Mohammad Ronny
The aim of this page is to spread the true message of Islam to all the people, and encourage the bea
The aim of this page is to spread the true message of Islam to all the people, and encourage the beautiful teachings of our beloved prophet, salallahu alayhi wasallam. All praise is to Allāh, we seek His help and His forgiveness. We seek refuge with Him from the evil of our own souls and from our bad deeds. Whomsoever Allāh guides will never be led astray, and whomsoever Allāh leaves astray, no on
• Today's the best Photo 💓🌄
•🔴 Beautiful
ইসলামিক কুইজ-
১/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উ: সূরা কাউছার।
২/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি?
উ: সূরা বাকারার ২৮২ নং আয়াত।
৩/ সপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটি কে?
উ: জুমুআর দিন।
৪/ মানবজাতির মধ্যে প্রথম হত্যাকান্ডের প্রচলন করেন কে?
উ: কাবিল।
৫/ ইসলামের প্রথম মুআযযিন কে?
উ: বিলাল (রা:)।
৬/ দুনিয়ায় থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতো?
উ: ১০ জন।
৭/ দাজ্জালের কোন চোখটি কানা হবে?
উ: ডান চোখ।
৮/ কুরআনের চূড়া বলা হয় কোন সূরা কে?
উ: সূরা বাকারা কে।
৯/ জান্নাতী নারীদের সর্দার কে হবেন?
উ: ফাতিমা (রা:)।
১০/ জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে?
উ: দরিদ্রদের।
১১/ জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে?
উ: নারীদের।
১২/ কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন?
উ: সুলায়মান (আ:) ও জুলকারনাইন।
১৩/ OIC এর সদর দপ্তর কোথায়?
উ: জেদ্দায়।
১৪/ বর্তমান হিজরী সন কতো?
উ: ১৪৩৯।
১৫/ কোন সাহাবী (রা:) হিজরী সন গণনা প্রবর্তন করেন?
উ: উমার (রা:)।
১৬/ ঈমানের শাখা কতোটি?
উ: সত্তর এর অধিক।
১৭/ বিদআত কাকে বলে?
উ: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে।
১৮/ জান্নাতে মানুষের বয়স কতো হবে?
উ: ৩৩।
১৯/ কোন সাহাবী (রা:) কে জীবন্ত শহীদ বলা হতো?
উ: তালহা বিন উবায়দুল্লাহ্।
২০/ রাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন?
উ: বোরাক।
২১/ 'উম্মুল কুরআন' বলা হয় কোন সূরা কে?
উ: সূরা ফাতিহা কে।
২২/ কুরআনুল কারীমের সবচেয় ফযিলতপূর্ণ আয়াত কোনটি?
উ: আয়াতুল কুরসী।
২৩/ কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ?
উ: সূরা ইখলাছ, ফালাক ও নাস।
২৪/ মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?
উ: সালাত।
২৫/ কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো?
উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।
২৬/ কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা'আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন?
উ: খাদিজা (রা:)।
২৭/ 'আর-রাহীকূল মাখতুম' গ্রন্থটি কোন বিষয়ে লিখা?
উ: রাসূল (সা:) এর জীবনী।
২৮/ আরবী কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়?
উ: শাওয়াল মাসে।
২৯/ দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না?
উ: মক্কা ও মদিনা।
৩০/ ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন?
উ: মুসলিমদের।
Copy from
https://www.assiratmission.com/2018/05/quiz-contest.html
দোয়া ও যিকির
দুয়া কবুলের ২৮ টি স্থান
দুয়া কবুলের ২৮ টি স্থান বা ক্ষেত্র (রেফারেন্স সহ); যা
বিভিন্ন হাদিস দ্বারা জানা যায় সেইগুলি হলঃ
=======================
১) অনুপস্থিত ব্যক্তির জন্য দুয়া (কোন মুসলিমের পিছনে বা অগোচরে অন্য মুসলিমের দুয়া)।(মুসলিম ৬৮২২)
২) জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দুয়া।(জামে আত তিরমীযি ৩৪৪৮)
৩) বাবা তার সন্তানের জন্য দুয়া (নেক দুয়া বা বদ দুয়া)
((তিরমীযি ৩৪৪৮))
৪) নেককার সন্তানের দুয়া (তার বাবা মায়ের জন্য তাদের মৃত্যুর পর)( আবু দাউদ ২৮৮০)
৬) আরাফাতের ময়দানে দুয়া।(তিরমীযি ৩৫৮৫)
৬) বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দুআ (সূরা নামাল ৬২,৫৭ ও সূরা ইসরার ৬৭ নাম্বারর আয়াত)
৭) সেজদায় দুয়া।(নাসায়ী ১০৪৫)
৮) হজ্জের স্থানসমূহে দুয়া (যেমন: আরাফা, মুজদালিফা, মিনা...)(ইবনে মাজাহ২৮৯২)
০৯) হাজ্জীর দুয়া (হজ্জ করা অবস্থায়)।(ইবনে মাজাহ২৮৯৩)
১০) উমরাহকারীর দুয়া (উমরাহ করার সময়)।(নাসায়ী ২৬২৫
১১) আযানের পর দুয়া।(তিরমীযি ২১০)
১২) যুদ্ধ চলাকালীন সময় দুয়া।(আবু দাউদ২৫৪০)
১৩) বৃষ্টি বর্ষণকালে দুয়া।(আবু দাউদ ২৫৪০)
১৪) শেষ রাতের দুয়া,তাহাজ্জুদ(বুখারী ১১৪৫)
১৫) জুম্মার দিনে দুয়া,,আছরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে।(নাসায়ী১৩৮৯)
১৬) লাইলাতুল কদর এর দুয়া।(বুখারী ও মুসলিম)
১৭) আযান ও ইকামতের মধ্যবর্তী সময় দুয়া।(আহমাদ ১৪৬৮৯)মুসলিম ৬৬৮
১৮)ফরয স্বলাতের শেষ অংশে দুয়া।(রিয়াদুস স্বালেহিন ১৫০৮,তিরমিযি ৩৪৯৯)
১৯) মুসাফির ব্যক্তির দুয়া (সফর অবস্থায়)।(তিরমীযি ৩৪৪৮)
২০) রোজাদার ব্যক্তির দুয়া (রোজা অবস্থায়)।(ইবনে মাজাহ ১৭৫২)
২১) ন্যায়পরায়ণ শাসকের দুয়া।(তিরমীযি ২৫২৬)
২২) ঘুম থেকে উঠে বিশেষ দুয়া পাঠ করার পর দুয়া করলে কবুল হয়।(বুখারী ১১৫৪)
২৩) দুয়া ইউনুস পাঠ করে দুয়া করলে কবুল হয়।(তিরমিযি৩৫০৫)
২৪) ইসমে আযম পড়ে দুয়া করলে কবুল হয়।(ইবনে মাজাহ ৩৮৫৬)
২৫) বিপদে পতিত হলে যে দুয়া পড়া হয়(ইন্না লিল্লহাই......রাজিউন)
এবং
(আল্লা-হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলী খয়রাম মিনহা...) তখন দুয়া কবুল হয়।(মিশকাতুল মাসীবাহ ১৬১৮,মুসলিম ৯১৮)
২৬) জমজমের পানি পান করার পর দুয়া।(ইবনে মাজাহ ৩০৬২,আহমদ ৩/৩৫৭)
২৭, নির্যাতিতের দুয়া (তিরমিযি৩৪৪৮)
২৮,দু হাত তুলে দোয়া করা,আল্লাহ হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন(আবু দাউদ ১৪৮৮)
দোওয়া করার আদব/বৈশিষ্ট্য:
----------------------------------------------
➡হালাল খাদ্য খাওয়া,হারাম খাদ্য ও কাজ থেকে দুরে থাকা।[মিশকাত হা:২৭৬০]
➡খালেছ অন্তরে দৃঢ় সংকল্প নিয়ে দু'য়া করা।[বুখারি,মিশকাত হা:১]
➡ওযু করে দু'য়া করা[বুখারি ৬৩৮৩]
➡নেক আমল বা ভালো কাজ আল্লাহ'র কাছে পেশ করে দু'য়া করা।[বুখারি হা:৪৯৩৮]
➡দু'য়া করার শুরুতে আল্লাহ্'র প্রশংসা ও নাবী(সা:) এর উপর দরুদ পাঠ করা।[তিরমিযি হা:৩৭২৪]
➡কিবলামুখি হয়ে দোওয়া করা।[বুখারি হা:৬৩৪৩]
দুই রাকাত সালাত আদায় করে দু'য়া করা।[আবু দাউদ হা:১৫২১]
➡নম্রতা ও বিনয়ের সাথে দু'য়া করা।[সুরা আরাফ ২০৫]
➡পাপ স্বীকার করে দুয়া করা।[মিশকাত হা:২৩৩৩]
➡আল্লাহ্'র সুন্দর সুন্দর নামের অছিলায় দু'য়া করা।[সুরা আরাফ ১০৮[
➡দোওয়া নিরবে করা।[সুরা আরাফ ৫৫,২০৫]
➡মনে আশা নিয়ে দৃঢ়তার সাথে দু'য়া করা।[মিশকাত হা:১৪৮৪]
➡দোওয়া কবুল হবে না এই মনোভাব না নিয়ে তাড়াহুড়ো করে দুয়া করা।[ইবনে মাজাহ্ হা:৩১২১]
এবং
#দুহাত তুলে দুয়া করা(আবু দাউদ ১৪৮৮)
➡উপরিক্ত নিয়ম অনুসারে দোওয়া করলে ইংশাআল্লাহ্ দোওয়া কবুল হবে।
Copy from
https://www.assiratmission.com/2020/02/blog-post_12.html
🟢মৃত্যুর কষ্ট
হযরত ঈসা (আ.) কোথাও যাচ্ছিলেন। তিনি একটি কবর দেখে বললেন, এটা নূহ (আ.)-এর ছেলে সাম এর কবর । যখন তুফান আসল, সবাই মৃত্যুর কবলে পড়ল। এরপর নূহ (আ.)-এর তিন সন্তান থেকে আল্লাহ্পাক আবার পৃথিবী আবাদ করেছেন। তিন সন্তান হলেন, সাম, হাম, ইয়াফেস। আমরা সবাই সাম এর সন্তান। ইউরোপবাসী ইয়াফেসের সন্তান। সমস্ত আফ্রিকাবাসী হাম এর সন্তান।
হযরত ঈসা (আ.)-এর সাথীরা আরয করলেন, হে আল্লাহর নবী ঈসা! আপনি তাকে জিন্দা করেন। কেননা আপনি বললে আল্লাহ্পাক মৃতকে জিন্দা করে দেন। ঈসা (আ.) হুকুম দিলেন, সাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হল। ঈসা (আ.) বললেন, যাও কবরে চলে যাও।।
সাম বললেন, যাব এ শর্তের উপর। দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়। কেননা, মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাড্ডিতে বিদ্যমান। এখানে এর জন্য কোন ব্যথা নাশক ঔষধ নেই । তাকওয়া এবং পরহেজগারী ছাড়া এর কোন উপশমও নেই।
দেখুন কত বড় প্রমাণ, মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার উপর আসবে। অথচ আমাদের কত বড় গাফলতী! এ মৃত্যুর জন্য কি প্রস্তুতি আমরা নিচ্ছি? কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি? কবর হল সাপ বিচ্ছুর ঘর। কবর নির্জন আতংকের ঘর। কবর একা থাকার ঘর। কবর পোকা-মাকড়ের ঘর।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন 🤲
বই: কবরের আযাব
লেখক: মাওলানা তারিক জামিল (হাফি:)
The Beauty Of Nice Picture 🌿❤
💚💚💚💚💚💚💚💚💚💚.......Beautiful
Road to makkah 🖤
Best pic of the day ☝️❤️
Today's the best picture 🥀🌻🥀
🌹🌿❤️🕋🌍🌹🌿❤️🕋🌍💯
.... beautiful

দোয়াটি সবাই মুখস্থ করে নিন এবং সবাইকে শেয়ার করে দিন । Mizanur Rahman Azhari
আমাদের আসল হিরো...
সুরা ইখলাসের ফজিলত
তিনবার সুরা ইখলাস পড়লে একবার কুরআন খতম দেওয়ার সমান সওয়াবঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুরা ইখলাস সম্পর্কে বলেছেন,
“নিঃসন্দেহে এটা কুরআনের এক তৃতীয়াংশের সমান।”
মুসলিমঃ ৮১২, তিরমিযীঃ ২৮৯৯।
ﻗُﻞ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ
বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﺼَّﻤَﺪُ
আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
ﻟَﻢ ﻳَﻠِﺪ ﻭَﻟَﻢ ﻳﻮﻟَﺪ
তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।
ﻭَﻟَﻢ ﻳَﻜُﻦ ﻟَﻪُ ﻛُﻔُﻮًﺍ ﺃَﺣَﺪٌ
আর তাঁর কোন সমকক্ষও নেই।
সুরা ইখলাস দশবার পড়ার ফযীলতঃ
নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরী করবেন, যে বিশ বার পড়বে তার জন্য দুইটি প্রাসাদ তৈরী করবেন, যে ত্রিশ বার পড়বে তার জন্য আল্লাহ তিনটি প্রাসাদ তৈরী করবেন।”
দারিমীঃ ৩৪৯২, সিলসিলাহ সহীহাহঃ ৫৮৯।
রাতের বেলা সুরা ইখলাস পড়া মুস্তাহাবঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, “তোমরা কি রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে পারনা”? প্রস্তাবটি সাহাবাদের জন্য কঠিন মনে হল। তাই তাঁরা বলে উঠলেন, “হে আল্লাহর রসুল! এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে”?
রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম তখন বললেন, ﻗُﻞ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ
(সুরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমান।” (অর্থাৎ এই সুরা পড়লে এক তৃতীয়াংশ কুরআন পড়ার সমান নেকী পাওয়া যাবে)।
সহীহুল বুখারীঃ ৫০১৫, নাসায়ীঃ ৯৯৫, আবু দাউদ ১৪৬১, আহমাদ ১০৬৬৯।
যে ব্যক্তি সুরা ইখলাসকে ভালোবাসবে, এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবেঃ
এক সাহাবী এসে বলল, “হে আল্লাহর রসূল! আমি এই আল ইখলাস ﻗُﻞ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ ভালবাসি।
তিনি বললেন, “এর ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।”
(বুখারীর ৭৭৪নং হাদীসের পরবর্তী অধ্যায়, তিরমিযী ২৯০১, আহমাদ ১২০২৪)
স্ত্রীর সাথে সুন্নাহ আদায় 🥰😇🫶💚
- সেজদা দেওয়ার সময় বান্দা আল্লাহর সব থেকে কাছে চলে যায়.!🌸
- সুবহানাল্লাহ.!❤️
হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন..🌄
নামাজ পড়ার সঠিক নিয়ম জেনে নিন & জেনে নিন কখন কি বলতে হয় ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Website
Address
Gulbagh, 430, Dhaka. 1217
Dhaka, 1217
আপনার আমার অতিরিক্ত খরছের এক তৃতীয়াং টাকায় ফুটে উঠবে এক অসহায় ও প্রথচারী শিশুদের মুখের হাসি।
Dhaka, 1000
Government Notice is based on Bangladesh Government News, Notice, Circular, and other information. T