Crunchy cookies

Welcome to Crunchy cookies. Here you will find healthy homemade biscuits. We are always working towar

You will receive the ordered products within two to three days after order confirmation. Delivery charge is 70 Taka within Dhaka and 140 Taka outside of Dhaka.

08/12/2023

কালোজিরা দেয়া সল্টেড বিস্কুট।

05/12/2023

চায়ের সাথে খুব ভালো লাগে খেতে, এই তিল দেয়া মিষ্টি বিস্কুট।

Photos from Crunchy cookies's post 04/12/2023

আমার Crunchy cookies এর নতুন সংযোজন কুড়মুড়ে নিমকি।

Photos from Crunchy cookies's post 04/12/2023

"আপনার বিস্কুটের স্বাদ এখনও চোখ বন্ধ করলেই পাই"
এমনই কমেন্ট পেলাম গতকাল আল-আমিন ভাইয়ার কাছ থেকে।ভাইয়া আমার পোস্টে কমেন্ট এ এমন রিভিউ দিয়েছেন। আসলে আমি অনেকবার পড়েছি তার এই কমেন্ট টা।

অনেক বেশি ভালোলাগা কাজ করেছে। মাঝে মাঝেই আমার পুরোনো কাস্টমাররা কমেন্ট এ এমন রিভিউ দেন।

কোয়ালিটি ধরে রেখে কাজ করি।তাই তো অনেকদিন পরও এমন রিভিউ পাই।

আজ পর্যন্ত কোন নেগেটিভ রিভিউ পাই নি।এটাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

02/12/2023

কিছু মানুষ আছে যেখানে যায় সেখানেই জ্ঞান দেয়া শুরু করে।এবং সবার ব্যাক্তিগত জীবনেও অনধিকার চর্চা করে।

আসলে এরকম করা উচিৎ নয়।সবারই নিজস্ব মতামত আছে।এবং সবার পছন্দও এক না।তাই যার যেরকম পছন্দ সেরকমই জীবন যাপনে সে অভ্যস্ত।

তাই অন্য কারো ব্যাক্তিগত জীবনে ইন্টারফেয়ার না করাই ভালো। ✅✅✅

আর এরকম যারা করে তাদের কেউই পছন্দ করে না।❌❌❌❌

Photos from Crunchy cookies's post 01/12/2023

শিক্ষিত মেয়েরা চাকরি করবে,উদ্যোক্তা হতে পারবে না ----
এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

শিক্ষার কোন বিকল্প নেই।তাই তো শিক্ষিত মানুষ যে কাজই করুক না কেন সেখানে সে ভালো করবে।

উদ্যোক্তা শুধু নিজের স্বাধীনভাবে কাজ করতে পারে।চাকরী করলে সেটা সম্ভব নয়।

উদ্যোক্তারা আরও অনেকের কর্মসংস্থান তৈরি করতে পারে।

01/12/2023
30/11/2023

চকো চিপস এ ভরপুর চকোলেট চকো চিপস কুকিজ। হোমমেইড মানেই স্বাস্থ্যসম্মত এবং মজাদার। বাটার দিয়ে তৈরি করি,তাই মজাও বেশি।আপনার বাচ্চার হাতে তুলে দিতে পারেন নিশ্চিন্তে।

Photos from Crunchy cookies's post 28/11/2023

বিস্কুট এক ধরনের শুকনো খাবার।যাত্রাপথে কিংবা বাসায় যেখানেই হোক না কেন ঝটপট খাওয়ার জন্য বেস্ট আইটেম।

অনেকদিন ধরে ভালো থাকে বিধায় ঘরে সংরক্ষণ করা যায়। বিস্কুট সহজভাবে হজম হয়ে যায়।

এজন্য অনেকক্ষন খালিপেটে থাকার পর আপনি বিস্কুট খেতে পারবেন। এবং তাতে কোন সমস্যা হবে না।

👉আমি বিস্কুট তৈরি করি বাটার দিয়ে। এজন্যই স্বাদেও বেশি এবং পুষ্টিগুণও বেশি।

Photos from Crunchy cookies's post 28/11/2023

তিল দেয়া মিষ্টি বিস্কুট।

অর্ডার পাওয়ার পরে তৈরি করে কাস্টমার এর হাতে পৌঁছে দেই একেবারে ফ্রেশ।

মিনিমাম অর্ডার হাফ কেজি।

Photos from Crunchy cookies's post 27/11/2023

একজন উদ্যোক্তাকে অবশ্যই উদার মানসিকতার হতে হবে।তাকে অবশ্যই সবার চেয়ে আলাদা করে চিন্তা করতে হবে।

কারণ উদ্যোক্তা হওয়ার পথটা কিন্তু মসৃণ নয়।সামনের রাস্তাটা কিন্তু অনিশ্চয়তায় ভরা।

এছাড়াও উদ্যোক্তার পথে হাঁটলে হজম করতে হয় মানুষের অনেক কথা।পরিবারের মানুষগুলোও অনেক সময় সাপোর্ট করে না।এইসব কিছু মেনে নিয়েই উদ্যোক্তাকে এগিয়ে যেতে হয়।

26/11/2023

হোমমেইড মানেই স্বাস্থ্যসম্মত এবং ফ্রেশ।তাই তো আস্থা ও ভরসার নাম হোমমেইড খাবার।

26/11/2023

কালোজিরা দেয়া সল্টেড বিস্কুট

Photos from Crunchy cookies's post 25/11/2023

🚫কাস্টমার এর নিয়ে নেগেটিভ পোস্ট উইতে দেয়া যাবে না।এটাও উই এর নিয়ম এর বাহিরে।

আসলে কথায় আছে - Customer is always right.

কাস্টমার হিসেবে পণ্যের দাম ১ টাকা বলারও অধিকার তার আছে।সব মানুষ তো সমান হয় না।কিছু মানুষ দামাদামি করে অনেক বেশি।আবার কথায় কথায় দুই-একটা খারাপ মন্তব্য হয়েই যায়।

আমরা যেহেতু বিজনেস করছি, তাই কাস্টমার এর সব কথাকেই আমাদের মেনে নিতে হবে।

20/11/2023

বাচ্চাদের পছন্দের কুকিজ চকোলেট চকো চিপস কুকিজ।

Photos from Crunchy cookies's post 19/11/2023

বাঙালির যে কোন আড্ডা চা ছাড়া জমেই না।আর চায়ের আড্ডা জমে না বিস্কুট ছাড়া। চা এর সাথে টা হিসেবে বিস্কুটই সবচেয়ে জনপ্রিয়।

অনেকেই আছেন, খালি চা খেতে পারেন না।মানে, চা এর মধ্যে বিস্কুট ডুবিয়ে না খেলে চা খাওয়াই হয় না। আমিও আছি তাদের দলে।

👉আমি বিস্কুট তৈরি করি বাটার দিয়ে। একেবারে স্বাস্থ্যসম্মতভাবে।তাই যেমন পুষ্টিকর তেমনই মজাদার।

19/11/2023

পজিটিভ চিন্তা আপনার জীবনকে সহজ ও সুন্দর করে দিবে।

🌺🌺শুভ সকাল,সবাইকে।

16/11/2023

চকোলেট ও ভ্যানিলা,একই বিস্কুটে পাবেন দুই ফ্লেভার।

16/11/2023

আসসালামু আলাইকুম
শুভ সকাল

14/11/2023

⭕কাজ করলেও সময় চলে যায় আর বসে থাকলেও সময় চলে যায়।
আপনি বসে থাকবেন, সময় কিন্তু ঠিকই তার গতিতে চলে যাবে।

আমার তো কাজের মধ্যে থাকতেই বেশি ভালো লাগে। অলস সময় নষ্ট না করে কাজের মধ্যে থাকাই ভালো।

কাজের মধ্যে থাকলে মনও ভালো থাকে। ✅✅
🚫 অলসতা অনেক সময় মানসিকভাবে দুর্বল করে দেয়।

10/11/2023

বাচ্চাদের পছন্দের কুকিজ এবং Crunchy cookies এর সবচেয়ে জনপ্রিয় কুকিজ।অনেক বেশি অর্ডার পাই এই চকোলেট চকো চিপস কুকিজ এর।

👉👉বাটার দিয়ে তৈরি তাই স্বাদেও বেশি, পুষ্টিগুণও বেশি।

🚫তাই, আপনার বাচ্চার হাতে তুলে দিতে পারেন,নিশ্চিন্তে।

09/11/2023

ছোটবেলায় এই মজার খাবারটা যারা খায় নি,তারা কিন্তু অনেক বেশি মিস করেছে। এটা অনেক মজার একটা খাবার।স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরী করে পৌঁছে দিচ্ছি কাস্টমারের হাতে।

08/11/2023

বেশি মূলধন নিয়ে বিজনেস করলে সফলতা দ্রুত আসবে,এটা মোটেও ঠিক নয়।❌❌❌

কম মূলধন নিয়ে সফল উদ্যোক্তার সংখ্যা কিন্তু আমাদের উইতে অনেক আছে।✅✅✅✅

তাই কাজ শুরুর আগেই মূলধন নিয়ে চিন্তা করা যাবে না। ফোকাস করতে হবে কঠোর পরিশ্রম ও লেগে থাকার মানসিকতার দিকে।

সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে। 🧡🧡

06/11/2023

শুভ সকাল🌺🌺🌺🌺

04/11/2023

🌺খুরমা/ গজা/ মুরালি।🌺
অর্ডার পাওয়ার পরে তৈরি করে একেবারে ফ্রেশ এবং কুড়মুড়ে, পৌঁছে দেই কাস্টমার এর কাছে।

Photos from Crunchy cookies's post 04/11/2023

কালোজিরা দেয়া সল্টেড বিস্কুট

Photos from Crunchy cookies's post 03/11/2023

দামে কম,মানে ভালো এটা কি আসলেই সম্ভব ⁉️
কোয়ালিটি ভালো হলে দাম বেশি হবেই।

02/11/2023

হোমমেইড বিস্কুট শুধু যে খেতে মজা তা নয়,,,এতে আছে প্রচুর পুষ্টিগুণ।বাদাম,বাটার দুটোই বাচ্চাদের জন্য উপকারী।বাটার দিয়ে তৈরি বাদাম বিস্কুট। আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চার হাতে তুলে দিতে পারেন।

Photos from Crunchy cookies's post 01/11/2023

অপরিকল্পিত জীবনে সফলতা আসা অনেক কঠিন।আল্লাহর উপর ভরসা করে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে।ইনশাআল্লাহ, ভালো কিছু হবেই।

Photos from Crunchy cookies's post 01/11/2023

✡️পুষ্টিকর বাদাম বিস্কুট ✡️

Photos from Crunchy cookies's post 31/10/2023

বাহিরের খাবার আর হোমমেইড খাবার এর কোয়ালিটি
যেমন এক হবে না,তেমনি দামও কখনও এক হবে না।এটা সবাইকে বুঝতে হবে।

কোয়ালিটির দিক দিয়ে অনেকগুণ ভালো হোমমেইড খাবার। তেমনি দামও তো একটু বেশিই দিতে হবে।

এই কথাটা যারা বোঝেন,তারা দাম জেনেই অর্ডার কনফার্ম করে দেন।আর এরকম কাস্টমার এর জন্যই আমরা টিকে আছি।

🚫আমি বিস্কুট তৈরি করি বাটার দিয়ে, যেখানে বেকারিগুলো ডালডা বা পাম অয়েল ব্যবহার করে।আমি বিস্কুট তৈরি করি প্যাকেট এর ময়দা ও চিনি দিয়ে। আর বেকারিগুলো খোলা, বাসি ময়দা ও চিনি ব্যবহার করে।

Photos from Crunchy cookies's post 31/10/2023

আলহামদুলিল্লাহ, আরও একটি সকাল পেয়েছি। জীবনে পাওয়া এই সময়গুলোকে কাজে লাগাতে হবে, ইবাদতের মাধ্যমে। কারণ,মৃত্যুর সাথে সাথে আমল বন্ধ হয়ে যাবে।

Photos from Crunchy cookies's post 29/10/2023

আমাদের দেশীয় ঐতিহ্যবাহী খাবার খুরমা/ গজা/ মুরালি।একেক অঞ্চলে একেক নামে ডাকা হয়।আমার বেড়ে ওঠা পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার সুটিয়াকাঠি গ্রামে।আমরা ছোটবেলা থেকেই খুরমা নামে চিনি।খুলনা অঞ্চলে বলে গজা।আবার অনেক এলাকায় বলে মুরালি।নাম যেটাই হোক খাবারটা কিন্তু অনেক মজার।

ছোটবেলায় এই খাবারটি খায় নি এমন মানুষ নাই বললেই চলে।আমাদের শহরের বাচ্চারা তো এটা চিনেই না।তাই আমি আমার বাচ্চাদের জন্য নিজে বানাই। হোমমেইড বলে খেতে আরও বেশি মজা হয়।বাহিরে মিষ্টি, ভেতরে কুড়মুড়ে মজাদার খাবার।

Photos from Crunchy cookies's post 29/10/2023

মজাদার চকোলেট চকো চিপস কুকিজ।

Photos from Crunchy cookies's post 28/10/2023

পাড়ার চায়ের দোকান বা বাসার নাস্তার টেবিল,যেখানেই আছে চায়ের আড্ডা, সেখানেই আছে বিস্কুট। চায়ের সাথে বিস্কুট লাগবেই। চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে না খেলে তো অনেকের চা খাওয়াই হয় না।আমিও কিন্তু আছি সেই দলে।

আমার বাচ্চাদেরও অনেক পছন্দ চা ও বিস্কুট। 🧡🧡🧡

Photos from Crunchy cookies's post 27/10/2023

সুন্দর ও বিনয়ী ব্যবহার দিয়ে সবার মনে জায়গা করে নেয়া যায়। মানুষ চলে যায় কিন্তু তার ব্যবহারই সবাই মনে রাখে। তাই সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ❣️❣️

26/10/2023

বাহিরের খাবারগুলোকে চকচকে এবং সুন্দর দেখানোর জন্য ব্যবহার করা হয় রং এবং অনেকদিন ভালো রাখার জন্য ব্যবহৃত হয় প্রিজারভেটিভ। কৃত্রিম রং এবং প্রিজারভেটিভ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

আমি বিস্কুট তৈরীতে কোন প্রকার ফুড কালার এবং প্রিজারভেটিভ ব্যবহার করি না।তাই এটা একেবারেই স্বাস্থ্যসম্মত।প্যাকেটজাত ময়দা,প্যাকেটজাত চিনি এবং বাটার দিয়ে তৈরী হয় বিস্কুট।

Want your business to be the top-listed Food & Beverage Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🔵ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি যখন কাস্টমারকে আকৃষ্ট করবে, তখনই তো সে কাস্টমার হবে।🔵আমার বিস্কুট এর ফটোগ্রাফি আমি নিজেই করি।কো...
আলহামদুলিল্লাহ, আরও একটি নতুন সকাল।গতকালের ভুলগুলো যেন আজ আবার না হয়, সেটা খেয়াল রাখতে হবে। গতকালের চেয়ে আজকে আরও একটু ব...
খুরমা /গজা ভাজা হচ্ছে।

Category

Telephone

Address

136, Noorjahan Tower, Moghbazar Wireless
Dhaka
1217

Other Food Stands in Dhaka (show all)
ফাতিহা ফুড হাউস Fatiha Food House ফাতিহা ফুড হাউস Fatiha Food House
ফাতিহা ফুড হাউস Fatiha Food House, 01710-595873, Https://maps. App. Goo. Gl/Kh5fQrkSMRBGsnMz 5
Dhaka, 8030

Aharer Nimontron/আহারের নিমন্ত্রণ Aharer Nimontron/আহারের নিমন্ত্রণ
Lalbag Dhaka
Dhaka, 1211

সাধ্যের মধ্যে হাতের তৈরি স্বাস্থ্যকর খাবার আপনাদের দরজায় পৌছে দেয়া আমাদের দায়িত্ব।

SHEBA 100 SHEBA 100
Khilgon
Dhaka, 1219

Popy's Kitchen & Craft Popy's Kitchen & Craft
Gupigag, Motijil
Dhaka, 1000

Kebab Vibes Kebab Vibes
North Kafrul
Dhaka, 1206

FOOD Bolger FOOD Bolger
Dhaka

Chandu Mamar Rannaghor Chandu Mamar Rannaghor
Malibag
Dhaka

We provide scrumptious and good-quality homemade food right at your doorstep

FOOD & Ornament ITEM FOOD & Ornament ITEM
Dhaka, 1217

Home made food makeing and Sales.

Mirpur Sub Station Mirpur Sub Station
Mirpur Original 10
Dhaka, DHAKA1216

Mini sub : 39/- regular sub :59/-

জোলাভাতি রান্নাঘর জোলাভাতি রান্নাঘর
Wari
Dhaka

দামে ও মানে ১০০℅ হালাল খাদ্যের পরিবেশক।

Ma Achar Ma Achar
Dhaka, DHAKA