Mr.me
Nearby photography services
Chuadanga
Manikgonj
Savar
0123456789
Sirajganj
2648
Charmonpura Khunercor
Dhaka
Brahmanbaria Bijeswar
90
Patenga
Fultala Road
Dhaka, Jamalpur Sadar Upazila
Lalbag
1230
অকার্পণ্য হস্তে ঈশ্বর প্রকৃতিকে ঢেলে সাজিয়েছেন; প্রকৃতির চেয়ে ভালো নকশা আপনি তাই কোথাও খুজে পাবেন না।
😊😇🍂🍂🌿🌿🍀🍀☘🌺
😇😊😊🍂🍂🌿🍀🍀☘
🍁🍂☘🌺🌿🌿🍁🍁🍀 SEE this weather 😊😊🍂🍂
🧬🍀🍂☘🌺😊😊🌿
একটা মানুষ তখনই কাঁদে ,
যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। ভাগ্যের কাছে আমি হার মানি নাই
হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।মৃত্যু শুধু দেহের হয় না
কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় ।কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয় ,
কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় ।যখন ছোট ছিলাম,,,,,,সব ভুলে যেতাম
সবাই বলতো,,,,,,, "মনে রাখতে শেখো "
বড় হলাম,,,,,,কিছু ভুলিনা এখন
কিন্তু দুনিয়া বলছে,,,,,"ভুলে যেতে শেখো " ।কষ্ট মধুর হয়ে যায়, যদি তুমি দাও,,,,,,,।
মুখের কথাও হয় যে গান,,,,, যদি তুমি গাও,,,,।নিন্দা করতে গেলে,,,,,, বাইরে থেকে করা যায়
তবে বিচার করতে গেলে.... ভিতরে প্রবেশ করতে হয়। তুমি দুরে চলে যাচ্ছ,,,,
আমি বাধা দিবনা................
তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমাকে ভুলে যেতে বলুনা। আমি সত্যিই ব্যার্থ,,,, কারণ আমি কোনভাবেই,,,,
তোমাকে বুঝাতে পারিনি,,,,, আমি তোমাকে কতটা ভালবাসি..। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। ভুলটা শুধু আমারি ছিল,
কারণ স্বপ্নটা যে,,, আমি একাই দেখে ছিলাম।
“শোকের সঙ্গে সময়ের এক সূক্ষ্ম রেষারেষি আছে। তাদের মধ্যে এক চাপা লড়াই চলছে অবিরাম। এই দ্বৈরথের প্রথম দফায় শোকই জেতে, চকিত আঘাত হেনে সময়কে সে নিশ্চল করে দেয়। তারপর ধীরে ধীরে সময় বলবান হয়ে ওঠে, তার অদৃশ্য শরজালে হঠে যেতে থাকে শোক। ক্রমশ নির্জীব হয়ে পড়ে সে। তবে তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করার শক্তি বুঝি সময়েরও নেই। এক শীতল বিষন্নতা হয়ে সে টিকে থাকে বহুকাল। অনেকটা যেন মেরুপ্রভার মতো। ক্ষীণ দীপ্তি, অথচ কী তার অপার বিস্তার।”
😊😊😊 অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কতোটা সাংঘাতিক। কাউকে এতোটা অবহেলা করো না, যাতে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়। কাউকে অবহেলা করে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারাজীবন ভালো থাকতে পারবে না। কাউকে অবহেলা করলে কতোটা কষ্ট হয়, তুমি তা সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে!
... video credit:me😊😊 editor: me or saikat vai 🌿🌿🌿🌿 hope you like this video 😊😊🌿🌿🌿
🍀🌿🌿🌲 .me 😌😌😌
প্রকৃতি বাঙ্ময় হয়ে ওঠে বসন্ত ঋতুতে ;আসুন সেই আনন্দ আমরা উপভোগ করি।
ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি?
সেটা আমি জানি।
আপনি ভাবছেন,
এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরা
যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়।
মানে তারা ভুল জায়গায় আছে।
যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,
আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো।
যদি তেমনটা থাকতো তাহলে কি হতো?
শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো। আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে।
পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,
স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।
আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ। তাই মাঝেমধ্যে বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখুন।😊
Plz... support me.. guys. like and follow plz.. 😊😊
গন্তব্য জানি না; জীবন যে পথে নিয়ে চলেছে ,সেই পথেই চলেছি । 😊😊
Hope you guys will love this song. Plz... support... me ☺☺
Hope you guys enjoyed the video ☺ plz.. show your supports.
.হাজারো বাবু, সোনা, রূপা, তামা, লোহা, দস্তার ভিড়ে- অন্যদিকে আমি এক অসহায় প্লাস্টিক।🥴🥴
সুখ রহেনা পথে পড়ে,
সুখ নিতে হয় হাতে গড়ে।🗺
Victor 🤣🤣
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
G-75 Dhanmondi 5/A
Dhaka, DHAKA1340
Music, Film, Art, Photography, and Any Creative Work Name Srf Khan.
Dhaka
The Official Instagram Of Nader Kasfy Limited Edition Fine Art Photography. naderkasfy.org
Portrait Photography By Isti Ahmed, Road No 3 House No 19 Sujat Nagar Mirpur/12
Dhaka, 1217
Get Special 20% discount at Our Exclusive Wedding Photography & Videography. Offer
Dhanmondi 27
Dhaka, 1207
Glitz Photography Present : | STYLISH | TIMELESS | STILL | info : 01707 16 16 16
408/1, Kuratoli, Khilkhet
Dhaka, 1213
AIUB Photography Club (AIUBPC) is one of Bangladesh's most ingenious photography clubs.
Dhaka, 1207
Pictures Clicked - Of People, Of Places. Of Moments, precious! The photographs on this page may not be downloaded, reproduced, copied, stored or manipulated in any manner or form ...
Dhaka
It all started with the sole and solemn intention of capturing every magically beautiful moment :)
Dhaka, 1212
Anwar Hossain (শুভ) Devoted For Photography.