Tech Help BD
TechHelpBD is one of the best technology based knowledge sharing Community in Bangladesh
সব মিলিয়ে, দেশে পেপাল, জি-পে সহ উন্নত পেমেন্ট সিস্টেম আনার একটি ভালো সুযোগ আছে। যেহেতু ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী এবং নাহিদ ইসলাম ডাক যোগাযোগ ও তথ্যমন্ত্রী আছেন, এটি ডক্টর ইউনুসের জন্য সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে। এর ফলে দেশে উন্নত আর্থিক সেবা পাওয়া যাবে, যা ডিজিটাল লেনদেনকে আরও সহজ এবং নিরাপদ করবে। পাশাপাশি, সিম কোম্পানিগুলোর ডাটার মেয়াদ এবং দামও ঠিক করা যাবে, যা সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী হবে এবং ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে।
ফুটবল ও ক্রিকেটেও উন্নতি আনা সম্ভব যুব ও ক্রীড়া মন্ত্রী আসিফের মাধ্যমে। ফুটবলে আরও উন্নতি করতে হলে, ফুটবল থেকে পোকা গুলিকে বের করা উচিত। খেলাধুলার মান উন্নয়নে এসব পদক্ষেপ দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি পাবে।
তাছাড়া, এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের জীবনে সুবিধা আসবে। উন্নত পেমেন্ট সিস্টেম এবং সাশ্রয়ী ডাটা প্যাকেজের ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে লাভবান হবে এবং তাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসবে। এছাড়া, দেশে বিদেশি বিনিয়োগও বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে। সব মিলিয়ে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক উন্নয়ন এবং সমৃদ্ধি নিশ্চিত হবে।
ডক্টর ইউনুস এবং নাহিদের নেতৃত্বে প্রযুক্তি ও যোগাযোগ খাতে এই উন্নয়ন দেশের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসিফের নেতৃত্বে খেলাধুলার উন্নয়নে তরুণ প্রজন্ম আরও বেশি উদ্দীপ্ত হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সুনাম বৃদ্ধি পাবে। এভাবে, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।
লিখেছেন - Kamrul Hossain
হত্যা করে গরু কুরবানী করছেন না তো?
বাতিল হয়ে যেতে পারে কুরবানী❗
ঈদের নামাজের নিয়ম জেনে নিন
🚀 Introducing Kazi Translator - A language translator app 🚀
⭐ Features:
• Text translation into over 100 languages
• Translation History is automatically saved for later
• Star and save your important translations from translation history for later
• Easily view your saved translations by clicking the Saved button
• You can Clear History and Saved items from Settings
🔗App Link: https://play.google.com/store/apps/details?id=com.techhelpbd.kazitranslator
আসসালামু আলাইকুম।
আপনাদের কারো যদি ফেসবুকের এই টাইপের কোন প্রকার সমস্যা থাকে সে ক্ষেত্রে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের স্পেশাল টিম থেকে আপনাকে বিশেষভাবে সাপোর্ট দেয়া হবে এবং সম্পূর্ণ 100% নিরাপদ ভাবে!
ধন্যবাদ সাথে থাকুন!
Domain কেনার আগে যেসব বিষয় চেক করে নিবেন
-
ডোমেইন এর History চেক
আপনার পূর্বে কেউ ডোমেইনটি কিনেছিলো কি না? কিনলে সেটি কতদিন ব্যবহার হয়েছে? কতবার কেনা হয়েছে ইত্যাদি বিষয় অবশ্যই চেক করে নিবেন।
✳️ History Check:
https://whoisrequest.com/history
আর্কাইভ চেক
পূর্বে যদি কেউ ডোমেইনটি কিনে থাকে, তাহলে কি কাজে ব্যবহার করেছে সেটি চেক করে নিন। যদি খারাপ কোন কাজে এর আগে ডোমেইনটি ব্যবহার হয়ে থাকে, তাহলে ওই ডোমেইন কেনা থেকে বিরত থাকুন।
✳️ Archive Check:
https://archive.org
ফেসবুক ব্লক চেক
যে ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন সেটি ফেসবুকে ব্লক আছে কিনা, যাচাই করে নিন। ফেসবুকে ব্লক থাকলে ওই ডোমেইনের কোন কনটেন্ট ফেসবুকে শেয়ার দেওয়া যাবেনা তাই এটি চেক করা জরুরী।
✳️ Facebook Block Check:
https://developers.facebook.com/tools/debug
এডসেন্স ব্লক
ডোমেইন টি গুগল এডসেন্সে ব্লক আছে কিনা তা যাচাই করে নিন। যদি ব্লক থাকে তাহলে সেই ডোমেইন দিয়ে এডসেন্স এপ্রুভাল পাবেন না।
✳️ Adsense Block Checker:
https://adsensechecker.com
ট্রেডমার্ক চেক
ডোমেইনটি কোন কোম্পানীর কপিরাইট বা ট্রেডমার্ক করা আছে কিনা যাচাই করে নিন। যদি ট্রেডমার্ক করা থাকে তাহলে ওই ডোমেইন রেজিষ্ট্রেশন করা বিরত থাকুন।
✳️ Trademark Check:
https://trademark-search.marcaria.com/en
DMCA চেক
যে ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন তার অবশ্যই DMCA চেক করে নিবেন। যদি ডোমেইনে কোন DMCA প্যানাল্টি থাকে তাহলে ওই ডোমেইন কেনা যাবে না।
✳️ DMCA Check:
https://lumendatabase.org
ডোমেইনের SPAM SCORE চেক
যে ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন তার অবশ্যই Spam Score চেক করে নিবেন। যদি ডোমেইনের Spam Score high থাকে তাহলে ঐ ডোমেইন না নেওয়াই ভালো
✳️ Spam Score Check:
https://www.dapachecker.org/spam-score-checker
-
শেষকথা
উপরোক্ত বিষয়গুলো থাকলে যে ডোমেইন কেনাই যাবেনা এমনটা না, এগুলো কমবেশি সব ডোমেইনেই কিছু না কিছু থাকবে। তবে এগুলো যত বেশি হবে ততই আপনার এগুলো ঠিক করতে গিয়ে এর পিছনে অর্থ অথবা সময় ব্যয় করতে হবে
ডোমেইন এর নামটা matter করে, নাম সুন্দর হলে এসব বিষয়ে Sacrifice করা যায় তবে Ranking এ প্রবলেম হতে পারে
তাই যদি Alternative ভালো ডোমেইন থাকে তাহলে ঐটা নিয়ে নিতে পারেন
---
🌟 ডোমেইন হোস্টিং রিলেটেড টিপস, টিউটোরিয়াল এবং অফার পেতে জয়েন করুন আমাদের Domain Hosting Help BD ফেসবুক গ্রুপে
Cloudflare কি? কেন এটি ব্যবহার করবেন?
---
Cloudflare হচ্ছে একটি মার্কিন কোম্পানি যা ফ্রিতেই Web Performance ও Security Service প্রদান করে। এটির একটি বিশ্বব্যাপী কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) রয়েছে এবং এটি DDOS অ্যাটাক প্রতিরোধ করে আপনার ওয়েবসাইটকে সুরক্ষিত রাখে ।
কি কি সুবিধা পাবেন যদি আপনি Cloudflare ব্যবহার করেন?
১। আপনার সাইটের Security বৃদ্ধি হবে।
২। ফ্রিতেই SSL Certificate ইনস্টল করার সুবিধা পাবেন। যার মেয়াদ আজীবন পর্যন্ত।
৩। আপনার সাইটের Bandwidth কম খরচ হবে।
৪। আপনার সাইট ফাস্ট হবে।
৫। আপনার সাইট DDOS Attack থেকে মুক্তি পাবে।
৬। আপনার ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে বিস্তারিত Analytics & Logs পাবেন
৭। Cloudflare এর Bot Fight Mode অন করে বিভিন্ন প্রকার খারাপ বটগুলো থেকে আপনার সাইটকে সুরক্ষিত রাখতে পারবেন
৮। কোন কোন দেশ থেকে কি পরিমাণ ভিজিটর আসছে সেটাও দেখতে পারবেন
৯। চাইলে যেকোন ইউজারকে তার ip Address এর মাধ্যমে ব্লক করে দিতে পারবেন
১০। আপনার হোস্টিং সার্ভার ডাউন থাকলেও আপনার সাইট অনলাইন থাকবে।
---
🌟 ডোমেইন হোস্টিং রিলেটেড টিপস, টিউটোরিয়াল এবং অফার পেতে জয়েন করুন আমাদের Domain Hosting Help BD ফেসবুক গ্রুপে
🚀 Introducing GitDown - Github Folder Downloader 🚀
Github থেকে একটা Repository সহজেই Download করা যায় কিন্তু একটা Single Folder ডাউনলোড করার অপশন Github এ নেই ।
GitDown ব্যবহার করে আপনি খুব সহজেই Github Repository এর যেকোন Folder ডাউনলোড করে নিতে পারবেন।
1. প্রথমেই চলে যান এই লিংকেঃ https://techhelpbd.com/gitdown
2. তারপর আপনার Github Repository Folder এর লিংক Paste করুন
3. Zip ফাইল রেডি হওয়ার জন্য অপেক্ষা করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে Download করে নিন
ফেসবুকে বা মেসেঞ্জারে এবার মেসেজ Seen করলেও কেউ বুঝতে পারবেনা | Messenger New Feature
❒ বিস্তারিতঃ https://techhelpbd.com/ফেসবুকে-বা-মেসেঞ্জারে-এবার-মেসেজ-seen-করলেও-কেউ-বুঝতে-পারবেনা
Instagram Connected থাকার কারণে ফেসবুক একাউন্ট Suspend হচ্ছে❗
কি করবেন এখন?
❒ Video Link: https://youtu.be/Hwq6fNJuXWc
আগামীকাল রবিবার (২৬-ই নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
HSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে।
১) অনলাইনে
২) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
১)== অনলাইন এ রেজাল্ট দেখার নিয়ম..!
নিচের দুইটি ওয়েবসাইট থেকে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন:
LINK-1 ==> http://www.educationboardresults.gov.bd
LINK-2 ==> https://www.eboardresults.com/v2/home
২)== মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম..!
সে কোনো অপারেটর মোবাইল ফোনের মেসেজ অপশন এ গিয়ে লেখবেন HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণঃ HSC DHA 641322 2023
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে
উদাহরণঃ HSC MAD 641322 2023
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণঃ HSC TEC 641322 2023
ওয়েব ডেভেলপারদের জন্য চলে আসলো Vercel এর Develop করা AI UI Generator❗
(অনেকটা Elementor এর মতো)
How to Download YouTube Playlist in One Click Using FDM from PC
নিয়ে নিন Harvard MIT এর মতো বড় বড় প্রতিষ্ঠানের সকল ফ্রি কোর্স একসাথে❗
আজকে আমি আপনাদের সাথে edX এর সকল ফ্রি কোর্সগুলো শেয়ার করতে যাচ্ছি যেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT), ইয়েল বিশ্ববিদ্যালয়ের মতো নামীদামি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গুগল,মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কারিগরি কোর্স করার সুযোগ রয়েছে।
আপনার ফ্রি টাইমগুলোতে সময় নষ্ট না করে এই কোর্সগুলির মাধ্যমে দক্ষতা অর্জন করলে জীবনযুদ্ধে নিজেকে সবার থেকে একধাপ এগিয়ে রাখতে পারবেন।
🌐ফ্রি সবগুলো কোর্স একসাথে পেতে চলে যান এই লিংকে=>https://www.edx.org/school/edx
সাইটে যাওয়ার পর Account Create করে নিবেন তারপর যে কোর্সটা করতে ইচ্ছে হবে Enroll করে শুরু করে দিন।
যদিও স্ক্রিনশটে মাত্র কয়েকটা কোর্স দেখা যাচ্ছে এরকম শত শত কোর্স পেয়ে যাবেন।
---
🌟Join Our Facebook Group For More: Tech Help BD
Harvard ইউনিভার্সিটি; পৃথিবীর বেস্ট ইউনিভার্সিটি থেকে পৃথিবীর বেস্ট প্রফেসরের কাছ থেকে কম্পিউটার সায়েন্স শিখার সময় এসে গেছে।
এই বছরের CS50 (Intro level computer science class) লাইভে করতে পারবেন। যদি আগামী ২-৩ মাস ফ্রি থাকেন, তাহলে ফ্রি-তে রেজিস্টার করে ফেলেন।
এখন এইটা লাইভ না করলে, এই কোর্সটা আগামী জানুয়ারীর ১ তারিখে ইউটিউবে এক্সেস পাবেন। এই বছর এই কোর্সে Artificial Intelligence ও যোগ করেছে, তাই এইবারের টা অনেক স্পেশাল।
🌐Apply Link: https://cs50.ly/watch
তাছাড়া Live ভিডিও তে Participate করার সময় না হলে Recorded ভিডিওগুলোও ফ্রিতে Access করা যাবে তাদের অফিশিয়াল website থেকে=>https://www.edx.org/learn/computer-science/harvard-university-cs50-s-introduction-to-computer-science?utm_medium=partner-marketing&utm_source=referral&utm_campaign=harvard&utm_content=HO-Website
---
🌟Join Our Facebook Group: Tech Help BD
Download করে নিন Remini Alternative App SnapEdit এবং যে কোন ছবির Object Remove বা Enhance করে নিন ফ্রিতেই!
🔗Download Link: https://t.me/TechHelpBangladesh/70192
---
🌟Join Our Facebook Group: Tech Help BD
Alpha Maniac ❤️🔥
🌟Join Our Facebook Group: Tech Help BD
আসাদ নূর (আল্লাহ তাকে হেদায়ত দান করুন)
তাকে ডালপালা মেলে বড় হতে দিয়েছি আমরাই। আমরাই তার ভিডিও দেখে ভিউ বাড়াচ্ছি। "আবার কি বলে" ভেবে তাকে ফলো দিয়ে রাখছি। কিছু বললে সেখানে গালি দিচ্ছি, হুমকি দিচ্ছি, Angry React করছি। এটা আমাদেরই নির্বুদ্ধিতা।
আপনি তার ভিডিও দেখা, পোস্টে কমেন্ট করা, রিয়েক্ট দেয়া বন্ধ করে দিন। দেখবেন তার কথা এমনিতেই বন্ধ হয়ে যাবে। সে চায় তার রিচ, আমরা তাকে সেটা দিচ্ছি। এই রিচ দেয়া বন্ধ করে দিলেই তার উড়াউড়ি শেষ।
তার পোস্টে যারা হুমকি দিয়ে আসছেন তারা সেগুলো ডিলেট করে দিন। আপনাদের করা কমেন্ট বা ইনবক্সের গালি সে ডক্যুমেন্ট হিসাবে দেখিয়ে "বাংলাদেশে তার প্রাণ নাশের আশংকা আছে" এই মর্মে USA থেকে পার্মানেন্ট রেসিডেন্সি অথবা নাগরিকত্বের আবেদন করার জন্য দৌড়াচ্ছে না তার কি গ্যারান্টি? আমার কেন যেন মনে হয় এই জন্যই সে এমন নোংরা কাজ করছে।
তাই তাকে একা লাফাতে দিন। সেদিকে নজরই দিয়েন না। এক সময় ক্লান্ত হয়ে একাই চুপসে যাবে।
আবারো বলছি সবার আগে তাকে আনফলো করুন, তারপরও কিছু করতে মন চাইলে রিপোর্ট করুন অথবা তার ভিডিও যদি বারবার আপনার সামনে আসে ব্লক করুন।
কিন্তু বোকার মতো লাইক, কমেন্ট, শেয়ার করে রিচ দিবেন না।
অবশেষে অ্যান্ড্রয়েডের জন্যও হাজির ChatGPT App!
🔗Pre-register Now: https://play.google.com/store/apps/details?id=com.openai.chatgpt
---
🌟Join Our Facebook Group: Tech Help BD
অনেকেই হয়তো একা একা খেলছেন বা খেলার জন্য টিমমেট পাচ্ছেন না তারা চাইলে আমাদের Mobile Legends গ্রুপে জয়েন করতে পারেন
একসাথে খেললে এবং গ্রুপে Discussion করলে Experienced প্লেয়ারদের থেকে অনেক কিছু জানা যাবে
1. Go to groups section
2. Enter Group Code 4657466 or Write Tech Help BD
3. Then Search and Join
ভবিষ্যতে গ্রুপ মেম্বারদের নিয়ে বিভিন্ন Tournament এবং Meetup হতে পারে
---
🌟Join Our Facebook Group: Tech Help BD
Facebook Content Creator যারা আছেন এখান থেকে Copyright Free মিউজিক Use করতে পারেন=>https://facebook.com/sound
YouTube Studio এর মতো এখানকার মিউজিকগুলো 100% কপিরাইট ফ্রি এবং এগুলো ইউজ করলে পরবর্তীতে Monetization রিলেটেড ঝামেলায় পড়তে হবেনা
বিঃ দ্রঃ এগুলো শুধুমাত্র Facebook, Instagram সহ Meta এর অন্যান্য Product এর জন্য Copyright Free
এগুলো আবার YouTube ভিডিওর জন্য ইউজ করতে গেলে কপিরাইট আসতে পারে কারণ ইউটিউব Google এর Product মেটার না।
📛নিউজ📛
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানের নামে আগামী ১ মাসের মধ্যে ওয়েবসাইট খোলার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বি.দ্রঃ ডোমেইন এবং হোস্টিং এর বিষয় বা BTCL থেকে ডোমেইন buy করার বিষয় যদি কোন প্রতিষ্ঠানের কোন হেল্প প্রয়জন হয়। অবশ্যই যোগাযোগ করবেন, সম্পূর্ণভাবে ফ্রিতে হেল্প করা হবে।
বিদেশ থেকে যেভাবে বিকাশ একাউন্ট খুলবেন এবং ব্যবহার করবেন জেনে নিন বিস্তারিত!
এবার কোন ঝামেলা ছাড়াই সরাসরি আপনার বিকাশ একাউন্ট থেকে দেশে আপনার প্রিয়জনদের কাছে টাকা পাঠাতে পারবেন 😊
স্ক্রিনশটগুলো ফলো করুন
---
🌟Join Our Facebook Group: Tech Help BD
Tech Help BD পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা 🌙
🎨 Designer: Faiyad Bhuiyan
হত্যা করে গরু কুরবানী করছেন না তো?
বাতিল হয়ে যেতে পারে কুরবানী❗
আগামীকাল রোজ বুধবার (৯ জিলহজ) ফজর নামাজ হতে রবিবার আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবীর পড়া ওয়াজিবঃ
আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার, লা- ইলাহা ইল্লাল্ল-হু, ওয়াল্ল-হু আকবার, আল্ল-হু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
আরাফার রোজা কত তারিখ?
৮ জিলহজ, না ৯ জিলহজ?
Facebook New Update❗
এখন থেকে Low-quality, Unoriginal এবং Sensitive Content আপনার নিউজ ফিড থেকে বন্ধ করতে পারবেন
যাদের চুল, নখ, মোচ কাটার আজকেই কেটে ফেলুন।
জিলহজের চাঁদ উঠলে কিন্তু আর কাটা যাবে না...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Cumilla
3500