A Bite of Happiness

Homemade fresh food will be served according to your order in Chittagong. As it's all about food so

17/10/2023

সেদিনের গোলাপের পাপড়ি এবং তারপর বানানো রসমালাই এটার জন্যই রেখেছিলাম। ❤️❤️❤️
আজকে ১৭ই অক্টোবর, আম্মুর জন্মদিন ছিলো। গতবছর নানু এই দিনে অসুস্থ, মন-মানসিকতা একদমই খারাপ ছিলো বলে আর কিছুই করা হয়নি; এবছর আর নানু নেই; নানুর মেয়েকে খুশি করার ডাবল দ্বায়িত্ব এবার। তাই অনেক প্ল্যান প্রোগ্রাম করে চেষ্টা করেছিলাম এমন একটা ইউনিক কিছু করতে যেটা আগে কখনোই করিনি।
হ্যাঁ, এই ডিজাইন আর এই ফ্লেভার পেইজের জন্য তো করিইনি, নিজেও বাসায় করিনি। আজকেই প্রথম। অনেক অনেক ট্রেন্ডি ডিজাইন দেখে ভেবেছিলাম ওগুলোর কোনোটা করবো; কিন্তু কেন যেন আমার দ্বারা কপি জিনিসটা হয়ই না; সেট কেকের ক্ষেত্রেই হোক বা পরীক্ষার খাতায়ই হোক, কপি করতে পারিনা। 😂
ছবিতে আছে ২.৫ পাউন্ডের রসমালাই কেক যার প্রত্যেক লেয়ারে রসমালাই আর ক্রিমের কম্বিনেশনে দারুণ একটা জিনিস। ❤️
আমাদেরকে আপনার দোয়ায় রাখবেন।
সবাই ভালো থাকবেন ❤️

17/10/2023

আসেন আরেকটা ক্লু দেই; বলেন এবার এগুলা কি? কি বানাচ্ছি? 😀
সঠিক উত্তরদাতার নেক্সট অর্ডারে ১০% অফ থাকবে। তবে অবশ্যই উত্তর আগামী ২৪ ঘন্টার মধ্যে দিতে হবে ।

16/10/2023

বলেন তো দেখি এগুলা নিয়ে আমি কি করতে যাচ্ছি? 😂

14/10/2023

আসসালামু আলাইকুম সবাইকে
আশা করছি সবাইই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি A Bite of Happiness কে মনে রেখেছেন?
আমরা আবারও ফিরছি ইনশাআল্লাহ ; জানেন তো?
দ্রব্যমূল্য উর্ধ্বগতির সময়ে আমরা ফিরছি আগের প্রাইসেই প্রথম ২০ টি অর্ডারের জন্য। ❤️ ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত থাকবো আশা রাখছি। ❤️ দোয়ায় রাখবেন আমাকে এবং আমার পরিবারকে ❤️

30/08/2023

মুগ পাকন
পিঠাগুলার স্বাদ যে খেয়েছে সে জানে;
আপনাদের কার এলাকায় কি বলে এই পিঠাকে?
কমেন্টে জানাবেন কিন্তু। ❤️

Photos from A Bite of Happiness's post 21/08/2023

আসসালামু আলাইকুম সবাইকে ❤️
বাসার জন্য মিষ্টি বানানোর ভুত চেপেছিলো কিনা; তাই আর কি!
কিন্তু ফটোশ্যুট করা হলো না এইটাই কষ্ট।
তবে মাশাল্লাহ টেস্ট দারুন ছিলো। ❤️🔥
হয়তো পেইজে রেগুলার হলে পেইজে আনবো আপনাদের চাহিদা অনুযায়ী। দোয়ায় রাখবেন আমাদের৷ ❤️

Photos from A Bite of Happiness's post 17/08/2023

I did these cakes in last few months
Not taking order like before but couldn’t say no to some sweet people I know so.... ❤️
Let me know which one you like the most please ❤️

30/12/2022

Hey guys!
This year is going to end soon.
We served you for a little period of time this year but we'll try to be more active from now.
So inbox us if you want to order us anytime.
Even after not being active the way you people tried to reach us to order it means a lot! I'm really blessed to have people like you in my journey. Thank you! ❤️

20/09/2022

আসসালামু আলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই?
পেইজ থেকে আমি গায়েব ; একদম সময় পাই না পেইজের কাজ করার জন্য।
এই জন্য পেইজ অফ; কিন্তু তারপরেও অনেক আপুই আছেন আমাদের ম্যাসেজ দেন; এটা আমাদের প্রতি আপনাদের অগাধ ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বলে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। 😇
তাই আসলাম অফিশিয়ালি পেইজের কাজ অফ এটা এনাউন্সমেন্ট দিতে।
পারিবারিক এবং নিজের ব্যক্তিগত কাজের জন্য পরবর্তী পোস্ট না আসা পর্যন্ত আমাদের সব কার্যক্রম বন্ধ থাকছে। নভেম্বর থেকে ইনশাআল্লাহ আমরা আবার নিয়মিত হবো।
আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই।
ভালো থাকবেন ❤️

Photos from A Bite of Happiness's post 23/05/2022

A random work
Frozen chicken chop 🖤

18/05/2022

A random work with a non professional photograph 😂
But I am alive somehow 🤣
Inbox us for any queries ❤️
Home delivery available in Chittagong metro area ❤️

18/04/2022

#সংগ্রহীত।

বিয়ের পর প্রথম রমজানটা আমার জন্য বিভীষিকায়ময় ছিলো শুধুমাত্র আমার শাশুড়ী নামক মানুষটার জন্য,আমি অবশ্য তাকে মাফ করে দিয়েছি,মৃত ব্যাক্তির উপর রাগ ক্ষোভ পুষে রাখার কোনো কারন নেই।
শুরুটা হয়েছিলো সপ্তম রমজানে,আমার বড় জায়ের বাড়ি থেকে মহা আয়োজনে ইফতার এসেছিলো,আমার জা ছিলেন ধনাঢ্য পরিবারের মেয়ে,তার বাড়ি থেকে এমন ঢাক-ঢোল পেটানোর মতো ইফতার আসাটা স্বাভাবিক হলেও আমার বাড়ি থেকে ছিটাফোটা আসার ও কোনো উপায় ছিলো না।
আসোলে আমি অতি দরিদ্র পরিবারের জন্মেছিলাম,আমার বাবা পেশায় ছিলেন কেরানী,একজন কেরানীর পক্ষে, সংসার চালানোই যেখানে কষ্ট সেখানে ইফতারি পাঠানো তো বিলাসিতা,গরিব হওয়া সত্বেও আমার ভালো ঘরে বিয়ে হয়েছিলো,কেননা আমি দেখতে সুন্দরী এবং শিক্ষিত ছিলাম।কিন্তু সামাজিক রীতিনীতির বেড়াজালে আমার শিক্ষাদিক্ষা আর সৌন্দর্য চাপা পড়ে গেলো।
আমার বড় জা আমাকে খুব হেয়ো করে কথা বলতো,সবসময় কাজের লোকের মতো ব্যবহার করতো,আর আমার শাশুড়ী ও তাকে সাপোর্ট করতো,আমার স্বামী ছিলো চাপা স্বভাবের সব বুঝেও সে চুপ করে থাকতো,আমাকে শান্তনা দিতো।
জা এর বাড়ি থেকে যেদিন ইফতার পাঠানো হলো সেদিন আমার প্লেট বাদে সবার প্লেটেই উনার বাড়ি থেকে আনা খাবার শোভা পাচ্ছিলো,
আমি লজ্জায় মরে যাচ্ছিলাম,খাওয়ার লোভে নয়,অপমানে!আর এই কাজটা করেছে আমার শাশুড়ী নিজের হাতে।
আমার বর সেদিনও কোনো প্রতিবাদ করেনি,শুধু নিজের প্লেট থেকে দামি খাবার গুলো সরিয়ে আমার সমতুল্য খাবার গুলোই খেলেন,সবাই আড়চোখে দেখেও না দেখার ভান করলো।
সেদিন রাতে খুব কেদেছিলাম,সারারাত একফোটা ঘুম হয়নি,রাগে লজ্জায় সেহরীও খেতে যাইনি,তারা শুধু আমার স্বামীকে খেতে ডেকেছিলো,আমাকে ডাকেনি।
তারপর থেকেই শুরু হলো শাশুড়ীর প্রতিদিন খোটা দেওয়া,ভুল করেছে ছোটলোকের ঘরে ছেলের বিয়ে দিয়ে,রুপ দেখিয়ে এতো বড় ধোকা দিয়েছে আমার ফ্যামিলি আরো নানা রকম কথা,আমার জা এগুলো শুনতে ভিষন মজা পেতো।মাঝে মাঝে নিজেও তাল দিতো,খুব কষ্ট হতো,নিজেকে পাপী মনে হতো কেনো গরীব ঘরে জন্মালাম,আর কেনোই বা ধনী পরিবারের বউ হলাম!
সাতাশ রোজার দিন আমি ইফতার বানাচ্ছিলাম,হঠাত হাত থেকে পায়েশের বাটিটা পড়ে যেতেই আমার শাশুড়ী হুংকার ছেড়ে বলল ফকিন্নিরা আবার জিনিস অপচয় করে কোন সাহসে?টাকা গুলো কি তোমার বাপ এসে দিয়ে যায়?জা এসে আগুনে ঘী ঢেলে বলল,এতো দামি বাটিটা,আমার মা শখ করে কিনেছিলেন,আর তুমি এটা ভেঙে দিলে?

আমি কাপা কাপা গলায় বললাম মা ভুল হয়ে গিয়েছে,আমাকে মাফ করে দিন,
শাশুড়ি তেড়ে এসে বললেন,ভুল তো আমি করেছি তোর মতো ছোটলোককে ঘরে এনে,এতো গুলো রোজা চলে গেলো তোর বাপের কি আক্কেল নাই যে মেয়ের বাড়তি খেয়ে না খেয়ে হলেও ইফতার পাঠাতে হয়!

আমার আর সহ্য হলোনা,কি যেনো হলো আমি সবার সামনে আমার মাকে ফোন করে চিতকার করে বললাম,তোমাকে টিউশনি করিয়ে যে সোনার আংটি টা কিনে দিয়েছিলেন সেটা বিক্রি করে এই মিসকিন পরিবারে ইফতারি পাঠাও মা,তারা না খেয়ে মরে যাচ্ছে।বলেই হাউমাউ করে কাদতে লাগলাম। আমার কথা শুনে ফোনের ওপাশে মাও কান্নায় ভেঙে পরলেন।
ফোন রাখার আগেই আমার শাশুড়ি আমার হাত ধরে হেচকা টান দিয়ে দরজার বাইরে বের করে দিলেন,আর চিতকার করে সারা বাড়ি মাথায় তুললেন এক ছোটলোকের বাচ্চা নাকি তাকে মিসকিন বলে গালি দিয়েছে,তিনি সাফ জানিয়ে দিলেন আমার এ বাড়িতে আর জায়গা হবেনা,আমাকে এক কাপরে বাপের বাড়ি চলে যেতে হবে।

আমি ভেবেছিলাম আমার সহজ সরল স্বামী এবারও চুপচাপ সহ্য করবে,কিন্তু না আমার স্বামী বিনাবাক্যে আমাকে নিয়ে ঘর ছেড়েছিলেন,বড়লোকের আদরের ছেলে আমার সাথে অতি সাধারন জীবনে পাড়ি জমালেন,তারপর আমার জীবনে আর কোনো দুঃখ আসেনি,আমি পৃথিবীর সবচেয়ে সুখি মানুষদের একজন হয়ে বেঁচে রইলাম।আমার সাথে ঐ পরিবারের যোগাযোগ না থাকলেও আমার স্বামীকে তার বাবা মায়ের কাছে যেতে বারন করিনি কখনো, তিনি মাঝে মাঝেই যেতেন,আমি নিজেই তাকে বলতাম যেনো তাদের খোজ খবর নেন,সন্তান বলে কথা।এই জন্যই হয়তো শাশুড়ী মৃত্যুর আগে আমাকে দেখতে চেয়েছিলেন শেষবারের মতো,আমার তখন ডেলিভারি ডেট এগিয়ে এসেছিলো তাই আর শেষ দেখাটা হয়নি,তবে আমার মনে হয়েছিলো তিন হয়তো ক্ষমা চাইতেন,তাই আমি ই তাকে ক্ষমা করে দিয়েছি।

আজ তিরিশ বছর যখন আমিও শাশুড়ি তখন ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটল,আমার বড় ছেলের বউ এর বাড়ি থেকে হরেক রকম ইফতারি এসেছে,আর তা দেখে আমার ছোট ছেলের বউ এর মুখটা একদম চুপসে আছে।
বড় বউএর খুশি খুশি মুখ দেখে আমার কেনো যেনো বিরক্ত লাগছে,আমি শান্ত গলায় বললাম,তমা তোমাকে প্রতিবার বলা হয় এতো ইফতারি আমার বাড়িতে না এনে গরিবদের খাওয়াতে তবু বারবার একি কাজ কেনো করো?
তমা গর্বিত ভঙ্গিতে বলল,এগুলো রেওয়াজ মা,আমরা এটা মেইনটেইন করি সবসময়।

তমার কথা শুনে নিলা মুখটা অন্ধকার করে চলে গেলো,তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই আমার সেই পুরোনো অনুভূতি গুলো নাড়া দিয়ে উঠলো।

রাতে ঘুমোতে যাওয়ার আগে ছোট ছেলের রুমে পাশ কেটে যাওয়ার সময় হঠাত ছোট বউ নিলার কথা কানে আসলো,
সে তার স্বামী কে আমতা আমতা করে বললো,মুহিব আমার খুব মন খারাপ লাগছে,এই যে দেখো ভাবির বাসা থেকে এতো কিছু পাঠালো কিন্তু আমার বাসা থেকে কোনো কিছু দেওয়ার নাম নেই,আসোলে মায়ের চিকিৎসা বাবদ অনেক খরচ হচ্ছে, এখন হয়তো এতো খরচ করতে পারবেনা,তবে সামান্য কিছু তো পারবেই,কিন্তু কথা হলো এখন ভাবির সাথে তুলনা করলে তো আমি ছোট হয়ে যাবো।কি করি বলো তো?

আমার ছেলে হেসে উড়িয়ে দিয়ে বলল আরে ধুর মাকে তুমি চেনোই না,আমার মা কিছুই ভাববে না।আমার মায়ের মন অনেক বড়।

ছেলের মুখে একথাটা শুনে গর্বে বুকটা ভরে গেলো,কিন্তু নিলার জন্য মনটা খচখচ করতে লাগলো।

নিলা গলা নামিয়ে বলল,মা হয়তো ভাববে না কিন্তু আমার যে খারাপ লাগছে,কোনো ভাবেই নিজেকে মানাতে পারছিনা।

মুহিব কিছুটা বিরক্ত হয়ে বলল,তোমার খারাপ লাগলে তুমি মায়ের সাথে ডিরেক্ট কথা বলো,আমি বুঝি না এতো কিছু,মুহিব এর উত্তর শুনে নীলা আর কিছু বলেছে কিনা জানিনা,আমি কিছুটা দুশ্চিন্তা নিয়েই নিজের ঘরে চলে আসলাম।

কয়েকদিন পর দুই বউকে ডেকে বললাম তোমরা রেডি হও আজকে একবাসায় ইফতার এর দাওয়াত আছে।দুজনেই অতি উতসাহী হয়ে জানতে চাইলো কোথায়?
আমি বললাম আমার এক বোনের বাসায়,তারা আর কিছু বললনা।
দুপুরের পর,বউদের নিয়ে বাজার করলাম,সামর্থ্য অনুযায়ী দুহাত ভরে বাজার করলাম,তারাও খুব আনন্দ নিয়ে কেনাকাটা করলো দেখে শুনে,গাড়িতে উঠে ওদেরকে উদ্দেশ্য করে বললাম আজকে আমরা ছোট বউমার বাড়িতে ইফতার করব,তোমাদের স্বামীরাও চলে যাবে কিছুক্ষনের মধ্যেই, তাই এতো বাজার সদাই,কথাটা শুনে ছোটবউ আতকে উঠল,তার চোখেমুখে ভয় দেখে আমি তাকে শান্ত করে বললান চিন্তা করোনা,
তোমার বাসায় কেউ জানেনা আমরা যে যাবো,আর তুমিও জানিয়ো না,ছোটবউমা মাথা নিচু করে চুপ করে রইলো,ভয় আর লজ্জা তাকে আকড়ে ধরেছে,কিন্তু ঐদিকে বড়জনের মুখ অন্ধকার হয়ে গেলো,যেনো আষাঢ়েট মেঘ জমেছে,সে মুখ কালো করে বসে রইলো,
ছোটবউমার বাড়ির গেটে নেমে বড়বউমার বিষ্নয়ের সীমা রইলো না তার বাবা না ভাই বোনকেও দাড়িয়ে থাকতে দেখে,তার অন্ধকার মুখটা হঠাত ই বদলে গেলো।আমি বড় বউ এর মাথায় হাত বুলিয়ে বললাম,কে কার বাসায় ইফতার পাঠালো সেটা বড় কথা নয়,আমরা আজ তিনপরিবারে একসাথে ইফতার করবো,আল্লাহর কাছে দোয়া করবো এটাই আসল,তুমি হয়তো মন খারাপ করেছো এটা শুনে যে তোমার বাসায় ইফতার না পাঠিয়ে ছোটবউ এর বাসায় কেনো?তুমি যেদিন থেকে ইফতার আনলে সেদিন থেকে এই মেয়েটা চিন্তায় মরে যাচ্ছে, আবার তার মা টাও অসুস্থ তাই এতো আয়োজন,আমি কিন্তু সব পরামর্শ তোমার মায়ের সাথেই করেছি।
আমি যখন বড় বউকে কথা গুলো বলছিলা,ঐদিকে আমার ছোট বউ ঝরঝর করে কাদছিলো,
বড় বউএর চোখেও পানি টলমল করছে।
দুজনের একটু কাছে ঘেসে ফিসফিস করে বললাম তোমরা ভাবছো আমি কতভালো মানুষ তাই না?
আসোলে আমি এতো ভালো চিন্তা করতেই পারতাম না, যদি না আমার শাশুড়ী মা আমাকে শেখাতেন,
তারা দুজনই কৃতজ্ঞতার হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলো,ছোটবউ গলা নামিয়ে বলল আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক,আমি জোরে বললাম আমীন।মনে মনে ভাবলাম আসোলেই তো সেদিন যদি আমাকে আমার শাশুড়ীমা বাসা থেকে বের না করে দিতেন তাহোলে হয়তো বুঝতেই পারতাম না অপারগতার কষ্টটা কি!
আমার ছেলের বউরা জানুক আমি শিখেছি,কিন্তু এটা জানা জরুরী না আমার শেখাটা ভালো থেকে নাকি খারাপ থেকে,আল্লাহ নিশ্চয়ই আমার শাশুড়ীর দোষ গোপন রাখার জন্য আমাকে পুরুষ্কৃত করবেন…

লেখাঃ উম্মে শারমিন নিহা

১৫-০৪-২২

Photos from A Bite of Happiness's post 08/04/2022

Jumma Mubarak ❤️

16/03/2022

Taking order for halwas for friday.
You'll get the halwas on Friday noon in sha Allah.
We'll close taking order tomorrow 12 p.m (17th march ; noon).
Inbox us for details.
You can order -
Special shuji halwa
Gajor halwa
Papaya halwa
Buter daaler halwa

You have to confirm your order with 60% advance bkash before 12 p.m tomorrow ( 17th march)
Hope you'll love it ❤️

21/02/2022

আমার প্রফেশনাল কোর্সের জন্য করা কেকটা ❤️
১ বছর হয়েই গেলো আলহামদুলিল্লাহ ❤️

কিউট না? 🥰❤️
অর্ডার করতে ইনবক্স করুন। ❤️
কেক ডিটেইলস ঃ- ২ পাউন্ড রেড ভেলভেট কেক
ডিজাইন কাস্টমাইজ করা যাবে।
চট্টগ্রাম মেট্রো এরিয়ায় থাকছে হোম ডেলিভারি সার্ভিস (চার্জ প্রযোজ্য)
এবং আপনি চাইলে আমাদের লোকেশন থেকে নিজে পিক করে নিয়ে যেতে পারবেন।

Photos from A Bite of Happiness's post 04/02/2022

কয়েকদিনের আগের করা একই দিনের কাজ।
আমার যখন কাজ আসে সব এক সাথেই আসে; আর সব কাজ এখন করছিনা আমার শিডিওলের সাথে মিলেও না তাই আমাকে আপনারা পেইজে দেখেনও না।
একদিনের নোটিশে এসব কিছু করা। সাথে ক্লাস, টিউশন তো আছেই। সত্যি বলতে সেদিন এতো প্রেশারের ঠেলায় আমার বিপি লো হয়ে চোখেমুখে আর কিছুই দেখছিলাম না। 🤦‍♀️ এগুলার কাজ শেষ কয়েকদিন আগেই কিন্তু এখনও সময়ই পাচ্ছিনা পিকগুলোতে লোগো বসাতে। আর প্রফেশনাল পিকচার তো তোলাই হয় নাই এতো ঝামেলায় ছিলাম। 🤦‍♀️
এরপরে আল্লাহর অসীম রহমত যে কাজ শেষ করে সময়মতো পাঠাতে পেরেছি। আলহামদুলিল্লাহ ❤️
যাদের কাছে গিয়েছে তারা অনেক পছন্দ করেছে।
আর আমার ব্রাউনি এবং পাউন্ড কেক কিন্তু এখন কেক আইটেমের মধ্যে হট সেলিং আইটেম হয়ে গেছে। এঅ দুটো অলমোস্ট যার কাছে গেছে সে-ই এগুলার ফ্যান হয়ে আমার রেগুলার কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ❤️
অর্ডার করতে চাইলে ইনবক্স করুন।
আমাদের দোয়ায় রাখবেন। ❤️

17/01/2022

সুন্দর না? ❤️

Photos from A Bite of Happiness's post 13/01/2022

পেইজে নক দিয়ে যখন পুরাতন কোনো কাস্টমার জিজ্ঞেস করে "আপু আছেন?" এই ম্যাসেজ দেখে কতোক্ষন আমি প্রাণখুলে হাসি। আসলেই তো পেইজে যেই পরিমানে ইন্যাক্টিভ আমি আজকাল আমাকে চেরাগ দিয়ে খুঁজে পাওয়াও দায়!
আসলেই ব্যক্তিগত জীবনে অনেক ব্যস্ত হয়ে পরেছি, নিজের পড়াশোনা, টিউশন শেষে নিজেকে এবং পরিবারকে সময় দিচ্ছি। পরপর অনেক বাধা-বিপত্তির পরেও অনেক বিপদ-আপদ পার করেও যে আমি এবং আম্মু-আব্বু সহীহ সালামত আছি আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই জন্যই পেইজ থেকে আসলে অনেকটাই দূরে। কেবলমাত্র আমার টাইট শিডিউলের সাথে টাইম মিললেই আমি অর্ডার নিচ্ছি।
কিন্তু পুরাতন কাস্টমার যেই আপু-ভাইয়ারা আছেন উনাদের আস্থাটা পেয়েছিলাম; ভরসা-বিশ্বাস সবটাই পেয়েছিলাম বলেই হয়তো এরকমভাবে ভাইয়া আমাকে খুঁজে বের করে এমন একটা গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ ❤️
যেই আপুর জন্য ছিলো উনার পক্ষ থেকেও কেকের রিভিউ মাশাল্লাহ 😍❤️
আমার জার্নিটা হয়তো দেড় বছরে পরেছে মাত্র কিন্তু যেই বিশ্বাস-ভালোবাসায় সিক্ত হয়েছি তার সাথে সময়ের তুলনা আসেই না।
আশা রাখবো এভাবেই আমি আপনাদের ভরসার মান রেখে যেতে পারবো ইন শা আল্লাহ।
সবাই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য।আবারও কখন পেইজে পোস্ট করতে আসবো জানিনা। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। ❤️

কেক ডিটেইলস ঃ-
ফ্লেভারঃ- ভ্যানিলা
ওয়েটঃ- ৩ পাউন্ড+

10/01/2022

Our yummy creamy pasta 😍
Inbox us to order ❤️

31/12/2021

অনেক লম্বা ভ্যাকেশন নিয়েছিলাম।
কিন্তু যথেষ্ট পরিমানে বিপদ গেছে এই ভ্যাকেশনের মধ্যে। 🙂🙂🙂
অনেক অনেক দোয়া প্রয়োজন আমার এবং আমার পরিবারের।
সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। 🙏🙏🙏
আর এখন থেকে আমরা আবারও পেইজে অর্ডার নিচ্ছি।
আর ২০২২ এর শুরুতে আমাদের আবার নতুন শুরু হচ্ছে; তাই এ বাইট অফ হ্যাপিনেস থেকে থাকছে আপনাদের জন্য সুন্দর একটি অফার। 🥳🥳🥳
হ্যাঁ, পুরো জানুয়ারি মাসে বার্থডে কেক ছাড়া যেকোনো অর্ডারের ডেলিভারি হবে মাত্র ২২ টাকায়! 🥳🥳🥳
হ্যাঁ, ঠিকই শুনছেন। ২২ টাকায় আমাদের সব ডেলিভারি হবে পুরো জানুয়ারি জুড়ে। আর বার্থডে কেক বা ডেকোরেটেড কেকে থাকছে ১৫-৩০% ডিসকাউন্ট। 🥳🥳🥳
এ বাইট অফ হ্যাপিনেস সবসময়ই আপনাদের খুশির কারন হতে বদ্ধপরিকর। 😎
তবে আমরা নির্দিষ্ট ডেটের জন্য লিমিটেড অর্ডার নিবো। কেউ চাইলে আগে থেকেই অর্ডার কনফার্ম করে ওই ডেইটের জন্য আমাদের বুক করে রাখতে পারেন।
অর্ডার করুন এখনই। ❤️
আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ। 🙏🙏🙏
ধন্যবাদ সবাইকে ❤️

19/12/2021

কি অবস্থা সবার?
শীত কেমন কাটছে?
আমি তো অলরেড হলিডে মুডে চলে গেছি। 🥱
শীতের সময় কম্বল ছেড়ে কাজ করতে পারাটার জন্যই হয়তো প্রত্যেকটা হাউজওয়াইফ মা "সুপার উইমেন" ❤️

Photos from A Bite of Happiness's post 08/12/2021

Roast platter ❤️
Lounging new platter in our page 😍
Hope all of you love this in sha Allah ❤️
Inbox us to order ❤️

06/12/2021

You can order this to us ❤️
We assure you to get the best one from us.
Inbox us to order ❤️

04/12/2021

Another one done during this vacation ❤️
We hope to be regular after 10th of December hopefully if my father's operation is done within this time period. Please keep us in your prayer if we've given happiness for a single minute at least ❤️

Photos from A Bite of Happiness's post 29/11/2021

লেইট আপ্লোড 🥺
পেইজে পোস্ট করা না হলেও টুকিটাকি কিছু করা হয়েছে এই ভেকেশনে।
নতুন কিছুও আসছে শীঘ্রই ইন শা আল্লাহ।
নতুন কি কি আসছে জানতে পেইজেই চোখ রাখুন ❤️
যারা এতো লম্বা বিরতির পরেও পাশে আছেন সবাইকেই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ❤️

26/11/2021

পেইজে ইন্যাক্টিভ থাকার জন্য সবার তো আমাকে ভুলেই গেছেন 😐
আমি আবারও ব্যাক আসছি ইনশাআল্লাহ ; আর কয়েকটা দিন বাকী মাত্র।
কয়েক সপ্তাহ আগের করা কাজ;
ব্যক্তিগত ও পারিবারিক কারনে ব্যস্ত থাকায় অর্ডার নেওয়া হচ্ছে না কিন্তু এক আত্মীয়ের রিকোয়েস্টে এটা করা। কিন্তু ওই যে সময়ের অভাবে আর পেইজে আপ্লোডও করা হয় নাই 🤦‍♀️ কারোর খুশীর সময়ের একটা পার্ট হতে পারা ভাগ্যের বিষয়। আর এই ধরনের কাজ করারও ইচ্ছা ছিলো অনেক দিনের। আলহামদুলিল্লাহ পূরন হয়ে গেলো ❤️
ভ্যানিলা ফ্লেভার কেক
৬ পাউন্ড
যেকোনো কিছু জানার জন্য পেইজে ইনবক্স করুন।

24/11/2021

সতর্কবার্তাঃ আমরা খাবারের কোন আইটেম বাদ দিয়ে খেয়ে থাকি। যে খাবার খেলে স্বাস্থের জন্যে ঝুঁকি পূর্ণ তাই বেশি খাওয়া হয়ে থাকে।

সাবধান! ক্যানসার তৈরি করে যেসব খাবার! দেখুন হয়তো খেয়েই চলেছেন !!

ক্যানসার তৈরি করে – মরণব্যাধি ক্যানসার। প্রতিরোধের উত্তম চিকিৎসা। শরীরের অতি দ্রুত অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে ক্যানসার তৈরি হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক খাবার ক্যানসারের ঝুঁকি কমায় এবং অনেক খাবার আবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়। যেসব খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায় তা নিজে জানুন এবং অন্যকে জানিয়ে সচেতন করে দিন।

১. আলুর চিপস :

চিপসের স্বাদ মচমচে করার জন্য কৃত্রিম রং, ফ্লেভার, ট্রান্স ফ্যাট ও প্রচুর লবণ মিশানো হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এটি ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

২. ফ্রেঞ্চ ফ্রাই :

আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ফ্রেঞ্চ ফ্রাই তৈরির সময় উচ্চ তাপ ও তেলের সংস্পর্শে অ্যাক্রাইলেমাইড সৃষ্টি হয়ে ক্যানসার হয়।

৩. প্রক্রিয়াজাত মাংসের খাবার :

বেকন, হটডগ, মিডলোফ, সসেজ, বার্গার ইত্যাদি খাবারে সোডিয়াম নাইট্রেট থাকে। গবেষণায় দেখা গেছে, সোডিয়াম নাইট্রেটযুক্ত প্রক্রিয়াজাত মাংস মানবদেহে এন নাইট্রোসোতে পরিণত হয়ে ক্যানসার সৃষ্টি করে।

৪. সফট ড্রিংকস :

বাজারের কোমল পানীয়তে থাকে ক্ষতিকর রং, অতিরিক্ত সোডা ও কৃত্রিম চিনি। এটি রক্তে গ্লুকোজ বাড়িয়ে ইনসুলিন রেজিস্ট্যান্ট বাড়িয়ে মেটাবলিক সিনড্রোম ও ক্যানসার তৈরি করে। গবেষণায় দেখা গেছে, কোমল পানীয়তে ‘৪-মিথাইলমিডাজল’ নামের যে রং থাকে, এটি ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

৫. কৃত্রিম চিনি :

কৃত্রিম চিনি অ্যাসপার্টের চিনির চেয়ে ১০ গুণ বেশি মিষ্টি এবং ক্যালোরি শূন্য। এটি ওজন নিয়ন্ত্রণে রাখে। তাই খুব জনপ্রিয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিতভাবে কৃত্রিম চিনি খেলে ব্রেইন ক্যানসার হতে পারে।

৬. অ্যালকোহল :

অতিরিক্ত অ্যালকোহল মানব দেহে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে অ্যাসিটেলডিহাইডে পরিণত হয়ে ডিএনএ ভেঙ্গে ক্যানসার তৈরি করে।

৭. গ্রিল, বারবিকিউ :

গ্রিল, বারবিকিউ এ ধরনের মাংসে উচ্চ তাপে হেটারোসাইক্লিক অ্যামাইন তৈরি হয়। এ থেকে ক্যানসার হতে পারে।

৮. বিষাক্ত কীটনাশক ও ক্যামিক্যাল যুক্ত ফলমূল :

আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ৩০ ভাগ কীটনাশক হচ্ছে কারসিনোজেন। এটি মানব দেহে কোনো না কোনো ক্যানসার তৈরি করে।

৯. খোলা বাজারের শরবত :

বাজারের শরবতে থাকে দূষিত পানি, বরফ ও ক্ষতিকর রং। এগুলো জন্ডিস, হেপাটাইটিস ও লিভার ক্যানসার সৃষ্টি করে।

১০. পুরোনো তেল :

পুরোনো তেল দিয়ে বারবার খাবার রান্না করলে ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে ডিএনএ কে ভেঙে ক্যানসার হতে পারে।

Collected!

22/11/2021

Okay good night 🥱
Btw we reply for sure 💘

19/11/2021

Off Topic
একটু হাসেন।

😑😑
🏩ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক
ম্যানেজারকে বললঃ আমি কিছু টাকা
ব্যাংকে রাখতে চাই.😎
ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে? .
👵বুড়ি বললঃ হবে ১০ লাখের মত....😱
ম্যানেজার বললঃ বাহ! আপনার কাছে বেশ
ভালোই টাকা আছে। আপনি করেন কি?
বুড়ি বললঃ তেমন কিছু না খোকা ।
ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাজি লাগাই।
আর বাকি সময় সবার সাথে যেকোনো
ব্যাপারে বাজি খেলি।
👴ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত
টাকা জমিয়েছো? তাজ্জব ব্যাপার !
বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা।
আমি এখুনি এক লাখ টাকা বাজি ধরতে
পারি যে, তোমার মাথায় ফলস চুল
লাগানো...
ম্যানেজার হাসতে হাসতে বললঃ না
দিদা। আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায়
ফলস চুল লাগানো নেই।
বুড়িঃ তাহলে লাগাবে কি বাজি?
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল
মনে হচ্ছে। যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে
কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি...?
ম্যানেজার রাজি হয়ে গেলো...
বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার
তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল
নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই
প্রমান করা হবে। আপনি কি রাজি ?
ম্যানেজার বললঃ ঠিক আছে। আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা
রাত ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে
থাকে...
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক
🕥১১ টায় ম্যনেজারের কেবিনে এসে
উপস্থিত।
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি
রেডি?
ম্যানেজার বললঃ একদম রেডি।
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই
আমি আমার উকিলের সামনে আপনার চুল
টেনে প্রমান করতে চাই যে চুল আসল না
নকল।
ম্যনেজার ভাবল, এক লাখ টাকার ব্যাপার...
একটু চুলই তো টানবে! তাই সে রাজি হয়ে
গেলো....
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল
ধরে টানতে শুরু করল। আর ঠিক ঐ সময়ই বুড়ি'র
সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা
ঠুকতে শুরু করে দিলো...!
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল
বাবু কি হলো ???
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না। শক
খেয়েছে। আসলে ওর সাথে ৫ লাখ টাকার
বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১
টায়, শহরের সবথেকে বড় ব্যাংকের,,,,
ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো। 🤣🤣🤣🤣

03/11/2021

Share and let people know this ❤️

27/10/2021

আব্বুর অসুস্থতা এবং ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যস্ততার জন্য কিছুদিন পেইজ অফ আছে; আরও কিছুদিন পেইজ অফ থাকবে।
দোয়ায় রাখবেন আমার পারিবারকে।
আমার লাইফের ইম্পর্ট্যান্ট মা-বাবার একজনও অসুস্থ থাকলে আসলেই আমার দ্বারা পেইজের কাজ করা অসম্ভব।
সবাই সুস্থ থাকুন;
নিরাপদে থাকুন।

Photos from A Bite of Happiness's post 24/10/2021

From now chicken bun, chicken bread, pizza, dinner rolls will be available to us.
You have to order minimum 24 hour before delivery.
Inbox us to order.
New items will be introduced soon.
Hope you all will love our new items. ❤️

20/10/2021

আমাদের পেইজ থেকে অনুষ্ঠিত গিভওয়েতে প্রথম হওয়া আপুর গিফট ছিলো এই হাফ পাউন্ডের স্ট্রবেরী কেকটা। আর আপুর রিভিউ? পেইজেই আছে আলহামদুলিল্লাহ ❤️
এছাড়াও আপু আমাদের গ্রুপ এবং ইনবক্সেও জানিয়েছেন তার অনুভুতি। ❤️
আলহামদুলিল্লাহ

19/10/2021

জন্মদিনটা যখন টিকটকার বান্ধবীর তখন তো এমন একটা টিকটক থিম কেক মাস্ট।
কি বলেন? 😁
ওহ হ্যাঁ, "হ্যাপি বার্থডে টিকটকার" লিখাটা মিসিং; নিয়ে যাওয়ার পরে মনে পরেছে যে ওটা দেইনি 😒💔
যাহোক এটা ছিলো স্ট্রবেরী ফ্লেভারের কেক। অনেক দিন পর স্ট্রবেরি ফ্লেভার করলাম। ❤️
আপনারাও আপনাদের বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের জন্মদিন উদযাপনের একটা অংশ করতে পারেন আমাদের। ❤️
অর্ডার এবং আমাদের পেইজের সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য ইনবক্স করুন।
চট্টগ্রামে হোম ডেলিভারি এভেইলেবল ( চার্জ প্রযোজ্য)

19/10/2021

"মা" ছোট্ট একটা শব্দে অনেক আবেগ কাজ করে ; হাজারটা অনুভুতির সংমিশ্রণ আছে এই শব্দটায়। ❤️
মায়ের জন্মদিনে মেয়ের পক্ষ থেকে উপহার।
কাজটা কিন্তু ১৭ তারিখের।
আমি আজকে আপ্লোড করছি কারন আমি খুব ভালো একটিভ মানুষ (বুঝে নিয়েন) 😉😂
হ্যাপি বার্থডে আম্মু লিখিনি; কারন এই একটা লাইন এতো আবেগ প্রকাশ করতে অপারগ।
এটা কিন্তু সারপ্রাইজ গিফট ছিলো; এমন সারপ্রাইজ গিফটের কাজ করতে একটা আলাদা ভালো লাগা কাজ করে ❤️
আপনাদের সারপ্রাইজ প্ল্যানের পার্ট হতে চাই আমরা। ❤️

14/10/2021

বাস্তব জীবনের অনেক কিছুই কাগজে কলমের যুক্তিতে মিলে না। কাগজ কলম এর হিসাব অনেক সময় আমাদের ভুল নির্দেশনা দেয়। এই হিসাব গুলো যদি আমাদের কল্পনার সাথে মিলে যায় তাহলে আমাদের মনে হয় এটাই বুঝি একমাত্র সমাধান। কিন্তু আসলে তা নয়। সাফল্যের আরও অনেক রাস্তা রয়েছে। সেই রাস্তা গুলো খুঁজে পেতে হয় নিজের বিচার-বিবেচনা দ্বারা। তাই কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনি নিজেকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন তাহলে আপনার বিবেক আপনাকে ভুল নির্দেশনা দিবে না। নিজেকে সম্পূর্ণ বিশ্বাস না করলে আপনারা সিদ্ধান্তগুলো যথার্থ হবে না।
ছবিতে রইলো বাসার জন্য করা সসেজ পিজ্জা। ❤️

13/10/2021

আমি যখন খুব ছোট,তখন আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না।পরে অনেক কসরত করে,টাকা দিয়ে তাদেরকে সরানো হলো।শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়।আমিতো অবাক।দয়া করে থাকতে দিয়েছে।কোথায় কৃতজ্ঞ হবে,তানা উল্টো দখল করে বসে আছে।ভাবলাম জমির ব্যাপারতো তাই লোভ সামলাতে পারেনি।

আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি।বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি।বাজার থেকে আমার কোয়ার্টার পর্যন্ত ভাড়া ১৫ টাকা ফিক্সড।তবে আমি নিয়মিত ২০ টাকা দিতাম।একদিন আমার কাছে খুচরা ১৬ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম।টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, "আর চার টাকা?" আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, "ভাড়াতো পনেরো টাকা, বাকি এক টাকা ফেরত দেন।"লোকটা হেসে বলল না সবসময়তো ২০টাকা দেন তাই কইলাম।ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।

আমার এক প্রতিবেশী। রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়।তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে।আমি বাসায় না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার ননদের উপর পড়ে।প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়।একদিন আমার ননদ কোথাও একটা বেড়াতে গেছে,দুধটা আর নেয়া হয়নি।আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,"ভাবি আপনার ননদ কোথায়? "
-- একটু বেড়াতে গেছে।
--আমাকে আগে বলল না।এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে?আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
--ভাবি ওহয়তো ভুলে গেছে।
--না ভাবি যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
--ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে।আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।
সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো।ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

আমার এক কলিগ। তখন গর্ভবতী। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো।সে ফিরে এলো।তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো।ভাবটা এমন কাজটা আমার।এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়। ভুলে যায় --"It's facility, not right." তাই শুধু সুবিধা দেয়া নয়,নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।

Collected from -
রেহানা
ফ্যানপোস্ট-লিখালিখি

ছবিতে আমার করা ব্রাউনি; কয়েকদিন আগের ডেলিভারি করা। এক্সামের জন্য বিজি থাকতে থাকতে এখন পেইজ আপডেট করার কথাও মনে থাকে না; তাই অতি আলসেমি বশত রিভিউ আর প্রোডাক্ট পোস্ট একসাথেই দিয়েছি।
আমার পেইজের কোন আইটেমটা আপনারা ট্রাই করেছেন এবং কার কোনটা ভালো লেগেছে?
ভাগ্যবান একজন পছন্দের প্রোডাক্ট গিফট পেতে পারেন কিন্তু! (এই সুযোগ কালকে সন্ধ্যার মধ্যে যারা কমেন্ট করবেন তাদের মধ্যে কেউ পাবেন)

10/10/2021

আসসালামু আলাইকুম সবাইকে
পরীক্ষা এবং অসুস্থতা দুই'য়ে মিলে আমি গায়েব;
সবাই কি ভুলে গেছেন আমাকে? 😥
প্রায়শই প্রশ্ন পাই স্ন্যাক্স আইটেমে আমাদের কি কি আছে!
সবগুলো এখানেই দিয়ে দিলাম। আশা করি এবার আপনাদের সুবিধা হবে।
দোয়ায় রাখবেন 💞

06/10/2021

Agree?

Photos from A Bite of Happiness's post 02/10/2021

Your anniversary is so special for us too.
You make us a part of your big day. ❤️
Inbox us to order ❤️

Want your restaurant to be the top-listed Restaurant in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কিছুদিন আগের করা হলুদের কেক ❤️ কেমন লাগছে কেকটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু!  ❤️
Black forest cake ❤️
Chocolate Jar Cake 😍
Chocolate Jar Cake
1.5 Pound Chocolate Cake
Our packaging ❤️🔥
Tea time lemon cake

Category

Website

Address

Eidgah, Bowbazar
Chittagong
4224

Other Cupcake Shops in Chittagong (show all)
Chishty Cake House Chishty Cake House
Chittagong

All types of Cake (Cake for Various occasion, Cupcake, Pastry, Plain Cake, Flavored Cake etc.)

CAKES Fair CAKES Fair
Chittagong, 4336

Home made cakes🎂 Healthy &fresh🙂🙂

Art's of Cake Art's of Cake
Chittagong

Art's of Cake By Sharmin Akhi

Sugar Rush Sugar Rush
368, Nawab Shirajdolla Road, Subarea, Dewan Bazar
Chittagong

I’m Nasrin Niaz & have started selling cakes and other desserts for a few days. wanted to make my

Edi's Cakery Edi's Cakery
Agrabad
Chittagong, 4100

We are prepared for customers a several type of cakes .As like as cup cake ,Jar cake ,Chocolate cake

Cake Creams Cake Creams
Chittagong, CHITTAGONG4000

Anytime cakes Anytime cakes
Chittagong

We provide 24 hour cake service matching with our name.Where we make delicious cakes...

Arham's Cake House Arham's Cake House
Chittagong

Healthy Food for Life

Sugar Syrup Sugar Syrup
Chittagong, 4000

হোম মেইড খাবার খান নিজের স্বাস্থ্য সুস্থ রাখুন.....🌸

Yum Baker's Yum Baker's
East Bakalia
Chittagong

Delicious creations that sweeten your soul. Welcome to Yum Baker's, where every bite is pure delight!

Chaity's Delicious Creationsᰔᩚ Chaity's Delicious Creationsᰔᩚ
Chittagong, 5000

��We have something new – something special for you��

Safa's Cake Corner Safa's Cake Corner
Chittagong

100% Homemade cake as you require