Chottogram Car Haat Ltd

Chottogram Car Haat Ltd

You may also like

Rohan
Rohan
Sdfvsv
Sdfvsv

"চট্টগ্রাম কার হাট লিমিটেড"
পুরাতন গাড়ি কেনা বেচার চট্টগ্রামে একমাত্র হাট ""চট্টগ্রাম কার হাট""

18/04/2024

ভালো নেই দেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজার। গত বছরের ডিসেম্বর থেকে টানা আমদানি কমে চলতি বছরের ফেব্রুয়ারিতে নেমেছে অর্ধেকের নিচে.....

04/03/2024

আসেন গিয়ারের সাথে পরিচিত হই

31/01/2024
20/09/2023

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে বৈদ্যুতিক বা ইলেকট্রিক গাড়ির কারখানা করেছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ। মার্চে গাড়ি বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি।

এসব গাড়ি হবে কানেকটেড কার। অর্থাৎ গাড়িতে চার্জ–সুবিধা, ওয়াইফাই–সুবিধা যুক্ত থাকবে। ফলে গাড়িতে ওঠার পর কেউ কেউ অফিস শুরু করতে পারবেন। এসব গাড়ি চার্জ করার জন্য পাম্পে ব্যবস্থা থাকবে, আবার গাড়ির মালিকেরা নিজ বাড়িতেও চার্জ করতে পারবেন।

ইতিমধ্যেই বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি চার্জ করতে দেশে প্রথমবারের মতো চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের চার্জিং পয়েন্ট সারা দেশের আনাচে কানাচে গড়ে উঠবে।

03/09/2023

Mercedes-Benz S600 Guard The ultimate state of art security vehicle.

মার্সিডিজ বেঞ্জ এস৬০০ গার্ড মার্সিডিজ বেঞ্জ এর স্পেশালাইসড সিকিউরিটি কার সিরিজের সর্বশেষ সংস্করণ যা ২০১৮ সালে জনসম্মুখে আনা হয় এবং এটি জামার্নির প্রথম ভিয়ার১০ ব্যালস্টিক সিকিউরিটি প্রটেকশন লেভেল সার্টিফাইড হয় যা এই সিরিজের এবং এই সাইজের যেকোনো সেডানের মধ্যে প্রথম।

বিশ্বের বিভিন্ন দেশের রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিভিআইপি অনেক ব্যাক্তিবর্গ এই গাড়িটি ২০১৮ সালের পর থেকে নিজেদের গাড়ি হিসাবে ব্যবহার করছেন। জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশের রাস্ট্রপ্রধান গন গাড়ি টি ব্যবহার করে।

আর আমাদের প্রধানমন্ত্রী এবং রাস্ট্রপতির জন্য এরকম ২ টি গাড়ি প্রেসিডেন্টিয়াল পোলে যুক্ত হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাস্ট্রপতি বিএমডব্লিউর -৭ হাই সিকিউরিটি মডেলের গাড়ি ব্যবহার করতেন যেগুলো ভিয়ার৭ ব্যালস্টিক প্রটেকশন লেভেল সার্টিফাইড ছিল।কিন্তু নতুন সংযোজন করা এই এস৬০০ গার্ড গুলো ভিয়ার১০ প্রটেকশন সার্টিফআইড হওয়ায় এই গাড়ি গুলো ভিয়ার০৭ প্রটেকশন লেভেল যুক্ত বিএমডব্লিউর-৭ সিকিউরিটি থেকে বেশি সুরক্ষা দিতে সক্ষম।

এর ব্যালাস্টিক ক্ষমতা এত টাই বেশি যে এর গ্লাস এর কোন একটি নিদিষ্ট স্থানে পর পর ৫ টি এসল্ট রাইফেল থেকে গুলি করা হলেও এটি তা থামিয়ে দিয়ে পারবে। এমনকি ১৫কেজি TNT ক্ষমতার বিস্ফোরণও সহজে হজম করতে পারে। সেই সাথে প্রচলিত যে কোন গ্রেনেড কিংবা প্রেট্রল বোমার মত অস্ত্র প্রয়োগ করা হলেও এটি ভিতরে থাকা যাত্রী কে নিরাপদ রাখবে।

গাড়িটিতে আরো ব্যবহার করা হয়েছে বিল্ট ইন ফায়ার সাপোর্ট সিস্টেম যা গাড়িটি কে আগুনের হাত থেকে রক্ষা করবে যদি কোন কারনে গাড়ির বাইরে যেকোনো অংশে আগুন লেগেও যায় তা দ্রুত সময়ে গাড়িটির ভিতরে থাকা ফায়ার সেইফট সিস্টেম ডিটেক্ট করে নিভিয়ে ফেলতে সক্ষম।

এছাড়া গাড়িটিতে নিউক্লিয়ার বায়ো ক্যামিক্যাল প্রটেকশন রয়েছে যার ফলে যেকোনো ক্যামিক্যাল এট্যাক থেকে এটি ভিতরের যাত্রী কে সুরক্ষা দেবে সেই সাথে এই গাড়িটির ভিতরে নিজস্ব অক্সিজেন ব্যবস্থা রয়েছে যা ** মিনিট পর্যন্ত ভিতরে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। গাড়ির টির নিজস্ব শক্তিশালী রেডিও একটিভ ডিটেকশন ব্যবস্থা আছে যা গাড়ির আশে পাশে থাকা যেকোনো রেডিও ওয়েভ শনাক্ত করতে সক্ষম ফলে আইডি র মত বোমার হাত থেকে রক্ষা পেতে গাড়ি পূর্ব থেকেই সর্তক করতে পারে গাড়ির চালক কে। গাড়ির চাকা কোন কারনে নষ্ট হলে বা ফেটে গেলেও এইটি গাড়িটি ৪৫-৫৫ কিমি গতিতে যেকোনো রাস্তায় চলতে পারবে।

এরকম একটি গাড়ির বাজার মুল্য ট্যাক্স ব্যতীত প্রায় ১৫.৫০ কোটি টাকা।

02/09/2023

⚠️😥

18/08/2023

৫০-৬০ জন মানুষ পরিবহনে যেখানে মাত্র ১টি বাস লাগে, সেখানে সমপরিমাণ মানুষ পরিবহনে ১২-৫০টির মত গাড়ির প্রয়োজন! কোনটায় কী পরিমাণ জায়গা লাগে সেটাই ছবিতে ফুটে উঠেছে!

#চট্রগ্রাম_কার_হাট_লিমিটেড

13/08/2023

হায়রে উন্নয়ন.....

07/08/2023

পেশা বড় কথা নয়।
🤣 বন্ধুত্বই বড়।
😅পুরানো বন্ধুর সাথে অনেক দিন পর দেখা তাই হাত মিলানো হচ্ছে।
😁 দায়িত্বের চেয়ে মানবতা বড়। 😜😜

#বন্ধুত্ব 😀😁

03/08/2023

অনেকেই গাড়ীর ট্যাক্স বা কর নিয়ে ভুল বুঝতেছেন। যাদের গাড়ী আছে তাদের ন্যূনতম কর ২৫০০০/ টাকা । আপনার গাড়ী থাকায় আপনি অগ্রীম ২৫০০০/- টাকা আয়কর প্রদান করবেন। পরবর্তীতে আপনার বেতন ভাতা /ব্যবসা বা অন্যান্য আয় হতে আয়কর প্রদান করার সময় আপনার প্রযোজ্য আয়কর হতে এই ২৫০০০ টাকা বাদ দিয়ে বাকি আয়কর প্রদান করবেন। উদাহরণ স্বরুপ আপনার আগামী বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় মোট কর আসল ৩০০০০/- আপনি গাড়ী বাবদ প্রযোজ্য কর ২৫০০০/- বাদ দিয়ে বাকী ৫০০০/- টাকা পরিশোধ করবেন (৩০ শে জুন/২০২৪ এর মধ্যে পরিশোধিত হলে)। যাদের গাড়ী আছে তাদের ন্যূনতম আয়কর ২৫০০০/- টাকা ।

#চট্রগ্রামকারহাট #চট্রগ্রামকারহাটলিমিটেড

14/07/2023

জনস্বার্থে
কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল এর টোল হার।

প্রচারণায়.....
***চট্টগ্রাম কার হাট লিমিটেড***

05/06/2023

এতো স্পিডে তারা কোথায় যায়!!? 🤦‍♂️

02/06/2023

একাধিক গাড়ির মালিকদের দিতে হবে কার্বন কর 🤦‍♂️🤦‍♂️

16/05/2023

আগামী বাজেটে ২০০০ সিসির বেশি গাড়িতে সম্পূরক শুল্ক বাড়তে পারে। একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলে বাড়তি আয়কর আরোপের প্রস্তাব থাকতে পারে।

দেশে দামি গাড়ি আরও দামি হবে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাবই আসছে। দামি গাড়িতে আরও কর বসবে। আবার ব্যক্তিগত দ্বিতীয় বা একাধিক গাড়ি থাকলেও বেশি কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটে গাড়ির ওপর নতুন করে আরোপ হতে পারে। ২০০১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ি আমদানিতে এখন ২০০ শতাংশ সম্পূরক শুল্ক বসে। এটি বাড়িয়ে ২৫০ শতাংশ করা হতে পারে। ৩০০১ থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে বর্তমানে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আছে। এটি বাড়িয়ে ৫০০ শতাংশ করা হতে পারে। মনে রাখতে হবে, সম্পূরক শুল্কের কারণে গাড়ির দাম বাড়ে। কারণ, গাড়ির ব্লুবুক বা শুল্কায়নযোগ্য দামের ওপর প্রথম সম্পূরক শুল্ক বসে। তারপর আমদানি শুল্ক, ভ্যাট, অগ্রিম করসহ অন্যান্য কর বসে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই স্থানীয় বাজারে গাড়ির দাম বেড়েছে। বাজেটে করারোপ হলে তা আরও বাড়বে।

ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও খরচ বাড়ছে। আপনি যদি একের অধিক গাড়ি ব্যবহার করেন, তাহলে আপনাকে অন্যদের চেয়ে বেশি কর দিতে হবে। এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম কর ৫০ শতাংশ বেশি দিতে হয়। এটি সিসিভেদে নির্দিষ্ট করে দেওয়া হতে পারে। এতে কর বাড়তে পারে ২০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা। এবারে পরিবেশ সুরক্ষার জন্য ‘কার্বন ট্যাক্স’–এর আদলে এমন কর বসানো হতে পারে বলে জানা গেছে।

Source: Prothom-Alo

15/05/2023

এক নামে একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন কর‼️

দেশে প্রথমবারের মতো কার্বন কর আরোপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার শুরুটা হচ্ছে ব্যক্তিগত গাড়ি দিয়ে। আগামী অর্থবছর থেকে এক নামে একাধিক গাড়ি থাকলে ২০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত কার্বন কর দিতে হবে। আসছে বাজেটে এমন প্রস্তাব আসতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সারাদেশে মোটর যানবাহন আছে ৫৩ লাখের মত। এর মধ্যে ঢাকায় আছে ৩০ লাখের মত। রাজধানীসহ বড় শহরগুলোর রাস্তায় ব্যক্তিগত ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে ও ধনীদের থেকে বাড়তি রাজস্ব আদায়ের উপায় হিসেবে কার্বন কর চালু করতে চায় এনবিআর। এতে সায় দিয়েছেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে এ প্রস্তাব সংসদে উঠবে আসছে বাজেট অধিবেশনে। গাড়ি আমদানিকারকরা বলছেন, পরিবশবান্ধব গাড়ি আনতে উৎসাহিত করা উচিত।

বিশ্ব ব্যাংকের হিসাবে, পরিবেশ দূষণ কমাতে প্রায় অর্ধশত দেশে নানা ধরনের কার্বন কর চালু আছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশি পরিমাণে কার্বন নিঃসরণকারী অনেক দেশ এখনও এ কর চালু করেনি।

Source: Independent TV

01/05/2023

যাঁরা গড়েছেন সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি মে দিবসের অভিবাদন তাঁদের প্রতি।

"চট্টগ্রাম কার হাট লিমিটেড"

21/04/2023

Eid Mubarak! Sending you warm wishes and happiness on the occasion of Eid. Remember me in your prayers. In every smile and laughter; In every silent prayer answered; In every opportunity that knocks your door – May Allah bless you! May this pious day brings you immense joy, happiness, peace and prosperity..

Chottogram Car Haat Ltd

21/01/2023

দ্বিতীয় দফায় আবার ও বেড়ে গেল ড্রাইভিং লাইসেন্সের ফি... 🤦‍♂️🤦‍♂️

এভাবে কি আমরা এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের দিকে?? 😡😡

01/01/2023

আপনার ব্যবহৃত গাড়ী কি ভালো দামে বিক্রি করতে চান?
তাহলে আর দেরি কেন...!!
গাড়ীর ছবিসহ বিস্তারিত নিচের হোটস এপস নাম্বারে পাঠিয়ে দিন।
"চট্টগ্রাম কার হাট লিমিটেড"

16/12/2022

কুয়াশার মধ্যে নিরাপদে গাড়ি চালানোর নির্দেশনা...

#চট্রগ্রাম_কার_হাট_লিমিটেড

30/11/2022

ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ পয়েন্ট টেবিল!

09/06/2022

ঝড়ো আবহাওয়া কিংবা বৃষ্টিস্নাত দিনগুলোয় গাড়ি চালাতে সুবিধা এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে জেনে নিই এই ৮টি কার্যকরী টিপস। এছাড়াও আপনার মূল্যবান টিপস শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে!


#চট্রগ্রাম_কার_হাট

Want your business to be the top-listed Autos & Automotive Service in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আপনার ব্যবহৃত গাড়ী কি ভালো দামে বিক্রি করতে চান? তাহলে আর দেরি কেন...!!গাড়ীর ছবিসহ বিস্তারিত নিচের হোটস এপস নাম্বারে পাঠ...
রাজধানী থেকে ২৭ কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি জব্দ | Rolls Royce Car | DhakaRollsRoyce | Car
মোটরসাইকেল ৮ টাকা খরচে পথ চলুন সারাদিন, অবিশ্বাস্য হলেও সত্যি !!!#Akij_Motors#chottogram_car_haat_ltd #চট্রগ্রাম_কার_হাট...
গৌরবের বিজয়ের ৫০ বছরে দেশ এগিয়ে গিয়েছে অনেক দূর। আর সেই এগিয়ে যাবার অংশ হতে পেরে গর্বিত আমরাও। বিজয়ের ৫০-এ, চট্টগ্রাম কা...

Category

Telephone

Website

Address

Chittagong

Other Car dealerships in Chittagong (show all)
B&F Enterprise B&F Enterprise
517/A SK. MUJIB Road, KAJI PLAZA(3RD FLOOR), AGRABAD
Chittagong, 4000

Car importer from JAPAN.You will get best quality cars at best price.

Sadaka n5 Sadaka n5
Chittagong

Sager dey raozan Sager dey raozan
Chittagong

ctg

Zam Zam Group Zam Zam Group
1002 CDA Avenue
Chittagong, 4200

Car Imports and sell

Ershad's Car Point Ershad's Car Point
Textile Gate
Chittagong

আসসালামুআলাইকুম, Welcome! এখন থেকে আপনার প?

Credence Imports Credence Imports
545 (1205), S. K. Mujib Road, Dewanhat, Chattogram
Chittagong, 4100

Reconditioned and Brand New Vehicle Importer of Bangladesh.

Trust'n'Rides Trust'n'Rides
Chittagong, 4212

LOOKING FOR A CAR TO BUY WITH TRUST ? WELL YOU'RE JUST IN LUCK

SIDDIQUE AUTOMOBILES SIDDIQUE AUTOMOBILES
Chittagong

CAR BUSINESS

KS AUTOMOBILES KS AUTOMOBILES
Chittagong, 4100

Assalamualaikum, Importer and Seller We have all kinds of Reconditioned Vehicles

H.R. Auto Corporation H.R. Auto Corporation
4002, Cjks Shopping Complex, Kazirdewri, Chattogram
Chittagong, 4000

We bring your dream car at your parking.

EcoBurn Automobiles EcoBurn Automobiles
253, Level 6, Muntasir Center, WASA Circle, CDA Avenue
Chittagong, 4000

EcoBurn Automobiles is a car importer & distributor that mostly deals in Japanese automotive. Our company is solely focused in providing a better, smoother & sophisticated car buyi...

S.D Automobiles S.D Automobiles
40 Momin Road
Chittagong, 4001

We Provide all kinds of Automobiles/Heavy equipment vehicles/Equipment's Import services from Japan