Alauddin Sohag Blog

আসসালামু আলাইকুম" আমাদের পেজে আপনাকে স্বাগতম" আমাদের পেজে আপনি সকল ধরনের আপডেট ভিডিও পাবেন।।

08/12/2023

নিশ্চয়ই আমি কুরআনকে উপদেশ গ্রহনের জন্য সহজ করে দিলাম। অতএব কোন উপদেশ গ্রহনকারী আছে কি?

_সূরা আল-ক্বামার ১৫

06/12/2023

বর্তমানে শিক্ষাঙ্গণ ধংসের কারিকুলাম এখন এমন।

06/12/2023

কষ্টে থেকেও সুখের অভিনয় করুন। অভিনয় করতে করতে একদিন সুখে থাকা শিখে যাবেন। দুঃখ হার মেনে চলে যাবে সুখের আগমনে।

05/12/2023

সৃষ্টির সুন্দর এই পৃথিবীতে সব কিছুই অপরচিত মনে হচ্ছে। পৃথিবীতে কাকে বিশ্বাস করব আর কাকে করব না, বুঝে উঠতে পারছি না। এখন আমি নিজেই নিজেকে অবিশ্বাস করি। আমার মন আর হৃদয় যেন প্রতিনিয়ত লড়াই করছে। আমি কেবলই গভীর হতাশায় তলিয়ে যাচ্ছি।

হে আল্লাহ আপনি আমাকে পৃথিবী থেকে চিরতরে মুক্তি দিন।

15/08/2023

#হে_জাতির_প্রিয়_রাহাবার,
গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের মনিকোঠায় আজীবন বেঁচে থাকবেন।

আপনি,কোটি মানুষের চোখের অশ্রু ফোঁটা এবং আপনার রক্ত বৃথা যাবে না,অগ্নিশিখা হয়ে জালিমের মসনদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে,ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনার নাম, আপনি হবেন চির নন্দিত আর জালিমরা চির নিন্দিত, ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করুন,আমিন।

14/08/2023

হে প্রশান্ত আত্মা!
তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার (মুত্তাকী) বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে৷
— সুরা ফজর : ২৭-৩০

শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহ. আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মহান রাব্বুল আলামীন তাঁকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।

08/08/2023

🤲ইয়া রব🤲

আমাকে এমন হৃদয় দান করুন, যে হৃদয় কখনো আপনার ফয়সালায় অসন্তুষ্ট হবে না।

31/07/2023

👉জীবনে হেরে গিয়েও, কিভাবে জিতে যাওয়া যায়?

জীবনে জেতার জন্য সব থেকে বৃহৎ ব্যাপার হচ্ছে অনুশীলন করা। একটা পেরেক কখনোই দেয়ালে একবারে প্রবেশ করানো যায় না। তাকে বারংবার মারার ফলেই সেই পেরেকটা দেওয়ালে প্রবেশ করে। ঠিক তেমনি আমরা আমাদের জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছানো সময় যতবার পড়ে যাব ঠিক ততবার আমাদের দাঁড়াতে হবে। আমরা যদি সেই সময়ে না দাঁড়িয়ে ভয় কে দেখে পিছিয়ে পড়ি বা ব্যর্থতাকে দেখে পিছিয়ে পড়ি তাহলে আমরা জীবনের কাছে সত্যি হেরে গেলাম। তাই আমি সাফল্যের চূড়ায় পৌঁছানো জন্য যত বার পড়ে যাব ঠিক ততবার দাঁড়াবো।

সত্যি লড়াই করা মানুষদের জীবনে কখনো হার মেনে নেয়া জায়না। কারণ তারা এগেন অ্যান্ড এগেন টা বিশ্বাস করেন। ইনশাআল্লাহ্✊

26/07/2023

🇵🇸আলহামদুলিল্লাহ্🌷
ফিলিস্তিনি তরুণী আয়া বাশার রাওয়াজবা সফলভাবে পবিত্র কোরআন মুখস্ত করেছেন।
The Palestinian girl Aya Bashar Rawajba has successfully memorized the Holy Qur'an.

ফিলিস্তিনি তরুণী আয়া বাশার রাওয়াজবা সফলভাবে পবিত্র কোরআন মুখস্ত করেছেন।

26/07/2023

াগা_ভোনের_কপি_পোস্ট

👉স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো, অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও এর চেয়ে কত ভালো ছেলে পাবে কারন তোমার চাকুরী আছে। আমিও ভেবে দেখেছিলাম তাই তো! কিন্তু বাস্তবতা উল্টো যত ভালো জবই থাকুক না কেন? দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে হয় সে আপনাকে করুনা করবে না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনার রাজি হয়ে যেতে হবে দায়মুক্তির জন্য। ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে বলল ভাই বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও প্রতিনিয়ত এখন খোটা দেয় আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো, আমি খারাপ ইত্যাদি কিন্তু এখন এসব সহ্য করে সংসার করে যেতে হবে। আগের যে ফ্রীডম ছিল এখন তা নাই মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারিনা, সব সময় নিজেকে ছোট মনে হয়। দ্বিতীয় পুরুষের ছোয়ায় প্রথম স্বামীর অনুভূতি গুলো মনের পরার মত এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়। স্বামী স্ত্রীসম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন, তৃতীয় কোন ব্যাক্তির পরামর্শ নিবেন না। আপত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাবো, বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে। সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুনায় আপনার জীবন তখন আরও অতিষ্ট হয়ে যাবে।

#পরামর্শ একটাই স্বামী স্ত্রীর সর্ম্পকের ভুল বুঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন। আর আপনি শিক্ষিত/ব্যবসায়ী নারী নিজের আত্মঅহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন মানসিকতার পরিবর্তন করুন। মনে রাখবেন আপনি নারী। আর সে পুরুষ আল্লাহ পুরুষদের কে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন। আপনাকে না।

বিঃদ্রঃ আল্লাহতায়ালা সকলকে সঠিক বুঝ দান করুন আমিন।

25/07/2023

👉সৌন্দর্য দেখানোর জন্য বাঁচবেন না। বরং সুন্দর হওয়ার জন্য বাঁচুন। যে মাথা নতো করতে জানে সে সমস্ত পৃথিবীকে মাথা নতো করার ক্ষমতাও রাখে।

যদি সময় থাকতে খারাপ অভ্যাসকে পরিবর্তন না করেন, তাহলে খারাপ অভ্যাস গুলো আপনার সময়কে পরিবর্তন করে দেবে।

চলতে থাকা নদীই কেবল সমুদ্রে পৌঁছায়। দাঁড়িয়ে থাকা পানি তো নষ্ট হয়ে যায়। তাই সব সময় চলতে থাকুন।

উপর ওয়ালা বলে, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের সুখের জন্য দোয়া করো না। আর যদি তুমি কাউকে সুখে রাখো তাহলে নিজের সুখের কথা চিন্তা করো না।

যেকোনো জিনিসের মূল্য সেটি পাবার আগে থাকে আর যেকোনো মানুষের মূল্য হারিয়ে যাবার পরে বোঝা যায় তার মূল্য ।

সাথে থেকে যে বেইমানি করে তার থেকে বড় শত্রু আর কেহ হতে পারে না। আবার যে আমাদের সামনে যে আমাদের খারাপ দিক গুলোকে ধরিয়ে দেয় তার থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না। মনে রাখবেন, সত্যি কথা শুনতে অবশ্যই খারাপ লাগবে। কিন্তু এটাও সত্যি, সত্য কথা বলার মানুষগুলো কখনো ধোঁকা দেয় না।

দান করলে আপনার অর্থ চলে যাবে, ভাগ্য নয়। ঘড়ি বন্ধ করলে ঘড়ি দাড়িয়ে পরবে, সময় নয়। মিথ্যা লুকালে মিথ্যা লুকিয়ে পরবে, সত্যি নয়। আমি মানছি পৃথিবী খারাপ। সব জায়গায় শুধু ধোঁকা। কিন্তু আপনি তো ভালো হন। আপনাকে কে আটকেছে?

যেখানে আপনি ৪/৫ টা লোকের সাথে বসে অন্য কারোর পিছনে খারাপ কথা বলেন। বিশ্বাস করুন, আপনি সেখান থেকে যাওয়ার সাথে সাথে সেখানে আপনার জন্যও খারাপ বলা শুরু হয়ে যায়।

আপনি আপনার ভবিষ্যতকে পরিবর্তন করতে পারবেন না | কিন্তু আপনি আপনার অভ্যসকে পরিবর্তন করতে পারবেন। আর আপনার ভালো অভ্যাস গুলো নিশ্চিন্তে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। ইনশাআল্লাহ।

24/07/2023

পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না। ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে।

22/07/2023

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّتِنَا قُرَّةَ اغين واجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন৷

(সূরা আল-ফুরকান-২৫:৭৪)

22/07/2023

প্রিয় নবী (সা.) বলেন, ‘উত্তম স্ত্রী হলো (সে-ই, যে) যখন তুমি তার দিকে তাকাও তখন সে তোমাকে আনন্দিত করে।’

পুণ্যবতী স্ত্রীর জন্য হাদিসে রয়েছে চরম সাফল্যের সুসংবাদ, ‘যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, সতীত্ব বজায় রাখে এবং স্বামীর অনুগত থাকে; তাকে বলা হবে, তুমি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো।’ (মুসনাদে আহমদ)

19/07/2023

আজ ০১ মহররম, ১৪৪৮ হিজরী
এই দিন আল্লাহ মুসা (আঃ) ও তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন।

19/07/2023

পার্থিব জগতটাই হল ক্ষণিক উপভোগের বস্তু। আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ সতী সাধ্বী নারী।
(সহিহ মুসলিম: ১৪৬৭;

15/07/2023

👉বিয়ের পর অনেক মহিলা ঈমানের স্বাদ কেন হারিয়ে ফেলে?

এক মহিলা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, "ফদ্বীলাতুশ শাইখ, আমি বিয়ের আগে বেশি বেশি নামাজ - রোজা আদায় করতাম, কুরআন তিলাওয়াত করে শান্তি অনুভব করতাম, নেক আমলে শান্তি পেতাম। কিন্তু এখন বিয়ের পর আমি সেসব বিষয়ে ঈমানের স্বাদ খুঁজে পাই না!"

নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করেন, "হে আমার মুসলিম বোন তুমি তোমার স্বামীর হক আদায় করা এবং তাঁর কথা শোনার ব্যাপারে কতটুকু মনোযোগী?

মহিলা একটু বিরক্তবোধ করে বলে, "শাইখ আমি আপনাকে নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত ও আল্লাহর আনুগত্যের কথা জিজ্ঞেস করছি আর আপনি আমাকে আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করছেন!"

শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলেন, "আমার বোন, অধিকাংশ মেয়ে এই কারণে ঈমানের স্বাদ পায়না, আল্লাহর আনুগত্য ও ইবাদতে তৃপ্ততা পায় না। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ বা তৃপ্ততা পাবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্বামীর হক্ব আদায় করবে না।"

শাইখ নাসিরউদ্দিন আলবানী রহিমুল্লাহ

( সহীহ আত তারগীব ১৯৩৯ )

15/07/2023

“প্রত্যেক মানুষ সকাল বেলায় উঠে নিজেকে ব্যবসায়ে নিয়োজিত করে। অতঃপর কেউ এই ব্যবসায়ে সফলতা অর্জন করে এবং নিজেকে আখেরাতের আযাব থেকে মুক্ত করে; আবার কেউ নিজেকে ধ্বংস করে৷”

[মুসলিম: ২২৩]

15/07/2023

ধ্বংস হয়েছে অনুমান ও ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারীরা!!
আয-যারিয়াত ৫১/১০

11/07/2023

👉মানুষটা মনের মতো হলে
সুখটা সব জায়গায়ই মিলে 😂😂

11/07/2023

#বর্তমান সমাজে ডিভোর্স একটি সামাজিক ব্যাধি হয়ে গেছে। ডিভোর্স দিতে হলে সন্তান হওয়ার আগে দিন, যাতে এই সন্তান টা বাবা মায়ের আদর থেকে বঞ্ছিত না হয়। বাচ্চা হওয়ার পর ডিভোর্স দিলে আপনারা হয়তো জিতে যাবেন কিন্তু হেরে যাবে আপনার অবুঝ শিশু টা। আর তার এই অসহায়ত্ব হাহাকার খোদার দরবারে বরদাস্ত হবেনা। আর সেটার ফলাফল হিসেবে আপনারা ও সুখী হতে পারবেন না।

10/07/2023

একজন স্বামী তার স্ত্রী থেকে কি আশা করে?

স্বামী কি চায়? সম্মান। যখন সে সম্মান পায়, সে কি করে? সে স্ত্রীর চাওয়া পূরণ করে। স্ত্রী কি চায়? ভালোবাসা পেতে চায়, যত্ন পেতে চায়। স্বামী যেন সবসময় স্ত্রীর কথা ভাবে। তাঁর ব্যাপারে দ্বায়িত্বশীল হয়। স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব দেয়।

যখন স্বামী সেই সম্মান অনুভব করবে, সে তার বিনিময়ে স্ত্রীকে সেই ভালোবাসা দিবে। আর যখন স্ত্রী সেই ভালোবাসা অনুভব করবে, সেও স্বামীকে তার প্রাপ্য সম্মান দিবে।

প্রথমত বলবো, তার জ্ঞানও সিদ্ধান্তের উপর আস্থা রাখুন। স্ত্রীদের বলছি, আপনারা আপনাদের স্বামীর জ্ঞান ও সিদ্ধান্তের উপর আস্থা রাখুন। যখন আপনার স্বামী কোনো সিদ্ধান্ত নেয়, তাতে সংশয় রাখবেন না। তাঁকে সন্দেহ করবেন না। তাঁকে এমন ভাবাবেন না যেন, তিনি বুদ্ধিমান নয়। সে যা করছে, তাতে সে দক্ষ্য নয়। অন্যভাবে বললে তাকে বাচ্চা মনে করবেন না।

সবার পরিচিত একটা উদাহরণ দেই। স্বামী গাড়ি চালাচ্ছে। আর স্ত্রী ভাবছে যে এটা ভুল রাস্তা। স্ত্রী বলবো ; তোমার এদিক দিয়ে যাওয়া উচিত ছিলো। তুমি মেইন রোডের রাস্তাটা ফেলে এসেছো, তোমার ঐদিক দিয়ে যাওয়ার কথা ছিলো।

বুঝছেন? এরপর কি ঘটলো? স্বামী বিরক্ত হলো। আমি জানি আমি কোথায় যাচ্ছি। তোমার এটা নিয়ে ভাবতে হবে না। এটা সামনেই, আমি জানি। তাই না? যদি সে সত্যিই ভুল হয়, আর আপনি সঠিক, তাহলে এখানে দ্বিতীয় পয়েন্টটি চলে আসে।

ধরুন, আপনি সঠিক ছিলেন পিছনের রাস্তা দিয়ে যাওয়া উচিত ছিলো। তাহলে এবার দ্বিতীয় পয়েন্টে আসি। স্বামীকে তার ভুল করতে দিন, তাঁর নিজের ভুল থেকে তাকে শিখতে দিন। কারণ, যখন তিনি নিজেই একটা ভুল করবেন তখন তিনি কারো উপর রাগ দেখাতে পারবেন না। কিন্তু যখন আপনি একটা ভুল করবেন, ভুল করে আপনার স্বামীকে ভুল করতে বলবেন, এর শেষে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন।

স্বামীকে তার ভুল করতে দিন, তাকে তার ভুল থেকে শিখতে দিন। আপনি তার মা হয়ে যাবেন না। বিশ্বাস করুন,কোন ছেলেই তার মায়ের মতো শাসন করবে এমন কাউকে বিয়ে করতে চায় না। এজন্য তার মা-ই আছেন আলহামদুলিল্লাহ। তাঁর স্ত্রী তাকে লেকচার দিক এটা সে চায় না। তাঁর মা কেবল মাত্র তাকে শাসন করতে পারে। মায়েদের এই অধিকার থাকে, ছেলের বৌ এই অধিকার পায় না।

আর যেহেতু আপনি তাকে এ ব্যাপারে বলেননি, আপনি চুপ ছিলেন। আপনি তাকে তার সিদ্ধান্ত নিতে দিয়েছেন। খালাস। বড় কোনো ব্যাপার না। পরবর্তীতে আর হবে না।

05/07/2023

হে প্রশান্ত আত্মা! তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও–সন্তুষ্ট ও সম্ভোষভাজন হয়ে। সূরা ফজর: আয়াত, ২৭-২৮

03/07/2023

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে।
আল-কুরআন ৯৪:৫-৬

29/06/2023

তুমি করুণাময় আল্লাহ তা'আলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না ৷ আবার দৃষ্টি ফেরাও; কোন ফাটল দেখতে পাও কি?

আল-মুলক ৬৭/০৩

29/06/2023

প্রবাসীদের ঈদ মানে ঈদের নামাজ পড়ে রুমে এসে ঘুমিয়ে থাকা😭😭

29/06/2023

প্রিয় জন্মভূমি বাংলাদেশ "ঈদ মোবারক" সকলের জীবনে ঈদ আনন্দ বয়ে আসুক সবার জন্য।🇧🇩❤️🌙

Photos from Alauddin Sohag's post 28/06/2023

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
আলহামদুলিল্লাহ্ আজকে সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আযহা প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

25/06/2023

সেদিন মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তানদের থেকে পালাতে থাকবে৷ সেদিন প্রত্যেকের অবস্থা হবে গুরুতর যা তাদের ব্যতিব্যস্ত করে রাখবে।

(সূরা আবাসা : ৩৪-৩৭ )

23/06/2023

হে আল্লাহ্ আমার কর্ম ভাগ্য আমি সব কিছুই আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমিই আমাকে একটি উপায় বের করে দাও প্রভূ আমিন ইয়া রব🤲

22/06/2023

অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে।
(সূরা নিসা ৪ : ১০৩)

17/06/2023

প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় !!

-সহীহ বুখারিঃ ৩৪৬১

14/06/2023

হে আল্লাহ! আমি তোমার নিকট ঐ সব কল্যাণ চাচ্ছি যা তোমার বান্দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন।
"ইবনে মাজাহ ৩৮৪৬

12/06/2023

তোমাদের থেকে যা নেয়া হয়েছে, তার চেয়ে উত্তম কিছু তোমাদেরকে তিনি দান করবেন৷

আল-আনফাল--আয়াত ৭০

06/06/2023

যদি কাউকে কষ্ট দাও, আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় কর!
-কারন এর বিচার স্বয়ং আল্লাহ করবে❗

-- হযরত আলী ( রাঃ )

Photos from Alauddin Sohag's post 28/05/2023

#আলহামদুলিল্লাহ
অভিনন্দন ও মোবারকবাদ ডাইনামিক লিডার দ্যা চেঞ্জ মেকার Recep Tayyip Erdoğan

আবারো ৩য় বারের মত তুরষ্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা প্রিয় ব্যক্তিত্ব হাফেজ রিসেপ তাইয়েপ এরদোগান।

আল্লাহ প্রিয় মানুষটিকে মুসলিম উম্মার কল্যাণে কবুল করুন।(আমিন)

18/05/2023

মুজলুমের ফরিয়াদকে ভয় করো,
কেননা তার ফরিয়াদ এবং
আল্লাহর মধ্যে পর্দা থাকে না।

(বুখারি: ২৪৪৮)

Photos from Alauddin Sohag's post 14/05/2023

#আলহামদুলিল্লাহ
আমাদের প্রিয় রাহবার এরদোগান বিপুল ভোটে বিজয়ী অর্জন করেছেন । আল্লাহ পাক আমাদের দোয়া কে কবুল করেছেন।

১৯.৩৯ শতাংশের ফলাফল:
এরদোগান: ৫৫.৪%
কিলিকদারোগ্লু: ৩৮.৬৩ %
ওগান: ৫.৩৯%

08/05/2023

#টাকা কামাই করা আর হালাল রুজি করা দুইটা কখনোই এক জিনিস না!

একজন স্বপ্ন দেখে সে প্রচুর টাকা কামাই করবে! আরেকজন চিন্তা করে কম হলেও সে হালাল রুজি করবে। হে আল্লাহ আপনি আমাদের সকলকে হালালভাবে রুজি রোজগার করার তৌফিক দান করুন এবং বরকতময় করে দিন আমিন।

06/05/2023

আমাদের বাস্তব জীবন!!!

Want your public figure to be the top-listed Public Figure in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Comilla
11594

Other Bloggers in Comilla (show all)
Shamim osman Shamim osman
Comilla, 638949

Patwary shamim772@gmail. Com

SOJUN vlog SOJUN vlog
Comilla, 3410

I love to travel. All the countries visited so far 🇧🇩🇳🇪🇹🇷🇪🇺🇷🇴

T i Tareq Vlogs T i Tareq Vlogs
Comilla, 3872

LoVe LyChee 24 LoVe LyChee 24
Comilla
Comilla, 3500

আস্সালামু আলাইকুম

Bangladeshi Blogger Rakib Bangladeshi Blogger Rakib
Barair, Kabila, Burichong
Comilla

Travel Blog, Tour Blog, Sports Blog, Food Blog etc Everyone stay with us

AlonE AlonE
Comilla

Like diye pashe thakun

Bqp Sajit Gamer Bqp Sajit Gamer
Comilla, 1000

Shakil bd Shakil bd
Cumilla Kandirpar
Comilla, 3560

conten

Aziz master blog Aziz master blog
Comilla

আমার পেজে ঢোকার সাথে সাথে আমার সালাম গ্রহণ করুন السلام عليكم ورحمه الله وبركاته ♥️🌹🇧🇩

Prince ashik offcial Prince ashik offcial
Comilla

Not Bio

F.H. travelling F.H. travelling
Comilla

I create a new fb page.please everyone follow me.

Kamrul Islam Sawon Kamrul Islam Sawon
Comilla

Family Love