Nupur's Dream work
কেক ছাড়া পার্টি কেবল একটি সভার মতোই!
যেকোনো পার্টির জন্য উন্নতমানের কেক অর্ডার করতে নক করুন!
টক, ঝাল, মিষ্টি😋
আমাদের ঘরে ৭ জন মানুষের ১০০ রকমের ডিসিশন তাহলে ১৬ কোটি মানুষের একটাই ডিসিশন হয় ক্যাম্নে ?🥲
Sour fruits 😋
তেতুলের আচার😋
লোভনীয়😋
Waiting for your আঁকাবাকা
Happy New Year Message 🤧
একলোক লোকজনকে ইতালি নিবে বলে ৪০ জন থেকে পাসপোর্ট নিয়েছে। আর প্রত্যেকটা পাসপোর্টের সাথে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা এডভান্স নিয়েছে।
এডভান্সের ২০ লাখ টাকা দিয়ে সে নিজেই ইতালি চলে গেছে। আর ইতালি গিয়ে ৬ মাস পরে সবার এডভান্সের টাকা আর পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে।
তারপর সবাই বলল লোকটা ভালো আছে। বাটপারি করলেও টাকা মারে নাই !🙃
©️
আমি আবার বেশি খাইতে পারিনা। এইতো সন্ধায় এক থালা ভাত, তারপর চা। আবার রাত ১০ টায় এক থালা ভাত। আবার রাত দুইটায় এক থালা ভাত। এক থালা ভাত ছাড়া বেশি কিছু খাইনা।
বাজারে গেলে ফেরার সময়
রাস্তায় যাকেই দেখি
তাকেই আব্বুর মত দেখতে লাগে😒
মাহিয়া মাহি যেভাবে বাটি মেপে মেপে ভাত দিচ্ছে, আমরা আমাদের আশেপাশের কিছু মানুষের সাথে ঠিক এইভাবেই মেপে মেপে কথা বলতে হয়😑
ছবিতে লাইক দিলে একটা মুরগীর পা খেতে দিবো😕
মাংস খায় ভালো বাচ্চারা😏
১২০০ টাকার ভাইরাল কেক🫢😍
"খাবার রেডি, সবাই খেতে এসো"
এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।
আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায়, যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন।
খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
একজন পানি ভরবে জগে, অন্যজন প্লেট আনবে, আরেকজন টেবিলে ভাত, তরকারী নিয়ে যাবে। সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে।
সদস্যসংখ্যা বেশি হলে একেকদিন একেকজনের পালা তৈরি করে দিন।
আপনার সন্তানদের এটা শেখাবেন না, যে, খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া।
শুধু তাই নয়, খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান।
পোস্ট: Cd
যখন দেখবেন কেউ ১০ কোটি টাকার গাড়ি থেকে নেমে আপনাকে জড়িয়ে ধরছে..
তখনই বুঝবেন নির্বাচন চলে এসেছে😀😀
পিক : Cd
আমার কোনো দোষ নেই, এটা কাস্টমারের অর্ডার ছিলো 😀 মামুন - লায়লাকে চিনতে পারলে হা হা দিয়ে যান😑
Highlight
বাহ! পড়া শেষ হলেই সফল ব্যবসায়ী🫠
এরকম স্টাইলে ছবি তুলে দিলে কেকে ৩০% ডিসকাউন্ট দেয়া হবে🫠
দেরি না করে পোজ দেয়া শুরু করুন 😒
Note: DM for credit or remove👈
জামাই কথা শোনেনা..?
মাথা নষ্ট, দে কোপ!!🥴
চা পাতা পুড়ে বানানো সেই ভাইরাল চা আমিও বানাইছি
First time pizza
Made by Me
সন্ধ্যার নাস্তা
ছোট বোনের দেয়া বিটার কেমন হলো জানাবেন সবাই
চকলেট ২ পাউন্ড কেক
সুন্দর
গত পরশুর ডেলিভারি দেয়া চকলেট কেক
আলহামদুলিল্লাহ, আরও একটা কেক ডেলিভারি দিলাম।
কারো প্রয়োজন হলে নক দিবেন প্লিজ.
হোম মেড নানখাটাই বিস্কুট।কেউ নিতে চাইলে বলবেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Cumilla
3570
Opening Hours
Monday | 09:00 - 20:00 |
Tuesday | 09:00 - 20:00 |
Wednesday | 09:00 - 20:00 |
Thursday | 09:00 - 20:00 |
Friday | 09:00 - 20:00 |
Saturday | 09:00 - 20:00 |
Sunday | 09:00 - 20:00 |
Shop No: F-04, Level-02, Planet SR (Opposite Of Cumilla Zila School), Kandirpur
Cumilla, 3500
Our journey has started just as a little page in 2011, in that time Facebook online shopping
Cumilla, Muradnagor
Cumilla, 3500
মানসম্মত কাপড় নিয়ে এলেম আপনাদের মাঝে। নিজের হাতে তৈরী কাপড় অনেক রকমের ডিজাইন পাবেন।
Ranir Dighi, Cumilla Sadar, Cumilla
Cumilla, 3500
Welcome to Anny's cottage. The best clothes and beauty products you will find here. Thank you.
Cumilla
We are a Fashion House In Camilla .We Proudest best quality treepies and other women's wear.
Chowddogram
Cumilla, 3583
Over the last 10 years the requirements of hang tags has become more significant and relevant to our business. We now offer a huge range of ticketing that covers generic logo ti...