Fake Dream シ︎

আসসালামু আলাইকুম।
sunni_Aqidah পেইজে আপনাদের স্বাগতম।
এটা একটা ইসলামিক পেইজ।

25/06/2024

জীবন বেজায় পানসে।
অসুখ আমারে মারতে পারে নাই,
আমারে মারছে মানষে।

~আশিকুর রহমান সজিব

23/06/2024

মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না।
___রবীন্দ্রনাথ ঠাকুর।

21/06/2024

মানুষের সব সৌন্দৰ্য আসলে চোখে । যার চোখ সুন্দর তার সবই সুন্দর।
__হুমায়ূন আহমেদ

02/06/2024

সুখেরও যাকাত আছে।
কান্নার খয়রাত দিতে হয়;
ওয়াক্তে তাহাজ্জুদে।

~ সাখাওয়াত হোসেন

26/05/2024

রাসূল (সা:) বলেছেনঃ
"জন্মদাতা
পিতা-মাতা হলেন
জান্নাতের সর্বোত্তম
দরজা, তুমি
ইচ্ছা করলে এ দরজা
নষ্টও করতে পারো কিংবা
হেফাযতও করতে পারো।"
___________(সহীহ তিরমিযী)

09/05/2024

তোমরা কেউ কি সেই গোশত দেখেছ– যা বেচাও হয়না, কেনাও যায়না, কিন্তু ব্যাপকহারে মানুষ তা খায়! অথচ সেটা খাওয়া হারাম?
(গীবত)😔

09/05/2024

লোকজন অন্যের বিপদকে তার পাপের ফল মনে করে ।
আর নিজের বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে।

08/05/2024

“মোহাম্মদ এ, সুন্দর এ, নিখিল প্রশংসিত”
(আমাদের নবী কখন থেকে নবী?
নজরুলের ভাষ্যে দেখা যাক একবার)

বিশ্ব তখনও ছিল গো স্বপ্নে, বিশ্বের বনমালী
আপনাতে ছিল আপনি মগন। তখনও বিশ্ব-ডালি
ভরিয়া ওঠেনি শস্যে কুসুমে ; তখনও গগন-থালা
পূর্ণ করেনি চন্দ্র সূর্য গ্রহ তারকার মালা।
আপন জ্যোতির সুধায় বিভোর আপনি জ্যোতির্ময়
একাকী আছিল – ছিল এ নিখিল শূন্যে শূন্যে লয়।
অপ্রকাশ সে মহিমার মাঝে জাগেনি প্রকাশ-ব্যথা,
ছিল নাকো সুখ দুখ আনন্দে সৃষ্টির আকুলতা।
ছিল না বাগান, ছিল বনমালী! – সহসা জাগিল সাধ,
আপনারে লয়ে খেলিতে বিধির, আপনি সাধিতে বাদ।
অটল মহিমা-গিরি-গুহা-ত্যজি– কে বুঝিবে তাঁর লীলা–
বাহিরিয়া এল সৃষ্টি প্রকাশ নির্ঝর গতিশীলা।

ক্ষিতি-অপ-তেজ-মরুৎ-ব্যোমের সৃজিয়া সে লীলা রাজ,
ভাবিল সৃজিবে পুতুলখেলার মানুষ সৃষ্ট-মাঝ।
চলিতে লাগিল কত ভাঙাগড়া সে মহাশিশুর মনে,
মানুষ হইবে রসিক ভ্রমর, সৃষ্টির ফুলবনে।
আদিম মানব ‘আদমে’ সৃজিয়া এক মুঠা মাটি দিয়া
বলিলেন, ‘যাও, করো খেলা ওই ধরার আঙনে গিয়া!’
সৃজিয়া মানব-আত্মা তাহার দানিল মানবদেহে,
কাঁদিতে লাগিল মানব-আত্মা পশিয়া মাটির গেহে।
বলে, ‘প্রভু, আমি রহিতে নারি এ ধূলি-পঙ্কিল ঘরে,
অন্ধকার এ কারাঘরে একা রহিব কেমন করে!’
আদমের মাঝে বারেবারে যায় বারেবারে ফিরে আসে
চারিদিকে ঘোর বিভীষিকা শুধু, কাঁপিয়া মরে সে ত্রাসে।
কহিলেন প্রভু, ‘ভয় নাই, দিনু আমার যা প্রিয়তম
তোমার মাঝারে – জ্বলিবে সে জ্যোতি তোমাতে আমারই সম।
আমা হতে ছিল প্রিয়তর যাহা আমার আলোর আলো
– মোহাম্মদ সে, দিনু তাঁহারেই তোমারে বাসিয়া ভালো!’

মানব-আত্মা পশিয়া এবার আদমের দেহমাঝে
হেরিল তথায় অতুল বিভায় মহাজ্যোতি এক রাজে।
আত্মার আলো ঘুচাতে পারেনি যে মহা অন্ধকার
তারে আলোময় করিয়াছে আসি এ কোন জ্যোতি-পাথার।
বন্দনা করি সে মহাজ্যোতিরে আদম খোদারে কয়,
‘অপরূপ জ্যোতি-প্রদীপ্ত তনু এ কার মহিমময়!
কেবা এ পুরুষ, কেন এ উদিল আমার ললাট-তীরে,
ধন্য করিলে কেন এ মধুর বোঝা দিয়ে মোর শিরে?’
কহিলেন খোদা, ‘এই সে জ্যোতির পূণ্যে আঁধার ধরা
আলোয় আলোয় হবে আলোময়, সকল কলুষ-হরা
এই সে আলোর দীপ্তি ভাতিবে বিশ্ব নিখিল ভরি
এ জ্যোতি-বিভায় হইবে প্রভাত পাপীদের শর্বরী।
আমার হাবিব – বন্ধু এ প্রিয় ; মানব-ত্রাণের লাগি
ইহারে দিলাম তোমাতে – হইতে মানব-দুঃখ-ভাগী।
মোহাম্মদ এ, সুন্দর এ, নিখিল প্রশংসিত,
ইহার কন্ঠে আমার বাণী ও আদেশ হইবে গীত।‍‌’

সিজদা করিয়া খোদারে আদম সম্ভ্রম-নত কয়,
ধূলির ধরায় যাইতে আমার নাহি আর কোনো ভয়।
আমার মাঝারে জ্বালাইয়া দিলে অনির্বাণ যে দীপ,
পরাইয়া দিলে আমার ললাটে যে মহাজ্যোতির টিপ,
ধরার সকল ভয়েরে ইহারই পূণ্যে করিব জয়,
আমার বংশে জন্মিবে তব বন্ধু মহিমময়!
মোর সাথে হল ধন্য পৃথিবী!’ – মোহাম্মদের নাম
লইয়া পড়িল,সাল্লাল্লাহু আলায়াহিসাল্লাম!’
ধরায় আসিল আদিম মানব-পিতা আদমের সাথ
‘খোদার প্রেরিত’, ‘শেষ বাণী-বাহী’ কাঁদাইয়া জান্নাত।

—মরুভাস্কর (পর্ব: অনাগত)

07/05/2024

বইয়ের জ্ঞানে জ্ঞানী!
আউলিয়ার এক নজরে সমান নহে।

শত বই পড়ে আপনি শুধু রহস্যের বাহিরে দাঁড়িয়ে 'বাহিরের রহস্য ' নিয়ে চিন্তা করতে পারবেন।

আর বই না পড়ে "আউলিয়ার " এক নজরে আপনাকে আরশে নিয়ে যাবেন।

হযরত বাকি-বিল্লাহ _ মুজাদ্দিদ আলিফে সানিকে এক নজরে সমস্ত আরশ ঘুরিয়ে নিয়ে আসলেন।

সুলতান বাওঁ বলেল- শত বই পড়ে শিক্ষিত হয়ে যদি তোমার "আদব" না থাকে তাহলে তা কিসের শিক্ষা।

জালালুদ্দিন রুমি বলেন- বই পড়ে আপনি যা জ্ঞান অর্জন করেছেন তারচেয়ে ভালো আপনি মুর্শিদ বা আউলিয়ার কদমের বালু নিজের চক্ষুতে মালিশ করলে আপনার কাছে - শুরু এবং শেষের জ্ঞান এসে যাবে'
(সুরমা খুঁন হাখে আউলিয়া)

📝সাখাওয়াত হোসেন।

05/05/2024

"একাকী হওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ ত্যাগ করেছো!

~ হযরত ওমর রাদিআল্লাহু তায়ালা আনহু।

03/05/2024

ভদ্র ছেলেরা প্রেম করে না;!
😍

01/05/2024

কেউ নির্জনতা খুঁজে পাপ করার জন্য! আর কেউ নির্জনতা খুঁজে আল্লাহর ইবাদত করার জন্য!🖤

29/04/2024

♥ ১৪০০ বছর আগে রাসুল ( ﷺ ) এর বাণী আজ
বিজ্ঞানিরা প্রমাণ পেয়েছেন।
মুহাম্মদ ( ﷺ ) বলেছেন্-
========
"পুরুষের প্যান্ট/ কাপড় টাখনুর উপর পরতে অন্যথায়
তা জাহান্নামে যাবে।
(সহিহ বুখারিঃ৫৩৭১)
বিজ্ঞান বলে, পুরুষের টাখনুর ভিতর প্রচুর
পরিমানে সেক্সুয়াল হরমোন থাকে
এবং তার আলো বাতাসের প্রয়োজন হয় । তাই কেউ
যদি তা খোলা না রেখে ঢেকে
রাখে তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং
বিভিন্ন রোগে আক্রান্ত হবে।
মুহাম্মদ (ﷺ ) বলেছেন্,,
" ভ্রুপ্লাগকারীর উপর আল্লাহর লানত (সহিহ
বুখারীঃ৫৫১৫)
বিজ্ঞান বলে, ভ্রু হল চোখের হিফাজতের জন্য।
ভ্রুতে এমন কিছু লোম থাকে যদি তা
কাটা পড়ে যায় তাহলে ভ্রুপ্লাগকারী পাগল অথবা
মৃত্যুবরণ করতে পারে।
রাসুল্লাহ (ﷺ ) বলেছেন্,,
" নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম
(সহিহ বুখারিঃ ৬১২৪)
বিজ্ঞান বলে,
ধুমপানের কারনে ফুস্ফুসের ক্যান্সার, ব্রংকাইটিস
ও হৃদরোগ হয়ে মানুষ
মারা যায়। ধুম্পান করলে ঠোট, দাতের মাড়ি,
আঙ্গুল কালো হয়ে যায়। যৌনশক্তি ও ক্ষুধা কমে
যায় এমনকি স্মৃতি শক্তি ও কমে যায়।
রাসুল্লাহ (ﷺ ) বলেছেন্,,
পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।
(মুসলিমঃ১৬৫৫)
বিজ্ঞান বলে, স্বর্ণ যেহেতু যৌগ পদার্থ তাই তা
স্ক্রীনের সাথে মিশে ব্লাডের
মাধ্যমে ব্রেনে চলে যায়। আর তার পরিমান যদি
২.৩ হয় তাহলে মানুষ তার আগের
স্মৃতি সব হারিয়ে ফেলবে।
রাসুল্লাহ (ﷺ ) বলেছেন্,,
ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে
ঘুমাতে। -( সহিহ বুখারিঃ ৩২৮০)
বিজ্ঞান বলে, ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো
করে পামপ করে আর লাইট না নিভিয়ে ঘুমালে
ব্রেনের এনাটমি রস শরীরে প্রবেশ করতে পারে
না ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভবনা থাকে।
রাসুল্লাহ (সাঃ) বলেছেন্,,
" তোমরা গোফ ছেটে ফেল এবং দাড়ি রাখ
(সহিহ মুসলিমঃ ৪৯৩,৪৯৪)
বিজ্ঞান বলে,
দাড়ি না রাখলে স্ক্রিন ক্যান্সার, ফুস্ফুসের
ইনফেকশন এবং ৪০ এর আগে যৌবন
হারানোর সম্ভবনা থাকে।
আল্লাহ(সুবনাহু তায়ালা) বলেন্,
"আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা
অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। ( বনি- ইসরাঈলঃ
৩২)এবং নেশাগ্রস্থ শয়তানের কাজ ( মাইদাহঃ৯০)_
বিজ্ঞান বলে,, পর্নগ্রাফি, অশ্লিল সম্পর্ক সহ
বিভিন্ন মাদকদ্রব্য নেশা । যদি কেউ এসব
নেশজাত দ্রব্যে জড়িয়ে পড়ে তাহলে ব্রেনের
ফরেন্টাল এরিয়ার আমাদের পরিচালনা
করার ইনটেলুক্টুয়াল সেলগুলো থরথর করে কাপতে
থাকে এবং অস্থির হয়ে যায়। যার ফলে সে
নেশাগ্রস্থ হয়ে মাতাল-অসুস্থের মত জীবন
পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে
ঠেলে দেয়।
আল্লাহ বলেন্,
আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান
লাগিয়ে রাখ এবং নিশ্চুপ
থাক যাতে তোমাদের উপর রহমত হয়। (আরাফঃ২০৪)
বিজ্ঞান বলে, কুরআনের সাউন্ড ওয়েব শরিরের
সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা
আরোগ্য করে বিশেষ করে হার্ট এবং ক্যান্সার
রোগিদের। আর ব্রেনকে এমনভাবে
চার্জ করে যেমনভাবে ফিউজ হওয়া ব্যাটারিকে
সচল করে।

post টা সংগ্রহীত,,

#আমি_আহলে_সুন্নাত_ওয়াল_জামাত_কে_ভালবাসি

26/04/2024

বীর্য স্তম্ভ করে যেই;
স্বাস্থ্যবান হয় সেই।

-আবুল খায়ের নকশবন্দি (রাহঃ)

25/04/2024

বয়স ১৬ হোক কিংবা ৬১, চিন্তা তোমার পিছু ছাড়বেনা। কারণ তুমি পুরুষ মানুষ!

23/04/2024

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত - রাসূল (ﷺ) বলেছেন- আল্লাহ যার কল্যাণ চান,তাকে দুঃখ-কষ্টে ফেলেন।
[সহীহ বোখারী-৫৬৪৫]

15/04/2024

যাহারা শান্তভাবে সহ্য করে,
তাহারা গভীরতররূপে আহত হয়।

____রবীন্দ্রনাথ ঠাকুর।

14/04/2024

অভ্যেস হয়ে গেলে ব্যথাকে ব্যথা বলে মনে হয় না
_সমরেশ মজুমদার

11/04/2024

অবশ্যই তুমি পাবে,
যা তোমার থেকে চলে গেছে
তার চেয়েও উত্তম।
[সুরা আনফাল-৭০]

06/04/2024

সপ্ততল আকাশের নিচে মানবগোষ্ঠী বড্ড অসহায় ;
প্রভু! রহম কর তোমার হাবীব(ﷺ)এর সদকায়।
©সাখাওয়াত হোসেন।

03/04/2024

আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, "পাত্রের ভিতর যা থাকে পাত্র থেকে সেটাই বের হয়"।
অর্থাৎ ভিতরে নিজ লক্ষ্য ও উদ্দেশ্য গোপন রেখে, মানুষের সামনে যতই ভালো কথা বলুক না কেন, আর যতই ভালো নসিহত করুক না কেন,
এক দিন না একদিন অবশ্যই পাত্রে রাখা জিনিসগুলো বেরিয়ে আসে, এবং মানুষের কাছে ধরা পড়ে।

02/04/2024

ইলম (জ্ঞান) হচ্ছে মহাবিশ্বকে জানার নাম।

❝শয়তান মহবিশ্বের-ই একটি অংশ❞

31/03/2024

শরীর মানে দেহ,
দেহ আমার সাড়ে তিন হাত ভূমি।

যে দেহের ভেতর অন্তর আছে,
যার অন্তঃস্থলে তুমি!

- অনামিকা

Want your business to be the top-listed Media Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আহ!!!! খুশি
🔥 সবসময় ছেলেরা সুযোগ নেয় না, মাঝে মধ্যে মেয়েরাও সুযোগ নেয় 🙂😏😏.Credit: Daily DIY & Life Hacks.

Category

Website

Address

Chittagong
4366

Other Video Creators in Chittagong (show all)
Photo World Vision Photo World Vision
Halishahar
Chittagong, 4226

We Capture Your Memories Forever Premium Photography, Cinematography, Video Editing, graphicsDisigner

Bangladesh Bank Colony High School Bangladesh Bank Colony High School
Bangladesh Bank Colony High School Agrabad
Chittagong, DBBULMURINGTHANA

Support Plz...�� Goal 100k Followers

RB Rakib Hossen RB Rakib Hossen
Chittagong
Chittagong, 4312

আসসালামু আলাইকুম follow My page ㅤ

Mohammad  Minhaz Mohammad Minhaz
Chittagong

Adnan Aziz Adnan Aziz
South Khushi, Nasirabad
Chittagong, 4315

Video creator of bike riding

Sakibul Islam Saju Sakibul Islam Saju
Chittagong

আসসালামুআলাইকুম ��

Pagla Seen Pagla Seen
Chittagong
Chittagong, 4000

welcome Pagla Seen page Enjoy The Video Like Follow Comment And Share

MD Rakibul Islam chy MD Rakibul Islam chy
Chittagong

Miles to go with Rakib Chy

SK A R O SK A R O
Chittagong

I'm Islamic Singer and following Mi Page. Welcome Friend

জাহেদ অভি - Jahed Ovi.ツ জাহেদ অভি - Jahed Ovi.ツ
Chittagong

Welcome to my page.

Noman UAE Noman UAE
Chittagong

Hello guyz welcome to my page.

The Good Topic The Good Topic
Chittagong

𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐀𝐥𝐢𝐤𝐮𝐦. Official Page > CEO, Founder & Director Of Text Delight