Ruman Media
i have a youtube chanel
আলেমদের ব্যাপারে রাসূল সাঃ এর সতর্কবানীও আলেমদের দিলে একটু ভয় আনতে পারে নাই, তাহলে সাধারন মানূষের চেয়ে আমাদের দিল কত শক্ত, আরে ভাই সাধারন মানূষ তো জাহান্নামের হাদীস শোনেই কেদে ফেলে আর আপনি হাদীস পড়লেও চোখে পানি আসে না, কত সতর্কবানী রাসূল দিয়ে গেছেন,
★দুনিয়ার মধ্যে স্রেষ্ট হচ্ছে উলামায়ে কেরাম, আবার নিকৃষ্টও হচ্ছে উলামায়ে কেরাম,
★জাহান্নামে সবার আগে প্রবেশ করলে উলামায়ে কেরাম করবে, জান্নাতেও তারাই আগে যাবে,
★ফেতনা আলেমদের থেকেই শুরু হবে আবার তাদের দিকেই ফিরে আসবে,
জান্নাতের কথা শোনে খুব খুশি হয়, গর্বে মন ভরে উঠে, কিন্তু জাহান্নামের কথায় একটও চিন্তিত হয় না, একটুও ঘাবরাই না,
অথচ ইমান হলো ভয় ও আশার নাম ৷الامان بين الخوف والرجاء
এমন একটা মূহুরতের কথা রাসূল সাঃ বলে গেছেন যে, এমন একটা সময় আসবে যে সময় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে কিন্তু ইমান নিয়ে বেচে থাকা সম্ভব হবে না, আমরা তো সেই সময় পার করতেছি, আল্লাহ হেফাজত করুন ৷আমিন
উলামায়ে কেরাম আজ সাধারন মানূষের কাছে হাসির পাত্র হয়ে গেছে , নেট দুনিয়ায় শুধু আলেমদের দন্দ্ব, কোন আল্লাহ আর কোন রাসূল কে খুশি করার জন্য আপনারা এমন করছেন, রাসূল কি কোনদিন বলেছিলো যে আমাকে মোহাব্বত করে কাউকে গালি দেওয়া, কাওকে কষ্ট দেওয়া তোমার জন্য জায়েয, আপনারা নবীর ওয়ারীস কিভাবে দাবি করেন ৷ আফসোস লাগে বর্তমান সময়ের ইসলামী আলোচকদের দিকে তাকালে, সাধারন মানূষ আজ তোমাদের কারনে ধ্বংস হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলতেছে তাদের সঠিক পথ, সাধারন হয়ে জন্ম নিয়ে কি তারা ভুল করেছিলো, এখনো সময় আছে দুনিয়ার সুনাম সুক্ষাতির পিছনে না পরে নিজেদের নিয়ত টা ঠিক করে নেই ৷ তাহলে দুনিয়া আখেরাত উভয় টাই সফল হবে ৷ وما توفقي الا با الله
একটা সময় এমন ছিলো যে, বন্ধুর সাথে ঝগড়া লাগলে শত্রুর সাথে মিলে গিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতো, তারা না হয় অবুঝ ছিলো, দ্বীনের কোন জ্ঞান তাদের ছিলো না, কিন্তু আলেম নাম দিয়ে সুন্নি থেকে ওয়াহাবী, ওয়াহাবী থেকে সুন্নি এটা কেমন আচরন, শয়তানও তো সঠিক পথের খবর জানতো আপনি মানূষ হয়ে কেনো জানেন না ৷ কেনো আপনার সঠিক পথ পেতে এতো সময় লাগে ৷
সাঈদী সাহেবের লাশ দাফনের সময়ের দৃশ্য ৷
অনেক কিছুই তো শোনেন, ছোট্র বাচ্চার মুখে সূরা ফাতেহা টা শোনে যান ৷ বায়তুস সালাম মাদ্রাসা, ঝগড়ারচর, শ্রীবর্দী, শেরপুর ৷
নিখোঁজের ১০ ঘণ্টা পর ১৬ বছরের এক যুবতীর লাশ উদ্ধার। ঘটনাটি ঘটেছে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা গ্রামে। দেখেন ভিডিওতে এবং সকলে শেয়ার করুন।
ইসলামপুরের এক বিক্ষুকের ট্রাংকে পাওয়া গেলো তার জমানো টাকা ৷
ব্যাংকের মেঝেতে টাকা ছিটিয়ে অভিনব কায়দায় টাকা চুরি ৷
কে এই মাফিয়া ডন ?
মিঠামইন হাওর নিকলী কিশোরগন্জ ৷
কিচ্ছা কাহিনী শোনার জন্য ডিগ্রিহীন বক্তাকে ইন্টারভিউ ছাড়া ১ লাখ টাকা দিয়ে দাওয়াত করে আনে।
আর মসজিদের ইমাম সাহেবের কাছে সার্টিফিকেট জমা নিয়ে ইন্টারভিউ এর মাধ্যমে ৮০০০ টাকা বেতনে বিষয়ভিত্তিক আলোচনা শুনতে চায়।
কপাল পোড়া এ জাতির সফলতা আসবে কীভাবে?
আমি আমার ক্ষুদ্র জীবনে যা দেখে আসছি_ বাংলাদেশের মুসলমানদের অবস্থা হলো__ ওয়াজের ময়দানে বক্তার উচ্চ কন্ঠের "হুংকার" আর আমাদের "ঠিক" শব্দের আওয়ায দ্বারা কাউকে ক্ষমতায় উঠাতে/নামাতে চাই__
ওয়াজের ময়দানে হুংকার দেখলে মনে হয়, যে বিষয়ে হুংকার দিচ্ছে, যেন আজকেই সেটা হাসিল করবে_ কিন্তু রাত গিয়ে সকাল হলে, সে তেজ আর থাকে না |
তবে হ্যাঁ_ হুংকারযে একেবারেই প্রয়োজন নাই এমন নয়, কারণ হুংকারও কখনো কখনো কাজে আসে__
স্বার্থক আমাদের তখনি হবে, যখন আমরা ময়দানের বক্তব্যের উপর আমল করব | কিন্তু আমাদের ময়দানে বসে "ঠিক" বলা পর্যন্ত ই শেষ |
যেটা পারবো না, কী দরকার_ ময়দানে সেটা বলে ময়দান গরম করার? দেখলামতো এ পর্যন্ত অনেক কিছুই , আজ বিধর্মীরা সু কৌশলে সব কিছুই হাসিল করে নিয়েছে, কথায় আছে, খালি কলসি বাজে বেশি,আসলে যারা কাজ করে তারা কখনও বলে বেড়ায় না, আপনি জানলে অবাক হবেন, শহরের কোন হোটেলে গরুর মাংস পাওয়া যায় না শুধু হিন্দুদের কারনে, কখনও কি শোনছিলেন যে তারা গরুর গোস্ত বিক্রি বন্ধে আন্দোলন করছে, বা কোন হুংকার দিছে, চিৎকার চেচামেচি সকল প্রানীই করতে পারে, কিন্তু বাস্তবমূখী কাজ কয়জন করতে পারে? তা ছাড়া আল্লামা মামূনুল হক হাফি… কারাবন্দীর আজ_ ২বছর ১মাস ২৬দিন হলো_ পারলাম না তাকে বের করতে | অথচ তার বক্তব্যে আমরা কত জোরে "ঠিক" বলে ময়দান গরম করেছি |
সব মিলিয়ে কথা হলো_ যে কোন একজনকে সর্বসম্মতিতে রাহবার মেনে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, হিংসা বিদ্ধেষ ভূলে গিয়ে আমাদের ঈমানী চেতনাকে বাড়িয়ে, ওয়াজের ময়দানের চেয়ে আমাদের রাজপথ কাঁপানো হলো সময়ের দাবী |
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Dhaka Division
Brahmanbari
Dhaka Division
💛গোনাহ থেকে বেচে থাকা সবচেয়ে বড় বুজুর্গী❤️
Alampur
Dhaka Division
Alhamdulillah. All is Well,.I do believe in the power of prayer.
Netrokona Sadar Upazila, Mymensingh Challisa
Dhaka Division
Nature is the best teacher�