DNova circular

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DNova circular, Travel and transport, 89, Lucky Chamber, Dhaka.

27/07/2023
18/06/2023

খুবই অল্প খরচে আলজেরিয়া গার্মেন্টস কর্মী নিয়োগ চলছে। যোগাযোগের জন্য। কল করুন :01641845790

10/09/2022

Malaysia (মালয়েশিয়া):

কোম্পানী: ইউরো স্টপ ক্লিনিং (EURO STOP CLEANING SDN. BHD.)

*পদ: সার্ভিস সেক্টর (যে কোনো ক্লিনিং কাজ)*

বেতন: ১৫০০ রিঙ্গিত।

৮ ঘণ্টা ডিউটি + ওভারটাইম

*বয়স: ২২-৩৮ বছর।
*চুক্তির মেয়াদ - ২ বছর ও এরপর নবায়নযোগ্য।

সম্মানিত সকল মাধ্যমকে প্যাসেঞ্জারের পাসপোর্ট, ১০টি ছবি, বিএমইটি নিবন্ধনের কাগজ অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল।

09/09/2022

আলহামদুলিল্লাহ সৌদি আরবে ১ বছরের মালটিপল ই-ভিসা চালু হলো।
প্রতি এন্ট্রিতে ৯০ দিন থাকা যাবে।
ইচ্ছে মতো ওমরা করা যাবে।
বছরে যতোবার ইচ্ছে যাওয়া যাবে।
আলহামদুলিল্লাহ ভিসা ১০০% নিশ্চিত!
শুধু পাসপোর্ট ও সাদা ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে!
আপনার ভিসা আজই নিশ্চিত করুন

21/08/2022

ইন্টারভিউ ছাড়া (পুশিং এ) পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে।

*বিন লাদেন গ্রুপ* (SOUDI BIN LADEN).

মাক্কা হারাম প্রজেক্ট (MAKKA HARAM PROJECT)

*১. পদ: কন্ট্রাকশন লেবার*

বেতন: ১০০০ বেতন + ৩০০ খাওয়া = ১৩০০ রিয়াল

৮ ঘণ্টার ডিউটি + ওভারটাইম

*বয়স: ২২-৩৮ বছর।

*চুক্তির মেয়াদ - ২ বছর ও এরপর নবায়নযোগ্য।

*শুধুমাত্র মুসলিম প্রার্থী ।
*ভিসা: মেগা।

11/08/2022

সিঙ্গাপুর (SINGAPORE) এর বিখ্যাত কোম্পানী *সিনোপেক* (SINOPEC) এর প্রসেস কনস্ট্রাকশন (ওয়েল এন্ড গ্যাস) কাজের জন্য জরুরী নিয়োগ।

*1. SCAFFOLDER (স্ক্যাফোল্ডার)*

বেতন:৭৪৮/= সিঙ্গাপুর ডলার বা ৬০,০০০/= টাকা।

ডিউটি : ১০ঘণ্টার + ওভারটাইম।

*2. PROCESS CONSTRUCTION LABOUR (প্রসেস কনস্ট্রাকশন লেবার)*

বেতন : ৫৪৪/= সিঙ্গাপুর ডলার বা ৪৩,৫০০/= টাকা।

ডিউটি : ১০ঘণ্টার + ওভারটাইম।

ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ: ২১-২২-২৩ আগষ্ট, ২০২২ ইং।

ইন্টারভিউ স্থান: জেটিসি (JTC) ট্রেইনিং সেন্টার, ১০, নিমতলীর টেক, নিশাত নগর, দিয়াবাড়ি, তুরাগ, উত্তরা।

*বয়স: ২২-৩৮ বছর।
*চুক্তির মেয়াদ - ২ বছর ও এরপর নবায়নযোগ্য।

08/08/2022

মালয়েশিয়ার প্রথম ফ্লাইট । ৫৩ কর্মীকে বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় জানালেন বিএমইটির মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা।

06/07/2022

দুবাই (UAE):

কোম্পানী: ক্লিনকো (CLEANCO).

পদের নাম: মসজিদ ক্লিনার।

বেতন: ৮০০/= (৬৫০+ ১৫০ খাওয়া)।

ডিউটি: ১২ ঘন্টা।

বয়স: ২০-৩৫।

(ভিসা: এম্প্লয়মেন্ট।)

ট্রেনিং কার্ডসহ বই জমা দিতে হবে।

যারা অবশ্যই ১৫ দিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন তাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

06/07/2022

মালেয়শিয়া হট নিউজ

মালয়েশিয়ায় কর্মী নেওয়ার ক্ষেত্রে কথিত ২৫ সিন্ডিকেটের হোতা বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক দাতো শ্রী আমিনকে দফায় দফায় কঠোর জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন। কথিত ২৫ রিক্রুটিং এজেন্সির বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তার ‘বেস্টিনেট’ অফিসে তল্লাশি চালিয়ে কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বাংলাদেশ হাইকমিশনের মালয়েশিয়া অফিসেও ২৫ এজেন্সি সম্পর্কে জানতে চাওয়া হয়। এজেন্সির তালিকা বাংলাদেশ সরকার দিয়েছে কিনা এবং কিসের ভিত্তিতে এসব লাইসেন্স তালিকাভুক্ত করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। কিন্তু এসব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কথিত ২৫ সিন্ডিকেটের হোতা বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক দাতো শ্রী আমিন ও তার বাংলাদেশে ব্যবসায়ী অংশীদার ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রুহুল আমিন স্বপন চক্র এভাবে অসহায় গরিব মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। মালয়েশিয়ায় দাতো শ্রী আমিনকে আইনের আওতায় আনলেও বাংলাদেশি রুহুল আমিন স্বপনকে কেন আইনের আওতায় আনা হচ্ছে নাÑ এমন প্রশ্ন তাদের। অবিলম্বে রুহুল আমিন স্বপনকেও আইনের আওতায় এনে গ্রেপ্তার করার দাবি জানান তারা।

এদিকে গতকাল রাজধানীর গুলশানের স্বাস্থ্য পরীক্ষাকেন্দ্র ‘গুলশান মেডিকেয়ারে’ মালয়েশিয়াগামী কর্মীদের অবৈধভাবে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা গেছে। জানতে চাইলে স্বাস্থ্য পরীক্ষা করতে আসা কর্মীরা আমাদের সময়কে বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য এখানে স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছি। স্থানীয় প্রতিনিধি (দালাল) স্বাস্থ্য পরীক্ষা করতে পাঠিয়েছেন। বাকি কাজ উনি (দালাল) করবেন।
অন্যদিকে রাজধানীর বনানীর গ্লোবাল মেডিক্যাল ডায়াগনস্টিক লিমিটেডের ভেতরে একই অবস্থা দেখা গেছে। স্বাস্থ্য পরীক্ষা করতে আসা কর্মীরা জানান, সাত হাজার টাকার বিনিময়ে স্বাস্থ্য পরীক্ষা করছে। তবে কবে নাগাদ তারা যেতে পারবেন তার কোনো খবর তাদের কাছে নেই।

30/06/2022

সৌদি আরবের বিখ্যাত কোম্পানি *বিন লাদেন গ্রুপ* (SOUDI BIN LADEN) এর মক্কা-মসজিদ আল হারাম প্রজেক্টে কনস্ট্রাকশন কাজের জন্য ইন্টারভিউ ।

মাক্কা হারাম প্রজেক্ট (MAKKA HARAM PROJECT)

*১. সাটারিং কার্পেন্টার*
বেতন: ১২০০ বেতন + ৩০০ খাওয়া = ১৫০০ রিয়াল
৮ ঘণ্টার ডিউটি + ওভারটাইম

*২. স্টিল ফিক্সার*
বেতন: ১২০০ বেতন + ৩০০ খাওয়া = ১৫০০ রিয়াল
৮ ঘণ্টার ডিউটি + ওভারটাইম।

*৩. পদ: কন্ট্রাকশন লেবার*
বেতন: ৯৫০ বেতন + ৩০০ খাওয়া = ১২৫০ রিয়াল
৮ ঘণ্টার ডিউটি + ওভারটাইম

ডেলিগেট ইন্টারভিউ: ৬ জুলাই ২০২২ ইং, বুধবার।
স্থান: সৌদি বাংলা ট্রেনিং সেন্টার।

*বয়স: ২২-৩৮ বছর।
*চুক্তির মেয়াদ - ২ বছর ও এরপর নবায়নযোগ্য।
*শুধুমাত্র মুসলিম প্রার্থী ইন্টারভিউতে আসবেন।

*ভিসা হবে মাহারা অথবা আইআরসি কোম্পানীর নামে । কিন্তু এমপ্লয়মেন্ট কনট্রাক/চাকুরীর চুক্তি সরাসরি বিন লাদেন গ্রুপ এর সাথে। সুতরাং বিন লাদেন গ্রুপের মক্কা-মসজিদ আল হারাম প্রজেক্টে কাজ করতে হবে।

15/06/2022

সিংগাপুর

*হাইনেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেড*
5 প্যাক্স তাজা সাধারণ কর্মী।

প্রকল্প LTA, SMRT, ব্যক্তিগত আবাসন.
চাকরির সুযোগ
বৈদ্যুতিক তারের স্থাপন, তারের স্থাপন, ডিবি বক্স স্থাপন, বৈদ্যুতিক তার স্থাপনের জন্য খনন কাজ।

বেতন $18।

OT দৈনিক 2 ঘন্টা।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো 13/06/2022

মালয়েশিয়া যেতে নিবন্ধন শুরু
সোমবার মানে ১৩ জুন থেকে আপনার নিকটস্থ সরকারি ট্রেনিং সেন্টার বা কর্ম সংস্থানের অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন যারা মালয়েশিয়া যেতে চান। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে বিএমইটির ওয়েব সাইট www.bmet.gov.bd এই ঠিকানায় ঢুকে বিস্তারিত জানতে পারেন।
মালয়েশিয়া যেতে নিবন্ধন করা যাবে ২০০ টাকা দিয়ে। তবে আপনি যদি বাসায় বসে নিবন্ধন করতে চান তবে আমি প্রবাসী এ্যাপে নিবন্ধন করতে পারেন। এর জন্য প্রয়োজন ৩০০ টাকা। ভিডিও কিউআরকোড দেয়া আছে এটি স্ক্যান করে আমি প্রবাসী এ্যাপে ঢুকতে পারেন । অথব মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে এ্যাপে ঢুকে ফরম পুরন করেত পারেন। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, ফোন নাম্বার, ইমেইল যদি থাকে, আর যদি দক্ষতার সনদ থাকে। মালয়েশিয়া যেতে নিবন্ধন নতুন করে করার প্রয়োজন নেই যদি না আগে নিবন্ধন করা থাকে। কেউ যদি একবার বিদেশ গিয়ে থাকেন তবে তার আর নিবন্ধনের প্রয়োজন নেই।
তবে মালয়েশিয়া যেতে নিবন্ধন করতেই হবে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিকল্পনা ও বাস্তবায়নে:  মন্ত্রিপরিষদ বিভাগ,  এটুআই,  বিসিসি,  ডিওআইসিটি ও  বেসিস।

Photos from DNova circular's post 08/06/2022

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হল ই-গেইট। বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে দ্রুততা এবং যাত্রী সাধারণের সর্বোচ্চ সুযোগ যুবিধা নিশ্চিতে এই ব্যবস্থা নিয়েছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশেই প্রথম এই সেবা চালু হল। এর ফলে সম্মানীত যাত্রীদের ভ্রমণ এখন আরো সহজ এবং নির্বিঘ্ন হবে বলে আমরা আশা রাখি।

এয়ারপোর্ট আর্মড পুলিশ।

06/06/2022

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?*

*১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস!*

*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

*৪)* যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!

*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!

*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!

*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।

ধন্যবাদ সবাইকে 🥰

06/03/2022

মালয়েশিয়া রি এন্ট্রি ভিসা মাত্র সাত দিনে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১. অ্যাপ্রোভাল।
২. পাসপোর্ট।
৩. ছবি।

24/12/2021

আস্সালামুআলাইকুম,
তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষ থেকে সকলকে বড় দিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বরাবরই মান সম্মত কাজ ও কাজের প্রতি বিশ্বাসী, আর সেই আস্হা বজায় রাখার মানসে আমরা আত্মনিয়োগ করে যাচ্ছি। একজন বাংলাদেশি যারা সৌদিআরব গমনেচ্ছুক,তারা নিজেদের বহু কষ্টের টাকা একটু ভাল থাকার আশায় আমাদের হাতে তুলে দেন,সেই টাকার উপযুক্ত ব্যবহার না হলে সকলের জন্যে সমস্যা ও যণ্ত্রনার কারণ হয়ে দাড়ায়,কোম্পানি ভাল না হলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।এই সব কথা মাথায় রেখে আমরা আল ইমাদ কোম্পানির কাজ হাতে নিয়েছি,যেই কোম্পানি আমাদের এপর্যন্ত চমৎকার সেবা দিয়ে আসছেন,যাত্রী গ্রহন থেকে শুরু করে চাকুরীতে নিয়োগ পর্যন্ত কোন প্রকার অভিযোগের সুযোগ দেন নি।কথাগুলো শুধু বিজ্ঞাপনের জন্য নয়,জানানোটা জরুরী মনে করছি, কারণ একটি ভাল কোম্পানিতে যাওয়া সকলে বিদেশ গমনেচ্ছুদের কাম্য।তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড আল ইমাদ কোম্পানির পৃষ্ঠপোষকতা করছে।আল ইমাদ কোম্পানিতে যারা রেস্টুরেন্ট ক্লিনার বা অফিস/মার্কেট ক্লিনার হিসেবে যেতে ইচ্ছুক তাদের যোগাযোগ করতে বিনীত অনুরোধ করছি।
সকলের মঙ্গল কামনায়-
তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড।

18/11/2021

Nova

Want your business to be the top-listed Transport Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

89, Lucky Chamber
Dhaka
1000

Other Travel & Transportation in Dhaka (show all)
𝚃𝚎𝚗𝚜𝚢 𝚃𝚎𝚗𝚜𝚢
Dhaka

Discover The World

Emotion Emotion
Road, 25
Dhaka, 98541

The beauty of animals from all over the world

Ferrari travellers sojol- ফেরারী ট্রাভেলার্স সজল Ferrari travellers sojol- ফেরারী ট্রাভেলার্স সজল
Bogura
Dhaka, SOJOL775

চলো ঘুরে আসি।

Szefy Tours & Travels Szefy Tours & Travels
Shahid Nazrul Sharani
Dhaka, 1000

SZEFY Tours and Travels organizes and manages tour packages all across the country & as well as abro

RAJON International Ltd RAJON International Ltd
House-04, Road-12, Block-J, Baridhara
Dhaka

Welcome to Rajan International Ltd. We mainly work with manpower agencies here. Thanks.

Red Light - লাল বাত্তি Red Light - লাল বাত্তি
Dhaka

Please follow the page to be entertained

Explore The Unseen Explore The Unseen
Uttarar
Dhaka

Where nobody thinks of going, we explore that

Habi Jabi Limited Habi Jabi Limited
Dhaka

Manikganj,Dhaka, Bangladesh

Nur e Jaitun Nazah Rent a Car Nur e Jaitun Nazah Rent a Car
Dhaka

আনন্দময় ভ্রমনেই হলো আমাদের সার্ভিস ৭?

SUB Pharmacy Adventure Club SUB Pharmacy Adventure Club
Dhaka

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার

Jokar Jokar
Demra
Dhaka, AK0184AK

Paravate job