Hevely Interior
Nearby clothing stores
Zilla School Road, Comilla
Planet Sr Shopping Mall, Comilla
Kandirpar, Comilla
Kandirpar
Zilla School Road, Comilla
Dona Sotosharif Pour Sodar South, Cumillas
Kandirpar Cumilla
Comilla
Kandirpar
Comilla Zilla School Road
, Comilla
Kandirpar
Kandirpar, Comilla
New Market 4th Floor-4083. Kandirpar
Comilla, Comilla
All kinds of interior solution.
🖤
Residence interior
Project Comilla
Ongoing project
Client: Ashikur Jaman Ashik
Work of Scope: Interior Design
Project location: Rajapara, Cumilla
আলহামদুলিল্লাহ,
সফলভাবে আরেকটি কাজ শেষ করলাম। 🖤
নতুন ফ্লাটের ওয়াল কেবিনেট/ আলমিরা নিয়ে ভাবছেন??
ওয়াল কেবিনেট শুধু ঘরের সৌন্দর্য বর্ধন করে না সাথে সাথে আলমারি এবং স্টোরেজ হিসেবেও কাজ করে।কেবিনেট থাকলে আপনার বাড়তি আলমারির প্রয়োজন নেই।
ঘরের আয়তন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও বেড়েছে ওয়াল কেবিনেটের।
রুচিশীল ও গোছানো বেডরুমের জন্য ওয়াল কেবিনেটের বিকল্প নেই। একটি ঘরকে গুছিয়ে রাখতে কেবিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি ঘরের জন্য এই কেবিনেট ভিন্ন হয়ে থাকে। এটি দেখতেও বেশ দৃষ্টিনন্দন।
সাধারণত ভিনিয়ার এবং প্লাই উডের সমন্নয়ে এই ধরনের কেবিনেটে প্রতি স্কয়ারফিটে খরচ ১৩৫০ - ১৮৫০ টাকা।
"হেভেলী ইন্টেরিয়র " থেকে আমরা আপনাদের দিচ্ছি সবথেকে কম খরচে উন্নতমানের ইন্টেরিয়র সার্ভিস।
সঠিক পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন।
ফোন করুনঃ- ০১৭১৩-২৬০৯০৮
সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচছা।❤️❤️❤️
মজবুত, টেকসই ও মানসম্পন্ন ইন্টেরিয়র নিয়ে ভাবছেন ??
ভাবছেন ডিজাইনটা কেমন হবে??
কোন ইন্টেরিয়র ফার্ম দিয়ে কাজটা করাবেন??
মুল্য অনুযায়ী গুনগত সেবা পাবেনতো??
হ্যাঁ, আপনার কষ্টার্জিত অর্থ, সমস্যা এবং সপ্নের মূল্য আমরাই বুঝি। একজন গ্রাহকের ভাবনাগুলো বাস্তবে রুপদেয়াই hevely Interior এর কাজ।
New market,3rd floor,kandirper,cumilla.
mobile: 01713-260908
রান্নাঘর প্রয়োজন অনুযায়ী এমনভাবে ব্যবহারযোগ্য করে তুলতে হয়, যাতে রান্না করা যেমন সহজ হয় তেমনি স্টোরেজেও কোনো সমস্যা না হয়। স্টোরেজ রান্নাঘরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রান্নাঘরে সবচেয়ে বেশি প্রয়োজন চুলা,কিচেন হুড, সিঙ্ক, কাটাকাটি করার জায়গা, হাতের কাছে জিনিসপত্র রাখার কেবিনেট। হাঁড়ি-পাতিল রাখার জন্যও চাই বন্ধ কেবিনেট, যাতে পোকামাকড় সেগুলো নোংরা করতে না পারে। তাই কেবিনেট ডিজাইন করতে হলে গৃহিণীর ব্যবহার অনুযায়ী করা চাই। আজকাল বিভিন্ন ধরনের হুক ও র্যাক পাওয়া যায় যা ব্যবহার করেও নতুনত্ব আনা যেতে পারে।
রান্নাঘরের মেঝে এবং দেয়ালের জন্য সঠিক টাইলস নির্বাচন, কাউন্টারের উপরের অংশ নির্বাচন, কেবিনেট ম্যাটেরিয়ালস সহ কালার কি হবে এবং আলোস্বল্পতা যেন না থাকে এই সব বিষয়ে কৌশলী হওয়া উচিত।
এসব বিষয় বিবেচনা করে একজন ইন্টেরিয়র ডিজাইনারের পরামর্শে আপনার রান্নাঘর হয়ে উঠুক সুন্দর ও পরিপাটি ।
সময়ের সাথে সাথে আমাদের রুচিরও পরিবর্তন হয়েছে। অফিস কিংবা বাসা সবখানেই এখন রুচিশীল মানুষ তাদের নান্দনিকতার ছোঁয়া রাখছেন। দৃষ্টিনন্দন করে সাজাচ্ছেন নিজেদের ঘরের প্রতিটি স্থান। গৃহস্থালি নতুবা অফিস যাই হোক না কেন, পরিপাটি করে সাজাতে কে না চায়। ঘর সাজানোর এই কাজটি সহজ করে দেন একজন দক্ষ ইন্টেরিয়ার ডিজাইনার। ডিজাইনার তার শৈল্পিক মনের ছোঁয়াতে সাজিয়ে তোলেন চমৎকার এক চারদেয়াল। শিল্পীর হাতের ছোঁয়ার একটি সাধারণ ঘরও হয়ে ওঠে অসাধারণ।
যোগাযোগঃ-০১৭১৩-২৬০৯০৮ / ০১৯১৭-৯৭২৩২৪
কুমিল্লা অফিসঃ নিউমার্কেট ৪ থ' তলা,কান্দিরপাড়।
ঢাকা অফিসঃ ট৯৭,গুলশান-বাডডা লিংক রোড।
সময়ের সাথে সাথে আমাদের রুচিরও পরিবর্তন হয়েছে। অফিস কিংবা বাসা সবখানেই এখন রুচিশীল মানুষ তাদের নান্দনিকতার ছোঁয়া রাখছেন। দৃষ্টিনন্দন করে সাজাচ্ছেন নিজেদের ঘরের প্রতিটি স্থান। গৃহস্থালি নতুবা অফিস যাই হোক না কেন, পরিপাটি করে সাজাতে কে না চায়। ঘর সাজানোর এই কাজটি সহজ করে দেন একজন দক্ষ ইন্টেরিয়ার ডিজাইনার। ডিজাইনার তার শৈল্পিক মনের ছোঁয়াতে সাজিয়ে তোলেন চমৎকার এক চারদেয়াল। শিল্পীর হাতের ছোঁয়ার একটি সাধারণ ঘরও হয়ে ওঠে অসাধারণ।
যোগাযোগঃ-০১৭১৩-২৬০৯০৮ / ০১৯১৭-৯৭২৩২৪
কুমিল্লা অফিসঃ ৪থ' তলা,নিউমার্কেট, কুমিল্লা।
ঢাকা অফিসঃ ট৯৭,গুলশান -বাড্ডা লিংক রোড।
❤প্রিয় শহর কুমিল্লায় আমরা ❤
আমাদের কাজের কিছু ছবি দিলাম।
চাইলে আপনারা নিজেদের বাসাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারেন।
যোগাযোগঃ-০১৭১৩-২৬০৯০৮
কুমিল্লা অফিস -৪থ' তলা,নিউমার্কেট।
ঢাকা অফিস -ট৯৭, গুলশান বাড্ডা,লিংক রোড।
❤প্রিয় কুমিল্লায় ঢাকার সার্ভিস।❤
আপনার প্রিয় বাসস্থান,কিংবা কর্মস্থলকে আপনার মনের মতো করে সাজিয়ে নিন।
যোগাযোগঃ 01713-260908,01917-972324
কুমিল্লা অফিসঃ- ৪র্থ তলা,নিউমার্কেট,কান্দিরপাড়,কুমিল্লা।
ঢাকা অফিসঃ- ট৯৭,গুলশান-বাড্ডা লিংকরোড,ঢাকা।
❤প্রিয় কুমিল্লায় ঢাকার সার্ভিস❤
আপনার শখের প্লাট,শো-রুম, অফিস,হসপিটাল,রেস্টুরেন্টের ইন্টেরিয়র করতে আজই যোগাযোগ করুন।আমাদের দক্ষ টিম আপনার কাজ সুন্দর ভাবে করে দিতে প্রতিস্রুতিবদ্ধ।
যোগাযোগঃ ০১৭১৩-২৬০৯০৮, ০১৯১৭-৯৭২৩২৪
কুমিল্লা অফিসঃ- ৪ থ' তলা, নিউমার্কেট, কান্দিরপাড়, কুমিল্লা।
ঢাকা অফিসঃ- ট৯৭,গুলশান-বাডডা লিংকরোড,ঢাকা।
🌈🌈🌈🌈🌈🌈 রঙ 🌈🌈🌈🌈🌈🌈🌈
পোশাকে রঙের প্রভাব আমরা সবাই লক্ষ্য করি। কোন রঙ আমাদের মনকে ফুরফুরে করে তোলে আবার কোন রঙ যে মুডটাই অফ করে দেয়। রঙ দিয়েই আমরা চিনি পৃথিবীকে, পৃথিবীর বস্তুগুলোকে।
"রং একটি বিশ্বজনীন, অব্যাক্ত ভাষা আর আমরা সবাই জানি কিভাবে এটি কথা বলে"
"আপনার ঘরের দেয়ালে আপনি কোন রং করছেন এটি শুধু নান্দনিকতার বিষয় নয়, এটি এমন একটি অনুসংগ যা প্রভাব ফেলে আপনার আবেগ এবং আচরণে।"
লাল❤
শক্তি এবং ক্ষমতার প্রতীক হল লাল রঙ। কোন জায়গাকে উষ্ণতা দিতে ব্যবহার করতে পারেন এই রংটি। একই সাথে রংটি বাড়ায় অন্তরঙ্গতা।
"আপনার ডাইনিং এর রং যদি হয় লাল, মানুষ ভাববে আপনি ভাল রান্না করেন।" বিষয়টা হাস্যকর মনে হলেও সত্যি। আপনি যদি চান, অতিথি পেট পুরে খাবে আপনার বাড়িতে তাহলে ডাইনিং রুমের এর দেয়াল করুন লাল রং।
কমলা🍊
স্বক্রিয়তা এবং সৃষ্টিশীলতা বাড়ায় কমলা।এটি একটি পার্শ্ববর্তী রঙ হিসেবে ব্যবহার করতে পারেন। মূল রঙ কমলা হলে তা অতিরিক্ত লাগতে পারে। ডাইনিং রুম বা রান্নাঘরের জন্য কমলা বেছে নিতে পারেন। বাচ্চাদের রুমেও চমৎকার মানিয়ে যাবে রংটি।
হলুদ🌻
হলুদ মানেই আনন্দ, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা। প্রকৃতির কাছাকাছি যদি হয় আপনার ঘরটি তাহলে ব্যবহার করতে পারেন এই রংটি। বারান্দার দেয়ালেও সুন্দর মানিয়ে যাবে উজ্জ্বল হলুদ রংটি। আপনার বেডরুমের একটি দেয়ালকে আলো ঝলমলে করে দিতে পারেন হলুদ, সাথে লাগাতে পারেন কিছু ইনডোর গাছ।
সবুজ🍀
সবুজ মানেই যেন শীতলতা। বড় হলঘর বা বাড়ির প্রবেশমুখে লাগাতে পারেন এই রংটি। সারাদিনের কাজ শেষে যখনই ফিরবেন ঘরে চোখে নেমে আসবে প্রশান্তি।
নীল💙
শান্তি এবং ফ্রেশ একটা অনুভূতি দেয় নীল রঙ। " লাল রং ব্লাড প্রেশার, হার্ট রেট সহ বিভিন্ন স্পন্দনক্রিয়া বাড়ায়। নীল রং কাজ করে একদম বিপরীত ভাবে, মনে আনে বিশ্রাম।" তাই আপনার শোবার ঘরের রংটি হতে পারে নীল। তবে গাঢ় নীল, কারণ তা ঘুমের জন্য ভাল।
প্রেশার, হার্ট রেট সহ বিভিন্ন স্পন্দনক্রিয়া বাড়ায়। নীল রং কাজ করে একদম বিপরীত ভাবে, মনে আনে বিশ্রাম।" তাই আপনার শোবার ঘরের রংটি হতে পারে নীল। তবে গাঢ় নীল, কারণ তা ঘুমের জন্য ভাল।
নীল ক্ষুধা কমাতেও সাহায্য করে। আপনি যদি ডায়েট করতে চান তাহলে রান্নাঘরে নীল রঙ ব্যবহার করতে পারেন। বাথরুমে শীতল শান্ত অনুভূতি পেতে নীল বেছে নিন।
বেগুনী💜
আভিজাত্য এবং বিলাসিতার রঙ বেগুনী। লিভিং রুম এবং মাস্টার বেডরুমের জন্য এটি একটি চমৎকার পছন্দ।
ধূসর🕸
মনকে প্রশান্ত করে ধূসর রঙ। বাড়ির কোন একরুমকে যদি অফিস রুম হিসেবে ব্যবহার করতে চান তাহলে সেখানে ব্যবহার করতে পারেন এই রংটি।
বাদামী🚪
সবুজের মতই বাদামী যেন নিয়ে যায় মনকে প্রকৃতির কাছে। যে রুমটিতে সবাই মিলিয়ে জমিয়ে আড্ডা হবে সেই রুমের দেয়ালে ব্যবহার করু এই রঙ।বাদামী রঙ মানুষের কথা বলার আগ্রহ বাড়িয়ে দেয়।
কালো🖤
ক্ষমতাকে ঘোষণা করে কালো রঙ। আপনার যে জিনিসটি আপনি সকলের দৃষ্টিগোচর করতে চান সেই জিনিসটিকে দিন কালো ব্যাকগ্রাউন্ড।
সাদা💭
পরিচ্ছন্নতা এবং পবিত্রতার প্রতীক সাদা রঙ। কোন স্পেসকে বড় দেখাতে হলে সাদা রঙের জুড়ি নেই। তাই আপনার কোন ঘর যদি একটু ছোট হয় তার দেয়ালে দিতে পারেন সাদা রঙ। ঘরটিকে আবদ্ধ মনে হবে না তাহলে।
শুধু রঙই নয়, বাড়ির আকৃতি, জানালার ধরণ, বাতাস চলাচলের ব্যবস্থা এসবেরও প্রভাব পড়ে।
Ramadan Mubarak🌙🌙
শুভ জন্মদিন বাংলাদেশ 💚❤
আলহামদুলিল্লাহ,
নতুন একটি বাসার ইন্টেরিয়র কাজ শুরু করলাম।
ইনশাআল্লাহ, কাজ শেষে আরো ছবি আপলোড দিবো।
অভিনন্দন 😍😍😍😍😍😍😍😍😍😍
বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দলকে
প্রথম বারের মত যুব বিশ্বকাপ জিতার জন্য!!!!
আপনার রান্না ঘরকে ঝামেলা মুক্ত করার পাশাপাশি আরো সুন্দর করতে আজই যোগাযোগ করুন।
মোবাইল ঃ০১৭১৩-২৬০৯০৮
Smart cabinet for home interior.
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে একটু সাবধানতা অবলম্বন করুন, আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। 🥰
সময়ের সাথে সাথে আমাদের রুচিরও পরিবর্তন হয়েছে। অফিস কিংবা বাসা সবখানেই এখন রুচিশীল মানুষ তাদের নান্দনিকতার ছোঁয়া রাখছেন। দৃষ্টিনন্দন করে সাজাচ্ছেন নিজেদের ঘরের প্রতিটি স্থান। গৃহস্থালি নতুবা অফিস যাই হোক না কেন, পরিপাটি করে সাজাতে কে না চায়। ঘর সাজানোর এই কাজটি সহজ করে দেন একজন দক্ষ ইন্টেরিয়ার ডিজাইনার। ডিজাইনার তার শৈল্পিক মনের ছোঁয়াতে সাজিয়ে তোলেন চমৎকার এক চারদেয়াল। শিল্পীর হাতের ছোঁয়ার একটি সাধারণ ঘরও হয়ে ওঠে অসাধারণ।
যোগাযোগঃ-০১৭১৩-২৬০৯০৮ / ০১৯১৭-৯৭২৩২৪
আপনার ঘরের সৌন্দর্য্য বাড়ানোর কথা ভাবছেন?
কোনো চিন্তা নেই আমরা আছি আপনার পাশে। আপনার ফ্লাট, বাসা, ডুপ্লেক্স, অফিস, রেস্টুরেন্ট, কফি শপ, ফাস্ট ফুড ইত্যাদি আপনার মনের মত করে ইন্টেরিয়র করাতে পারেন আমাদের দ্বারা। কাজ করবো আপনার বাজেটের ভিতরে, সুন্দর ও আধুনিক ডিজাইন দ্বারা। রুচিশীল ও মানসম্মত কাজের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
যোগাযোগঃ
০১৭১৩২৬০৯০৮,০১৯১৭৯৭২৩২৪
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
3rd Floor, Shop-4074, New Market, Shahid Munshi Kabir Uddin Road, Comilla Kabir , Uddin Rd
Cumilla
3500
Dhonapotikhola, Muradnagor
Cumilla, 3544
i make uniqe fashion product of the best quality.if you need uniqe product contract me.
Cumilla, 3562
Ads Campaign Manager Shopify Devloper Freelancer Digital Creator ✅ ✅ ✅ ✅✅✅✅✅✅✅✅✅
Comilla Moynamoti Cantonment
Cumilla, 3500
আমরা সর্বদায় গুণগত ও মানসম্মত প্রোডাক্ট নিয়ে মাই চয়েজ শপিং আপনাদের পাশে আছি,
Katabill
Cumilla, 3500
Boys Fashion Boys is Attitude আমরা আপনার নাম লগো দিয়ে আপনার পছন্দের টি-শার্ট উপস্থাপন করাই আমাদের .