Nz'S Engineering

Nz'S Engineering

You may also like

RmRofik
RmRofik

This is a page for Civil Engineering services. We provide attractive building plans and designs

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play 20/06/2023

আসন্ন কুরবানীর বিভিন্ন মাসালা মাসায়েল জানতে আ্যপটি ব্যবহার করে দেখুন। এখানে পেয়ে যাবেন আপনার কুরবানী সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর।

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play

20/05/2023

সিমেন্টের মেয়াদ কত দিন?
অনেকেই এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন, সিমেন্ট উৎপাদনের পর থেকে কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে, বা সিমেন্টের মেয়াদোত্তীর্ণের সময়সীমা কত দিন?
আশাকরি এ সম্পর্কিত উত্তরগুলো এই লেখার মাধ্যমে কিছুটা হলেও পাওয়া যাবে।
সিমেন্ট উৎপাদনের পর গুদামজাত কালীন সময়ে মেয়াদোত্তীর্ণের ব্যাপারে কোন কোড বা পুস্তকে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ নেই।
আর এটা হয়তোবা থাকার কথাও না, কারন এটা সম্পূর্ণভাবে নির্ভর করে গুদামজাতকরন পদ্ধতি এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। আর সেজন্য সঠিক উপায়ে সিমেন্ট গুদামজাত করতে হবে।
সিমেন্ট হচ্ছে একটি জলগ্রাহী নির্মাণ উপাদান। এটা পানি বা জলীয়কনার সংস্পর্শে আসলে বিক্রিয়া শুরু করবে এটাই তার ধর্ম। এ কারণে সিমেন্ট যতক্ষণ না তার সংস্পর্শে আসে ততক্ষণ ভালো অবস্থায় থাকতে পারে।আদ্রতা হচ্ছে সিমেন্টের সব থেকে বড় শত্রু। এ কারণে সিমেন্ট ব্যাগ কখনোই দীর্ঘ সময়ব্যাপী গুদামজাত করা উচিত নয়।
বিভিন্ন সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সিমেন্ট গবেষণা সংস্থা গুলো বলছে যে একটা নির্দিষ্ট সময় পরে সিমেন্টের শক্তি কমতে শুরু করে। তিন মাস সিমেন্ট সংরক্ষণ করে রেখে দিলে ২০ থেকে ৩০ শতাংশ কার্যকারিতা কমে যায়। ছয় মাস রেখে দিলে ৩০ থেকে ৪০ শতাংশ আর ১২ মাস রেখে দিলে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শক্তি কমে যেতে পারে।
সিমেন্ট উৎপাদনের তারিখ থেকে ফ্যাক্টরিতে ৬ মাস এবং দোকান বা সাইটে ৩ মাসের বেশি গুদামজাত করা হলে অবশ্যই ব্যবহারের পূর্বে এর শক্তি পরীক্ষা করে ব্যবহার করতে হবে।
সর্বোপরি কথা হচ্ছে সিমেন্ট উৎপাদনের পর থেকে যত তাড়াতাড়ি ব্যবহার করা যাবে ততই ভাল ফলাফল পাওয়া যাবে। তবে কিভাবে ভালো সিমেন্ট কিনবেন। কিভাবে সিমেন্টের মাঠ পরীক্ষা করবেন এ ব্যাপারেও নুন্যতম তথ্য জানা থাকা চাই।
©Deisgn Integrity

05/05/2023

বাজরিগর পাখি

05/05/2023

কাস্ট ইন সিটু পাইলের কন্সট্রাকশান(বোরড পাইল) প্রসেস
#বিস্তারিত

#০১: প্রি চেকিং এবং জেনারেল ইনফরমেশনস।
==========================================
▶️ Deep Foundation বা পাইল ফাউন্ডেশনের মধ্যে Cast-in-Situ পাইল হচ্ছে বহুল ব্যবহৃত, সহজলভ্য ও ইকনোমিক প্রসিডিউর, যেখানে মাটির অভ্যন্তরে নির্দিষ্ট ডায়ার ও দৈর্ঘ্যের গর্ত খনন করে R.C.C Casting করা হয়। এই পাইল দুর্বল ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে কাঠামোর লোডকে মাটির শক্ত স্তরে স্থানান্তর করে যাকে আমরা End Bearing Pile বলে থাকি।

আমাদের দেশে মূলত: দুই পদ্ধতিতে কাস্ট ইন সিটু পাইল করা হয়;
√ Hydraulic Rotary Pile Drill Rig Machine.
√ Piling Winch Machine/ Manual Operating Rig Machine.........................................................................................................

আজকের আলোচনা Winch Machine/ Rig Machine এর সাহায্যে পাইলিং কাজ নিয়ে। কাজ শুরুর পূর্বে আপনাকে যা চেক করে নিতে হবে;

#প্রি_চেকিং

⚠️ Cutter বা চিজেল এর ডায়া ঠিক আছে কিনা?
======================================
মনে রাখবেন চিজেলের ডায়া একটা ভাইটাল ইস্যু, ইহা যদি নির্দিষ্ট পরিমাপের চেয়ে কম বেশি থাকে তবে কংক্রিটের পরিমানেরও প্রয়োজনের তুলনায় কম বেশি লাগবে। চিজেলের ডায়া সচরাচর পাইলের ডায়া থেকে কিছুটা কম থাকে [1” থেকে 1.5”] যা সর্বোচ্চ 2 পর্যন্ত হয়ে থাকে, পাইল ডায়া যদি 20” হয় তবে চিজেল বা কাটারের ডায়া হবে 18.5” বা সর্বনিন্ম 18” হতে পারবে।

#বিদ্র: চিজেলের ডায়া খুব বেশি কম পাওয়া গেলে আপনাকে চিজেলের বাহিরের পরিধিতে প্রয়োজনীয় ডায়ার রড [৮ থেকে ১৬mm] Welding করে ডায়া বাড়াতে হবে নচেৎ চিজেল পাল্টাতে হবে।

⚠️ Drilling Pipe এবং Tremie পাইপের দৈর্ঘ্য ঠিক আছে কিনা?
================================================
অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে, ট্রিমি এবং ড্রিলিং পাইপের দৈর্ঘ্য পাইলের দৈর্ঘ্য থেকে কিছুটা যেন বেশি থাকে, কমপক্ষে ২ মিটার বা ৬ ফুট বেশি থাকতে হবে।

বি.দ্র: ড্রিলিং পাইপের ডায়া সচরাচর 6” হয়ে থাকে এবং ট্রিমি পাইপের ডায়া সচরাচর 8 থেকে 12 ইঞ্চির হয়।

⚠️ Casing Pipe এর দৈর্ঘ্য এবং ডায়া ঠিক আছে কিনা?
=======================≠===================
কেসিং এর দৈর্ঘ্য একটু বেশি থাকা ভাল, তবে কখনোই ৬ মিটার বা ১৮ ফিটের নিচে Allow করবেন না, কেসিং এর ডায়া পাইলের ডায়ার সমানই হবে।

ড্রইং এ উল্লেখ না থাকলে In General যা মাথায় রাখতে হবে
================≠=============================

📎 কংক্রিটের সর্বনিন্ম কম্প্রেসিভ স্ট্রেন্থ হতে হবে 17.25Mpa বা 2500Psi, রেশিও হবে 1:1.5:3 [with stone chips & 70% Sylhet sand].

📎 Clear cover 3", Slump সর্বনিন্ম 100mm এবং সর্বোচ্চ 200mm হতে পারবে [ অবশ্যই এ্যাডমিক্সার ব্যবহার করতে হবে].

📎 Pile to Pile Minimum center distance হবে 750mm/ 2.5 Feet or 2.5 of Pile Dia, পাইলের Outer face থেকে পাইল ক্যাপের আউটে কমপক্ষে 100mm/ 4" থাকতে হবে।

📎 Cut off level এর উপরে এবং Rebar Casing এর bottom এ false casting এর দৈর্ঘ্য হবে কমপক্ষে 600mm/ 2 feet.

📎 Pile head ভাঙার পরে CC থেকে 2"/3" উপরে বর্ধিত রাখতে হবে।

📎 Boring কমপ্লিটের ৬ ঘন্টার মধ্যে কাস্টিং শেষ করতে হবে, নচেৎ উক্ত সময়ের পর অতিরিক্ত 0.5 মিটার বোরিং করে পুনরায় ওয়াশ করতে হবে। কোন কারণে খননকৃত বোরহোলে কাস্টিং করা না গেলে উক্ত গর্ত থেকে 2D-3D দূরে নতুন পাইল বোরিং করতে হবে।

📎 পাইলের কমপক্ষে 6 টি 16mm Longitudinal bar দিতে হবে, Spiral dia হবে কমপক্ষে 8mm, Max. Spacing হবে;
(কোর ডায়া/ 6) or 3.5 to 7.5 Cm or 8 times of longitudinal bar এগুলোর মধ্যের সবচেয়ে ছোট টা, তবে ইহা কোনভাবেই 6" এর বেশি হবে না।

📎 Spiral এর Length নির্নয়ের সূত্র: N* π (D+d)+8d [N means total spiral, D means core dia, d means dia of spiral bar, π = 3.1416], তবে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি প্রতি Spiral দৈর্ঘ্য πD [D মানে ক্লিয়ার কভার মুক্ত পাইল ডায়া] সাথে খুব একটা বেশি তারতম্য হয়না।

Maximum Tolerance❗️
=====================
√ Pile Center Displacement: 75mm/ 3 inch.
√ Vertically Inclination: 1:100 or 1 inch/ 10

কাস্ট ইন-সিটু পাইল কন্সট্রাকশান (বোরড পাইল)
#পর্ব-০২ =বোরিং চলাকালীন সতর্কতা সমূহ।
===========================================
প্রাথমিক কাজ গুলো করার পর মূল কাজ শুরু করা হয়। আর পাইলের বোরিং করার সকয় কিছু সতর্কতা পালন করতে হয়। নিচে আলোচনা করা হলো

↘️ পাইলের সেন্টার চেকিং
=====================
বোরিং শুরুর পূর্বে আপনাকে পাইলের সেন্টার বরাবর চিজেলের সেন্টার রয়েছে কিনা তা অবশ্যই Ensure করে নিতে হবে, সাইট ইঞ্জিনিয়ারকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যেন তার সাথে কথা না বলে কাজ শুরু না করে। যদি সেন্টার ঠিক থাকে তবে তেপায়ার পাইপগুলোকে ভালভাবে জ্যাম করে নিতে হবে যাতে বোরিং চলাকালে সরে যেতে না পারে, সরে গেলে পাইল Inclined হবার সম্ভাবনা থাকে।
পয়েন্ট চেকিং এর জন্য আমরা সচরাচর কাটারের সর্ব নিন্মস্থ চোখা বা সুচালো অংশে হাত দিয়ে কিছু পানি ছিটিয়ে দিত্র হবে,, যদি পানি তার গা বেয়ে সরাসরি রডের উপর পরে তবে বুঝতে হবে কাটার পাইলের সেন্টারে রয়েছে।

⚠️ বি.দ্র: পাইলের সেন্টার সমূহ পূর্বেই ড্রইং অনুযায়ী মাটিতে সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে আমরা সচরাচর ২০ মি.মি ডায়ার রডকে মাটির অভ্যন্তরে ১/১.৫ ফুট প্রবেশ করিয়ে তা ঢালাই করে বস্তা দিয়ে ঢেকে দেই যাতে পয়েন্টগুলো নষ্ট না হয়ে যেতে পারে।

↘️ Casing Driving:
=====================
১৮ বা ২০ ফুটের কেসিং ড্রাইভের সময় লক্ষ্য রাখবেন তা যেন Vertically Straight থাকে, কারণ কেসিং ড্রাইভিং বাঁকা হলে পাইল Inclined হবার সম্ভাবনা খুব বেশি থাকে।

⚠️ বি.দ্র: যদি কোন কারণে কেসিং Inclined ভাবে ড্রাইভিং হতে দেখেন তবে যেদিকে বাঁকা হচ্ছে তার বিপরীত দিকে অতিরিক্ত লোড আরোপ করে কেসিং কে ধীরে ধীরে নিচের দিকে প্রবেশ করাবেন।

↘️ Pile Inclination:
=====================
অনেক সময় দেখা যায় পাইলের বোরিং চলাকালে কোন কারণে তেপায়ার কোন একটি পাইপের স্থানচুত্যি ঘটলে Inclined ভাবে বোরিং হতে থাকে। যদি Drilling Pipe ড্রপিং এর সময় কেসিং এর সাথে আঘাত পায় অর্থ্যাৎ যদি এক দিক কেসিং এর সাথে লেগে যায় কিন্তু অন্যদিকে অনেক ফাঁকা থাকে তখন বুঝতে হবে পাইলের বোরিং বাঁকা হচ্ছে।
নরমাললি আপনি দূর থেকে কিছুক্ষন লক্ষ্য করলেই বুঝতে পারবেন ড্রিলিং বাঁকা হচ্ছে কিনা? কনফার্ম করতে চাইলে চিজেলকে উপরে তুলে পুনরায় সেন্টার চেক করুন, মনে রাখবেন তেপায়ার স্থানচুত্যি না ঘটলে চিজেল উপরে তুলে স্থির করে রাখলে তা কেসিং এর ঠিক মাঝ বরাবর থাকবে।

⚠️ বি.দ্র: যদি আপনি কনফার্ম হন যে বোরিং Inclined হয়েছে তবে রিগ ম্যানের সাথে পরামর্শ করে সেটাকে সঠিক পজিশনে নিয়ে এসে পুনরায় ধীরে ধীরে কাটারকে ঘুরিয়ে ঘুরিয়ে বোরিং করতে থাকুন।

↘️ Consideration of Boring Time:
=============================
এই জিনিস টা প্রায় ইঞ্জিনিয়ারগন বিবেচনায় আনেন না, Drawing এ যতটুকু লেন্থ দেখানো হয়েছে সেই অনুসারে পাইল করে চলে যান। খেয়াল রাখবেন যদি কখনো কোন পাইলের বোরিং অন্যান্য পাইলের তুলনায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে অবশ্যই কনসালটেন্টের সাথে যোগযোগ করবেন। হয়ত সেই ক্ষেত্রে পাইলের লেন্থ কিছুটা বাড়িয়ে দেওয়া লাগতে পারে ঐ স্তরের মাটি দুর্বল হওয়ার কারণে। খেয়াল রাখবেন মাটির লেয়ার কিন্তু সব জায়গায় একই রকম নাও থাকতে পারে।

আবার একই ভাবে যদি কোন লেয়ারে গিয়ে অনেকক্ষন ড্রিলিং করার পরও পাইপ একটুও না ঢুকে, তখনো কনসালটেন্টের সাথে পরামর্শ করবেন। হয়ত তিনি আরো কিছুক্ষন চালিয়ে দেখতে বলবেন আপনাকে, তারপরও যদি না যায় তবে সেখানেই পাইলের কাস্টিং শেষ করে ফেলতে বলতে পারেন।

↘️ Side Loosing or Side Caving or scouring:
======================================
সাইড ভেঙে যাওয়া কিংবা ভরাট হয়ে যাওয়া একটা কমন প্রবলেম পাইলিং কাজে, বিশেষ করে যখন আপনি Sandy Soil এ পাইলিং কাজ করতে যাবেন। অনেক সময় দেখা যায় পাইলের ডায়া কিংবা অধিক দৈর্ঘ্যের জন্য Clay Soil এর ক্ষেত্রেও সাইড লুজিং হয়। ফলশ্রুতিতে Rebar Case কে পূর্ন লেন্থে প্রবেশ করানো যায়না।

এই ক্ষেত্রে কনসালটেন্টগন Bentonite ব্যবহার করতে সাজেস্ট করেন। Bentonite মূলত ব্যবহার করা হয় মাটির মধ্যস্থ লুজ কনাসমুহের সাথে সিমেন্টের বা ক্যালসিয়ামের রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে Unstable Side কে stable করে ধরে রাখার জন্য যাতে করে সাইড ভাঙার প্রবনতা কমানো যায়।

বাজারে মূলত তিন ধরনের Bentonite পাওয়া যায়, তবে আমাদের দেশে সাধারনত Sodium bentonite ই ব্যবহার করা হয়।
• Natural sodium bentonite
• Natural calcium bentonite
• Sodium-activated bentonite

মনে রাখতে হবে Bentonite ব্যবহারের মাত্রা পুরোপুরি পানির Density, Viscosity, Fluid loss, PH, Filter cake thickness এবং Sand content এর উপর নির্ভর করে। তার পরও In General ৪-৬% Bentonite ব্যবহৃত হয় অর্থ্যাৎ প্রতি ১০০০ লিটার পানির জন্য ৪০-৬০ কেজি Bentonite ব্যবহৃত হয়ে থাকে, তবে এটা সর্বোচ্চ ১৫% পর্যন্ত হতে পারে। Bentonite সাধারনত হাউজের ফ্রেশ পানির সাথে মিশালে উত্তম ফল পাওয়া যায়।

⚠️ বি.দ্র: এখানে বিশেষভাবে উল্লেখ্য যে Bentonite ব্যবহারের ব্যাপারে আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, বাস্তবিক ক্ষেত্রে ইহা আরো কম বেশি লাগতে পারে।

↘️ Workers Safety:
=====================
আপনাকে সব সময় মাথায় রাখতে হবে Safety First । সেজন্য কখনোই হ্যালমেট, গামবুট, হ্যান্ড গ্লোবস ছাড়া কাউকে কনস্ট্রাকশন সাইটে প্রবেশ করতে দিবেন না। বিশেষ করে কেউ যদি তেপায়ার উপরে উঠে সে যেন অবশ্যই সেফটি বেল্ট বেধে নেয়। তাছাড়া ওয়েল্ডারদেরকে অবশ্যই ফুল এ্যাপ্রোন, মাস্ক ও Welding goggles ব্যবহার করতে হবে।

প্রায় ক্ষেত্রেই দেখা যায় নিজেদের সামান্য অসাবধানতার ফলে বৈদ্যুতিক কারণে অনেক হতাহতের সম্মুখীন হতে হয় আমাদেরকে, এজন্য সাইটে কখনোই লিকেজ বা জয়েন্ট দিয়ে ইলেকট্রিক ক্যাবল ব্যবহার করবেন না। যদি করেও থাকেন তবে তা অবশ্যই টেপিং করে ওয়াটার প্রুফ করে নিবেন এবং অবশ্যই অবশ্যই জয়েন্ট সমৃদ্ধ ক্যাবল খুটিতে ঝুলিয়ে রাখবেন যেন তা পানি কিংবা মাটির সংস্পর্শে আসতে না পারে।

কাস্ট ইন-সিটু পাইল কন্সট্রাকশন (Bore pile)
্ব : ওয়াশ এবং রিনফোর্সমেন্ট চেকিং।
===========================================

↘️ Wash:
=====================
আসলে ওয়াশের ক্ষেত্রে কোন ধরাবাঁধা নিয়ম নেই, যদিও আমরা অনেক জায়গাতেই দেখে এসেছি ওয়াশের জন্য কমপক্ষে ৩০ থেকে ৪৫ মিনিট সময় দিতে হবে। প্রকৃতপক্ষে ওয়াশের মূল উদ্দেশ্য হলো পাইলের জন্য খননকৃত গর্ত থেকে কাদা মিশ্রিত পানি বের করে দিয়ে অপেক্ষাকৃত কিছুটা স্বচ্ছ পানিতে কংক্রিটিং করা যাতে কংক্রিটের গুনগত মান নষ্ট না হয়।

এখন কথা হলো যদি আপনি যদি খুব সামান্য পরিমান পানিকে Recycling করে ১ ঘন্টাও করে ওয়াশ করেন সে ক্ষেত্রে কি গর্ত থেকে পরিষ্কার পানি বের হবে? মোটেও না, কারণ আপনি যতই কাদা মিশ্রিত পানি দিয়ে ওয়াশ করেন না কেন তা থেকে ময়লা পানিই বের হবে। এখানে দেখার বিষয় হচ্ছে পানির ডেনসিটি কেমন?? তাতে কাদা মাটির পরিমান কতটুকু?

✅ প্রপার ওয়াশ হয়েছে কিনা বুঝার জন্য ওয়াশের পানিতে হাত দিন, এবার দুই আঙ্গুল দিয়ে ঘষে কাদার পরিমান বুঝার চেষ্টা করুন, মনে রাখবেন পানির কালার ঘোলাটে হবেই কিন্তু তাতে কাদার উপস্থিতি যেন খুবে বেশি না থাকে।

✅ প্রথমে চেষ্টা করবেন পানিকে Recycling না করে ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ দিতে, যেমন সরাসরি পুকুর থেকে পানি নিয়ে তা দিয়ে ওয়াশ করে ট্যাংকে না নিয়ে বাহিরে বের করে দেই। তাতে করে দেখা যায় খুব অল্প সময়েই [১০/১৫ মিনিট] গর্তের পানি কংক্রিট Pouring বা কাস্টিং করার মত উপযোগী হয়ে উঠেছে।

✅ দ্বিতীয়তঃ যদি স্বচ্ছ পানির সোর্স পাওয়া না যায় এবং House বা Mud Tank এর ক্যাপাসিটি কম থাকে, তবে বোরিং শেষে প্রথমেই হাউজ কে সম্পূর্নরুপে কাদা মুক্ত করে নেই। তারপর পরিষ্কার পানি দিয়ে হাউজ ভর্তি করে পানিকে Recycling করে ১৫/২০ মিনিট ওয়াশ করি, এবার সেই কাদা মিশ্রিত পানিকেও আউট করে পুনরায় পরিষ্কার পানি দিয়ে ট্যাংক ভর্তি করে নেই। এভাবে আবারো ১০/১৫ মিনিট পানিকে Recycling করে ওয়াশ করলে দেখা যায় কাস্টিং করার মত উপযোগী হয়ে গিয়েছে।

⚠️ Tank এর সাইজ পর্যাপ্ত হলে পরিষ্কার পানি দিয়ে একবার ওয়াশ করলেই হয়ে যাওয়ার কথা। ফ্রেশ পানি কিংবা অধিক সময় ধরে ওয়াশের ক্ষেত্রে Side Loosing এর বিষয়টা মাথায় রাখতে হবে।

↘️ Reinforcement Checking:
=====================
প্রথমেই চেক করে নিন ড্রইং অনুযায়ী পাইলের লেন্থ ও ডায়া, মেইন বারের ডায়া ও সংখ্যা এবং Spiral এর ডায়া ও স্পেসিং, ল্যাপিং লেন্থ ঠিক আছে কিনা

বিশেষ নির্দেশনা:
=====================
✅ Shape Ring:
সবার প্রথমে Shape Ring এর out to out ডায়া কনফার্ম করে নিবেন, কোর ডায়া ঠিক রাখার জন্য প্রয়োজনে প্রতি ১.৫ মিটার বা ৫ ফুট পর পর 10/12mm রডের পার্মানেন্ট Shape Ring দিয়ে দিন।

মনে করুন কোন একটি পাইলের ডায়া 600mm/ 2 Feet, কভারিং 75mm/ 3”, Main Bar 16mm & Spiral Bar 10mm তবে Shape Ring এর Out-out dia হবে = [600-2x75-2x10-2x16]= 398mm ~ 395mm বা 15.5 Inch.

✅ Core Dia:
পাইল চেকিং এর সময় অবশ্যই অবশ্যই কোর ডায়া চেক করে নিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় Spiral গুলোকে টেনে বাঁধার কারণে দুই Shape Ring এর মাঝের Spiral ডায়া কিছুটা কমে পাওয়া যায়। ধরুন Pile Dia 600mm এবং Covering 75mm হলে Spiral এর out to out ডায়া হবার কথা 450mm, কিন্তু পাওয়া গেল 420mm!

✅ Rebar to Rebar Distance:
পাইলের মেইন রডগুলো Straight আছে কিনা দেখে নিন? প্রতিটার সাথে আগাগোড়া সমান গ্যাপ বিদ্যমান কিনা দেখে নিন? অনেক সয়য় দেখা যায় মিস্ত্রিরা কোন দুটি রড খুব কাছাকাছি বেধে ফেলেছে অথচ অন্য দুইটার মাঝে বিশাল গ্যাপ! তাছাড়া পাইলের খাঁচায় কোন ধরনের মোচড় Allow করবেন না।

✅ Welding:
প্রত্যেকটা Spiral এর Welding ভালভাবে চেক করে নিবেন, কন্ট্রাক্টর’রা সাধারনত এক গ্যাপ ওয়েল্ডিং করে পরবর্তী গ্যাপে #24 SWG তার দিয়ে বেধে দেন।
এ ক্ষেত্রে আপনাকে বলবো প্রতি খাঁচার শুরুর এবং শেষের দিকের কমপক্ষে ২ ফুট পর্যন্ত সবগুলো Spiral ওয়েল্ডিং করে নিবেন [Not Alternate]।

✅ Clear Cover:
পাইলের ক্লিয়ার কভার নিশ্চিতের জন্য প্রতি ১.৫ মিটার বা ৫ ফুট পর পর কংক্রিটের ব্লক দিন, প্রতি ব্লকের স্থলে পাইলের পরিধিতে সমান ডিস্টেন্সে ৩ টি করে ব্লক দিবেন, খেয়াল রাখুন রডের খাঁচা ঢুকানোর সময় ব্লকগুলো যেন ভেঙে না যায়।
অনেকেই ব্লকের পরিবর্তে রডের Spacer বার দিতে সাজেস্ট করেন , সেটা দিলে ওয়েল্ডিং এর পর স্পেসার গুলোকে দুই কোট রেড অক্সাইড মেরে তার উপর অবশ্যই ইলেকট্রিক টেপ পেচিয়ে দিবেন।

✅ Rebar Cage Joint:
কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে সবচেয়ে দুর্বল স্থান হচ্ছে দুই খাঁচার সংযোগ স্থল। সুতরাং পাইলে দুই বা ততোধিক খাঁচা বা রডের কেসিং ব্যবহার করলে রডের ল্যাপিং এবং জয়েন্টের ওয়েল্ডিং ভালভাবে চেক করে নিবেন, যাতে করে প্রতিটা রডের সাথে প্রতিটার ওয়েল্ডিং হয়।
এ ক্ষেত্রে প্রতি ল্যাপিং এর জন্য ২” দৈর্ঘ্যের ২/৩ টি স্পট ওয়েল্ডিং করতে পারেন। অবশ্যই জয়েন্টে ব্লক ব্যবহার করবেন এবং Spiral যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।

✅ Pile Hook:
Cut Off লেভেল বা Pile Top মেইনটেইন এর ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য বের করা সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। অনেকেই এই জায়গাতে এদিক সেদিক করে বসেন। ধরুন কোন একটি পাইলের;

Cut off level হচ্ছে (-) ২.৪ মিটার বা ৮ ফিট,
Pile Top হচ্ছে (-) ১.৮ মিটার বা ৬ ফিট,
অর্থ্যাৎ Cut off level এর ২ ফুট বা ০.৬ মিটার উপর পর্যন্ত ফলস্ কাস্টিং করতে হবে।

ফিল্ডে আপনি কেসিং টপ পেলেন (-) ০.৩মিটার বা ১ ফিট নিচে,

তাহলে হুক লেন্থ হবে [১.৮-০.৩] = ১.৫ মিটার বা ৫ ফুট,
তবে হুকের জন্য রড কাটতে হবে ২.০৫ মি./ ৬ ফুট ১০ ইঞ্চি [হুকের U বেন্ডের জন্য ০.১০০+ হুক লেস্থ ১.৫+ ল্যাপের জন্য ০.৪৫]

এবার হুকের মাথা বেন্ডিং করার পরে রডের টপ থেকে ১.৫ মিটার বা ৫ ফুট দূরুত্বে একটা দাগ দিন এবং এই দাগের সাথে পাইলের রড [০.৪৫মিটার] ওয়েল্ডিং করে নিন।

অর্থ্যাৎ পাইলের রড থেকে ১.৫ মিটার বা ৫ ফুটের যে রডটি বের হয়ে রয়েছে তাই হুক ডিস্টেন্স, সব শেষে হুকটিকে Casing এর সাথে Welding করে দিন যাতে ঢালাই এর সময় কংক্রিটের এর কারনে রডের খাঁচাটি উপরের দিকে ভেসে উঠতে না পারে। নিরাপত্তার স্বার্থে প্রতি পাইলের জন্য দুটি করে ১৬ মিলি হুক রড ব্যবহার করবেন।

⚠️ বিশেষ সর্তকতা: যদি কোন কারণে Rebar Cage ফুল লেন্থ পর্যন্ত প্রবেশ না করে তবে কখনোই খাঁচাকে ঝাকিয়ে ঢুকাতে দিবেন না, এতে করে Spiral গুলোর প্লেসমেন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে খাঁচাকে তুলে নির্দিষ্ট লেন্থ পর্যন্ত বোরিং নিশ্চিত এর পর পুনরায় ওয়াশের পর খাঁচা প্রবেশ করাবেন।

পরবর্তী পোস্টগুলো পেতে Design Integrity পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন ও পোস্ট টি অন্যদের সাথে শেয়ার করুন

©Design Integrity

মুমিন হতে চাই ইসলামিক সঙ্গীত ।। নাহিদ হাসান নওরিদ 06/04/2023

এই রমজানে উপভোগ করুন সুন্দর একটি ইসলামিক সঙ্গীত।

মুমিন হতে চাই ইসলামিক সঙ্গীত ।। নাহিদ হাসান নওরিদ মুমিন হতে চাই ইসলামিক সঙ্গীত ।। নাহিদ হাসান নওরিদ অনেক সুন্দর একটি ইসলামিক সঙ্গীত।

Photos from Nz'S Engineering's post 01/04/2023

Injection Grouting বিস্তারিত
=========================
✔️ Injection Grouting:-
Injection Grouting হচ্ছে এক ধরনের আধুনিক প্রযুক্তি যার সাহায্যে ক্ষতিগ্রস্থ RCC/ Masonry মেম্বারসমূহকে রিপেয়ারিং করা হয়, যেখানে অধিক চাপে Injection এর মাধ্যমে Crack এর মধ্যস্থ ভয়েডে অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন Epoxy Resin & Hardener এর লিকুইড মিশ্রনকে প্রবেশ করান হয়। যা খুব অল্প সময়ের মধ্যে অধিক স্ট্রেন্থ Gain করে, এগুলো 1 দিনে প্রায় 65Mpa শক্তি অর্জন করতে সক্ষম।

✔️ যে কারণে করা হয়:-
√ নতুন বা পুরাতন কোন Masonry/ RCC Structure যদি Crack, Void বা Honeycomb এর কারণে কিংবা আগুন, তাপ, চাপের কারণে ড্যামেজ হলে অথবা কোন কিছুর সাথে আঘাতের ফলে ক্ষতিগ্রস্থ হলে তা মেরামত, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য Inject Grouting করা হয়।

√ অনেক ক্ষেত্রে মেম্বারকে Water Proofing/ Damp Proofing/ Leakage বন্ধ করার জন্যও Inject Grout করা হয়ে থাকে। এগুলোর মাধ্যমে 100% লিকেজ বন্ধ করা সম্ভব।

√Injection Grouting এর মাধ্যম 0.1mm to 10mm পর্যন্ত ক্রাক রিপেয়ার করা সম্ভব।

✔️ যেভাবে করা হয়:-
Line Selection:- ক্রাকের ধরন দেখে প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে কোন পদ্ধতিতে আগাবেন। ইনজেক্টিং দুইভাবে করা যায়;

i. ক্রাক লাইন বরাবর ১-১.৫ ফিট পরপর নজেল সেটিং করে [যদি Wall এ অল্প পরিমানে ক্রাক থাকে]।

ii. ভার্টিক্যালি ও হরিজনটালি ১.৫- ২ ফিট পর পর গ্রিড আকারে নজেল সেটিং করে [যদি স্ট্রাকচার বেশি Damaged হয়]।

✔️ Airtight/ Leaked Proofing:-

√ প্রথমে ক্রাক লাইন বরাবর হালকা চিপিং বা খোদাই করে ক্রাকগুলোকে কিছুটা প্রশস্ত ও গভীর করা হয়, যাতে গ্রাউটিং ঢুকতে পারে।

√ এর পর তা পরিষ্কার করে এবং ভিজিয়ে নিয়ে হাই স্ট্রেন্থ নন-স্রিঙ্কেজ গ্রাউট মর্টার দিয়ে ফিলাপ করে দেওয়া হয়, যাতে Injecting এর সময় Epoxy Liquid কোনদিকে বেরুতে না পেরে ক্রাকের ফাঁকে ফাঁকে চলে যায়। ইহাকে অবশ্যই কিউরিং করতে হবে।

✔️ Nozzle Fitting:-
বাজারে দুই ধরনের নজেল পাওয়া যায় (i) Pvc Nozzle (ii) Metal Nozzle [Pvc Nozzle is best for this work]

√ নজেল ফিটিং এর জন্য প্রথমে 6mm ডায়ার ড্রিল বিট দিয়ে 45 Degree এ্যাংগেলে 6 থেকে 12 ইঞ্চি দৈর্ঘ্যর লম্বা ড্রিল করতে হবে, ড্রিল গুলো এমনভাবে করতে হবে যেন তা Inclined ভাবে ওয়ালের মধ্যস্থ ক্রাক কে ছেদ করে।

√ এবার হোলগুলোকে অবশ্যই #ভালভাবে পরিষ্কার [Air Blower দিয়ে] করে নজেল ফিটিং করতে হবে, এগুলোকে হাই স্ট্রেন্থ নন-স্রিঙ্কেজ গ্রাউট মর্টার দিয়ে এমনভাবে জ্যাম দিতে হবে যেন মেশিনের প্রেসারে নজেল বের হয়ে আসতে না পারে, কিংবা জ্যাম ফেটে লিকুইড লিক করে বের হতে না পারে। ইহাকেও অবশ্যই কিউরিং করতে হবে।

√ নজেলগুলো সাধারনত ৫” দৈর্ঘ্যের হয়ে থাকে, যাহার থ্রেড সহ ১-২” ওয়ালের বাহিরে থাকবে, বাকিটা ড্রিলের ভিতরে থাকে জ্যাম দেওয়ার জন্য।

✔️ Grouting Mixing:-
Epoxy Inject Grouting এর উপাদানসমূহ দুটি উপাংশে বিভক্ত থাকে, যা হলো Epoxy Resin & Hardener. এগুলোকে 70% & 30% অনুপাতে মিশ্রিন করতে হয়।

ইহা আলাদা আলাদা বোতলে থাকে, যা ইনজেক্ট গ্রাউটিং এর ঠিক পূর্ব মুহূর্তে মিশিয়ে ব্যবহার করা হয়। মিক্সিংকে দুই ভাবে করা যায়;
(i) Hand Mixing.
(ii) Machine Mixing.

: এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আলাদা আলাদা উপাদানসমূহ ইউনিফর্ম কালারের না হওয়া পর্যন্ত মিক্সিংকে নাড়তে হবে, মেশিনে মিক্সিং করলে ১-২ মিনিটের মধ্যে হয়ে যাবে, হাতে করলে কিছুটা বেশি সময় লাগতে পারে।

✔️ Inject Grouting:-
এই কাজে দুই ধরনের মেশিন ব্যবহার করা হয়;

(i) Automatic Operating Machine:-
যেখানে মেশিনের Suction Pipe কে Grouting এর মধ্যে রাখা হয় এবং Discharge Pipe কে Nozzle এর থ্রেডের সাথে সেটিং করে দেওয়া হয়। মেশিনে প্রেসার (Force, Pascal) সিলেক্ট করে দিলে মেশিন নির্দিষ্ট প্রেসারে উঠার আগ পর্যন্ত Liquid কে সার্কুলার করতে থাকে, অতপর ইহা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এর পর নজেলের মুখ থেকে পাইপ খুলে নজেলের চাবি ঘুরিয়ে দেওয়া হয় যাতে করে লিকুইড বের হয়ে আসতে না পারে।

(ii) Manual Operating Machine:-
এখানে হাতের সাহায্যে লিভারকে প্রেস করে Injecting করা হয়, লিভারকে প্রেস করার ফলে নজেল এর মধ্যে দিয়ে লিকুইড সমূহ ক্রাকের ফাঁকে ফাঁকে চলে যেতে থাকে, প্রথমদিকে লিভারকে ইজিলি প্রেস করা যায়। যখন ভয়েড সমূহ লিকুইড দ্বারা ভর্তি হয়ে যায় লিভার তখন অনেক হার্ড হয়ে যায়, ফলে লিভার প্রেসিং স্টপ করে দেওয়া হয়।

গড়ে প্রতিটা পয়েন্টের জন্য 100-150gm গ্রাউটিং লাগতে পারে, তবে ইহা সম্পূর্নভাবে ফাঁকার উপর নির্ভর করে।

✔️ সতর্কতা সমূহ:-

√ ড্রিল বা ছিদ্রসমূহ ভালভাবে পরিষ্কার করতে হবে, ময়লা থাকলে লিকুইড ক্রাকের ফাঁকে প্রবেশ করতে পারবেনা, করলেও ময়লার জন্য বন্ডিং হবেনা।
√ গ্রাউটিং এর পূর্বে দৃশ্যমান সকল লিক বন্ধ করতে হবে, কাজ চলাকালীন সময়ে সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে মেশিনের প্রেসারে কোথাও লিক করে যেন লিকুইড বেরিয়ে যেতে না পারে, এমনও হতে পারে কাজের স্থান থেকে ২০ ফিট দূরের লিক দিয়েও বের হবে।

√ লিকুইড মিক্সিং এর পর দ্রুত সময়ের মধ্যেই গ্রাউটিং করে ফেলতে হবে [Maximum 30 min.], না হলে ইহার কার্যকারিতা হারাবে, মেশিন জ্যাম হবার প্রবল সম্ভাবনা থাকে, একবার জ্যাম হলে তা ক্লিয়ার করতে অনেক সময় লাগে যা খুবই কষ্টসাধ্য।

√ এই কাজে নিয়জিত টেকনেশিয়ানদের জন্য গগলস, গ্লোবস এবং এপ্রোন পরিধান বাধ্যতামূলক। মেশিনের প্রেসারে অধিকাংশ সময়েই পাইপ নজেল থেকে ছুটে যায়, ফলশ্রুতিতে তীব্র স্প্রীডে লিকুইড চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

✔️ কাজ পরবর্তী চেকিং:-

√ ওয়ার্কারদের কাজে ফাঁকে দেওয়ার কিছুটা চান্স থাকে, ফলশ্রুতিতে আপনার সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। কাজ শেষের এক/ দুইদিন পর অবশ্যই প্রতিটা নজেলের বর্ধিত অংশকে ভেঙে চেক করে দেখবেন ভিতরে কোন ভয়েড আছে কিনা [প্রয়োজনে ভিতরে #জি_আই তার ঢুকিয়ে চেক করবেন]। যদি ফাঁকা থাকে তবে তার পাশে নতুন আরেকটি করতে হবে এবং পুরাতনটিকে আগের মত গ্রাউটিং করে ভরে ফেলতে হবে।

√ এই ক্ষেত্রে মালামাল অপচয়ের চান্স থাকে, যদি আপনি আলাদাভাবে মালামালের জন্য পে করে থাকেন তবে এই অপচয় আপনাকেই রোধ করতে হবে,

Collected from
Design Integrity

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play 24/03/2023

আসসালামুয়ালাইকুম,
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসে যেকোন ইবাদাত ই অন্য মাসের চাইতে বেশি সাওয়াব। এই অ্যাপটিতে রয়েছে সেহরি, ইফতার, ও যাকাত সম্পর্কিত অনেক অনেক প্রশ্ন ও উত্তর এবং দোয়া।
মোবাইলেতো কত অপ্রয়োজনীয় অ্যাপই থাকে। আমার বানানো এই ইসলামিক অ্যাপটিও রেখে দেখতে পারেন। এখানে রয়েছে বিষয় ভিত্তিত বিভিন্ন প্রশ্নের বিভিন্ন আলেমের উত্তর।
আশা করি কিছুটা হলেও প্রয়োজনে আসবে।

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play

23/03/2023

কনস্ট্রাকশন সাইটে ইট/বালু/সিমেন্ট কিভাবে রিসিভ করবেন??
================================
সাইটে ম্যাটেরিয়ালস আসলে প্রথমেই তার গুনগতমান পরীক্ষা করতে হবে। অর্থাৎ ফিল্ড টেস্ট করে দেখতে হবে ম্যাটেরিয়ালস এর প্রাথমিক কোয়ালিটি ঠিক আছে কনা।
আমাদের আগের পোস্ট গুলো তে ইট,বালু,সিমেন্ট ও রড এর গুনগত মান পরীক্ষার বিভিন্ন পদ্ধতি ও টেস্ট গুলো নিয়ে আলোচনা করা আছে, সেভাবে ম্যাটেরিয়ালস আগে চেক করে নিতে হবে। ম্যাটেরিয়ালস চেক করার পর তা রিসিভ করতে হবে।
ম্যাটেরিয়ালস রিসিভ করার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই করতে হবে....
১/ ম্যাটেরিয়ালস রিসিভ করার ক্ষেত্রে দেখতে হবে চালানের সাথে ম্যাটেরিয়ালস ঠিক আছে কিনা মিলিয়ে দেখতে হবে।
২/ প্রতিদিন কি পরিমান ম্যাটেরিয়ালস আসে তার রেকর্ড রাখতে হবে
৩/ প্রতিদিন কি পরিমান ম্যাটেরিয়ালস ব্যাবহার হয় তার রেকর্ড রাখতে হবে
৪/ চালান থেকে ম্যাটেরিয়ালস আসলে তার রেকর্ড রাখতে হবে এবং হেড-অফিসে জানাতে হবে
🚩 বালি কিভাবে রিসিভ করবেন?
========================
👉প্রথমে ম্যাটেরিয়ালস কোয়ালিটি দেখে চেক করতে হবে
👉বালির ট্রাক আসার পর ট্রাকের উপরে দেখতে হবে ম্যাটেরিয়ালস লেভেল আছে কিনা, যদি লেভেল না থাকে তাহলে লেভেল করে নিতে বলতে হবে
👉ট্রাকের দৈর্ঘ্য,প্রস্থ মাপতে হবে
👉বালির উচ্চতা মাপতে হবে, রড দিয়ে মেপে নিয়ে রডের উচ্চতা স্কেল দিয়ে মেপে নিতে হবে
👉বালির ভলিউম ক্যালকুলেট করে রেকর্ড করে রাখতে হবে
🚩সাইটে সিমেন্ট রিসিভ
==================
👉সিমেন্ট এর মেয়াদ সহ অন্যান্য বিষয় চেক করে নিতে হবে
👉কত ব্যাগ সিমেন্ট আসার কথা জেনে নিতে হবে
👉১২ টা করে ইস্ট্রাক দিয়ে -২ ইস্ট্রাক দিয়ে তার উপর আরেকটা ব্যাগ রেখে ২৫ ব্যাগ করে রিসিভ করতে হবে, তাহলে সহজেই মোট সিমেন্ট ব্যাগের নাম্বার হিসেব রাখা যাবে।
🚩সাইটে রড রিসিভ
===============
👉রড বান্ডিল হিসেবে আসলে কত বান্ডিল হিসেব রাখতে হবে
👉মোট ওয়েটের জন্য rft বের করে ওয়েট বের করতে হবে
🚩সাইটে ইট রিসিভ
==============
👉গুনগত মান পরীক্ষা করে নিতে হবে
👉সাইটে ইস্ট্রাক দিয়ে ইট গুনে নিতে হবে
👉অথবা গাড়ি তে উঠে কয়টা সারিতে ইট আছে এবং প্রতি সারিতে কয়টা ইট আছে তার থেকে মোট ইটের সংখ্যা বের করতে হবে
Ex: দৈর্ঘ্য বরারবর ৬০ পিস,প্রস্থ বরাবর ১০ পিস আর উচ্চতা বরারবর ৫ পিস ব্রিক থাকলে, মোট ব্রিক= ৬০*১০*৫=৩০০০ ব্রিক আছে
বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্য পেতে ডিজাইন ইন্টিগ্রিটির সাথে থাকুন।

Collected From
Design integrity

22/03/2023

কতদিন পর Shutter খোলার নিয়ম??
---------------------------------------------------
১। কলাম/রিটেইনিং ওয়াল/ শিয়ার ওয়ালের সাটারিং ৭২ ঘন্টা পর খুলতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ২৪ ঘন্টা পর সাটার খোলা যেতে পারে।
২। বিমের পাশ ৭২ ঘন্টা পর খুলতে হবে এবং তলা ২৮ দিন পর খুলতে হবে।
৩। Span ছোট হলে ২১ দিন পর খোলা যেতে পারে।
৪। ছাদের শাটার খোলার সময় span এর মিডল থেকে চারদিকে সমান ডিন্সট্যান্স এ props গুলো খুলতে হবে। এমনি ভাবে বিমের পাশের props গুলি খুলতে হবে।
৫। Cantiliver হলে ফ্রি অংশ থেকে ধীরে ধীরে props খুলতে খুলতে বিমের দিকে যেতে হবে।
৬। ছাদ খোলার সময় সেফটি হিসাবে কলামের সাথে আনুভূমিক ভাবে বাঁশ বাঁধতে হবে, যাতে কোন অবস্থাতেই কাঠ, শীট বা props খুলে বিল্ডিং এর বাহিরে পড়তে না পারে।
আমাদের সাথে থাকুন, সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্যের সাথে আপডেট থাকুন ।

Collected from
Design Integrity

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play 22/03/2023

আসসালামুয়ালাইকুম,
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসে যেকোন ইবাদাত ই অন্য মাসের চাইতে বেশি সাওয়াব। এই অ্যাপটিতে রয়েছে সেহরি, ইফতার, ও যাকাত শম্পর্কিত অনেক অনেক প্রশ্ন ও উত্তর এবং দোয়া।
মোবাইলেতো কত অপ্রয়োজনীয় অ্যাপই থাকে। আমার বানানো এই ইসলামিক অ্যাপটিও রেখে দেখতে পারেন। এখানে রয়েছে বিষয় ভিত্তিত বিভিন্ন প্রশ্নের বিভিন্ন আলেমের উত্তর।
আশা করি কিছুটা হলেও প্রয়োজনে আসবে।

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play

বিকাশ প্রতারককে কিভাবে ধোকা দিলেন এই ভাই । খুবই হাসির কর্মকান্ড। bKash Fraud Agent. 21/03/2023

বিকাশ প্রতারকের কর্মকান্ড😂😂😂

বিকাশ প্রতারককে কিভাবে ধোকা দিলেন এই ভাই । খুবই হাসির কর্মকান্ড। bKash Fraud Agent. বিকাশ প্রতারককে কিভাবে ধোকা দিলেন এই ভাই, শুনুন পুরোটা। খুবই হাসির কর্মকান্ড।বিকাশ প্রতারককে কিভাবে ধোকা দিলেন ....

ওমানের ই-ভিসা কিভাবে চেক করবেন? How to check Oman E-Visa? - Nazrul Lyrics 09/03/2023

ওমানের ই-ভিসা কিভাবে চেক করে দেখবেন আপনার ভিসা আসল নাকি নকল? দেখুন নিচের লিংকে।

ওমানের ই-ভিসা কিভাবে চেক করবেন? How to check Oman E-Visa? - Nazrul Lyrics ওমানের ই-ভিসা কিভাবে চেক করবেন? How to check Oman E-Visa?

08/02/2023

২০২২ সালের এইচএসসি / সমমান পরীক্ষার ফলাফল দেখবো যেভাবে 😊

https://eboardresults.com/app/

http://www.educationboardresults.gov.bd/

ঘরে বসেই অনলাইনে দেখুন পবিত্র মসজিদে নববীর অসাধারন ভিউ || Visit masjid al Nababi virtually online. - Nazrul Lyrics 06/02/2023

https://www.nazrullyrics.com/2023/02/visit-masjid-al-nababi-virtually-online.html
ঘুরে দেখুন পবিত্র মদিনা শরীফ অনলাইনে।

ঘরে বসেই অনলাইনে দেখুন পবিত্র মসজিদে নববীর অসাধারন ভিউ || Visit masjid al Nababi virtually online. - Nazrul Lyrics ঘরে বসেই অনলাইনে দেখুন পবিত্র মসজিদে নববীর অসাধারন ভিউ || Visit masjid al Nababi virtually online.

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play 30/01/2023

মোবাইলেতো কত অপ্রয়োজনীয় অ্যাপই থাকে। আমার বানানো এই অ্যাপটিও রেখে দেখতে পারেন। আশা করি কিছুটা হলেও প্রয়োজনে আসবে।

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play

বাংলাদেশ পুলিশ ও আর্মির ব্যাচ দেখে পদবী চিনুন || BD Police & Army Ranks Badge - Nazrul Lyrics 28/01/2023

বাংলাদেশ পুলিশ ও আর্মির ব্যাচ দেখে পদবী চিনুন || BD Police & Army Ranks Badge - Nazrul Lyrics বাংলাদেশ পুলিশ ও আর্মির ব্যাচ দেখে পদবী চিনুন || BD Police & Army Ranks Badge

বাংলাদেশ পুলিশ ও আর্মির ব্যাচ দেখে পদবী চিনুন || BD Police & Army Ranks Badge - Nazrul Lyrics 28/01/2023

https://www.nazrullyrics.com/2023/01/bd-police-army-ranks-badge.html

বাংলাদেশ আর্মি ও পুলিশের ব্যাচ দেখে র‍্যাংক চিনুন।

বাংলাদেশ পুলিশ ও আর্মির ব্যাচ দেখে পদবী চিনুন || BD Police & Army Ranks Badge - Nazrul Lyrics বাংলাদেশ পুলিশ ও আর্মির ব্যাচ দেখে পদবী চিনুন || BD Police & Army Ranks Badge

Awesome Drone Show at Muscat Nights || Oman Festival 2023 || ড্রোন শো || ওমান ফেস্টিভাল ২০২৩ 20/01/2023

https://youtu.be/6QT9Ay7VBvc
মাস্কাট নাইটস, ওমান ফেস্টিভাল ড্রোন শো।

Awesome Drone Show at Muscat Nights || Oman Festival 2023 || ড্রোন শো || ওমান ফেস্টিভাল ২০২৩ The yearly festival of Oman has started today. This is called Muscat Night. It has been arranged in 4 places...

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play 14/01/2023

আলহামদুলিল্লাহ্‌, (ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও) এই নামে আমার ৫ম অ্যাপটি প্লে-স্টোরে পাবলিশ হয়েছে। এবারের অ্যাপটি একটু ভিন্ন ধরনের। এই অ্যাপটি সাজানো হয়েছে দেশের বিভিন্ন আলেমদের ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তরের পর্বগুলো নিয়ে।
অ্যাপটিতে বিষয়ভিত্তিক ভাবে লেকচারগুলো সাজানো হয়েছে।
আশাকরি সবাই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করে দেখবেন ও ৫ স্টার রিভিউ দিবেন ইন-শা-আল্লাহ।

** অ্যাপের নামঃ- ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও
** ডেভেলপারঃ- Nazmul Hasan

#বিঃদ্রঃ অ্যাপটিতে থাকা লেকচার প্রদানকারী সকল আলেমগন আপনার পছন্দের তালিকায় নাও থাকতে পারে, আমার পছন্দের তালিকায়ও সবাই নেই। তবে ঈমান ও আকিদায় সমস্যা হবে এমন কোন লেকচার আশাকরি নেই। এমন কোন লেকচার চোখে পরলে অবশ্যই এই পোস্টের কমেন্টে অথবা ইনবক্সে জানাতে পারেন, পরবর্তী আপডেটে সংশোধন করে দিবো ইন-শা-আল্লাহ।

#ক্রেডিটঃ আমার অ্যাপটিতে থাকা অধিকাংশ লগো, আইকন, ব্যানার ডিজাইন করেছেন আমার বন্ধু R S Sohag Sarker। সে একজন মেডিক্যাল এসিস্ট্যান্ট হওয়ার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনার। যাদের প্রয়োজন আপনারা তার কাছ থেকে লগো, ব্যানার, পোস্টার, টি-শার্ট লগো, বুক কভার সহ আরও অনেক কিছু ডিজাইন করিয়ে নিতে পারেন।

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ ভিডিও - Apps on Google Play

20/12/2022

স্লাম্প টেস্ট কি এবং কেন করা হয়? স্লাম্প টেস্টে স্লাম্প এর মান কখন কত হওয়া উচিত এর বিস্তারিতঃ
==================>

20/12/2022

রডের কাজ অনুসারে ল্যাপিং……

কমপ্রেশন জোন_____
কলাম : ৪০ D
শেয়ার ওয়াল : ৪০ D
লিফ্ট ওয়াল : ৪০ D

টেনশন জোন_____
বীম : ৬০ D
স্ল্যাব : ৬০ D

কলামে ল্যাপিং_____
কলামে সাধারনত ১৬, ২০, ২২, ২৫, ৩২ মিমি রড ব্যবহার হয়ে থাকে তাহলে কলামে ল্যাপিং

১৬ মিমি = ৪০x১৬ = ৬৪০ মিমি ২'-২"
২০ মিমি = ৪০x২০ = ৮০০ মিমি ২'-৮"
২২ মিমি = ৪০x২২ = ৮৮০ মিমি ৩'-০"
২৫ মিমি = ৪০x২৫ = ১০০০ মিমি ৩'-৪"
৩২ মিমি = ৪০x৩২ = ১২৮০ মিমি ৪'-৩"

বীমের ল্যাপিং_____
বীমে সাধারনত ১৬, ২০, ২২, ২৫ মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে বীমের ল্যাপিং

১৬ মিমি = ৬০x১৬ = ৯৬০ মিমি ৩'-২"
২০ মিমি = ৬০x২০ = ১২০০ মিমি ৪'-০"
২২ মিমি = ৬০x২২ = ১৩২০ মিমি ৪'-৫"
২৫ মিমি = ৬০x২৫ = ১৫০০ মিমি ৫'-০"

স্ল্যাবের ল্যাপিং_____
স্ল্যাবে সাধারনত ১০, ১২, মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে স্ল্যাবের ল্যাপিং

১০ মিমি = ৬০x১০ = ৬০০ মিমি ২'-০"
১২ মিমি = ৬০x১২ = ৭২০ মিমি ২'-৫"

তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।

Want your business to be the top-listed Media Company in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Narandia, Titas
Comilla
3519

Other Video Creators in Comilla (show all)
MR.Khadok MR.Khadok
Comilla

keep Supporting On my page

Safayet Ahmed Safayet Ahmed
Comilla

Grapics

Reactor Queen Reactor Queen
Comilla

নতুন পেইজ সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ 🦋🦋

Raider07 Raider07
Monohorgong
Comilla, 3570

pro biker pro biker

R a K i B R a K i B
Noakhali
Comilla

Hello guys, Welcome to my page. This is my official page. Follow & like my page.

Faysal Mahmud Faysal Mahmud
Comilla

Doing Nothing

Maruf Vlogs Maruf Vlogs
Comilla, 3500

Assalamu Alaykum, I will make personal & Moto Vlogs.So, keep Following & Likes in my page��

MD Saidul islam MD Saidul islam
Debidwar Upazila
Comilla, 3542

শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে 🤙

MK BROH MK BROH
Comilla

°°অনিশ্চিত একটা ভবিষ্যত-!🙂💔 →তাও,স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা_°😀🌺

AB.Kaiyom AB.Kaiyom
Kaziatal, Muradnagor
Comilla

I am proud of Muslim.

রং তুলি রং তুলি
Comilla

জীবনে ভালো দিন পেতে গেলে,, অনেক গুলো খারাপ দিনের,, সাথে যুদ্ধ করতে হয়,,❤️