Al Haqq Fashion BD

Honesty is the main goal of our business.

02/04/2022
17/03/2022

৫/৮ বছর relationship এর বিয়েও ২ বছরের মাথায় divorce হওয়া নতুন কোনো ঘটনা না। এর একটা কারণ হতে পারে আমরা মনে করি- আমি তাকে ভালোবাসি এবং তাকে পেলেই আমি ভালো থাকব। In reality, ভালোবাসা আর ভালো থাকা এক জিনিস না এবং ভালোবাসার থেকেও ভালো থাকাটা বেশি জরুরী.....!!!

কখনো কখনো ভালোবাসার চেয়েও, সম্মান, বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়া অনেক বেশি জরুরী। ভালো থাকার জন্য অনেক সময় ভালোবাসাকে ত্যাগ করতে হয়।

ভালোবাসার জিনিসটাকে এই যুগে এসে আমরা অনেক বেশি রোমান্টিসাইজ করি, ফ্যান্টাসাইজ করি। কিন্তু এর অন্তরালে থাকা আত্মসম্মান, পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস এগুলোকে তেমনভাবে গুরুত্ব দেয়া হয় না। কিন্তু এক ছাদের নিচে ঘর করতে গেলে, কয়েক বছর পরেই হঠাৎ করেই মনে হয় বোধহয় ভালোবাসার চেয়ে অন্যগুলোই বড় ছিল!

Get married if you think you are really happy in that relationship. Not because you love them or spend longer time with the other person.

বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে যদি ভেবে থাকেন; তবে আপনি আরও বোকার স্বর্গে আছেন। A marriage cannot change a person's behaviour, perception, philosophy, values, ethics. It's just a chance of marital status. The situation can be even worst after marriage!!!

Keep in mind-

"ভালোবাসার থেকেও ভালো থাকাটা বেশি জরুরী"

13/08/2021
13/08/2021

আমরা তো সুবহানআল্লাহ বলি। বুঝে বলি?
সুবহানআল্লাহ'র মানে কি? গূঢ় অর্থ কি? জেনে বলি?
প্রতি সেকেন্ডে আপনার শরীর ৩,০০০,০০০ (ত্রিশ লক্ষ) রেড ব্লাড সেল (লোহিত রক্তকণিকা) তৈরী হয়।
প্রতি সেকেন্ডে! প্রতি সেকেন্ডে ত্রিশ লক্ষ! ত্রিশ লক্ষ মানে কি? কয়টা শূন্য?
আপনি এক সেকেন্ডে ছয়টা শূন্য লিখতে পারেন, এক সেকেন্ডে ত্রিশ লক্ষ বানান করতে পারেন?
পৃথিবীতে কোন ফ্যাক্টরি আছে যেখানে এক সেকেন্ডে ত্রিশ লক্ষ বুদ্বুদ তৈরী করতে পারে? ত্রিশ লক্ষ আলপিন?
এই ত্রিশ লক্ষ রেড ব্লাড সেল, প্রতি সেকেন্ডে তৈরি হয় আমাদের শরীরে।
কত টাকা লাগে? কত টাকা ট্যাক্স দেই? কাঁচামালের দাম দেই আমরা? ফ্যাক্টরির খরচ?
এই হলো আপনার স্রষ্টা। তিনি আপনার শরীরে ত্রিশ লক্ষ রেড ব্লাড সেল তৈরি করে দেন বিনামূল্যে!
এই জন্য আমরা সুবহানআল্লাহ বলি। এখন থেকে অর্থ বুঝে বলেন।
বলেন, সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে একবার বলেন।
এক বার সুবহানআল্লাহ = ত্রিশ লক্ষ রেড ব্লাড সেল।
আমরা তো আমাদের নিজেদেরই চিনি না, স্রষ্টাকে চিনবো কিভাবে!
সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি। গ্লোরী বি টু আল্লাহ।

-ডা.হামিম ইবনে কাওছার
মেরিল্যান্ড,যুক্তরাষ্ট্র

10/08/2021
23/07/2021

মানুষ কোন একসময় মানুষকেই কোরবানি দিতো I

আপনি যদি খুব ভালো করে প্রাচীন কালের মানুষের জীবন যাত্রা ও ইতিহাস নিয়ে পড়াশুনা করেন তাহলে জানতে পারবেন, মানুষ একসময় মানুষকেই কোরবানি দিতো I

প্রাচীন ভারতে যদি কোন রাজা সিংহাসনে বসতেন
তাহলে তিনি প্রথমেই রাজপ্রসাদের মন্দিরে, দেবতার সামনে একটা নরবলি দিতেন I
মানুষের রক্ত দিয়েই রাজকার্য শুরু করতেন I

কিংবা রাজ্যে যদি কোন মহামারী শুরু হতো তাহলেও প্রথমেই এই পাপ মুক্তির জন্য দেবতার উদ্দেশ্যে একটা নিরাপরাধ, নিষ্পাপ কুমারী মেয়েকে বলি দিতো I

একইভাবে যুদ্ধে যাওয়ার আগে নরবলি, আবার যুদ্ধ থেকে বিজয় নিয়ে ফিরে এসেও প্রথম কাজ ছিল রাজ প্রসাদের সামনে কিছু যুদ্ধ বন্দিকে বলি দেয়া I
দেবীর হাতে ও পায়ে মানুষের মস্তক ঝুলিয়ে দেয়া I

রানী মরে গেলে, স্বর্গে রানী একা কেমন করে নিঃসঙ্গ থাকবেন এই কথা ভেবে রাজা, মৃত রানীর সাথে তার দুই একজন দাসী-বাঁদিকে বলি দিয়ে একসাথে শ্বশানে নিয়ে যেতো I

ভারতে এখনো নর বলি হয় ,হিন্দুস্তান টাইমস এর একটা রিপোর্ট অনুসারে, ২০০৩, ২০০৬ ও ২০১৫ সালে ভারতে নরবলি দেয়ার ঘটনা ঘটেছে I

প্রাচীন চীন ও জাপানে যে কোন উঁচু প্রাসাদ কিংবা ব্রিজ নির্মাণের শুরুতে আগে মানুষকে বলি দেয়া হতো I
যাতে করে প্রাসাদের কোন অনিষ্ট না হয় I
কোন অতৃপ্ত আত্মা এসে ক্ষতি করতে না পারে I
আর্কিওলজিস্টরা একবার সাঞ্জি প্রদেশের চাইনা ওয়ালের একটু অংশ খুঁড়ে দেখেন তার নীচে আশিটা মাথার খুলি এবং এইসব খুলির ফরেনসিক গবেষণায় দেখা গেলো সব কয়টি ১০ -১৫ বছরের মেয়ে I

মোঙ্গলদের ইতিহাসও একই রকম I এদের বেশির ভাগ ছিল প্রকৃতি পূজারী I
এরা সমুদ্র দেখলে প্রথমেই দুই একজন সঙ্গীকে সমুদ্রের নামে উৎসর্গ করতো I তারপর তাদের রক্ত সাগরের পানিতে ভাসিয়ে দিতো I
এমনকি উঁচু পাহাড় দেখলেও তারা মানুষ উৎসর্গ করতো I

মিশরীয় ও ব্যাবিলনীয় সভ্যতায়ও একই প্রথা ছিল I
ইতিহাস ঘেঁটে দেখা গেছে আজকের এই নয়নাভিরাম প্রতিটি পিরামিডের নীচে কম পক্ষে দশ হাজার মানুষের মস্তক আছে I
পিরামিড নির্মাণের শুরুতে মিশরের রাজা তার দেশের সব বন্দি দেরকে "আতুন" খোদার নামে কোরবানি দিয়ে দেয় I তারপর তাদের মস্তক ও খুলি দিয়ে ভিত্তি প্রস্তর নির্মাণ করে I
এই সময় প্রায় আশি হাজার বন্দিকে আতুনের নাম উৎসর্গ করা হয় I

আজকের আধুনিক ইউরোপিয়ানদের সব প্রাচীন উপাসনালয়ের আসে পাশের জায়গা খুঁড়ে দেখা গেছে হাজার হাজার মানুষে

20/07/2021

একটা হরর স্টোরি বলি। সত্যিকারের হরর স্টোরি।

এ লেখার বিষয়বস্তু নিয়ে কিংবা পোস্টে দেয়া লিঙ্ক ঘাঁটাঘাঁটি করলে নিজ দায়িত্ব করবেন। মজা করছি না, সিরিয়াসলি বললাম।
পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে দুই ধরণের মুরগীর প্রজনন করা হয়। ডিমের জন্য লেয়ার মুরগী, আর মাংসের জন্য ব্রয়লার। ব্রয়লার মুরগী ছয়-সাত সপ্তাহের মধ্যে বিশাল বড় হয়ে যায়। মাংশ হয় প্রচুর। আর লেয়ার মুরগীর স্পেশালিটি হল সাইযে বড় না হলেও এ জাতের মুরগী অনেক বেশি ডিম দেয়। তবে ডিম তো দেয় শুধু নারী মুরগী। পুরুষদের কী হয়?
মেরে ফেলা হয়।

জন্মের প্রথম দিনই ওদের মেরে ফেলা হয়। কারণ এ মুরগীগুলোর জীবন প্রফিটেবল না। পোলট্রি ইন্ডাস্ট্রির কাছে এরা ‘সারপ্লাস’। পুরুষ হবার কারণে এদের কাছ থেকে ডিম পাওয়া যায় না। আর লেয়ার জাতের হবার কারণে পাওয়া যায় না ব্রয়লার মুরগীর মতো মাংসও তাই সবচেয়ে লাভজনক, সবচেয়ে ‘একোনমিক’ সমাধান হল এই বাচ্চাগুলোকে যতো দ্রুত সম্ভব মেরে ফেলা।
আর তাই প্রতি বছর বিশ্বজুড়ে এক দিন বয়েসী ৭০০ কোটি পুরুষ শিশু মুরগী হত্যা করা হয়। হ্যাঁ, ৭০০ কোটি। ৭ বিলিয়ন।
এই মেরে ফেলার কাজটা কীভাবে করা হয় জানেন?
বিভিন্ন পদ্ধতি আছে।
১। শ্বাসরোধ করা: বাচ্চাগুলোকে বিশাল বিশাল প্লাস্টিক ব্যাগে ভরে আটকে দেয়া হয়। বাতাসের জন্য হাঁসফাঁস করতে করতে দমবন্ধ হয়ে মারা যায় ওরা।
২। ইলেক্ট্রোকিউশান: ডিম ফুটে বের হওয়া বাচ্চাদের ইলেক্ট্রিক শক দিয়ে হত্যা করা হয়।
৩। সারভিকাল ডিসলোকেশান: সোজা বাংলায়, হাত দিয়ে টেনে মাথা ছিড়ে ফেলা হয় শরীর থেকে।
৪। গ্যাসিং: গ্যাস চেইম্বারে চালু করে দেয়া হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সদ্যজাত মুরগীগুলো একসময় জ্ঞান হারায় এবং মারা যায়।
৫। ম্যাসেরেইশান: পোল্ট্রি ইন্ডাস্ট্রির সবচেয়ে পছন্দের পদ্ধতি। বাচ্চাগুলোকে প্রথমে একটা কনভেয়ার বেল্টে ছুড়ে দেয়া হয়। কনভেয়ার বেল্ট জীবন্ত বাচ্চাগুলোকে নিয়ে ফেলে প্রচন্ড গতিতে ঘুরতে থাকা ধারালো ধাতব পাতের মধ্যে। মূহুর্তের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় ওরা।

ব্লেন্ডার আছে না? একটা ঢাউস সাইযের ব্লেন্ডারের ভেতর একদিন বয়েসী মুরগীর বাচ্চাকে ছেড়ে দিলে কী হবে চিন্তা করুন। সেইম প্রসেস। তবে একটা না, শত শত কোটি মুরগীর বাচ্চাকে এভাবে হত্যা করা হয়। পুরো ব্যাপারটা পুঁজিবাদের ইউটিলিটারিয়ান সমীকরণ আর মডার্নিটির মনস্তত্ত্বের অসাধারণ এক দৃষ্টান্ত। আগাগোড়া পিওর মেশিন লজিক।
দুটা ভিডিও দিচ্ছি, ভিডিগুলো দেখ

14/07/2021

মানুষ মরনশীল, কিন্তু কিছু - কিছু মানুষের কর্মকান্ড দেখলে মনে হয় অমরত্বের বর নিয়ে সে পৃথিবীতে এসেছে

02/07/2021

আপনার সৌন্দর্যের অহংকারের কড়াই🤗,
ক্ষমতার বড়াই 👿
টাকার ছড়াছড়ি💰,বাড়ি-গাড়ি🏢🚗

কবরে কিছু নিয়ে যাইয়েন সাথে,যদি পারেন আর কী!!
😔😔😔😔😔😔

আল্লাহ সবাইকে জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিক,আমিন।

28/06/2021

হাশরের মাঠে সবচেয়ে বড় আফসোস হবে, নিজের কষ্টার্জিত আমলের সওয়াব অন্যের আমলনামায় দেখা। অতএব, মানুষের উপর জুলুম করা, গিবত করা ও মানুষের সম্মান নষ্ট করার আগে একটু ভাবা উচিত। আফসোসটা আরও বেশি হবে এজন্য যে, নিজের আমলের সওয়াব এমন লোকদের আমলনামায় যাবে, যারা দুনিয়াতে ছিলো অপছন্দের মানুষ। নিজের ভালো সবাই বুঝে। সমস্যা হলো, আখিরাতের প্রশ্নে আমরা নিজেদের ভালোটা বুঝি না।

Photos from Al Haqq Fashion BD's post 21/05/2021

গাজায় ফিলস্তিনিদের জন্য সাহায্যের আবেদন :
আপনারা সবাই জানেন বর্তমান ফিলিস্তিনের অবস্থা। আমরা বাংলাদেশি হিসেবে ফেসবুকে হ্যাসট্যাগ এর মাধ্যমে প্রোটেস্ট করা ও দোয়া করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে এবার সুযোগ এসেছে গাজায় আহত মানুষদের অর্থসাহায্য করার। গাজায় এই অর্থ দিতে পারেন বিকাশ / নগদের মাধ্যমে।

➤নিয়ম :

➤নগদঃ
০১.প্রথমে নগদে একাউন্ট লগ ইন করে, Donation এ ক্লিক করুন,
০২.তারপর একদম নিচে নামলেই ফিলিশ্হিন এম্বাসির নাম্বার পাবেন,
০৩.তারপর এমাউন্ট সিলেক্ট করে পিন নম্বার দিলেই টাকা পৌছে যাবে তাদের কাছে।

➤বিকাশঃ
০১.প্রথমে বিকাশে একাউন্ট লগ ইন করে,আরো অপশন এ ক্লিক করুন,
০২.তারপর একদম নিচের দিকে দেখুন Donation লেখা এতে ক্লিক করুন,
০৩.তারপর একদম উপরেই Palestine embassy এর নাম্বার পাবেন,
০৪.তারপর এমাউন্ট সিলেক্ট করে পিন নাম্বার দিলেই টাকা পৌছে যাবে তাদের কাছে।

(১৯ মে ২০২১) প্যালেস্টাইন দূতাবাসের এম্বাসেডরের সাথে কথা বলার সময় তিনি নিশ্চয়তা দিয়েছেন যে ফান্ড গাজায় পৌঁছাবে… তিনি এও বলেছেন যে ঔষধ পাঠাতে সময় লাগবে, ইসরায়েলের ইচ্ছাকৃত খামখেয়ালির কারণে ঔষধ পৌঁছাতে ৪-৫ মাস সময়ও লেগে যেতে পারে… কিন্তু, নগদ অর্থ সরাসরি গাজায় পৌঁছাতে কোন বাঁধা নাই… তবে একসাথে অনেক অর্থ পাঠাতে বাঁধা আসতে পারে, ভেঙে ভেঙে অল্প অল্প করে পাঠাতে কোন বাঁধা নাই… উদাহরণ স্বরুপ বললেন, ধরুন প্যালেস্টাইনের গাজা উপত্যকার কোন পরিবারে কাছে অর্থ পাঠানো হবে… একটি পরিবারের কাছে ৫০০/৬০০ ডলার পাঠাতে কোন সমস্যা হবে না… কিন্তু, হাজার ডলারের উপর পাঠাতে গেলে বিপত্তি ঘটতে পারে… তাই অনেক মাধ্যম থেকে অল্প অল্প করে বেশি সংখ্যাক পরিবারের কাছে ফান্ড পাঠানোর ব্যবস্থা করা হবে…
- ইউসেফ এস ওয়াই রমজান।

আমরা সকলেই তাদের পাশে দাঁড়াই।
যে কয়টাকা পারেন যা সামর্থ্য আছে সে রকমের ডোনেশন করবেন আশা করি 💜

09/05/2021

শবে কদরের নামাজের নিয়ম।

08/05/2021

❤️❤️❤️

20/03/2021

ঐ যে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে ওটাই হলো পৃথিবী। ওটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা একটা ছেলে কিছুদিন আগে প্রেমিকার উপর রাগ করে ৪০ টা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। মাত্র দশ হাজার টাকার জন্য ছোট ভাই গলা কেটে হত্যা করেছে বড় ভাইকে। ওখানে পানি নিয়ে অনেক দরবার। সেচ মৌসুমে বাধ আটকে মরুভুমি করা হয় একটা এলাকা। ওখানে আমেরিকা নামের একটা দেশ আছে। বিরাট তালেবর। প্রযুক্তির আশির্বাদে চীন দেশ চলে গেছে ইশ্বরের দোরগোড়ায়। এখানে রাজা আছে, মহারাজা আছে।

সূর্য পরিবারের অন্যতম ছোট গ্রহ পৃথিবী। মাত্র ছয় বিলিয়ন কিলোমিটার দুর থেকে যেটা একটা কলমের নিবের থেকেও ছোট। সেখানকার এক কোনে বসে আমাদের কি টাকার গরম। আভিজাত্যের অহংকার। সাদা চামড়া স্তুতি, কালো চামড়ার নিন্দা।হিংসা, হানাহানি, ধর্মের বিভেদের রক্তক্ষয়। অথচ কি ক্ষুদ্রই না আমাদের অস্তিত্ব। হয়ত আরেকটু দুরে গেলে নাই হয়ে যাব।

©

01/01/2021

A good starting of 2021!

১. রাতে ১২টার মধ্যে ঘুমায়ে যাওয়া।
২. ফজরের পরপরই দিন শুরু করা যায়, অফুরন্ত সময় মনে হয়!

৩. ফজরের আগে উঠতে না পারলে রাতে ঘুমানোর আগে কেয়ামুল লাইলের নিয়্যাতে অ্যাট লিস্ট দুই রাকাত নফল সালাত পড়া যেতে পারে।
৪. ঘুম থেকে উঠে পানি খাওয়া বেশ ভালো একটা অভ্যেস।

৫. সকাল-বিকালের ২৩ প্রকার যিকির করা যেতে পারে। "হিসনুল মুসলিম" অ্যাপ বা বইয়ে আছে।

৬. প্রতিদিন কুরআন তিলাওয়াত এবং স্টাডির জন্য কমপক্ষে ১০ মিনিট সময় রাখা যায়। এখন ফোনেই অ্যাপ, পিডিএফ ডাউনলোড করে পড়া যায়। হাঁটতে চলতেও পড়ে ফেলা যায়। দিনের ১৪৪০ মিনিটের অন্তত ১০টা মিনিট থাকুক প্রিয় রব আপনাকে কী বলেছেন জানতে!
আল্লাহ আমাকে আপনাকে কী বলেছেন, সেটা না জেনেই যেন আমরা কেউ মরে না যাই!

৭. ২০২০ এ যে বইটা পড়ি পড়ি করে পড়া হয়নি, সেটা পড়া শুরু করে দেওয়া যায়। যত কাজই থাকুক, এক পৃষ্ঠা অন্তত!
আর বেশ কয়েকটা বই এমন থাকলে "Goodreads" অ্যাপটা নামায়ে সেখানে চ্যালেঞ্জ ঠিক করে পড়ে ফেলা যায়।

মাসে অন্তত একটা বই, সম্ভব?

৮. গান শোনা ছাড়া যায়। কানে হেডফোন লাগায়ে রাখার অভ্যেস থাকলে কুরআন রিসাইটেশান বা নাশিদ শোনা যায়। নাশিদ হচ্ছে মিউজিক ছাড়া গান। মিউজিক নিয়ে একেকজনের একেক মত থাকতে পারে, আমি সেইফ জোনে থেকে বললাম।

৯. কারো সাথে ঝামেলা থাকলে সেটা মিটিয়ে নতুন বছরের সুন্দর একটা সূচনা করা যায়। জাস্ট গো অর কল অ্যান্ড সে, "আসসালামু আলাইকুম". ☺

১০. ধৈর্যটা আরেকটু বাড়ানোর প্র‍্যাক্টিকাল চেষ্টা বাড়ানো যায়।

১১. কেউ কিছু বললে "ইন্সট্যান্ট ম্যাগি নুডলস" হয়ে সাথে সাথে সেটার উত্তর না দিয়ে একটু ভেবেচিন্তে উত্তর দেওয়ার অভ্যাস করলে খুব খুব ভালো হবে। অনেক ঝামেলা এড়ানো যাবে তাতে, ইনশাঅাল্লাহ্।
এই আচরণটা ফেইসবুকেও অ্যাপ্লাই করা যায়। ফেইসবুকে জিহাদ করে কী লাভ?

১২. ভালো আখলাকের পথে আরেক ধাপ তো এগুনোই যায়, না! কেউ কিছু বললে সাথে সাথে রেগে না যাওয়া, অন্যের কথাকে ব্যক্তিগতভাবে না নিলে জীবন অনেক সহজ হয়ে যায়। বলছে তো বলুক না!

১৩. অহেতুক কাজ আর কথা থেকে বেঁচে থাকার জন্য একটা একটা স্টেপ নেওয়া যেতেই পারে।
গালি দেওয়া বন্ধ করি।

১৪. কী কী আপনাকে প্রভাবিত করছে, সেই ব্যাপারগুলোয় পজিটিভিটি আনা যায়। চারপাশটা পরিবর্তন করা যায়, কার/কাদের সাথে মিশছি, সময় কাটাচ্ছি, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে কি না, গীবত থেকে বাঁচা সম্ভব হচ্ছে কি না, তাদের প্রভাব দ্বীনের দিকে আগাতে সাহায্য করছে তো! এসব খেয়াল করা যায়। উত্তরগুলো "না" হলে সিদ্ধান্ত নেওয়া দরকার।

ভার্চুয়ালিও, নিউজফিডে কী ধরণের পোস্ট আসছে, সেটা নিয়ন্ত্রণ করা যায়। একদিনে করতে হয়তো সময় লাগবে। লগইন করলেই সামনে যদি অপ্রয়োজনীয় পোস্ট আসতে থাকে, সিম্পলি প্রোফাইল ঢুকে আনফলো, গ্রুপ লিভ, পেইজ আনলাইক। ইসলামিক পেইজগুলো সি ফার্স্ট করে দেন, গ্রুপগুলোর নোটিফিকেশন অন, ফলো তো আছেই। এরকম আইডি বা পেইজের লিস্ট ফেইসবুকেই দেখেছি। খুঁজলেই মনে হয় পাওয়া যাবে ইনশাঅাল্লাহ্।

১৫. এ বছর থেকে ঘটা করে জন্মদিন উদযাপনটা না হয় বাদই দিলাম, আল্লাহর জন্য। (দ্বিমত থাকতেই পারে, আমি সেইফ জোনে থেকে কথা বলি)

১৬. কম করে হলেও অন্তত ১০ মিনিট প্রতিদিন ব্যায়াম করা। ট্রাস্ট মি, আয়নার সামনে সাজার ১০ মিনিটের চেয়ে ব্যায়ামের ১০ মিনিট আপনাকে দীর্ঘস্থায়ী ফলাফল দিবে। স্ট্রং মুসলিম হতে হবে তো!

১৭. যেই ফ্রি মিক্সিং থেকে সরে আসবেন বলে ভাবছেন, কিন্তু কে কী মনে করবে বলে পারছেন না, এবারে চোখ বন্ধ করে সিদ্ধান্তটা নিয়েই ফেলুন!

১৮. নোট করুন। ফোনে অ্যাপ নামিয়ে না, কাগজে কলমে লিখে লিখে৷ সপ্তাহের কাজ, মাসের কাজ। ডেডলাইন পার করে চেক করুন কী কী কাজ হলো। মাথায় কোনো আইডিয়া আসলে আইডিয়াও লিখে রাখুন। মাসশেষে একটা দারুণ জিনিস লাগবে! এই যে এটা পড়ে যা যা করার প্ল্যান করেছেন, লিখে ফেলুন।
ইনশাআল্লাহ্.…

-নাবিলা আফরোজ জান্নাত

31/12/2020

আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা একটি বছরকে ছেড়ে নতুন আরেকটি বছরে পদার্পণ করবো। প্রতিটি বছরের শুরুতেই আমাদের সামনের দিনগুলি যেন আরো সুন্দর হয়ে ওঠে সেই কামনা করি। আমরা জানি ভাল খারাপ মিলিয়েই মানুষের জীবন, তবুও আমরা শুধু ভালর কামনাই করি।

২০২০ সালটি পুরো বিশ্বের জন্যই ছিলো বেদনাদায়ক। আমরা হারিয়েছি অনেক কাছের মানুষকে। আমাদের অনেকের আশা ভেঙে চৌচির হয়ে গিয়েছে এই বছরে। আমাদের জীবনে অনেক পরিবর্তন এনেছে ২০২০ সাল। ২০২০ সালটি ছিল আমাদের জন্য বিপদের বছর। বিপদ মানুষকে আরো পরিণত হতে শেখায়, বিপদ মানুষকে আরও সতর্ক হতে শেখায়। বিপদ থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। সে হিসেবে বলা যায়, ২০২০ সাল আমাদের শেখার বছর। অভিজ্ঞতা অর্জনের বছর।

২০২০ সালে আমরা দেখেছি, টিকে থাকতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পুরো বিশ্বকে হাতে হাত রেখে চলতে হবে। আমাদের আরও মানবিক হতে হবে।

২০২০ থেকে শিক্ষা গ্রহণ করে, ২০২১ সালে আরো সুন্দর পৃথিবী গড়তে সচেষ্ট হই। ইতিবাচক হই। সবুজ পৃথিবী গড়ে তুলতে উদ্যোগী হই। হিংসা, বিদ্বেষ দুর করে, ভালবাসার পৃথিবী গড়ে তুলতে সক্ষম হই।

২০২১ সালে আপনার, আপনার পরিবারের সকলের সুখী জীবন কামনা করছি।

সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা।

হ্যাপি নিউ ইয়ার।
🎉🎈💉
ভাল থাকবেন, ভাল রাখবেন। :)

31/12/2020

হারিয়ে যেতে চান স্টাইলের নতুন দুনিয়ায়? তৈরি থাকুন, স্টাইলের সিক্রেট আসছে.........

Photos from Al Haqq Fashion BD's post 20/12/2020

১ম দৃশ্যপট : নীলক্ষেতে একটা ছোট্ট জিলিপি-পেয়াজুর দোকান আছে। প্রায় সময় সেখানে ভীড় দেখা যায়। সেই গলিতেই অনেকগুলো ভাতের হোটেল আছে। কোর্ট প্যান্ট পরা জেন্টলম্যানরা সেখানেই বসে হোটেল ছালাদিয়াতে খায়। অনেক দূর থেকেও এখানে এসে খায়। অন্যরা যেন না দেখে তাই একটু গোপনেই যায়। অথচ নীলক্ষেতে বিরানির দোকানের অভাব নেই।

২য় দৃশ্যপট : মহাখালী আয়েশা মেমোরিয়াল হসপিটালের সামেন ব্রিজের নিচে দুটো চায়ের দোকান আছে। প্রায়শ ভীড় লেগেই থাকে। বাইকার থেকে বিত্তবান অনেকেই সেখানে রুটি-কলা আর চা খায়। বিশেষত দুপুরে লাঞ্চের সময় বেশি ভীড় দেখা দেয়। অথচ তার বিপরীতেই একটি ভালো খাবারের হোটেল আছে।

৩য় দৃশ্যপট : বায়তুল মোকাররমের উত্তরগেটে অনেক পুরান বই বিক্রী করে। সেখানে একজন লোক মুড়ি-পেয়াজু বিক্রী করত। ১৫ মিনিট লাইনে থেকে সন্ধ্যায় তা খেতাম। অন্যরাও নিঃসংকোচে খেয়ে যাচ্ছে।

এমন হাজার হাজার উদাহরণ আছে। কথাগুলোর বলার কারণ হচ্ছে, আমাদের বাবারা বা পুরুষরা প্রয়োজন ও সামর্থ্য থাকলেও অনেকাংশে প্রয়োজন মেটায় না। সে চিন্তা করে হোটেলে খেলে ২০০ টাকা খরচ হবে। তার চেয়ে ২০ টাকার কলা-রুটি খেলে এই টাকা বেঁচে যাবে। বিশেষত যারা রাইড চালান, তাদের প্রায়ই এমন করেন।

যে পুরুষ বাসে ঝুলে ঝুলে অফিসে যায়, ৫ টাকা বাঁচানোর জন্য কিছু পথ হেটে নেয়- সেও দেখুন পরিবারের সদস্যদের সিএনজিতে চলাচল করা।

আমার আপনার কাছে মনে হয় এটা কিপ্টামি। কিন্তু বাস্তবে উপার্জনক্ষম পুরুষরা বছর হিসেবে খরচ করেন। ছোটবেলা থেকেই দেখে আসছি, ঈদে বাবা আমাদের দিচ্ছেন অথচ নিজে কিছু নিচ্ছেন না। যে স্থানগুলোর কথা উপরে বললাম, হয়তো সেখানের পরিবেশ দেখলে অন্যরা খেতে চাবে না। অথচ পয়সা সেভ করার জন্য আমাদের এমন অভিনয় করতে হচ্ছে। এভাবেই আমরা প্রতিনিয় অভিনয় করে যাচ্ছি। শত কষ্টের মাঝেও মুখে বলছি ‘আলহামদুলিল্লাহ’।
আমি কষ্ট করি তাও আমার পরিবারের সদস্যরা ভালো থাকুক।❤❤❤

16/12/2020

বিজয়ের আনন্দঃ ১৬ ই ডিসেম্বর,১৯৭১

আল হাক্ক ফ্যাশান বিডির পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ❤

Photos from Al Haqq Fashion BD's post 14/12/2020

Available Collection 🔥🔥🔥
Casual /Formal ,Step / chek variety Shirts
>>> আপনার পছন্দের শার্ট পেতে শার্ট এর ছবি সহ ইনবক্সে যোগাযোগ করুন।
>>>Size: M, L and XL
👕Size Measurements:-
M ( Chest 39" Long 28")
L ( Chest 41" Long 29")
XL (Chest 44" Long 30")

14/12/2020

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।সকল শহীদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

Photos from Al Haqq Fashion BD's post 08/12/2020

Al-Haqq Fashion এ এখন পাওয়া যাচ্ছে....

এই শীতের জন্য আকর্ষণীয় সব হুডি অতি সুলভ মূল্যে নিয়ে এসেছি আপনাদের জন্য।

সাইজ :
M-. দৈর্ঘ্য 27 ", বুকে 38"
L- দৈর্ঘ্য 28 ", বুকে 40"
XL- দৈর্ঘ্য 29 ", বুকে 42"
XXL- দৈর্ঘ্য 30 ", বুকে 44

Delivery charge in comilla in BD 60/- and all over in BD 150/- For Buy & more details inbox me or please call +8801818904258
+8801851529372

(বি:দ্র: বরুড়াতে যে কেউ চাইলে আমাদের আল হাক্ক ফ্যাশন থেকে সরাসরি আপনার পছন্দের পন্যটি সংগ্রহ করতে পারেন,আসার পূর্বে আমাদের নাম্বার এ কল করে আসবেন Pls)

ঠিকানা :- বরুড়া বাজার থানা রোড ভূঁইয়া শপিং কমপ্লেক্স।
অথবা হাউজ বিল্ডিং, মৌলবি বাজার মোবাইল: +88018904258, +8801851529372

Photos from Al Haqq Fashion BD's post 05/12/2020

Al-Haqq Fashion এ এখন পাওয়া যাচ্ছে....

মেন'স এর আধুনিক স্টাইলিশ চাইনিজ টুপি

ব্র্যান্ড: চাইনিজ (Original)...

টুপির মূল্য: ১৮০ টাকা

Delivery charge in comilla in BD 60/- and all over in BD 100/- For Buy & more details inbox me or please call +8801818904258
+8801851529372

(বি:দ্র: বরুড়াতে যে কেউ চাইলে আমাদের আল হাক্ক ফ্যাশন থেকে সরাসরি আপনার পছন্দের পন্যটি সংগ্রহ করতে পারেন,আসার পূর্বে আমাদের নাম্বার এ কল করে আসবেন Pls)

ঠিকানা :- বরুড়া বাজার থানা রোড ভূঁইয়া শপিং কমপ্লেক্স।
অথবা হাউজ বিল্ডিং, মৌলবি বাজার মোবাইল: +88018904258, +8801851529372

Photos from Al Haqq Fashion BD's post 04/12/2020

💥💖এই শীতে থাকছে ডাবল ধামাকা!!💖💦

****সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবার শীতে আপনাদের
কাছে নিয়ে এলো জমজমাট কালেকশনে মনকড়া ডিজাইন।

***** অফার চলবে পুরো শীত জুড়ে *****


**** আগে আপনার পছন্দের পণ্যটি বুঝে নিন; তারপর পেইমেন্ট করুন

**** অনলাইনে পণ্যের মান নিয়ে চিন্তিত? 🤔- আপনার টাকা আপনি
চাইলে ফেরৎ পেয়ে যাবেন অথবা পছন্দমতো পণ্যটি চেইন্জও
করতে পারবেন ৩দিনের মধ্যে।।

>>>>>>> Domin Shirt

Photos from Al Haqq Fashion BD's post 02/12/2020

💥💖এই শীতে থাকছে ডাবল ধামাকা!!💖💦

****সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবার শীতে আপনাদের
কাছে নিয়ে এলো জমজমাট DONE কালেকশনে মনকড়া ডিজাইন।

***** অফার চলবে পুরো শীত জুড়ে *****


**** আগে আপনার পছন্দের পণ্যটি বুঝে নিন; তারপর পেইমেন্ট করুন

**** অনলাইনে পণ্যের মান নিয়ে চিন্তিত? 🤔- আপনার টাকা আপনি
চাইলে ফেরৎ পেয়ে যাবেন অথবা পছন্দমতো পণ্যটি চেইন্জও
করতে পারবেন ৩দিনের মধ্যে।।

>>>>>>> Sweat Shirt

Photos from Al Haqq Fashion BD's post 25/11/2020

💥💖এই শীতে থাকছে ডাবল ধামাকা!!💖💦

****সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবার শীতে আপনাদের
কাছে নিয়ে এলো জমজমাট কালেকশনে মনকড়া ডিজাইন।

***** অফার চলবে পুরো শীত জুড়ে *****


**** আগে আপনার পছন্দের পণ্যটি বুঝে নিন; তারপর পেইমেন্ট করুন

**** অনলাইনে পণ্যের মান নিয়ে চিন্তিত? 🤔- আপনার টাকা আপনি
চাইলে ফেরৎ পেয়ে যাবেন অথবা পছন্দমতো পণ্যটি চেইন্জও
করতে পারবেন ৩দিনের মধ্যে।।

>>>>>>> T Shirt

Photos from Al Haqq Fashion BD's post 25/11/2020

💥💖এই শীতে থাকছে ডাবল ধামাকা!!💖💦

****সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবার শীতে আপনাদের
কাছে নিয়ে এলো জমজমাট কালেকশনে মনকড়া ডিজাইন।

***** অফার চলবে পুরো শীত জুড়ে *****


**** আগে আপনার পছন্দের পণ্যটি বুঝে নিন; তারপর পেইমেন্ট করুন

**** অনলাইনে পণ্যের মান নিয়ে চিন্তিত? 🤔- আপনার টাকা আপনি
চাইলে ফেরৎ পেয়ে যাবেন অথবা পছন্দমতো পণ্যটি চেইন্জও
করতে পারবেন ৩দিনের মধ্যে।।

>>>>>>> T Shirt

Photos from Al Haqq Fashion BD's post 25/11/2020

💥💖এই শীতে থাকছে ডাবল ধামাকা!!💖💦

****সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবার শীতে আপনাদের
কাছে নিয়ে এলো জমজমাট কালেকশনে মনকড়া ডিজাইন।

***** অফার চলবে পুরো শীত জুড়ে *****


**** আগে আপনার পছন্দের পণ্যটি বুঝে নিন; তারপর পেইমেন্ট করুন

**** অনলাইনে পণ্যের মান নিয়ে চিন্তিত? 🤔- আপনার টাকা আপনি
চাইলে ফেরৎ পেয়ে যাবেন অথবা পছন্দমতো পণ্যটি চেইন্জও
করতে পারবেন ৩দিনের মধ্যে।।

>>>>>>> T Shirt

Photos from Al Haqq Fashion BD's post 25/11/2020

Al-Haqq Fashion এ এখন পাওয়া যাচ্ছে....

মেন'স এর আধুনিক স্টাইলিশ গ্রেনডিং পেন্ট...

ব্র্যান্ড: FSBN(Original)...

সাইজ: 28-36

জিন‍্স মূল্য: 400/=
টাওজার = ২৫০/=(ফ্রী সাইজ)

Delivery charge in comilla in BD 60/- and all over in BD 150/- For Buy & more details inbox me or please call +8801818904258
+8801851529372

(বি:দ্র: বরুড়াতে যে কেউ চাইলে আমাদের আল হাক্ক ফ্যাশন থেকে সরাসরি আপনার পছন্দের পন্যটি সংগ্রহ করতে পারেন,আসার পূর্বে আমাদের নাম্বার এ কল করে আসবেন Pls)

ঠিকানা :- বরুড়া বাজার থানা রোড ভূঁইয়া শপিং কমপ্লেক্স।
অথবা হাউজ বিল্ডিং, মৌলবি বাজার মোবাইল: +88018904258, +8801851529372

Photos from Al Haqq Fashion BD's post 25/11/2020

💥💖এই শীতে থাকছে ডাবল ধামাকা!!💖💦

****সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবার শীতে আপনাদের
কাছে নিয়ে এলো জমজমাট কালেকশনে মনকড়া ডিজাইন।

***** অফার চলবে পুরো শীত জুড়ে *****


**** আগে আপনার পছন্দের পণ্যটি বুঝে নিন; তারপর পেইমেন্ট করুন

**** অনলাইনে পণ্যের মান নিয়ে চিন্তিত? 🤔- আপনার টাকা আপনি
চাইলে ফেরৎ পেয়ে যাবেন অথবা পছন্দমতো পণ্যটি চেইন্জও
করতে পারবেন ৩দিনের মধ্যে।।

>>>>>>> Sweat Shirt

25/11/2020

Grab the Stretchable Denim Jacket✨
✅ Code- G22 Deep ✅ G22 Light
✅ Call- 01818904258 , 01851529372
✅ সরাসরি দেখে কিনতে চলে আসুন বরুড়া বাজার থানা রোড ভূঁইয়া শপিং কমপ্লেক্স
Available Size -
M - Chest - 42-44 , Long 26-26.5
L- Chest 45-47, Long - 27-27.5
XL - Chest 48-50 , Long- 28-28.5
For the Order message your
✅ Contact Number
✅ Address
✅ Size ( সাইজ বুজতে সমস্যা হলে -ওজন ও উচ্চতা জানাবেন, আমরাই সঠিক সাইজ পাঠাবো )
✅ Price - Send Message- ক্লিক করলেই মূল্য পেয়ে যাবেন

>

Photos from Al Haqq Fashion BD's post 20/11/2020

Al-Haqq Fashion এ এখন পাওয়া যাচ্ছে....

মেন'স এর আধুনিক স্টাইলিশ পেন্ট...

সাইজ: 28-38

Delivery charge in comilla in BD 60/- and all over in BD 150/- For Buy & more details inbox me or please call +8801818904258
+8801851529372

(বি:দ্র: বরুড়াতে যে কেউ চাইলে আমাদের আল হাক্ক ফ্যাশন থেকে সরাসরি আপনার পছন্দের পন্যটি সংগ্রহ করতে পারেন,আসার পূর্বে আমাদের নাম্বার এ কল করে আসবেন Pls)

ঠিকানা :- বরুড়া বাজার থানা রোড ভূঁইয়া শপিং কমপ্লেক্স।
অথবা হাউজ বিল্ডিং, মৌলবি বাজার মোবাইল: +88018904258, +8801851529372

Photos from Al Haqq Fashion BD's post 20/11/2020

Al-Haqq Fashion এ এখন পাওয়া যাচ্ছে....

মেন'স এর আধুনিক স্টাইলিশ গ্রেনডিং পেন্ট...

ব্র্যান্ড: FSBN(Original)...

সাইজ: 28-36

জিন‍্স মূল্য: 550/-

Delivery charge in comilla in BD 60/- and all over in BD 150/- For Buy & more details inbox me or please call +8801818904258
+8801851529372

(বি:দ্র: বরুড়াতে যে কেউ চাইলে আমাদের আল হাক্ক ফ্যাশন থেকে সরাসরি আপনার পছন্দের পন্যটি সংগ্রহ করতে পারেন,আসার পূর্বে আমাদের নাম্বার এ কল করে আসবেন Pls)

ঠিকানা :- বরুড়া বাজার থানা রোড ভূঁইয়া শপিং কমপ্লেক্স।
অথবা হাউজ বিল্ডিং, মৌলবি বাজার মোবাইল: +88018904258, +8801851529372

19/11/2020

🌀 স্টাইলিস পান্জাবিওয়ালা ব্রান্ডের সেমিলং পান্জাবি কালেকশান 2020 🌀

🎁 Price :1350 BDT
Discount price: 1050 টাকা
🛒 অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার এ :

☎️ NUMBER
01818904258 (bkash personal)

✅ পাইকারি বিক্রি করা হয়।

✅ Stock Limited.

✅ অথবা নিম্নলিখিত তথ্য আমাকে এ মেসেজ করুনঃ
1) আপনার নাম
2) ঠিকানা
3) মোবাইল নাম্বার
4) প্রোডাক্টের কোড
5) প্রোডাক্টের সাইজ

💠 Size measurement:
Available Size- M, L, XL,
M - 40,,, L --42,,,,XL--44

💠 Office:
বরুড়া বাজার
ডেলিভারিঃ বরুড়ার বাজারের মধ্য ফ্রি।বরুড়ার বাহিরে
কুমিল্লা ভিতরে ৮০ টাকা চার্জ

Want your business to be the top-listed Clothing Store in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আপনার সৌন্দর্যের অহংকারের কড়াই🤗,ক্ষমতার বড়াই 👿টাকার ছড়াছড়ি💰,বাড়ি-গাড়ি🏢🚗কবরে কিছু নিয়ে যাইয়েন সাথে,যদি পারেন আর কী!!😔😔😔😔😔...

Telephone

Address

Barura Bazar
Comilla

Other Comilla clothing stores (show all)
Girl's Choice BD Girl's Choice BD
Comilla

Only Business Page . And Service All clothing Item.

Zafreen's Closet Zafreen's Closet
Dharmapur, Cumilla
Comilla, 3500

Zafreen's Closet represents your style and follows unique trend.so choice yours and responsibility ours Thanks for getting in touch......

Hand Paint with Nijhum Hand Paint with Nijhum
Kandirpar, Cumilla
Comilla

Boys 'Punjabi, girls' shari, dresses, children's clothes are hand painted, you can get your favorite paint clothes from us at very low cost.

S'b Unique Fashion World S'b Unique Fashion World
Comilla, $$$$

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামুয়ালাইকুম। সততার সাথে ব্যবসা করাই আমাদের মূল উদ্দেশ্য ১০০%

ˢᴵᴺᴳᴸᴱ 2.0 ᴾᴿᴼ ᴹᴬˣ ˢᴵᴺᴳᴸᴱ 2.0 ᴾᴿᴼ ᴹᴬˣ
Cumilla
Comilla

সাপোর্ট চাই

PinkBird Collection PinkBird Collection
Comilla, 3500

We are giving quality product with unique design at a cheap rate and lots of campaign discount for women (Specially for Comilla)

Asma’s infinity Asma’s infinity
Cumilla
Comilla, 3500

100% authentic febric are available here.

Dewan Shop Dewan Shop
Sacher Bazar.
Comilla, SACHERBAZAR

আসসালামু আলাইকুম, দেওয়ান শপে আপনাদেরকে আমন্ত্রণ..

GENTS WORLD GENTS WORLD
Cumilla
Comilla, 3500

https://www.facebook.com/sharingallover

Suro's collection Suro's collection
Comilla

Clothing Brand... All about Girl's Fashion...