Bondhushava Cox's Bazar City College

Bondhushava Cox's Bazar City College

ভালোর সাথে, আলোর পথে

পাঠকই প্রথম আলোর প্রাণ। ‘প্রথম আলো বন্ধুসভা’ এই পাঠকদেরই সংগঠন। প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়; রাষ্ট্রে ও সমাজে শুভ, কল্যাণ ও শ্রেয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের তরুণসমাজ এর বিপুল পাঠকগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ। তারা এ দেশের ভবিষ্যতের নির্মাতা। তাদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যত্ কতটা উজ্জ্বলতর হবে।

নিজেকে উন্নততর মানুষ হিসেবে গড়ে তুলতে পারা তাই তরুণস

‘ঈদের দিন নতুন জামা পরে সমুদ্রসৈকত ঘুরতে যাব’ 09/04/2024

কোমলমতি ১০০ জন শিশুকে ঈদের নতুন জামা এবং‌ ৫০টি পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে কক্সবাজার বন্ধুসভা, কক্সবাজার সিটি কলেজ ও কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভা।

‘ঈদের দিন নতুন জামা পরে সমুদ্রসৈকত ঘুরতে যাব’ ৬ এপ্রিল দুপুরে সেখানকার কোমলমতি ১০০ জন শিশুকে ঈদের নতুন জামা এবং‌ ৫০টি পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দ...

15/03/2024

প্রিয় বন্ধুরা,
বছরঘুরে আবারও চলে আসলো বন্ধুসভার নিয়মিত কর্মসূচি "সহমর্মিতার ঈদ"। সারাদেশের ১৪০টি বন্ধুসভার উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে। কক্সবাজার সিটি‌ কলেজ বন্ধুসভা প্রতিবছরের ন্যায় জেলা বন্ধুসভার সাথে কোলাবোরেশনের‌ করে এবারও সহমর্মিতার ঈদ কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়, তাদের যথাসাধ্য সহযোগিতা করতে চায়। একইসাথে পথশিশুদের মাঝে ঈদের আমেজের শোভা আনতে তাদের রঙিন জামা উপহার দিয়ে তাদের মলিন মুখে হাসি ফোটাতে চায়। তাদের এই বিশেষ মুহূর্তের সঙ্গী হতে পারেন আপনারাও। যে যার খুশিমত সাহায্য করতে পারেন।

এছাড়াও আমরা বন্ধুদের সহায়তার পাশাপাশি আরও কিছু বিষয় এখানে যোগ করতে পারি সেগুলো হলো- অনেক পরিবার ঈদুল-ফিতর উপলক্ষে যাকাত প্রদান করে থাকে বন্ধুদের পরিচিত এমন কোন পরিবার বা পরিবার বর্গের সহায়তা আমরা অসহায়দের মধ্যে পৌঁছে দিতে পারি। এছাড়াও বন্ধুদের মাধ্যমে অন্যান্য অঙ্গ-সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে সাহায্য গ্রহণ করতে পারলেও ভালো হয়। তাতে আমাদের সহমর্মিতার ঈদ হবে আরও সমৃদ্ধ।

সবার সহযোগিতায় সহমর্মিতার ঈদ সফল হোক।

বিকাশ / নগদ
01731323327 - আবিদ

08/03/2024

আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস।
নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। কোনও কোনও দেশে নারী শ্রমিক দিবস হিসেবেও দিনটি পালিত হয়।

নারী দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে
‘নারীর সমঅধিকার, সমসুযোগ,
এগিয়ে নিতে হোক বিনিয়োগ’

Photos from Bondhushava Cox's Bazar City College's post 21/02/2024

আজ সবার সব পথ এসে মিলে যাবে এক অভিন্ন গন্তব্য শহীদ মিনারে। হাতে হাতে বসন্তে ফোটা ফুলের স্তবক, কণ্ঠে নিয়ে চির অম্লান সেই গান
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি...
ধীর পায়ে এগিয়ে যাবে আবালবৃদ্ধবনিতা। ভাষাশহীদদের প্রতি নিবেদিত শ্রদ্ধার ফুলে ফুলে ঢেকে যাবে শহীদ মিনারের বেদি। আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

20/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
সকল ভাষা শহীদের জানাই বিনম্র শ্রদ্ধা।

20/02/2024

অমর ২১শে ফ্রেব্রুয়ারি উপলক্ষে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার উচ্ছ্বাসিত বন্ধুদের নিয়ে দেয়ালিকা প্রস্তুতির মুহূর্তে।
#২১এ
#ভাষা
#দেয়ালিকা

Photos from Bondhushava Cox's Bazar City College's post 13/02/2024

১২ ফেব্রুয়ারী সোমবার বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটির প্রথম পাঠচক্র সম্পন্ন হয়েছে।

একুশে চেতনাকে উজ্জীবিত করাই ছিল এই পাঠচক্রের প্রধান উদ্দেশ্য। তাই এবারের পাঠচক্রের বিষয় ছিল জহির রায়হানের লিখা "একুশে ফেব্রুয়ারী"।

সোমবার কক্সবাজার সিটি কলেজ প্রাঙ্গণের মাঠে দুপুর ১২টায় এই পাঠচক্রের শুরু হয়, পরে মাসিক বৈঠকের অংশে সকল বন্ধুরা একে অপরের সাথে কৌশল বিনিময়ে মাধ্যমে ইতি ঘটে।

- ১২ ফেব্রুয়ারী ২০২৪
বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ

#পাঠচক্র

11/02/2024

নিয়মিত পাঠচক্র আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়, তাই
সকল বন্ধুদের আগামীকালের (১২ ফেব্রুয়ারী ২০২৪) পাঠচক্রে উপস্থিত থাকার আহ্বান জানানো যাচ্ছে।

আমাদের আগামীকালের পাঠচক্রের বিষয় :
জহির রায়হানের লিখা "একুশে ফেব্রুয়ারি"।

ই বুক লিংক,
https://drive.google.com/file/d/1Km3LbXYECZjlXzZOkOY4utPQi82vbysm/view

10/02/2024

পাঠকই প্রথম আলোর প্রাণ। ‘প্রথম আলো বন্ধুসভা’ এই পাঠকদেরই সংগঠন। প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়; রাষ্ট্রে ও সমাজে শুভ, কল্যাণ ও শ্রেয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের তরুণসমাজ এর বিপুল পাঠকগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ। তারা এ দেশের ভবিষ্যতের নির্মাতা। তাদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যত্ কতটা উজ্জ্বলতর হবে।

নিজেকে উন্নততর মানুষ হিসেবে গড়ে তুলতে পারা তাই তরুণসমাজের এক বড় কর্তব্য। তাহলেই তারা মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মানুষ ও বিশ্বমানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবেন। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তারা উদ্বুদ্ধ হতে পারে দেশপ্রেম ও মানবকল্যাণে, নিজেদের গড়ে তুলতে পারেন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে।

‘বন্ধুসভা’ তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।

৯ ফেব্রুয়ারি রাত ৯ টায় কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার বন্ধুদের নিয়ে প্রথমবার একটি ভার্চুয়াল বৈঠক সম্পূর্ণ হয়। প্রথম আলো বন্ধুসভার আদর্শ মেনে চললে একজন শিক্ষার্থী হয়ে ওঠেন দক্ষ সাংগঠনিক ও মানবিক ব্যক্তি। সামাজিক ও সাংস্কৃতিক গুণাবলি তাঁর মধ্যে দেখা যায়। তিনি সমাজ তথা দেশের জন্য যেমন কাজ করেন, তেমনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেও কুণ্ঠাবোধ করেন না। নারীদের সম্মান করেন। শিশুদের ভালোবাসেন। নিয়মিত বই পড়েন। পড়ার মধ্যে আনন্দ খুঁজে নেন। তাই বলা যায়, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হয়ে ওঠার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে প্রথম আলো বন্ধুসভা।

পাঠচক্র বন্ধুসভা বন্ধুদের জ্ঞানের পরিধি বাড়িয়ে তোলে তাই নতুন কমিটির প্রথম পাঠচক্র করার দিন ধার্য করা হয়। উক্ত ভার্চুয়াল বৈঠক‌ এ উপস্থিত ছিলেন‌ কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সদস্যদের মধ্যে‌

১. মোঃ আসিফ শাওয়াল - সভাপতি
২. রোকশানা‌ আক্তার - সহ-সভাপতি
৩. আবিদ‌ মোহাম্মদ মাহদী - সাধারণ সম্পাদক
৪ তানজিলা আক্তার- (পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক)
৫. ঐশী বিশ্বাস - স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
৬. অনুপম প্রাসাদ রায়- দুর্যোগ ও ত্রাণ সম্পাদক
৭. মোমেনুল মুনতাকি- অর্থ সম্পাদক
৮. শুভ ধর সূর্য- তথ্য ও প্রযুক্তি সম্পাদক
৯. উগ্য‌ মারমা‌ - দপ্তর সম্পাদক

উক্ত মিটিংয়ের বন্ধুদের পরিচিত পর্ব ও নতুন কমিটির দায়িত্ব অনুযায়ী সেগুলো বুঝে নেওয়া হয়।সেই সাথে বন্ধুসভা কি এবং এর কাজ কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাধারণ সম্পাদক আবিদ মোহাম্মদ মাহদী।

সামনে ২১ ফেব্রুয়ারিতে দেয়ালিকা প্রকাশ এবং প্রতি মাসে পাঠচক্র বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সভাপতি মো: আসিফ শাওয়াল।

পরিশেষে সবার মতামত নিয়ে এই মাসে পাঠচক্রের সম্ভাব্য তারিখ ঠিক করা হয় এবং অফলাইন মিটিং এর প্রস্তাব করা হয়।

০৯ ফেব্রুয়ারী ২০২৪
ভার্চুয়াল বৈঠক
বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ

09/02/2024

❝প্রেমের উপন্যাস নাকি অপ্রেমের বুঝতে পারছি না,
তবে লেখকরা সব জেনে-বুঝে লিখেন, তা কিন্তু না!❞

কিছু লেখক এমন ও আছেন যারা মনের মাধুরী মিশিয়ে লিখেন। তার মধ্যে হুমায়ুন আহমেদ স্যার অন্যতম। আমার মনে হয় লেখক হুমায়ুন আহমেদ স্যার ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন লেখক। যার লিখার তুলনা অন্য লেখকের সাথে হয় না বললেই চলে। বাকি লেখকরাও বেশ ভালই লিখেন। কিন্তু আমার মতে হুমায়ুন আহমেদ স্যার এক কথায় অসাধারণ! তার লিখার কিছু অংশ যদি আমি তুলে ধরি, তাহলে হয়তো দিন ফুরিয়ে যাবে কিন্তু তার লিখা শেষ হবে না।

অনেকগুলো লেখকের মধ্যে হুমায়ুন আহমেদ স্যারের লিখা বাছাই করার কারণ তার লিখায় রয়েছেঃ রাগ, অভিমান, বিরক্তি, আছে ভালোবাসা, ভালো লাগা, ইতি আছে, প্রশ্ন আছে... যা একজন পাঠকের মন কে আকর্ষণ করে। তার লিখায় রসিকতা আছে, অশ্রুসিক্ত আছে, হাস্যরসিকতা আছে, মায়া আছে, আবেগ আছে.... যা পাঠকের মন জয় করার এক জাদুকরী উপায়!

হুমায়ুন আহমেদ স্যারের বই বা লিখা নিয়ে যদি বলতে যাই, তাহলে তা কখনো শেষ হবার নয়। আমি জানিনা তার লিখায় কি এমন আছে; যা আমাকে চৌম্বকের মতো আকর্ষণ করে! যতই পড়ি ততই পড়তে মন চায়। একরাশ মুগ্ধতা, সাথে আমি এবং আমার একাকিত্ব নিয়ে যখন হুমায়ুন আহমেদ স্যারের লিখা বই পড়তে থাকি, তখন মনে হয় যেন সময়টা এখানেই থেমে যাক। হুমায়ুন আহমেদ স্যারের লিখা আমার পছন্দের কিছু কথা আমি তুলে ধরলামঃ ❝কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাস এর সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই আবার পাই না। বুঝতে পারি ও পারি না। অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়।❞

তিনি আরও বলেছেন- ❝ পৃথিবীতে ফিনিক ফোটা জ্যোৎস্না আসবে। শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙীত শোনার জন্য আমি থাকবো না। কোনো মানে হয়? ❞ হুমায়ুন আহমেদ স্যারের শেষ লাইনটাই জুড়ে দিয়েছে পুরো মনকে, যা পাঠকের মন জয় করতে বাধ্য। তিনি তরুণী দের নিয়ে বলেছেনঃ ❝তরুণী মেয়েদের হটাৎ আসা আবেগ হটাৎ চলে যায়৷ আবেগকে বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে। অন্য কিছুতে বাড়ে না।❞ - অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন মেয়ে মানুষ এমনিতেই অনেক বেশি আবেগী হয়। তাদের আবেগী মনটাকে যদি আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তারা পূর্বের তুলনায় দ্বিগুণ আবেগী হয়ে উঠে। তাই তাদের আবেগ নিয়ে ছিনিমিনি না করলেই হলো।

আহ...! কত মুগ্ধতা ছড়ায় এই লিখা গুলো। যদিও তিনি আমাদের মাঝে বেচেঁ নেই, কিন্তু তার লিখার মাধ্যমে প্রতিটি মানুষের স্মৃতির ক্যানভাসে স্মরণীয় হয়ে থাকবেন।

মেহরীন সুলতানা মিফতাহ
কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার
অর্থনীতি বিভাগ

09/02/2024

বন্ধুসভার গঠনতন্ত্র হলো বন্ধুসভার সংবিধান। রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের সকলকে যেমন সেই রাষ্ট্রের সংবিধান মেনে চলতে হয়, বন্ধুসভার সদস্য হিসেবে আমরা বন্ধুসভার সকল বন্ধুরা বন্ধুসভার গঠনতন্ত্র মেনে চলি।

বন্ধুসভার গঠনতন্ত্রে বন্ধুসভার পরিচয়, মূলনীতি, নিয়মশৃংখলা, কমিটির দায়িত্ব ও কার্যাবলি এবং বন্ধুদের দায়িত্ব,কর্তব্য ও কার্যাবলি উল্লেখ আছে। বন্ধুসভায় যুক্ত হওয়ার আগে বন্ধুসভার গঠনতন্ত্র পড়ে আসা আবশ্যক।

দেশপ্রেমে​ নিবেদিত হওয়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, গণতন্ত্রে বিশ্বাস, অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করা বন্ধুসভার গঠনতন্ত্রের অন্যতম প্রতিপাদ্য। ৫টি অনুচ্ছেদের এই গঠনতন্ত্রটি অত্যন্ত সুসংগত ও সহজবোধ্য।

বন্ধুসভায় নতুন যুক্ত হতে আগ্রহীরা গঠনতন্ত্রটি পড়ে এরপর বন্ধুসভায় যুক্ত হওয়ার ফর্মটি ফিলাপ করবেন। আর বর্তমান বন্ধুদের যারা এখনো গঠনতন্ত্রটি পড়েননি তাদের দ্রুত পড়ে নেয়ার অনুরোধ রইলো। ধন্যবাদ।

বন্ধুসভার গঠনতন্ত্রটি এখান থেকে পড়ে নিতে পারবেন :
https://drive.google.com/file/d/1qeTcz12845m8Qgs24abhBzWg30DcFzMM/view?usp=drivesdk

20/01/2024

শুভ জন্মদিন
Mohammad Abdullah
প্রতিষ্ঠাতা সভাপতি
কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা
জন্মদিনের শুভেচ্ছা রইল

15/01/2024

শুভ জন্মদিন ম্যাম
জন্মদিনের শুভেচ্ছা

10/01/2024

শুভ জন্মদিন
Maruf Rashid Nayeem
সাবেক সভাপতি
কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা
জন্মদিনের শুভেচ্ছা রইল

07/01/2024

ডাচ-বাংলা ব্যাংক - প্রথম আ‌লো গ‌ণিত উৎস‌বের নিবন্ধনের সময় বাড়লো।

নিবন্ধন কর‌তে লগইন ক‌রো:
https://online.matholympiad.org.bd


Cox's Bazar City College, প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার

05/01/2024

প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটি ঘোষণা,

প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটি ঘোষণা - Coxsbazartimes.com 05/01/2024

দেশের শীর্ষদৈনিক প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসিফ সাওয়াল এবং সাধারণ সম্পাদক আবিদ মোহাম্মদ মাহদী ।

প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটি ঘোষণা - Coxsbazartimes.com দেশের শীর্ষদৈনিক প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসিফ ...

16/12/2023

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

14/12/2023

সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা ।

13/12/2023

কবিতা : মুখোশ
লিখেছেন : কাঞ্চন শর্মা
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক
বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ

02/12/2023

ডাচ-বাংলা ব‌্যাংক প্রথম আ‌লো গ‌ণিত উৎস‌বের অনলাইন রে‌জি‌স্ট্রেশন শুরু !

রে‌জি‌স্ট্রেশন কর‌তে লগইন ক‌রো: https://online.matholympiad.org.bd

27/11/2023

লেখা না দিলে বন্ধু কথা কইয়ো না..!

13/11/2023

কেন আমরা বন্ধুসভা করি..?

মারুফ রশিদ নাঈম
সভাপতি
বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ

13/11/2023

"হুমায়ুন আহমেদ"

জীবনের রসায়ন আর মানব মনের রসায়ন যখন দূরদৃষ্টিতে এক সত্যকে তুলে ধরে, তখন সেই সত্য হয়ে ওঠে চিরন্তন এক আপ্তবাধ্য। জীবন রসিক হুমায়ূন আহমেদের বলা কথাগুলো তাই আমাদের গভীর জীবনবোধের অঙ্গ হয়ে ওঠেছে। বাংলা সাহিত্যের পাশাপাশি মানবজীবনের অঙ্গনে তিনি তাই তৈরি করেছেন জীবনরহস্যের এক ভাবসত্যকে।

বরাবরই হুমায়ূন আহমেদ তার অদৃষ্টপূর্ব প্রতিভা তুলে ধরেছেন সকলের কাছে। জীবন তরী নিয়ে চলতে চলতে এমন কিছু মুহূর্ত আমাদের সমানে চলে আসে,সেই মুহূর্তকে ঘিরেই হুমায়ুন আহমেদ বাস্তবিক জীবনের গঠনশৈলীকে তুলে ধরেছেন। পরিবার ও তার ব্যক্তিগত জীবনের সংগ্রাম ও পরিশ্রমের যথেষ্ট মূল্যায়ন তিনি করে গিয়েছেন। তার রচিত বিভিন্ন গ্রন্থে বাস্তব জীবন ও কল্পনার ধারা তৈরি রোমান্টিকতা, উৎসাহ,সংকট ও বাস্তবচিত্র মনোভাবের প্রকাশ করেন। তিনি মানুষের করুণ কাহিনি, সেই সব অবরুদ্ধ ও অসহায় মানুষের জীবন,জটিল ফাঁদে পড়া,তাদের অনায়াস উচ্চারিত কথাই হয়ে ওঠে এই রাষ্ট্র ও সমাজের বর্হিভূত।

তিনি তার গ্রন্থ নারীর প্রতি সম্মানও দাম্পত্য জীবনের আধ্যাত্মিক অবস্থাকে বর্ণনা করেই তিনি দৃশ্য রচনা করেছেন। তিনি প্রত্যেক ক্ষেত্রে নারীর অবস্থানকে রেখেছেন এবং তাদের নির্মাণ করেছেন অনন্য হিসেবে।

হুমায়ূন জানতেন তার গল্পের ধারাবাহিকতায় কোথায়, কীভাবে সকলের মন জয় করতে হয়। কোন বিষয়টি সকলের সামনে তুলে আনলে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করবে। জীবনে এই দ্বন্দ্ব, কলহ, বিবাদ, বিরহকে সাথে কারে তিনি তার কাহিনিকে সকালের কাছে ফুটিয়ে তুলেন। তরুণ প্রজন্মের জন্য তার গল্পগুলো যেন বাস্তব জীবনে অনন্য কৌশলী হয়ে ওঠার সৃষ্টি করেন।

তিনি নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস। লেখালেখি করে যে নিজেকে অনেক বিখ্যাত মনে করা হয় তা না। সবার লেখালেখি ভালো হয় তাও না। তিনি তার জীবনের মূল্য হিসেবে অসাধারণভাবে লিখে গেছেন। তার বাক্যের বিন্যাস, শব্দচয়ন, বর্ণনাভঙ্গি যে তরুণ পাঠকদের আকৃষ্ট করে বারংবার।

যে কোনো লেখকের লেখা সাধারণত স্থায়িত্ব থাকে,তার লেখার সৌন্দর্য ও আবেদনের ওপর। আর হুমায়ূন আহমেদের শুধু লেখা না, তার আত্মকেন্দ্রিক এই উত্তরণ সহসা কথিত গেঁথে থাকবে তরুণ প্রজন্মের মাঝেও।

- বাঁধন সরকার
কক্সবাজার সিটি কলেজ
বাংলা বিভাগ
শিক্ষাবর্ষ : ২০১৮-২০১৯

Photos from Bondhushava Cox's Bazar City College's post 06/11/2023

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উৎসবে বন্ধুদের আনাগোনা।

06/11/2023

সত্যে তথ্যে ২৫
প্রথমআলোর রজতজয়ন্তীতে বন্ধুসভা...

05/11/2023

নোটিশ

আগামীকাল ৬ নভেম্বর কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে প্রথম আলোর ২৫ তম রজতজয়ন্তী উৎসব পালিত হবে। সকলে আগামীকাল সকাল ৯ টায় কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত থাকবেন। সকলের উপস্থিতিতে সুন্দর হোক রজতজয়ন্তী উৎসব।

সময় : সকাল ৯ টা
স্থান : কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তন

04/11/2023

জরুরি নোটিশ

আগামীকাল ৫ নভেম্বর কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে প্রথম আলোর ২৫ তম রজতজয়ন্তী উৎসব হওয়ার কথা ছিলো। অনিবার্য কারণে তা স্থগিত করে পরের দিন ৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ঐদিন সকাল ৯ টায় কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে রজতজয়ন্তী উৎসব পালিত হবে। উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে আগামীকাল ৫ নভেম্বর সকাল ১০ টায় প্রথম আলো কক্সবাজার কার্যালয়ে বিশেষ সভার আহ্বান করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন আব্দুল কুদ্দুস রানা ভাই। সংশ্লিষ্টদের উপস্থিতি বাধ্যতামূলক।

সভাপতি/সাধারণ সম্পাদক

Photos from Bondhushava Cox's Bazar City College's post 31/10/2023

শুভ জন্মদিন
জাহিদুল ইসলাম নাঈম
সাধারণ সম্পাদক
কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা

19/09/2023

- বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটির ভার্চুয়াল বৈঠক।

১৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় বন্ধুসভার বন্ধুদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক সম্পূর্ণ হয়। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিল বন্ধুসভার কিছু সংখ্যাক বন্ধুগণ।

উক্ত ভার্চুয়াল বৈঠকের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল বৈঠক শুরু করেন "বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজের" সাংগঠনিক সম্পাদক 'আবিদ মোহাম্মদ মাহদী'। এসময় তিনি ভার্চুয়াল বৈঠকের উদ্দেশ্যে সবাইকে অবগত করেন এবং বন্ধুসভার কার্যক্রমকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং বন্ধসভার নতুন বন্ধু সংগ্রহ করা থেকে শুরু করে ও সামনের কর্মপরিকল্পনা নিয়ে মতামত জানানোর জন্য বলেন উপস্থিত বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সভাপতি 'মারুফ রশিদ নাঈমকে।

এসময় 'মারুফ রশিদ নাঈম' বন্ধুসভার কার্যক্রম সম্পর্কে সবাইকে জানান, সেই সাথে বন্ধুসভার নানা কর্মপরিকল্পনা কথা তুলে ধরেন যার মধ্যে ছিল, পাঠচক্র, কুইজ প্রতিযোগিতা, দেওয়ালিকা তৈরি করা, বৃক্ষরোপণ, গরীব অসহায়দের পাশে দাড়ানো, শীত বস্তু প্রধান করা থেকে শুরু করে বন্ধুসভার নানা কার্যক্রমের কথা। এসময় তিনি আরো মতামত দেন আমাদের এসব কার্যক্রমে সংযুক্ত হইয়ে বন্ধুসভাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এজন্য প্রয়োজন সবার সহযোগিতা।

উক্ত ভার্চুয়াল বৈঠকে উপরিউক্ত কর্মপরিকল্পনা গুলা কিভাবে বাস্তবায়ন করা যায় সেইসব নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন তিনি এবং বন্ধুসভার বন্ধুদের আরো বেশি সক্রিয় হওয়ার পাশাপাশি বন্ধুসভার কার্যক্রম প্রচরণার মাধ্যমে নতুন বন্ধু সংগ্রহ করার কথা বলেন। যেহেতু সামনে নতুন কমিটি ঘোষণা করার সময় চলে আসছে।

উক্ত পাঠচক্রে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক 'জাহেদুল ইসলাম নাঈম', পাঠচক্র সম্পাদক কাঞ্চন শর্মা, কার্যকরী সদস্য ইয়াছমিন আক্তার, মোহাম্মদ তামিম, মিজানুর রহমান সহ আরো অনেকই।

এসময় বন্ধুসভার বেশ কিছু কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে নিজের অনুভূতির কথা শেয়ার করেন বন্ধুসভার কার্যকরী সদস্য ইয়াছমিন আক্তার, তিনি উক্ত ভার্চুয়াল বৈঠকে আরো জানান বন্ধুসভার সকল বন্ধুদের প্রচেষ্টায় এবং নিয়মিত কার্যক্রম ও দায়িত্বশীলতার মধ্যে দিয়ে কিভাবে বন্ধুসভাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এসব বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।

এসময় উক্ত ভার্চুয়াল বৈঠকে বন্ধুসভার বন্ধুদের আরো কয়েকটি প্রস্তাবের কথা জানান 'আবিদ মোহাম্মদ মাহদী' যার মধ্যে ছিল পুরাতন কমিটিকে সম্মাননা প্রধান এবং নতুন কমিটি বরণ করা সহ বেশকিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়।সেই সাথে তিনি উক্ত বৈঠকে একটি কুইজ প্রতিযোগিতা করার প্রস্তাব দেন। নানা বিষয় বিবেচনা করে এই প্রস্তাব গুলোর মধ্যে অতি শীগ্রই কার্যকর হতে যাচ্ছে সাধারণ জ্ঞানের উপরে একটি কুইজ প্রতিযোগিতা। সেই সাথে আরো একটি আনন্দের খবর হচ্ছে যারা হুমায়ুন আহমেদকে নিয়ে লিখা পাঠিয়েছেন তাদের লিখা বিবেচনা করে দু'জনকে খুব শীগ্রই পুরষ্কৃত করা হবে ।

১৮ সেপ্টেম্বর ২০২৩
আবিদ মোহাম্মদ মাহদী
সাংগঠনিক সম্পাদক
প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ

Want your organization to be the top-listed Non Profit Organization in Cox's Bazar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

অমর ২১শে ফ্রেব্রুয়ারি উপলক্ষে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার উচ্ছ্বাসিত বন্ধুদের নিয়ে দেয়ালিকা প্রস্তুতির মুহূর্তে। #২...
আমরা কেন বন্ধুসভা করি?
কবিতা : মুখুশ
কেন আমরা বন্ধুসভা করি..?
সত্যে তথ্যে ২৫প্রথমআলোর রজতজয়ন্তীতে বন্ধুসভা...
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা...
যে ভালো, যে আলোকিত সেই কিন্তু সব সময়ের জন্য আলোকিত।
পেট পুরের দে তোয়ার লাই, - (মাসুদা মোর্সেদা আইভী, প্রধান শিক্ষক, কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়)
আলো আলো - (জাহেদুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক, বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ)
জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩
এই তিনটি কাজ যদি সঠিকভাবে  করতে পারো, তুমি সফল হবেই হবে।
কি এক চমক দেখালো 'ছোট'

Telephone

Address

Cox's Bazar
4700

Other Youth Organizations in Cox's Bazar (show all)
Society Changers BD Society Changers BD
Cox's Bazar, 4700

Society Changers BD was formed on 2nd June 2021, for the development of society.

Agrajattra GBV, Child Protection & MHPSS Program Agrajattra GBV, Child Protection & MHPSS Program
AGRAJATTRA, Haque Tower 02, Ali'r Jahal, Coxsbazar
Cox's Bazar

AGRAJATTRA a non-profit organization registered with the Gov't of Bangladesh in the NGO Affairs Bureau, Prime Minister’s Office, Since its inception in 1998.

তারুণ্যের আলো তারুণ্যের আলো
পূর্ব পাহাড়তলী
Cox's Bazar, 4700

"চলবো মোরা একসাথে,জয় করব মানবতাকে"

Different Able Foundation Different Able Foundation
Cox's Bazar, 4700

Rohingya Youth Empowerment - RYE Rohingya Youth Empowerment - RYE
Cox's Bazar
Cox's Bazar, 4750

The Rohingya Youths are united to move forward for Justice and Rights.

Uriya Open Scout Group Uriya Open Scout Group
Chittagong
Cox's Bazar, 4750

Cox's Bazar Photography Asociation Cox's Bazar Photography Asociation
Cox's Bazar Sodor
Cox's Bazar

Rohingya Youths for Society Change Rohingya Youths for Society Change
Cox's Bazar

RYSC was established by a group of Rohingya youths with a vision to rebuild the Rohingya Community.

Students Business Group Bangladesh Students Business Group Bangladesh
Cox's Bazar, 4702

আমাদের পেইজটি Students Business Group Bangladesh এর অফিসিয়াল পেইজ। সবাই লাইক ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ

YES Activity for Cox's Bazar YES Activity for Cox's Bazar
Cox's Bazar, 4700

USAID’s YES Activity Program is implemented by Relief International through a partnership local implementing partners; CCDB, mPower, and YPSA.