YOSA

YOSA

YOSA এমন একটি প্লাটফর্ম যার উদ্দেশ্য হল ?

21/12/2023
16/12/2023

বিজয় দিবসের শুভেচ্ছা।

21/02/2023

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

13/02/2023

প্রিয় বন্ধুরা,

২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কি ভাবছো তোমরা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তোমাদের জন্য YOSA Bangladesh নিয়ে এলো ছবি চিত্র অঙ্কন প্রতিযোগিতা। তোমার আঁকা ছবিটি পাঠিয়ে দাও আমাদের কাছে। আর জিতে নাও আকর্ষণীয় পুরষ্কার।

থাকছে ক্লাস ভিত্তিক ৩ টা লেভেল-এ মোট ০৯ টি পুরষ্কার।

ক দল
শিশু - দ্বিতীয় শ্রেণী
বিষয়: "জাতীয় পতাকা"

উপহার পাবে তিন জন।

খ দল
তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী
বিষয়: “তোমার চোখে অমর একুশে”

উপহার পাবে তিন জন।

গ বিভাগ
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি
বিষয়: "বাংলা ভাষা ও দেশ "

উপহার পাবে তিন জন।

শর্তাবলি:
১) অনলাইনে YOSA ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করতে হবে।
ফেসবুক লিংক: https://www.facebook.com/groups/210120933905378/?ref=share&mibextid=NSMWBT

২) হ্যাসট্যাগ


ব্যাবহার করতে হবে ।

৩) Name , Class , School name . অবশ্যই লিখতে হবে।

৪) অনলাইনে পোস্ট করা শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি।

৫)একজন প্রতিযোগী শুধুমাত্র একটি ছবি পোস্ট দিতে /করতে পারবে।

৬)সময়সীমা: ১০ থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ইংরেজি।
ফলাফল জানতে চোখ রাখুন YOSA / GELC ফেসবুক পেজে! ফলাফল প্রকাশ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩।

সবাই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

আমরা মনে করি, প্রত্যেক অভিভাবকই সন্তানের প্রথম শিক্ষক। তাই অন্যের আঁকা ছবি জমা দিয়ে বাচ্চাকে অসদুপায় অবলম্বনে নিরুৎসাহিত করুন।

05/12/2022

জাতিসংঘের সেচ্ছাসেবক পুরুস্কার পেলেন কক্সবাজার এর সন্তান কায়সার হামিদ।

YOSA বাংলাদেশ এর পক্ষ থেকে কায়সার হামিদকে জানায় উষ্ণ অভিনন্দন।

05/12/2022

Observing International Volunteers Day-22.

Photos from YOSA's post 01/10/2022

IT প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন..

প্রশিক্ষক:
Nayem Uddin - IT Coordinator of GELC

Farhana Salim Samia - Financial Secretary of GELC

আয়োজনে: ইউসা বাংলাদেশ YOSA Bangladesh
সহযোগিতায়: জিইএলসি Global English Learning Centre,Ramu

14/09/2022

All the best for SSC examinee 22.

06/09/2022

ইউসা- এর অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টার এর ৫ম বর্ষ পূর্তি সফল হওক৷ অনেক শুভকামনা রইল প্রিয় জিইএলসির জন্য৷

Photos from YOSA's post 16/08/2022

যুব ও সামাজিক ( একটি অরাজনৈতিক সংগঠন) YOSA (ইউসা) এর সহায়তায় কক্সবাজার ডিবেট স্কুল কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপি ডিবেট ওয়ার্কশপ এর কিছু খন্ড চিত্র।

স্থানঃ বাকঁখালী উচ্চ বিদ্যালয়, রামু, কক্সবাজার।

12/08/2022

Youth can break and youth can build. Happy international youth day.

28/07/2022

অভিনন্দন সৌরদীপ
_________________

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ের সৌরদীপ পাল কথা বলে দুনিয়া জয় করেছেন। বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'ব্র্যাক-এ' দলের হয়ে সাজিদ আসবাত খন্দকার ও সৌরদীপ পাল বাংলাদেশের জন্য এই বিজয় নিয়ে আসেন। বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ [ডব্লিউইউডিসি] ২০২২-এর ওপেন ফাইনাল বিজয়ী হয়েছে বাংলাদেশ।

ডব্লিউইউডিসিকে ‘বিতর্কের বিশ্বকাপ’ বলা হয়। সাজিদ ও সৌরদীপের দলই বাংলাদেশের প্রথম দল, যারা এর ফাইনালে উঠেছে। ফাইনালে সাজিদ ও সৌরদীপের দল মুখোমুখি হয় প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং অ্যাতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির।

সৌরদীপ পাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স করছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ও নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

বিশ্ববিতর্ক চ্যাম্পিয়নশীপে গত পনেরো বছরের যারা চ্যাম্পিয়ন, তারা হলো : ২০০৬ ইউনিভার্সিটি অফ টরোন্টো, ২০০৭ সিডনি ইউনিভার্সিটি, ২০০৮ অক্সফোর্ড ইউনিভার্সিটি, ২০০৯ ও ২০১০ সিডনি ইউনিভার্সিটি, ২০১১, ২০১২, ২০১৩ অষ্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি, ২০১৪ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ২০১৫ সিডনি ইউনিভার্সিটি, ২০১৬ হার্ভার্ড ইউনিভার্সিটি, ২০১৭ সিডনি ইউনিভার্সিটি, ২০১৮ হার্ভার্ড ইউনিভার্সিটি, ২০১৯ সিডনি ইউনিভার্সিটি, ২০২০ অক্সফোর্ড ইউনিভার্সিটি, ২০২১ ক্রোয়েশিয়ার যাগরেব ইউনিভার্সিটি। ২০২২এ চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে আনলো বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি।

Collectwd from Ibrahim Muhammad

26/07/2022

ফুটবল একাডেমি হওক তবে বন ধ্বংস করে নয় অন্যত্র৷

25/07/2022

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা
--------------------------------------------------
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or,cefixime or cefuroxime or levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
:
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

19/07/2022

১. আপনার সমস্ত শরীর ভীত যখন আপনি সকালে উঠে চিনি যুক্ত চা কফি পান করছেন।

২. আপনার কিডনি আতঙ্কিত যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

৩. আপনার গলব্লাডার ভীত যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

৫. বৃহদান্ত্র আতঙ্কিত যখন আপনি ভাজাপোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

৬. ফুসফুস তখন ভীত যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

৭. লিভার ভীত যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

৮. হৃদপিন্ড ভীত যখন আপনি বেশি লবন এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

৯. প্যানক্রিয়াস আতঙ্কিত যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

এবং

১১. আপনার মস্তিষ্ক ভীত যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন এবং তাদের আতঙ্কিত করবেন না।

এই সব অঙ্গপ্রত্যঙ্গ প্রচন্ড ব্যয়বহুল এবং বাজারে সহজে কিনতে পাওয়া যায় না। কোনোটা পাওয়া গেলেও আপনার শরীর সেটাকে সম্ভবত গ্রহণ করবে না। অতএব, নিজের অঙ্গ প্রত্যঙ্গসমূহকে সুস্থ রাখুন।

#সিদ্ধান্ত__আপনার ।
ধন্যবাদ ডাঃ জাহাঙ্গীর কবির..

14/07/2022

চাকরির একাধিক পরীক্ষায় বার বার আসা ৭০ টি গুরুত্বপূর্ণ বাক্যসংকোচন
//////
✍️✍️যিনি বিদ্যা লাভ করিয়াছেন -- কৃতবিদ্য (সোনলী & জনতা ২০২০)
✍️✍️ বহু দেখেছে যে -- ভূয়োদর্শী ( আট ব্যাংক ২০১৯)
✍️✍️ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -- ইতিহাসবেত্তা (পূবালী ব্যাংক ১৯)
✍️✍️ মকমক হলো -- ব্যাঙের ডাক (সিনিয়র অফিসার ১৮)
✍️✍️ অকালে যাকে জাগরণ করা হয় -- অকালবোধন ( প্রবাসী কল্যান ব্যাংক ১৮)
✍️✍️ যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে -- প্রোষিতপত্নীক (কৃষি ব্যাংক ১৭)
✍️✍️ অনুকরণ করার ইচ্ছা -- অনুচিকীর্ষা (রাকৃউবি ১৭)
✍️✍️ বিশ্বজনের হিতকর -- বিশ্বজনীন (প্রবাসী কল্যান -১৭)
✍️✍️ যে নারীর হিংসা নেই -- অনসূয়া (বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন)
✍️✍️ টঙ্কার --- ধনুকের ধ্বনি (উত্তরা ব্যাংক)
✍️✍️ যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয় (উত্তরা ব্যাংক ১৭)
✍️✍️ এক থেকে শুরু করে ক্রমাগত -- একাদিক্রমে (পূবালী ব্যাংক ১৩)
✍️✍️ যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -- অবিমৃষ্যকারী (রাকৃউব ১১)
✍️✍️ যা লাফিয়ে চলে -- প্লবগ (সোনালী ব্যাংক ১০)
✍️✍️ যার কিছু নেই-- অকিঞ্চন (রুপালী ব্যাংক ২০১০)
✍️✍️ সম্পূর্নরুপে বিবেচনা করা হয় নাই এমন -- অসমীক্ষিত (রুপালী ২০১০)
✍️✍️ বৃষ্টির জল --- শীকর
✍️✍️ গোপন করার ইচ্ছা -- জুগুপ্সা
✍️✍️ আজীবন সধবা যে নারী -- চিরায়ুস্মতী (তিতাস গ্যাস ২০১১)
✍️✍️ যা দীপ্তি পাচ্ছে -- দেদীপ্যমান (বিবি এডি ২০১০)
✍️✍️ দশ চক্রে ভগবান ভূত -- দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা (জনতা ২০১১)
✍️✍️ বাঘের চামড়া-- কৃত্তি (সিটি ব্যাংক ১১)
✍️✍️ যে ব্যক্তির দুহাত সমানে চলে -- সব্যসাচী
✍️✍️ যা বিনা যত্নে উৎপন্ন হিয়েছে--- অযত্নসম্ভূত
✍️✍️ রাজহাসের ডাক -- ক্রেকার
✍️✍️ দুইয়ের মধ্যে একটি-- অন্যতর
✍️✍️ যার বসন আলগা-- অসংবৃত
✍️✍️ চক্রের প্রান্তভাগকে বলা হয়-- চক্রধারা
✍️✍️ শুভক্ষনে জন্ম যার -- ক্ষনজন্মা
✍️✍️ হরিণের চামড়া -- অজিন
✍️✍️ যে জমিতে ফসল জন্মায় না-- ঊষর
✍️✍️ পাওয়ার ইচ্ছা-- ঈপ্সা
বিশ্বজনের হিতকর-- বিশ্বজনীন
যা প্রমান করা যায় না-- অপ্রমেয়
একই সময়ে বর্তমণ -- সমসাময়িক
গাছে উঠতে পটু যে -- গেছো
গম্ভীর ধ্বনি-- মন্দ্র
মুক্তি পেতে ইচ্ছুক-- মুমুক্ষু
সম্মুখে অগ্রসর হয়ে -- প্রত্যুদগমন
রাত্রির শেষভাগ -- পররাত্র
যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে--- জাতিস্মর
যে বস্তি থেকে উৎখাত হয়েছে-- উদ্বাস্তু
ঋষির ন্যায় --- ঋষিকল্প
শোনা যায় এমন -- শ্রুতিগ্রাহ্য
অবক্ষ জলে নেমে স্নান-- অবগাহন
ভোজন করার ইচ্ছা ----বুভুক্ষা
আপনাকে পন্ডিত মনে করে যে---- পন্ডিতন্মন্য
যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় --- মাধুকরী
কর দান করে যে---- করদ
যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ
দ্বারে থাকে যে--- দৌবারিক
কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ
যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান
আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী
জয় সূচনা করে এরুপ তিথি -- শুভ তিথি
যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারন
শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি -- ঋত্বিক
চোখের কোন -- অপাঙ্গ
অলংকারের ধ্বনি -- শিঞ্জন
সৃষ্টি করার ইচ্ছা -- সিসৃক্ষা
খাতা পত্র রাখার ঘর -- দপ্তরখানা
আকাশ ও পৃথিবী -- ক্রন্দসী
আট বছর বয়সী কন্যা -- গৌরী
জেষ্ঠ্যর বর্তমানে কনিষ্ঠের বিয়ে -- পরিবেদন
যে অন্যের লেখা চুরী করে -- কুম্ভিলক
কল্পনার দ্বারা রচিত মূর্তি -- ভাবমূর্তি
যে বিষয়ে কোনো বিতর্ক নেই -- অবসংবাদী
মোটাও নয়, রোগাও নয়---- দোহারা
যে ভরণ পোষন করে -- ভর্তা
বাইরের জগৎ সম্পর্কে যার জ্ঞান নেই -- কূপমন্ডূক
শোক দূর হয়েছে যার--- বীত শোক
collected

09/07/2022

Wish you all Happy Eid Mubarak

28/06/2022

Warm congratulations for achieving president's Scout Award. May Allah bless you.

20/06/2022

Observing World Refugee Day

19/06/2022

বাবা দিবসে সব বাবাদের জন্য রইল অফুরন্ত দোয়া ও ভালবাসা৷

Photos from Global English Learning Centre,Ramu's post 10/06/2022
Photos from YOSA's post 06/06/2022

মানুষের ভিড় কাটিয়ে ব্লাড ব্যাংকের সামনে এসে শারীরিক প্রতিবন্ধী ভাইটি বলছেন, ❝ভাই আমি দিবো রক্ত, আমারতো টাকা পয়সা নাই তবে শরীরে রক্ত আছে।❞

অবাক করে দেওয়ার মতো সেচ্ছাসেবক দেখেছিল চট্টগ্রামের বুকে থাকা মানুষ গুলো।
” জয় হোক মানবতার,
জয় হোক রক্ত যোদ্ধাদের,
জয় হোক সেচ্ছা শ্রমের ”
Collected

05/06/2022

আমরা গভীরভাবে শোকাহত!

05/06/2022

আলহামদুলিল্লাহ এটাই সেচ্ছাসেবীদের শক্তি
চট্টগ্রাম মেডিকেলে রোগীর চেয়ে ডোনার বেশি✌️
স্যালুট সকল রক্তযোদ্ধা ও সেচ্ছাসেবীদের ❤️

02/06/2022

Wish you happy birthday. We pray for you as if you can reach your desired destination. May Allah bless you.

20/05/2022

যুব ও সামাজিক সংগঠন ইউসা'র পক্ষ থেকে জানায় অভিনন্দন।

শুভ প্রতিষ্ঠা বার্ষিকী ইপসা।

02/05/2022

ইউসা এর সকল সদস্য, উপদেষ্টামণ্ডলী, শুভানুধ্যায়ীদের জানায় ঈদ মোবারক।

" ঈদ হোক আনন্দের, ঈদ হোক শান্তির"

Want your organization to be the top-listed Non Profit Organization in Cox's Bazar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বাবা দিবসে সব বাবাদের জন্য রইল অফুরন্ত দোয়া ও ভালবাসা৷

Telephone

Website

Address

Cox's Bazar To Chattogram Main Road
Cox's Bazar