VOBtvw bangladesh
Bangladesh Channel Tv Or Youtube Channel Entertainment News .
যখনই দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে তখনই বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র
অলিভিয়াকে সবচেয়ে স্টাইলিশ নায়িকা বলা হত একটা সময়ে। অলিভিয়া তার অপূর্ব দেহবল্লরী স্মার্টনেস এবং বাচনভঙ্গি দিয়ে মানুষের মনে অ্যাট্রাকশন তৈরি করতে পেরেছিলেন। বাংলা চলচ্চিত্রে তিনিই প্রথম হাঁটুর উপর স্কার্ট পরেছিলেন। অলিভিয়ার মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মিশেল সৌন্দর্য ছিল। পোশাকের বিষয়ে তিনি বেশি আপটুডেট ছিলেন বলেই হয়ত চলচ্চিত্র নির্মাতারা তাকে অভিনয়ের চেয়ে সেক্স সিম্বল হিসেবে পর্দায় বেশি করে উপস্থাপন করেছেন। সেকালে অলিভিয়াকে একালের মুনমুন ময়ূরীদের আদলে প্রেজেন্ট করেছেন ডিরেক্টররা। তবে এটা সত্যি অলিভিয়া ভালো অভিনয় জানতেন। পড়াশোনা করেছেন ইংলিশ মিডিয়ামে। স্কুল জীবনে বালিকা অলিভিয়া গোমেজের দুর্দান্ত স্মার্টনেস শিক্ষকদের চোখেও পড়েছিল। তরুণী অলিভিয়া হোটেল পূর্বাণীতে রিসেপশনিস্টের চাকরি করতেন। সেখানে কর্মরত অবস্থায় জহির রায়হানের চোখে পড়েন অলিভিয়া। এক পলকে তুমুল মেধাবী জহির রায়হান অলিভিয়ার আপাদমস্তক পরখ করে নিলেন। দেরি না করে অলিভিয়াকে তার "লেট দেয়ার বি লাইট" ছবির চুক্তিবদ্ধ করেন জহির রায়হান। ছবির চিত্রনাট্য নিয়ে জহির রায়হানের বাসায় প্রতিদিন আড্ডা বসতো।মোটামুটি রিহার্সেল হয়ে যেত। অলিভিয়ার সংলাপ ডেলিভারি দেখতে চাইতেন জহির রায়হান। কিন্তু কয়েকদিন পর হঠাৎ করে জহির রায়হান অলিভিয়াকে ছবি থেকে বাদ দেন। জহির রায়হানের এমন সিদ্ধান্তে বিস্মিত হন সবাই। প্রচুর আলোচনা সমালোচনা ওঠে। ঘটনার অন্তরালে ছিলেন দুই সহোদরা--সুচন্দা ববিতা। ববিতার ইচ্ছে হল ওই ছবিতে তিনিই অভিনয় করবেন। সুচন্দাকে ব্যাপারটা বলতেই তিনি বোনকে রিলাক্স করতে বলেন, "চিন্তার কিছু নেই পপি। তোর ইচ্ছেটা জহির এক তুড়িতে পূরণ করে দেবে। নায়িকা তুই-ই হবি। অলিভিয়া/ বলিভিয়া সব বাতিল।" হলোও তাই, সুচন্দা তারা জহির রায়হানকে কনভিন্স করেন অলিভিয়াকে বাদ দিতে। অলিভিয়া খুব কষ্ট পান, একা একা কান্নাকাটিও করেন বেশ। তার বোনেরা তাকে সান্ত্বনা দিলেন। জহির রায়হানের কাছে প্রত্যাখ্যান হওয়া অলিভিয়ার জন্য আশীর্বাদ হয়ে এলো। তিনি "দি রেইন" ছবির নায়িকার রোল পেয়ে যান। সুপারহিট হয় "দি রেইন"!
সে সময় নায়িকারা সিনেমাহলে যেতেন নিজেকে আড়াল করে। বোরকা পরে দর্শকের সাথে সিটে বসে নিজের অভিনীত ছবি দেখার আনন্দ অন্যরকম। আমাদের শাবানা ববিতা সুচরিতা রোজিনা নূতন অঞ্জনা অলিভিয়ারা গায়ে বোরকা জড়িয়ে প্রেক্ষাগৃহে ঢুকতেন। দর্শকদের সাথে বসে সিনেমা দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা নায়িকারা মিস করতে চাইতেন না। এফডিসিতে যখন "দি রেইনের" শ্যুটিং চলতো, যেদিন অলিভিয়া ওয়াসিমের আগে সেটে পৌঁছে যেতেন। অলিভিয়ার পারফিউমের গন্ধ পেয়ে ওয়াসিম হন্তদন্ত হয়ে ছুটে এসে বলতেন, "এই সেরেছে রে আজ ম্যাডাম (অলিভিয়া) আমার আগেই চলে এসেছে।" দর্শকদের সাথে সিটে বসে "দি রেইন"দেখেন অলিভিয়া। পুরো সময় ধরে দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা শুনেছেন। চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলরে, একা একা কেন ভালো লাগেনা, চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাই বলো-- রুনা লায়লার গাওয়া এসব দারুন মেলোডিয়াস গানের সাথে দর্শকও সুর মিলিয়েছিল। যা দেখে আবেগে বোরকার আড়াল থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন অলিভিয়া। ছবি শেষ হওয়ার দশ মিনিট আগে অলিভিয়া যখন বের হবার প্রস্তুতি নেন এমন সময় পাশের একজন দর্শক বললো,"আপনি অলিভিয়া। আপনার মুখ না দেখেও আমি আপনাকে চিনেছি। চিত্রালী পূর্বাণীতে আপনার পারফিউম ব্যবহারের আর্টিকেল পড়েছিলাম। আজ আপনার পারফিউমের তীব্র ঘ্রাণই আপনাকে চিনিয়ে দিয়েছে"।
উজ্জ্বল ক্যারিয়ার বিল্ড আপের যথেষ্ট সম্ভাবনা থাকলেও অলিভিয়া এক পর্যায়ে খামখেয়ালি হয়ে ওঠেন।খোলামেলা চরিত্রে তার সানন্দে উপস্থিতি তার ভক্তরা মেনে নিতে পারেনি। চিত্রপরিচালকরাও তাকে সেক্স সিম্বল ইমেজে দাঁড় করিয়ে দেন। এমনকি তার নির্মাতা স্বামী এসএম শফিও পর্দায় খোলামেলাভাবে উপস্থাপন করার কোনো সুযোগ হাতছাড়া করেননি। এসএম শফির মৃত্যুরর পর অলিভিয়া রুপালী পর্দা থেকে পিছু হটেন। এরপর আবার পর্দায় ফিরতে চেষ্টা করেন। কিন্তু রোজিনা অঞ্জুর দৌরাত্ম্যের কারণে আর পারেননি। নিজের মধ্যে বেশ পরিবর্তন নিয়ে আসেন। দ্বিতীয়বার বিয়ে করেন নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে। চিত্রজগতের লোকজনের কাছ থেকে নিজেকে সম্পূর্ণ আড়াল করে ফেলেন।
ববিতার পর অলিভিয়া ছিলেন একমাত্র নায়িকা যিনি তখন কলকাতার ছবিতে অভিনয় করার সৌভাগ্য অর্জন করেছিলেন। ১৯৭৬ সালে নিহাররঞ্জন গুপ্তের গল্প অবলম্বনে নির্মিত ‘'বহ্নিশিখা’' ছবিতে মহানায়ক উত্তম কুমারের সাথে অভিনয় করেন। এই সিনেমায় উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবী রঞ্জিত মল্লিকও ছিলেন। সুপ্রিয়া দেবীর মেয়ের চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। অলিভিয়াই একমাত্র বাংলাদেশি নায়িকা যিনি মহানায়ক উত্তম কুমারের সাথে অভিনয় করেছিলেন। সেবারই প্রথম ও শেষবারের মতো কোনো বাংলাদেশি নায়িকার সাথে কাজ করেন মহানায়ক উত্তম কুমার।
শিকল পাগলা দুঃখে ডাকছে আজরাইলেরে
সদর ঘাট থেকে লঞ্চে করে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন লঞ্চেতে এমন অন্ধদের মুখে গানগুলো শুনতে শুনতে বাড়িতে চলে যেতাম | জীবনে কখনো টিকেট ক্রয় করে গান শুনিনি মানে গান শুনার মতো সময় বের করেনি তবে এদের গান যখন শুনতাম চোঁখের পানি ফেলে টাকা দিতাম আর এখন ঐ দিনগুলো শুধুই স্বপ্ন
ইউসুফ জুলেখা পর্ব ৫ ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখা পর্ব ৪ ( গ ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ৪ ( খ ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ৪ ( ক ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ৩ ( গ ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ৩ ( খ ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ৩ ( ক ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ২ ( গ ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ২ ( খ ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ২ ( ক ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ১ ( গ ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ১ ( খ ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
ইউসুফ জুলেখা পর্ব ১ ( ক ) ( বাংলা ডাবিং )
ইউসুফ জুলেখার কাহিনীটিতে রয়েছে একটি বাদশার ধর্মীয় রাজনীতির বিপ্লব , দুর্ভিক্ষের বিপ্লব , প্রেম ভালোবাসার বিপ্লব , দুঃখ বেদনা বিরহের বিপ্লব | এই কাহিনী নিয়ে রয়েছে পবিত্র কোরআনে একটি সূরা'ও |
মৃত্যুর যে ৬টি লক্ষণ দেখলেই বুঝবেন তার জান্নাতি মৃত্যু হয়েছে ! মাওঃ মোঃ জিল্লুর রহমান জুনাইদী ওয়াজ | জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহ আর এই আল্লাহ যখন বলা হয় তখন নিঃশ্বাস এর সঙ্গে নেওয়া হচ্ছে আল্লাহ আর যখন নিঃশ্বাস ছাড়া হচ্ছে তখন বলা হচ্ছে আল্লাহ আর যখন দেহ থেকে আত্মা চলে যাবে তখন আত্মার সঙ্গে উত্তম জিকির আল্লাহও চলে যাবে | এক আল্লাহ শব্দের মধ্যে রয়েছে আল্লাহর সত্তা এক আল্লাহ , কেউ তাকে জন্ম দেয়নি সেও কাওকে জন্ম দেয়নি , নিরাকার সর্ব শক্তিমান , কঠিন এবং দয়ালু , সৃষ্টি কুলের সব সৃষ্টি তার সৃষ্টি |
পুরুষ জান্নাতে গেলে জান্নাতি হুর পাবে ৭০টি ( হুর কি তাহলে বিশেষ ফেরেশতা যা খাদেম হিসেবে পাবে |যাদের চেহেরাতে নিজেকে দেখতে পাওয়া যায় ) কিন্তু মহিলারা জান্নাতে গেলে কি পাবে ।। মুফতী মাহবুবুর রহমান রহমানী ওয়াজ
মুফতি_কাজী_ইব্রাহীম _mufti_kazi_muhammod_ibrahim মৃত্যুর পর আত্মা কোথায় কোথায় থাকে কাজী ইব্রাহীম।
হাশরের ময়দানে বিচার ছাড়া জান্নাত জাহান্নাম এ কি করে প্রবেশ করবে |
পাপ শূন্য যাদের হয় তারা অগ্রিম জান্নাতে যেতে হয়তো পারে আর এই জন্য মুফতিরা এমন বয়ান দেন | কবরবাসীরা যেনও পাপ মুক্ত হয় এই জন্য তাদের জন্য দোয়া সহ নানা কিছু করে আল্লাহ" কে সন্তুষ্ট করা
মৃত ব্যক্তির জন্য এই ১২ টি কাজ করবেন । মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সওয়াব ভোগ করবে
সঠিক চিকিৎসার অভাবে টানা লকডাউনের ফলে আমার আব্বা আব্দুল খালেক শেখ'কে চলে যেতে হলো এই ইহলোক ছেড়ে পরকালে | ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন | ইসলামী মানবতার জন্য তিনি ১৯৬৪ সালের হিন্দু মুসলিম দাঙ্গায় অসহায়দের পাশে দাঁড়িয়ে ছিলেন | ১৯৭১ সালে পরোক্ষ ভাবে মুক্তিযোদ্ধাদের পাশে থেকে সহযোগিতা করেছেন | মসজিদ মাদ্রাসার পাশে থেকে নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছেন |
শামীম ওসমানের বাবা-মা_র কবরের ওপরে শ্মশানের মাটি থাকতে পারলে বঙ্গবন্ধু শেখ মজিবুর সহ তার স্বপরিবারের কবরগুলুতেও শ্নশানের মাটি থাকাটাই স্বাভাবিক এই চক্রান্ত হিন্দুত্ববাদী ' র ' এর হাত রয়েছে বলেই মনে হয়
হ্যালুসিনেশন বা মতিভ্রন কি
হ্যালোসিনেশন অর্থাৎ মতিভ্রম রোগের মানে কি
দিঘীর ভয়েজ রেকর্ড ফাঁস করলেন সিমি-ওনারটা নিয়ে চামচামী করছো-আর আমারটা নিয়ে লাগাই দিছো বল্লেন প্ I am(TeleBangla TV) the original owner of this video.If someone steals my video and uses it Then he will be punished under the law.Hello all well come to my ...
নিকুঞ্জ লেক' খিলক্ষেত কুড়িল ঢাকা | সিটি উন্নয়ন নিউজ | VOBtv Bangladesh নিকুঞ্জ লেক'কে ডিজিটালে সংস্কার চলছে | Nikunja lake | VOBtv Bangladesh / রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৩০০ ফুট সড়কের দুই পাশে ১০....
#metrorail মেট্রো রেলের পাশেই ডিয়া বাড়ির রাজু বিল্ডিং |যেনও ইউরোপ আছি| VOBtv Bangladesh News Rajuk Uttara Diya Bari Apartment Project| ঢাকার মধ্যে ভিন জগৎ | রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট| দিয়াবাড়ী===============================৯০৩০ কোটি ৭১ লাখ ৮৭ হাজ...
কুরআনের ১১২ নম্বর সূরা পাঠ করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন
Posted by: jahir in Uncategorized, ধর্ম 7 days ago 0 1,018 Views
মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১২ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৪টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আল ইখলাস সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিকে ইসলামের শেষ পয়গম্বর মুহাম্মদ (সা:) বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ্র অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কুরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই সূরাটি কোরআনের এক-তৃতীয়াংশের সমন
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সূরা) ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ সম্পর্কে বলেছেন, “সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল।”অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, ‘তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অপারগ?’ প্রস্তাবটি তাঁদের পক্ষে ভারী মনে হল। তাই তাঁরা বলে উঠলেন, ‘হে আল্লাহর রাসূল!
এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে?’ (অর্থাৎ কেউ পারবে না।) তিনি বললেন, “ক্বুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস স্বামাদ’ (সূরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমতুল।” (অর্থাৎ এই সূরা পড়লে এক তৃতীয়াংশ কুরআন পড়ার সমান নেকী অর্জিত হয়) (বুখারী) [1] [1] সহীহুল বুখারী ৫০১৫, ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫, নাসায়ী ৯৯৫, আবূ দাউদ ১৪৬১, আহমাদ ১০৬৬৯, ১০৭৩১, ১০৭৯৭, ১০৯১৩, ১০৯৯৯, মুওয়াত্তা মালিক ৪৭৭, ৪৮৩ হাদিসের মানঃ সহিহ (Sahih)
উক্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন যে, এক ব্যক্তি কোন লোককে সূরাটি বারবার পড়তে শুনল। অতঃপর সে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে তা ব্যক্ত করল। সে সূরাটিকে নগণ্য মনে করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “সেই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এই সূরা (ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমান।” (বুখারী) [1] [1] সহীহুল বুখারী ৫০১৫, ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫, নাসায়ী ৯৯৫, আবূ দাউদ ১৪৬১, আহমাদ ১০৬৬৯, ১০৭৩১, ১০৭৯৭, ১০৯১৩, ১০৯৯৯, মুওয়াত্তা মালিক ৪৭৭, ৪৮৩ হাদিসের মানঃ সহিহ (Sahih
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সূরা) ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ সম্পর্কে বলেছেন, “নিঃসন্দেহে এটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য।” (মুসলিম) [1] [1] মুসলিম ৮১২, তিরমিযী ২৮৯৯, ২৯০০, ইবনু মাজাহ ৩৭৮৭, আহমাদ ৯২৫১, দারেমী ৩৪৩২ হাদিসের মানঃ সহিহ (Sahih) আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নিবেদন করল, ‘হে আল্লাহর রাসূল! আমি এই (সূরা) ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ ভালবাসি।’ তিনি বললেন, “এর ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।” (তিরমিযী হাসান সূত্রে, বুখারী বিচ্ছিন্ন সনদে) [1]
[1] সহীহুল বুখারী ৭৭৪ নং হাদীসের পরবর্তী বাব। তিরমিযী ২৯০১, আহমাদ ১২০২৪, ১২১০৩, দারেমী ৩৪৩৫ হাদিসের মানঃ সহিহ (Sahih) প্রতিদিন অজুর সাথে ২০০ বার সুরা ইখলাস পাঠ করার দ্বারা ০৯ টি উপকার লাভ হবে। (১) আল্লাহ রাব্বুল ইজ্জত অসুন্তুষ্টির ৩০০ টি দরজা বন্ধ করে দিবেন। যেমন: শত্রতা, দূর্ভিক্ষ, ফিতনা ইত্যাদি। (২) রহমতের ৩০০ টি দরজা খুলে দিবেন।
(৩) রিজিকের ১০০০ টি দরজা খুলে দিবেন। আল্লাহ তায়ালা পরিশ্রম ছাড়া তাকে গায়েব থেকে রিজিক দিবেন। (৪) আল্লাহ পাক নিজস্ব ইলম থেকে তাকে ইলম দিবেন, নিজের ধৈর্য্য থেকে ধৈর্য্য এবং নিজের বুঝ থেকে বুঝ দিবেন। (৫) ৬৬ বার কুরআন শরীফ খতম করার সাওয়াব দান করবেন। (৬) তার পঞ্চাশ বছরের গোনাহ মাফ করে দেয়া হবে। (৭) আল্লাহ পাক জান্নাতে ২০টি মহল দান করবেন। যেগুলো ইয়াকুত, মারজান,জমরুদ দ্বারা নির্মিত হবে এবং প্রত্যেকটি মহলে ৭০,০০০ দরজা হবে। (৮) ২০০০ রাকাত নফল পড়ার সাওয়াব অর্জিত হবে। (৯) যখন মৃত্যু বরন করবে তখন তার জানাযায় এক লক্ষ দশ হাজার ফেরেশতা অংশগ্রহন করবেন।
রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ০৯:০৭:২১ 15:27
বিধবাকে বিয়ে করলে দুই লাখ টাকা দেবে সরকার
আন্তর্জাতিক ডেস্ক : বিধবাকে বিয়ে করলে দুই লাখ টাকা দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ দপ্তর নতুন উদ্যোগে ৪৫ বছরের নিচে কোনো বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ টাকা দেয়ার কথা জানিয়েছে।
জানা গেছে, প্রথমবারের মতো এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়েছে ভারতে। মধ্যপ্রদেশ রাজ্য সরকারের প্রত্যাশা, বছরে এক হাজার বিধবা নারীর পুনরায় বিয়ে করা সম্ভব হবে। তবে বিজ্ঞপ্তি জারি করতেই বিধবা বিবাহের এমন ধুম পড়েছে।
২০১৮ সালের জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণ করার পরামর্শ দেয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের বদলে মধ্যপ্রদেশ রাজ্য সরকার আগে এই উদ্যোগ নেয় এবং সেজন্য আর্থিক প্যাকেজ দেয়ার ব্যাপারে ঘোষণা দেয়। অবশ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ১৮৫৬ সালে আইন পাস করে বিধবা বিবাহ বৈধ হয়। তবে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Address
524 Matikata Bazar
Dhaka, 1206
Visual Effects and Post Production in Bangladesh to worldwide.
H: 34, R: 01, Sector: 09, Uttara
Dhaka, 1230
Crocus Films established on 1st January 2021 by Chandro Barman & Mahfuz Islam, has produced some out
Dhaka, 1205
Here im showing you to all indian hot web-series . Stay Cannected, THANK YOU
House 1233, Road 10, Avenue 10, DOHS Mirpur
Dhaka
It's A Professional Digital Online Television.