Md Gaziul Haque

Md Gaziul Haque

Assalamu alaikum! This page helpful and enjoyable for you!! please follow the page!

01/01/2023

কীভাবে তারে বলো ঈমান বলি। ড. মিজানুর রহমান আজহার।

29/12/2022

আহা! এমন সাদামাটা বিয়ে গুলোতে কতই না বরকত রয়েছে।

রাসুল সাঃ ইরশাদ করেন-"যে বিয়েতে খরচ যত কম, সে বিয়েতে বরকত তত বেশি!" (মিশকাত-৩০৯৭)

অথচ আজকাল খরচের ভয়েই হাজারো যুবক-যুবতী তাদের অর্ধেক দ্বীন পূর্ণ করতে পারছে না। ছেলেরা দেনমোহরের ভয়ে আর মেয়েরা যৌতুকের ভয়। যৌতুক এবং সাধ্যের বাইরে দেনমোহর দু'টো বিবাহ কঠিন করে দিয়েছে।

13/12/2022

#ভোট
পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি শফী (রহ.) এ সংক্রান্ত একটি পুস্তিকায় লিখেছেন যে, ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টি। ১. সাক্ষ্য প্রদান ২. সুপারিশ ও ৩. প্রতিনিধিত্বের সনদ প্রদান।
অর্থাৎ কোন প্রার্থীকে ভোট দেওয়া মানে ওই প্রার্থী ভালো এবং যোগ্য বলে আপনি সাক্ষ্য দিচ্ছেন। তিনি ভালো এবং যোগ্য বলে আপনি সুপারিশ করছেন। তিনি ভালো এবং যোগ্য বলে আপনি তার প্রতিনিধিত্বের বৈধতার সনদ প্রদান করছেন।
ইসলামে কারো পক্ষে-বিপক্ষে সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, সনদ দেওয়া এ তিনটি জিনিসেই গুরুত্বপূর্ণ। এবং স্পর্শকাতরও। তাই সর্বাধিক সতর্কতার বিকল্প নেই।
তবে ভোট দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য দেওয়াটাই হলো মৌলিক বিষয়। আপনি যার পক্ষে সাক্ষ্য দিলেন বাস্তবেই যদি তিনি ভালো এবং যোগ্য হন এক্ষেত্রে আপনার সাক্ষ্যটা হবে সত্য সাক্ষ্য, অন্যথায় মিথ্যা সাক্ষ্য।
আর মিথ্যা সাক্ষ্য যে কত বড় কবীরা গুনাহ ও হারাম কাজ তা কি কারো অজানা রয়েছে?
সহিহ বুখারির একটি বর্ণনায় হযরত আবু বকর (রা.) বলেন যে, রাসুলুল্লাহ একদা এক জায়গায় হেলান দিয়ে বসা অবস্থায় তিনবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে কবীরা গুনাহগুলোর মধ্যে বড় কবীরা গুনাহের কথা বলব?
সাহাবীরা হ্যাঁ সূচক উত্তর দেওয়ার পর তিনি বললেন, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, পিতা-মাতার অবাধ্যতা (এ দুটি কথা বলার পর তিনি সোজা হয়ে বসলেন) এবং বললেন, শুনে নাও! মিথ্যা সাক্ষ্য অনেক বড় কবীরা গুনাহ।সুতারাং আমরা ভোট দিবো সৎ,আমানাতদার,ইসলাম প্রিয় মানুষকে। যে ইসলামী চেতনা কে লালন করে।
©

09/12/2022

-----------★নিজস্ব একটা মানুষ ★------------

জীবনে কিছু থাকুক আর না থাকুক একটা নিজস্ব মানুষ থাকা টা জরুরী...

যার কাছে হাজার ও কষ্ট ক্লান্ত ভরা মন,
দিন শেষে কারোর বুকে শক্ত করে জড়িয়ে দুফোঁটা অশ্রু ঝরিয়ে আশ্রয় পাবে।🖤🥀
পাবে সান্ত্বনার জন্য মাথার উপরে এক শক্ত হাত।

বিশ্বাস করুন
এর থেকে শান্তির আর কোন কিছুই হবে না,

যখন কেউ চোখের অশ্রু হালকা হাতে মুছিয়ে,
মুখ ফুটে বলে উঠবে *আনা উহিব্বুকুমফিল্লাহ্*
তখন যেন সমস্ত কষ্ট ক্লান্তির অবসান হয়ে অনেক শক্ত করে জড়িয়ে যবান দিয়ে শব্দ বেড়িয়ে আসবে ওয়া উহিব্বুকুমফিল্লাহ্।🥰🥰

চলতি পথে একটা শক্ত হাত থাকা টা অত্যন্ত জরুরী যা সকল ফিতনা এবং সম্পূর্ণ পাপ মুক্ত জীবন গড়তে সহযোগিতা করবে আমাকে।🥰🥰

দিন শেষে তাহাজ্জুদে পাশে থাকার স্পেশাল মানুষ টা তো কেউ একজন থাকতেই হবে আমার।🥰🥰
যার কারণে জান্নাতে যাওয়ার ইচ্ছে টা আস্তে আস্তে প্রবল হয়ে উঠবে।🖤🥀

সবাই তো দুনিয়া নিয়ে সখ করে আমার সখ টা না হয় আখেরাত নিয়েই হোক।

আমাকে খুশি রাখতে শুধু আখেরাতের স্বপ্ন দেখালেই চলবে,
তাতে আমি অনেক হাসি আর খুশি কুড়িয়ে নেব।🥰🥰

প্রতিশ্রুতি থাকবে জান্নাতে একে অপরকে পাশে পাওয়ার, 🥰🥰
এর চেয়ে সেরা উপহার আর কী বা হতে পারে?
ব‍্যস এতটুকুই যথেষ্ট আমার জন‍্য।
আর কিছুই চাইনা প্রিয়তম আপনার কাছ থেকে।

দুনিয়ার পিছনে তো সবাই ছুটে চলে আমরা না হয় প্রত্যেক টা পদক্ষেপ আখেরাতের পিছনে ছুটে চলবো।

ইনশা'আল্লাহ্........!

30/11/2022

আলোচিত নাত পেয়ার নাবী মুস্তাফা।

27/11/2022

আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে দাখিল/ এসএসসি সমমানের
পরীক্ষা - ২০২২ এর ফলাফল।
সকল শিক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভ কামনা!!

26/11/2022

মন জুড়ানো নাতে রাসূল সাঃ। সালমান সাদি কলরব।

23/11/2022

বিশ্বনবীর অপমানে যদি না কাদে তোমার মন।

20/11/2022

ভয় যখন হালাল এর। 😁

01/11/2022

🖋🖋★বিয়ের একমাস পর শ্বাশুরি বউয়ের কথপকথন:★🖋🖋🖋
🖋→বউমা, আমি ২৮টি বছরে যা পারিনি
তুমি এক মাসেই তা করে ফেলেছ।
💎→আম্মু,আপনি এ কী বলছেন!
→হ্যাঁ মা,, আমি এই ২৮টি বছরে ছেলেকে
ফজর নামাজে অভ্যস্ত করতে পারি নি।
তুমি এক মাসেই পেরেছ!
🏝🏝→আম্মু, আপনি কি পাথর আর স্বর্ণের গল্পটা জানেন?
→না তো!
🏝🏝→কোন এক গ্রামে চলাচলের পথে একটি বড় পাথর প্রতিবন্ধক হয়ে দাঁড়াল।
এক ব্যক্তি রাস্তা পরিস্কার করতে মনস্থ করল।
সে একটি কুড়াল নিয়ে পাথরটি ভাঙার চেষ্টা করল।
৯৯টি আঘাত করে সে ক্লান্ত হয়ে গেল।
তখনই সেখান দিয়ে এক পথিক যাচ্ছিল।
লোকটি পথিকের সাহায্য চাইলো।
পথিক কুড়াল নিয়ে আঘাত করতেই পাথরটি ভেঙে গেল এবং
🏝🏝ভেতর থেকে স্বর্ণভর্তি একটি থলে বেরিয়ে এল।
-পথিক: যেহেতু পাথরটি আমার আঘাতে
ভেঙেছে তাই থলেটি আমার।
-আমাকেও কিছু দাও।

আমিও যে ৯৯টি আঘাত করলাম।
পথিক রাজি হল না। দুজনে কাজীর কাছে গেল।
সব শোনে কাজী মীমাংসা করলেন।
স্বর্ণগুলোকে ১০০ভাগ করে ১ভাগ দিলেন পথিককে বাকি ৯৯ভাগ
লোকটিকে দিয়ে দিলেন। বললেন,'
"যদি তোমার ৯৯টি আঘাত না হত তাহলে এই
পাথরটি ভাঙতোই না"।
আম্মু,আপনি ২৮টি বছর পরিশ্রম করে সবকিছু
প্রস্তুত করেছেন। আমি শুধু শেষ আঘাতটাই করেছি।
বউ-শাশুরীর সম্পর্কগুলো এরকম মধুর হলে
কোন পরিবারেই অশান্তি থাকতো না।
#সংগ্রহীত

29/10/2022

এ যেনো নতুন এক আবু রায়হান || নিরব মনে আমি কেদেই যাবো || আল কারিম শিল্প গুষ্ঠির সদস্য ||

26/10/2022

বিয়ে করুন তাক্বওয়া দেখে, কারো লেবাস দেখেই পাগল হইয়ে যাইয়েন না....

চাইলে একজন পতিতাও যেকোনো মুহুর্তে লেবাস পাল্টে বোরখা, হাত মোজা, পা মোজা পড়ে বাহ্যিকভাবে পর্দানশীল হতে পারে।

কিন্তু ভিতরের ইমানী জজবা পরিবর্তন করা এতটা সহজ নয়। তার জন্য প্রয়োজন ইলমের সাথে আমল!

সুতরাং ভাইয়েরা সাবধান! বিয়ের ক্ষেত্রে শুধু হাত মোজা পা মোজা আর বোরখা পড়লেই তাকে প্রকৃত দ্বীনদার মনে করার কারণ নেই। লেবাসের পাশাপাশি তার ভিতরের ইলম ও আমল তথা ইমানি জজবা আছে কিনা তা দেখে নিবেন।

অন্যদিকে ছেলেদের ক্ষেত্রেও একটা ছেলে বাহ্যিক শুধু দাঁড়ি, টুপি, জুব্বা/পান্জাবী লেবাস পরিবর্তন করলেই তাকে প্রকৃত দ্বীনদার বলার সুযোগ নেই।

লেবাসের সাথে সাথে তার ইলম ও আমল তথা ইমানী জজবা আছে কিনা দেখতে হবে।

জাযাকাল্লাহ খইরান❣️

24/10/2022

কথাগুলো যেমন ভয়ের!
তেমনি আশা জোগানুর!
আবার,
একটি শক্তিশালী শান্তনা বাক্য 🖤

23/10/2022

তাঁর কাছে একফোঁটা অন্তত চান....

22/10/2022

মায়াবী কণ্ঠে মেহেরবান তুমি মেহেরবান || আব্দুর রাহিম |

18/10/2022

সাইয়েদুল ইস্তেগফার ও তার ফজিলত || তওবার শ্রেষ্ঠ দোয়া || Sayyidul Istighfar | Mizanur Rahman Azhari

17/10/2022

আমারে পিটলে কাম অইতোনা 🙄 পড়াশোনা মাইনসে মায়ের পেট থেকে শিক্ষা আসেনা🤣🤣

15/10/2022

মনে বড় আশা ছিলো যাবো মদিনায়। মোঃ গাজীউল হক

10/10/2022

মাশাআল্লাহ! কি অসাধারণ! একজন খেলোয়াড় হয়ে ও নিউজিল্যান্ডের একটি মসজিদে দ্বীনি আলোচনা করলেন।

09/10/2022

মরনের আগে একবার নসিব হয় যেনো তোমারই দিদার।
কলরব সংগীত। মোঃ গাজীউল হক

02/10/2022

আল্লাহ মানুষ কেনো বানাইলেন?? নতুন সিজনের নতুন ওয়াজ!!
মুস্তাক ফয়েজি পীর সাহেব

29/09/2022

নবীর রওজা শরিফ দেখে মন ভরে না!!

খালি গলায় একটু চেষ্টা করলাম 🌹

29/09/2022

মিসকিনরা যেভাবে
মনকে শান্তনা দেয়,,😁😁

23/09/2022

যে তেলাওয়াত করে ১১১টি দেশের মধ্যে ৩য় হয়েছে!!

শুনে আসুন👉👉 https://youtu.be/0ia1wdMwnms

15/09/2022

মক্কা!!
#মক্কা

12/09/2022

ঐ পুরুষ আল্লাহর কাছে সেরা, যে স্ত্রীর কাছে সেরা!

09/09/2022

একটু খানি চেষ্টা 🌹🥰🥰 #আর্ট

07/09/2022

কেউ একজন থাকুক | মোঃ গাজীউল হক | kew ekjon thakok | Salman Habib | #কবিতা

03/09/2022

বৃষ্টি এবং কুরআন তেলাওয়াত!
জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদ্রাসা!! ❤️💚

02/09/2022

কিসে আপনাকে প্রতারিত করছে?? শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ || মালেশিয়া প্রোগ্রাম ||

31/08/2022

বই মেলা || জিয়ারকান্দি ফাজিল মাদরাসা || #ইসলামিক_ভিডিও িভিউ #বইপড়ুন েলা

27/08/2022

ধার্মিক এক যুবক,,,,

দ্বীনদার এক বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন....!!

কিন্তু মেয়ের বাবা মেনে নেননি,,,, কারণ ছেলেটা ছিল গরীব....!!

কিছু দিন পরে আরেকজন যুবক বিয়ের প্রস্তাব দেয়....!!

যদিও সে ছিল ধনী....?

কিন্তু তার পাপের কথা লোকদের অজানা ছিল না....!!

অথচ মেয়ের বাবা ছেলে ধনী বলেই প্রস্তাবটি সাথে সাথে মেনে নেন....।

মেয়ে বিয়েতে অমত পোষণ করলে বাবা তাকে বার বার বোঝাতে লাগলেন....?

বললেন,,,, "দেখো" আল্লাহই তাকে হেদায়াত দিবেন,,,

এই কথা শুনে মেয়েটি বলল"" যিনি হেদায়াত দানের মালিক,,,, তিনি কি রিযিক দানের মালিক ও নন....!!

আল্লাহ তালাওয়ালা যেনো সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন.............✍

💔💔 আমিন ইয়া রব💔💔

23/08/2022

একটি হাদিস বলতে গিয়ে অঝরে কাঁদলেন! শায়েখ ড. মিজানুর রহমান আজহারী। #ইসলামিকআলোচনা #মিজানুর_রহমান_আজহারী_নতুন_ওয়াজ #মিজানুর_রহমান_আজহারী

18/08/2022

মাত্র সাড়ে ৪ মিনিটের ভিডিওতে পুরো বাংলাদেশের অবস্থা উঠে এসেছে...

18/08/2022

ইয়া রব!
লাকাল হামদ, ওয়া লাকাশ শুক্'র!

16/08/2022

বাংলা ক্যালিগ্রাফি || আমি আমার রবের প্রিয় হতে চাই!

15/08/2022

শেখ মুজিব এমন একটি নাম যে নামকে ভালোবেসেই বাংলার মানুষ ৯ মাস যুদ্ধ করেছিলেন #ইসলামিকআলোচনা #শেখমুজিব

Want your business to be the top-listed Media Company in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Gouripur
Comilla