Finder GPS Tracker Cumilla
Call:+8801701694523
Finder GPS Tracking is not only a Tracking Service, this about giving you a Peace of Mind for your keeping and protecting Important Assets through our optimised systems and processes!
ওভারস্পিডে গাড়ি চালানোর ফলে ঘটে যেতে পারে বড় কোন দূর্ঘটনা। শুধু তা না; গাড়ির ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।
এ সমস্যা থেকে মুক্তি চান?
গাড়ি কোথায় আছে, কত স্পিডে চলছে তা সহ যে কোন মুহূর্তের আপডেট ই পেয়ে যাবেন মোবাইলে। ড্রাইভার চোখ ফাঁকি দিয়ে ওভারস্পিডে গাড়ি চালানো মাত্রই ওভার স্পিড এলার্ম তা জানিয়ে দিবে।
নিজের ও পরিবারের নিরাপত্তায় তাই বেছে নিন ফাইন্ডার জিপিএস ট্র্যাকার। 🙂
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে
এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
📞 ফোন করুনঃ 01701694523 এই নাম্বারে। অথবা আপনার নাম্বার দিন যেন আমরাই আপনাকে ফোন দিতে পারি।
গাড়ি কত দূরে আছে, কোন পথ দিয়ে যাচ্ছে, সারাদিন কোথায় কোথায় গিয়েছে, কতো গতিতে চলছে,
কখন ইঞ্জিন অন বা অফ হলো, সমস্ত রিপোর্ট পাওয়া যাবে
ফাইন্ডার জিপিএস ট্র্যাকারের মাধ্যমে। এমনকি নির্ধারিত এরিয়া থেকে গাড়ি
বের হলে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছুলেও সাথে সাথে জানা যাবে মোবাইলে।
আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে
এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
📞 ফোন করুনঃ 01701694523 এই নাম্বারে।
অথবা আপনার নাম্বার দিন যেন আমরা যোগাযোগ করতে পারি।
#নিরাপদসড়কদিবস২০২২
#"গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি।"
📢 গতিসীমা মেনে গাড়ি চালানো রুখতে পারে সড়ক দূর্ঘটনা; বাঁচাতে পারে আপনার প্রিয়জনের জীবন।
কিন্তু কোন কারনে ড্রাইভার চোখ ফাঁকি দিয়ে ওভারস্পিডে গাড়ি চালালে? 🤔
✅ সমাধান একটাই- ফাইন্ডার জিপিএস ট্র্যাকার।
আপনার অবর্তমানে আপনার প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে গাড়িতে ইন্সটল করুন ফাইন্ডার জিপিএস ট্র্যাকার। ড্রাইভার চোখ ফাঁকি দিয়ে ওভারস্পিডে গাড়ি চালানো মাত্রই ওভার স্পিড এলার্ম তা জানিয়ে দিবে।
সড়ক দূর্ঘটনা রোধ করতে ফাইন্ডার জিপিএস ট্র্যাকার বেছে নিন।
বিস্তারিত জানতে কল করুন: 01701694523 এই নাম্বারে। অথবা আপনার নাম্বার দিন যেন আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি।
#নিরাপদসড়কদিবস২০২২
#ফাইন্ডারজিপিএসট্র্যাকার
বাইকে ফাইন্ডার জিপিএস ট্র্যাকার ইন্সটল করে বাইকের প্রতি মুহুর্তের আপডেট পেয়ে যান।
#মোবাইলে লাইভ ট্র্যাকিং এর সাহায্যে গাড়ির গতিবিধি জানা
#লোকেশন ট্র্যাকিং
#ওভারস্পিড এলার্ট
#ইঞ্জিন কেউ অন করলেই ইগনিশন এলার্ট
এবং দূর থেকে গাড়ির ইঞ্জিন অফ করার মাধ্যমে গাড়ি যত দূরেই থাকুক, কন্ট্রোলে রাখা সম্ভব।
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে
এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
আমাদের ফোন করুন যে কোন সময়ঃ 01701694523 এই নাম্বারে।
অথবা আপনার ফোন নাম্বার দিন যাতে আমরা যোগাযোগ করতে পারি।
বিপদে যে পাশে থাকে, সে ই ত প্রকৃত বন্ধু। গাড়ির বিপদে পাশে থাকে গাড়ির বন্ধু ফাইন্ডার।
এই ব্যস্ত সময়ে আপনার গাড়ির বিপদে পাশে থাকবে ফাইন্ডার জিপিএস ট্র্যাকার। ফাইন্ডার জিপিএস ট্র্যাকার ইন্সটল করার মাধ্যমে গাড়িকে সবসময়ই হাতের মুঠোয় রাখা যায়।
★লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে গাড়ির রিয়েল টাইম লোকেশান দেখা
★ইঞ্জিন অন হলেই ইগনিশন এলার্ট
★ পার্কিং জিওফেন্স ও ২৪/৭ কাস্টমার কেয়ার সাপোর্টের মাধ্যমে গাড়ি প্রতি মুহূর্তে আপনার নাকের ডগায় থাকবে।
****কিন্তু, এরপরেও মুহুর্তের অসচেতনতায় গাড়ির আপডেট নিতে ভুলে যান অনেকেই।
সেক্ষেত্রে আপনার গাড়ি হারিয়ে গেলেও ফাইন্ডার জিপিএস ট্র্যাকার টিম ২৪/৭ ই থাকে গ্রাহকের পাশে থাকে।
যে কোন গাড়ি হারানোর রিপোর্ট পাওয়া মাত্রই ফাইন্ডার টিম তা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়।
আইন-শৃঙ্খলা কর্মীকে ও ফাইন্ডার টিম সব ধরনের সহায়তা করে। গাড়ি হারিয়ে যাওয়া ঠেকাতে তাই ফাইন্ডার জিপিএস ট্র্যাকার ই একমাত্র ভরসা।
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে
এক্ষুনি ফোন করুনঃ 01701694523 এই নাম্বারে।
অথবা আপনার নাম্বারটি ইনবক্স করুন যেন আমরাই আপনাকে ফোন দিতে পারি।
বাইকে ফাইন্ডার জিপিএস ট্র্যাকার থাকলে বাইক নিয়ে আর কোন টেনশন নেই!
# মোবাইলে লাইভ ট্র্যাকিং এর সাহায্যে গাড়ির গতিবিধি জানা,
# লোকেশন ট্র্যাকিং,
# ওভারস্পিড অ্যালার্ট,
# ইঞ্জিন কেউ অন করলেই ইগনিশন এলার্ট
এবং দূর থেকে গাড়ির ইঞ্জিন অফ করার মাধ্যমে গাড়ি যত দূরেই থাকুক, কন্ট্রোলে রাখা সম্ভব। গাড়ি চুরি যাওয়া তাই অসম্ভব!
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে
এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
আমাদের ফোন করুন যে কোন সময়ঃ 01701694523 এই নাম্বারে।
অথবা আপনার ফোন নাম্বার দিন যাতে আমরা যোগাযোগ করতে পারি।
গাড়ির যাবতীয় তথ্য জানতে আলাদীনের জ্বীন লাগে না । ফাইন্ডার একাই যথেষ্ট ।
ফাইন্ডার ব্যবহার করলে আপনি আপনার মোবাইল বা
কম্পিউটার থেকেই দেখতে পারবেনঃ
- গাড়ি বর্তমানে ঠিক কোথায় আছে
- কত স্পিডে চলছে
- সারাদিনে কোথায় কোথায় গিয়েছে
- কত কিলোমিটার পথ অতক্রম করেছে
- নিজেই বন্ধ করে দিতে পারবেন গাড়ির ইঞ্জিন
- পাবেন এক বছরের ডাটা ব্যাকআপ
- ২৪/৭ কাস্টমার কেয়ার সার্ভিস
- ১ বছরের ডিভাইস রিপ্লেসমেন্ট আর ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি
- ইনস্ট্যান্ট গুগল ট্র্যাফিক
এছাড়াও থাকছে প্রয়োজনীয় সব রিপোর্টঃ
- পুরো মাসের মাইলেজ রিপোর্ট
(শুরু ও শেষের সময়, লোকেশন সহ অতিক্রান্ত দূরত্ব)
- পুরো মাসের ওভার স্পিড রিপোর্ট
- লোকেশন রিপোর্ট
- সামারি রিপোর্ট
- ডাটা রিপোর্ট
এছাড়াও পাচ্ছেন
- ওভার স্পিড ভায়োলেশন এলার্ট
- জিও ফেন্স ইন/আউট এলার্ট
- পাওয়ার কাট এলার্ট সহ আরো অনেক ফিচারসহ বিস্তারিত তথ্যের জন্য
এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
অথবা ফোন করুন: 01701 694 523
কুমিল্লা অফিসঃ মেসার্স এফ.আর. মোটরস, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন, পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা।
কর্পোরেট অফিসঃ ২৬-২৭, রিং রোড, আদাবর, ঢাকা।
অথবা আপনার ফোন
নাম্বার দিন যেন আমরা যোগাযোগ করতে পারি।
গাড়ি কোন পথ দিয়ে যাচ্ছে, সারাদিন কোথায় কোথায় গিয়েছে, কতো গতিতে চলছে,
কখন ইঞ্জিন অন বা অফ হলো, সমস্ত রিপোর্ট পাওয়া যাবে
ফাইন্ডার জিপিএস ট্র্যাকারের মাধ্যমে। 🧐
এমনকি নির্ধারিত এরিয়া থেকে গাড়ি
বের হলে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছুলেও সাথে সাথে জানা যাবে মোবাইলে।
আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে
এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
📞 অথবা ফোন করুনঃ 01701694523 এই নাম্বারে।
জ্বালানি তেলের উর্দ্ধগতির এই সময়ে জেনে নিন জ্বালানি খরচ কমিয়ে গাড়ি কিংবা বাইক চালানোর টেকনিকঃ
১. যথাযথ টায়ার প্রেশার বজায় রাখাঃ গাড়ির টায়ার প্রেশার যথাযথ না থাকলে টায়ার প্রচুর তেল খরচ করে। টায়ার প্রেশার কম হলে বাইক বা গাড়ি চলতে ইঞ্জিনের ওপরে প্রেশার পড়ে। যার ফলে জ্বালানি বেশি খরচ হয়।
২. এয়ার ফিল্টার পরিষ্কার রাখাঃ এয়ার ফিল্টার পরিষ্কার রাখলে জ্বালানি খরচ কমানো সম্ভব। অপরিষ্কার এয়ার ফিল্টারের কারণে ইঞ্জিনে বাতাস চলাচলে বাধা পায়।
৩. গাড়িতে ভারী পণ্য বহন করা যাবে নাঃ গাড়িতে যতটুকু সম্ভব কম ভারী জিনিস বহন করলে জ্বালানি খরচ কমানো যাবে।
৪. সঠিক জ্বালানি ব্যবহার করুনঃ গাড়ির জন্য সঠিক জ্বালানি ব্যবহার করেন।
৫. হুটহাট ব্রেক কিংবা স্পিড আপ করবেন নাঃ হঠাৎ জ্যাম ছাড়লে স্পিড বাড়ানো আবার জ্যাম লাগলে ব্রেক করা- এই অভ্যাস থেকে বিরত থাকতে হবে। তাহলে জ্বালানি খরচ কমানো যাবে।
৬. ভেইকল ট্র্যাকার ব্যবহার করে তেল চুরি রোধ করুনঃ ভেইকেল ট্র্যাকার এর সাহায্যে গাড়ির যাবতীয় তথ্য পেয়ে যাবেন রিপোর্ট আকারে। গাড়ি কোন রুটে গেলে তেল কম খরচ হয় তা বোঝা এতে সহজ হয়ে যায়। গাড়ির প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার ফলে তেল চুরির ভয় আর থাকে না। তেলের হিসেব রাখা সহজ হবে এভাবে।
গাড়িতে ফাইন্ডার জিপিএস ট্র্যাকার লাগিয়ে গাড়ির প্রতি মুহূর্তের আপডেট পান, তেল চুরি ঠেকান।
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে
এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
আমাদের ফোন করুন যে কোন সময়ঃ 01701694523 এই নাম্বারে।
আপনার বন্ধু ও প্রিয়জনের মাঝে পোস্ট টি ছড়িয়ে দিন।
জানতে ট্যাপ করুন 👉
এবং......
* বিস্তারিত জানতে ১ম কমেন্টে চোখ রাখুন...
বাংলার আপামর মানুষের অধিকার আদায়ে মৃত্যুর মুখোমুখি হয়েও বঙ্গবন্ধু কোন আপস করেননি।মৃত্যুর মুখে থেকেও আদর্শে অবিচল থেকেছেন।
মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে আমরা জানাই গভীর শ্রদ্ধা।
#১৫ইআগস্ট #জাতীয়শোকদিবস
কপি রেফারেন্সঃ
১। একাত্তরে বন্দী মুজিব : পাকিস্তানের মৃত্যুযন্ত্রণা by অধ্যাপক আবু সাইয়িদ
২। https://cutt.ly/HXi4xq2
গাড়িতে ফাইন্ডার জিপিএস ট্র্যাকার থাকলে মোবাইলে লাইভ ট্র্যাকিং এর সাহায্যে গাড়ির গতিবিধি জানা,
লোকেশন ট্র্যাকিং, ওভারস্পিড এলার্ট, ইঞ্জিন কেউ অন করলেই ইগনিশন এলার্ট
এবং দূর থেকে গাড়ির ইঞ্জিন অফ করার মাধ্যমে গাড়ি যত দূরেই থাকুক, কন্ট্রোলে রাখা সম্ভব।
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন যে কোন সময়ঃ 01701694523 এই নাম্বারে।
অথবা আপনার ফোন নাম্বার দিন যেন আমরা যোগাযোগ করতে পারি।
রাস্তার পাশে গাড়ি রেখে গেলেন ঔষধ কিনতে, এসে দেখেন গাড়ি হাওয়া!
'বাঁচতে শেখা' ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমানের অফিসিয়াল বাইকটি এভাবেই গায়েব হয়ে যায়। গাড়িতে ইনস্টল করা ছিল ফাইন্ডার জিপিএস ট্র্যাকার। সাত-পাঁচ না ভেবেই কল দেন ফাইন্ডারের কাস্টমার কেয়ারে। কিন্তু গাড়ি চোর তো ততক্ষণে গাড়ি নিয়ে পগাড় পার!🥺
তারপর কি হলো? মাহবুবুর রহমান কি তাঁর গাড়িটি ফিরে পেয়েছিলেন? পেলে কিভাবে? মাহবুবুর রহমানের গাড়ি উদ্ধারের গল্প শুনতে নিচের ব্লগটি পড়া শুরু করুন এক্ষুনি:
https://finder-lbs.com/blog/get-stolen-car-back/
চুরি যাওয়া গাড়ি ফিরে পাওয়ার উপায়! - Finder GPS Tracking System কথায় আছে, “চোর পালালে বুদ্ধি বাড়ে”; কথাটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন জামাল সাহেব। লোন নিয়ে কেনা গাড়ি হারিয়ে চোখে যেন তি.....
গাড়িতে ফাইন্ডার জিপিএস ট্র্যাকার ইন্সটল করে নিশ্চিন্তে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান। কারন, আপনার গাড়ির চিন্তায় সর্বদা জেগে আছে ফাইন্ডার।
গাড়িতে ফাইন্ডার জিপিএস ট্র্যাকার থাকলে মোবাইলে লাইভ ট্র্যাকিং এর সাহায্যে গাড়ির গতিবিধি জানা,
লোকেশন ট্র্যাকিং, ওভারস্পিড এলার্ম, ইঞ্জিন কেউ অন করলেই ইগনিশন এলার্ট
এবং দূর থেকে গাড়ির ইঞ্জিন অফ করার মাধ্যমে গাড়ি যত দূরেই থাকুক, কন্ট্রোলে রাখা সম্ভব।
***ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে
এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
*****আমাদের ফোন করুন যে কোন সময়ঃ 01701694523 এই নাম্বারে।
আপনার বন্ধু ও প্রিয়জনের মাঝে পোস্ট টি ছড়িয়ে দিতে শেয়ার অপশনে ক্লিক করুন।
গাড়ির প্রতি মুহূর্তের খবর জানতে ফাইন্ডার ই একমাত্র সল্যুশন।
ইঞ্জিন অন/অফ, লাইভ ট্র্যাকিং, স্পিড মনিটরিং, ইগনিশন এলার্ট,
জিওফেন্স লাইভ ট্র্যাকিং ও ২৪/৭ কাস্টমার কেয়ার সার্ভিসের সাহায্যে
গাড়ির প্রতি মুহূর্তের খবর জানুন।
আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে
এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
আমাদের ফোন করুনঃ 01701694523 এই নাম্বারে।
অথবা আপনার ফোন নাম্বার দিন যাতে আমরা যোগাযোগ করতে পারি।
এই ব্যস্ত সময়ে আপনার গাড়ির যে কোন বিপদে পাশে থাকবে গাড়ির বন্ধু ফাইন্ডার ।
ফাইন্ডার জিপিএস ট্র্যাকার ইন্সটল করার মাধ্যমে গাড়িকে সবসময়ই হাতের মুঠোয় রাখা যায়।
লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে গাড়ির রিয়েল টাইম লোকেশান দেখা, ইঞ্জিন অন হলেই ইগনিশন এলার্ট,
পার্কিং জিওফেন্স ও ২৪/৭ কাস্টমার কেয়ার সাপোর্টের মাধ্যমে গাড়ি প্রতি মুহূর্তে আপনার নাকের ডগায় থাকবে।
কিন্তু, এরপরেও মুহুর্তের অসচেতনতায় গাড়ির আপডেট নিতে ভুলে যান অনেকেই।
সেক্ষেত্রে আপনার গাড়ি হারিয়ে গেলেও ফাইন্ডার জিপিএস ট্র্যাকার টিম ২৪/৭ ই থাকে গ্রাহকের পাশে থাকে।
যে কোন গাড়ি হারানোর রিপোর্ট পাওয়া মাত্রই ফাইন্ডার টিম তা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়।
গাড়ি হারিয়ে যাওয়া ঠেকাতে তাই ফাইন্ডার জিপিএস ট্র্যাকার পাশে থাকে বন্ধুর বেশে।
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে - 01701694523, 01737942203
ভিজিট করুনঃ https://finder-lbs.com/
অথবা আপনার ফোন নাম্বার দিন যাতে আমরা যোগাযোগ করতে পারি।
হুমায়ুন আহমেদ চলে গেছেন ১০ বছর। কিন্তু আজ ও তাঁর সৃষ্টি হিমু, রুপারা ঘুরে ফেরে নগরীর অলিগলি তে; মিসির আলী নতুন কোন রহস্যের জট খোলে।
কিন্তু তিনি ফিরেন না; লাখো পাঠক, শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ এর ১০ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক
ফাইন্ডার ট্র্যাকার সারাক্ষণই গাড়িকে আপনার চোখে চোখে রাখবে
গাড়ি কোন পথ দিয়ে যাচ্ছে, সারাদিন কোথায় কোথায় গিয়েছে, কতো গতিতে চলছে,
কখন ইঞ্জিন অন বা অফ হলো, সমস্ত রিপোর্ট পাওয়া যাবে
ফাইন্ডার জিপিএস ট্র্যাকারের মাধ্যমে। এমনকি নির্ধারিত এরিয়া থেকে গাড়ি বের হলে
এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছুলেও সাথে সাথে জানা যাবে মোবাইলে।
বিস্তারিত জানতে পেইজে মেসেজ করুন কিংবা ফোন: 01701694523
ফাইন্ডার ট্র্যাকার সারাক্ষণই গাড়িকে আপনার চোখে চোখে রাখবে। গাড়ি কোন পথ দিয়ে যাচ্ছে, সারাদিন কোথায় কোথায় গিয়েছে, কত গতিতে চলছে, কখন ইঞ্জিন অন বা অফ হলো, সমস্ত রিপোর্ট পাওয়া যাবে ফাইন্ডার জিপিএস ট্র্যাকারের মাধ্যমে।
এমনকি নির্ধারিত এরিয়া থেকে গাড়ি বের হলে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছুলেও সাথে সাথে জানা যাবে মোবাইলে।ইঞ্জিন অন/অফ, লাইভ ট্র্যাকিং, স্পিড মনিটরিং, ইগনিশন এলার্ট, জিওফেন্স লাইভ ট্র্যাকিং ও ২৪/৭ কাস্টমার কেয়ার সার্ভিসের সাহায্যে গাড়ির প্রতি মুহূর্তের খবর জানুন।
আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এক্ষুনি ভিজিট করুনঃ https://finder-lbs.com/
অথবা যোগাযোগ করুনঃ 01701694523 এই নাম্বারে।
অথবা আপনার ফোন নাম্বার দিন যাতে আমরা যোগাযোগ করতে পারি।
আপনার এবং গাড়ির মন ভালো রাখতে https://finder-lbs.com
পদ্মা সেতুর উদ্বোধনে ফাইন্ডার পরিবারের পক্ষ থেকে জানাই অভিনন্দন 🚗
বেগম সুফিয়া কামাল এর জন্মবার্ষিকী আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।
এই বাবা দিবসে সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।
গাড়ি যখন আপনার সাথে থাকেনা, আপনার অবর্তমানে বা অনুপস্থিতে আপনার গাড়ি কখন কোন পথে আছে, ওভার স্পিডে চলছে কি না, কোথায় কোথায় যাচ্ছে এসব সহ আরো নানান তথ্য মোবাইলেই জানতে পাবেন ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং অ্যাপে।
এছাড়াও ফাইন্ডারের ইগনিশন এলার্ট, ইঞ্জিন অন/অফ রিপোর্ট, জিওফেন্স ফিচারের মাধ্যমে ২৪/৭ গাড়ি থাকবে আপনার কন্ট্রোলে।
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01701 69 45 23
কিংবা, ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
আপনার অবর্তমানে বা অনুপস্থিতে আপনার গাড়ি কোথায় আছে, কত স্পিডে চলছে, এরকম আরো অনেক তথ্য মোবাইলেই জানতে পাবেন ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং অ্যাপে।
ফাইন্ডারের লাইভ ট্র্যাকিং, ইগনিশন এলার্ট, ইঞ্জিন অন/অফ, জিওফেন্স ফিচারের মাধ্যমে ২৪/৭ গাড়ি থাকবে আপনার কন্ট্রোলে।
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01701694523, 01737942203
কিংবা, ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
নিশ্চিন্তে থাকুন ফাইন্ডারের সাথে। ২০০৯ সাল থেকে সর্বক্ষেত্রে সর্বোচ্চ সেবা দেওয়ার অভিজ্ঞতায় আমরাই সবার থেকে এগিয়ে।
বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন অথবা ফোন করুন : 01701694523, 01737942203
ফাইন্ডারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারক 🌙
সকলকে মহান মে দিবসের শুভেচ্ছা।
কুমিল্লার ফাইন্ডার গ্রাহকদের জন্য দারুণ সুখবর! গাড়ির সুরক্ষায় হাতের কাছে ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং সার্ভিস পাবেন কুমিল্লায়!
ফাইন্ডার ডিভাইস কিনতে যোগাযোগ করুন আমাদের কুমিল্লা অফিসে।
মেসার্স এফ আর মটরস, পাদুয়ার বাজার, বিশ্বরোড, হাইওয়ে, কুমিল্লা।
ফোনঃ 01701694523, 01737942203, 01714500500
অথবা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেইজে।
গাড়ি বা বাইকের প্রতি কেয়ারফুল না থাকলে যেকোনো সময় হারাতে পারেন আপনার শখের এবং ভালবাসার গাড়ি/বাইকটি। প্রতি মুহূর্তে গাড়ি/বাইক চোখে চোখে রাখার সবচাইতে সহজ ও নির্ভরযোগ্য উপায় হলো ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং সার্ভিস। ফাইন্ডার কোন কোন ফিচারের মাধ্যমে কীভাবে গাড়ি/ বাইকের সুরক্ষা দেয়, তারই একটি প্রামাণ্য ভিডিও তৈরি করেছে অন্যতম বাইক ইউজার প্লাটফর্ম বাইক বিডি।
• রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং
• রিয়েল টাইম স্পিড মনিটরিং
• পার্কিং জিফেন্স থেকে গাড়ি/বাইক বের হলে নোটিফিকেশন
• ইঞ্জিন অন/অফ হলে সাথে সাথে নোটিফিকেশন
• যেকোনো জায়গা থেকে গাড়ি/বাইকের ইঞ্জিন অফ করে দেয়ার সুবিধা
• গাড়ি ওভার স্পিডে চললে সাধে সাথে নোটিফিকেশন
• গাড়ির জন্য ভয়েস ও ফুয়েল মনিটরিং সার্ভিস
ফাইন্ডার মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো সময়ে যেকোনো জায়গা থেকে দেখতে পারবেন গাড়ির সব ধরণের গতবিধি। ফোন হাতে না থাকলেও বিশেষ ও আর্জেন্ট মুহূর্তে গাড়ির আপডেট পাবেন নোটিফিকেশনের মাধ্যমে! পাশাপাশি দিনরাত ২৪ ঘন্টাই জেগে আছে ফাইন্ডারের কাস্টমার সাপোর্ট। গাড়ি চোখের আড়াল হলেও, গাড়ি/বাইককে নজরদারিতে রাখবে ফাইন্ডার!
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন 01701694523 অথবা সরাসরি মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে।
এ্যাম্বুলেন্সে ফাইন্ডার জিপিএস ট্র্যাকার ব্যবহার করলে, এ্যাম্বুলেন্সের ট্রাভেল মনিটরিং ও টাইম শিডিউলিং এর কাজ হবে অনেক সহজে। এ্যাম্বুলেন্স অপারেশন সিস্টেম থাকবে হাতের মুঠোয়।
🚑 কখন কোথায় যাচ্ছে লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে দেখা যাবে।
🚑 কোন ট্রিপে কত সময় লাগছে হিসাব রাখা যাবে।
🚑 কোন লোকেশন কতক্ষণ সময় ছিল জানা যাবে।
🚑 এ্যাম্বুলেন্সের স্পিড মনিটর করা যাবে।
🚑 এ্যাম্বুলেন্সের যাত্রা ও ফিরে আসার সময় মেইন্টেইন করা সহজ হবে।
ফাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে ও ক্রয় করতে যোগাযোগ করুনঃ
01701694523
কিংবা, ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা..
#নববর্ষ
#১৪২৯
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ওভার স্পিডিং রুখতে জিপিএস ট্র্যাকার বেশ কাজে দেয়। ট্র্যাকারে সেট করা স্পিড লিমিটের চাইতে অতিরিক্ত গতিতে গাড়ি চললে নোটিফিকেশন পাওয়া যায় মোবাইলে। ফলে ওভারস্পিডিং কমে ও দুর্ঘটনার সম্ভাবনা হ্রাস পায়। মোবাইলের মাধ্যমে গাড়িকে নিজের কন্ট্রোলে রাখতে ব্যবহার করুন ফাইন্ডার জিপিএস ট্র্যাকার।
গাড়ি/বাইকের জন্য ফাইন্ডার ক্রয় করতে যোগাযোগ করুনঃ 01701694523, 01737942203
অথবা আপনার ফোন নাম্বার শেয়ার করুন, আমরা আপনাকে ফোন করব।
বিস্তারিত প্রয়োজনে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
৩০% ডিসকাউন্ট অফার!!!
Purchase "𝐕𝐞𝐡𝐢𝐜𝐥𝐞 𝐓𝐫𝐚𝐜𝐤𝐢𝐧𝐠 𝐃𝐞𝐯𝐢𝐜𝐞𝐬" from Finder GPS Tracking Service and enjoy 𝟯𝟬% 𝗗𝗶𝘀𝗰𝗼𝘂𝗻𝘁 & 𝑬𝑴𝑰 𝒇𝒂𝒄𝒊𝒍𝒊𝒕𝒊𝒆𝒔 with your 𝐀𝐈𝐁𝐋 (𝐀𝐥-𝐀𝐫𝐚𝐟𝐚𝐡 𝐈𝐬𝐥𝐚𝐦𝐢 𝐁𝐚𝐧𝐤) 𝗖𝗿𝗲𝗱𝗶𝘁 & 𝗗𝗲𝗯𝗶𝘁 𝗖𝗮𝗿𝗱𝘀.
For details, call 𝟏𝟔𝟒𝟑𝟒 or 𝟬𝟭𝟳𝟯𝟯𝟯𝟭𝟰𝟯𝟰𝟰
*𝘛𝘦𝘳𝘮𝘴 & 𝘊𝘰𝘯𝘥𝘪𝘵𝘪𝘰𝘯𝘴 𝘢𝘱𝘱𝘭𝘺.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Cumilla
3500
Cumilla, 3500
SoftZen Best Software Development Company To Architect The Dream For Next Generation
Kandirpar, Town Hall
Cumilla, 3500
w3codevs is a website based product company. We create beautiful website UI/UX, HTML templates, WordPress themes and plugins. This page specially for the freshers who want to lea...
Baitus Samania 17/1, Zilla School Road, Manoharpur
Cumilla, 3500
DOT-iT is one of the Leading Software Company Based IT Skill-up Training Institute.