Namazツ
❤️লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স:)❤️
Alhamdulillah
রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ❤️
এক মহিলা খুব নামাজ পড়ে। রোজা রাখে। দান-সদকাও করে। কিন্তু কথা বলার সময় প্রতিবেশীকে খোঁচা মেরে কথা বলে। কষ্ট দেয়। এমন মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ (সা.)?
- সে জাহান্নামি!
আরেক মহিলা কোনো মতো ফরজ ইবাদতগুলো করে। অল্পই দান-সদকার সামর্থ্য রাখে। কিন্তু সে কাউকে খোঁচা মেরে কথা বলে না। এ মহিলার ব্যাপারে আপনার কী অভিমত ইয়া রাসূলাল্লাহ (সা.)?
- সে জান্নাতি!
[আল-আদাবুল মুফরাদ, ইমাম বুখারী : ১১৯; সহিহ ইবনে হিব্বান : ৫৭৬৪]
অথচ আজকাল ঠেস দিয়ে কথা বলাটা একটা 'যোগ্যতা' জ্ঞান করা হয়। আমরা যতটা ভালো মুসলিম তার জীবন্ত সাক্ষী আমাদের স্বভাব-চরিত্র।
আলহামদুলিল্লাহ ❤️
মালাকুল মাউতের মৃত্যুর ঘটনা। 😭
ও আল্লাহ জানতে চাই কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে?
ফেরাউন আছিয়াকে বলছিল আমার পাইয়ে সিজদা দিয়ে প্রমাণ কর তুই আমাকে কতটা ভালবাসিস।
আমাদের জীবনে কিছু ঘটলেই আমরা আগে ফেসবুকে শেয়ার করি।
পর্দা নিয়ে কিছু কথা। 👍👍
বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে যে দোয়া পড়তেন।
পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। ❤️
মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম ঘটনা। 🥀🥰
শিরক থেকে নিজেকে যে ভাবে মুক্ত করবো।
চলছে বর্ষার মৌসুম। পুরো দেশজুড়ে রাসেল ভাইপার নামক এক বিষাক্ত সাপের উৎপাত খুব বাড়ছে। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির এ সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সাপের বিস্তার রোধে বাসা-বাড়ি ও ক্ষেত-খামারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ এই দুআটি বেশী বেশী পাঠ করুন।
❝কাউকে" গালির বদলে গালি দিও না, ❝লজ্জার" বদলে লজ্জা দিও না, ❝কষ্টের "বদলে কষ্ট দিও না।
"যদি"ও তোমার প্রতিশোধ নেওয়ার❞ অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।
তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,
"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"
📖(সূরা আয-যুমারঃ ১০)
কুরবানীর সাথে আকিকা দেওয়া যাবে কিনা?
নিজে আমল করি পরিবার পরিজন এবং সন্তানদের আমল করাই।
আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন ❤️
আমিন
✨ পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে ✨
পুরো দশ দিন ধরে অধিক পরিমাণে তাকবিরে তাশরিক পাঠ করতে থাকুন
•ওয়াজিব তাকবিরে তাশরিকের হুকুম :
(৯ জিলহজ) ফজর নামাজের পর থেকে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত মোট ৫ দিন ২৩ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর নারী-পুরুষ (প্রাপ্তবয়স্ক) সবার জন্য ১ বার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।
•তাকবীর হলঃ
اَللَّهُ اَكْبَرُ اَللَّهُ اَكْبَرُ
لَا إلَهَ إلَّا اللَّهُ
وَاللَّهُ اَكْبَرُ اَللَّهُ اَكْبَرُ
وَلِلَّهِ الْحَمْدُ
•উচ্চারণঃ
আল্লহু আকবার আল্লহু আকবার
লা-ইলাহা ইল্লাল্লহু
ওয়াল্লহু আকবার আল্লহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ।
•অর্থ :
আল্লাহ্ মহান আল্লাহ মহান
তার কোনো শরিক নেই
আল্লাহ্ মহান আল্লাহ মহান
সমস্ত প্রশংসা মহান আল্লাহর
♦ওয়াজিব তাকবিরে তাশরিক কবে_কখন_পড়বেনঃ_
৯ যিলহজ্জ = ১৬ জুন রবিবার = ফজর ,যোহর ,আছর, মাগরিব ,ইশা
১০ যিলহজ্জ = ১৭ জুন সোমবার = ফজর, যোহর, আছর, মাগরিব, ইশা
১১ যিলহজ্জ = ১৮ জুন মঙ্গলবার = ফজর ,যোহর, আছর, মাগরিব ,ইশা
১২ যিলহজ্জ = ১৯ জুন বুধবার = ফজর ,যোহর, আছর, মাগরিব, ইশা
১৩ যিলহজ্জ = ২০ জুন বৃহস্পতিবার = ফজর, যোহর, আছর
✓পড়ার নিয়ম :
সকল ওয়াক্তে ফরয নামাযের সালাম ফেরানোর পরপর একবার পুরুষেরা উচ্চ স্বরে পড়বেন আর নারীরা নিজে শোনার মত আওয়াজে পড়বেন ।
কখনো ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র পড়ে নিলেই হবে।
সুন্নাত নফল ওয়াজিব নামাযে পড়া লাগবে না ❌
নিজে পড়বেন এবং অবশ্যই দাওয়াহর নিয়তে অন্যদের জানাবেন ইন শা আল্লাহ।
🌙রমাদের এর শেষ ১০ রাত যেমন উজ্জ্বল রাত
☀️তেমনি জিলহজ্জ এর প্রথম ১০ দিন উজ্জ্বল দিন
জিলহজ মাসের প্রথম ১০ দিন সম্পর্কে হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর কাছে জিলহজের প্রথম ১০ দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়।
(আবু দাউদ, হাদিস : ২৪৩৮, বুখারি, হাদিস : ৯৬৯)
✴️জিলহজ্জ মাসের ১০ দিনের আমল✴️
📌আমল-১
জিলহজ্ব মাসের ১হতে-১০ তারিখ বেশি বেশি ইবাদত করা বিশেষ করে রাতগুলোতে। [বোখারী-৯২৬]
📌আমল-২
(আরাফাতের দিন সহ প্রতিদিন নিচের দু'আ যতটুকু সম্ভব পাঠ করা)
🔹উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।
🔹অর্থ : আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সব প্রশংসা একমাত্র তাঁরই জন্য, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।
📌আমল-৩
জিলহজ্ব মাসের প্রথম নয় দিন সিয়াম পালন করা। [তিরমিযী-৭৫৮]
বিশেষ করে আরাফার দিন অর্থাৎ ৯ই জিলহজ্ব সিয়াম পালন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ রোযা, সবারই এইদিন রোযা রাখার চেষ্টা করতে হবে।
আরাফার দিন রোজা রাখা খুব গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি আল্লাহর কাছে আশাবাদী, আরাফার দিনের রোজা আগের ও পরের এক বছরের গুনাহের কাফফারা হবে।~(মুসলিম-৬৫৪৩)
📌আমল - ৪
★তাসবিহ (সুবাহানাল্লাহ)
★তাহমিদ(আলহামদুলিল্লাহ)
★তাহলিল(লা ইলাহা ইল্লাল্লাহু)
★তাকবির(আল্লাহু আকবার) পাঠ করা বেশি বেশি।
📌আমল - ৫
নখ-চুল না কাটা। জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাবার পর হতে কোরবানির পশু জবাই না করা পযর্ন্ত নখ-চুল/লোম এসব কাটা যাবেনা।
[ইবনে মাজাহ-৩১৪৯]
📌আমল - ৬
তাকবিরে আইয়ামু তাশরিক পড়া। ০৯ই জিলহজ্ব ফযর হতে ১৩ই জিলহজ্ব আসর পর্যন্ত প্রত্যেক নামাযের পর একবার তাশরিক পড়া ওয়াজিব।
(তাশরিক: আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা বড় আওয়াজে এবং নারীরা ছোট আওয়াজে পড়বে।)
[ফাতওয়া সামী-৬১, ইলাউস সুনান-১৪৮]
📌আমল - ৭
১০ই জিলহজ্ব কোরবানি করা,১০ তারিখ সম্ভব না হলে ১১,১২ই জিলহজ্ব করা।
[সুনানে নাসাঈ-১০৫১২,তিরমিযী-১৪৯৩]
📌আমল - ৮
কোরবানির ঈদের রাতে ইবাদাত করা। [ইবনে মাজাহ-১৭৮২]
[যদিও হাদিসটি দুর্বল]
📌আমল - ৯
ঈদের দিন ঈদুল আযহার সালাত আদায় করা।[ইবনে মাজাহ-১২৭৭]
📌আমল - ১০
ঈদ ও আইয়্যামে তাশরীকে সিয়াম পালন না করা।মানে ১০,১১,১২,ও ১৩ই জিলহজ্ব রোযা রাখা হারাম।
[বোখারী-১৯৯৭]
উল্লেখ্য, আরবি মাসের প্রতি ১৩,১৪,১৫ তারিখ আইয়্যামে বীজের রোযা রাখার নির্দেশ আছে, কিন্তু জিলহজ্ব মাসে সেটা ১৪,১৫,১৬ তারিখ রাখতে হবে, কারণ জিলহজ্ব মাসের ১৩ তারিখ রোযা রাখা যাবেনা।
এছাড়া,
★ দান সদাকাহ করা।
★ তওবা ও ইসতেগফার করা।
★ দুরুদ ও সালাওয়াত পাঠ করা।
★ কুরআন তিলাওয়াত।
★ সকাল-সন্ধ্যা জিকির করা।
★ সব ধরনের গুনাহ থেকে বেচে থাকা এবং ভালো কাজ করা।
আপনার মৃত্যু,তে ও দুনিয়া থেমে থাকবে না।😭😭
আল্লাহ তুমি যেটা আমাকে দিবে ওইটা আটকে রাখার কেউ নাই। ❤️❤️
এমন কোন গোপন জিনিস তোমার আর তোমার রবের মাঝে আছে যা তোমার রব ছাড়া আর কেউ জানে না?
আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে।
যত বেশি দরুদ পারবেন আপনার টেনশন তত বেশি কমে যাবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
বহদ্দারহাট, চান্দগাঁও, চট্রগ্রাম।।।
Chittagong
আসসালামুয়ালাইকুম সম্মানিত গ্রাহক, আমরা ইসলামিক বিভিন্ন পণ্য ও 100% বিশুদ্ধ প্রাকৃতিক মধু সরবরাহ করি।
Senbagh, Noakhali
Chittagong, 3860
Enlighten Your Mind, Enrich Your Soul: Unveiling the Treasures of Islamic Knowledge
Anowara, Chittagong In
Chittagong, 4376
Online Book Shop.Ctg It’s a best online book-selling shop
Chittagong, 4000
বিশ্বস্ত ইসলামিক বইশপ। সকল প্রকার ইসলামিক বই পেতে পেইজে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ!