লালমাই সরকারি কলেজ হেল্প লাইন
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লালমাই সরকারি কলেজ হেল্প লাইন, Publisher, Lalmai, Cumilla.
🔥এটা কনফার্ম যে, আগামী ২৫ নভেম্বর থেকে ডিগ্রি ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, প্রশ্নপত্র আঞ্চলিক কেন্দ্রে পাঠানো হয়েছে।
কে কত সময় নষ্ট করছেন জানা নেই, এখন থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহন করেন। বিগত ২০১৭-২০২১ সালের প্রশ্ন সব ভালোমতো আয়াত্ত করুন। যথেষ্ট কমন পাবেন। এবার ডিগ্রি ৩য় বর্ষ যে সুবিধাগুলো পেতে যাচ্ছেন অতীতে তা কেউ পাইনি।
◾পরীক্ষা হবে ৪ ঘন্টা।
◾বিগত বছরের প্রশ্ন থেকেই প্রশ্ন কমন পাবেন।
◾৩১ ডিসেম্বর পরীক্ষা শেষ হয়ে, জানুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ হবে। প্রতিদিনের খাতা প্রতিদিনই শিক্ষককে পাঠানো হবে। দ্রুত রেজাল্ট হবে।
◾সর্বোচ্চ পাসের হার দেওয়ার চেষ্টা করা হবে।
◾খাতায় টপিক নিয়ে লিখা থাকলে নম্বর পাবেন, কেউ সাদা খাতা দিয়ে আসবেন না।
ডিগ্রির স্টুডেন্ট এর জন্য ইংরেজি(আবশ্যিক) ভয়ের সাবজেক্ট। প্রস্তুতি হিসেবে,
পড়ার জন্য বেসিক গ্রামার বই এবং প্রাকটিসেস জন্য টেস্ট পেপার নিয়ে প্রিপারেশন নিতে পারেন।
Letter/Application/Poster/Paragraph/Composition একটি মুখস্ত করলে অনেকগুলো লেখা যায় এমন ফরম্যাট এপ্লাই করতে পারেন। -
সকলের জন্য শুভকামনা রইল 💝 সর্বশেষ পরীক্ষার রুটিন আবারও পোস্ট করলাম, মিলিয়ে নিন।
৩১ অক্টোবর -২০২৪ইং
লালমাই সরকারি কলেজ এর প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এর ৩০তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মোঃ মাহবুবুর রহমান সাহেব সহ
কলেজের ছাত্র ছাত্রী (বিএনসিসি) ও শিক্ষকবৃৃন্দ।
আজকে ৩১ অক্টোবর ২০২৪ যথাযথ মর্যাদায় মৃত্যুবার্ষিকী পালিত হবে।
🔥এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সব আপডেট√
স্নাতক(পাস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত নোটিশ
আজ ২২অক্টোবর-২০২৪ইং
লালমাই সরকারি কলেজ ক্যাম্পাসে এসেম্বলিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মোঃ মাহবুবুর রহমান ও কলেজ শিক্ষক পরিষদ সহ সকল ছাত্র ছাত্রীবৃন্দ।
লালমাই সরকারি কলেজ
এইচএসসি রেজাল্ট
পাশের হার--৭১.১৯
জিপিএ--২৫জন
পরীক্ষা অংশগ্রহণ--৬১১জন
পাশ---৪৩৫ জন
অনার্স ৩য় বর্ষের ফলাফল প্রকাশ।
গড় উত্তীর্ণের হার ৯৪.৯০%।
ডিগ্রি ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট আগামী ২০ অক্টোবর প্রকাশিত হবে।
ডিগ্রি_৩য়_বর্ষের_পরীক্ষা_সংশোধিত_রুটিন_প্রকাশ!!
পরীক্ষা শুরু ২৫/১১/২০২৪
পরীক্ষা শেষ: ৩১/১২/২০২৪ ইং।
🔥আজ থেকে শুরু হয়েছে, ডিগ্রি ১ম বর্ষের(২০২১-২২) কলেজ টান্সফারের আবেদন। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।(৪৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ থাকে)
✔️যেকোনো কম্পিউটার দোকান থেকে এনইউ স্টুডেন্ট আইডি খুলে অনলাইনে আবেদন করুন। ডকুমেন্টস সাবমিট করুন, উপযুক্ত কারন লিখবেন। নিচের পোস্ট থেকে যথাযথ একটি কারণ দেখাতে হবে এবং এর বৈধ ডকুমেন্টস সাবমিট করতে হবে।
🔘 টান্সফার রুলসঃ
◾সরকারি থেকে সরকারি বা বেসরকারি কলেজ
◾বেসরকারি থেকে শুধুমাত্র বেসরকারি কলেজ
◾এক জেলা থেকে অন্য জেলা(মেয়েদের জন্য শিথিলযোগ্য )
🔥Breaking News ||
ডিগ্রি ১ম বর্ষ(২০২১-২২) পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
🔥Breaking News ||
রুটিন চেঞ্জ ডিগ্রি ৩য় বর্ষ
ডিগ্রি ৩য় বর্ষ(২০১৯-২০) নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
√পরীক্ষাসমূহ শুরু হবে ২৫/১১/২০২৪ তারিখ থেকে।
√পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ১ঃ০০ থেকে শুরু হবে।
ডিগ্রি ২য় বর্ষের নতুন #রুটিনে পরীক্ষা হবে সবাই প্রস্তুতি নিন।
স্নাতক(পাস) ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি-
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Cumilla
3500
Cumilla
hi I'm bijoy. please follow me page and watch my video or photo. thank you everyone
Cumilla, 3500
The page helps you to confess your feelings for your crush/lover without mentioning your identity.