জলপরী
welcome my page
মাঝে মাঝে আশেপাশের মানুষদের বিরক্ত করার জন্য হলেও শুকনা মরিচ ভাজা দরকার।
একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে 💚💜
🎞️ : হৃদয়ে হৃদয়
নিজের খারাপ সময়ে নিজেকে যদি মোটিভেট করতে পারেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবেনা।।
বন্ধু সে নয় -
যে আপনার খারাপ কাজেও সমর্থন দেবে;
বন্ধু হচ্ছে সে -
যে আপনার ভালর জন্য প্রয়োজনে আপনার সাথেও যুদ্ধ করবে!
যে নিজের ভাল বোঝে না, তাকে তার মতোন ছেড়ে দিন; নয়তো তার ভাল চাইতে গিয়ে একদিন আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন।
অনেক দিন খাই না ।
এমন একটা মূহুর্ত আমাদের ও হোক প্রিয় 😘🥀
চুপ থাকা প্রসঙ্গ:-
চুপ থাকা নিয়ে চমৎকার একটি মিশরীয় প্রবাদ আছে -
'কোলাহল যদি রূপার তৈরি হয়, নীরবতা তবে সোনার তৈরি!’
আরবী প্রবাদটাও অসাধারণ-
‘তুমি তখনি কথা বলো, যখন তা চুপ থাকার চেয়েও সুন্দর!’
চুপ থাকাকে কেন এতো গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ জিহ্বা দ্বারা সংশ্লিষ্ট গুনাহগুলো আমাদের ভালো আমলগুলোকেও নষ্ট করে দিচ্ছে। আমরা সারাদিনে যত কথা বলি, তার বেশিরভাগই অপ্রয়োজনীয়, মিথ্যাচার ও গিবতে পরিপূর্ণ। অথচ মুখ নিঃসৃত প্রতিটি শব্দই লিপিবদ্ধ হচ্ছে।
মহান আল্লাহ্ বলেন:
‘মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।’
(সূরা কাফ: ১৮)
হাশরের ময়দানে দেখা গেল আমাদের পূণ্যের চেয়ে পাপের পাল্লা ভারি। অবাক কান্ড! কখনো কারো ক্ষতি করিনি, কারো প্রতি অন্যায় করিনি, তারপরো এ অবস্থা কেন? তখন উত্তর আসবে, এগুলো তোমার মুখ নিঃসৃত পাপের ফল!
এজন্যই আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘অধিকাংশ মানুষ জিহ্বা দ্বারা সংঘটিত পাপের কারণে জাহান্নামে যাবে।’
(তিরমিযি: ১৬১৮)
তাহলে করণীয়? এর সমাধানও রাসূলুল্লাহ (সা.) দিয়ে গেছেন- ‘যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে।’
(মিশকাত)
□ জিহ্বা দ্বারা সৃষ্ট কবিরা গুনাহসমূহ;
▪︎১. মিথ্যা কথা বলা,
▪︎২. মিথ্যা সাক্ষ্য দেওয়া,
▪︎৩. মিথ্যা শপথ করা,
▪︎৪. গিবত করা,
▪︎৫. পরনিন্দা করা,
▪︎৬. অভিশাপ দেওয়া,
▪︎৭. খোঁটা দেওয়া,
▪︎৮. চোগলখোরি করা।
□ আমাদের কথা বলার নীতি যেমন হওয়া উচিত
▪︎১. কথা বলার আগে সালাম দেওয়া।
(সূরা নূর: ৬১)
▪︎২. সতর্কতার সঙ্গে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়)।
(সূরা ক্বফ: ১৮)
▪︎৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা।
(সূরা বাক্বারাহ: ৮৩; বুখারী:১৪১৩)
▪︎৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা।
(সূরা নূর: ৩; বুখারী: ৩৫৫৯)
▪︎৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা।
(সূরা লুকমান: ১৯, সূরা হুজুরাত: ২-৩)
▪︎৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা।
(সূরা নামল: ১২৫)
▪︎৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা।
(সূরা আহযাব: ৭১-৭২)
▪︎৮. গাধার মতো কর্কশ স্বরে কথা না বলা।
(সূরা লুকমান: ১৯; তিরমিযী: ৪৮৫৯)
▪︎৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা।
( সূরা হা-মীম সাজদাহ্: ৩৪)
▪︎১০. উত্তম কথায় দাওয়াত দেওয়া।
(সূরা হা- মীম সাজদাহ্: ৩৪)
▪︎১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (সূরা ছফ: ২)
▪︎১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা । (সূরা আরাফ: ১৯৯)
▪︎১৩. মেয়েরা পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। (সূরা আহযাব: ৩২)
▪︎১৪. ছেলেরা পরনারীর সঙ্গে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা।
▪︎১৫. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা।
(সূরা ফুরকান: ৬৩)
▪︎১৬. হাসি মুখে কথা বলা।
আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছি তো? নাকি জিহ্বাই আমাদের নিয়ন্ত্রণ করছে?
সম্পর্কের মূল্য দিতে শিখ প্রিয়🤗
মাসুদ
যাকে 'ভালো লাগে' তাকে সেটা বলে দেন! কথা চেপে রেখে কষ্ট পাওয়ার কোন মানে নাই। যাকে ভালো লাগে তাকে সাহস করে বলে দেন 'আপনাকে ভালো লাগে! আমার সাথে সারাদিন কথা বলা লাগবে না। আমার নিজের ও সারাদিন চ্যাট করতে ভাল্লাগেনা! আপনাকে আমি বিরক্ত ও করবো না। শুধু ভালো লাগার কথা টা জানাতে ইচ্ছে হয়েছিলো অনেক। আমার ভালো লাগার মানুষদের লিস্ট টা অনেক ছোট। আপনি সেই ছোট লিস্টের অনেক দামী মানুষ!❤️
কারও ভুল ধরিয়ে দেয়ার পর যখন সেটাকে শুধরে না নিয়ে বরং জাস্টিফাই করার চিন্তা করে, তখনই সে ব্যর্থতার প্রথম ধাপে প্রবেশ করে।
থেকে যাও না,
এত করে বলছি কেন বুঝছো না?
কোথাও না কোথাও তো তুমি থেকেই যাবে,
রয়ে যাবে কারোর মায়ায়।
থেকে যাওয় না— আমার কাছেই।
তুমি থেকে না গেলে আটকে রাখা যে বড় দায়।
তুমিতো জানো একটু বোকা আমি,
ভুল করে ফেলি শুধু শুধু ভুলেই।
হয়তো করি একটু বাহানা, খুনসুটি আর বাচ্চামি।
থেকে যাওয় না, খুঁজো না কারণ—
কী পেয়েছ কী বা আছে আর তোমাকে দেবার।
তবুও করছি বারণ যেওনা রেখে একা—
থেকে যাও না।
কাছে এসে বসো এই বুকে মাথা রাখো,
অনুভবে বুঝে নাও— কতটা আগলে রাখতে জানি।
চোখে চোখ রাখো আরও গভীরে পড়ে নাও চোখেরও ভাষা, কী বলে এই চোখ বুঝেও কেন বুঝছো না?
থেকে যাও না,
তুমি থেকে গেলে শুধরে নেব সব ভুল,
ছোট ছোট চাওয়ায় করবো না বায়না—
হয়ে যাবো শান্ত নদী বিরক্ত করবো না কখনো এমন।
থেকে যাও না, প্লিজ থেকে যাও।
© Adeel Parvez আদেল পারভেজ
#জলপরী #ভিডিও ি_হতো_বাবুই_পাখির_মত।
সারাদেশে তীব্র গরম, বিছানার সাথে পিঠ লাগালেও মনে হয় ওটাও গরম হয়ে আছে। সেইখানে এই মুহুর্তে চিটাগাং এ বৃষ্টি হয়ে সব ঠান্ডা হয়ে গেলো একদম। কি যে শান্তি লাগতেছে। আল্লাহর কাছে সবই '১ সেকেন্ড এর ব্যাপার!' ❤️
জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই !
#মারজুক #জলপরী
তুমি যদি আমার মাঝে
মানসিক শান্তি খুঁজে না পাও
দয়া করে আমায় একটু বলে দিও।
মিথ্যা অভিনয়ে থাকার চেয়ে-
হাসি মুখে বিদায় নেওয়া শ্রেয়।
লেখা: মাহবুব সরদার সবুজ #ভিডিও ি_হতো_বাবুই_পাখির_মত। #ভিডিও
🥰🥰
💝💝💝💝
কুষ্টিয়া সহ ১১টি জেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
অপুণ্যতা।
দূরত্ব কি ভালোবাসা বাড়ায়??
আজ কেউ নেই তাই ফুল ও দিতে পারি না।
কথা সত্য
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
1000
Nayapaltan
Dhaka
Regardless of Shaquie Ahmed's various contribution towards the music scenario of Bangladesh, he has brought before some amazing and soothing lyrics which has been instantly appreci...
Dhaka
The journey of being a RJ from 2007 to till 2016 will always amaze me. I will always cherish the mem
Dhaka
‘Hanif Sanket’ has been the popular name in every walk of life throughout the country
Dhaka
http://jobsdhaka.com [email protected] join JobsDhaka.com http://www.facebook.com/group.php?gid=105384333345