Mulli Saheba's Art & Craft
আসসালামু আলাইকুম।
আপাতত হ্যান্ড পেইন্ট পাঞ্জাবী,শাড়ি,চাদর,মাস্ক এর অর্ডার নেওয়া হচ্ছে।
"Taqabbalallahu Minna Wa Minkum."
تقبل الله منا ومنكم
"May Allah Accept it (all prayers, worships and good deeds) from you and us."
Eid Mubarak ❤️
Keep praying for our brothers and sisters in Gaza. 💔🇵🇸
আমার ছোট ভাই,মাহীদ।
ওর বড় ভাই মেহেরাজের জুব্বা পরে এসে ওর ভাইয়াকে বলতেছে, "ভাইয়া,আমি ফি*লি*স্তিন।"
মাশা আল্লাহ।
ওর মাথায় এই বিষয়টা কোন কনটেক্সট থেকে আসলো বুঝিনাই,আল্লাহ তাকে কবুল করুক,আমিন।
আল্লাহ আমাদের ফি*লি*স্তিনি ভাই-বোনদের হেফাযত করুন,আমিন।
আসসালামু আলাইকুম। 🖤
আমার করা প্রথম ডেইজি।
এম্বুশের কাজ হওয়াতে মাশা আল্লাহ এতো সুন্দর লাগতেছে! 🥺
ছবিতে এই পান্জাবীর সৌন্দর্য ফুটাতে পারি নি। 😔
আসসালামু আলাইকুম। ❤️
পদ্মজা শাড়ি।😑
মাথায় কোনো ডিজাইন আসলেই ঝুঁকি নিয়েএঁকে ফেলাই ভালো৷ এই শাড়িটিই তার জ্বলন্ত দৃষ্টান্ত। 🥰
আলহামদুলিল্লাহ,এ শাড়ির সৌন্দর্য ব্যাখ্যা করার মতো না। এর রং,ডিজাইন সবকিছু মিলিয়ে এক অপূর্ব শিল্পের সৃষ্টি হয়েছে।👌
প্রতিটি ফুলকে খুব যত্ন করে নিখুঁতভাবে কাজটি করেছি। এ শাড়ির সাথে জড়িয়ে আছে আমার অক্লান্ত পরিশ্রম ও সীমাহীন ভালোবাসা।❤️
এবারের ঈদে নিজের জন্য বা নিজের প্রিয় মানুষকে উপহার দেয়ার জন্য এরচেয়ে অনন্য কিছু হতে পারে না।😇
আসসালামু আলাইকুম।
এই কাজের দুটি বিশেষত্ব রয়েছে।
প্রথমত,এই ডিজাইনটা আমার নিজের করা।
দ্বিতীয়ত,এটা এম্বুশ দিয়ে করা৷
এম্বুশের কাজ বরাবর ই বেশি আকর্ষণীয় হয়।
এম্বুশের কারনে প্রতিটি ফুল ফুলে উঠে আর সৌন্দর্য হয়ে যায় কয়েকগুণ বেশি। 🌸
এই ঈদে এমন ইউনিক ও চমৎকার কাজের পান্জাবী উপহার দিতে পারেন আপনার প্রিয়জনকে।🥰🌼
আকাশী রোদ পোহায়।💙🥰
শাড়িতে কাজ চলছে!🥰
ফাইনাল লুক দেখতে আগ্রহীরা হাত তুলুন। 🙋♀️
আসসালামু আলাইকুম। ❤️
আসসালামু আলাইকুম।
ঈদ উল ফিতর দরজায় কড়া নাড়ছে।
ঈদের দিনে ইউনিক ও মানসম্পন্ন পোষাকে নিজেকে সাজাতে চাই আমরা সবাই৷
মানসম্পন্ন ও অনন্য ডিজাইনের অনেক পান্জাবী রয়েছে আমাদের পেইজে।
design
আসসালামু আলাইকুম।
আমার নিজের করা পন্জাবীর ডিজাইনের মধ্যে এই দুটি ডিজাইন সবচেয়ে নান্দনিক বলে মনে হয় আমার।
আর দুটি ডিজাইন ই করেছিলাম প্রিয় মানুষদেরকে অনন্য কিছু উপহার দিয়ে চমকে দেয়ার উদ্দেশ্যে। আপনিও আপনার প্রিয় মানুষকে উপহার করতে পারেন নান্দনিক এই পান্জাবীগুলো৷🥰
আসসালামু আলাইকুম।🤍
এ পান্জাবীটা আমাদের সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন প্রোডাক্ট। এ পর্যন্ত অনেকগুলো পান্জাবী আমাদের প্রিয় কাস্টমারের হাতে পৌঁছে দেয়া হয়েছে।বিগত কয়েকদিনে আরো চারটি অর্ডার কনফার্ম করেছি, আলহামদুলিল্লাহ!🥰
আসসালামু আলাইকুম।
সবাইকে পবিত্র রমযানের শুভেচ্ছা!❤️
রমযান মাস ত্যাগ,তিতীক্ষা ও তাকওয়া প্রশিক্ষণের মাস৷
পবিত্র এই মাসে আমরা সিয়াম পালন করে থাকি। সিয়ামের মূল অর্থ হচ্ছে আত্মসংযম,আত্মনিয়ন্ত্রণ। অর্থাৎ নিজেকে পানাহারসহ আল্লাহর নির্দিষ্ট বিষয় তথা যাবতীয় অন্যায় থেকে নিজেকে বিরত রাখা।
দুঃখের বিষয় বতর্মানে আমাদের সিয়াম/রোজা আসলে উপবাস ছাড়া কিছুই নয়!আমরা শুধু পানাহার (খাদ্য গ্রহণ) থেকেই বিরত থাকি। অথচ,এ মাসের মূল উদ্দেশ্যই তাকওয়া অর্জন করা ও তাকওয়া অনুশীলন করা৷ আর যে ব্যাক্তি সিয়াম/রোজা পালনের আসল উদ্দেশ্য হাসিল করতে পারবে, তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
রাসুল (সাঃ) বলেন-
"জান্নাতের একটি প্রবেশদ্বার রয়েছে,যার নাম 'রাইয়ান'।কেয়ামতের দিন সিয়াম পালনকারীরা এই দরোজা দিয়ে প্রবেশ করবে৷ সিয়াম পালনকারীরা প্রবিষ্ট হয়ে গেলে দরোজা বন্ধ করা হবে। ফলে সেই দরোজা দিয়ে আর কেউ ই প্রবেশ করবে না।"(সহিহ বুখারি:১৮৯৬)
আল্লাহ আমাদেরকে সিয়াম পালনের আসল উদ্দেশ্য হাসিলের তাওফিক দিন,যেন আমরা জান্নাতের 'রাইয়ান' নামক প্রবেশদ্বার দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি।আমিন।
ফেইসবুক ইউজারসঃ ভুলগুলো সব ফুল হয়ে যাক। 😊
আমিঃ তাইলে তো আমার ফুলের ব্যবসা থাকতো!😑😐
আসসালামু আলাইকুম।
বিয়ের সিজন শুরু হয়ে গেছে তো,আপনারা পান্জাবী অর্ডার করছেন না কেন?😒😒
এই পান্জাবিটি অর্ডার করেছেন অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছোট ভাই, তার কাকার বিয়েতে পরবে বলে। ☺️
পান্জাবীটা উনি ভীষন পছন্দ করেছেন। 🥰
ছবিতে পান্জাবীর আসল সৌন্দর্য আনতে পারিনি। 🤧
আসসালকমু আলাইকুম।
এই শালটার পিছনের গল্পটা বেশ মজার। 😊
এই শালটা পেইন্ট করার আগেই আমার এক বান্ধবি শালের রং দেখেই অর্ডার দিয়ে বসে! কেমন ডিজাইন হবে জিজ্ঞেস করাতে বললো- "তুমি আর্টিস্ট মানুষ,তোমার যা ভালোলাগে করে দিয়ো।"
এমন অর্ডার পেলে নতুন কাজ করার জন্য যেমন খুশি লাগে,তেমনি ভয়ও কাজ করে যদি কাস্টমারের পছন্দ না হয়!
আর সে চিন্তা থেকেই আমি এই কাজটা এমনভাবে করেছি যেন কাস্টমার 'আমার পছন্দ হয়নি' কথাটি বলার অবকাশ না পায়।☺️
তবে এমন গাঢ় রঙে কাজ করা ভীষন কষ্টের!রংগুলো ফুটানোর জন্য দুইধাপে কাজ করতে হয়।😔
তবে আলহামদুলিল্লাহ,কাজ শেষ করার পর এটা এতবেশি সুন্দর লাগছিলো যে নজর ফেরাতে পারছিলাম না! 🥰🥰
আলহামদুলিল্লাহ!
আপনাদের সেটিসফেকশন ই আমাদের কাজের অনুপ্রেরণা৷
কোনো কাস্টমার যখন তার প্রোডাক্ট পেয়ে পছন্দ করেন এবং এমন রিভিউ দেন তখন নিজের আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পায়, তেমনিই আরো কাজ করার অনুপ্রেরনা যোগায়।💙
বোহো আর্টের মায়ায় পড়েন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল।বোহো আর্টের বিশেষত্ব হচ্ছে রংগুলো ফুটিয়ে তোলা।🥰🤗
সবুজ একটি স্নিগ্ধ রং।💚
অফহোয়াইটের উপর সবুজ রংয়ের কয়েকটি শেডের দুর্দান্ত কম্বিনেশনে শালটি হয়ে উঠেছে অপূর্ব সুন্দর!🥰
বলা বাহুল্য,এই ডিজাইনটি সম্পূর্ন আমার করা।কোনো পেইজ বা গ্রুপ থেকে কপি করা হয় নি। 🤗
এই ইউনিক ডিজাইনের এবং আরামদায়ক এই শালটি পেতে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের পেইজে৷😊??
art
painted
painted shawl
painted unique shwal
design
আমার সালতানাতে এমন প্যাটার্নের একটি দেয়াল হোক!
paint
art
pattern
I tried 'Boho Art' for the first time.🎨🖌️
paint
art
vibe
তোমার জন্য পুড়ে যাওয়া মন
তোমার জন্য পুষে রাখা
একশ আকাশ সেই সে কথা
আরো নাহয় থাকো কিছুক্ষণ❤️
শাড়িটা সাধারণভাবেই করা,হুট করে লক্ষ্য করলাম এটা পূজায় পরার জন্যেও একটা বেস্ট অপশন হতে পারে।
সামনে পূজো আসছে।
পুজো উপলক্ষ্যে এক ভাই এই সুন্দর পাঞ্জাবিটি অর্ডার করেছেন।
পাঞ্জাবিটি চলে যাচ্ছে সিলেটে।
আপনার কী খবর?
অর্ডার করতে এখনই Mulli Saheba's Art & Craft নক করুন
#খাদিপাঞ্জাবি
হ্যান্ডপেইন্ট পণ্যের একটা বিশেষত্ব হচ্ছে,"প্রতিটা কাজ অনেক অনেক যত্ন আর ভালোবাসার সাথে করা হয়।"
একটু এদিক সেদিক হলেই কাজটা খারাপ হয়ে যাবে,আর ঠিক করা যাবেনা,সেজন্যে সতর্কও থাকতে হয় প্রচুর।
আমরা আমাদের ভালোবাসাগুলো পৌছে দেই প্রিয় কাস্টমারের কাছে।
আমাদের সেই ভালোবাসার অংশীদার হতে অর্ডার করতে পারেন আমাদের পেজ Mulli Saheba's Art & Craft থেকে।
(এই পাঞ্জাবীটি চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ভাইয়ের জন্য করা হয়েছে,অরিজিনাল হাতে বুনা খাদি কাপড়ে)
#খাদিপাঞ্জাবি
ডায়েরির অন্দরে একটি মুঘল সালতানাত!📒🏰
আভিজাত্যের আরেক নাম Mulli Saheba's Art & Craft 😎
ক্রিম কালারের #হাতেবুনা এই খাদি পাঞ্জাবিতে ডিজাইনটা করার পর পাঞ্জাবীটা যে কী পরিমাণ অভিজাত লাগতেছে!মাশা-আল্লাহ।😊
পাঞ্জাবীটা চলে যাবে MAG Osmani Medical College এর এক ভাইয়ের জন্য।❤️
👉এই পাঞ্জাবীটার দুইটা ভার্সন আছে :
১.হাতে বুনা প্রিমিয়াম খাদি পাঞ্জাবি
২.সাধারণ খাদি কটন পাঞ্জাবি
👉যাদের বাজেট ভালো,কাপড়ের মান খুবই উন্নত আর দেখতে বেশী ইলিগ্যান্ট দরকার তারা প্রথমটা নিতে পারেন।
👉আর দ্বিতীয়টা স্টুডেন্ট বাজেটে করা।
👉সাইজ চার্টঃ
সাইজ(S)৩৮- লম্বা ৩৮ বডি ৪০
সাইজ (M)৪০- লম্বা ৪০ বডি ৪২
সাইজ (L)৪২- লম্বা ৪২ বডি ৪৪
সাইজ (XL)৪৪- লম্বা ৪৪ বডি ৪৬
সাইজ (XXL)৪৬- লম্বা ৪৬ বডি ৪৮
👉কালার:সাদা এবং ক্রিম কালার পাঞ্জাবিতে এই ডিজাইনটা বেশী অভিজাত লাগে,কারো লাগলে অন্য কালারেও নিতে পারবেন😊
👉মূল্য: মূল্য জানতে ইনবক্স করুন কোনো দ্বিধা-দন্ধ ছাড়াই।দাম জানতে চাইলেই কিনতে হবে এমন কোনো কথা নাই,আপনি পণ্য দেখে যে এটার ব্যাপারে আগ্রহী হয়েছেন,দাম জানতে চাচ্ছেন এটাই আমাদের কাছে অনেক কিছু।
⚡⚡তাহলে দেরী কেনো?ইনবক্সে এখনই একটা টোকা দিয়ে ফেলুন।
🔥সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল হোম ডেলিভারি দেওয়া হয়।পার্সেল হাতে পাওয়ার পর দেখে নেওয়ার সুযোগ আছে।
#খাদিপাঞ্জাবি
[রিমাইন্ডার]
আসসালামু আলাইকুম,
আজকে শুক্রবার,সূরা কাহফ পড়ে বিশেষ ফযীলত অর্জনের সুযোগ।
যারা এখনো পড়িনি,সবাই পড়ার চেস্টা করবো ইংশা আল্লাহ।
এই শাড়ি আর পাঞ্জাবীটা পেইন্ট করতে পুরো চারদিন লেগেছিলো।
শাড়ি পেইন্ট করতে লেগেছিলো তিনদিনেরও বেশী।
আলহামদুলিল্লাহ, সুন্দর ই হয়েছিলো,কিন্তু মোবাইলে সৌন্দর্যটা অইভাবে তুলে আনতে পারিনি।
Mulli Saheba's Art & Craft
'কথাতে ভুল হলে
নীরবে যাবো ভুলে,
আপনি শুধু এই শাড়িটা
কিনে দিয়েন আমারে...❤️।'
~ বউরে শাড়ি কিনে দিলেই সাত খুন মাফ।
যাদের বউ নাই,তারা নিজের বোনরে গিফট করেন।
এটা আমার হ্যান্ডপেইন্ট করা দ্বিতীয় শাড়ি,তিনদিনেরও বেশী সময় লাগছে এই শাড়িটা শেষ করতে।
Mulli Saheba's Art & Craft
আলহামদুলিল্লাহ।
পাঞ্জাবিটা এখন বাহরাইনে❤️।
Mulli Saheba's Art & Craft
Black🖤
(আলোর তারতম্যের কারণে রঙের পরিবর্তন হতে পারে)
আমার প্রথম পেইন্টিং,দুই বৎসরেরও বেশী সময় আগের করা।
(আলোর তারতম্যের কারণে রঙ এর কিছুটা পরিবর্তন হতে পারে।)
পাঞ্জাবী বা কোনো শাড়ি লাগলে অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে।
Mulli Saheba's Art & Craft
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Cumilla
Assalamu Alaikum friends...I make my page,, Home Made Hand Painting Masks,, Homemade Hand Painting Panjabi, and Homemade Flower Jewellery, I Hope You Like It.. Thanks..
Badurtala
Cumilla
হ্যান্ড পেইন্ট শাড়ি, কুর্তি,পাঞ্জাবি, থ্রি -পিস, গহনা নিয়ে কাজ করাই হল কাহনের কাজ।
Kandirpar
Cumilla
Shantu's Collection is an online clothing and crafting shop where you will get your desired products at reasonable price. We never compromise with our products' quality. Your sati...
Cumilla: Thakurpara, Baganbari
Cumilla
Follow this page.. jannatul's Crafts. সুপারি পাতার প্লেট ডিজাইন❤️হ্যান্ডপেইন্টেড্ পেইন্টিংস।
Cumilla
Hi I'm Foysal. I'm a Entrepreneur. Please like and follow my page to get any Handpainted products.