Kamal Shamsuddin Ahmed Prince-কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স
চেয়ারম্যান(নৌকা প্রতীকে মনোনীত)
০৬ নং জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র আমন্ত্রণে G20 ডিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।
ইনশাআল্লাহ
Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.
Whenever you see the Stars icon, you can send me Stars!
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান শ্রদ্ধেয় Kamal Shamsuddin Prince এর পক্ষ থেকে জোয়ারিয়ানালাবাসীকে জানায় পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আজ ১০ জুন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শ্রদ্ধেয় জেঠাত ভাইরমরহুম আসিফ কামাল চৌধুরী রাবু’র ১৬ তম মৃত্যুবার্ষিকী। যার কাছে সাদা ছিল সাদা, কালো ছিল কালো,,। যিনি রাজনৈতিক জীবনে কখনো নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেননি। তিনি কক্সবাজার জেলা আওয়ামীলীগ এবং জেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আফসার কামাল চৌধুরীর সুযোগ্য সন্তান ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কলেজের সাবেক ভিপি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ৮০-৯০ দশকের মেধাবী ছাত্রনেতা ছিলেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।
ভারসাম্যপূর্ণ জীব বৈচিত্রের আধার হতে পারে জোয়ারিয়ানালার বনায়ন প্রকল্পঃ রয়েছে সমস্যা ও লুটেরাদের আনাগোনাও।
জোয়ারিয়ানালা রেঞ্জকে সবুজায়ন করার দৃশ্যমান, ব্যবহারিক উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ২০২২ সালের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কক্সবাজার উত্তর বন বিভাগ এর জোয়ারিয়ানালা রেঞ্জের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ, বিভাগীয় বন কর্মকর্তা, ইউএনও, ইউপি চেয়ারম্যান, রেঞ্জ কর্মকর্তা, স্থানীয় অধিবাসী ও জোয়ারিয়ানালা রেঞ্জের স্টাফবৃন্দ।
জোয়ারিয়ানালা বিটের রেঞ্জ কর্মকর্তা মিস্টার টিটু জানিয়েছেন, জোয়ারিয়ানালা রেঞ্জে ২০২১-২০২২ আর্থিক সালে সুফল প্রকল্পের আওতায় ২০.০ হেক্টর এএনআর বাগান, ১৫.০ হেক্টর এনরিচমেন্ট বাগান, ১৫.০ হেক্টর মিশ্র প্রজাতির ধীর বর্ধনশীল বাগান, ৫০.০ হেক্টর মিশ্র প্রজাতির দ্রুত বর্ধনশীল বাগান, ১০.০ হেক্টর ওষধি বাগান সৃজন করা হবে।
ইহা ছাড়া কক্সবাজার জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার ও ইকো-ট্যুরিজম প্রকল্পের আওতায় ৫০.০ হেক্টর এএনআর বাগান, ১০.০ হেক্টর দীর্ঘ মেয়াদী বাগান সৃজন করা হবে।
ইতিমধ্যে বেশ কিছু নার্সারি স্থাপন করা হয়েছে। তন্মধ্যে রেঞ্জ অফিসার জানিয়েছেন, কদুবুনিয়া, নাপোড়ার ঝিরি আর গহীন ঝিরিতে সহ তিনটি নার্সারি রয়েছে।
এসব আশাবাদী প্রকল্প অগ্রগতির মধ্যেও নিরাপত্তাহীনতা, কাঠ পাচার, পাহাড় কর্তন এখনো অত্র এলাকার অন্যতম সমস্যা। কিছুদিন আগেও, কাঠ কেটে গাড়িতে করে পাচার করার অভিযোগ এসেছে। প্রভাবশালীদের ইন্ধন বা সড়ষেতে ভূত আছে কিনা- ভাবার অবকাশ রয়েছে। সুন্দর পরিকল্পনার আড়ালে বাস্তবায়নের সদিচ্ছা, সকলের সহযোগিতাই পারে সকল বাধা, বিপত্তি দূর করতে।
সঠিক বনায়ন সুনিশ্চিত করতে হলে, অনুসন্ধান ও জনমতভিক্তিতে সুযোগ সন্ধানী পাচারকারীদের চিহ্নিত করাটাও দায়িত্বের মধ্যে আমলে নিতে হবে বন বিভাগকে। প্রশাসনকে সাথে নিয়ে সাহসী - উদ্যোগ এবং প্রয়োজনীয় সড়ক সহ পরিবেশবান্ধব অবকাঠামো জীববৈচিত্র্য কে নতুন মাত্রা দিবে।
[ছবিগুলো বিট কর্মকর্তার ফেসবুক থেকে সংগৃহীত ],
আমার নেত্রী, আমার অহংকার ।
জোয়ারিয়ানালার কৃতি সন্তান, কক্সবাজার জেলার প্রথম বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মরহুম আমিরুল কবির চৌধুরী'র ৪র্থ মৃত্যুবার্ষিকী তে শ্রদ্ধাঞ্জলী জানাচ্ছি,
মহান আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুক।
কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স
চেয়ারম্যান
০৬ নং জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ।
রামু,কক্সবাজার।
Kamal Shamsuddin Ahmed Prince-কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স updated their business hours.
Kamal Shamsuddin Ahmed Prince-কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স updated their website address.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
Cox's Bazar
4730
Chattogram
Cox's Bazar, COX'SBAZAR
🌾🌾Blood Group(B+)🌾🌾 🌾🌾1st VicePresident 🌾🌾 🌾Matar bari Union Chatrodal🌾
Cox's Bazar
Ya Allah! My future is in your heads and I completely trust you. Blood group:AB-
Cox's Bazar
Bangladeshi business leader and current Member of Parliament of the Dhaka-10 area.
Cox's Bazar
Cox's Bazar
This is the Official Page of Rashedul Karim Markin. He is a Politician Bangladesh Nationalist Party.