Hassan Techno Builders - Ltd.
One of the leading Construction Companies with responsible and great quality of work.
On get together programme (Coxsbazar)
Our Hon'ble Managing Director Mr Nazmul Hassan Sir is giving his valuable speech at our Get together event.
DBST work
Hajigonj Bazar #2014
Successfully Completed the event
HTBL Badminton Tournament 2021
Champion - Laxmipur Pavement (Shohid and Rubayit )
Runner up - Mahmudullah Enterprise (Tushar and Mithu )
Here we go …..
the fixture::
HTBL Badminton Fixture::
Semifinal (1)
Winner of Group A vs Winnner of Group C
Semifinal (2)
Winner of Group B vs Winner of Group D
Final
Winner of Semifinal (1)
Vs
Winner of Semifinal (2)
# Are you ready ???
HTBL Presents Badminton Championship 2021(Team List)::
(1) Durjoy Najir & Juwel (Matlab Site)
(2 Faysal & Sumon (Matlab Site)
(3) Ekram & Nazim (Noakhali 4 Lane)
(4) Sojib & Selim (Feni 4 Lane )
(5) Jahir & Razu (Noakhali Pavement )
(6) Nazmul & Alamin (Lalmai 4 Lane)
(7) Arif & Billal (Lalmai 4 Lane)
(8) Ripon & Manik (Lalmai 4 Lane)
(9) Mir & Masum (Mahmudullah Enterprise)
(10) Nahid & Ismail (Lalmai Plant)
(11) Rabbi & Shaon (Lalmai Plant)
(12) Obaidul & Atik (Lalmai Plant )
(13) Salman & Kabir (Lalmai Plant )
(14) Shohag & Manik (Laxmipur Pavement )
(15) Farhad & Samad (Laxmipur Pavement )
(16) Shohid & Rubayit (Laxmipur Pavement)
Our Official Sponsors for HTBL Badminton Tournament, 2021
Powered by-
Hassan Techno Builders - Ltd.
Cosponsored by-
LUCID Engineering Solution
Metrocem Cement II মেট্রোসেম সিমেন্ট
Reliance Construction
Golden Traders
AJ Corporation
Mahmudullah Enterprise
Champion And Runner up prize is ready
আমাদের MD sir এর সহযোগীতায় LUCID Engineering Solution ব্যাডমিন্টন টুরনামেনট এর ৫০ টি জারসি sponsor করেছে।
Thank you LUCID Engineering Solution
একটি বিশেষ ঘোষনা ,
আমাদের MD স্যার এর বিশেষ গুরুত্বপূর্ণ কাজ থাকার কারনে স্যার টুরনামেনট এর তারিখ ২৯/১১/২০২১ ইং তারিখে পরিবর্তন করেছেন ।আমাদের পরিয় স্যারের উপস্থিতি একান্ত কাম্য।
Alhamdulillah for the first Time ……..
visit of our Hnrable MD Sir
layer, used for water proofing
dampness
Alhamdulillah
বদলে যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বদলে যাচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। যানজটমুক্ত বাধাহীন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সড়কের চারটি স্থানে ব....
Serving the company last 20 years ...
. Abu Taher
This is how we manage land acquisitions site ....
Engineers are the builder of nations and society. The lifestyle we live now from the stone age is the supreme contribution of engineers. Salute to all those engineers who are working day and night to make this world more livable and beautiful. "Happy Engineers Day .....
HTBL
is going on solving Acquisition land problem
10 days of Ramadan
-Rajgonj (Laxmipur pavement)
আসামে আজ হয়ে গেলো ৬ মাত্রার ভূমিকম্প যারফলে বাংলাদেশে বেশ কয়বার ভু কম্পন অনুভূত হয় । এই ফল্টলাইন এ প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে । আসামে বেশ ক্ষয় ক্ষতি হয়েছে । আমাদের সিলেট, ময়মনসিংহ ফল্টলাইনে কাছাকাছি থাকার কারণে বেশি কম্পন অনুভূত হয়। ময়মনসিংহ এন্ড সিলেট জোন কে বলে হয় হাই ভূমিকম্প রিস্ক জোন ।
আমরা জানি, ইতিমধ্যে বি এন বি সি -2020 কোড পাস হয়েছে যাতে আর্থকোয়াকের নতুন সকল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সবাই বি এন বি সি -2020 মেনে ডিজাইনে করবেন।
অবশ্যই প্রফেশনাল স্ট্রাকচারাল ডিজাইনার দ্বারা আপনার স্বপ্নের বিল্ডিং করবেন. কারণ এক্সপার্ট স্ট্রাকচারাল ডিজাইনার ছাড়া
আপনার বিল্ডিং সিসমিক রেসিস্টেন্ট ডিজাইন করতে পারবে না । আমরা সাধারণত যেন তেন ভাবে বা রাজ মিস্ত্রির ওপর ওপর ভরসা করে বিল্ডিং করে ফেলি ।
এতে দুইটা সমস্যা একটা হলো বিল্ডিং কস্ট বেড়ে যায় ও সিসমিক রেসিস্টেন্ট হয় না।
এক্সপার্ট স্ট্রাকচারাল ডিজাইনার দ্বারা বিল্ডিং ডিজাইনে করানো হলে খুব বেশি কস্ট হয় না । এতে আপনার বিল্ডিং কস্ট অনেক কমে যায় ও আর্থকোয়াক রেসিস্টেন্ট হয় ।
from the behind_trying their best to develope HTBL_Wish their success from Team HTBL
. Sohel and Mr Kazi Fuhad Ony
brother of Of MD Sir
is on with proper official order
যমুনা সেতু বাকা কেন????
=======================
যমুনা সেতুর মধ্যে একটা কার্ভ আছে, আর অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কেন এই কার্ভ? সোজা হলে তো অনেক খরচই হয়তো কমে যেতো। আসলে এই কার্ভের পিছনে অনেক গুলো কারন আছে তার মধ্যে স্ট্রাকচারাল,সার্বিক সুবিধা, নদী-পথ, স্রোত সহ আরো কিছু মাইনর কারন ও আছে। এখানে সৌন্দর্য বড় কথা না, এবং সেতুকে বেশিদিন টিকে থাকতে হলে সেতু তে কার্ভ প্রয়োজন হতে পারে,লং স্প্যানের বেশীরভাগ ব্রিজেই কার্ভ থাকে, আর সেই জন্য রড সিমেন্ট বেশি লাগলেও কিছু করার নেই।
যমুনা সেতুর এই কার্ভের কিছু প্রধান কারন হলো।
#স্ট্রাকচারাল
ব্রিজ স্ট্রাকচারে সাধারনত ৩ ধরনের লোড কাজ করে,
১/কাঠামোর নিজস্বলোড (Self Weight)
২/যানবাহনের সেলফ ওয়েট ও ইমপ্যাক্ট লোড
৩/এনভায়রমেন্টাল বা পারিপার্শ্বিক লোড
>>>>>যানবাহনের_ইমপ্যাক্ট_লোড
ব্রিজে যানবাহন পার হওয়ার সময় ব্রিজের উপর বেগের গতি জনিত এক প্রকার কম্পন উৎপন্ন হয়।দীর্ঘ স্প্যানের ব্রিজের ক্ষেত্রে এই কম্পনের মান ও বেশী। যেহেতু যমুনা সেতু দীর্ঘ স্প্যানের তাই এই কম্পন জনিত প্রভাব কমানোর জন্য সেতু তে কার্ভ রাখা হয়েছে , সব লং ব্রিজেই এধরনের কার্ভ রাখা হয়। ( শর্ট স্প্যান এর জন্য এই কম্পন বেশী না হবার কারনে স্ট্রেইট রাখা যায়)
>>>> সেতুর টর্ক ও মোমেন্ট ঠিক রাখার জন্য, ও বন্যার সময় পানির অধিক চাপেও পায়ার গুলো সেতুর কাঠামোকে ধরে রাখতে সক্ষম হয়।
>>>> পানির নিচে মাটির চাপ সব জায়গাতে সমান থাকেনা, সেই দিকটা বিবেচনা করা হয়। স্ট্রেইট করতে গেলে সব জায়গায় সয়েল কন্ডিশন ভালো হতে হবে, বাস্তবে যার সম্ভাবনা কম।
>>>> যদি কখনো সেতুর কোন অংশ ভেঙ্গে যায় তাহলে সেটা দুর থেকে দেখা যাবে. এর ফলে অনেক বড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
>>>> সেতুকে স্রোতের বিপরীতে অধিক চাপ (স্রোতের) সহনশীল এবং বড় মাত্রার ভূমিকম্প সহনশীল করে গড়ে তোলার জন্য।
>>>> এছাড়াও সাধারণ সেন্সে আরও কিছু কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন জোর সম্ভাবনা রয়েছে যে....
১. দু’পাড়ের একই স্থানে সেতুটির সাথে মূল সড়কের সংযোগ-রাস্তা তৈরির জন্য উপযুক্ত গঠনবিশিষ্ট মাটি পাওয়া যায়নি।
২. উভয়পাড়ে মূলসড়ক (যে সড়কের সাথে সেতু সংযুক্ত হবে) একই সরলরেখায় নয়।
৩.এছাড়াও সেতু টা সোজা হলে সিরাজগঞ্জের ঐ দিক থেকে সূর্যের (সূর্যাস্ত) আলো আসবে বিকাল বেলা আর তা চালকদের চোখে সরাসরিভাবে পড়বে ফলে দূর্ঘটনা ঘটতে পারে। সকাল বেলা টাঙ্গাইলের এ দিক থেকে সূর্যের (সূর্যোদয়) আলো পড়বে চালকদের চোখে সরাসরিভাবে ফলে দূর্ঘটনা ঘটবে। তাই কার্ভ রাখা হয়েছে।
উপরোক্ত কিছু কারন সব লং স্প্যানের ব্রিজ এর জন্যেই একই, আর এখানে সেভাবেই তুলে ধরার চেস্টা করা হয়েছে। ব্রিজ এক্সপার্ট দের মতে হয়তো আরো অনেক কারনই থাকতে পারে।
Credit-Design Integrity
Pavement
HTBL is growing up_Better days will come
#দেশের এই ক্লান্তিলগ্নে বাংলাদেশের উন্নয়নের ধারা ও গতি অব্যাহত রাখতে বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের অন্যতম ঠিকাদার র কোম্পানী হাসান টেকনো বিল্ডার্স লিঃ।
#আপনি কর্মস্থল থেকে বাড়িতে গেলে আপ্পনার পরিবারের লোকজনকে আতংকিত করবেন কেনো....?
কর্মস্থলে থেকে নিজে ভালো থাকেন পরিবারের সবাইকে ভালো রাখেন।
#সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সঠিক তথ্য প্রদান করুন ।
Safe_Stay at work place
Family live long
of a quality,believe and standard ness
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Cumilla
Opening Hours
Monday | 09:00 - 21:00 |
Tuesday | 09:00 - 21:00 |
Wednesday | 09:00 - 21:00 |
Thursday | 09:00 - 21:00 |
Saturday | 09:00 - 21:00 |
Sunday | 09:00 - 21:00 |
Cumilla, 3520
building plan ,design ,architect,drawing,home plan idea, duplex house idea,
Cumilla
�Architectural Drawing. �Interior Work. �Material supply of interior & civil work. �Structural Design �Construction (Building, Road,Bridge & Jetty etc. �Construction equipment su...
Bagmara. Komilla
Cumilla, NOCODE
Akta building banite ki ki proyojnino ta jante parben
Cumilla, 3500
M/s Rudra Construction is a building construction bassed firm enlistments from Dphe, city conporati
3030/3, New Market, Kandirpar
Cumilla, 3500
Foundation specialists in Bangladesh. We deliver good quality piling & constructions work to our cu
Cumilla
Now providing World Class Inter-Disciplinary Construction and Engineering Services to Bangladesh
Kamalpur
Cumilla, 3500
We are Doing all kinds of Survey Engineering Jobs. 🌹Your works is our Main Targets. 🌹