাকা প্রতিদিন । প্রতি #মাসে কমপক্ষে ৬০,০০০ হাজার টাকা আয় করতে পারবেন।
আপনি যে সব দোকানীকে চা পাতা দেবেন, তাদের কাছ থেকে নগদ টাকা নেওয়ার চেষ্টা করবেন। এসব ছোট দোকানদাররা নগদ লেনদেন করে । যদি নগদ নিতে না পারেন, তাহলে পরের দিন অবশ্যই তারা দিয়ে দেবে।
আমাদের চারপাশে যে হারে চায়ের দোকান বাড়ছে, তাতে আপনি যদি প্রতিদিন ৪-৫ ঘন্টা করে সময় দেন তাহলে এক মাসে অন্তত আপনি ২০ টি দোকান ঠিক করা কোন ব্যাপার হবে না । এজন্য দোকানদারকে বোঝাতে হবে , আপনার পণ্যটি ভাল হতে হবে, তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। আপনি যদি সময় বেশী দিয়ে ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, তবে সফলতা আসবেই – এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই । দোকান বাড়লে আপনি ইনভেস্ট বাড়িয়ে লাভের পরিমানও বাড়াতে পারেন।
অনেক সময় লাখ টাকা বিনিয়োগ করার পরেও ব্যবসা নাও হতে পারে। তবে এতেও কোনো সমস্যা নেই। চা পাতা কোনো না কোনভাবে তো বিক্রি হয়েই যাবে। সেক্ষেত্রে আপনার টাকা লোকসান হওয়ার আশঙ্কা নেই। কারণ পণ্য তো আপনার কাছেই থাকবে।
এছাড়া আপনি চাইলে প্রথমদিন থেকেই লোক নিয়োগ দিয়ে চা পাতা বিক্রি করতে পারেন। অথবা ব্যবসার পরিধি যখন বৃদ্ধি পাবে তখন কয়েকজন বেকার লোকের চাকরি দিতে পারেন। মফস্বল শহরে নিশ্চয় কম টাকায় চাকরি দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারবেন। তবে অন্তত এসএসসি পাস এমন লোক নিলে ভালো হয়। যাতে টাকা-পয়সার হিসাবে কোনো সমস্যা না হয়। এছাড়া আপনার এলাকায় খোঁজ নিলে এ ব্যাপারে অভিজ্ঞ কিছু লোক পেতে পারেন। তাদের কাজে লাগাতে পারলে ব্যবসা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না।
কারো এ বিষয়ে কোন কিছুর জানার থাকলে আমাকে বলতে পারেন? অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন।
আমাদের চাপাতার প্রধান বৈশিষ্ট্য হলো আমরা চাপাতার গ্রেড ইউনিফর্ম রাখি। যেখানে কিনা মার্কেটের অন্যান্যরা যোগান ও দামের সামঞ্জস্য বজায় রাখার জন্য বিভিন্ন গ্রেডের চাপাতা মিশিয়ে বাজারজাত করে।
চাপাতার গ্রেডঃ,
BOP
GBOP
OF
PD
CD
RD
DuSt
চট্টগ্রাম।
📞01926878287
কথা দিলাম ঠকবেন না।
আপনার আস্থা ই আমাদের অনুপ্রেরনা
#আজু টি -এর লক্ষ্যই হচ্ছে আপনাদের হাতে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া। আর সেজন্য পণ্য প্রস্তুত করা হয় গুণগত মান বজায় রেখে।
আজু টি,গুণগত মানের নিশ্চয়তার প্রতিজ্ঞা!
সারা দেশব্যাপী সহজ শর্তে ডিলার/ডিপু নিয়োগ চলছে।
প্রয়োজনে যোগাযোগ করুন-01407-047047
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kaptai Raster Mata, Kalurghat
Chittagong, 4000
Thank you. Please contract us +8801710392793
43, Jail Gaite, Laldhigi
Chittagong, 4000
চা কম-বেশি সব দেশেই জনপ্রিয়।যা স্বাস্থ্যের জন্য উপকারী। দিনে দু'বার এ চা পান করতে পারেন।
9Q4C+335, Sagorika Road, Chattogram
Chittagong, 4719
Feel the tea and heal the wounds.
Tea
Chittagong, 1212
ব্যাবসা নয় সেবাই আমাদের মূল উদ্দেশ্য , আপনাদের সন্তুষ্টি আমাদের সফলতা ।
Chittagong, 4212
Assalamu alaikum! We deliver the best quality of premium black tea which comes straight from the lan