M. A. Sayed

M. A. Sayed

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M. A. Sayed, Musician/Band, Lakshya Jatrabari, Dhaka Division.

19/10/2022
Photos from M. A. Sayed's post 19/10/2022

আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ এর গর্ব আবু রাহাত কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছে 🥰❤️

18/10/2022

এ সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন বাট কথাগুলো অনেক হাস্যকর আমার মনে হইতেছে আপনাদের মতে কি 🤔🤔🤔🤔

18/10/2022

ভালোবাসতে হলে এভাবে সারা জীবনের মতো ভালোবাসতে হবে কোন অযুহাতের কারণে মাঝ পথে ছেড়ে দিয়ে চলে যাবে না।

18/10/2022

আমি নিজেকে নিজের মতো করে রাঙ্গিয়ে তুলবো কারণ পৃথিবীতে স্বার্থপর ছাড়া কিছুই হয় না।

18/10/2022

দুনিয়ায় এত সহজ না রে ভাই তাই সময় থাকতে নিজেকে গরিয়ে তোলো নতুবা সময় ফুরালে আফসোস করে কোন লাভই হবে না 🤗🤗🤗🤗

18/10/2022

যে সম্পর্কে অবহেলা বেড়েই চলে সে সম্পর্ক থাকার চেয়ে না থাকা অনেকই ভালো !! কারণ অবহেলা শুধু যন্ত্রণাদায়ক কষ্ট দিতে পারে আর কিছু না।

18/10/2022

পৃথিবীতে বাঁচতে হলে সিংহের মতোই করে বাঁচবো! প্রেম করে ছ্যাকা খেয়ে বিড়ালের মত হয়ে বাঁচবো না।

17/10/2022

আমরা সেই সকল মানুষের সাথেই ঝড়ে যায় ! যারা নিজের খুশির জন্য অন্যের খুশি কেড়ে নিতে পারে,,

17/10/2022

নিজেকে ভালবাসতে শেখো দেখবে সবকিছুই আপনা আপনি ঠিক হয়ে যাবে আজকে তুমি অন্য জনের আপনজন হতেও পারো হয়তো বা সে কালকে তোমার কেউ হবে না কিন্তু তুমি তোমারই থাকবে তাই নিজেকে ভালবাসতে শিখো।।।

17/10/2022

প্রতিটা ভালোবাসারই মাঝে এমন একটি চাওয়া পাওয়া থাকে যে তারা এমনই ভাবে তাদের সংসার কে গড়িয়ে তুলবে বাট কয়জনেরই বা এমনটা হয় নিজের আপন মানুষকে কাছে পায়?? 🤔🤔🤔🤔

17/10/2022

মানুষ একাকীত্ব তখনই অনুভব করে যখন তার আপনজন তাকে এমনভাবে কাঁদিয়ে চলে যায় যা সে কখনো কল্পনাও করতে পারেনি । এটাই মনে হয় প্রকৃতির নিয়ম 🤔🤔🤔

17/10/2022

=_=ভালোবাসার প্রথম দিকে এভাবে একে অন্যজনকে আকড়ে ধরে থাকে বাট শেষ পর্যন্ত কয়জনেই বা ধরে থাকতে পারে এভাবে

17/10/2022

হায়রে দুনিয়া আমি যার জন্য পাগল সে হয়তো অন্য কারো জন্য পাগল এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। আপনাদের মতে কি??🤔🤔🤔🤔

17/10/2022

জীবনে চলার পথে যে তোমার হাতকে শক্ত করে আকড়িয়ে ধরবে ভেবে নিবে সেই আপনজন !! এছাড়া তুমি যাকে আপন ভাববে সে হয়তো তোমার নাও হতে পারে . এটাই প্রকৃতির নিয়ম,,💝💝💝🤗(๑♡sayed♡๑)

05/10/2022

___🐰✨🔐___
"মানুষ তোমাকে ভূলে যাবে এটাই স্বাভাবিক-"!!🙂🌼

𝗜𝘁'𝘀 𝗡𝗼𝗿𝗺𝗮𝗹 𝗧𝗵𝗮𝘁 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲 𝘄𝗶𝗹𝗹 𝗳𝗼𝗿𝗴𝗲𝘁 𝘆𝗼𝘂___"!!🙂🌼🍒
___🍓✨___💚🥀❥অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ༎❞᭄
❞🥰🌺- শুধু ব্যবহারই যথেষ্ট💚❥

05/10/2022

মক্কার এখনকার দৃশ্য এটি! 😍

আল্লাহ আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করে নিক, আমিন! ❤️

05/10/2022

রিউমারঃ-
আগামি জুলাইয়ে বার্সায় ফিরবেন লিও মেসি!
যদিও গুঞ্জন তবে ভারুমাগুনাথিয়া মেয়েটিকে বিশ্বাস করাই যায়! কেননা মেসির ফ্যামিলির সাথে সব চেয় ঘনিষ্ট সাংবাদিক দের একজন তিনি!

আমরা মুখিয়ে আছি মেসিকে আবারও বার্সার জার্সিতে দেখার জন্য🥰

তবে হ্যা বিশ্বকাপ নিয়ে ভয় হয়! যদি ভাগ্য না হয়, আর অভিমানে ফুটবল ছেড়ে দেন😓 তবে আর আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে!😓

04/10/2022

➠➠ খেলাইফি মেসির হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড এবং গায়ে ১০ নাম্বার জার্সি দেখতে চান।
এর মাধ্যমে খেলাইফি দর্শকদের মুখ বন্ধ করতে চায় এবং মেসিকে আরো সম্মানিত করতে চায়।
কারণ এর আগের সিজনে স্টেডিয়ামে যতবার দর্শকরা ❝বু❞ দিয়েছিলো সব খেলাইফিকে দিয়েছিল।
আর খেলাইফিকে ❝বু❞ দেওয়ার কারণ মেসিকে ক্যাপ্টেন্সির দায়িত্ব এবং দশ নাম্বার জার্সি না দেওয়া ।

সোর্সঃ- AFA sports Argentina.

আশা করি সব ঠিক থাকলে আগামী ম্যাচ থেকে ওস্তাদে আযমকে সেই চিরচেনা রূপে দেখা যাবে…🔥🥰

04/10/2022

ইনশাআল্লাহ কাতার বিশ্বকাপ মাঠ কাঁপাবে আর্জেন্টিনা গ্যাং ইস্টার🇦🇷

Photos from M. A. Sayed's post 03/10/2022

রাস্তা ছাড়েন প্লিজ। কই যাইবেন মিস?
ঔষুধ আনতে ভাই। আজ তোরেই চাই।
দোষটা কি আমার? তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ! এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা'টা বাসায়। আমার কি আসে যায়?
মানুষ ডাকবো কিন্তু৷ এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম! চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার। মিটাই আশা একবার।
নাইরে তোর মা-বোন। চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই, আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও,বাঁচাও,বাঁচাও। চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জানোয়ারটা পৈশাচিক আনন্দ মেতে ওঠে।অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক।একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে।তারপর মেয়েটা গোঙ্গাতে গোঙ্গাতে বলতে লাগলো,

একটু পানি যদি পাই, হারামজাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস। কিছুক্ষন পর হবি লাশ!
জীবনটা দেন ভীক্ষা। পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাব ঘটনা সব। জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু। শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন। ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ! এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ ;
ধর্ষক বেঁচে যায়,ধর্ষণ করে যায় এর নাম বাংলাদেশ।
ধর্ষণ
Collected

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka Division?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এ সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন বাট কথাগুলো অনেক হাস্যকর আমার মনে হইতেছে আপনাদের মতে কি 🤔🤔🤔🤔

Category

Website

Address

Lakshya Jatrabari
Dhaka Division