Akibul Islam
DIGITAL MARKETER Hello My name is Akibul Islam. I have been an experienced and consultant on digital marketing for the past 3 years. I can discuss your project.
I've been keeping up with the ever-changing digital trends. I have worked with various active and well-established businesses. I have the most experience in digital marketing SEO,Facebook marketing,youtube marketing and email marketing. I work for the complete satisfaction of the buyer. We try to meet the full demand of the buyer. Moreover business organizations specialize in increasing leads and sales. So send me a message if needed.
শুভ চিঠি দিবস ২০২৩
Emergency🚌
ছোটবেলায় আব্বুর ধমককে কী ভীষণ ভয় করতাম, এখন কেউ সামান্য একটু ধমকের স্বরে কথা বললেও কান্নাকাতর সন্তানের বলতে ইচ্ছা হয়,আমার আব্বু বেঁচে থাকলে আপনি পারতেন না এভাবে বলতে😢
আল্লাহ ভালো রাখুক আমাদের ছেড়ে চলে যাওয়া বাবাদের
ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি📖
বারবার বলি সবাইরে মলম বেপারীর খপ্পরে পইরেন না। যারা দিনে দিনে কোটি কোটি টাকা টাকার স্বপ্ন দেখাই।
আলহামদুলিল্লাহ🤲 (৫ম বার রক্তদান)
আল্লাহর রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান সাহাবা, ইসলামের তৃতীয় খলিফা, নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই দুইটা কন্যাকে যার সাথে বিয়ে দিয়েছেন এবং যিনি ছিলেন তৎকালীন আরবের অন্যতম ধনী ব্যবসায়ী— সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর এটি।
অসাধারণ এক মানুষের কী সাধারণ কবর!!
"পৃথিবীর সবচেয়ে কঠিন ধাক্কা হলো, একদিন সবার মাঝে নিজেকে 'অ্যাভারেজ' হিসেবে আবিষ্কার করা ... জীবনের উপন্যাসে টপারদের এলিট গল্পতেও আমি নেই, ব্যাকবেঞ্চারদের রূপকথাতেও আমি নেই ... নোটিশ বোর্ডে উঁকি দিয়ে রেজাল্ট খোঁজার সময় 'থ্রি ইডিয়টস' এর দৃশ্যটা চোখে ভাসে আর নিজেকে কেমন যেন অস্তিত্বহীন মনে হতে থাকে !!
অথচ চেষ্টার কমতিও বা ছিলো কই ... কষ্ট কে-ই বা কম করে ... আমি চোখের সামনে দেখতাম, একবার বইটা উল্টে-পাল্টে দেখেই পাশের বন্ধুটা সব মনে রাখতে পারতো ... প্রেজেন্টেশনের সময় একটিবারের জন্যও ওদের কথা আটকে যেতো না ... ইন্টারভিউতে কি চমৎকার বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে ফেলতো ওরা ... কেউ অসাধারণ ডিবেটার, কেউ দুরন্ত ক্রিকেটার, কেউ জিনিয়াস লেভেলের আর্টিস্ট, কেউ অলরাউন্ডার ... আমারে দিয়ে কিছুই হইলো না ... গালভরা ইংরেজিতে মিথ্যে সান্ত্বনা দিয়ে বললাম, Jack of all trades, Master of none !!
খুব যত্ন করে লুকায়ে রাখতাম অনুভূতিটা, তবু এত কিছুর মাঝে নিজেরে প্রতিনিয়ত বেমানান মনে হতোই ... ঝুম বৃষ্টির সময়টাতে আকাশের কোণে চুপচাপ বসে থাকা এক টুকরো ধূসর পরদেশী মেঘের মতো ... যে আর দশটা মেঘের মতোই বৃষ্টি হতে চেয়েছিলো, কিন্তু দশজনের মিছিলে সে সবসময়ই ছিলো এগারো নম্বর !!
সবাই বলে, চেষ্টায় সব হয় ... বিশ্বকাপে আন্ডারডগ টিমটাও জিতে যায়, স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয়ে যায়, জুকারবার্গের ড্রপ আউটের মোটিভেশনাল স্টোরি ভেসে বেড়ায় বাতাসে ... সে বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিয়েও অসাধারণ কেউ হতে না পারলে আরো বেশি সাফোকেটিং লাগে !!
অ্যাভারেজ মানুষটা একদম যে নিঃশেষ হয়ে যায় - তাও কিন্তু না ... সে শূন্যও নয়, একশোও নয় ... সে এমন এক সংখ্যা, যার জন্য কেউ উচ্ছ্বসিত হয় না ... যারে পৃথিবী প্রতিনিয়ত একশো হওয়ার স্বপ্ন দেখায়, কিন্তু মিডিওক্রিটির ভার কাঁধে নিয়ে সে আর ছুটতে পারে না !!
মাঝে মাঝে মনে হয়, একদম শূন্য হয়ে বাতিলের খাতায় চলে গেলে হয়তো জীবন নিয়ে কোনো রকম উচ্চাশা থাকতো না ... কিন্তু পাহাড়ের চূড়া আর মাটির ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে কখনো উপরে আর কখনো নিচের দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকে জীবন কিংবা ভাগ্য বদলে যাওয়ার মিরাকেল আশা করতে থাকাই কারো কারো নিয়তি !!
জীবনের সাথে যুদ্ধ করে হয়তো আরেকটু ভালো থাকা যায়, কিন্তু নিয়তির সাথে কখনো যুদ্ধ হয় না !!
লেখা- মুশফিকুর রহমান আশিক
Germany Football Team
সম্প্রতি কিউ এস র্যাংকিং ২০২৩ প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০ এই রেঞ্জে ঢুকতে পেরেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আছে ১০০১-১২০০ এই রেঞ্জে। গত বছরের এই র্যাংকিং নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে ব্যাখ্যা করেছি বিশ্ববিদ্যালয় র্যাংকিংটা আসলে কীভাবে করে। আশা করি সকলের কাজে লাগবে।
এমন মার্কা মারা কার ফ্রেন্ডলিস্টে আছে...?😁😁😁
Ismail Md Abunur Shakil
Sakawat Hossen Tanjit
আছে নি..?
perfectly
যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !
©
সময় টিভি—র ১৭ মিলিয়ন সাবস্ক্রাইবার বিশিষ্ট ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়েছে। সম্প্রতি চ্যানেলটির নাম পরিবর্তন করে 'Ethereum 2.0' দেওয়া হয়েছে।
Be Careful everyone 👮♂️
আমরা সবসময় ভাবি যে আমাদের আসলে সবাই যেটা করে সেটাই করতে হবে। কিন্তু আপনি অনেক কিছুই করতে পারেন অনলাইনে যা থেকে আপনি নিজে সাবল্মবী হতে পারবেন।
যেমন নিচের পেমেন্টটা এসেছে আমার নিজের নিস ব্লগ সাইট থেকে।যেখানে আমি Body Treats নিয়ে লেখালেখি করি। মানে হচ্ছে আপনি যদি আপনার স্কিনকে সুন্দর রাখতে চান তার জন্য যা করা লাগে তা নিয়েই লেখা লেখি করি।
এইটা এক ধরনের প্যাসিভ আয়ের মাধ্যম। কিন্তু এইটার জন্য আপনাকে ভালো কনটেন্ট রাইটার হতে হবে। এবং SEO এর ব্যাপারেও ধারনা থাকতে হবে।
এইসব সেখার জন্য উদেমী আমাকে অনেক সাহায্য করেছে। একটা ২ টা কোর্স না আপনাকে অনেকগুলো কোর্স করতে হবে। দেখবেন সব কোর্সে নতুন কিছু একটা আলাদা করে শিখবেন।
কোর্সের লিংকগুলোঃ https://www.udemy.com/topic/blogging/free/
এই কোর্সটা মাস্ট করবেনঃ https://www.udemy.com/topic/blogging/free/
( এইগুলো সব ফ্রি)
একটা ব্লগ বানালে ১ বছর টানা সময় দিবেন। দেখবেন খুব ভালো কনভার্ট করবে। আর এমনিতেই অনেক সময় নষ্ট করেন প্রতিদিন। তার থেকে কিছু শিখেন ভালোই হবে।
💯
সাপ কি দুধ পান করে?
বহু বছর ধরে সাপ এর দুধ পান করার বিষয়টি প্রচার হয়ে আসলেও তথ্যটির কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।
প্রকৃতপক্ষে, সাপের ল্যাকটেজ এনজাইম না থাকায় পরিপাক প্রক্রিয়ায় দুধের মতো ল্যাকটোজ সমৃদ্ধ খাদ্য হজম হয় না। তাই সাপের পক্ষে দুধ হজম হওয়া সম্ভব নয়। তবে কিছুদিন তৃষ্ণার্ত থাকা সাপকে দুধ দিলে সে এটিকে পানি মনে করে পান করে। এতে করে সাপটির মৃত্যুর আশঙ্কা সৃষ্টি হয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিষয়টি নিয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত ফ্যাক্টফাইল প্রতিবেদন পড়ুন প্রথম কমেন্টে দেওয়া লিংক থেকে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Address
Cox's Bazar
4700
Hazi Nor Ahammed Shopping Center (2nd Floor) , Shamlapur Bazar, Teknaf , Coxsbazar
Cox's Bazar, 4750
*First Security Islami Bank is a modern bank following the Islamic rules and regulations and facilit
Bandarban
Cox's Bazar
শক্তির স্বপ্নে তুমি যারই মৃত্যু দেখে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষ ই মরেছে।
Saudi Arabia, , Kater, , Kuwait
Cox's Bazar, THAILOTTERYTIPS
Thai Lottery Game Seller