আমার মা আমার পৃথিবী
Nearby shops
Puran Chowdhury Para
Boro Pukor Par
Comilla
Cumilla/3500
Nimser, Comilla
Comilla Epz
Dhaka
Daudkandi
3500
Pulgag
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমার মা আমার পৃথিবী, Shopping & retail, Cumilla.
অবশেষে আজ ৩৩ তম দিনে নিজ কর্মস্থলে পুরোদমে। ভেবেছিলাম আজ থেকে অনেকটাই ফ্রী হয়ে যাবো। দেখলাম ব্যস্ততা আরও বাড়ছে। কারণ, পুনর্বাসনের কাজ চলছে। পেটেতো ভাত লাগবে। আর আগের মতো ঠিক ধরে ধরে রুটিন মাফিক কাজ করতে গেলে সবদিক কঠিন হয়ে যাবে। তাই এখন থেকে সামনের আর কদিন এখানে বসে কাজগুলো সমাপ্ত করবো ইং শা আল্লাহ্। বাহিরে জরুরী প্রয়োজনে যেতেই হবে।
হে মহান রব। এতদিনের একটি কাজও যদি আপনার পছন্দ হয় এর উছিলায় আমাদের মাফ করুন। আমাদের ভালো কাজগুলো কবুল করুন। বাকি কাজগুলো সহজ করে দিন। সবার সব দান কবুল করুন। আমীন।
বন্যা কবলিত এলাকায় আমাদের আরও কিছুদিন কাজ চলবে। পূর্বের মতো পাশেই থাকুন। সবকিছুর জন্যে সবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো 💕
আলহামদুলিল্লাহ্।
জীবন সুন্দর 💕
আমার মা আমার পৃথিবী 💕
নতুন পণ্য এলো💕
রকি💕
ভালোবাসা রইলো 💕
শুভ সকাল 💕
দিনটি ভালো কাটুক 💕
আমরা ভালো নেই 😭
চারদিকে হাহাকার। কেমন জানি নীরব নিস্তব্ধ। কেউ ভালো আছে কেউ নেই। কারও বুকে দীর্ঘঃশ্বাস, কেউ আওয়াজ তুলে আনন্দের নিঃশ্বাস নিচ্ছেন। কেউ কেউ আনন্দ উল্লাসে দিন যাপন করছেন, অন্যদিকে এক দল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ। মুখ ফুটে কেউ অনেক কিছু বলতে চাইছেন, পারছেন না। অনেকে চিৎকার করে দুনিয়া একাকার করছেন। সব মিলিয়ে একটা অস্থির সময় পার করছি আমরা। চাইলেও অনেক কিছু বলতে, লিখতে, করতে পারছি না। আবার কিছু লোক না পেরেই অনেক কিছু পারছেন। এতো কিছুর পর বেঁচে আছি। আলহামদুলিল্লাহ্। যারা মৃত্যু বরণ করলো আল্লাহ্ জান্নাত নসীব করুন। আমীন। ভালো থাকুক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 💕
শত প্রতিকূলতার মাঝে হালাল উপার্জনে পরিবার নিয়ে ভালোতো থাকার চেষ্টা করতে হবে। অনেক দিন পর আমার মা আমার পৃথিবী থেকে ভিডিও। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালো নেই 😭 অন্ধকার কেটে আলো আসুক 💕
আমার মা আমার পৃথিবী 💕
হাতের তৈরী মনকাড়া সামগ্রী।
যেখানে মিশে একাকার মাটি ও মানুষের গন্ধ 💕
রাণীর বাজার।
কুমিল্লা।
বিরক্তি নিয়ে কোনো কাজ করা মানে, নিজে বিরক্ত থাকা। নিজের আনন্দকে মাটি করে দেয়া। কাজের শেষ অব্দি পৌঁছুতে না পারা। এতে নিজের মানষিক চাপ বাড়ে। শারীরিক ক্ষতি। পরিবেশ নষ্ট হয়। আশেপাশের অন্যকেও বিরক্তির মধ্যে ফেলা হয়। সব বিরক্তির মাঝে সুন্দর কোনো ফল আসে না। তার থেকে উত্তম, বিরক্তি চলে আসলে একটু ব্রেক দেয়া। বিশ্রাম নেয়া। আবার পুনরায় শুরু করা। এতে পরিবেশ শান্ত এবং সুন্দর থাকবে। সহজে সফলকাম হওয়া যাবে। এটা সবার জন্যেই ভালো💕
আসুন, সবাই হাসিখুশি থাকি। নিজে ভালো থাকি। অন্যকে ভালো রাখি।
শুভ সকাল।
দিনটি ভালো কাটুক 💕
🖋️ আবদুল্লাহীল বাকী
শুধু প্রযুক্তি জানলেই হবে না, বরং মানুষকে যে সবচেয়ে ভালো জানবে সেই প্রযুক্তি বেস্ট ওয়েতে কাজে লাগাতে পারবে।
ক্যাশ মেশিন বই 💕
কাজ করলে ভুল হবেই। ভুল হবার ভয়ে আমরা যেন স্থির দাঁড়িয়ে না থাকি। ভুল হবে এই ভয়ে আমরা অনেক সময় স্টেপই দেই না। কিন্তু স্টেপ না দেওয়াটা আরও বড় ভুল।
বিষয়টা অনেকটা এরকম, ফেইল করার ভয়ে পরীক্ষাই দিলাম না। কিন্তু পরীক্ষা না দিলেতো আমি অটো ফেইল।
আমরা ভুল কি করলাম তা নয়, বরং ভুল সংশোধনে কি কি স্টেপ নিলাম সেটার উপরই আমাদের সফলতা নির্ধারিত হয়। সো কিপ মুভিং টুয়ার্ডস ইয়োর ড্রিম...
ক্যাশ মেশিন বই থেকে 💕
আপনি যদি একই ভুল বার বার করেন তাহলে সমস্যাটা ভুলের নয়, সমস্যাটা আপনার।
ক্যাশ মেশিন বই থেকে...
বইটা দরকার ছিলো। মাত্রই পেলাম। কাজে লাগবে। সূচিপত্র চমৎকার। ভিতরে ভালো কিছু পাবো। পড়ি...💕
পৃথিবীতে যখন এসেছি, জীবনের খেলাটা খেলতে হবে ভালো করেই। বেঁচে যখন আছি, বাঁচাটা হোক বাঁচার মতোই...
বাতাসে বৃষ্টির ঘ্রাণ পাই,
মেঘে মেঘে শুয়ে শুনি মেঘমল্লার।
আহা তানসেন বাজাও বাজাও!
ইছামতী ভিজে যাক হঠাৎ বর্ষায়।
বাতাসে বৃষ্টির ঘ্রাণ নিয়ে কবি সাদি তাইফ লিখেছিলেন এই কবিতা।
প্রিয়তমাকে মনে করার বাদলা দিনে, বাংলার কবিদের মতো বর্ষান্দনায় আমাদের নিবেদন নকশি নোটবুক 'বাদলা দিনে'। কালো, নীল আর সাদার প্রচ্ছদে ফুটে উঠেছে বাংলার বর্ষা। মুখর বাদল দিনে আপনিও ভরিয়ে তুলুন নোটবুকের পাতা।
আমার মা আমার পৃথিবী 💕
ইলশে গুঁড়ি! ইলশে গুঁড়ি!
ইলিশ মাছের ডিম
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি
দিনের বেলায় হিম...
– সত্যেন্দ্রনাথ দত্ত
ইলিশের সঙ্গে ইলশে গুঁড়ির সম্পর্ক কী? গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নাকি জেলেদের জালে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে। সে জন্যই ঢিমে তালের বৃষ্টির নাম ইলশে গুঁড়ি। ধীর লয়ে পড়তে থাকা বৃষ্টিতে কত কল্পনা খেলে যায় মাথার ভেতর! সেগুলো লিখে ফেলতেই আমার মা আমার পৃথিবী 💕এনেছে লাল আর নীলের ওপর নকশা করা ইলশে গুঁড়ি নোটবুক।
পছন্দেরটি বেছে নিতে অর্ডার করুন এখুনি।
'এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়...
এমনদিনে মন খোলা যায়'
- রবীন্দ্রনাথ
এমন দিনে মন খুলে কথা বলুন... সঙ্গে প্রিয়জনকে উপহার দিন বর্ষার ফুল।
[নকশি ফ্রীজ ম্যাগনেটে বর্ষার ফুল কদম আর শাপলা ]
আমার মা আমার পৃথিবী 💕
'শাপলা–লতা মেলছে পরাগ জলের উপর বসি'
বৃষ্টি, বাদল, শাপলা আর এক ছোট্ট কিষাণ মেয়ের গল্প আছে আমাদের এই নীল নোটবুকে। পছন্দেরটি কিনে লিখে রাখুন আপনার বৃষ্টির জার্নাল।
আমার মা আমার পৃথিবী 💕
সহজ কথা বলতে হবে সহজে💕
সৎ পরিশ্রমে সম্মান নিহিত।
গ্রোভার ক্লিভল্যান্ড
মার্কিন প্রেসিডেন্ট।
আমার মা আমার পৃথিবী তে অতিথি💕
MD. Nazmul Hasan
Additional Superintendent of Police.
Cumilla District.
একজন সংস্কৃতিমনা মানুষ।
ভালো লাগলো কথা বলে।
আবার আসবেন কথা হবে। দেখা হবে।
ভালো থাকবেন সবসময় 💕
আজকে দেখবো দোলনা ও হেমক💕
শতরঞ্জি এবং পাপোশ 💕
আজকে দেখবো শতরঞ্জি এবং পাপোশ 💕
আলহামদুলিল্লাহ্। ঈদের ছুটি কাটিয়ে আমরা আছি আপনাদের সাথে। ঈদ পরবর্তী শুভেচ্ছা💕 ভালোবাসা রইলো 💕
আমার মা আমার পৃথিবী 💕
রাণীর বাজার।
কুমিল্লা।
আসুন, অন্তত একজনের মুখে হাসি ফুটাই, আমাদের যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে💕
কাল ঈদ। অনেকের গরু কেনা শেষ। এক কিংবা একের অধিকও হয়েছে। প্রচুর বাজার সদাই শেষ অনেকের। আবার কারো ঘরে কিছুই নেই। অনেকের কোরবানি দেবার সামর্থ্য নেই। এমন অনেকেই আছেন আমাদের ডানে বামে, যারা কোনোদিন এই আনন্দের জায়গাটিতে যোগ দিতে পারেন নি😭 সেই সৌভাগ্য হয়ে উঠে নি। কাল ঈদের দিনে কোরবানি দূরে থাক, অনেকের ঘরে একটু শুকনো বাজারও হয় নি। এমন অনেক পরিবার আছে। চক্ষু লজ্জায় বলতেও পারছেন না। আমাদের উচিত তাদের খবর নেয়া। একা ভালো থাকার মধ্যে কোনো আনন্দ নেই। এ সমাজ কেমন জানি। কেউ কারো খোঁজ নিতে চায় না। নেয়ার সময়ও নেই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমরা। একটু অসহায়রা অসহায়ই রয়ে যায়। কি অপরাধ তাদের? গরীব ঘরে জন্ম নেয়া? বিধাতার খেলা। কে কখন কোথায় কিভাবে থাকবে একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানেন। আমরা মানুষ হিসেবে কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। কে না খেয়ে আছে। কি পড়ছে। কিভাবে দিনকাল কাটাচ্ছে ইত্যাদি। যাদের আল্লাহ্ একটু ভালো রেখেছেন, যদি আমরা খবর না নেই উপরওয়ালা আমাদের থেকে সবকিছুর জবাব নেবেন কিন্তু।
আসুন না, আমরা যারা একটু কেনাকাটা করেছি, কোরবানি দেয়ার তাওফিক আল্লাহ্ দিয়েছেন। দুধ চিনি সেমাই কিনে কালকের আনন্দের জন্য তৈরী হয়েছি। খুব দরকার এই মুহূর্তে, একজন আরেকজনের খবর নেয়া প্রতিবেশীর। খুব বেশী না পারলেও একজন একজনের দায়িত্ব নেই। একটু খবর নিয়ে গোপনে একটু মাংস পৌঁছে দেই। একটু দুধ চিনি সেমাই কিনে দেই। পারলে একটা নতুন পোশাক। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করি। মিলেমিশে ভাগ করে ঈদ উদযাপন করি। আমরা কেউ কেউ অনেক আনন্দ করবো, দামিদামি খাবার খাবো আরেকদল ঘর থেকে বের হবে না। বুকে কষ্ট নিয়ে স্ত্রী সন্তানদের আগলে রেখে ঘরের কোণে বসে থাকবে। চোখে জ্বল। হৃদয়ে রক্তক্ষরণ। আমাদের এই আনন্দের মানে কি? একই সমাজে বসবাস করে এই তারতম্য কি মেনে নেয়া যায়?
সবাই মিলে ভালো থাকবো। নিজের থেকে কিছুটা দিয়ে হলেও অন্যের মুখে হাসি ফোটাবো। খুব বেশী কিছু না পারলেও ঈদের দিন একটা ফোন দিয়ে একটু শুভেচ্ছা জানাই। একটা ফুল। একটা চা ভাগ করে খাই। একটু হাসি মুখে কথাও অনেকের আনন্দের বড় খোরাক। আল্লাহ্ ভালো রাখুন সবাইকে💕
একদিন ঝড় থেমে যাবে।
পৃথিবী আবার শান্ত হবে 💕
ঈদ আনন্দে কাটুক সবার 💕
© আবদুল্লাহীল বাকী
১৬ জুন ২৪
রবিবার 💕
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Cumilla
3500
Cumilla
Customer satisfaction is our first priority. We are providing all kinds of fashionable products.