Safwan Bin Arif
Comilla
পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস।
ইন্টার্নীতে থাকার সময় যশোর থেকে এক টি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ী দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসে নি। এই বয়সে বিয়ের কোন আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়। আমাদের গোলপাতার বাড়িটার জন্য।
এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে।
একটা বিশাল অপরাধ করেছিলেন উনি, জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, বিসিএস প্রিলি হয় নাই।
বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা।
কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে শ্বান্ত্বনা ।
ভাইটাও এখন শ্বান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি।
আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থা #*ড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।
টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।
টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।
গতকাল ওয়ার্ডে দুই জন রুগী খারাপ ছিল। 27 বছরের এক মেয়ে , Sub Arachnoid haemorrhage ... ICU এর জন্য. councelling. করেছিলাম। টাকা দিয়ে হয়ত সুখ কেনা যায়, জীবন তো আর কেনা যায় না। তবুও আমাদের টাকাই সব।
যতবার বিয়ের কথা উঠেছে, ততবার ই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে। তাই বিয়ে - ভালবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জ এর ওপারে যখন দেড় হাজার টাকার টিউশুনি করতাম, নদী পার হওয়ার ছয় টাকা আমার থাকত না। আধা কিলোমিটার হেটে ব্রিজ পার হতাম। আর আজ হাজার হাজার টাকা আয় করেও দেখি ঈদে বাড়ি যাওয়ার টাকা থাকে না। জীবন আসলে একই থাকে, শুধু সময় আর চক্র টা বদলায়।
একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলতেছিলাম। উনি যখন ইন্টার্নীতে পাঁচ হাজার টাকা বেতন পেতেন তখন দুই হাজার টাকা ঘাটতি থাকত। এখন বিশ লাখ টাকা আয় করেও দুই লাখ টাকা ঘাটতি থাকে। কাকে কি বলব??
সতের শ টাকায় যখন মাস চলত। তখনও পকেটে একটা টি শার্ট কেনার মত টাকা থাকত না। আর আজ নিজের খরচই হয় ষোল হাজার টাকা। আজও টি শার্ট কেনার টাকা নাই।
আমি এই হিসেব বুঝি না।
লেখাঃ আরিফুল ইসলাম আরিফ
পবিত্র কাবা শরীফের পাশে
আমার সায়েখ 🥰
সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব হুজুর।
🕋 JUMMA MUBRAK🕋
- আল্লাহ,
- আজ পবিত্র জুমার দিনের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গোনাহ্ মাফ করে দেন।....................আমিন.....................
হলে পরে পিতা-মাতার
প্রশান্তির কারণ,
সেই জনের হয় না কভু
কোনো অধঃপতন!
♥️
একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার ভেতরের অহংকার আর হিংসা, এটি মানুষকে মাটিতে নামিয়ে ছাড়ে!
কোনো মানুষ যদি কারো শত্রু হয় তবে সেই শত্রুর অনিষ্ট থেকে সাবধান থেকে নিজেকে নিরাপদ রাখা যায়, কিন্তু হিংসা আর অহংকার নামক শত্রু থেকে নিরাপদ থাকা অসম্ভব! যেখানে অহংকার আর হিংসার উপস্থিতি আছে সেখানেই ধ্বংস হওয়ার বীজ বপন হয়ে যায়!
😢
এই দুনিয়ায় কোন জিনিসটার মূল্য সবচাইতে বেশি,,,,?
৩ লিটার বোতল জাত সয়াবিন তৈল ১১০০ টাকা তবে কি শ্রীলঙ্কার পূর্বাভাস...!
নাকি সরকার পতনের আভাস.!
হযরত মোহাম্মদ সাঃ মক্কা ছেড়ে যাবার পর একদল হিংসুটে বোকারা ভেবেছিল তাদের জয় হয়েছে। আসলে ইতিহাসে তাদের স্থান শুধুই ষড়যন্ত্রকারী শয়তান হিসেবে কিন্তু মোহাম্মদ সাঃ সর্বশেষ নবী ও সর্বশ্রেষ্ঠ মহামানব।❤️ষড়যন্ত্র করা থেকে সাবধানে থাকুন এটি আপনাকে দুর্বল করে তুলতে পারে।💕ষড়যন্ত্র করতে করতে ষড়যন্ত্রকারী অবশ্যই একদিন নিজের ফাদে পরবে।,❤️যার গলার আওয়াজ যতো বেশি ওপরে, তার বুদ্ধিমত্তা ততই নিচের দিকে।”
পিতা পরম ধন,
অমূল্য রতন!
তাঁর খুশিতে সয়ং খুশি
প্রভু নিরঞ্জন!
♥️
ভাই-বোন, ফুফু-ভাইপো এই দুটি সম্পর্ক অন্যমাত্রার! এদের গায়ে বাবা কিংবা ভাইয়ের গন্ধ লেগে থাকে, বাবার বাড়ির স্পর্শ পাওয়া যায়! বয়সকালে একে অন্যকে দেখলে শৈশবের কথা মনে পড়ে!
♥️
এই খোলা আকাশ, বিস্তীর্ণ ভূমি,
উড়ে যায় বক,
কাশফুল দোলে গোধূলির কুলে,
চেয়ে রই অপলক!
♥️
হৃদয়ে নেই যার
রসূলের সম্মান,
ষোলআনা বাকি তোর
হইতে মুসলমান!
#নবী(সঃ)
তুমি বিনে চাইবো কিছু
আর তো প্রভু নাই!
তাই তো সকল চাওয়া-পাওয়া
তোমায় বলে যাই!
♥️
যে মোরে দিয়েছে
নিঠুর বিষ জ্বালা!
আমি দেই তাঁরে
মধুর পেয়ালা!
♥️
রোজ হাশরে এই পাপী'রে
করবা নি গো পার?
নবীর ভালোবাসা বিনে
নেই কিছু আর!
#নবী(সঃ)
এই হবো, সেই হবো
সব হতে চাই!
কেবল মানুষ হওয়ার ইচ্ছেটাই
মনের মাঝে নাই!
যে নবজাতকটি তাঁর বাবা-মাকে একবারও 'বাবা' কিংবা 'মা' বলে ডাকলো না, সেই শিশুর প্রতি মা-বাবার মায়ার অন্ত নেই, নবজাতকের সুস্থতার জন্য কত শত নির্ঘোম রাত কেটে যায় টেরই পাওয়া যায় না!
আর যে সন্তান ছোট থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ বারের চেয়েও অধিক 'মা' এবং 'বাবা' বলে ডেকেছে তাঁর জন্য তাঁর মা-বাবার মনে কেমন মায়ার সঞ্চার হয় তা অনুভূতির সীমাকে ছাড়িয়ে যাচ্ছে, আমি কল্পনা করতে পারছি না! স্রষ্টা সকল মা-বাবাকে দীর্ঘজীবী করো, তাঁদেরকে সুখে রেখো!
♥️❤️❤️
দয়া করে যাদের দেহে
দিলে তুমি প্রাণ,
তোমারে ডাকার মতো
বয়স করো দান!
#প্রভু
রাজার রাজ্য চাই না প্রভু
সুস্থ দেহ চাই,
সুস্থ দেহের চেয়ে দামী
আর কিছু নাই!
♥️
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
3542
Cumilla
musical dance content_____video music Dance official______ SSM MEDIYA remix______ comedy dance
South Thakurpara, Rammala Road
Cumilla, 3500
আপনার প্রিয় দোকান থেকে আপনার দরজায় ?