Puja Sarkar

Puja Sarkar

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puja Sarkar, Grocers, Cumilla.

09/11/2022

"যে প্রেমে হারিয়ে যায় মন🌻
সেই প্রেম খুঁজিতে চাই
শ্রীধাম বৃন্দাবন" 🥰

16/10/2022

🌹প্রভুপাদ সনাতন ধর্মের জন্য কি করেছে দেখুন। এরপর ও আমরা ইসকনকে দেখতে পারি না। 🥺

১০ বছর! বয়স ৭০-৮০

শ্রীল প্রভুপাদের সুকীর্তি অদ্ভুত এবং অবিশ্বাস্য
১) ১৯৬৮ থেকে ১৯৭৭ সালের মধ্যে তিনি মোট ২২০০০ পৃষ্ঠা রচনা করেন।

২) তিনি শ্রীমদ্ভাগবতের ১৮০০০ শ্লোকের অনুবাদ করেছেন এবং প্রতিটি শ্লোকের তাৎপর্য রচনা করেছেন।

৩) প্রতিদিন যদি পাঠক একটি শ্লোক এবং সেই শ্লোকের তাৎপর্য পড়েন তাহলে ১৮০০০ শ্লোক পড়তে সময় লাগবে ৪৯.৩১ বছর।

৪) তিনি শ্রীমদ্ভগবত গীতার ৭০০ শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য রচনা করেছেন।

৫) প্রতিদিন যদি পাঠক গীতার একটি শ্লোক এবং সেই শ্লোকের তাৎপর্য পড়েন তাহলে ৭০০ শ্লোক পড়তে সময় লাগবে প্রায় ২ বছর।

৬) তিনি ১৭ খণ্ডে রচিত শ্রী চৈতন্যচরিতামৃতের ১১,৫৫৫ শ্লোকের অনুবাদ করেছেন এবং প্রতিটি শ্লোকের তাৎপর্য রচনা করেছেন যা মোট ২১৭০ পৃষ্ঠায় রচিত।

৭) প্রতিদিন যদি পাঠক শ্রী চৈতন্যচরিতামৃতের একটি শ্লোক এবং সেই শ্লোকের তাৎপর্য পড়েন তাহলে ১১,৫৫৫ শ্লোক পড়তে সময় লাগবে প্রায় ৩১.৬ বছর।

৮) তিনি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, অমৃতের সন্ধানে, ভক্তিরসামৃতসিন্ধু, কপিলদেবের শিক্ষা, শ্রী ঈশোপনিষদ প্রভৃতি গ্রন্থও রচনা করেছেন।

৯) তিনি (Back to Godhead) পত্রিকা সৃষ্টি করেছেন যেটি মাসিক ১ লক্ষ কপি পঠিত হয়েছিল।

১০) তিনি তার শিষ্যদের ৭০০০ পৃষ্ঠার পত্র রচনা করেছিলেন যা পরবর্তীতে ৫ খণ্ডের বই আকারে প্রকাশিত হ।

১১) তার দেওয়া শ্রীমদ্ভাগবতের উপর ভাষণ ১১ খণ্ডের পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।

১২) তার দেওয়া শ্রীমদ্ভগবদগীতার উপর ভাষণ ৭ খণ্ডের পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।

১৩) তার কথোপকথন ৪২ খণ্ডের বই আকারে প্রকাশিত হয়েছে।

১৪) তার অসংখ্য লেকচার(ভাষন) ক্যাসেট আকারে ধারণ করা হয়েছে।

১৫) এসবের পাশাপাশি তিনি ৫০০০ ব্যক্তিকে কৃষ্ণভাবনামৃতের দীক্ষা দিয়েছেন।

এছাড়া তিনি ইসকন নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন যা সাড়া বিশ্বে ১২০ টিরও বেশি দেশে সুদক্ষভাবে পরিচালিত হচ্ছে।

# তিনি এর পুরো বিশ্বে ১০৮টি মন্দির প্রতিষ্ঠা করেন,
# ৯ বছরে সারা পৃথিবী ১৪ বার ভ্রমন করেছিলেন,
# ৫০টি বই প্রকাশনা করেছেন ২৮টি ভাষায় মাত্র ৯ বছরে,
# এক হাজারেরও বেশি মতবিনিময় অনুষ্ঠানে তিনি যোগ দান করেন,
# তিনি এক হাজারেরও বেশি চিঠি লিখেছেন,
# এক হাজারের বেশি সকালের কথোপকথন করেছেন তার শিষ্যদের সাথে,
# তিনিই প্রথম রথযাত্রা অনুষ্ঠান শুরু করেছিল পুরো বিশ্বে,
~ জয় শ্রীল প্রভুপাদ😊🙏

29/09/2022

১. জপ কি ? ❓
২. জপ মালা কি ?❓
৩. জপ করার জন্য কী কী‌‌ প্রয়োজন?❓

১. একান্ত নিরিবিলিতে বসে এই জগতের সৃষ্টি কর্তা অনাদি আদি ভগবানের নাম স্মরণ করাকে জপ করা বলে।☑️

২. জপ মালা হলো ভগবানকে স্মরণ করার জন্য ১০৮ টা গুটি দ্বারা নিম/বেল / তুলসী কাঠ দিয়ে তৈরীর করা যে মালা ব্যবহার করা হয় তাকে জপ মালা বলে ।☑️

৩. জপ করার জন্য আপনার প্রয়োজন একটি জপমালা , শ্রী গুরুর প্রণাম মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম এগুলো জানলেই আপনি জপ করতে পারবেন ।জপের জন্য মহাপ্রভু কোনো বিধি নিষেধ দেন নি । আপনি যেকোনো অবস্থাতেই জপ করতে পারেন।☑️

জপমালা আপনি আপনার আশেপাশের মন্দির থেকে সংগ্রহ করতে পারেন।☑️
কিভাবে জপ করবেন সেটা নিচে বিস্তারিত দেওয়া আছে।

৪ . আমরা জপ কেন করবো :
আমরা জানি সব কিছুর ই একজন স্রষ্টা আছেন । যেমন : একজন কাঠমিস্ত্রি চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি বানায় অর্থাৎ এগুলোর স্রষ্টা একজন কাঠমিস্ত্রি। তেমন ই আপনার-আমার একজন স্রষ্টা আছেন। তিনি এই পৃথিবীতে সকল কিছুর সৃষ্টি করেছেন।

এই আকাশ,বাতাস ,মাটি, মানুষ,প্রাণী সকল কিছুর।তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী।তিনি সুষ্ঠুভাবে সকল কিছুর নিয়ন্ত্রণ করেন। আমাদের উচিত স্রষ্টাকে খুশি করা ।আর স্রষ্টাকে খুশি করার উপায় হলো তার নামকীর্তন করা।

মহাপ্রভু বলেছেন:
কলিযুগে যেই ভজে কৃষ্ণ নাম
সেই মহা ভাগ্যবান 🙏
হিন্দু ধর্মে ৪ টি মুখ তথা : সত্য ,ত্রেতা,দ্বাপর ,কলি। সত্য,ত্রেতা,দ্বাপর যুগে মানুষের জীবনকাল ছিল এখনকার তুলনায় অনেক বেশী। তখনকার উদ্ধারের জন্য ছিল তপ-জপ ই‌ একমাত্র উপায় । কিন্তু এই কলি যুগে মানুষ এতটাই ব্যস্ত যে তার দ্বারা তপস্যা সম্ভব নয়।

এজন্য মহাপ্রভু আমাদের কলির জীবের উদ্ধারের জন্য সহজ‌উপায় এনে দিয়েছে সেটা হলো মহামন্ত্র জপ । একমাত্র হরি নামের মাধ্যমেই কলির মুখে উদ্ধার পাওয়া সম্ভব।🙏

৫. কেন আমাদের জপ অবশ্য কর্তব্য:
আমাদের জীবনটা আমরা সুখের মনে করলেও এখানে প্রকৃত সুখ পাওয়া যায় না। আমাদের এখানে বারংবার জন্ম- মৃত্যু হয় ।আমাদের বার বার এই পৃথিবীতে আসতে চায় চিরমুক্তি না হওয়া পর্যন্ত। কিন্তু আমাদের উদ্দেশ্য চিরমুক্তি ।

আর চির মুক্তি লাভের উপায় হলো ভগবানকে স্মরণ করা তার নাম নাম- কীর্তন করা। তার সেবা করা। আর তার নাম নাম- কীর্তন ও সেবা করার জন্য জপ উত্তম পন্থা ।
তাই আমাদের জপ অবশ্য কর্তব্য।

22/09/2022

১০০ টাকা মন্দিরে যতটা বড় দেখায়, শপিং মলে তা ঠিক ততটাই ছোট!
★ মন্দিরে বসে ২ ঘন্টা প্রার্থনা করা কতইনা দীর্ঘ, অথচ সিনেমা হলে তা কিছুই না!
★ ৪ ঘন্টার একটা ক্রিকেট ম্যাচ কিছুই না, অথচ মাত্র ৪ মিনিট বসে গীতা পাঠ করা অনেক বিরক্তিকর!
★ গীতার ২ টি শ্লোক পড়তে কতইনা কষ্টকর, অথচ ২০০ পৃষ্ঠার উপন্যাস ঠিক ততটাই আনন্দ দায়ক!
★ মাসিক ১০০০ টাকার প্রাইভেট ক্লাস, গানের ক্লাস, নাচের ক্লাস, ড্রয়িং ক্লাস করার অফুরন্ত সময়, অথচ মাসিক ৩০ টাকায় সপ্তাহে ৪ দিন গীতা ক্লাসের জন্য বিন্দু পরিমাণ সময় নেই!
★ গানের শিক্ষক, নাচের শিক্ষক, ড্রয়িং শিক্ষকের বেতন মাসে ৪ দিনে ৩০০০-৫০০০ টাকা, অথচ গীতা শিক্ষকের বেতন মাসে ৩০ দিনে ৫০০ টাকা!
★ আমরা আধুনিক! আমরা এমনই! গীতা কোন শেখা বা পড়ার বিষয়ই না, শুধু পড়ালেখা, নাচ, গান শিখাই জীবনের আসল ক্রেডিট।
★ বয়স যতই হোক বিভিন্ন জায়গায় গিয়ে অন্যান্য যেকোন কিছু শেখা কোন লজ্জার বিষয় নয় অথচ ছেলেমেয়েদের বয়স ১৪/১৫ হলেই গীতা শেখা যেন বড়ই লজ্জার বিষয়!
★ বৃদ্ধাশ্রম কিন্তু এমনি এমনি একদিনে তৈরি হয় নাই।

আপনার সবশিক্ষাই ছিল, কিন্তু নৈতিক শিক্ষা ছিল না,ছিল না গীতা শিক্ষা!!!!!

আজকে লাভজিহাদ, হিন্দু ছেলে মেয়েরা ধর্মান্তরিত কেন হচ্ছে? ভেবে দেখেছেন কখনো??
আমাদের হিন্দু ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞানে, গীতা জ্ঞানে, ও বৈদিক অনান্য শাস্ত্র গ্রন্থ ব্যাপারে অজ্ঞ।
যেসব হিন্দু ছেলে মেয়ের হৃদয়ে ধর্মীয় জ্ঞান পর্যাপ্ত, তাকে যতই প্রলোভন দেখান, তাকে ধর্মান্তরিত হয়ে মুসলিম বা খ্রিস্টান করতে পারবেন না।
দোষটা কিন্তু আমাদেরই।
স্বয়ংবিচার করুন!!

21/09/2022

🌿যখন তোমার বয়স ২ বছর তখন তুমি খুজবে"
# "মা" কোথায়?
★ যখন তোমার বয়স ১০ তখন তুমি খুজবে "
# খেলার মাঠ" কোথায়?
★ যখন তোমার বয়স ২০ তখন তুমি খুজবে "
# bf \gf " কোথায়?
★ যখন তোমার বয়স ৩০ তখন তুমি খুজবে "
# টাকা " কোথায়?
★ যখন তোমার বয়স ৪০ তখন তুমি খুজবে একটু
" # অবসর সময়" কোথায়?
★ আর যখন তোমার বয়স ৫০ তখন তুমি খুজবে
" # মন্দির " কোথায়?
★ কিন্তু ৫০ আসার আগেই তোমার
সময় শেষ হয়ে যেতে পারে,,,!!
♣ সুতরাং,,,,, শেষের টাকে আগে খুঁজাই শ্রেয়!!!
" সেজন্য # অন্ততপক্ষে ত্রিসন্ধ্যা যে যেটুকু পারি ভগবানের দিব্য নাম কীর্তন করি। যেকোনো পরিস্থিতিতেই🙏
🌿যদি তাও না পারি তবে কর্মের মাধ্যমে সব সময় ভগবানকে স্মরণ করি🙏
"""""সময় থাকতে গুরুত্ব দিন """"

""""""সময় গেলে সাধন হবে না"""""""""
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
★★হরে কৃষ্ণ★★

15/09/2022

পূজা শব্দের অর্থ কি ?🤔

পূজা বলতেই আমরা বুঝি ঢাক-ঢোল পিটিয়ে ফুল,ফল দিয়ে কিছু মন্ত্র পাঠ করা।
কিন্তু তা নয়।
ভগবানকে আপনি পূজা কিভাবে করবেন ?
পূজা = পূ + জা ।
পূ = পূনঃ, জা = জাগরন !
--- অর্থাৎ পূজা মানে পূনঃজাগরন ।

-অর্থাৎ মনের ভেতরে বার বার বা পুনরায় ভগবানকে জাগিয়ে তোলাকেই ভগবানের পূজা বলে।🥰

🔻ভগবানকে সন্তুষ্ট করার জন্য গয়া
কাশী তীর্থে যেতে হয় না।

🔻বড় বড় মন্দিরে লক্ষ টাকা খরচ
করে ঢাক-ঢোল পিটিয়ে তাকে সন্তুষ্ট
করতে হয় না।

🔻আপনার মনের মন্দিরে যে পরমেশ্বর বর্তমান আছে।
তাকে জাগিয়ে তুলুন, উপলদ্ধি করুন।
তাতেই তিনি সন্তুষ্ট।


🏵️🏵️হরে কৃষ্ণ🏵️🏵️

11/09/2022

♥️♥️

30/08/2022

🖤🖤

26/08/2022

hare krishna 🙏🙏

24/08/2022
Want your business to be the top-listed Food & Beverage Service in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

♥️♥️
🖤🖤
💙💙💙

Category

Website

Address

Cumilla

Other Food & Grocery in Cumilla (show all)
Shuvo Vai Official Shuvo Vai Official
Comilla City
Cumilla

Shuvo vai

TM MARUF JR TM MARUF JR
Cumilla

Tanbir merza Tanbir merza
Cumilla

sad video

ATTP N. ATTP N.
Laksam. Cumilla
Cumilla, 3570

Hafez kari Mahadi Hasan. Hafez kari Mahadi Hasan.
Sunamganj’s Jela Jogonnatpur Tana
Cumilla

বিসমিল্লাহ ষ্টোর-Bismilla Store বিসমিল্লাহ ষ্টোর-Bismilla Store
South Thakurpara, Rammala Road
Cumilla, 3500

আপনার প্রিয় দোকান থেকে আপনার দরজায় ?

Piyo Piyo
Cumilla

RAHAT BOOS RAHAT BOOS
Netrokona
Cumilla

Prity,s Closet Prity,s Closet
Kalijury Cumilla
Cumilla, 3500

https://www.facebook.com/profile.php?id=100073352344071

Pagol Pagol
Cumilla

Bd.com Bd.com
Faridgonj, Chandpur
Cumilla

Debpur- দেবপুর, Burichong, Comilla Debpur- দেবপুর, Burichong, Comilla
Debpur, Mainamati, Burichong
Cumilla