Pten It BD

Pten It BD

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pten It BD, Telecommunication Company, Cumilla.

07/05/2024

আপনি যদি একজন সখের ব্লগার হতে চান, তাহলে আপনার পেইজ-এ ১০০% একটিভ অডিয়ান্স ফলোয়ার প্রয়োজন।

আমরা দিচ্ছি আপনার টার্গেট পূরন না হওয়া পযর্ন্ত, শত শত ডলার এডস্ ক্যামপিন ও প্রমোট এর মাধ্যমে লক্ষ লক্ষ একটিভ অডিয়ান্স ফলোয়ার।

যারা প্রতিনিয়ত আপনার প্রতিটি পোস্ট দেখবেন, লাইক, কমেন্ট শেয়ার করবেন।

আমাদের সার্ভিসঃ
০১: মাসব্যাপি প্রমোট
০২: মাসব্যাপি এডস্ ক্যামপিন
০৩: মাসব্যাপি ইউটুভ কনটেন এস.ই.ও
০৪: এনিমেশন ভিডিও বিজ্ঞাপন
০৫: প্রফেসনাল চ্যানেল সেটআপ
০৬: পেইজ ভেরিফাই নীল টিক মার্ক
০৭: প্রফেসনাল পেইজ সেটআপ
০৮: ওয়েস সাইট ডেভেলাপমেন্ট
০৯: প্রিমিয়াম ক্যানভা টুলস্
১০: প্রিমিয়াম Netflix

তাহলে আর দেরী কেন, এখনি আপনার প্রয়োজনীয় সার্ভিসটি অর্ডার করুন।

আমাদের সর্ম্পকে জানতে: www.ptenit.com
যোগাযোগ করুন: WhatsApp +8801602952243







.com

06/05/2024

ডিজিটাল মার্কেটিং জগতে এসে অনেকেই মার্কেটিং এবং বুস্টিং এই দুটি ওয়ার্ড নিয়ে কনফিউশনে পড়ে যান। কেননা কেউ কেউ বুস্টিংকে মার্কেটিং বলে ফেলেন, আবার কেউ কেউ মার্কেটিং-কে বুস্টিং। এই জন্যে যারা এই জগতে নতুন পা রাখছেন, তারা ভেবে বসতে পারেন দুটোই বুঝি একই! কিন্তু আসলে তা না। মার্কেটিং এবং বুস্টিং এর মধ্যকার তফাৎটা বাস্তবে বেশ বড়। আর আপনি যদি এই মার্কেটিং ফিল্ডে নিজের অবস্থান দৃঢ় করতে চান, তাহলে সেই তফাৎটা বুঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আর সেই কাজেই আপনাকে সাহায্য করতে এই আর্টিকেলে আলোচনা করব মার্কেটিং এবং বুস্টিং কেন একই জিনিস না। শুরুটা মার্কেটিং দিয়েই করা যাক।

মার্কেটিং কী?
আমরা সবাইই কমবেশি মার্কেটিং সম্পর্কে বুঝি। ছোট্ট করে বলতে গেলে মার্কেটিং হলো এমন একটি কৌশল যা দিয়ে আমরা কোনো পণ্য, সেবা কিংবা কোনো ব্র্যান্ডকে প্রমোট করি, যাতে কাস্টমারদের সাথে এনগেইজমেন্ট বাড়ে এবং কাস্টমার ঐ পণ্য নিতে আগ্রহী হয়। এই কাজটা করার জন্য মার্কেটিং টিমকে কিন্তু বেশ খাটাখাটনি করতে হয়। মার্কেট রিসার্চ থেকে শুরু করে কন্টেন্ট তৈরি করা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করা, বিজ্ঞাপন তৈরি ইত্যাদি অনেকগুলি কাজ করে যেতে হয় এই প্রসেসে। এই পুরো জিনিসটাকেই আমরা বলি মার্কেটিং করা।

তাহলে বুস্টিং বলতে কী বুঝায়?
বুস্টিং হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অংশ। বুস্টিং মানে বুঝায় কোনো প্লাটফর্ম ব্যবহার করে আপনার কন্টেন্টকে মানুষের কাছে পৌঁছে দেয়া। এই কাজের জন্য ঐ প্লাটফর্মটিকে অর্থ প্রদানও করতে হয়। একে একরকম বিজ্ঞাপন করাই বলতে পারেন। বুস্টিং করে সাধারণত কোনো একটি নির্দিষ্ট পোস্ট বা কন্টেন্টকে নির্দিষ্ট একটি অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়া হয়। আপনি নিশ্চয়ই ফেসবুকের নিউজফিডে এমন কিছু পোস্ট দেখে থাকবেন যেগুলির সাথে sponsored লিখা আসে। তার মানে হলো এই পোস্টের মালিক ফেসবুককে অর্থ প্রদান করে পোস্টটি বুস্ট করেছেন যাতে আপনিসহ আরো অনেকের কাছে এই পোস্টটি পৌঁছায়!

এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে বুস্টিং করেও তো মানুষের কাছে আমরা প্রোডাক্ট বা কন্টেন্ট পৌঁছে দিচ্ছি।

তাহলে মার্কেটিং আর বুস্টিং এক হলো না কীভাবে?
যদিও মার্কেটিং আর বুস্টিং দুটোর মধ্যে একটা কমন উদ্দেশ্য রয়েছে। সেটি হলো অডিয়েন্সের কাছে কন্টেন্ট পৌঁছে দেয়া এবং এনগেইজমেন্ট বাড়ানো। কিন্তু এদের ফান্ডামেন্টাল কাজকর্ম ও উদ্দেশ্যগুলি দেখলে এদের মধ্যে যে বিশাল পার্থক্য আছে তা বুঝতে পারা যায়। চলুন দেখে নিই কীভাবে।

স্ট্র্যাটেজিক পার্থক্য: মার্কেটিং-এ কাজ করা হয় একটি লং-টার্ম প্ল্যান নিয়ে। কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা ও ব্র্যান্ডকে ডেভেলপ করা মার্কেটিং এর মূখ্য উদ্দেশ্য। এতে মার্কেট রিসার্চ করা, কাস্টমারের প্রয়োজন নিয়ে ভাবা, ব্র্যান্ডকে কাস্টমারদের কাছে বিশ্বস্ত মুখ হিসেবে পরিচিত করানো, কাস্টমারদের সাথে দীর্ঘ-মেয়াদী কানেকশন তৈরি করা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করা হয়।

অন্যদিকে বুস্টিং হলো মার্কেটিং এর অন্তর্ভুক্ত একটি কাজ, যেখানে মূল লক্ষ্য থাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য নির্দিষ্ট একটি পোস্টকে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যাতে ইমিডিয়েট কোনো একটা রেজাল্ট পাওয়া যায়। এতে নির্দিষ্ট ঐ পোস্টটা হয়তো অনেক বেশি রিচ পায়, কিন্তু মার্কেটিং এর মত দীর্ঘমেয়াদী ফলাফল আনতে পারেনা।

অডিয়েন্সের সাথে এনগেইজমেন্ট: মার্কেটিং এর প্রধান একটি উদ্দেশ্য হলো কাস্টমারের সাথে Meaningful interaction এবং কানেকশন তৈরি করা, যাতে কাস্টমারের কাছে আপনার প্রতিষ্ঠানটি অনেক বিশ্বস্ত মনে হয় এবং তারা এর উপর ভরসা করতে পারে। এইজন্য মার্কেটাররা গল্প বলার মাধ্যমে কিংবা কাস্টমারদের সাথে সরাসরি কমিউনিকেশন করার মাধ্যমে কাস্টমারদের সাথে একটি বিশ্বস্ত সম্পর্ক গড়ে নেয়। শুধু বুস্টিং দিয়ে কাস্টমারের সাথে এরকম এনগেইজমেন্ট কিংবা ইমোশনাল কানেকশন বিল্ড করা যায় না।

ব্যবসার গ্রোথ নিশ্চিত করা: মার্কেটিং-এ এত এত কাজ করা হয় ব্র্যান্ড আইডেন্টিটি ও রেপুটেশন গড়ে তোলার জন্য। কারণ এর মাধ্যমেই বুঝা যাবে আপনার প্রতিষ্ঠানটি কেন অন্যান্য প্রতিযোগি কোম্পানির চেয়ে ভাল। আর কে না জানে যে দীর্ঘস্থায়ী বিজনেস গ্রোথ এবং লং-টার্মে সাকসেস বজায় রাখতে হলে যেকোনো কোম্পানিরই লয়্যাল কাস্টমার বেইজের প্রয়োজন হয়।

অপরদিকে বুস্টিং করা হয় শুধু ছোটখাটো কিছু মিশন পূরণের কাজে। যেমন - ওয়েবসাইটে ট্রাফিক আনা, লিড জেনারেট করা, কোনো নির্দিষ্ট অফার বা পণ্যের বিক্রি বাড়ানো, শর্ট-টার্ম গোল পূরণ করা ইত্যাদি।

আমি কি মার্কেটিং শিখব নাকি বুস্টিং?
মার্কেটিং এবং বুস্টিং যে দুটি আলাদা জিনিস, এটা বুঝার পর এবার এই প্রশ্নটা মাথায় আসা খুবই স্বাভাবিক। সত্যি বলতে বর্তমানে যেকোনো ব্যবসার জন্য মার্কেটিং এবং বুস্টিং দুটো কাজই অত্যন্ত প্রয়োজনীয়।

মার্কেটিং শিখার মাধ্যমে আপনি consumer behavior, মার্কেট ডায়নামিক্স, ব্র্যান্ড ম্যানেজমেন্ট এসব বিষয় নিয়ে জানতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি স্ট্রাটেজিক চিন্তা করা, ক্রিয়েটিভ প্রবলেম-সলভিং করা, অ্যানালিটিক্যাল স্কিল অর্জন করা ইত্যাদি বিষয়ও আয়ত্ত করে ফেলতে পারবেন। এই সকল নলেজই আপনাকে ইফেক্টিভ মার্কেটিং ক্যাম্পেইন রান করা ও লং-টার্মের জন্য বিজনেস গ্রোথ ধরে রাখার কাজে সাহায্য করবে।

অন্যদিকে বুস্টিং শেখার মাধ্যমে আপনি বিভিন্ন advertising platform ব্যবহার করে কীভাবে reach বাড়াতে হয় এবং স্পেসিফিক কিছু গোল পূরণ করা যেমন - ওয়েবসাইটে ট্রাফিক আনা, সেল বৃদ্ধি করা ইত্যাদি করতে হয় সে বিষয়ে শিখে যাবেন।

শেষ কথা
মার্কেটিং এবং বুস্টিং-কে এক মনে করা অস্বাভাবিক কিছু না। তবে এই আর্টিকেল পড়ে ফেলার পর আশা করি আপনি এবার এই দূটো কাজ সম্পর্কেই একটি ভাল ধারণা পেয়ে গেছেন। আপনি যদি নিজের ডিজিটাল মার্কেটিং স্কিল বাড়িয়ে তুলতে চান কিংবা একে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান, তাহলে এই দুটি স্কিলই আপনার আয়ত্তে থাকা উচিত।

ভিজিট করুনঃ www.ptenit.com
যোগাযোগ করুনঃ WhatsApp +8801796028241

01/08/2023

🥰Robi SME (4.5G) Sim best Offer🥰

✅ রবি নিয়ে এলো বেস্ট অফার রবি কর্পোরেট সিম।
✅ মূল্য ১০০ টাকা মাত্র।
✅ ৫০ পয়সাকলরেট এ কথা বলুন মাসিক প্যাকেজে আজীবন I

✅ সাথে যে কোন একটি প্যাকেজ রির্চাজ করতে হবে।
তাছাড়া এই প্যাকেজ গুলো আজীবন ব্যবহার করতে পারবেন শুধু মাত্র রবি কর্পোরেট সিম -এ।

✅ ৭ জিবি + ২০০ মি. মেয়াদ ৩০ দিন - ২১২ টাকায়।
✅ ১২ জিবি + ৩০০ মি. মেয়াদ ৩০ দিন - ৩৯২ টাকায়।
✅ ২৭ জিবি + ৬০০ মি. মেয়াদ ৩০ দিন - ৫৯২ টাকায়।
✅ ৪২ জিবি + ৯০০ মি. মেয়াদ ৩০ দিন - ৯৯২ টাকায়।

➡️প্রতিষ্ঠানের নামে প্রয়োজনে যা যা লাগবে।
১.ট্রেড লাইসেন্স
২.টিন সার্টিফিকেট
৩.ইলেকট্রিক বিল
৪.২কপি পাসপোর্ট সাইজের ছবি
৫.প্যাড
৬. Email address
7.মোবাইল নাম্বার
৮.NID
৯.সীল
১০. পদবি
১১. সিম 15টি+

➡️ ব্যাক্তিগত নামে প্রয়োজনে যা যা লাগবে।
১.প্রতিষ্ঠানের নাম
২. NID ফটোকপি
৩. সিম 3টি +

✅ মাই রবি এ্যাপ এ পাবেন আর্কষনীয় সেরা অফার।
✅ বিস্তারিত ইনবক্সে বা সরাসরি মিটিং - এ।

#রবি

Corporate, Comilla

Want your business to be the top-listed Computer & Electronics Service in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Cumilla

Other Telecommunication Companies in Cumilla (show all)
Rafidh Telecom Rafidh Telecom
Cumilla, 3500

Enoy Topup Enoy Topup
Comilla, Chouddagram, Kashinagar
Cumilla, 3500

স্বল্প মূল্যে রিচার্জ করুন! দোকান ছাড়া ব্যাবসা করুন!😍

Soha Telecom Soha Telecom
Cumilla

Online Bussins

Suma Telecom Suma Telecom
A-505 Khandaker Haque Tower (3rd Floor) Kandirpar Cumilla
Cumilla, 3500

All Sim Hot Offer BD - Telecom Center All Sim Hot Offer BD - Telecom Center
North Falgunkara, Chouddagram
Cumilla, 3550

SmartFiber Comilla- কুমিল্লা জেলা SmartFiber Comilla- কুমিল্লা জেলা
Korikhandi Bazar
Cumilla, 3517

SmartFiber Technology Co. Ltd. are a professional High-Tech Enterprise specialized in fiber optical communication equipment and wireless products ’R&D, production and distribution...

Nazmul Recharge Telecom Nazmul Recharge Telecom
Cumilla

স্বল্প দামে রবি- এয়ারটেল -বাংলালিং -গ্রামীন- টেলিটক এমবি ও মিনিট বান্ডেল পাওয়া যায়

RCMS Unlock RCMS Unlock
Cumilla, 3570

I cloud bypass available

অালিফ টেলিকম ৷৷৷ Alif Telecom অালিফ টেলিকম ৷৷৷ Alif Telecom
Kandirpar
Cumilla, 3500

সকল প্রকার মোবাইল ব্যাটারি ও নতুন পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় করা হয় ৷

CallXpress CallXpress
Cumilla, 3572

CallingCard Business

Farhan-Fahad Telecom Farhan-Fahad Telecom
Jhawtola
Cumilla, 3500