Royal Coach - রয়েল কোচ
ঢাকা - কুমিল্লা - ঢাকা
ঢাকা - চট্টগ্রাম -
📣 Royal Coach Lines (Official) - রয়েল কোচ গ্রুপ টি-শার্ট ইভেন্ট...💥💥
আসসালামু আলাইকুম
সম্মানিত মেম্বারগন । অপেক্ষার প্রহর শেষ, আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপের টি-শার্ট এর ইভেন্ট চলে এসে
📝 Royal Coach - রয়েল কোচ গ্রুপের টি-শার্টের মূল্য নির্ধারণ করা হয়েছে...
👕হাফহাতা- ৪০০ টাকা মাত্র
**আলাদা কোন বিকাশ/নগদ চার্জ নেই। আমাদের টি-শার্টটি আরামদায়ক জার্সি কাপড়ের হবে(সাবলিমিশন প্রিন্ট)।
যে কোন যায়গা থেকেই টি-শার্ট ফ্রি সংগ্রহ করা যাবে; এছাড়া সমগ্র বাংলাদেশের যে কোন স্থান থেকেই অর্ডার করতে পারবেন এবং পণ্য পাওয়ার জন্য সুন্দরবন/এস.এ কুরিয়ার সার্ভিসের নির্ধারিত চার্জ আপনাকে পরিশোধ করতে হবে।
👕 টি-শার্ট মূল্য : ৪০০ ৳
🔰 টি-শার্ট অর্ডারের ক্ষেত্রে কিছু করনীয়ঃ
প্রথমতঃ যারা রয়েল কোচ বাস সার্ভিস টি-শার্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিছু নিয়ম-কানুন অনুযায়ী টাকা পাঠাবেন। যদি কেউ নিয়ম-কানুন অনুযায়ী টাকা না পাঠান সেক্ষেএে আপনার অর্ডারটি গ্রহন করা হবে না এবং Royal Coach Lines এডমিন প্যানেল সেটার জন্য দায়ী থাকবে না।
১. উল্লেখিত সাইজ চার্ট থেকে আপনার টি-শার্টের সাইজ নিশ্চিত হয়েই আপনার টি-শার্ট অডার করবেন, টি-শার্ট একবার অর্ডার হয়ে গেলে পরবর্তীতে সাইজ পরিবর্তন করা যাবে না।
২. টি-শার্ট এর নির্ধারন করা টাকা, ইভেন্টে দায়িত্বরত নির্ধারিত ব্যাক্তিবর্গের বিকাশ নাম্বারে পাঠাতে হবে।
⚠️⚠️বিকাশে টাকা পাঠানোর আগে অবশ্যই যে নাম্বারে টাকা পাঠাবেন, সে নাম্বারে আগে কল করে নিশ্চিত হয়ে তারপর টাকা পাঠাবেন। ইভেন্টে থাকা নাম্বার ব্যাতীত অন্য কোন নাম্বারে কেউ পাঠালে কিংবা পাঠাতে বললে, অথবা কোন ভাবে প্রতারিত হলে Royal Coach Lines এডমিন প্যানেল কোন ভাবেই দায়ী থাকবে না।⚠️⚠️
৩. টাকা পাঠানোর পর কনফার্মেশন এর জন্য যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সে বিকাশ নাম্বার সহ আপনার নাম,টি-শার্ট সাইজ, কোন জায়গা/জেলা/ অঞ্চল থেকে টি-শার্ট নিবেন তা পাঠিয়ে দিবেন যে এডমিন/মডারেটর এর কাছে টাকা পাঠিয়েছেন। (এসএমএস/মেসেঞ্জার)
উদাহরন স্বরুপঃ
➡️নামঃ
➡️ফোন নাম্বারঃ
➡️বিকাশ/নগদ নাম্বারঃ
➡️টি-শার্ট সাইজঃ
➡️টি-শার্টের পরিমানঃ যে কয়টা নিবেন তার পরিমান।
➡️আপনার কালেকশন কাউন্টার/কুরিয়ারঃ
৪. টি-শার্ট ডেলিভারির দিনক্ষণ অর্ডার ডেট শেষ হলে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের পরিকল্পনা রয়েছে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে টি-শার্ট বিতরণ করা।
✅টি-শার্ট অর্ডারে দায়িত্বরত ব্যাক্তির বিকাশ/নগদ নাম্বার সমূহঃ
অ্যাডমিন : শফিকুল ইসলাম ইমরান- 01632053385
অ্যাডমিন : তুহিম সাহেব - 01686538050
🔴বি.দ্রঃ অবশ্যই ফোন করে টাকা পাঠানোর আগে নিশ্চিত হয়ে নিবেন।
Royal Coach Lines গ্রুপে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ
Royal Coach - রয়েল কোচ
Md Nur Alom
ঈদ যাত্রা হোক নিরাপদ ও আনন্দময়🤲🤗
ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে মানুষ ছুটছেন। ঈদ মানেই আনন্দ আর এই আনন্দ তখনই পূর্ণতা লাভ করে যখন পরিবারের সবাই একত্রে মিলিত হয়ে উদযাপন করার সুযোগ মেলে। এই আনন্দ আপনার আমার সবার ক্ষেত্রেই🫰🥰
সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক 😊🌙🕌
The people of Noakhali are ready to♥♥ accept him again?
★★★Coming on 25 Ramadan★★★
নোয়াখালী বাসীর সপ্ন পূরণ হতে চলছে 25 রমজান চালু হচ্ছে নোয়াখালী লক্ষীপুর থেকে ঢাকা টঙ্গী এয়ারপোর্ট উদ্দেশ্য আপনাদের প্রিয় রয়েল কোচ।
সৌজন্যে -ঃ Sopikul Islam Imran
আসসালামু আলাইকুম
প্রিয়
নোয়াখালী বাসি আপনার জেনে হবেন খুশি, আপনাদের প্রিয় রয়েল কোচ। আবার ও আপনাদের কে সেবা প্রদান করার জন্য ।
লক্ষ্মীপুর - নোয়াখালী - ঢাকা
রোর্ড টি শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছেন ।
রিভিউ - নোয়াখালী চৌরাস্তা কাউন্টার!
সৌজন্যে -ঃ নোয়াখালীর বাস লাভার শফিকুল
পরিকল্পিত কাজকে মাঝে মাঝে পিছনে ফেলতে হয় আমাদের জন্য সামনে যা অপেক্ষা করছে সেটা পাওয়ার জন্য ।
রয়েল কোচের সাথে থাকার জন্য ধন্যবাদ।
কিছু মানুষ অন্যদের সামনে নিজেদেরকে বিনয়ী করে রাখার অভিনয় করে যেন লোকে তাদেরকে বিনয়ী মনে করে এবং এতে তারা প্রশংসিত হতে পারে।
— ইবনে রজব আল-হাম্বলী (রাহিমাহুল্লাহ)
📷
যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে । মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় ।”
— বুখারী শরীফ ৭৬৩
“মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই ,
যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর ,
আপন হবে নামাজ-রোজা অন্ধকার কবর ।”
“আয় ছেলেরা, আয় মেয়েরা, নামাজ পড়তে যাই,
রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন,
এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন”
“যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহ্র নামে জিকির করো । কেননা ওই কঠিক হাশরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য নালিশ করবে ।”
— হযরত মোহাম্মাদ (সাঃ)
নাদিম মাহমুদ ভাই বুলে গেলেন মনে হয় 😇
🥀
✨.রয়েল কোচ.✨
🏵কুমিল্লা বাসীর কাছে এক ভরসার নাম। দীর্ঘদিন যাবৎ মানসম্মত যাত্রীসেবা দিয়ে আসছে অপারেটরটি। শুধুমাত্র এয়ারকন্ডিশন বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে । বহরে রয়েছে তাদের ৩৫ ইউনিট এসি কোচ, যার ভেতর ইসুজু এলটি ১৩৩ পি, ইসুজু এলটি ১৩৪ এবং হিনো ১জে মডেলের কোচ রয়েছে।
🔺🔺 ঢাকা - কুমিল্লা রুটের পাশাপাশি তাদের ঢাকা - লক্ষীপুর এবং কুমিল্লা-কক্সবাজার রুটেও যাত্রীসেবা বিদ্যমান। করোনা পরবর্তী সময়ে তারাই একমাত্র দেশে সোস্যাল ডিস্টান্সিং বাস সার্ভিস চালু করেছিলো যেটা তখন বেশ প্রশংসিত হয়েছিলো। প্রশংসনীয় যাত্রীসেবা দেয়ার মাধ্যমেই আজ উক্ত রুটে তারা যাত্রীদের কাছে পছন্দের শীর্ষে অবস্থান করছে এবং এই অবস্থান সব সময় ধরে রাখবে বলেই আশা রাখছেন যাত্রীরা।
🌻তাদের রুট গুলো:
➡️ কুমিল্লা -ঢাকা -কমলাপুর
➡️ কুমিল্লা -বনশ্রী -এয়ারপোর্ট-টংগী
➡️ কুমিল্লা -কক্সবাজার -কুমিল্লা
➡️ রামগঞ্জ-নোয়াখালি -চট্টগ্রাম
➡️ রামগঞ্জ- কক্সবাজার- রামগঞ্জ
📸 অসাধারণ ছবিটি তুলেছেন বেল্কা নোয়াখালীর বাস লাভার শফিকুল 😝🥴
💝আলহামদুলিল্লাহ💝!
সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের প্রিয় রয়েল কোচ এখন পূর্বের ভাড়ায় চলাচল করছে।
👇ঢাকা - কুমিল্লা- ঢাকা 👇
👉ইকোনমি ক্লাস, ২৫০টাকা
👉প্লাটিনামে ক্লাস , ৩২০ টাকা
👇কুমিল্লা - টঙ্গী - চেরাগআলী- কুমিল্লা 👇
👉ইকোনমি ক্লাস -৩৫০ টাকা।
ভিডিও কার্টেসী : কাজী সিফাত ।
⚠️আপনি যদি আমাদের গ্রুপে জয়েন না হয়ে থাকেন তবে নিত্য নতুন আপডেট পেতে এখনই জয়েন করুন। গ্রুপ লিংক Royal Coach Lines (Official) - রয়েল কোচ ।
সবসময় রয়েল কোচের সাথে থাকবেন ইনশাআল্লাহ্ 😍
প্রতিদিন রাত ১১.১৫ মিনিট,
চিটাগং বড়পোল থেকে
চট্টগ্রাম টু ঢাকা
আবদুল্লাপুর- এয়ারপোর্টে -টঙ্গী -চেরাগআলী-গাজীপুর-শিববাড়ী
চিটাগং হটলাইন----01701289521/
বড়পোল হালিশহর- 01701289516 / 01701289517
🔰🔰কুমিল্লা বাসীর জন্য🔰🔰
🔶🛑সুখবর ▪️ সুখবর ▪️ সুখবর 🛑🔶
সম্মানিত যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপনাদের প্রিয়❤️ রয়েল কোচ ❤️
কুমিল্লা থেকে- বনশ্রী -বসুন্ধরা
-কুড়িল বিশ্বরোড -এয়ারপোর্ট
টংগী-চেরাগআলি-গাজিপুর-শিববাড়ী
রুটের শিডিউলে পরিবর্তন আনা হয়েছে,
সেই সাথে যোগ করা হয়েছে বাড়তি নতুন শিডিউল ও।
যা আগামী ১৯ই মে রোজ বৃহস্পতিবার
থেকে নিয়মিত চলাচল করবে,
❤️❤️❤️ইনশাআল্লাহ। ❤️❤️❤️
পবিত্র মাহে রমজানের উপলক্ষে দেশবাসীকে জানাই রয়েল কোচ লাইন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আহলান সাহলান মাহে রমাজান
আসসালামু আলাইকুম
প্রিয় কুমিল্লাবাসি আপনারা জেনে হবেন খুশি
আপনাদের সুবিধার্থে আপনাদের
প্রিয় রয়েল কোচ। প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রবাসী দের কথা চিন্তা করে
রয়েল কোচের নতুন উদ্যোগে
আগামী ১৯ই মার্চ
রোজ শনিবার রাত ১২ঃ০০টা
থেকে প্রতিদিন নাইটকোচ
🎈🎈কুমিল্লা থেকে সরাসরি এয়ারপোর্ট🎈🎈
নিয়মিত চলাচল করিবে 🎈
❤️❤️ ইনশাআল্লাহ ❤️❤️
অগ্রিম বুকিং এর জন্য
01728893335,01701289420
01701289402,01701289460
পুলিশ লাইন --
01701289450
সুখবর🎈🎈 সুখবর 🎈🎈সুখবর
প্রিয় কুমিল্লা বাসী আপনারা জেনে হবেন খুশি
আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে 🎉🎉
আপনাদের প্রিয় রয়েল কোচ এখন
আপনাদের সুবিধার্থে নতুন সাজে
নতুন সিডিউলে আগামী ১লা মার্চ
রোজ বুধবার হইতে
কুমিল্লা টু বনশ্রী -রামপুরা -বাড্ডা-
নর্দা-কুড়িল বিশ্বরোড- এয়ারপোর্ট-টংগী-চেরাগআলি-গাজিপুর শিববাড়ী নিয়মিত চলাচল করিবে 🎈
❤️❤️ ইনশাআল্লাহ ❤️❤️
অগ্রিম বুকিং এর জন্য
01728893335,01701289420
01701289402,01701289460
কুমিল্লা আমার জন্ম কুমিল্লা আমার অহংকার শুভ অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের সকল খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ এবং সকল কলাকুশলী সাপোর্টার কুমিল্লা জেলার সকল মানুষের প্রতি রইলো
❤️❤️রয়েল কোচের❤️❤️ পক্ষ থেকে
শুভেচ্ছা এবং অভিনন্দন
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল চ্যাম্পিয়ন
💢রয়েল কোচ💢
⚙️ঢাকা-কুমিল্লা
⚙️ কুমিল্লা -বনশ্রী -এয়ারপোর্ট-টংগী
⚙️কুমিল্লা-কক্সবাজার
⚙️চট্টগ্রাম-চাটখিল-রামগঞ্জ
⚙️রামগঞ্জ-কক্সবাজার
🌼গাজিপুর -কক্সবাজার
যেকোন প্রয়োজনে +8801701289402
© Alvie
আলহামদুলিল্লাহ পরিবহন সেবায় আরো একটি বছর পার করলো সকলের প্রিয় সার্ভিস Royal coach lines , বিদায় ২০২১খ্রীঃ
স্বাগতম নতুন বছরকে, Royal coach lines এর পক্ষ থেকে সকল সম্মানিত যাত্রীগণ ও শুভাকাঙ্ক্ষীদের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন♥♥
নতুন বছরে নতুন সাজে রয়েল কোচ লাইনস
📯📣📯নতুন বছরের নতুন আকর্ষন 📯📣📯
একটি স্নিগ্ধতা ছড়ানো সকালের সূচনা হোক,
👑 রয়েল কোচ 👑
এর সাথেই।
🔷🔷 যাত্রীদের উন্নত সেবা এবং মান উন্নয়নে লক্ষ্যে একঝাঁক নতুন বিলাশবহুল গাড়ি নিয়ে আবারো আপডেট নিয়ে আসছি আপনাদের সেবায়।
দক্ষ্য স্টাফ, মনোরম পরিবেশের কাউন্টার ইত্যাদির সমন্বয়ে আমাদের দেশের রাস্তায় বিরাজমান কিংবদন্তি
❤️❤️রয়েল কোচ লাইনস ❤️❤️
নতুন বাস💗
© Zisan
🔰 আপডেট 🔰
♥️রয়েল কোচ লাইনস ♥️এর
সম্মানিত যাএী শুভানুধ্যায়ীগণ আপনাদের
সুবিধার জন্য জানানো যাচ্ছে যে
অপেক্ষার অবসান ঘটিয়ে কুমিল্লার সনামধন্য সার্ভিস মাষ্টার এর বহরে যুক্ত হল ২ ইউনিট প্যাকেট ইসুজু.... বাস গুলো অরজিনাল লাক্সানা শেইপ দেয়া হয়েছে,
গ্রুপ লিংক - Royal Coach Lines (Official)
💙•┈┈••🌺বিজয় দিবস🌺••┈┈•💙
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।💚❤
আসুন কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই বীরদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।💚
💙•┈┈••🌺,,বিজয় দিবস,,🌺••┈┈•💙
রক্ত ভেজা সবুজ মাটি
সজীব দূর্বাঘাস!
ঘাসের উপর লাশ পড়ে রয়
কিসের পূর্বাভাস।
এ লাশ আমার মুক্তি সেনার
চেনার উপায় কী?
লাশের মাথায় বাংলাদেশের
লাল সবুজের ব্যানার দেখেছি।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ❤
৷
🔺🔺🔺রয়েল কোচ লাইনস 🔺🔺🔺🔺
♥️♥️রয়েল কোচ লাইনস ♥️♥️এর
সম্মানিত যাএী শুভানুধ্যায়ীগণ আপনাদের
সুবিধার জন্য জানানো যাচ্ছে যে
কুমিল্লা থেকে বনশ্রী -বসুন্ধরা-উওরা-এয়ারপোট
টংগী -চেরাগআলি -গাজীপুর -শিববাড়ী
চলাচলরত সকল সময়সূচি নিম্নে দেওয়া হল!!
🧨🧨গাজীপুর- চট্টগ্রাম- কক্সবাজার 🧨🧨
প্রতিদিন নিয়মিত চলাচল করিতেছে 🎖️
⚠️⚠️ জনসচেতনতা মূলক পোস্ট ⚠️⚠️
👋ওমিক্রন বিষয়ে অধিকতর সতর্কতার অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ১৫ দফা নির্দেশনা হলো—
১.দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো এবং ডব্লিউএইচও সামনে যেসব আক্রান্ত দেশের নাম ঘোষণা করবে; সেসব দেশ থেকে আগত যাত্রীদের বন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।
২.সব ধরনের (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।
৩.প্রয়োজনে বাইরে গেলে প্রত্যেক ব্যক্তিকে বাড়ির বাইরে সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
৪.রেস্তোরাঁতে বসে খাওয়ার ব্যবস্থা ধারণক্ষমতার অর্ধেক বা তার কম করতে হবে।
৫.সব ধরনের জনসমাবেশ, পর্যটনস্থান, বিনোদনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বউভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণক্ষমতার অর্ধেক বা তার কমসংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে;
৬.মসজিদসহ সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
৭.গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
৮.আক্রান্ত দেশগুলো থেকে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।
৯.সব শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা, প্রাক্-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
১০.সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহীতা, সেবা প্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
১১.স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্যক্রম পরিচালনা করতে হবে।
১২.করোনার উপসর্গ বা লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করোনা রোগীর আইসোলেশন ও করোনা পজেটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১৩.করোনার লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তাঁর নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা করা যেতে পারে।
১৪.অফিসে প্রবেশ ও অবস্থানকালে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে
১৫.করোনা নিয়ন্ত্রণ ও কমানোর জন্য কমিউনিটি পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচার চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।
❤️❤️রয়েল কোচ❤️❤️
শুভ সকাল 🌅
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Address
Comilla
3500
Opening Hours
Monday | 07:00 - 21:00 |
Tuesday | 07:00 - 21:00 |
Wednesday | 07:00 - 21:00 |
Thursday | 07:00 - 21:00 |
Friday | 07:00 - 21:00 |
Saturday | 07:00 - 21:00 |
Sunday | 07:00 - 21:00 |