SUTON 23.0
Follow
কুমিল্লা -৫ আসনে মুফতি বাকী বিল্লাহ আযহারীর একতারা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা....
"ফটিকছড়ির শিক্ষা ব্যবস্হার আমল পরিবর্তন করা হবে।"
— ড.সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
গাজিপুর ৫ আসন বাড়ীয়া ইউনিয়ন পাকরিয়া পচার পচারনায় বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী জানাবা উর্মি আপা মানুষ এর দারে দারে একতারার দাওয়াত পৌঁছে দিচ্ছেন 💗
আসুন আমার সবাই মিলে এইদেশ কে এগিয়ে নিয়ে যাই,
ফটিকছড়ি ২ আসন এমপি পদপ্রার্থী শাহজাদা সাইয়িদ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।
রাতের বেলায় একটু ঘুরাঘুরি,,,
ভিডিও ভালো লাগলে শেয়ার দিন,,,
মার্কা টা কি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে প্রতীক গ্রহণের মুহূর্ত, নারায়ণগঞ্জ -৩ আসন (সোনারগাঁ) থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে একতারা মার্কা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি, আমি শাহ মোহাম্মদ আসলাম হোসাইন, সকলের কাছে দোয়া প্রার্থী।
যদি প্রশাসনের সক্ষমতা থাকে প্রশাসনের সুষ্ঠু নির্বাচন দেই
তাহলে নতুন দল হিসেবে নির্বাচনে জয়ের আসাবাদী,,
এজ নজর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বুড়িচং
৫ আসন প্রাথী প্রতীক বরাদ্দন নাম ঘোষণা।
এজ নজর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
বুড়িচং ৫ আসন প্রাথী প্রতীক বরাদ্দন নাম ঘোষণা।
কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আরফানুল হক রিফাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন
গভীর শোক প্রকাশ করছি বাংলাদেশ সুপ্রিম
পার্টি (BSP) কুমিল্লা জেলার
শুধু বাংলাদেশ নয় বিশ্বের দরবারে তরিকতের খুঁজবো ছিটিয়েছিলেন সাইয়্যিদ মঈনুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজভাণ্ডারী।
চলুন একটু চলতে চলতে মধুর সুরে
কোরআন তেলাওয়াত শুনি।
চলুন একটু চলতে চলতে মধুর সুরে
কোরআন তেলাওয়াত শুনি।
গেয়ারভী শরীফ উপলক্ষে বড়পীর আব্দুল কাদের
জিলানী (ক.) এর বাগদাদ শরীফের জিকিরে ছেমা ।
গেয়ারভী শরীফ উপলক্ষে বড়পীর আব্দুল কাদের
জিলানী (ক.) এর বাগদাদ শরীফের জিকিরে ছেমা ।
I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশ আয়োজিত আলা হযরত কনফারেন্স সম্পন্ন
ধর্মের অপব্যাখ্যারোধ ও সহীহ্ আক্বিদার জাগরণে আলা হযরতের অবদান অনস্বীকার্য
-হযরত শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী আল মাইজভান্ডারী (মা.জি.আ)
‘ধর্মের অপব্যাখ্যারোধ ও সহীহ্ আক্বিদার জাগরণে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে ভেরেলী (রহঃ)’র অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ.) হযরত শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।’
তিনি বলেছেন, ‘আজকে বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে অনৈক্য হানাহানি। ইসলামকে যে যেভাবে ইচ্ছা অপব্যাখ্যা করে মুসলিম জাতিকে বিভক্ত করছে। এই বিভক্তি, অপব্যাখ্যারোধ করে আহলে সুন্নত ওয়াল জামাআত তথা সহীহ্ আক্বিদার জাগরণ ঘটাতে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁন ভেরেলী (রহঃ)’র অবদান অনস্বীকার্য। তাই বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ করতে আলা হজরতের আদর্শের বিকল্প নেই।’
শনিবার ২ সেপ্টেম্বর রাজধানী ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের উদ্যোগে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেযা খাঁন ভেরেলী (রহ.)'র ১০৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে আলা হযরত কনফারেন্সে উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘অনেক বর্ণচোরা মাইজভান্ডার শরীফের সাথে আলা হযরত (রহঃ)’র দূরত্ব সৃষ্টি করতে চায়। কিন্তু মাইজভান্ডার শরীফের সাথে আলা হযরত (রঃ) এর নিবিড় সম্পর্ক রয়েছে। আমি মরক্কোতে আন্তর্জাতিক সম্মেলনেও তার রচিত না'তে রাসুল (দ) পাঠ করেছি। সুন্নীদের মাঝে একতার অভাবের কারণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তার জন্য বাতিল আক্বিদার বিস্তার ঘটছে।’
হযরত ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ‘প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম) এর মহান শান-মান ও মর্যাদা রক্ষায় আমাদের পূর্ব পুরুষরা রক্ত ঝড়িয়েছেন, অসংখ্য আত্মত্যাগ করেছেন। তাই আমাদের উচিত তাদের সে আদর্শকে অনুসরণ করা৷ মতপার্থক্য থাকলেও আহলে সুন্নত ওয়াল জামাআতের বৃহত্তর স্বার্থে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।’
পীরে তরিকত শেখ সৈয়্যদ মুসলিম উদ্দীন আহমদ নূরী আল কাদেরীর সভাপতিত্বে এবং নির্বাহী মহাসচিব আল্লামা আ.ন.ম মাসউদ হোসাইন আল কাদেরী ও সাংগঠনিক সচিব আব্দুল মতিনের সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাটনা বিহার ভারতের মুনায়েম পাক বাজ দরবার শরীফের সাজ্জাদানশীন ও পাটনা বিহার ওরিয়েন্টাল কলেজ আরবি বিভাগের প্রফেসর শাহসূফী ড. সৈয়দ শামিম উদ্দিন আহমদ মুনায়েমী (মা.জি.আ.)।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী, স্বাগত বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা গোলাম মহিউদ্দিন লতীফি আল কাদেরী।
কনফারেন্সে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মতিন, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী, পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা মুফতি মুহাম্মদ সাকিউল কাউসার, মুফতি গোলাম মোস্তফা জামী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন আল্ ক্বাদেরী, মুফতি অধ্যক্ষ মুহাম্মদ মনির হোসেন, শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, মাওলানা মাসুমুর রশিদ কাদেরী, মাওলানা এনামুল হক এনাম, মাওলানা নাজিমুদ্দিন নূরীসহ আরো অনেকেই।
এছাড়াও উপস্থিত ছিলেন, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, আহলে সুন্নাত যুব পরিষদের সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ সাদেকুর রহমান, মাওলানা মিনহাজ সিদ্দিকী, এস এম শুক্কুর সুমন, আয়ুব তাহেরী প্রমুখ।
ক্যাপশন-১: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলা হযরত কনফারেন্সে বক্তব্য রাখছেন শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী আল মাইজভান্ডারী (মা.জি.আ)সহ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ।
ক্যাপশন-২: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ আয়োজিত আলা হযরত কনফারেন্সে মঞ্চে উপবিষ্ট পীর মাশায়েখ ও অতিথিবৃন্দ।
বার্তা প্রেরক,
(স্বাক্ষরিত)
(শাহ্ মুহাম্মদ ইব্রাহিম মিয়া)
কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক,
আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া
মোবাইল নং- ০১৮১৯-৮৯৩৩০৯, ০১৭০৭৮৯৩৩০৯।
তারিখ: ০৩/০৯/২০২৩ খ্রিষ্টাব্দ, রবিবার।
হারিয়ে যাওয়া সেই সময়, ফিরে পেতে চাই।
-----------++++++++++----------------------------
@ 🤟:🚗:🤟.
২০১৪ সালের এইদিনে (২৭ আগস্ট) রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে দুর্বৃত্তরা।
শোকাবহ ২৭ আগষ্ট, শহিদ আল্লামা
শায়েখ নুরুল ইসলাম ফারুকী ( রহঃ ) এর
৯তহ শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
অনেক দূরে চলে যাচ্ছি,,,,
🥰🥰🥰🥰
হযরত শাহ্ সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারীর পবিত্র নির্দেশে-
গত কাল নববর্ষের দিন, শংকর ঘোড়া মারা জামে মসজিদে মইনীয়া যুব ফোরাম কুমিল্লা মহানগর এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু নোমান তার নিজ উদ্যেগে এলাকায় ১০০ মুসল্লীদের মাঝে ঈদ উপহার বিতরন করেন।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের খলিফা শাহ্ মোহাম্মদ রেয়হান আহমেদ,খলিফা শাহ্ মোহাম্মদ গোলাম মুর্শেদ খানঁ পভন,খলিফা শাহ্ মোহাম্মদ ডাঃ সালাউদ্দিন সেলিম।
আরো উপস্থিত ছিলেন- মইনীয়া যুব ফোরাম কুমিল্লা মহানগর এর সভাপতি হাবিবুর রহমান পায়েল, মহানগর ৫ ও ৬নং ওয়ার্ড সভাপতি সাহাদাত হোসেন, সিঃ সহ সভাপতি ফয়েজ আহমেদ সৌরভ, মহানগর ৭নং ওয়ার্ড সভাপতি মাসুদুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও মুসল্লীগন
১০০ মুসল্লীদের মাঝে ৫০ জন কে পাঞ্জাবী এবং যারা যুবক ১২ বছরের বেশি বয়স তাদের মাঝে হাত ঘড়ি উপহার দেওয়া হয়, পরিশেষে সকল মুসল্লীদের কে নিয়ে মিলাদ কেয়াম ও ইফতারে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ,,,।
আলহামদুলিল্লাহ শুভ আগমন
আওলাদে রাসূল (সাঃ) সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ)
عيد ميلاد سعيد يا ابي مرشد سيدي. بارك الله فينا بوجودك
لبقية حياتنا. أمين
শুভ জন্মদিন হে আমার বাবা, আমার মুর্শিদ, আমার মালিক। আল্লাহ আমাদের বাকি জীবনের জন্য আপনার উপস্থিতি সঙ্গে আমাদের আশীর্বাদ করুন. আমীন
"সুফিরা ইসলামের বীজ বপন করেছেন বলেই ইসলাম বিশ্বজুড়ে বিস্তার লাভ করছে।"
- শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী
আওলাদ-এ-রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), শাহ্জাদা-এ-গাউসুল আযম, শাহর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, "প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ একটি জীবন বিধান ইসলাম প্রচার শুরু করলেন, তখন তার বিরুদ্ধে বহুমুখী আক্রমণ চালিয়েছিলো কাফিররা। কিন্তু ধৈর্যের সাথে, ভালোবাসা ও মহৎ আদর্শের মাধ্যমে তিনি মানুষের অন্তরকে জয় করে অজস্র মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন। তারই পবিত্র পদচিহ্ন অনুসরণ করে, সুফিরা বিশ্বের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তারা অনেকে ইসলামের জন্য জীবন দিয়েছেন, অগণিত অত্যাচার সহ্য করেছেন। তবুও তারা মানুষকে সত্য পথে আহবান জানিয়ে গেছেন। সুফিরা বিশ্বাস করে অস্ত্রের শক্তি নয়, ভালোবাসার মাধ্যমেই সবকিছু অর্জন করা সম্ভব।
সুফিরা ইসলামের বীজ বপন করেছেন বলেই ইসলাম বিশ্বজুড়ে বিস্তার লাভ করছে। অস্ত্রের প্রভাবে অর্জিত ভূখণ্ডে সার্বভৌমত্ব চিরস্থায়ী নাও হতে পারে ; কিন্তু মানুষের অন্তরে যারা রাজত্ব করেন, তাদের বন্দনা, স্মরণ অনন্তকাল ধরে চলতে থাকবে। এ জন্যই সুফিদের ইন্তেকালের পরেও তাদের সমাধি জিয়ারতের জন্য মানুষ পঙ্গপালের মত ছুটে আসেন আল্লাহর রহমত লাভের প্রত্যাশা নিয়ে।"
১৬ ফেব্রুয়ারি, ২০২৩ চট্টগ্রামের পটিয়া সাইদাইর হযরত হজ্জা ফকির শাহ্ (রঃ) এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষ্যে আয়োজিত সুন্নী মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আলোচনা করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন মুফতি মাকসুদুর রহমান, মাওলানা খাজা বাহাউদদিন,হাফেজ মনসুর আলী, হাফেজ কেরামত আলী মাইজভাণ্ডারী, বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
দোজাহানের বাদশাহ্ হুযুরপুর নূর, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং সম্মানিত আহলে বাইতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গণের প্রতি সশ্রদ্ধ সালাতু সালাম নিবেদন শেষে মাহ্ফিলের সমাপনী মুনাজাতে বিশ্ববাসীর কল্যাণে প্রার্থণা করেন শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী।
Click here to claim your Sponsored Listing.