SI SaimA NayeeM

আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য।

13/07/2024
11/03/2024

কত বেশি আইটেম দিয়ে নিজে ইফতার করবেন সেটা প্ল্যান না করে নিজের সামর্থে কতজন দরিদ্র মানুষকে ইফতার করাতে পারবেন সেটা প্ল্যান করুন।

আহলান সাহলান মাহে রমাদান♥♥

22/02/2024

Yesterday = Experience

Today = Experiment

Tomorrow = Expectations.

Use your Experience in your Experiment to achieve your Expectations...

Photos from SI SaimA NayeeM's post 01/02/2024

এস.আই ৪১ তম সার্কুলার।

বিস্তারিত www.police.gov.bd

Photos from SI SaimA NayeeM's post 01/02/2024

কন্সটেবল নিয়োগ ২০২৪

বিস্তারিত www.police.gov.bd

05/01/2024

Smartness is an Art..❤️

Photos from SI SaimA NayeeM's post 05/12/2023

প্রাক্তন সিনেমার কোনো ক্লিপ যখন সামনে আসে৷ ঘুরে ফিরে সেই এক কথা, "Adjustment মানে আমার কাছে হেরে যাওয়া নয় দিদিভাই৷ আমার কাছে adjustment মানে সুন্দর করে বাঁচা।"

সবাই দ্বিতীয় স্ত্রীর adjustment নিয়ে আওরানো বুলি নিয়ে কথা বলে। কেউ উজান এর পরিবর্তনটা নিয়ে কথা বলে না। যেই মানুষ বউয়ের জন্মদিনের দিন ট্যুর রাখে সেই মানুষই আবার ২য় স্ত্রীর জন্মদিনে মাঝপথে ট্রেনে যেয়ে সারপ্রাইজ দেয়!!

বাস্তব জীবনে "আমার বর আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দিবে না তা হতেই পারে না!" এই কথাটা বলার মতো কনফিডেন্স যখন একটা সম্পর্কে আপনার থাকবে, তখন আপনি আপনাতেই পারবেন adjust করতে৷ আপনি কতোটুকু দিলে জীবন আপনাকে কতোটুকু ফিরিয়ে দিবে সেইসব হিসেব তখন আর করতে হয় না৷ তখন Adjustment কে আর Adjustment মনে হয় নাহ, সবই তখন ভালোবাসায় পরিণত হতে থাকে।❤️🖤

"প্রেমটাও ঠিক তাই, সংসারটাও তাই। একটা জন্মদিন, একটা অ্যানিভার্সেরি, একটা স্পেশাল ডেট, একটা নাইটআউট, একটা উইকেন্ড! প্ল্যান করতে হবে উজান!"

It’s always about priority. When someone is making you the priority, adjustment is not a difficult thing there.❤️❤️

04/12/2023

বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।

খালার কাছে ফোন এল, 'কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে। আসতে অক্ষম। যত টাকা দরকার পাশ বই থেকে মা তুলে নিক। খুব ঘটা করে যেন চল্লিশার ভোজন হয়। পরে আসব। দুঃখিত।'

মা কান্নায় ফেটে পড়েন। বলেন, 'খোকা। তোর কাছে বস-ই সব, বাবা কিচ্ছু না? পাড়াতে ছিঃ ছিঃ পড়ে যাবে। সবাই মুখ লুকিয়ে হাসবে। তোর অন্ধ গোলামী দেখে। যে করে হোক বাবা অন্তত চল্লিশার আগের দিন আয়।'

ছেলে বলে 'কিছু মনে করো না মা। দাদু যেদিন মা’রা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে। বলেছিলে, অন্যের দিকে না তাকিয়ে নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি। তোমার শিক্ষাই তো.....।

#পারিবারিক_শিক্ষা

আপনি যা করবেন, সময়ের কাটা ঘুরে আপনার কৃতকর্মের ফল দশ গুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে। সেটা হোক ভালো কিংবা খারাপ। It’s called "Revenge of Nature "। মানুষ ভুলে গেলেও প্রকৃতি ভুলে নাহ, সঠিক সময়ে, সঠিক উপায়ে পুষিয়ে দেয়। আল্লাহর লীলা খেলা কতই না আজব। তাই কারো সাথে অন্যায় করার আগে শতবার ভাবুন। আর ভালো কিছু করে ভুলে যান। হিসাব রাখার জন্য উপর ওয়ালা আছেন। সময়ে ফেরত পাবেন, অন্য রুপে, অন্য নিয়মে।😇

16/10/2023

🖤❤️🖤❤️

13/09/2023

#খনিকের_ছেলেরা

ঘটনা ১: বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য যায়। অনেকে সেখানেই শিক্ষা শেষ করে চাকরি করে স্থায়ী থেকে যায়। অনেকে শিক্ষা শেষ করে মা-মাটির টানে দেশে চলে আসে। আমাদের এই ঘটনার খনিকের ছেলে অস্ট্রেলিয়া গিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে, শিক্ষা জীবন শেষ না করেই দেশে ফিরে আসে। অস্ট্রেলিয়ায় থাকাকালীন সেখানে আরেক বাংলাদেশী মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়ে ভালো ক্যারিয়ারের কারণে অস্ট্রেলিয়ায় স্থায়ী হবার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু ছেলে বেকে বসে, শুরু করে পুরনো ছবি দিয়ে ব্লাকমেইলিং। অতিষ্ট হয়ে মেয়ে একদিন বাংলাদেশে থাকা তার আত্মীয় স্বজনদের ঘটনা খুলে বলে। আত্মীয় আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা ঘটনা শুনে মামলা নিয়ে নেই। মামলার কথা জানতে পেরে ছেলে রাতারাতি ইউএসএ'র বিমানে চড়ে দেশ থেকে পালিয়ে যায়।


ঘটনা ২: AI দিয়ে মোনালিসার ছবি বিকৃত করে মোনালিসার আত্মীয় স্বজনদের পাঠানো শুরু করল কোন এক খনিকের ছেলে। মোনালিসার আত্মীয় স্বজন ছি ছি করতে লাগল। এইটা যে মোনালিসার আসল ছবি না, সেটা আত্মীয় স্বজন কেউ বোঝার চেষ্টা করল না। মোনালিসা আমাদের অফিসে এসে ঘটনা খুলে বলল। আমরা তদন্ত শুরু করলাম। দেখা গেল কেউ একজন সৌদি আরব থেকে একটা ফেসবুক একাউন্ট খুলেছে এবং বর্তমানে অপারেট করছে আমস্টারডাম থেকে। আমরা এটা মোনালিসাকে জানালাম এবং বলামাত্রই সে বুঝতে পারল কে এই কাজের জন্য দায়ী। আমরা অনেক অনুরোধ করি মামলা করার জন্য, কিন্তু মোনালিসা সমাজ সামাজিকতা, লোক লজ্জা, জানাজানির ভয়ে মামলা করতে রাজি হয়না।

এতক্ষণ আমাদের ব্যর্থতার কথা বললাম। এবার একটা চূড়ান্ত ব্যর্থতার কাহিনী দিয়ে শেষ করব।

ঘটনা ৩: এই ঘটনাটা আগের ২ টা ঘটনা থেকে একটু আলাদা। একজন খ্যাতিমান সাংবাদিক। চোখের সমস্যার কারণে তিনি বর্তমানে বাসাতেই থাকেন। তিনি চোখে অলমোস্ট কিছুই দেখতে পারেন না। শুধুমাত্র তার চোখের সামনে কোন মুভমেন্ট হলে বলতে পারেন কিছু একটা নড়াচড়া করছে। মানুষ চিনতে পারেন না, কোন কিছু পড়তেও পারেন না। মোবাইলে কাউকে কল করতে হলে তিনি তার ক্লাস এইটে পড়া ছেলের সাহায্য নেন। মূলত ছেলের কাছেই মোবাইলে বেশী থাকে। সাম্প্রতিক সময়ে তার স্ত্রীর সন্দেহ হয় ছেলে মোবাইলে হয়তো একটু বেশীই আসক্ত। তাই তিনি ছেলের থেকে মোবাইল কেড়ে নেন। কিছুদিন পর মোবাইলে নানা ধরনের হুমকি মূলক মেসেজ আসতে থেকে। 'তোর ছেলে কোথায়?', 'তোর ছেলের কাছে মোবাইলে দে', 'আজ রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত তোর ছেলের কাছে মোবাইল না দিলে কাল তোর ছেলেকে স্কুলে যাবার সময় উঠিয়ে নিয়ে যাব' এই ধরনের সব মেসেজ। ভদ্রলোক উপায় না পেয়ে আমাদের কাছে আসেন। আমরা কিছুক্ষন মোবাইল পরীক্ষা করে কোন ধরনের আলামত পেলাম না। মেসেজ ডিলিট হয়ে থাকতে পারে ভেবে বিকল্প উপায়ে মেসেজ গুলো পড়ার চেষ্টা করলাম। এবারে আমরা শিউর হলাম এ ধরনের কোন মেসেজ মোবাইলে আসেই নাই।

আমরা ঘটনা কিছুটা আঁচ করতে পেরে ভদ্রলোককে পরামর্শ দিলাম আমাদের কাছে মোবাইলটা থাকুক, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি, আপনি আপাতত ১ সপ্তাহ বাটন ফোন চালান। আমাদের কাছে একটা এক্সট্রা বাটন ফোন ছিল, সেটা নিয়ে ভদ্রলোক চলে গেলেন। ১ সপ্তাহ পর এসে বললেন ওনার আর কোন সমস্যা হচ্ছে না, আর কোন ধরনের মেসেজ আসে নাই।

আসলে ভদ্রলোকের ছেলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিল। যখন তার থেকে ফোন কেড়ে নেওয়া হয় তখন সে একটা ফন্দি বের করে। সে যখনই সুযোগ পায় একটা করে এলার্ম সেট করে দেয় মোবাইলে আর এলার্ম টোন হিসেবে মেসেজের টোন সেট করে দেয়। নির্দিষ্ট সময়ে এলার্ম বেজে উঠলে ভদ্রলোক মনে করেন কেউ হয়তো মেসেজ দিয়েছে, তাই তিনি ছেলেকে বলেন চেক করতে। ছেলে তখন এসে উল্টা পাল্টা যা মনে আসে সেটা বাবাকে পড়ে শোনায়।

আমরা ওনাকে পরামর্শ দিলাম আপনি এখন থেকে বাটন ফোন ইউজ করেন, আ্যন্ড্রোয়েড ফোন আর ইউজ করার দরকার নাই। ভদ্রলোক চোখে কম দেখলেও মনের চোখ তো ঠিকই আছে, হয়তো কিছু একটা আঁচ করতে পারলেন কিন্তু আমরা আর ভেঙে বললাম না কিছু। পিতৃস্নেহ আমাদেরকে চূড়ান্ত ভাবে ব্যার্থ করে দিল।

ঘটনার পরের ঘটনা-
১। কেউ বিদেশে পালিয়ে গেলেই বেচেঁ গেল, এটা ভাবলে ভুল করবেন। কিছু দেশের সাথে আমাদের একস্ট্রাডিশন চুক্তি আছে আবার যাদের সাথে এ ধরনের চুক্তি নাই তাদের ক্ষেত্রে আমরা ইন্টারপোলের মাধ্যমে অপরাধীকে দেশে ফিরিয়ে আনার বা ঐ দেশেই বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করি।

২। নিজেদের দেশে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে পারি। আমাদের মত যে সকল দেশ আছে তারাও আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে। কিন্তু তথাকথিত সভ্য দেশগুলি বা তাদের দেশের সংস্থা আমাদেরকে সাহায্য করতে চায় না, ফলে সাইবার ক্রাইম প্রতিরোধ করা অনেক কষ্টকর হয়ে পড়ে।

৩। আমাদের ব্যর্থতার থেকে সফলতার কাহিনীই বেশী। কাজেই আপনি কোন ধরনের সাইবার ক্রাইমের শিকার হলে ভেঙে না পড়ে দ্রুত থানায় যোগাযোগ করবেন। আপনার ভালো সময়ে আমাকে দরকার না হলেও খারাপ সময়ে আপনার পাশেই থাকব।

@বাংলাদেশ পুলিশ

23/08/2023

#সর্কতামূলক_পোস্ট

22/08/2023

Police

Photos from SI SaimA NayeeM's post 09/08/2023

২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ পদে নিয়োগের লক্ষ্যে ৬ ও ৭ আগস্ট ২০২৩ খ্রি. অনুষ্ঠিত Computer Competency Test উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর-

24/07/2023

মানসিক নির্যাতনের শিকার হলে আপনার করনীয়:

২০১০ সালের আগে মানসিক নির্যাতনের কোন আইন বাংলাদেশে বিদ্যমান ছিল না। ২০১০ সালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ নামে একটি আইন পাস করা হয়। এই আইনেই মানসিক নির্যাতনের প্রতিকার দেওয়া হয়েছে।

আসুন প্রথমে জেনে নিন আইনে মানসিক নির্যাতন বলতে কী বোঝায়। "মানসিক নির্যাতন" অর্থে নিম্নবর্ণিত বিষয়সমূহও অন্তর্ভুক্ত হবে, যথা :-
মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন বা এমন কোন উক্তি করা, যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়; হয়রানি; অথবা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ অর্থাৎ স্বাভাবিক চলাচল, যোগাযোগ বা ব্যক্তিগত ইচ্ছা বা মতামত প্রকাশের উপর হস্তক্ষেপ।

সুতরাং উপরের কোন একটি কারণে যদি আপনি মানসিকভাবে নির্যাতনের শিকার হন তাহলে আদালতে শরণাপন্ন হতে পারবেন। এক্ষেত্রে আদালত প্রতিপক্ষকে শাস্তি প্রদান করেন না বরং একটি সুরক্ষা আদেশ প্রদান করেন যেন অভিযোগকারীকে পুনরায় নির্যাতন না করা হয় । এরকম ভাবে একটা আদেশ দেওয়া হয়। আর এই ধরনের আদেশকে সুরক্ষা আদেশ বলা হয়।

প্রতিপক্ষ কতৃর্ক সুরক্ষা আদেশ বা এর কোন শর্ত লঙ্ঘন করলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে এবং তজ্জন্য তিনি অনধিক ৬(ছয়) মাস কারাদন্ড বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন এবং অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদন্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
তবে এই আইনে নির্যাতন বলতে নারী ও শিশু নির্যাতনকে নির্দেশ করছে। পুরুষ নির্যাতনকে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ কোন পুরুষ যদি মানসিক নির্যাতনের শিকার তার কোন প্রতিকার বাংলাদেশের আইনে নেই। তবে একথা সত্য যে পুরুষ নির্যাতনের হার দিন দিন বেড়েই চলেছে।

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

23/07/2023

আমরা সব কিছু জেনে বুঝে ও মিথ্যার মায়ায় আসক্ত হই। নিচের চমৎকার গল্পটি পড়ুন আর ভাবুন...

নিন্মের ছবিটি নগ্ন। এটি Jean Leon Gerome নামক বিখ্যাত চিত্রকরের পেইন্টিং। ১৮৯৬ তে আঁকা এই ছবিটা ঊনিশ শতকের একটি লোক কথাকে ভিত্তি করে আঁকা হয়েছিলো যার শিরোনাম ছিলো- "The truth is coming out of the well."

গল্পটা ছিল এরকম -একবার সত্য এবং মিথ্যা পরস্পরের সঙ্গে দেখা করলো কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। হাঁটতে হাঁটতে তারা চলে গেলো একটা কুয়োর পাশে।

মিথ্যা বললো, দেখো, কী পরিষ্কার জল। চলো স্নান করি।

বলাবাহুল্য সত্য বিশ্বাস করেনি মিথ্যার কথা। নিজে পরখ করে দেখলো। যখন দেখলো কুয়োর জল সত্যিই পরিষ্কার তখন মিথ্যার প্রস্তাবে রাজী হলো।

দুজনে পোশাক ছেড়ে নেমে পড়লো কুয়োয়। স্নানের মাঝপথে মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাক পরে পালিয়ে গেলো।

খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য উঠে এলো কুয়ো থেকে। না, মিথ্যা তো কোথাও নেই, পোশাকও নেই। রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে, কিন্তু নগ্ন সত্যকে দেখে ছিঃ ছিঃ ধিক্কার করলো সভ্য মানুষেরা। এমন কী তেড়েও এলো অনেকে।

সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের বোঝাতে না পেরে রাগে দুঃখে অপমানে ফের কুয়োয় নেমে গেলো।

তারপর থেকে সত্যকে আর কখনও কেউ দেখেনি।
যাকে দেখেছে কিংবা দেখছে সে আসলে সত্যের পোশাক পরা মিথ্যা!

#সংগৃহীত

,

07/07/2023

06/07/2023

আকাশ, নদী, পাহাড় ® মেঘ

Want your organization to be the top-listed Government Service in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

রিমঝিম শব্দ ❤️❤️❤️ #viral2023 #viralpage #viralvideo #viralpost #pagepostviral #viralpost2023 #viralpostviral #postviral...
#viral2023 #happiness #viralpage
আসামী ধরতে পুলিশ বিক্রয় করলো জাম আর বাদাম।
#pagepostviral #viralpostviral #viral2023 #viralpost2023 #pageviral #viralpage #postviralpost #
আপনার সন্তানকে সময় দিন, তারাই আপনার ভবিষ্যৎ প্রজন্ম..❤️
পুলিশের ইদ।
ছাত্রজীবনের এই দিনগুলো খুব মিস করি❤️❤️😇😇#viralreels #viral2023 #viralshorts #viralpage #quetos #virals #post #view #vira...

Telephone

Address


Chittagong
4203

Other Public & Government Services in Chittagong (show all)
CHITTAGONG CHITTAGONG
22°22′0″N 91°48′0″E
Chittagong, 4000

LIKE & SHARE! re-discover "the glorious Queen of the East" Chittagong!

Steel Mills Colony,Chittagong Steel Mills Colony,Chittagong
*Chittagong Steel Mills Residential Colony * (CSMRC) ,/চট্রগ্রাম ষ্টীল মিলস কলোনী, উত্তর পতেঙ্গা, চট্রগ্রাম। North Patenga, Bondor
Chittagong, 4224

School"s fan page : http://www.facebook.com/csmhs

উম্মতে মুহাম্মাদী যুব সংগঠন উম্মতে মুহাম্মাদী যুব সংগঠন
Short Film Video
Chittagong

নারয়ে তাকবির আল্লাহু আকবর নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ (সাঃ)

Prince Munna 000 Prince Munna 000
Chittagong, AMIN

🥀লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ 🥀

Divisional Passport And Visa Office, Chattogram Divisional Passport And Visa Office, Chattogram
মনসুরাবাদ
Chittagong, 4202

পাসপোর্ট কিংবা ভিসা সংক্রান্ত যেকোন ?

Nid Card  Help Service Nid Card Help Service
Election Commission Office Of Sutrapur, Science Museum To Water Tank Road, Dhaka
Chittagong, 1207

ভোটার আইডি কার্ড এর সব ধরনের কাজ করা হয়|

Mijanur Rahman Mijanur Rahman
Chittagong, 4100

Modern ways Modern ways
Chittagong, 4100

International Freight Forwarders (Air & Sea), Customs Clearing & Forwarding Agents, Packers & Consol

Chittagong City, Bangladesh Chittagong City, Bangladesh
Chittagong
Chittagong, 4217

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্

NSB Total Survey Solution. NSB Total Survey Solution.
Chittagong

★ Topographic Survey ★ Leveling Survey ★ Hydrographic Survey ★ Digital Land Survey ★ GPS Survey ★ Volume Calculation ★ ★ ★

Rifadul islam Jowel Rifadul islam Jowel
Chittagong

i am jowel,,,form Chittagong

Zayeeb Transport System Zayeeb Transport System
Chittagong

Rent - A - Car Service