Sraboni Rahman

Sraboni Rahman

hi, i am sraboni rahmam.i am a vlogger, i have a youtube channel please follow me to get my videos E

13/02/2023

সম্পর্কে 2টা জিনিষ খুব important 🙂❤️
1. understanding
2. sacrifice
যেখানে একে অপরকে বুঝতে ই পারে না...&স্বার্থ ছাড়া কেউ কারো জন্য ত্যাগ করতে জানে না আসলে সেটা কোনো সুস্থ সুন্দর সম্পর্ক ই না🥀

12/02/2023

ছবি টা দেখে, আপনি কি ভাবছেন...❓ ছবির জিনিসগুলো প্রথমে ভালো করে দেখুন...❗

এখন আপনি বলবেন... এইগুলো হলো ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলেট!

অথচ সত্যটা একদমই আলাদা.... !

যাকে আপনি ভাবছেন.... ফ্রেঞ্চ ফ্রাই বা আলু তা আসলে আপেল....❗

এবং অমলেট এটা ডিমের কুসুম নয়, এটা পীচফল..❗ আর ডিমের সাদা অংশ যা আসলে, দই❗

এজন্যই সর্তক থাকুন কোন খবর শুনেই / কারোর মুখের কথায় বিশ্বাস করবেন না বা এমন কিছু বলবেন না যা আপনি নিশ্চিত নন..... !

এমন ভুল আমরা সবাই প্রতিনিয়ত করে থাকি!!!

তাই এখন আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।এবং কোন বিষয় ভালোভাবে না যেনে তা নিয়ে সমলোচনা করা / বিশ্বাস করা যাবে না।

---- অন্তর্জাল থেকে সংগৃহীত।

09/02/2023
01/02/2023

বিখ্যাত অভিনেতা জিম ক্যারি তখন তাঁর ক্যারিয়ারে খুব স্ট্রাগল করছিলেন। কোনমতে খেয়ে পরে আছেন। এর মধ্যে তিনি একটা কাজ করলেন। ১৯৮৫ সালে তিনি নিজের নামে একটা চেক লিখলেন, ১০ মিলিয়ন ডলারের। তারিখ দিলেন ১০ বছর পরে।

এরপর প্রতিদিন ঐ চেক তাঁর মানিব্যাগ থেকে বের করে দেখতেন। বিশ্বাস করতেন এটা সত্যি হবে। আর এটা সত্যি করার জন্য উনি প্রতিদিন কাজ করে গেছেন একাগ্রতার সাথে।

১৯৯৫ এর নভেম্বরে যখন “ডাম্ব অ্যান্ড ডাম্বার” মুভির জন্য জিম ক্যারি তাঁর পারিশ্রমিক বুঝে পেলেন, সেই চেকটি কত টাকার ছিলো জানেন?
১০ মিলিয়ন ডলার।

কনফিডেন্স, লেগে থাকা, সেলফ বিলিভ- সেলফ রেস্পেক্ট মানুষকে কোথায়ই না নিয়ে যায় ...

30/01/2023

মোবাইলের প্যাটার্ন টা যদি কখনো চেঞ্জ করেন তাহলে দেখবেন প্রথম কিছুদিন খোলার সময় নিজের অজান্তেই আগের প্যাটার্নটা দিয়ে ফেলবেন। আর মোবাইল আপনাকে দেখাবে "Wrong pattern, try again"

আমাদের জীবনটাও মূলত তেমনি। জীবনে কিছু পরিবর্তন আনলে, কাউকে ছাড়া বাঁচতে শিখলে, প্রথম প্রথম সবাই ই একটু হোঁচট খায়। কিন্তু জীবন তখন আমাদেরকে দেখায়

"Wrong step, try again"। যার অর্থ হচ্ছে প্রিয় কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, তবে অসম্ভব কিছু নয়। শুধু সহ্য করে এগিয়ে যান..!!

© শেষ হাসি

26/08/2022

চিপস খাওয়া থেকে সাবধানঃ☠️

কথায় আছে- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।
গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে। আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেয়া হয় দুইটি কারনে-
১. বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়।
২. নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে।
আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।।

বাচ্চারা কাঁন্দে, তাই তাঁর হাতে চিপস দিলেন। বাচ্চা ঠান্ডা! কিন্তু এইটা দিয়ে যে বাচ্চার ভবিষ্যত শেষ করে দিলেন । সেটা থেকে যায় অজানায়। ১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে। মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।। যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে।

আসুন জেনে নেই - এই চিপস কিভাবে সব পাল্টায় দিলো। বাংলাদেশের ৩০ বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।। আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে। এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে। যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম। এতো প্রেশার কই থেকে আসল দেশে। আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে?

আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না। মনোসোডিয়াম গ্লুটামেট, বা টেস্টিং সল্ট। খাইতে খুব মজা লাগে। কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে। এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে।
সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে। শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার। চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে। সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে। সাথে বাড়ে চর্বিও। সেই চর্বি জমা হয় রক্তনালীতে। রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক। আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত (Ischemic stroke).. আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে। তাতে হবে Hemorrhagic stroke... হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি।

এক সময় ধরা পড়ে ডায়াবেটিস। এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর!

16/08/2022

Amar choto abbo ta❤️❤️❤️

Want your business to be the top-listed Media Company in Debidwar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মোবাইলের প্যাটার্ন টা যদি কখনো চেঞ্জ করেন তাহলে দেখবেন প্রথম কিছুদিন খোলার সময় নিজের অজান্তেই আগের প্যাটার্নটা দিয়ে ফে...
Amar choto abbo ta❤️❤️❤️

Category

Website

Address

Debidwer
Debidwar
3530