FbBarta24.com

সত্যের সন্ধানে প্রতিদিন।

16/06/2024
10/06/2024

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিপিপি চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস এর সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

10/06/2024

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'র সাথে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Photos from কুমিল্লা ক্রাইম নিউজ's post 17/07/2023
15/07/2023

তরুণ তরুণীর প্রথম ভোট উন্নয়নের মার্কা নৌকায় হোক সারওয়ার হোসেন বাবু
______________________________

কুমিল্লা ক্রাইম নিউজঃ প্রকাশিত: ১৫,জুলাই

কুমিল্লায় দেবিদ্বার পৌরসভা নির্বাচনে আওয়ামী যুবলীগ-সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম শামীম-কে নৌকা মার্কায়, তরুণ তরুণী যুবকসহ সাধারণ ভাই বোনদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু

সারওয়ার হোসেন বাবু বলেন, আগামী ১৭ জুন
দেবিদ্বার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম শামীম-কে নৌকা মার্কায় ভোট দিন ও উন্নয়ন বুঝে নিন। শনিবার রোববার বিকেলে নেতাকর্মী নিয়ে দেবিদ্বার পৌরসভায়
বাসা বাড়ি অলিগলিতে এবং তরুণ তরুণী ভোটারদের মাঝে লিফলেট বিতরণ সহ গণসংযোগকালে এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, আপনারা কারো কোনো প্রলোভনে কান না দিয়ে নৌকায় ভোট দিবেন। মনে রাখবেন- আপনারা কোনো ব্যক্তিকে নয়, ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া প্রতিক নৌকায়। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা কখানো কোনো অবস্থাতেই নৌকার বিরোধীতা করতে পারেন না। নৌকা হলো উন্নয়ন ও গণতন্ত্রের প্রতিক। নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। সেই প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবারও ভোট দিয়ে
দেবিদ্বার পৌরসভার সাইফুল ইসলাম শামীমকে উন্নয়ন কাজ করার সুযোগ করে দিন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু

11/07/2023

সাধারণ ভোটারের কাছে নৌকা মার্কায় ভোট
চাইলেন সারওয়ার হোসেন বাবু।
__________________________

কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু
কুমিল্লা"র দেবিদ্বার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম শামীম এর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন
সোমবার তিনি দেবিদ্বার পৌরসভায় বিভিন্ন এলাকায়
নেতাকর্মীদের নিয়ে সাধারণ ভোটার ও যুব সমাজের কাছে নৌকার লিফলেট বিতরণ করেন

সারওয়ার হোসেন বাবু ভোটারদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বয়স্কভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে। সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলছে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন। উন্নয়নের মার্কা একটাই আর সেটা হলো নৌকা। তাই দেবিদ্বার পৌরসভার উন্নয়ন চাইলে নৌকা মার্কার বিকল্প নেই।তাই দেবিদ্বার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম শামীম-কে ১৭ জুলাই সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু

05/07/2023

আট বছর পর সৃজিতের ডেরায় জয়া কি হবে মিথিলা"র
_____________________________________
আট বছর আগে ২০১৫ ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় প্রথম অভিনয় করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নাম ‘রাজকাহিনী’। এরপর ২০১৮ সালে আবারও সৃজিতের ক্যামেরার সামনে দাঁড়ান অভিনেত্রী। সে সিনেমার নাম ছিল ‘এক যে ছিল রাজা’।
২০১৯ সালে সৃজিতের ‘শাজাহান রিজেন্সি’-তেও কাজ করার কথা ছিল জয়ার। তবে সেই সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণে অভিনেত্রী প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন বলে খবর শোনা গিয়েছিল।

কিন্তু টলিউড ও ঢালিউডের অন্দরে কান পাতলে এখনো শোনা যায়, শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, ওই সময় সৃজিতের সঙ্গে প্রেম সংক্লান্ত গুঞ্জন চরমে উঠার কারণেই ‘শাজাহান রিজেন্সি’ ছেড়েছিলেন জয়া। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, স্বচ্ছ ক্যারিয়ারে কোনো দাগ লাগাতে চাননি জয়া।
তবে, সৃজিতের সিনেমা ছাড়ার পরেও থামেনি তার সঙ্গে বাংলাদেশি অভিনেত্রীর প্রেমচর্চা। টানা কয়েক মাস ধরে সৃজিত-জয়ার প্রেম গুঞ্জনই ছিল দুই বাংলার ‘হট টপিকস’। পরে মিথিলার সঙ্গে সৃজিতের বিয়ের পর এমনিতেই হাওয়ায় মিলিয়ে যায় সব গুঞ্জন।
নতুন খবর হলো, সব গুঞ্জন উপেক্ষা করে দীর্ঘ পাঁচ বছর পর ফের সৃজিতের ডেরায় ফিরছেন জয়া। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই খবর ভেসে বেড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে, আসছে দুর্গাপূজা উপলক্ষ্যে সৃজিতের ‘দশম অবতার’ নামে একটি সিনেমায় দেখা যাবে জয়াকে।
প্রতিবেদনগুলোতে এও বলা হচ্ছে, এই সিনেমাতে অভিনয় করার কথা ছিল ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা তথা পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা, তাই তিনি এতে কাজ করতে পারবেন না।
শোনা যাচ্ছে, শুভশ্রীর জায়গায় পরিচালক সৃজিত নাকি এই প্রস্তাব দিয়েছিলেন রুক্মিণী মৈত্রকে। তবে রুক্মিণী নাকি জিৎ-এর প্রযোজনা সংস্থার একটি ছবি করছেন, সে কারণে সময় বের করতে পারছেন না।
অগত্যা সৃজিত যোগাযোগ করেন তার একসময়ের নির্ভরযোগ্য সহযোদ্ধা জয়া আহসানের সঙ্গে। প্রাথমিক ভাবে জয়া নাকি সৃজিতের নতুন সিনেমাটি করতে সম্মতি জানিয়েছেন। চিত্রনাট্য পড়ার পরই নাকি অভিনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আপাতত সেই অপেক্ষায় সৃজিত

05/07/2023

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দেশটির আদালতে মামলা করেছেন প্রবাসী এক আওয়ামী লীগ নেতা। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও তার দপ্তরকেও বিবাদী করা হয়েছে।

05/07/2023

ব্রেকিং নিউজ
এসএসসির ফল প্রকাশের সময় জানা গেল..
__________________________
এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই বিষয়টি সামনে রেখে চলতি জুলাই মাসের মধ্যে এ বছরের মাধ্যমিকের এই পরীক্ষার ফল প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি।

আন্তশিক্ষা বোর্ড বলছে, এই পরীক্ষার ফলাফল চলতি মাসের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে। ইতিমধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এসংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ২৫, ২৬ ও ২৭ জুলাই— এই তিন তারিখের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতির ওপর।

05/07/2023

তিতাসে সারওয়ার হোসেন বাবুর পথ-শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
______________________________
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর শুভ জন্মদিন উপলক্ষে দ্বিতীয় দিন ০৩ জুলাই ২০২৩খ্রিঃ ১০০ জন পথ-শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।

05/07/2023

হাওরাঞ্চলের একটি শ্মশানঘাট থেকে দুয়েক দিনের নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা
___________________________________________
প্রকাশিত : ৫ জুলাই,
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরাঞ্চলের একটি শ্মশানঘাট থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। তার বয়স দুয়েক দিন বলে ধারণা করা হচ্ছে করেছেন স্থানীয়রা। তার বয়স দুয়েক দিন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর গ্রামের চৌরাপাড়া শ্মশানঘাট থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, নবজাতকটি এলাকার কারও হবে। কেউ হয়তো নির্জন জায়গায় তাকে রেখে গেছে। তবে সময়মতো খুঁজে পাওয়ায় নবজাতকটি বেঁচে গেছে। না হলে কোনো বন্য প্রাণীর হাতে শিশুটি আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে মোহনগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার জানান, মান্দারুয়া গ্রামের সরাজ মিয়ার স্ত্রী জয়বানু ও ছেলে তপন মিয়া ওই শ্মশানঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকটি তাদের চোখে পড়ে। উঁচু শ্মশানের চারদিক পানিবেষ্টিত। আশপাশে কোনো লোকজন না থাকায় তারা নবজাতকটি বাড়িতে নিয়ে যান। পরে এলাকার লোকজন নবজাতকটির ছবি ফেসবুকে পোস্ট করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
মাসুল তালুকদার জানান, নবজাতক শিশুটি মেয়ে। সম্পূর্ণ সুস্থ আছে বলে জেনেছি। তবে এখন পর্যন্ত নবজাতকটির মা-বাবার কোনো সন্ধান মেলেনি। সরাজ মিয়ার পরিবার নবজাতকটিকে নিজেদের কাছে রেখে সেবা করছে। তাকে কৌটার দুধ খাওয়াচ্ছে। কেউ দাবিদার না পেলে সরাজ মিয়ার পরিবার নবজাতকটিকে লালন-পালনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে নিয়মানুযায়ী নবজাতকের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেয়া হবে।

03/07/2023

দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকেও এমিলিয়েনো মার্টিনেজের দেখা পেলেন না জামাল ভূইয়া

উপস্থিত অনেকেই এই ঘটনাকে 'লজ্জাজনক' হিসেবে অভিহিত করেন...

ঢাকায় এসেছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন মার্টিনেজ।

03/07/2023

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার (৩ জুলাই ২০২৩) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’ এর বিজয়ী দল আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সৌজন্য সাক্ষাৎ করেন।

02/04/2023

জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে ১৫০জন এতিম বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ

31/03/2023

তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের আওতাধীন বাঘাইরামপুর গ্রামের আসাদ মিয়ার পরিবারের উপর হামলা এবং তাদের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গিয়েছে।

28/03/2023

সরকারি হাসপাতালের ‘প্রাইভেট চেম্বারে’ কোন ডাক্তারের ফি কত?
_____________________________________________

আগামী ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ শুরু হবে। অর্থাৎ সেদিন থেকে অফিস সময়ের পর সরকারি হাসপাতালেই ‘প্রাইভেট চেম্বার’ করার বা ব্যক্তিগত রোগী দেখার সুযোগ পাবেন চিকিৎসকরা।
‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’-এ অধ্যাপকের ফি (ভিজিট) হবে ৫০০ টাকা। এই টাকার মধ্যে সংশ্লিষ্ট অধ্যাপক পাবেন ৪০০ টাকা। চিকিৎসা সেবায় সহযোগিতাকারী ৫০ টাকা এবং সার্ভিস চার্জ হবে ৫০ টাকা।


সহযোগী অধ্যাপক বা সিনিয়র কলসালটেন্টের ফি হবে ৪০০ টাকা। এর মধ্যে সংশ্লিষ্ট সহযোগী অধ্যাপক বা সিনিয়র কলসালটেন্ট পাবেন ৩০০ টাকা, চিকিৎসা সেবায় সহযোগিতাকারী পাবেন ৫০ টাকা আর সার্ভিস চার্জ কাটা হবে ৫০ টাকা।
আরও পড়ুন >>সহকারী অধ্যাপক বা জুনিয়র কনসালটেন্ট অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারীর ফি হবে ৩০০ টাকা। এরমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসক পাবেন ২০০ টাকা, চিকিৎসা সেবায় সহযোগিতাকারী পাবেন ৫০ টাকা আর সার্ভিস চার্জ কাটা হবে ৫০ টাকা।
এছাড়া এমবিবিএস বা বিডিএস ও সমমানের চিকিৎসকদের ফি হবে ২০০ টাকা। এরমধ্যে সংশ্লিষ্ট ডাক্তার পাবেন ১৫০ টাকা। এ ক্ষেত্রে চিকিৎসা সেবায় সহযোগিতাকারীর জন্য ২৫ টাকা এবং সার্ভিস চার্জ ২৫ টাকা ধার্য করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালযয়ের সভাকক্ষে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’ সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রথমে আমরা ১০টি জেলা ও ২০টি উপজেলায় এ প্রকল্প শুরু করতে যাচ্ছি। এ কার্যক্রমে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে সেটি দূর করে পর্যায়ক্রমে আমরা ৫০০টি উপজেলায় এ কার্যক্রম শুরু করতে যাব। ৬৪টি জেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার কিংবা কনসালটেশনে যে টাকা নেন, হাসপাতালে বসে ‘চেম্বার’ প্র্যাকটিসে তার চেয়ে অনেক কম টাকা নেবেন।
সরকারি চিকিৎসকদের এ প্র্যাকটিসের কারণে রোগীরা আরও ভালো সেবা পাবেন বলেও আশা করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক দেশেই সরকারি চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করেন না। আমরা সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমোদন দিই। এখন তারা যাতে সেই প্র্যাকটিসটা সরকারি প্রতিষ্ঠানে করেন কমমূল্যে, আমরা সেই চেষ্টা করছি। এতে মানুষ ভালো চিকিৎসা সেবা পাবেন। এটিতে সফল হতে পারলে আমরা আরও এগিয়ে যেতে পারব। আমরা আরও ভালো করার চেষ্টা করব।
ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের কারণে সকালের সেবায় কোনো প্রভাব পড়বে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এ রকম কিছু আমরা দেখছি না। বিকেলের সেবার কারণে সকালের সেবায় কোনো প্রভাব পড়বে না।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস শুরু হলে মানুষ আরও ভালো সেবা পাবে। যে সেবাটা তারা দিনের বেলায় পেতেন, সেটি তারা সন্ধ্যা পর্যন্ত পাবেন। জরুরি সেবাও তারা হাসপাতাল থেকে পাবেন। সার্বিক স্বাস্থ্যসেবার একটি উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে আন্তরিক। এ সেবা তাড়াতাড়ি চালু করতে তিনি তাগিদ দিয়ে এসেছেন।
এ চিকিৎসা সেবায় ছোট অস্ত্রোপচার ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক্সরে, আল্ট্রাসনোগ্রাফিসহ অন্য যে সেবাগুলো থাকে, সেগুলোও থাকবে। আর এসব সেবারও মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার একটি অংশ পাবেন চিকিৎসক ও সহযোগিতাকারীরা, আরেকটি অংশ পাবে হাসপাতাল

28/03/2023

নিজ অর্থায়নে মসজিদে এসি দিলেন কুমিল্লা তিতাসের কড়িকান্দি সদর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ

Want your business to be the top-listed Media Company in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

রাজশাহী কাটাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষ, চালক সহ দুই জন আহত।
বাচ্চাদের যত্ননেন বাচ্চা যা বলে শুনবার চেষ্টা করুন।
বরগুনা পাথঘাটায় দুই গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক
বাবা মার সাথে খারাপ ব্যবহার

Telephone

Website

Address

Titas
Cumilla
3517

Other Cumilla media companies (show all)
Adnan Sarki Adnan Sarki
Cumilla

I go by my way..

BrotherHood Gaming BrotherHood Gaming
Cumilla, 3500

The relations between vai brothers.....���

DEATH 乂 SQUAD DEATH 乂 SQUAD
Shahrasti Chandpur
Cumilla, 3620

It’s karfa It’s karfa
Chompok Nogur Shatora
Cumilla

KarFa

RF Tube LTD RF Tube LTD
Cumilla

Hope You Guys Will Like Our Videos.�For Any Question Comment And If You Like Our Videos Please Giv

Mr robel yt Mr robel yt
Bangladas
Cumilla

Islami Barta - ইসলামি বার্তা Islami Barta - ইসলামি বার্তা
Cumilla, 3500

.. ɪ ʙᴇʟɪᴇᴠᴇ ɪɴ যে দিন সফল হবেন । সেদিন অনুভব করবেন কত সুন্দর ছিল আল্লাহ পরিকল্পনা

said.ahmed.Rakib204265 said.ahmed.Rakib204265
Cumilla, 1122

ইসলামিক ভিডিও পেতে আমাদের পেইজ টাকে ফলো করুন

Nabil Shams Mazumder Nabil Shams Mazumder
Cumilla

Cumilla’s Nabil Shams Mazumder Popularly known as Nabil the motovlogger and car vlogger from Cumilla

AnimezOp AnimezOp
Cumilla

Naem khan Naem khan
Burichong
Cumilla

Cumilla

Voicer Yeasin Voicer Yeasin
Bodurpor Bazar
Cumilla, 3510

আপনার স্টোরিটা শেয়ার করতে পারনে💁‍♂️📩 নিজের গল্প গুলো ইনবক্স করতে পারেন 💁‍♂️📩