বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ

বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ

You may also like

Shabnam Begam
Shabnam Begam

হলদিয়া পালং ইউনিয়নে কর্মরত ইমাম ও খতীবদের অধিকার, সম্মান ও যথাযথ মর্যাদা রক্ষার লক্ষে প্রতিষ্ঠিত।

Muslim Bangla Quran Hadith Dua 03/05/2024

সূত্রঃ
https://play.google.com/store/apps/details?id=com.tos.namajtime
ওয়েবসাইটঃ
https://muslimbangla.com/masail/36443

কাফের মুশরিকদের থেকে মুসলমানদের ভিন্নতা

প্রশ্নঃ
৩৬৪৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটি হলো: ‘রং’ আল্লাহর এক অপরূপ সৃষ্টি। তবে রঙে রঙে গুরুত্ব ও তারতম্য রয়েছে। আমি যতটুকু জানি, ইসলাম ধর্মে সবুজ বা সাদা রঙের তাৎপর্য অধিক। যদিও বা সকল রং আল্লাহরই সৃষ্টি। আমি ব্যক্তিগতভাবে বেগুনি রং খুব পছন্দ করে থাকি, যে কোন কিছুর ক্ষেত্রেই যদি বাছাইয়ের সুযোগ থাকে তাহলে সবসময় বেগুনি রং বেছে নেই। ঘরের রং থেকে শুরু করে পারফিউমের বোতলে পর্যন্ত আমার এই রং পছন্দ। কিন্তু সাম্প্রতিক সময় টুকটাক গবেষণায় দেখলাম যে এই রঙটি নিয়ে অনেক কথা আছে। এই বেগুনি রঙটি বিভিন্ন শয়তানের পূজারী অর্থাৎ ফ্রিম্যাসন, ইলুমিনাতি সহ নানান ধরনের রিচুয়াল বা জাদু চর্চায় ব্যবহৃত হয়ে থাকে। খ্রিস্টীয় ধর্ম যাজক, ইউরোপীয় শাশকেরাও বিভিন্ন সময় এই রঙের বস্ত্র পরিধান করে। ‘হ্যাভেন্স গেইট’ নামক এক প্রকার শয়তানের জাদু বিদ্যা যেখানে মূলত মানুষের রূহ কে শরীর থেকে বের করে অনন্তকালের জগতে নেওয়ার জন্য জাদু চর্চা করা হয় এবং আত্মহত্যা করা হয়, পরিশেষে সেই লাশ গুলোকে টায়রিয়ান পার্পল বা বেগুনি রোগের চাদর দিয়ে ঢেকে রাখা হয়। এমন আরো কথা আছে, তবে সংক্ষেপে এটা বোঝা যায় সবুজের যেমন ইসলামে গুরুত্ব আছে তেমনি বেগুনি রঙের ও হয়তো শয়তানি কর্মকাণ্ডের জন্য কোন বিশেষত্ব রয়েছে। পরিশেষে আরো একটা জিনিষ আমাকে একটু অবাক করেছে, যে সবুজ রঙের নেগেটিভ বা ঠিক বিপরীত রং হলো বেগুনি। অর্থাৎ ইসলাম ধর্মে পছন্দনীয় রঙের উল্টো করলে বা নেগেটিভ করলে বেগুনি রং হয়, তাহলে কি সত্যিই এই বেগুনি রং ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় হওয়া উচিৎ? যদিও বা এসব নিয়ে হয়তো কোন হাদীস নেই, তার চেয়েও বড় কথা সব স্রষ্ঠার সৃষ্টি। কিন্তু প্রশ্ন থেকে যায়। এখন আমি জানতে চাই আমি যদি এই রঙকে খুব পছন্দ করি তাহলে কি সেটা খারাপ হবে কি না, এবং ঘরে ও পোশাকে ব্যবহার করলে সেটি কেমন হবে? প্রশ্নটি একটু অস্বাভাবিক তবে উপরোক্ত তথ্য গুলো ইন শা আল্লাহ্ সঠিক এবং শেষ জামানার সাইন। ইন শা আল্লাহ্ একটি তৃপ্ত উত্তর পাওয়ার আশায় রইলাম।

উত্তরঃ
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আল্লাহ তাআলা গোটা বিশ্বজগত এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কোনোটি সরাসরি মানুষের কল্যাণে আসে। কোনোটি পরোক্ষভাবে মানুষের কল্যাণ করে। কোন বস্তুর কল্যাণ মানুষের অনুভূত। আর কিছু জিনিসের কল্যাণ সকলের কাছে অনূভূত নয়।

পৃথিবীতে যত রং আছে সব আল্লাহর সৃষ্টি। সবই মানুষের কল্যাণের জন্য। রঙ হিসেবে কোনটিই মুসলমানদের কাছে অপছন্দের হওয়ার কথা নয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবাদতের ক্ষেত্রে আবশ্যিকভাবে কাফির-মুশরিক ও ইয়াহুদী-নাসারাদের থেকে মুসলমানদের সবকিছুকে ভিন্ন ঘোষণা করেছেন। সাধারণ জীবন যাত্রায় বেশভূষা, গতিপ্রকৃতি, রুচি ইত্যাদির ক্ষেত্রেও মুসলমানদেরকে ভিন্নতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন।

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، وَإِسْمَاعِيلُ، قَالاَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَنْبَسَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ غَنَّامٍ الْبَيَاضِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ فَمِنْكَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ . فَقَدْ أَدَّى شُكْرَ يَوْمِهِ وَمَنْ قَالَ مِثْلَ ذَلِكَ حِينَ يُمْسِي فَقَدْ أَدَّى شُكْرَ لَيْلَتِهِ " .

৪৯৮৯. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে গাননাম বায়াযী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন; যে ব্যক্তি সকালে বলবেঃ সকালে আমার কাছে যে নিআমত আছে, তা আপনিই দিয়েছেন। আপনি একক, আপনার কোন শরীক নেই। সমস্ত প্রশংসা ও শোকর আপনারই, তবে সে যেন সেদিনের শোকর আদায় করলো। আর যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ বলবে, সে যেন সে রাতের শোকর আদায় করলো।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৯৮৯ (আন্তর্জাতিক নং ৫০৭৩)

এজন্যই গেরুয়া কালার যা মুশরিকদের নিদর্শন বহন করে সেটি নবীজি পছন্দ করতেন না। মূলত ওদের সাথে যেন মুসলমানদের সাদৃশ্য না হয়ে যায়।

অতএব আপনার জ্ঞান গবেষণা অনুযায়ী বেগুনি কালার যদি ইলুমিনাতি ও শয়তান চক্রের পছন্দের কালার হয়ে থাকে সেক্ষেত্রে তাদের থেকে আপনি মুসলমান হিসেবে ভিন্নতা প্রদর্শনের জন্য বেগুনি কালার থেকে রুচি ও মানসিকতা পরিবর্তনের চেষ্টা করুন। এতেই আপনার ঈমানের পরিচয় প্রকাশ পাবে, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি আপনার মহাব্বত ভালোবাসা শানিত করবে ইনশাআল্লাহ।

وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ لِلَّهِ وَأَبْغَضَ لِلَّهِ وَأَعْطَى لِلَّهِ وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتكْمل الْإِيمَان» . رَوَاهُ أَبُو دَاوُد

৩০। হযরত আবু উমামা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে একমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালবাসে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে এবং আল্লাহর জন্যই কাউকে দান করে, আবার আল্লাহর জন্যই দান বন্ধ করে, সে অবশ্যই ঈমান পরিপূর্ণ করেছে। (আবু দাউদ, তিরমিযী)
—মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৩০

والله اعلم بالصواب

উত্তর প্রদানে… ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

Muslim Bangla Quran Hadith Dua

29/04/2024

৩, ৪, ৫, ৭, ৮, ৯ নং ওয়ার্ড প্রতিনিধি ভাইদের ওয়ার্ড কমিটি গঠনের তারিখ ঘোষণা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিঃদ্রঃ বিষয়টি অতীব জরুরী একান্ত কোন কথা বা পরামর্শ থাকলে মেসেঞ্জারে বা কল করে জানানোর জন্য অনুরোধ রহিলো।
মাওঃ আব্দুল হামিদ 01813996664
হাফেজ মাওঃ মুফিজ 01858444963
মাওঃ জামাল উদ্দিন 01619558281

29/04/2024

৬নং ওয়ার্ড (হলদিয়া পালং) কমিটির মধ্যে রয়েছেন:
০১) সভাপতি পদে
জনাব মাওলানা ক্বারী শিব্বির আহমদ
০২) সহসভাপতি পদে
জনাব মাওলানা হাফেজ জুনাইদ
০৩) সাধারণ সম্পদক পদে
জনাব মাওলানা ছুরুত আলম
০৪) অর্থ সম্পাদক পদে
জনাব মাওলানা হাফেজ আবদুস সবুর
০৫) সাংগঠনিক পদে
জনাব মাওলানা মুবিনুল হক
০৬) দপ্তর সম্পাদক পদে
জনাব মাওলানা হাফেজ মনজুর আলম
০৭) সদস্য পদে
জনাব মাওলানা নুরুল আলম
০৮) সদস্য পদে
জনাব মাওলানা জাকের
০৯) সদস্য পদে
জনাব মাওলানা আশেক উল্লাহ।
সকলের সহযোগিতা কামনা করি।

29/04/2024

২নং ওয়ার্ড (পাগলিরবিল) কমিটির মধ্যে রয়েছেন:
০১) সভাপতি পদে
জনাব মাওলানা কাজী আলী হোছাইন
০২) সহসভাপতি পদে
জনাব মাওলানা তালেব উল্লাহ
০৩) সাধারণ সম্পদক পদে
জনাব মাওলানা মিজানুর রহমান
০৪) অর্থ সম্পাদক পদে
জনাব হাফেজ আয়াছ
০৫) সাংগঠনিক পদে
জনাব মাওলানা ফারুক
০৬) দপ্তর সম্পাদক পদে
জনাব মাওলানা নাছির আহমদ
০৭) সদস্য পদে
জনাব মাওলানা আমিনুল হক
০৮) সদস্য পদে
জনাব মাওলানা এনামুল হক
০৯) সদস্য পদে
জনাব মাওলানা শব্বির আহমদ।
সকলের সহযোগিতা কামনা করি।

29/04/2024

১নং ওয়ার্ড (মরিচ্যা পালং) কমিটির মধ্যে রয়েছেন:
০১) সভাপতি পদে
জনাব মাওলানা বদিউর রহমান
০২) সহসভাপতি পদে
জনাব মাওলানা ক্বারী তৈয়ব
০৩) সাধারণ সম্পদক পদে
জনাব মাওলানা হাফেজ মুফিজুর রহমান
০৪) অর্থ সম্পাদক পদে
জনাব মাওলানা হাফেজ আজিজুল হক
০৫) সাংগঠনিক পদে
জনাব শহীদ ‍উল্লাহ
০৬) দপ্তর সম্পাদক পদে
জনাব হাফেজ আবদুস শাকুর
০৭) সদস্য পদে
জনাব মাওলানা জামাল ‍উদ্দিন
০৮) সদস্য পদে
জনাব মাওলানা হাফেজ মুসলিম উদ্দিন
০৯) সদস্য পদে
জনাব মাওলানা শাহ জাহান।
সকলের সহযোগিতা কামনা করি।

28/04/2024
সূরা আল বাকারা, আয়াত ২৬৬ | মুসলিম বাংলা 14/04/2024

সূরা আল বাকারা, আয়াত ২৬৬ | মুসলিম বাংলা সূরা আল বাকারা, আয়াত ২৬৬

Photos from বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ's post 10/04/2024

تقبل الله منا و منكم

10/04/2024

সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি রইল আন্তরিক মোবারাকবাদ ও ঈদুল ফিতরের শুভেচ্ছা।
تقبل الله منا و منكم

Photos from বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ's post 09/04/2024

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ এর মসজিদের খতিব ও ইমামদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ ও বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ এর সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান এস.এম. ইমরুল কায়েস চৌধুরী।

01/04/2024

বয়কট আড়ং পণ্য
বয়কট ভারতীয় পণ্য
বয়কট কাদিয়ানি পণ্য
বয়কট ইসরায়লের পণ্য

23/03/2024

এক‌টি ট‌মে‌টো ৭ ডলার, এক‌টি ম‌রিচ ৩ ডলার।
কি‌ছু জি‌নিষ পাওয়া যায় ত‌বে দাম আকাশচু‌ম্বি।
গাযযা, ফিলিস্তিন❕

11/03/2024

আজ বাদে আসর নামাজের পর পর মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে রমজানের স্বাগত মিসিল হতে যাচ্ছে।
এতে সকল তৌহিদি জনতার অংশগ্রহণ কামনা করি।

17/02/2024

সার্বিকভাবে সফলতা কামনা করি

Photos from বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ's post 28/01/2024

মরিচ্যা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, সুলতানিয়া আযীযুল উলূম মাদ্রাসার শুরা সদস্য জনাব তমিজ আহাম্মদ কক্সবাজার আইসিইউতে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি।

27/01/2024

হাজী আব্দুল গণী মাইজ্জার মৃত্যুতে শোকাহত!
বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদ।
---------------------------------------------------------------------------
মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী,
পূর্ব মরিচ্যা হাকিমজানি বাপের পাড়া সমাজের সর্দার ও হাকিমজানি বাপ পরিবারের ২য় সন্তান।
আমাদের অন্যতম অভিভাবক ও প্রতিবেশী।
আলহাজ্ব আবদুল গনি(প্রকাশ আব্দুল গনি মাইজ্জা)ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন।
আমরা গভীরভাবে শোকাহত।
জানাযার সময় : রাত ৮ঃ ৩০ মিনিট।
স্থান : মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় মাঠ।
২৭/০১/২০২৪ইং
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি।

22/01/2024

20/01/2024

ভরপুর সফলতা কামনা করি।

Photos from বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ's post 19/01/2024

সার্বিকভাবে সফলতা কামনা করি

16/01/2024

ইসলামিক শব্দ গুলো নিয়ে নতুন কিছু মারাত্মক ফিতনার আবির্ভাব হয়েছে। তন্মধ্যে
মানহাজ‼️এতা'আত‼️
অন্যতম❕

13/01/2024

ভালবাসতে শিখুন❗
হিংসা থেকে দূরে থাকুন❕
ভালবাসা দিয়ে সাফল্য অর্জিত হবে।
হিংসা, ধ্বংস করে ছাড়বে।

11/01/2024

কথা/বক্তব্যে যদি পরিবর্তন আসতো; তাহলে বাংলাদেশের মানুষ ঈমানদার হয়ে যেতো❕
যে যেখানে আছেন, সেখানে ঈমানী মেহনত জারি রাখুন❗
পরিবর্তন নিজ চোখে দেখতে পাবেন। ইন-শা-আল্লাহ‼️

05/01/2024

আপনার আচার-আচরণ ও সুন্দর ব্যবহারই আপনাকে সম্মানিত করবে❕

Want your organization to be the top-listed Government Service in Cox's Bazar?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

বৃহত্তর হলদিয়া পালং
Cox's Bazar
4750

Other Social Services in Cox's Bazar (show all)
হিউম্যান হ্যান্ড অফ হেল্পিং বাংলাদেশ হিউম্যান হ্যান্ড অফ হেল্পিং বাংলাদেশ
Cox's Bazar, 4700

Our main purpose is to serve the people and help the helpless people

Md.Abdullah Md.Abdullah
Cox's Bazar, 4770

''হীনমন্যতা পরিহার করে মানুষকে ভালোবাসুন''

EcoSec Cxb EcoSec Cxb
Bangladesh Red Crescent Society (BDRCS)
Cox's Bazar

দ্বীপ-আলো সংঘ "Dwip-Alo Sangh" দ্বীপ-আলো সংঘ "Dwip-Alo Sangh"
Anderghona, Kalarmarchara, Moheshkhali
Cox's Bazar, 4710

মানবতা যেখানে বিপন্ন আমাদের হাত সেখানে সুপ্রসন্ন।

Doctor's Home Doctor's Home
Doctor's Home, Chowdhury Para, Eidgaon
Cox's Bazar, 4702

Doctor's Home, Social service, Personal blog and Nonprofit Organization.

Astafajur Rahman- এস্তেফাজুর রহমান Astafajur Rahman- এস্তেফাজুর রহমান
Badarkhali, Chakoria
Cox's Bazar, 4742

আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অ?

সেবা জব Sheba Job সেবা জব Sheba Job
Gorakghata, Moheshkhali
Cox's Bazar, 4710

এই পেইজে চাকুরী প্রার্থী ভাইবোনদের জন্য সুবিধাজনক চাকুরীর সংবাদ প্রকাশিত হবে।

Md. Joynal Abedin Jhony Md. Joynal Abedin Jhony
A. B. C Ghona, South Rumaliar Chara
Cox's Bazar, 4700

সারা দেশের সকল সরকারী / বেসরকারী নাগরিক সেবা নিয়ে এই পেইজ।

Imagine Multi District Conference 2023, Bangladesh Imagine Multi District Conference 2023, Bangladesh
Sea Gull Hotel
Cox's Bazar

Multi District Conference 2023, RID 3282, Bangladesh will be held on February 25th, 2023, Bangladesh.

Mankeo para young somitti Mankeo para young somitti
Mankeo Para
Cox's Bazar, 4650

Not all of us can do great things, but we can do small things with great love.we will try to good be