Black & White
assalamu-walaikum...
আমার অনেক পছন্দের বই 😬🥲🥀
Rj কিবরিয়ার লাইভ শো তে তিনি উকুন মারা মিস দেন নি,
ভাবা যায় এইগুলা........???? 🤔🫢
🥲🥲
যদি আপনার 12th fail মুভি ভালো লেগে থাকে তাহলে এই ১০ টি মুভি আপনার জন্যই। এগুলো জীবনের খারাপ সময় কিংবা ভালো সময় যাই বলি না কেন যেকোনো পরিস্থিতিতেই দেখতে পারবেন।
1/ October Sky [1999]
আসলে স্কুল কলেজে ডিম ভাজি না শিখিয়ে অন্তত এসব মুভি শিক্ষার্থীদের দেখিয়ে তাদের সপ্ন দেখার পথ টা দেখিয়ে দেওয়া দরকার। একজন কয়লা শ্রমিকের ছেলে NASA তে ইঞ্জিনিয়ার হওয়ার বাস্তব ঘটনা। কিভাবে সপ্ন টাকে পুঁজি করে রাখতে হয় ছোট থেকে তার সত্য ঘটনা।
2/ Good will hunting [ 1997]
ধরেন কোনো লোহার বা স্টিল এর জিনিস যেমন দা, বটি, ছুরি ইত্যাদি ব্যবহার যোগ্য জিনিস অনেক দিন যদি ব্যবহার না করে ফেলে রাখেন তাহলে এগুলোর উপর জং বা মরিচা ধরবে। এজন্য প্রয়োজন ধার করা এবং নিয়মিত ব্যবহার করা। ঠিক আমাদের সবার মাঝেও কিছু ট্যালেন্ট সুপ্ত অবস্থায় আছে। শুধু একটু ধার করা প্রয়োজন
3/ Seven pounds [ 2008]
শুনুন। এই মুভির রিভিউর দরকার নেই। আসলে এসব মুভিকে মানুষের সামনে হাতে কলমে লিখে এর মহত্ত্ব বুঝানোর সাধ্য নেই।🙏 Must watch
4/ Mucize and Mucize 2 [ 2015 & 2019]
না বাবা, আমি আমার স্ত্রীর প্রেমে পড়েছি ❤️।
5/ Little miss sunshine [2006]
জীবনের সব সময়েই কি আমাদের জিততে হবে? হারা যাবে না?
6/ Udaan[ 2010]
মা হারা ছেলে। এদিকে বাবার সাথেও সম্পর্ক ভালো না। নিজের জীবনে টানাপোড়েনে কিভাবে নিজের সপ্ন পূরণ করবে?
7/ Taare Zameen Par [2007]
Kya Itna Bura Hoon Main Maa
Kya Itna Bura Meri Maa
8/ Super 30 [2019]
এখন থেকে রাজার ছেলে আর রাজা হবে না।
রাজা হবে যে এর যোগ্য
9/ Chhichhore [2019]
Don't worry my friend. It's ok to be a Loser
10/ The man who knew Infinity [2015]
“An equation for me has no meaning, unless it expresses a thought of God.”
3 idiots কিংবা Pursuit of Happiness এর মতো মুভির রেকোমেন্ড করার দরকার নেই ❤️।
............Farhan Reza
কিভাবে পারলো....?
কোথায় মেয়েরা নিরাপদ....????????? 🥀🥀
১ দিনের ব্যবধানে পেয়াজের দাম ১০০+ টাকা বাড়ে কেমনে ভাই?
মানে বুঝলাম না বাংলাদেশ কি একবারে পেয়াজ শূন্য?
স্টকে কি একটা পেয়াজ ও নাই?
যে পেয়াজ আমদানি বন্ধ হয়েছে ২ দিন তার মধ্য ২২০ কেজি
সাধারন মানুষের মরা ছাড়া আর উপায় নাই
আগের দিন কি ফিরে পাবো আমরা....?
নাকি সপ্নতে থেকে যাবে 😥😥
স্কুলে ছাত্র ছাত্রীরা শিক্ষকের শরনাপন্ন হয় শিক্ষা লাভের আশায় ।অথচ এই ধরনের ঘটনাগুলো প্রায়শই ঘটছে।
শৃঙ্খলার অভাব সাথে নৈতিকতারও। 😑😑
so true..... 🥴🥴
girl's like....
বুবলি, অপু বিশ্বাস,সাকিব খান এই তিনের জ্বালাতেই বাঁচতাম না এখন সাথে যোগ হইছে আবার তাপস আর মুন্নী😒😒😒
এইদিকে রাফসানের হইছে ডিভোর্স। (যদিও বিয়ে হইছিলো এইটাও না জানা আমি 🥴)
আরেকদিকে জায়েদখানের এক ভক্ত সুই*সাইড খাওয়ার হুমকি দিছে।
এরমধ্যে কোক স্টুডিওর কনসার্টে এক দল গেছে,আরেকদল তাদের কে বাঁশ দিচ্ছে।
এত ভেজালের মাঝে কবি নজরুলের গানের ১২ টা বাজাইয়া আরেক প্যাচ লাগাইয়া রাখছে এ আর রাহমান।
কিন্তু এতকিছুর মাঝে আবার বিলাইগুলা মাছ নিয়া ক্যান দৌড়াইতেছে এইটাই বুঝলাম না 😑
এদিকে ঘটনা কি আর মাফ চাচ্ছে কি নিয়ে? 😒😒
ভাইরে ভাই সবাই শুধু একটা ডায়লগ ই দিতেছে যে, *টাকা থাকলে ভালোবাসা সুন্দর*। শুধু টাকা থাকলে হয়না ভাই তারসাথে মনও থাকা লাগে‼️🙄
আপনার পার্টনার আপনার প্রতি কতোটা আসক্ত তা তার কথা এবং কাজের মাধ্যমে প্রকাশ পায়। অনেকের ই তো টাকা আছে, কয়জন বউয়ের জন্য এরকম করে❓
অনেকে বছরে একবার বউকে একটা গোলাপ দিতে ও একশোবার ভাবে, অথচ ২০/৩০ টাকা দিয়ে একটা গোলাপ কিনা যায়‼️✅
হে আল্লাহ, আমরা যারা গরীব তারা বাঁচবো কিভাবে???? 🤲
কী দেখছেন?
মরুভূমিতে জাহাজ পড়ে আছে?
ছবিটি কাজাকিস্তানের।
এক সময় এখানে বিশাল সাগর ছিলো,নাম অ্যারাল সাগর।
যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার,আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।
আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।
সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়।
সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণী আছে যারা দেখতে স্মার্ট,সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে,তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়।
congratulations Neymar Neymar Jr.Neymar Jr. 👨👩👧
বৃষ্টিস্নাত দিনে তোমাকে চাই। ☕🌧️
একদিন বৃষ্টি হল। সব উন্নয়ন, সব কোলাহল, সব রাস্তা ভেসে উঠলো লা শে র শরীরে।
একদিন বৃষ্টি হল। দুই দিন না।
হাত কাঁ প ছে, পা অ ব শ। কলমের কালি হ তা শ৷
গ লা য় বাষ্প, চোখে জল।
একদিন বৃষ্টি হবে। ভেসে উঠবে সব ভাষণ, ক্ষ ম তা, আ শ্বা স, বি শ্বা স ও চকচকে পানিতে লা শে র শ্বাস ।
একদিন বৃষ্টি হবে। সেদিন আমরা সবাই ভিজবো৷ তোমার পানিটুকুও পাবে না৷
মনে রেখো,
রা জ নীতি পানিতে ভেসে গেলে আ ট কা নো যায় না।
মনে রেখো।
মিরপুর, ঢাকা।
২১-০৯-২৩
লিখা : আব্দুল্লাহ আল মামুন ( কাইকর )
আর্ট : ইয়াসনা সরকার।
Ay re Amar টিয়া🖤
Only 90's kid know this feeling😌
ফুলটোক্কা🌸
Collected
সেলেব্রিটি হোক আর হাজার ক্রাশ হোক, তারে কাছে পাইলেই একদম কেঁদে দেয়া, তার জন্যে ম!'রে যাওয়ার মতো অবস্থা করা, জড়িয়ে ধরা, ব্যাপারগুলো আমার কাছে ছ্যাঁচ*মি ছাড়া কিছুই মনে হয় না!
এসব একমাত্র ব!'স্তি মেয়েদের দ্বারাই করা সম্ভব। ব্যাক্তিত্ববান মেয়েদের দ্বারা জড়িয়ে ধরা তো দূর, ক্রাশকে দেখলে চিল্লাফাল্লা করাও সম্ভব না! ❤️
~ আশফাকুর রহমান শাকিল
বাস্তবতা আর আবেগ এক নয়, বাস্তবতার কাছে সব কিছু হার মানে🥹
Just married vs 3 years married me 🙃🙂
Girls think 1000 time before choosing your life partner 😔😔😔
A good person can make ur life heaven nd a bad person can make your life hell like mine 🙂😔😔
J bole na tmk pele sob chere dibo se ulta tmk niye dube 🙃😃
©️kaniz fatema.....viral post
2013 er facebook profile pic silo 1st one 😂😂
জীবন থেকে হা'রিয়ে যাওয়া
সব থেকে দামী জিনিস কি ছিলো ।?🖤
Jumma mubarak 🤲
ঠিক এই জন্য আমি কিনি নাহ 😎😎
😮 Hard work ❤️
সামনে কোরবানির ঈদের ৩য় দিন (শনিবার) #হেলিকপ্টারে ভ্রমন করতে ইচ্ছুক এমন কেউ কি আছেন ❓
আমরা ৫ জন আছি কিন্তু টোটাল ৬ জন লাগবে। মাত্র ২দিনে সারাদেশ ঘুরতে ইচ্ছুক।
প্ল্যানটা এরকম:
ভোর বেলা আমরা #রাজশাহী থেকে যাত্রা শুরু করে প্রথমে যাবো বান্দরবান, নিলগীরি হেলিপ্যাডে নেমে আশাপাশে পাহাড় ঘুরে দেখবো সবাই। দুপুরে যাবো #কক্সবাজার। সমুদ্রে গোসল সেরে লাঞ্চ সেরে চলে যাবো সিলেট।
#সিলেটে বিকালে ঘুরেফিরে পাচভাই/পানসিতে ডিনার সেরে হোটেলে গিয়ে ঘুম। পরেরদিন সকালে ব্রেকফাস্ট করে বঙ্গোপসাগরের উপর দিয়ে যাবো সুন্দরবন।
#সুন্দরবন ঘুরেফিরে সন্ধ্যা পদ্মাসেতু হয়ে আবার ঘুরে আসবো রাজশাহীতে।
যদি কেউ আগ্রহী হন শীঘ্রই যোগাযোগ করবেন।
বিঃদ্রঃ শুধু মাত্র একজন যেতে পারবেন। এবং যিনি যাবেন তার অবশ্যই হেলিকপ্টার থাকতে হবে। অন্যথায় পুরো প্ল্যানটাই ক্যান্সেল🙃🙏
হে আল্লাহ্ আপনি আমাদের জন্য উপকারী রহমতের বৃষ্টি বর্ষণ করুন
🤲আমিন🤲
🫨পারলে এই ইমুজি খুজে দেখাও!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Dhonapotikhola, Muradnagor
Cumilla, 3544
i make uniqe fashion product of the best quality.if you need uniqe product contract me.
Cumilla
Cumilla
Get the best deals on pakistani and Indian stitch/Unstitched designer Salwar- kameez. dress..
Shop No: F-04, Level-02, Planet SR (Opposite Of Cumilla Zila School), Kandirpur
Cumilla, 3500
Our journey has started just as a little page in 2011, in that time Facebook online shopping
Cumilla, Chittagong Division
Cumilla, 3500
We are providing all kinds of Women's clothing, Fashionable Dresses, Brand Clothing, New Dresses in around all Bangladesh Districts.
Paradise House, Shaktola
Cumilla, 3500
Ready Garments like butik dress, pakistani & indian lawn, hand stich dress, batik & khadi dress etc.
Cumilla
Hello guys here you can get woman's cloth collection, cosmetics also baby's collection