Orion Computer
সকল চাকরির আবেদন
ভর্তি বাতিল
রেজি. কার্ড, প্রবেশপত্র, সার্টিফিকেট সংশোধন,
ফটোকপি ও লেমোনেটিং
NID সংশোধন
টার্ম পেপার
বাংলা/ইংরেজি কম্পোজ
পাসপোর্ট আবেদন
করা হয়
২০২৩ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষার ফরমফিলাপের সময় বৃদ্ধির নোটিশ।
Follow দিয়ে পাশে থাকুন 👇
অনার্স ২য় বর্ষের ফরম পূরণ শেষ তারিখ ঃ ২৫/০৮/২০২৪
🔥সদ্য পাওয়া || অনার্স ১ম বর্ষ(২০২২-২৩) পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যেই পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, এনইউ।
ভিক্টোরিয়া আজ থেকে স্বৈরাচার মুক্ত। আজ স্বৈরাচারের দোসরদের গদিচ্যুত করছে ভিক্টোরিয়ার সাধারণ ছাত্ররা। স্বাধীন ভিক্টোরিয়া।✊🇧🇩
💥Big Braking 💥
ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান পদত্যাগ করেছেন।✊
বৃষ্টি হলেই তলিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 🌧️
এইচএসসি পরীক্ষা-২০২৪ এর অবশিষ্ট স্থগিত পরীক্ষাসমূহ বাতিল সংক্রান্ত :
ডিগ্রী ৩য় বর্ষ ফরম ফিলাপ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
শেষ তারিখ : ১৯/০৮/২০২৪ ইং
২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি
অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ সময় বৃদ্ধি করা হয়েছে
শেষ তারিখ : ২৭/০৮/২০২৪ ইং
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের প্রাথমিক আবেদন ও রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ:
পল্লী উন্নয়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি - 2024
আজকের ভিডিওর সারর্মম
সবাই সৎ কাজের আদেশ দিন! অসৎ কাজে বাধা দিন!
যতই শত্রু হোক ক্ষমা করে দিন! মানুষের জান ও মালের হিফাজত করুন! সরকারী সম্পদের হেফাজত করুন!
বির্ধমীদের উপাসনালয়ে নিরাপত্তা দিন। মুসলিম দেশে বসবাসরত যেকোন বিধর্মীকে হত্যা করা মহাপাপা। তারা জান্নাতের গন্ধও পাবেনা।
বিপ্লবী ছাত্র-জনতা যাকেই নতুন বিপ্লবী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করুক না কেন আপাতত সবাই দ্রুত আনুগত্য প্রদর্শন করুন! সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল সার্ভিস ও সাধারণ জনগণ সবাই নতুন সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করুন! আজকের মধ্যেই সরকার নির্ধারণ করুন!
আমরা চাই এই দেশে দলীয় পারিবারিক লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান হোক। ফ্রেশ ব্লাড তরুণ সমাজকে সুযোগ দেওয়া উচিৎ। আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র সমাজকে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া উচিৎ।
১৯৭১-এর বিজয়ে ভারতের সহযোগিতার খোটা গত ৫০ বছর বহন করতে হয়েছে। এই বিজয় যেহেতু শুধু ছাত্র-জনতার শত আত্মা উৎসর্গের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সেহেতু দায়িত্বশীলদের প্রতি অনুরোধ আপনারা বিদেশী কোন দেশের দায়বদ্ধতা থেকে মুক্ত। আপনারা শুধুই শুধু এই দেশের ছাত্র-জনতার প্রতি দায়বদ্ধ।
প্রবাসী ভাইয়েরা দেশের এই ক্রান্তিলগ্নে দেশের পাশে এসে দাড়ান। রেমিট্যান্স পাঠান। বহু মেধাবী দেশে মূল্যায়ন না পেয়ে বিদেশে চলে গেছেন। তারা সুযোগ পেলে দেশে ফিরে এসে দেশের উন্নয়নে ভূমিকা রাখার নিয়্যাত করুন! নতুন সরকারের প্রতি উদাত্ত আহব্বান থাকবে মেধাকে মূল্যায়ন করুন! বহু মেধা প্রবাসে আছে তাদেরকে দেশে সম্মানের সাথে ডেকে নিয়ে এসে দেশের জন্য কাজ করার সুযোগ দিবেন।
বি:দ্র: ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমার চিন্তাভাবনা ও রুপরেখা ভিডিও আকারে ও লিখিত আকারে অচিরেই পাবেন ইনশাআল্লাহ।
নিচের কমেন্টে বক্সে ভিডিও লিংক দেওয়া আছে...
২০২২ সালের ডিগ্রি পাস ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি।।
অনার্স ২য় বর্ষ ফরম পূরণের পুন:বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা!
বিজ্ঞপ্তি প্রকাশ 🔥
অনার্স ২য় বর্ষ ফরম পূরণ বিজ্ঞপ্তি 🔥
২০২১-২২ শিক্ষাবর্ষের প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির কোটা মেধা তালিকা ও বিষয় পরিবর্তন সংক্রান্ত নোটিশ
ব্রেকিং নিউজ 🔥
অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি ‼️
আসুন নিজের পাসপোর্ট নিজে করি,দালাল মুক্ত দেশ গড়ি।
বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:
১. আবেদন ফরম পূরণ ✍️
- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- **আবেদন ফরম প্রিন্ট**: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।
২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- **জাতীয় পরিচয়পত্রের ফটোকপি**: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- **জন্ম নিবন্ধন সনদের ফটোকপি**: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- **অন্যান্য ডকুমেন্ট**: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।
৩. ফি জমা 💰
- **ফি**: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- **ফি রসিদ**: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।
৪. আবেদন জমা 📬
- **আবেদন জমা**: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- **ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি**: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।
৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- **এসএমএস বা ইমেইল**: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- **সংগ্রহ**: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
অতি জরুরী পাসপোর্ট করতে চাইলে, পাসপোর্ট এর Super Express Delivery- এর জন্য সরাসরি আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে হয়। সাধারণত সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ৪-৭ দিন বা সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়া হয়। তাই আবেদনের পূর্বে পুলিশ ভেরিফিকেশন করে প্রি পুলিশ ভেরিফিকেশন লেটার জমা দিতে হয়।
এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।
#পাসপোর্ট
একাদশ শ্রেণিতে ৩য় পর্যায় প্রাথমিক আবেদন করা হয়।
যোগাযোগ ঃ 01610-916557
ব্রেকিং নিউজ 🔥
ডিগ্রি 2য় বর্ষ সেশন ফি (2021-22 সেশন)
ব্রেকিং নিউজ 🔥
আজ থেকে শুরু হচ্ছে অনার্স ১ম বর্ষে ভর্তির ২য় পর্যায়ের প্রাথমিক আবেদন। যারা আগে করেননি শুধু তারা আবেদন করতে পারবেন।
যারা অনার্সে প্রাথমিক আবেদন করতে পারেন নাই তারা অনার্সের 2য় পর্যায়ে প্রাথমিক অনলাইন আবেদন করতে পারবেন
#জাতীয়বিশ্ববিদ্যালয় #অনার্স_ভর্তি
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Victoria Degree College Road, Main Gate, Rahman Plaza, Dharmapur
Cumilla
3500
Cumilla, 3500
Wellcome to SELF - My Digital Business Platform ✌️
Uttar Falgun Kara, Chouddagram Upazila
Cumilla, 3550
এই পেজটি খোলা হয়েছে অনলাইন থেকে সেফভাবে ক্রয় বিক্রয় করার জন্য।