MD ABDUL KADIR

MD ABDUL KADIR

আসসালামু আলাইকুম,���
আমাদের পেইজে আপ

10/08/2023

দশম শ্রেণির বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নোত্ত।
মো. আব্দুল কাদির
সহকারী শিক্ষক
জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়।
উত্তর-- "শ" বর্ণ

১. শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তি, কোন শক্তি হিসেবে মুক্ত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে?
ক. গতিশক্তি
খ. যান্ত্রিক শক্তি
গ. বিভব শক্তি
শ. তাপ শক্তি

২. খাদ্যের কোন উপাদানটি বর্ণহীন ও গন্ধহীন?
ক. আমিষ
খ. স্নেহ
শ. শর্করা
ঘ. ভিটামিন

৩. জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
ক. আত্তীকরণ
শ. পরিপাক
গ. শ্বসন
ঘ. প্রস্বেদন

৪. কোনটির মিষ্টতা চিনির তুলনায় কম?
ক. ফ্র–ক্টোজ
খ. গ্যালাকটোজ
শ. গ্লুকোজ
ঘ. পেনটোজ

৫. যকৃতে শর্করা কীরূপে থাকে?
ক. শ্বেতসার
খ. সেলুলোজ
গ. ফ্র–কটোজ
শ. গ্লাইকোজেন

৬. কোনটি কোষ্ঠকাঠিন্য দূর করে?
ক. মলটোজ
খ. লেকটোজ
গ. গ্লুকোজ
শ. সেলুলোজ

৭. অতিরিক্ত শর্করা গ্রহণে কোন রোগটি দেখা দিতে পারে?
শ. বহুমূত্র
খ. গলগণ্ড
গ. বেরিবেরি
ঘ. অ্যানিমিয়া

৮. কোনটি উদ্ভিজ্জ আমিষের উদাহরণ?
ক. নারকেল
খ. আটা
গ. সরিষা
শ. মটরশুঁটি

৯. আমিষ দেহে পরিপাক হওয়ার পর কিসে পরিণত হয়?
শ. অ্যামাইনো এসিডে
খ. ফ্যাটি এসিডে
গ. ফসফোরিক এসিডে
ঘ. নাইট্রিক এসিডে

১০. প্রাণিদেহের গঠনে অপরিহার্য উপাদান হলো
শ. প্রোটিন
খ. শর্করা
গ. স্নেহ
ঘ. খাদ্যপ্রাণ

১১. আমিষের অভাবে কোন রোগটি হয়?
শ. ম্যারাসমাস
খ. কিটোসিস
গ. রিকেটস
ঘ. স্কার্ভি

১২. খাদ্যে কয় ধরনের ফ্যাটি এসিড পাওয়া যায়?
ক. প্রায় ১৫ ধরনের
শ. প্রায় ২০ ধরনের
গ. প্রায় ১৮ ধরনের
ঘ. প্রায় ২২ ধরনের

১৩. কোনটি প্রাণিজ স্নেহ?
ক. পাম
শ. পনির
গ. নারকেল
ঘ. তিসি

১৪. কোনটি দেহ থেকে তাপের অপচয় রোধ করে?
ক. শর্করা
খ. খনিজ লবণ
গ. প্রোটিন
শ. স্নেহ পদার্থ

১৫. ত্বকের মসৃণতা ও সজীবতা রক্ষাকারী উপাদান কোনটি?
ক. শর্করা
খ. প্রোটিন
গ. ভিটামিন
শ. স্নেহ

১৬. নিচের কোনটিকে জৈবিক প্রভাবক বলা হয়?
ক. শর্করা
শ. ভিটামিন
গ. আমিষ
ঘ. খনিজ লবণ

১৭. ক্যারোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে
ক. মাছ
খ. মাংস
গ. দুধ
শ. গাজর

১৮. দেহে রোগ সংক্রমণ প্রতিরোধকারী ভিটামিন কোনটি?
শ. ভিটামিন ‘A’
খ. ভিটামিন B12
গ. ভিটামিন ‘C’
ঘ. ভিটামিন ‘E’

১৯. ভিটামিন B কমপ্লেক্স বা B ভিটামিন সংখ্যায় কয়টি?
ক. ৮টি
খ. ১০টি
গ. ৯টি
শ. ১২টি

২০. ত্বক ও চোখের কর্নিয়াকে স্বাভাবিক ও সজীব রাখতে কোন ভিটামিন প্রয়োজন?
ক. ভিটামিন ‘B’
শ. ভিটামিন ‘A’
গ. ভিটামিন ‘C’
ঘ. ভিটামিন ‘D’

২১. ভিটামিন ‘A’ এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কোন রোগটি হয়ে থাকে?
ক. রাতকানা
শ. জেরপথল্যামিয়া
গ. অ্যানিমিয়া
ঘ. কোয়াশিয়রকর

২২. একমাত্র প্রাণিজ উৎস থেকে প্রাপ্ত ভিটামিন কোনটি?
ক. ভিটামিন ‘A’
খ. ভিটামিন ‘E’
গ. ভিটামিন ‘C’
শ. ভিটামিন ‘E’

২৩. কোনটি চর্বি জমা রোধ ও সুস্থ ত্বক বজায় রাখে?
ক. ভিটামিন ‘A’
খ. ভিটামিন ‘B’
গ. ভিটামিন ‘C’
শ. ভিটামিন ‘E’

২৪. থায়ামিনের (B1) অভাবজনিত রোগ কোনটি?
শ. বেরিবেরি
খ. মুখে ঘা
গ. চোখে ছানি পড়া
ঘ. চোখ দিয়ে পানি পড়া

২৫. দেহে নিকোটিনিক অ্যাসিডের অভাবে কোন রোগ হয়?
শ. পেলেগ্রা
খ. অ্যানিমিয়া
গ. রক্তশূন্যতা
ঘ. স্নায়ু দুর্বলতা

২৬. কোন ভিটামিনের অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়?
ক. নিয়াসিন
খ. পাইরিডক্সিন
গ. কোবালামিন
শ. রিবোফ্ল্যাভিন

২৭. কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ দেখা দেয়?
ক. নিয়াসিন
খ. পাইরিডক্সিন
শ. কোবালামিন
ঘ. থায়ামিন

২৮. কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়?
ক. ভিটামিন ‘A’
খ. ভিটামিন ‘C’
শ. পাইরিডক্সিন
ঘ. নিয়াসিন

২৯. ভিটামিন ‘C’ হলো
ক. ফলিক এসিড
খ. টারটারিক এসিড
গ. পাইরুভিক এসিড
শ. অ্যাসকরবিক এসিড

৩০. ভিটামিন ‘C’ এর উৎস
ক. ডিম
শ. আমলকি
গ. দুধ
ঘ. কলা

৩১. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কী রোগ হয়?
ক. নিউমোনিয়া
খ. রাত কানা
গ. ম্যারাসমাস
শ. রক্তশূন্যতা

৩২. ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি?
ক. পেলেগ্রা
খ. অ্যানিমিয়া
গ. এট্রোফি
শ. রিকেট

৩৩. কোন খনিজ পদার্থটির অভাবে রক্ত তঞ্চনে বিঘ্ন ঘটে?
শ. ক্যালসিয়াম
খ. পটাসিয়াম
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ফসফরাস

৩৪. দেহে অম্ল ও ক্ষারের সমতা নষ্ট হলে কোন রোগ সৃষ্টি হয়?
ক. ম্যারাসমাস
খ. কোয়াশিয়রকর
শ. এসিডোসিস
ঘ. রক্তশূন্যতা

৩৫. লবণের দ্রবণকে কী বলে?
শ. ব্রাইন
খ. ব্রেইন
গ. ক্রেইন
ঘ. ব্রাউন

৩৬. শরীরের পানি শতকরা কতভাগ কমলে সংজ্ঞা লোপ পায় এমনকি মৃত্যুও ঘটতে পারে?
ক. ২৫%
খ. ২০%
শ. ১০%
ঘ. ১৫%

৩৭. কত বছর পর্যন্ত মানব দেহের বৃদ্ধি ঘটে?
ক. ২৫-৩০ বছর
শ. ২০-২৪ বছর
গ. ১৮-২৫ বছর
ঘ. ২২-২৬ বছর

৩৮. শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য কোনটি?
শ. চাল, গুড়, গাম
খ. চাল, মাংস, ডিম
গ. দুধ, ডাল, মাছ
ঘ. মাংস, ডিম, আলু

৩৯. প্রতিদিন কী পরিমাণ আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত?
ক. ১০-২০ গ্রাম
খ. ১৫-২০ গ্রাম
গ. ১৫-২০ গ্রাম
শ. ২০-৩০ গ্রাম

৪০. সুষম খাদ্যের পিরামিডের শীর্ষে অবস্থান কোন খাদ্য উপাদানটির?
শ. স্নেহ
খ. প্রোটিন
গ. খাদ্যপ্রাণ
ঘ. শর্করা

৪১. ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
ক. আমিষ
শ. ভিটামিন ও খনিজ লবণ
গ. শর্করা
ঘ. স্নেহ

৪২. কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহার নিষিদ্ধ?
ক. ফ্রিজিং
খ. রেফ্রিজারেশন
শ. ফরমালিন
ঘ. চিনি ও লবণের দ্রবণ

৪৩. ফল পাকাতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হচ্ছে?
ক. পটাসিয়াম
শ. ক্যালসিয়াম কার্বাইড
গ. সোডিয়াম ফসফেট
ঘ. নাইট্রিক এসিড

৪৪. আম দ্রুত না পাকার জন্য গাছে কী স্প্রে করা হয়?
ক. ফরমালিন
খ. অ্যাসিটিলিন ইথানোল
শ. কালটার হরমোন
ঘ. ক্রোমিয়াম

৪৫. তামাকে কোন বিষাক্ত পদার্থটি উপস্থিত?
ক. থায়ামিন
খ. নিয়াসিন
গ. কোবালামিন
শ. নিকোটিন

৪৬. ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়?
ক. পোলিও
খ. আমাশয়
শ. ফুসফুসে ক্যান্সার
ঘ. জন্ডিস

৪৭. ফুসফুসে ক্যান্সার দেখা দেওয়ার কত দিনের মধ্যে রোগী মৃত্যুবরণ করে?
ক. ৮-১২ মাস
খ. ২-৫ বছর
গ. ৪ বছর
শ. ৫ বছর

৪৮. AIDS সর্বপ্রথম কোন দেশে চিহ্নিত হয়?
ক. ফ্রান্স
শ. আমেরিকা
গ. ভারত
ঘ. চীন

৪৯. AIDS রোগে দায়ী ভাইরাসটি হলো
ক. TMV
খ. MTV
গ. HTV
শ. HIV

৫০. দেহ মনকে সুস্থ ও সতেজ রাখতে মানুষের কমপক্ষে দৈনিক ঘুম প্রয়োজন
ক. ৪ ঘণ্টা
খ. ৫ ঘণ্টা
গ. ৭ ঘণ্টা
শ. ৬ ঘণ্টা

25/07/2023

আজানের দোয়া:

‘আল্লাহুম্মা রব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারজাতার রফিআতা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআত্তাহু; ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাতি, ইন্নাকা লা তুখলিফুল মিআদ।’

এ দোয়ার অর্থ:

হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বানের ও স্থায়ী প্রতিষ্ঠিত নামাজের আপনিই প্রভু। হজরত মুহাম্মদ (সা.)-কে ওয়াসিলা ও সুমহান মর্যাদা দান করুন এবং তাঁকে ওই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন আর কিয়ামতের দিন তাঁর সুপারিশ আমাদের নসিব করুন; নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।

06/07/2023

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান!!

06/07/2023
03/07/2023

তিতাস শাখা বেমালিয়া নদী।
জয়ধরকান্দি সরাইল।

28/06/2023

ত্যাগের মহিমায় কোরবানি দিব
মোরা মহান প্রতিপালকের তরে,
সঙ্গে যেন যায় সবার মনের
পশুত্বটা একেবারে মরে।

🕋'"'ঈদ মোবারক""🕋

28/06/2023

মানুষ ঠকিয়ে মানুষ সুখী হতে পারে না!

27/06/2023

হে কাবার মালিক আপনার ঘরে মেহমান হওয়ার তাওফিক দান করুন। আমিন🤲

Photos from MD ABDUL KADIR's post 15/06/2023

বিদায় বেলা!!
শুধু নিয়মের বেড়াজাল শেষ করতে হবে বলেই শেষ করা? প্রিয় ক্যাম্পাস, চেনা মুখগুলো রয়ে যাবে মণিকোঠায়। শিক্ষকদের স্নেহ-শাসন ও বন্ধুদের আড্ডাগুলো কখনো ভুলতেও চাই না?

রাষ্ট্রবিজ্ঞান সেশন- ২০১৭-১৮
সরাইল সরকারি কলেজ।

Photos from MD ABDUL KADIR's post 12/06/2023

জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয় নতুন শিক্ষা কারিকুলামে ষষ্ঠ শ্রেণির ইংরেজি ষাণ্মাসিক মূল্যায়ন চলাকালীন সময় তোলা ছবি।

Photos from MD ABDUL KADIR's post 11/06/2023

জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয় নতুন শিক্ষা কারিকুলামে সপ্তম শ্রেণীর গনিত ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলাকালীন তোলা ছবি।

08/06/2023

আমিন

07/06/2023

বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা।

তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে বৃহস্পতিবার (৮জুন) দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত এক চিঠি এ তথ্য জানানো হয়েছে।

21/05/2023

প্রিয় মানুষের গান।
গায়ক বন্ধু শাহজাহান আহমেদ সাজন। 💚🥀

21/05/2023

ব্যস্ততম শহর ব্রাহ্মণবাড়িয়া

20/05/2023

আলহামদুলিল্লাহ,
আমার বড় ভাই উমরাহ শেষে বাসায় ফিরছেন।

19/05/2023

ফুলের মত সুন্দর হোক সবার জীবন।

16/05/2023

নদী-মানুষ-জীবন নিয়ে লাইভ।

14/05/2023

NEW LOOK
Change is life!

08/05/2023

সময়ের সাথে মানুষের পরিবর্তন হওয়াটা স্বাভাবিক।🙄

08/05/2023

কেমন আছেন সবাই?

08/05/2023

প্রথম কাজের অভিজ্ঞতা ভালোই ছিল।

26/04/2023

চলে যাচ্ছি তোমার শহর ছেড়ে
আসবনা কোনদিন তোমারি তরে!

গল্প "বিদায় বেলা"/লেখক~(বইপাগল)

08/04/2023

অপাপ্তি জীবনের একটি অপরিহার্য অংশ এটা বাদ দিয়ে জীবন হয় না।

Videos (show all)

প্রিয় মানুষের গান। গায়ক বন্ধু শাহজাহান আহমেদ সাজন। 💚🥀
ব্যস্ততম শহর ব্রাহ্মণবাড়িয়া
নদী-মানুষ-জীবন নিয়ে লাইভ।
কেমন আছেন সবাই?
আবদুস সাত্তার ভূইয়া'র নির্বাচনি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন -আবদুস সাত্তার ভূইয়া
এইবার কাপ নিবে নেইমার! বলেন মাঠের ছোট রাখাল।
অভিনন্দন সৌদি আরব।🌷🌷
মার অসচেতনতার জন্য শিশুটি মা-রা যেতে পারতো!
বাড়ির পাশে মধুমতী- শিল্প  শাহজাহান আহমেদ সাজন।
বিদ্যুৎ যা পাওয়ার কথা তাও পাই না!ভাটি অঞ্চলের মানুষ!

Telephone