Amar Online BD
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amar Online BD, Internet service provider, Dhaka.
দ্রুত কানেকশন নিন আর উপভোগ করুন সুপার ফাস্ট ইন্টারনেট 😊
হট লাইন :০১৬২৬৪৪৭০৯৯
:০১৩০৭২৯৬০৯৯
আপনারা তো ৫০০ ৬০০ টাকা বিল দিয়ে এতো চিল্লাইতাছেন
যার হাজার কোটি টাকা লস হইছে সেই বুঝতাছে তার কত বড় ক্ষতি হইছে।
সম্মানিত গ্রাহক, মহাখালী খাজা টাওয়ার ডাটা সেন্টারে আগুন লাগার ফলে আমাদের সহ দেশের বহু ISP এর Bandwidth ডাউন রয়েছে। যার কারণে এই মুহূর্তে সকল গ্রাহক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রয়েছেন।
আমরা আশা করি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং ইন্টারনেট কানেকশন সচল হবে।
ধৈর্য ধরে সময় দিয়ে সহযোগিতা করুন। সাময়িক অসুবধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আমার অনলাইন বিডি
#আগুন #ডাটাসেন্টার #খাজাটাওয়ার
প্রিয় গ্রাহক,
প্রচণ্ড গরমে আমাদের অনেক গ্রাহকদের রাউটার হ্যাং এবং হ্যাং জনিত কারণে কানেকশন স্লো, পিং লস ইত্যাদি ধরণের সমস্যা সম্মুক্ষীন হচ্ছেন। আপনাদের নিকট আহব্বান করছি যাদের এইধরনের সমস্যা হচ্ছে তারা দিনে অন্তত এক-দুইবার রাউটার ও অনু ডিভাইস ১-৩ মিনিট পওয়ার অফ রেখে অন করবেন। আশা করি সেলফ সাপোর্ট নেওয়ার মাধ্যমে এই সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ।
প্রায় সময় User রা কমপ্লেইন দেই আমার লাইন স্লো...সমাধান কি?
এর মধ্যে কারণ হতে পারে:
1. আপনার ওয়াই ফাই খারাপ জায়গায় রাখা:
ওয়াই ফাই রাউটারটিকে খোলা জায়গায় রাখার চেষ্টা করুন। দেখবেন এতে ইন্টারনেটের স্পিড বেড়ে গেছে।
2. উইন্ডোজ আপডেট :
আমরা বাসা বাড়িতে Wifi LAN Port থেকে or wifi এর মাধ্যমে ল্যাপটপ use করি..এর ব্যাক এন্ড্ এ উইন্ডোজ আপডেট হচ্ছে কিনা চেক করা ।
3.ফুল ইউসেজ অফ ব্যান্ডউইডথ:
আমরা আপস্ট্রিম থেকে 5Mbps এর প্যাকেজ নেয়ার পর wifi থেকে অনলি একজন ইউসার থাকার পর ও ফেইসবুক,ইউটুবে সমস্যা করে... সমাধান কি?
প্রথমে দেখতে হবে ওই ইউসার এর 5Mbpsপ্যাকেজ ফুল হচ্ছে কিনা তারপর দেখতে হবে ওই ইউসার এর অজান্তেই অন্য কেউ wifiব্যবহার করতেছে কিনা ।
4.আপনার রাউটারটি ভালো না হওয়ায়:
রাউটার ভালো মানের না হলে আপনার কানেকশন স্লো হতে পারে। একটু বেশি দামের এবং বেশি ওজনের রাউটার আসলে আপনাকে ভালো ইন্টারনেট স্পিড দিতে পারে।
রাউটার কেনার সময়ে এদিকে খেয়াল রাখুন।আমরা চেষ্টা করবো ভালো মানের রাউটার use করা ।
5.ডাটা লস: প্যাচ কার্ড,অনু ওর শর্ট ক্যাবল চেক করা লাগবে,ফাইবার পাওয়ার চেক দেয়া লাগবে ।
6.ওয়েবসাইট ঘুরে(Slow):
প্রথমে দেখতে হবে মোবাইল ডাটা দিয়ে ওয়েবসাইট এ ঢুকা যাচ্ছে কিনা তারপর
পিসি থেকে পিং দিয়ে দেখতে হবে পিং কোটো পাওয়া যায় ।
7. ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম সমস্যা করছে:
গেমস বা ভিডিও আছে এমন প্রোগ্রামগুলো নেটওয়ার্কের ওপর প্রভাব ফেলতে পারে ও ইন্টারনেট স্লো করে দিতে পারে। অনেকেই এসব প্রোগ্রাম চালিয়ে আবার বন্ধ করতে ভুলে যান। এ কারণেও ইন্টারনেট স্লো হয়ে যায়।
8. ডিভাইস হ্যাং:
Wifi রাউটার এ ভিতরে Memory এন্ড core থাকে, এমতা অবস্থায় রাউটার এর কংকাররেন্স রিসোর্স বেড়ে গেলে wifi রাউটার গরম হয়েযায়..বেশি ডিভাইস এক সঙ্গে যুক্ত থাকলে এমনটা হয় ।
যার ফলে রাউটার ভালো পারফর্ম করতে পারেনা--সমাধান হলো wifi রাউটার টি কে ৫মিন্ট এর জন্য অফ রাখা ।
9. অন্যান্য যন্ত্র সমস্যা করছে:
কিছু ইলেকট্রনিক ডিভাইস যেমন রেডিও, টিভি, মনিটর ওয়াই ফাই সিগন্যাল খারাপ করতে পারে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে এগুলো দূরে সরিয়ে দেখুন ইন্টারনেটের সমস্যাটি ঠিক হয় কিনা।
Amar Online BD
সতর্কীকরণ বিজ্ঞপ্তি!
সন্মানিত গ্রাহক!
ঝড়, বৃষ্টি, বজ্রপাতের সময়ে আপনার সখের ডিভাইসগুলো সেভ রাখতে সম্পূর্ণরূপে সংযোগ আলাদা করে রাখুন।
রাউটার থেকে ল্যাপটপ, পিসি, স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড বক্স, সিসিটিভি সহ সকল ল্যান ও পাওয়ার ক্যাবল খুলে রাখুন। এতে বজ্রধ্বনিতে আপনার সখের ডিভাইসগুলো জ্বলে যাওয়া হতে রক্ষা পাবে! আমার অনলাইন বিডি সাথে সযত্নে থাকুক আপনার সখের ডিভাইসগুলো।
Online BD
#সম্মানিত_গ্রাহক
#পাড়গেন্ডারিয়া, #খেজুরবাগ, #চর, #আপিস মাঠ #সাথ পাখি জুড়েই online BD দিচ্ছে সাশ্রয়ীমূল্যে ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা। আপনার ইন্টারনেট ব্যাবহারকে আনন্দঘন ও আরও গতিময় করার লক্ষ্যে online BD ইন্টারনেট এখন আপনার হাতের মুঠোয়। আমরা দিচ্ছি ঝামেলাবিহিন দুর্দান্ত গতির #ইন্টারনেট সেবা।
নতুন কানেকশান নিতে এখনই ফোন করুন
01626447099
09614447099
#সম্মানিত_ইন্টারনেট_গ্রাহকগন
#আপনাদের_দৃষ্টি_আকর্ষণ_করছি
আপনাদের #অপটিক্যাল_ফাইবারে লাইন নেয়ার জন্য #অনুরোধ_করছি
আর এই অপটিক্যাল ফাইবার লাইন নিলে কি পরিমাণ সুবিধা হয় তা আপনাদের একটু ভালোভাবে বুঝা দরকার
১) লাইনের প্রবলেম কম হবে।
২) শেয়ার প্যাকেজ এ স্পীড বাফারিং কম হবে।
৩) বিদ্যুত না থাকলে আপনি যদি আপনার ডিভাইস চালিয়ে রাখতে পারেন তবে আপনি ২৪ঘন্টা কানেক্টেড থাকবেন।
৪) বৃষ্টির সময় ক্যাবল এ পানি ঠুকে লাইনে প্রবলেম হতে পারে যা অপটিক্যাল ফাইবারে হয় না।
সর্বশেষ আপনার লাইনের যে সকল প্রবলেম হয় তা ৮০% কম হবে এই অপটিক্যাল ফাইবারে লাইন নিলে।তাই কম প্রবলেমে লাইন চালাতে দ্রুত অপটিক্যাল ফাইবার এ আপনার সংযোগটি প্রতিস্তাপন করে নিন।
ধন্যবাদ,
Online BD
#সন্মানিত_গ্রাহক
আপনি আপনার ইন্টারনেট এর মাসিক বিল #মাসের (১০ই ) #মার্চ ২০২২ তারিখের মধ্যে, আপনার বকেয়া #বিল এবং রানিং মাসের বিল পে করে দেয়ার জন্যে বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায় সংযোগ টি সাময়িক ভাবে বিচ্ছিন্ন থাকতে পারে এবং বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও পুরো মাসের বিল প্রদান করিতে বাধ্য থাকিবেন ।
ধন্যবাদ,
#আমার অনলাইন বিডি
#প্রিয়_গ্রাহক,
ওয়াইফাই রাউটার থেকে দুর্দান্ত এবং সঠিক স্পীড পেতে আপনি যেখানে বসে সবথেকে বেশি কাজ করেন তার আশে পাশে রাউটার রাখার চেষ্টা করুন। এতে ভালো কভারেজ পাওয়া যাবে। যা স্পিড বাড়াতে সাহায্য করবে।
রাউটার বাড়ির কোথায় রাখছেন তার উপরে ওয়াইফাই এর স্পিড নির্ভর করে। বাড়ির কোন কোনায় ওয়াইফাই কভারেজ কম থাকলে রিপিটার ব্যবহার করুন। এতে সেই সব জায়গার কভারেজ ভালো হবে। বাড়বে ইন্টারনেট স্পিড।
যথাসম্ভব রাউটারটি একটু উঁচু জায়গায় রাখার চেষ্টা করুন। এতে কভারেজ ভালো পাওয়া যায় এবং নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন।
Online BD
কিছু কথা না বললেই নয় !!!
একটি 5Mbps সংযোগ নিয়ে যখন 5/7 টি ডিভাইসে কানেক্ট, তাহলে প্রতিটি ডিভাইসে 2Mbps পাবে?
5/7 ডিভাইসের হিসাব।
১: অনলাইন গেমস চলছে
২: গুগল/প্লে স্টোর আপডেট চলছে
৩: বড় ভাইয়ের কম্পিউটার চলে
৪: ভাবির ফোনে ১০৮০ পিক্সেল রেজুলেশনে ইউটিউব চলছে।
৫: ছোট বোন সারাদিন ফেসবুকে
৬: পাশের বাসার আপু/ ভাইয়া মুভি ডাউনলোড করে নিয়ে যায়।
৭: আম্মু স্মাট টিভিতে 4k রেজুলেশনে নাটক দেখছে
এ পর্যন্ত যারাই স্লো কমপ্লেইন করেন, তাদের আইপি চেক করে দেখা যায় অধিকাংশ-ই ট্র্যাফিক ফুল!
অনেকেই আবার ট্র্যাফিক ফুলের কথা বললে টিটকিরি করে বলেন আমি তো কিছুই চালাচ্ছিনা, তাহলে ইউজ ফুল কিভাবে হলো!
আপনি হয়তোবা ভুলে গেছেন যে, আপনার রাউটার থেকে আপনি ছাড়াও 5/7 টি ডিভাইস কানেক্টেড আছে, আর তাই আপনার কোন কিছু চালানোর জন্য অপেক্ষায় নাই, অন্যরা ট্রাফিক ফুল করে রেখেছে।
এবার আসি রাউটারের হিসাবে।
সংযোগ নেওয়ার সময় কেউ বলেনা, আমাকে দামী রাউটার দিয়ে সংযোগ দাও,
সবাই বলে ৯৫০/১২০০ মধ্যে সুন্দর রাউটার পাওয়া যায়।
তাহলে বেশি দামের রাউটারের প্রয়োজন কি?
এবার আপনার হিসেবে আসি
বাজারে তো ২৫০০ টাকার মধ্যে সুন্দর 3G মোবাইল ফোন পাওয়া যায়, তাহলে আপনি ২৫০০০ টাকা দিয়ে দামী ফোন কেন কিনলেন?
আসলে ফোন যত দামী তার Ram, Rom, Camera তত উন্নত, বেশি শক্তিধর
তেমনি রাউটারের ক্ষেত্রেও তাই,
আপনার দামী ফোনটা যে রাউটারের সাথে কানেক্ট থাকবে, সে রাউটার কতটা দামী হওয়া দরকার!
কম দামের রাউটারে একাধিক ডিভাইস কানেক্ট থাকলে রাউটারের হার্ডওয়্যার গরম হয়ে হ্যাং হয়ে ইন্টারনেট চলেনা। আর সকল গ্রাহকরা আমাদের দোষারোপ করে, গালিগালাজ করে।
আমরা মাঝে মাধ্যেই কন্ফিউজ হয়ে যাই, আমরা মানুষতো! নাকি রোবট। নাকি অন্য প্রজাতির প্রানী?
এবার আসি ইন্টারনেট হিসাবে,
1Mbps= 128 KB ×5 = 640 KB ÷ 7 = 91.42 KB
এবার আপনি বলুন ইন্টারনেট স্লো নাকি আপনি অতিরিক্ত ডিভাইসের কারনে স্লো করে রেখেছেন?
Amar Online BD
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mirpur DOHS
Dhaka, 1216
Guest blogger for Search Engine Journal, Social Media Today and more. Pioneering internet marketing professional from Bangladesh. SEO, PPC, SMM Consultant.
561, East Kazipara
Dhaka, 1216
দ্রুত গতির ইন্টারনেট পাচ্ছেন The Net Heads এ। যোগাযোগ করুন: ☎️09611525252 ☎️01618525252 (WhatsApp)
H#BA-2/4, South Badda, Shaba Mosjid Road
Dhaka, 1212
We are providing best online service in south Badda, scenic 2022. Enjoy Your Buffer free Internet.
183/1 East-Kazipar, Kafrul, Mirpur
Dhaka, 1216
We Provide.......... Broadband Internet Connection... With Trusted Service... Also People Will Find
Brahmanbaria. , X4F5+PVM
Dhaka, X4F5+PVM,BRAHMANBARIA
�FRENDS If U Loving Me I Can Loving U MoR��
Dhaka, 1236
Without any question our highest priority and concern is our Customer Support. We are always open 24×7 to give our client a supporting hand when in need. Because we prefer quality ...
Kamrangir Char, Dhaka Division
Dhaka
We provide the best online Services, for our customers.
Plot No 14, Shop No B-166(2nd Floor), Gulshan Shopping Center, Gulshan 1, Dhaka/
Dhaka, 1212
Geotel Bangladesh IT LTD is one of the popular internet service provider company in Bangladesh. We are experience in this field and we ensure quality service.