Md Borhan Uddin

Md Borhan Uddin

You may also like

SeekingPivot
SeekingPivot

SEO Specialist Bangladesh. One ranked SEO Specialist on Google. Considering hiring an SEO agency? Tired of SEO Firms failing to deliver?

I provide personalized consulting and marketing services.

21/07/2023

How to Get Free Traffic for Your Website and Boost Your Earnings

Having a website is no longer a luxury, but a necessity for businesses and individuals alike. However, having a website is not enough; you need visitors to succeed. While paid advertising is one way to drive traffic, it can be costly, especially for those on a tight budget. That's where free traffic comes into play.

1. Optimize your website for search engines:

Search engine optimization (SEO) is the process of optimizing your website to rank higher in search engine results. By conducting keyword research and strategically incorporating relevant keywords into your website content, meta tags, and URLs, you can increase your website's visibility to search engines. This will help you attract organic traffic from people searching for products or services related to your industry, ultimately leading to more sales and revenue.

2. Create compelling content:

Content is king, and creating high-quality, valuable content is crucial for attracting free traffic. By consistently publishing insightful blog posts, informative articles, engaging videos, or podcasts, you can establish yourself as an authority in your niche. Share your expertise, address common pain points, and provide solutions to your audience's problems. When your content resonates with your target audience, they are more likely to share it, increasing your website's visibility and driving more traffic.

3. Leverage social media platforms:

With billions of users worldwide, social media platforms offer vast potential for driving free traffic to your website. Create business profiles on platforms relevant to your target audience, such as Facebook, Twitter, Instagram, LinkedIn, or Pinterest. Regularly post engaging content, interact with your followers, and use relevant hashtags to expand your reach.

4. Guest blogging:

Collaborating with other bloggers and influencers in your industry through guest blogging can be an effective way to tap into their existing audience. This can drive free traffic to your website. Seek reputable websites or blogs that accept guest posts and offer high-quality content in exchange for a backlink to your website.

5. Utilize email marketing:

Building an email list allows you to directly reach out to your audience and drive consistent traffic to your website. Offer valuable incentives, such as exclusive content, discounts, or free resources, to encourage visitors to subscribe to your newsletter. Once you have a substantial email list, regularly send out engaging newsletters with links to your latest blog posts, products, or promotions.

Getting free traffic for your website is not only cost-effective but also can significantly boost your earnings.

16/08/2022

Topic/Title - Basic concept of Keywords, Website seo & Niche.

1. SEO কি?

একটি website কে Google এর ফার্স্ট পেইজে নিয়ে আসার জন্য Google এর Algorithm অনুসরণ করে যেসব কাজ করা হয়, তাকেই Search Engine Optimization বা সংক্ষেপে SEO বলা হয়।

2. Website কি?

অনলাইনে যেকোনো প্রতিষ্ঠানের URL বা site এ প্রবেশ করলে যেসব তথ্য পেয়ে থাকি, তাই Website নামে পরিচিত।
Example : Google, Facebook, Amazon etc.

3. Domain কি?

Website এর নাম বা URL কে Domain বলে।

4. Hosting কি?

একটি website এর ভিতরে যেসব তথ্য সাজানো থাকে, তাই Hosting.

5. Google Algorithm কি?

Google এর যেসব নিয়ম কানুনের মাধ্যমে কোনো website কে ফার্স্ট পেইজে এ নিয়ে আসা যায়, তাই Google Algorithm.

6. Niche কি?

Niche হলো একটি subject বা পণ্যের নাম যা website এর প্রোডাক্টকে নির্দেশ করে।

7. Search Volume কি?

Google এ Monthly একটি নির্দিষ্ট Keyword কে যতবার সার্চ করা হয়, তার value টাকে search volume বলে।

8. Keyword কি?

Google এর সার্চ ইঞ্জিনে এ যেসব শব্দ ব্যবহার করে সার্চ করা হয়, সেসব শব্দগুলোকে Keyword বলে।

অনেক ধরনের Keyword রয়েছে। তন্মধ্যে দুটো হলো -

1. Short Tail Keyword
2. Long Tail Keyword

দুই বা তার কম শব্দের Keyword কে বলা হয় Short tail keyword.
অন্যদিকে দুইয়ের অধিক শব্দের keyword কে বলা হয় Long tail keyword.

Targeted Keyword : যে keyword টির মাধ্যমে Client তার website এর র‍্যাংক করাতে চায়, তাই Targeted keyword.

Relevant Keyword : একটি নির্দিষ্ট keyword লিখে সার্চ দেওয়ার পর সেই keyword এর সাথে similar বা মিল আছে এমন keyword গুলোকে Relevant keyword বলে।

Keyword Difficulty (KD) : একটি keyword এর জন্য র‍্যাংক করাটা কতটা কঠিন, তা KD এর মাধ্যমে যাচাই করে ধারণা লাভ করা হয়।

High Competitive Keyword : যে keyword এর Competitor বেশি, তাই High competitor keyword.

Low Competitive Keyword : যে keyword এর competitor কম, তাই Low competitor keyword.

Profitable keyword : যে keyword এর KD কম কিন্তু সার্চ ভলিউম বেশি, তাই Profitable keyword.

14/08/2022

Complete SEO Checklist for 2022

28/07/2022

Domain names have an impact on SEO. Having the right domain name can help you target your audience and accelerate your search engine placement.

✅ Here is Tips for Finding the Perfect Domain Name ✅

🧾 Keep It Short
🧾 Less is More
🧾 Include Your Brand Name
🧾 Perform a Domain Name Search
🧾 Think Locally

📍 Follow Us
Like & Share 👍

17/06/2022

SEO কি, কেন, কত প্রকার ও কীভাবে সেসব নিয়েই এই পোস্ট। আজ SEO নিয়ে একদম বিগেনার লেভেলের ধারণা দেব ।

এসইও (SEO) কি?
এসইও ডিজিটাল মার্কেটিংএরই একটি গুরুত্বপূর্ণ বিভাগ। অনলাইন ব্যবসার জন্য ই-কমার্স, ড্রপশিপিং বা এফিলিয়েট ওয়েবসাইট বানিয়েছেন। এখন এটাকে তো গুগল সার্চ পেজে খুঁজে পেতে হবে । গুগলে সার্চ করে প্রথমদিকে পাওয়ার এই মিশনই এসইও বা Search Engine Optimization (SEO) । সার্চ করে শুধু পেলেই হবেনা, সার্চ রেজাল্টের প্রথমদিকে থাকতে হবে । টপ ১০ এ থাকার এই মিশন নিয়েই এসইও বা Search engine optimization করা হয়।

এসইও এত গুরুত্বপূর্ণ কেন?
অনলাইন ব্যবসা বা ব্লগিং যারা করছেন তাদের প্রধান উদ্দেশ্য ভিজিটর। ‘উপযুক্ত’ ভিজিটর ছাড়া ওয়েবসাইট/ব্লগ বাতি ছাড়া হেরিকেনের মতো। উপযুক্ত এই জন্য যে, কাস্টমার/ভিজিটর এখানে সার্চ করে ঢুকে থাকেন । সোস্যাল মিডিয়ার মত হারিকেন ধরে ধরে ভিজিটর বা কাস্টমারের কাছে যাইতে হয়না। এখানে যাওয়ার উপযোগী করতে হয় ।
সেটাই হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) । যেটা ডিজিটাল মার্কেটিং যুগে সবথেকে অর্গানিক অস্ত্র। আগামীর পৃথিবী অনলাইন মার্কেটিং এর যুগ। ব্যবসায় টিকে থাকতে SEO একটি মোক্ষম উপায় হয়ে দাঁড়াচ্ছে ।

Result Driven SEO আপনাকে দিতে পারে সবথেকে বেশি ই-কমার্স ROI.
এসইও (SEO) কত প্রকার?
এসইও (SEO) মূলত তিনটি ভাগে করতে হয়ঃ
অন-পেজ এসইও (On-page SEO)
অফ-পেজ এসইও (Off Page SEO)
টেকনিক্যাল এসইও (Technical SEO)
স্থানের ভিত্তিতে SEO আবার দুই প্রকারঃ
লোকাল এসইও
গ্লোবাল এসইও ।

স্বচ্ছতার ভিত্তিতে এসইও পদ্ধতি (SEO Strategy) তিনটিঃ
বৈধ পন্থায় এসইও (White hat SEO)
সমন্বিত এসইও (Grey hat SEO)
অবৈধ পন্থায় এসইও (Black hat SEO)
আমরা মুলত হোয়াইট হ্যাট এসইও চর্চা করবো। গ্রে হ্যাট ও ব্ল্যাক হ্যাট এসইও যেকোনো সময় ড্রপ করতে পারে। তবু সেটাও শিখে রাখবো একসময়।

অন পেজ এসইও সম্পর্কে (On-page SEO Guides Bangla)
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য প্রথমেই দরকার সঠিক SEO কৌশল ও পরিকল্পনা, লাভজনক কিওয়ার্ড রিসার্চ, টার্গেট কাস্টমার ও মার্কেট রিসার্চ, এবং কন্টেন্ট অপ্টিমাইজেশন । এসবই অন-সাইট অপ্টিমাইজেশনের মধ্যে পড়ে।

ওয়েবসাইটের জন্য ভাল কন্টেন্ট ও কন্টেটকে এসইও উপযোগী করে তোলাই অন-পেজ এসইও (On-page SEO’র মূল থিম ।

যেমন কপি পেস্ট মুক্ত লেখা বা ছবি পরিহার, যতটুকু সম্ভব ক্রিয়েটিভ থাকা আর কি । কম প্রতিযোগিতামূলক ও বেশি সার্চ ভলিউমের কিওয়ার্ড নির্বাচন করা অনপেজ এসইওর প্রথম ধাপ। এরপর পেজের লেখায়, মেটা ইনফোতে, ও ইউআরএলে কিওয়ার্ডের ব্যবহার। এডভান্সড লেভেলের কিওয়ার্ড রিসার্চ একটা ওয়েবসাইটের প্রথম গুরুুত্বপূর্ণ মিশন।

এরপরেই গুরুত্ব দিতে হবে কন্টেন্টকে। কন্টেন্ট মানসম্মত না হলে ভালো কিওয়ার্ড ব্যবহার করেও ফায়দা নেই। ইউনিক আর্টিকেল, সমৃদ্ধ কন্টেন্ট, ইউজার ফ্রেন্ডলিনেস সাইট আর্কিটেকচার ; এসব যখন ঠিকঠাক হবে তখনই তা কোয়ালিটি কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে। যাতে ইউজার ভালোবাসেন, রোবটও ভালোবাসেন।

অফ-পেজ এসইও (Of f-pag SEO)
নিজের সাইটের রিপুটেশন, অথোরিটি ও ট্রাফিক বাড়ানোর জন্য অন্য সাইট থেকে নিজের সাইটে লিংকিংএর মাধ্যমেই মূলত অফ পেজ এসইও করা হয়।
মোটকথা, নিজের সাইটের বাইরে এসইও সংক্রান্ত যত কাজ, সবই অফ পেজ এসইও।

ভিভিন্ন মাধ্যমের সঙ্গে লিংক বিল্ডিং করা হয়, যেমন- ওয়েবসাইট, সোস্যাল মিডিয়া, ব্লগ, ডিরেকটরি, ইত্যাদি। বিজ্ঞাপনের মাধ্যমেও অফপেজ সংক্রান্ত প্রমোশনাল ক্যাম্পেইন করে থাকি যেমন ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিংকডইন, ফেসবুক, ইত্যাদি।

টেকনিক্যাল এসইও (Technical SEO Guides)
টেকনিক্যাল এসইওতে ডিজাইন পূনর্বিন্যাস, বিভিন্ন ধরনের টেকনিক্যাল এরর, সাইট স্পিড বুস্টিং ও ওয়েবসাইট সক্ষমতা, এগুলো সহ বেশকিছু জরুরি অপটিমাইজেশন টাস্ক আছে যা সাইটের crawl ability বাড়িয়ে দেয় । যা আপনার সার্চ ভিজিবিলিটি ও বিক্রি বাড়িয়ে দিবে কয়েকগুণ।

স্বাভাবিকভাবেই আমরা অনপেজ, অফপেজ, ও টেকনিক্যাল এসইও প্র‍্যাক্টিস করবো সম্পূর্ণ White hat পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতি সবচেয়ে দীর্ঘস্থায়ী।
Local SEO ও Global SEO Guides
কোন নির্দিষ্ট এলাকা, টাউন বা শহরের মানুষকে টার্গেট করে ওয়েবসাইটের এসইও করাই লোকাল এসইও ।
সাধারণত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় লোকাল এসইও করা হয়। লোকাল এসইওর প্রয়োজনীয়তা প্রতিদিনই বাড়ছে। উন্নত দেশগুলোয় লোকাল এসইও ব্যাপকভাবে আবশ্যকীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । এখানে এসইও করে আয় করা খুব কঠিন নয় ।

গ্লোবাল এসইও যেইটা সারাবিশ্বের অনলাইন ব্যবহার কারীকে টার্গেট করে যে এসইও প্লানিং করা হয়। ইন্টারন্যাশনাল এসইওতে সার্চকারীর সংখ্যাও যেমন বেশি আবার প্রতিযোগিতাও বেশি। এসইও এক্সপার্ট বা কিওয়ার্ড এক্সপার্টরা কম কঠিন ও বেশি ভিজিটরের কিওয়ার্ড খুঁজে বের করে সেটার ওপরে আর্টিকেল বা কন্টেন্ট লেখেন।

যে ধরনের অনলাইন ব্যবসার জন্য এসইও
ই-কমার্স বিজনেস (e-commerce)
ব্র‍্যান্ডিং (Product/Company Branding)
সার্ভিস/বিজনেস সাইট (Service or Business site)
ব্লগিং/অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate/CPA Marketing)
ড্রপশিপিং (Dropshipping)
ইউটিউব (Youtube Video SEO)
বৈধ পন্থায় এসইও (White Hat SEO Guides Bangla)
হোয়াইট হ্যাট এসইও করতে চাইলে সমস্ত SEO Strategy এমনভাবে তৈরি করতে হবে যাতে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আপনাকে ১০০% বৈধ হিসেবে নেয় ।

সম্পূর্ণ অর্গানিক র‍্যাংকিং, অর্গানিক কিওয়ার্ড, বিষয়ের সাথে মিল রেখে ব্যাকলিংক বিল্ডিং, ইত্যাদি। সার্চ ইঞ্জিনকে বিভ্রান্ত না করে সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করা হোয়াইট হ্যাট এসইওর অন্তর্ভুক্ত শর্ত ।

অবৈধ পন্থায় এসইও (Black Hat SEO)
অপ্রাসঙ্গিক লিংকিং, অযথা কিওয়ার্ড স্টাফিং, দ্রুত ব্যাকলিংক তৈরি, কপি পেস্ট, ইত্যাদি ব্ল্যাক হ্যাট এসইওর আওতাভুক্ত কালো কৌশল। ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমেও র‍্যাংক হয়, তবে তা ক্ষণস্থায়ী ।

ধূসর এসইও (Grey Hat SEO)
ধূসর এসইওর অবস্থান ব্ল্যাক ও হোয়াইট এসইওর মাঝামাঝি। অর্থাৎ দুইটার কোনোটাই ১০০ % না।
এই হলো এসইও (SEO) সম্পর্কে বেসিক একটা ধারণা।

14/06/2022

মাসে অন্তত ১ লাখ টাকা ইনকাম সম্ভব।

যদি-

কাজ উপযোগী ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকে। টানা ২ বছর প্রত্যেকটাদিন অন্তত ১০ ঘন্টা কোয়ালিটি টাইম দিতে পারেন। আর ইনভেস্ট করার মতো ১ লাখ টাকা থাকে।

তাহলে আপনিও ২ বছর পর থেকে মাসে ১ লাখ টাকা ঘরে বসেই ইনকাম করতে পারবেন। এর আগেও হয়তো করে ফেলতে পারেন -যদি মহান রব চান আর আপনিও যথাযথ যোগ্য হয়ে থাকেন। ইনশাআল্লাহ।

এমন না যে ১ লাখ টাকা ইনভেস্ট করতেই হবে। ইনভেস্ট করার মতো অবস্থা না থাকলেও অন্য মেথডে পুষিয়ে নিতে পারেন।

মাত্র ২টা বছর উৎসর্গ করতে পারবেন নাহ?

দরকার আছে বিদেশ যাওয়ার? চাকরি করার? ঘুষ দিয়ে হারামে লিপ্ত হওয়ার?

দুনিয়া প্রচুর আপডেইট হয়েছে!

ঘরে বসেও ইউরোপ, আমেরিকায় চাকরি করা যায়। ফ্রিল্যান্সিং করা যায়। কিংবা তাদের সাথে পাল্লা দিয়ে বিজনেস করা যায়।

ভাই আমার, বোন আমার- কেউ আপনার হাত ধরে শিখাবে না। আপনি আর শিশু না। আবার কেউ শিখাতে চাইলেও শিখাতে না-ও পারে। কারণ?

আপনার আগে কাউকে শিখাতে গিয়ে বস্তাপঁচা গালি কিংবা অকৃতজ্ঞতা পেয়েছে। অথবা যাকে শিখিয়েছে সে তার প্রতিবন্ধকতা হয়ে দাড়িয়েছে।

এইসবের এক্সপেরিয়েন্স কম না আমার 😐

----------------------------------------

11/06/2022

কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভালো জানাশোনা হয়ে গেছে, কিন্তু কিওয়ার্ড রিসার্চ কিভাবে এবং কোথা থেকে শুরু করতে হয়, এ নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। কেউ কেউ আমাকে প্রশ্নও করেছিলেন। আজকে আমি Keyword Research এর ম্যানুয়াল পদ্ধতি আলোচনা করবো।

আমার নিশ যদি হয় টেকনোলজি, আর আমি যদি গিয়ে প্রতিযোগি হিসেবে স্যামসাং বা এ্যাপল ঘাঁটাঘাঁটি করি তাহলে তো হবেনা৷ তারা আমার প্রতিযোগি নয়। স্যামসাং বা এ্যাপল এর মত আমার কোনো কোম্পানি নেই।

পূর্ব প্রস্তুতি
অর্থাৎ আগে পরিস্কার হওয়া দরকার যে, টেকনোলজির কোন শাখা নিয়ে আমি কাজ করবো। ডিজিটাল/সফটওয়্যার টেকনোলজি নাকি হার্ডওয়ার টেকনোলজি। নাকি সবকিছু। ই-কমার্স নাকি এফিলিয়েট। এর ভাষা কি বাংলা/ইংরেজি/হিন্দি নাকি বহুভাষা। স্থানীয় নাকি আন্তর্জাতিক। এইসব নানা বিষয় আশয় নিয়ে আগে ভাবতে হবে।
ধরে নিচ্ছি, আমার সাইটের নিশ বা বিষয় ‘ক্যামেরা’। আমার ওয়েবসাইট এফিলিয়েট মার্কেটিং-এর জন্য । এর ভাষা হবে ইংরেজি ও বাংলা। তো সেখানে ডিএসএলআর ক্যামেরা থেকে শুরু করে যেকোনো ক্যামেরা ও যন্ত্রাংশ নিয়ে রিভিউ বা ইনফরমেশন সহ ভালো মন্দ পোস্ট দিতে হবে।
আগে মাথা খাটান
তো ওই সাইটের জন্য আমরা একটা আর্টিকেল লিখতে চাচ্ছি ড্রোন ক্যামেরার ওপরে। আমরা নিজেরাই একটু চিন্তা করি, “ড্রোন ক্যামেরা” খুঁজতে চাইলে গুগলে কি লিখে সার্চ দিতাম। এটাকে বলে Brainstorming।
কিভাবে কিওয়ার্ড নির্বাচন করব
এভাবে খুঁজতে গিয়ে বেশিরভাগই আমরা লিখে ফেলবো Best camera drone . আরো স্পেসিফিক বুঝাতে চাইলে লিখবো, Best camera drone in 2021. আরো স্পেসিসিক করে লিখি, Best drone with camera. এইসব কিওয়ার্ডগুলো একটা একটা করে গুগলে সার্চ করে দেখতে পারি ম্যানুয়ালি। ভেতরে ঢুকে দেখতে পারি । শুধু শব্দ সংখ্যা না৷ কন্টেন্ট কোয়ালিটি কেমন, তাও দেখতে হবে । তারা কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে৷ তাছাড়া রিলেটেড কিছু কিওয়ার্ড দেখাবে গুগল। কিছু LSI গ্রাফ দেখাবে। সেখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে আবার সার্চ করি। যেমনঃ
কিওায়ারডটি লিখে সার্চ দিলে যে রেজাল্টগুলো দেখাবে এরাই আমার এই কিওয়ার্ডের কম্পিটিটর। SERP এ ইন্সট্যান্ট দেখতে পারি এইসব সাইটের DA, DR কেমন, সার্চ ভলিউম কত, ওইসব কন্টেন্টের শব্দ সংখ্যা, ইত্যাদি জেনে নিতে পারি। এইসব ক্ষেত্রে কিছু ব্রাউজার এক্সটেনশন সাহায্য করতে পারে। যেমন Ubersuggest, mozbar, keyword surfer, ইত্যাদি।

কিওয়ার্ড কাঠিন্য (Keyword Difficulty)
কিওয়ার্ড ডিফিকাল্টি বিচার করা হল কিওয়ার্ড রিসার্চ এর সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে আমরা দেখব কোন কিওয়ার্ডের কত সার্চ ভলিউম এবং সেটা কত ডিফিকাল্টি। সার্চ ভলিউম আমরা সহজেই জানতে পারলেও একটু সময় সাপেক্ষও বটে।
কিওয়ার্ড ডিফিকাল্টি মেজারমেন্ট’র ক্ষেত্রে যে কয়টি বিষয় দেখতে হবেঃ
১. ওই কিওয়ার্ড লিখে সার্চ দেয়ার পর প্রথম দশ ওয়েবসাইটের কোনো সাইটের DA / DR ৩০ এর নীচে আছে কিনা।
২. র‍্যাংক করা সাইটগুলোর কন্টেন্ট কঅতটা কোয়ালিটিফুল তা দেখা।
৩. সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট, উইকিপিডিয়া, প্রশ্নত্তোর সাইট, কিংবা ব্লগস্পট র‍্যাংক করেছে কিনা৷ যদি করে থাকে, বুঝতে হবে এখানে র‍্যাংক করা সহজ।
৪. কখনো কখনো এই ধরনের সোশ্যাল সাইটএর কন্টেন্ট ভালো হলে র‍্যাংক হয়। সেটাও খেয়াল করা।

14/05/2022

Are you looking for Quality Profile Backlinks from High Authority sites.

Here I'm providing high-quality Profile Backlinks and more Do-follow SEO backlinks at a very affordable
price for you.

•We build links from High DA/PA sites
•We Provide Manual Service
•Safe and secure method Fast Indexing

•Complete Excel report with login details
•24/7 Customer support
•Satisfaction Guarantee

If you have any questions please read the FAQS or contact me.

13/05/2022
13/05/2022

Do you want a manual high quality SEO profile backlinks Service provider?
No problem I'll give you manual high quality SEO profile backlinks to rank your website on google. We have agency and always provide good work.
130 high quality SEO profile backlinks
DR/DA- 70 to 9o+ ( Ahrefs/Moz )
Low Spam score
Improve your DR/DA fast
Provide login details
Quick Response
Authority high quality profile backlinks
100% White Hat & manual work
Professional service
100% Satisfaction Guaranteed
For more details inbox me

11/02/2022

🤩পেওনিয়ার থেকে ফ্রিল্যান্সিংয়ের টাকা বিকাশ-এ আসবে মুহূর্তেই। আর ১৬ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ের টাকা এনে প্রতিদিন জিতে নিতে পারেন একটি করে স্মার্টফোন! সাথে থাকছে প্রতি লেনদেনে ফ্ল্যাট ২% বোনাস! বোনাস অফারটি চলবে ১০ মার্চ, ২০২২ পর্যন্ত।

কেনো পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা আনবেন? উত্তরটা সিম্পল-
>টাকা আসবে ইনস্ট্যান্ট;
>মাত্র ১,০০০ টাকা জমলেই ট্রান্সফার করা যাবে
>পেপারওয়ার্কের ঝামেলা নেই।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bkash.com/bn/payoneer

Photos from Md Borhan Uddin's post 05/02/2022

Govt. Circular থেকে দেওয়া ৫৫টি মার্কেটপ্লেস থেকে ইনকাম করলে পাবেন ৪% শতাংশ ইন্সেন্টিভ।

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Jhawtala, Cumilla
Comilla
3500

Other Advertising/Marketing in Comilla (show all)
Kazi Zabed Kazi Zabed
COMILLA
Comilla

Advanced Digital Marketing Shopify Dropshiping.

MD.Mohib Ullah MD.Mohib Ullah
Comilla, 12345

I am a entrepreneur of digital marketing...

Freelancer Faruk Freelancer Faruk
Silver Holly Palace (3rd Floor), Tomcham Bridge (Opposite New Hostel)
Comilla, 3500

This is Faruk(Digital Marketing expert ). I am working for 2 years in the digital marketing Sector

Digital Marketing with Shameemit Digital Marketing with Shameemit
Barura
Comilla, 3560

Hi, I am a digital marketing specialist. Do you want to explore your online business over the world? You can expand your business very fast by Digital Marketing. I have 2 years+ in...

Trusted Boosting BD Trusted Boosting BD
Dhaka
Comilla, 10080

বুষ্ট প্রমোটের সাথে সততার সাথে মিশিয়?

R. M AC & refrigerator service Center R. M AC & refrigerator service Center
নূর মসজিদের সামনে কুমিল্লা, কালিয়াজুরি রোড
Comilla, ৩৫০০

সকল প্রকার এসি এবং ফ্রিজ ঠিক করা হয়,,, স?

Charli Gadget Charli Gadget
Comilla, 3500

Mobile Accessories & Gadget. The Best Product Always Ready For You. Call: 01690-215875 01841-125636

ADEM ADEM
Comilla

Graphic Design is a matter of practice, and I drew this chart based on the certificate percentage.

GiTi PrinTing GiTi PrinTing
গ্লোবাল আইটি ইন্সটিটিউট সংলগ্ন ভবন, বড় মসজিদ রোড, ধোড়করা বাজার, চৌদ্দগ্রাম
Comilla, 3552

পণ্য/সেবার প্রচারণা নিশ্চিত করতে এবং সর্বোৎকৃষ্ট ছাপার কাজের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান Giti Printing.

Some learn with emon Some learn with emon
Comilla
Comilla, 3510

Hi.Assalamo Alaikum . How are you everyone. I hope you are all Gaye's has fine.i am also fine by the

Kazi Takid Nafi Kazi Takid Nafi
Dumuria Chandpur
Comilla, 3500

I will be your social media marketing manager for your business Email : [email protected] Phone :

JBAgency JBAgency
Homna
Comilla, 3546

Grow your online business with Facebook, Instagram, Google, TikTok Ads. DM for any marketing queries!