Shanta's Creation

cumillar traditional Block,batik, tie-die & handprints er sharee, panjabi, kurti, bedsheets, cushion cover, couple dress..

25/08/2022

মোটিভেশান, এমন একটা বিষয় যা আমাদের জীবনের সাথে মিশে আছে। যার ফলে একজন ব্যাক্তি তার জীবনের সর্বোচ্চ সফলতা এনে দিতে পারে। আবার যথাযথ মোটিভেশনের অভাব অনেক মানুষ তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়। তার মনটা মরে যায়। পঁচে গলে যায়। কাউকে হয়তো মোটিবেশন দেওয়ার মতো লোক থাকে আবার কারো থাকেনা। তাই, মোটিভেশনাল কিছু উক্তি নিয়ে দু চারটি লাইন লিখতে বসেছি। আশা করি মনে জোর পাবেন। ভাঙ্গা মনকেও জোড়া লাগাতে পারবেন।

1.প্রার্থনা করার আগে বিশ্বাস করতে হবে।
ব্যাখ্যাঃ প্রার্থনা ও দোয়া কামনা আপনি তার কাছেই করবেন যাকে আপনি মনেপ্রানে বিশ্বাস করেন। ইচ্ছায় অনিচ্ছায়, বিপদে আপদে আপনি যার কাছে সাহায্য প্রার্থনা ও অনুগ্রহ কামনা করেন।

2.কথা বলার আগে শুনতে হবে।
ব্যাখ্যাঃ কথায় আছে বুদ্ধিমান লোকেরা শুনে বেশি বলে কম। আপনি নিশ্চয়ই বুদ্ধিমান লোকটিই হতে চাইবেন। কারও কথা পুরুটা শুনবেন। পরে বুঝেশুনে অর্থবহ একটি বুদ্ধিদীপ্ত উত্তর বা বক্তব্য রাখবেন যা আপনার সম্মান বাড়িয়ে দেবে।

3. খরচ করার আগে উপার্জন করতে হবে।

ব্যাখ্যাঃ কথায় আছে, আয়ের চেয়ে বেশি ব্যয় নয়। আপনার ব্যয় বুঝে আয়ের পরিমানকে বাড়িয়ে দিবেন। তবেই আপনি নিজের অভাব ঘুচিয়ে শান্তি ও বরকতময় জীবন অতিবাহিত করতে পারবেন।

4.কিছু লেখার আগে চিন্তা করতে হবে।

ব্যাখ্যাঃ কথায় আছে, আপনি কিছু করার আগে প্রয়েজনে কোটিবার ভাববেন। কিন্তু কাজ শুরু করার পর আর পিছনে তাকানোর সুযোগ নেই। মনে রাখবেন, কিছু না ভেবেই ভুলবাল করে একবার কলমের কালির খোঁচা পড়ে গেলে আপনি কখনো তাকে নিশ্চিহ্ন করতে পারবেন না।

5. হাল ছাড়ার আগে চেস্টা করতে হবে।

ব্যাখ্যাঃ আমাকে দিয়ে হবেনা, আমি পারবোনা, এই কাজ আমার জন্য নয় এসব ভাবা যাবেনা। মনে রাখবেন জন্ম থেকে আমরা বিজয়ী জাতি। বিশ্বাস রাখুন নিজের আস্থার উপর। আপনিই পারবেন। আপনাকে পারতেই হবে।

6. মরার আগে বাঁচতে শিখতে হবে।

ব্যাখ্যাঃ মনে রাখবেন, কাপুরুষেরা মরে বার বার আর সুপুরুষেরা মরে একবার। আপনি নিশ্চয়ই কাপুরুষ হতে যাবেন না।
Cltd

25/08/2022

আমি ত এখন ই মাত্র জানতে পারলাম🙄😌

Photos from Shanta's Creation's post 05/08/2022
Photos from Shanta's Creation's post 19/06/2022

আরও ফেমিলি কম্বোসেট রেডি,, উনারা চলে গেলেন নিজ গন্তব্যে৷
♦কালো কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে অনেক খরচ, শ্রম, সময় যায় 😵

02/06/2022

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ

وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়ীত্ব (আমি)আল্লাহর উপর নেই।
©

02/06/2022

ভালো লাগলো, তাই শেয়ার করলাম:

অনেক বছর পর স্কুল লাইফের বন্ধুর সাথে দেখা হওয়ার পর ডেভিড সাহেবের মনটা খারাপ হয়ে গেল বন্ধুকে লেটেস্ট মডেলের মার্সিডিজ গাড়ি চালাতে দেখে। বাসায় ফিরে আহাজারি করলেন জীবনে কিছু না করতে পারার আফসোসে।
কিন্তু তিনি যেটা জানতেন না তা হল তার বন্ধু গাড়িটি র মালিক নন ড্রাইভার ছিলেন।

মিসেস মাইকের একটা দুঃখ তার স্বামী মি জোন্সের মত রোমান্টিক নন। মি জোন্স সবসময়ই গাড়ি থেকে নিজে আগে নেমে স্ত্রীর জন্য দরজাটা খুলে দেন। মিসেস মাইক যেটা জানতেন না তা হল তাদের গাড়ির দরজায় সমস্যা আছে যা শুধু বাইরে থেকেই খোলা যায়।

মিসেস রোজ অনেকদিনের পুরান বন্ধুর বাসায় গিয়ে যখন দেখলেন তাদের তিন বাচ্চা একসাথে খেলা ধুলা করছে তখন খুবই কস্ট পেলেন কারন তাদের মাত্র এক বাচ্চা আর তিনি পাচ বছর হয় চেস্টা করছেন আর একটি বাচ্চার জন্য।
মিসেস রোজ যেটা জানতেন না তা হলো তার বন্ধুর একমাত্র বায়োলজিকাল বাচ্চাটি লিউকেমিয়া আক্রান্ত বড় জোর আর বছর খানেক বাচবে আর বাকি দুজন পালিত সন্তান।

জীবন মাপার কোন বৈশ্বিক ফিতা নাই। অন্যের সাথে নিজের জীবনের তুলনা শুধু তিক্ততাই দেয়। তাই নিজের অবস্থায় খুশি থাকাটাই শ্রেয়। হ্যাপি লিভিং!

সংগৃহিত: আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল❤

Photos from Shanta's Creation's post 31/05/2022

Shanta's Creation এর কাস্টোমাইজ কিছু কাপোল সেট & কম্বো সেট।।।
যেকোনো ডিজাইন & সাইজ কাস্টমাইজ করে দেওয়া যাবে, ইনশাআল্লাহ।।

31/05/2022

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?

Photos from Shanta's Creation's post 07/04/2022

তারা চলে গেলেন নিজ গন্তব্যে।।

Want your business to be the top-listed Shop in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Website

Address


Cumilla

Other Shopping & Retail in Cumilla (show all)
Moriom's online shop Moriom's online shop
Chouddagram
Cumilla

আসসালামু আলাইকুম এখানে থ্রি-পিছ,ফোর-প?

Mhm Mhm
Women's College Road Cumilla
Cumilla

buy what suits you

H.M.Imran14 H.M.Imran14
Cumilla

সোহাগ MIRZA সোহাগ MIRZA
Chauddagram
Cumilla

এইটা কিডস শপ, জেন্টস&লেডিস পোশাক পাওয়া যায়।

খাদি ঘর খাদি ঘর
Cumilla

Men Women Clothes

বেলাশেষে- Belasheshe বেলাশেষে- Belasheshe
Cumilla

Customer satisfaction is our first priority. We are providing all kinds of fashionable products.

Md akter hossin Md akter hossin
রায়কোট
Cumilla, 11223344

Anisa Store & Confectionary Anisa Store & Confectionary
Cumilla

আনিসা ষ্টোর এন্ড কনফেকশনারি এন্ড টেল?

চাঁদের হাট চাঁদের হাট
College Road, Barura
Cumilla, 1205

buy & happy

Azad Shoping Complex Azad Shoping Complex
Nangalkot, Nangalkot
Cumilla, 3580

ঔষধ,যাবতীয় নিত্য সামগ্রী,মোটর সাইকেল ?

Marvellous Shopping Zone Marvellous Shopping Zone
Cumilla

এই পেজটিতে পাচ্ছেন পার্স (ব্রাইডাল+পা?