Eazy Mart

Stay Eazy, be Easy

Photos from Eazy Mart's post 16/01/2023

❤️OFFER OFFER OFFER❤

💥💥 ৩৯৯ টাকা 💥💥 ৩৯৯ টাকা 💥💥
🔥🔥দুই পিছ একত্রে নিলে ৭৫০ টাকা 🔥🔥
🔥🔥দুই পিছ একত্রে নিলে ৭৫০ টাকা 🔥🔥
🔥🔥দুই পিছ একত্রে নিলে ৭৫০ টাকা 🔥🔥
💁 এগুলো সব চায়নীজ স্প্যান্ডেক্স এবং কটনের তৈরী। তাই এগুলো ব্যবহারে খুবই আরামদায়ক।
💁 এগুলো সব প্যাডেড ব্রা। আপনি চাইলে নিজের ইচ্ছামতো প্যাড খুলেও ব্যবহার করতে পারবেন।

👉 যেকোন ধরনের যাচাই-বাছাইয়ের জন্যে, আমাদের কে ইনবক্সে ম্যাসেজ করবেন।
অথবা কল করতে পারেন সরাসরি এই নাম্বারে
#
01911-70 10 84

Photos from Eazy Mart's post 16/01/2023

আমরাই দিচ্ছি বাজারের অত্যাধুনিক ও উন্নত মানের ব্রা যা ব্যবহারে খুবই আরামদায়ক এবং আপনাকে করে তুলবে আরোও বেশি আকর্ষণীয়।✌️ আমাদের সকল পণ্য সরাসরি চায়না থেকে ইমপোর্টেড এবং আমরা আমাদের প্রোডাক্ট এর উপর শতভাগ (১০০%) গ্যারান্টি দিবো।
অর্ডার করতে আমাদের ইনবক্স করুন
অথবা কল করুন এই নম্বরে : 01911701084

Photos from Eazy Mart's post 16/01/2023

|| 𝗡𝗘𝗪 𝗔𝗥𝗥𝗜𝗩𝗔𝗟 ||
● 100% Imported & very good Quality.
● Material: Cotton
● Made in China.
● Quality Controlled (QC) Finishing with international standard.
● Very Unique Design.
● Serving with Reputation
● Easy Exchange & Return Policy.
𝐓𝐎 𝐏𝐋𝐀𝐂𝐄 𝐘𝐎𝐔𝐑 𝐎𝐑𝐃𝐄𝐑:
Call us: 01911701084
or, Inbox us with order info.
𝐃𝐄𝐋𝐈𝐕𝐄𝐑𝐘 𝐎𝐏𝐓𝐈𝐎𝐍𝐒:
Inside Dhaka: Home Delivery within 24-72 hours. Charge 70tk.
Outside Dhaka: Courier + Home Delivery Within 24-72hours. Charge 120tk.

Photos from Eazy Mart's post 03/11/2022

Frozen Collagen 2in1 Whitening Capsules
(Made in Thailand) ( রং ফর্সাকারী ক্যাপসুল)
Now Available 😊

100% orginal
Frozen Collagen 2in1 Capsule শরীরের ভিতর ও বাহির থেকে কাজ করে। যার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই
সব সময় ভাল ব্রান্ডের ও অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করুন। যারা খুব ক্লান্ত সব নকল প্রোডাক্ট ব্যবহার করে, কাজ হয় না ব্যবহার করে , তারা ব্যবহার করো এই প্রোডাক্ট ব্যবহার করো
1. এই ক্যাপসুল খেলে আপনার যা যা উপকার হবে :
2.মুখ ও পুরো শরীর ফর্সা করে স্থায়ী ভাবে।
3.ব্রণ ও কালো দাগ দূর করবে,
4.বয়সের ছাপ মুছে দিবে
5.কুচকে যাওয়া ত্বককে টানটান করবে
6.চোখের নিচে কালো দাগ দূর করে
7.নতুন স্কীন উঠতে সাহায্য করবে
8.স্কিনকে নরম ও কমল করে তুলবে
9.স্কীনের তৈলাক্ত ভাব দূর করে
10.ত্বকের ডার্কসার্কেল দূর করবে
11.স্কিনের মৃত্য কোষ দূর করবে
12.স্কিনের হোয়াইটহেডস দূর্র করবে
13.ত্বকের ছিদ্র টাইট করতে সাহায্য করবে
14.আপনি ভিতর থেকে স্থায়ীভাবে ফর্সা হবেন
15সমস্ত শরীর ফর্সা করবে৷
16.লিভার, ফুসফুস, কিডনির ক্ষতিকর টক্সিন দূর করবে।
17.আপনার মুখে ব্রন থাকলে চলে যাবে
18.যে কোন দাগ বা ঘা ফাসড়া থাকলেও চলে যাবে।
19.রক্ত পরিষ্কার করবে৷
20.স্কিনকে স্মুথ এবং গ্লো করবে৷

Photos from Eazy Mart's post 03/11/2022

Frozen Collagen 2in1 Whitening Capsules
(Made in Thailand) ( রং ফর্সাকারী ক্যাপসুল)
Now Available 😊

100% orginal
Frozen Collagen 2in1 Capsule শরীরের ভিতর ও বাহির থেকে কাজ করে। যার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই
সব সময় ভাল ব্রান্ডের ও অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করুন। যারা খুব ক্লান্ত সব নকল প্রোডাক্ট ব্যবহার করে, কাজ হয় না ব্যবহার করে , তারা ব্যবহার করো এই প্রোডাক্ট ব্যবহার করো
1. এই ক্যাপসুল খেলে আপনার যা যা উপকার হবে :
2.মুখ ও পুরো শরীর ফর্সা করে স্থায়ী ভাবে।
3.ব্রণ ও কালো দাগ দূর করবে,
4.বয়সের ছাপ মুছে দিবে
5.কুচকে যাওয়া ত্বককে টানটান করবে
6.চোখের নিচে কালো দাগ দূর করে
7.নতুন স্কীন উঠতে সাহায্য করবে
8.স্কিনকে নরম ও কমল করে তুলবে
9.স্কীনের তৈলাক্ত ভাব দূর করে
10.ত্বকের ডার্কসার্কেল দূর করবে
11.স্কিনের মৃত্য কোষ দূর করবে
12.স্কিনের হোয়াইটহেডস দূর্র করবে
13.ত্বকের ছিদ্র টাইট করতে সাহায্য করবে
14.আপনি ভিতর থেকে স্থায়ীভাবে ফর্সা হবেন
15সমস্ত শরীর ফর্সা করবে৷
16.লিভার, ফুসফুস, কিডনির ক্ষতিকর টক্সিন দূর করবে।
17.আপনার মুখে ব্রন থাকলে চলে যাবে
18.যে কোন দাগ বা ঘা ফাসড়া থাকলেও চলে যাবে।
19.রক্ত পরিষ্কার করবে৷
20স্কিনকে স্মুথ এবং গ্লো করবে৷

02/11/2022

#ছেলে_মেয়ে_উভয়ই_খেতে_পারে
শরীর ফর্সা করতে ১০০% কার্যকর । 60 pcs Capsules
সরাসরি থাইল্যান্ড থেকে আমদানিকৃত Frozen Collagen 2in1 Capsule খেয়ে মাত্র কয়েক দিনের মধ্যেই
আপনি হয়ে উঠবেন ভিতর থেকে সুন্দর কমল ও
লাবণ্যময়, হয়ে উঠুন সকলের নিকট অাকর্ষণীয়।
এই ক্যাপসুল খেলে আপনার যা যা উপকার হবে :
√মুখ ও পুরো শরীর ফর্সা করে স্থায়ী ভাবে।
√ব্রণ ও কালো দাগ দূর করবে,
√বয়সের ছাপ মুছে দিবে
√কুচকে যাওয়া ত্বককে টানটান করবে
√চোখের নিচে কালো দাগ দূর করে
√নতুন স্কীন উঠতে সাহায্য করবে
√স্কিনকে নরম ও কমল করে তুলবে
√স্কীনের তৈলাক্ত ভাব দূর করে
√ত্বকের ডার্কসার্কেল দূর করবে

26/06/2022

তুমি দুরে চলে যাচ্ছো,
আমি বাধা দিবনা।
তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমাকে ভুলে যেতে বলোনা।

27/08/2021

প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে । ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় , যখন ভালোবাসার মানুষটি মনের মত হয় ।

05/08/2021

রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই । চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই । সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে । আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো ভালোবাসা তোমাকে কাছে টানবেই ।

15/07/2021

ভালো থাকুক ভালবাসার মানুষগুলো তাদের ভালবাসার মানুষের সাথে।

24/06/2021

আমি রাতকে
ভালবাসিনা, তবুও আমি প্রতিরাত জেগে থাকি.. তোমার দেয়া কষ্টে ঘুম আসেনা বলে।

02/05/2021

একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না,বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে,
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না।

27/04/2021

🖤🖤

31/03/2021

ভালোবাসার চেয়ে যুদ্ধে যাওয়া ভালো, কারন
যুদ্ধে তুমি হয় বাঁচবে....না হয় মরবে, কিন্তু
ভালোবাসায়?? না পারবে বাঁচতে না পারবে
মরতে" __________________

19/02/2021

তুমি নেই এমন একটা সত্য যে সত্যটা আমি জানি কিন্তু বিশ্বাস করি না

09/02/2021

"চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয়- কারো প্রতি এতটাও ডুবে যেওনা যাতে নিজেকেই ভেংগে পড়তে হয়..!"

- দেয়াল লিখন৷

31/12/2020

সম্পর্কের বয়েস বাড়ার সাথে
সাথে কমতে থাকে কথা ,
এভাবেই শেষ হয়ে যায় প্রেম !
জন্মায় নীরবতা ।

20/11/2020

জীবন নামের পাতা থেকে তোমার
অধ্যায় টুকু হারিয়ে গেছে...
তাকিয়ে দেখেছি তোমার
চলে যাওয়াটা , ফেরাতে চাই নি ,
চাইনি বললে ভুল হবে হাজারো আকুতি
তোমাকে ফেরাতে পারেনি....
হয়তো তোমার অনেক স্মৃতি
জমা করে রেখেছিলাম মনের
ছোট্ট কোঠিরে'
আজ তার সাথে নতুন একটা স্মৃতি
না হয় আবার জমা করলাম ,
তোমার চলে যাওয়ার শেষ স্মৃতিটা....

03/11/2020

#বালিকা
আমি তোকে সে দিনই ভুলতে পারবো😷
যে দিন এই হৃদস্পন্দনের
টিকটিক শব্দটা বন্ধ হয়ে যাবে। 💔

23/10/2020

মানুষের সবচেয়ে বড়
ভুল করে তখনই, যখন
সে কারো প্রতি অসম্ভব
ভাবে দুর্বল হয়ে পড়ে।

20/10/2020

তবুও তোমার দেয়া সেই
সৃতিগুলো বুকে নিয়েই
আজও বেচে আছি...

11/10/2020

জগতে তারাই খুব বেশী কষ্ট পায়, যারা মানুষকে সরল মনে ভালোবাসে । বিনিময়ে তারা পায়, অনাদর, অবহেলা ও ঘৃণা । তাই জগতে কাউকে সরল মনে ভালবাসতে নেই । এখানে সরলতা মানে, চরম দুর্বলতা ।

03/10/2020

ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা

01/10/2020

📌জীবনটা যদি পেন্সিলে
আঁকা ছবি হতো.....
তাহলে তোমার দেওয়া স্মৃতি
গুলো মুছে নতুন করে আঁকতাম....

28/09/2020

ষ্টেশনের খদ্দেরের অপেক্ষারত পতিতাটিও কোন একদিন এই ষ্টেশনেই প্রেমিকের অপেক্ষায় ছিলো..

28/09/2020

আচ্ছা, কোন একদিন বোধোহয় লিখেছিলাম অন্যরকম
একটি ভালবাসার গল্প!
কিন্তু ভালবাসার গল্প কি ফুরিয়ে যায় ভোরের
শিশিরের মত? না তো, ফুরিয়ে যায় না। যেটা ফুরানোর
থাকে, সেটা তো ভালবাসার গল্প থাকে না।
কে কে যেন ছিল গল্পটাতে? হ্যাঁ, মনে পড়েছে। একটা
ছেলে আর একটা মেয়ে। আর তাদের সুখের সংসার। ও
হ্যাঁ, একমুঠো ভালবাসা ছিল সেখানে, তবে কেন জানি
সেই মুঠোটার সীমানা খুঁজে পাওয়া যেত না!
ছেলেটার খুব শখ ছিল গিটারের তারে এলোমেলো
গানের সুর তুলতে। ছেলেটা একটা গিটার কিনবে, কোন
এক অজানা দিনে। তারপর সেটাকে লুকিয়ে রাখবে।
মেয়েটা ঘরে আসামাত্র তার চোখে হাত দিয়ে বলবে:-
-চোখ খুলবে না একদম।
-কেন!
-আরে বন্ধ রাখই না। একটু পর বললে চোখ খুলবে।
ছেলেটা গিটার বের সামনে দাঁড়াবে।
-চোখ খোলো এবার।
মেয়েটা অবাক হবে!
-চল, ছাদে যাই। আজ দেখ কিরকম দক্ষ গিটারিস্টের মত
গিটার বাজাই।
ছেলেটা গিটারের তারে টোকা দিবে, বেসুরো গলায়
গান গাইবে। আর তা দেখে মেয়েটা হাসবে। মুক্তোর মত
প্রাণোচ্ছল হাসি।
ছেলেটা মনে মনে ভাববে, "বাহ্। বেসুরো এলোমেলো
কিছু সুরের জন্য এমন হাসি দেখতে পাওয়াটা তো মন্দ নয়!"
-বেদ্দপ কি দেখ এভাবে তাকিয়ে?
-নিজের বৌকে দেখি। তাতে তো আর পারমিশন লাগবে
না ম্যাডাম, তাই না?
"বেশি বেশি একটু"-বলেই ভেংচি দিয়ে পালাবে
মেয়েটি।
পিছু পিছু ছেলেটি দৌড় দিবে।
-ওই শুনো, শুনো বলছি। দরজাটা আটকিও না বলছি।
মেয়েটি দরজায় খিল দিয়ে চুপ করে বসে থাকবে। ভাববে,
"হুটহাট করে কিভাবে যেন লজ্জা দিয়ে ফেলে দুষ্টুটা!"
দরজায় টোকা দিবে ছেলেটা।
-খোলো না দরজাটা একটু। ওই, প্লিজ।
ধাক্কা দিবে দরজাতে। দরজা খুলতে অনুরোধ করবে
মেয়েটিকে।
জবাবটা দিবে হয়ত আকাশ। বিদ্যুৎ চমকানির কড়কড়
আওয়াজকে সমর্থন করে বাড়ির সমস্ত বাতি নিভে যাবে!
মেয়েটা ভয় পাবে, বের হয়ে আসবে।
-ওই, কই গো তুমি?
সেই কথাটার জবাবে হয়ত আরেকবার কড়কড় আওয়াজ
শোনা যাবে।
-দেখ, সত্যি কিন্তু ভয় করছে খুব।
এইরকম কাঁদোকাঁদো কণ্ঠ উপেক্ষা করতে না পেরে
ছেলেটি এসে মেয়েটির হাত ধরবে। শক্ত করে ধরে বলবে-
-আরে বোকা, ভয় নাই পাগলি। আছি তো। ছাদে যাই চল।
মেয়েটি চুপ করে থাকবে। হয়ত ছেলেটির হাতের মুঠো
থেকে হাতটি ছাড়িয়ে নিজেই আবার শক্ত করে
ছেলেটার হাতটা ধরবে।
ছাদে যেতে যেতে হুড়মুড় করে বৃষ্টি নামবে। আবার
বজ্রের কড়কড় শব্দে মেয়েটা খুব শক্ত করে জড়িয়ে ধরবে
ছেলেটাকে।
ছেলেটার চোখের পানি একাকার হয়ে যাবে বৃষ্টির
সাথে। ছেলেটির কানে কানে ভালবাসি বলা, চোখের
দু'ফোটা জলের সাক্ষী হয়ে থাকবে পাশে পড়ে থাকা
গিটারটার তারের কিছু এলোমেলো সুর।..
নদীর পাড়। সাথে মৃদু বাতাসের ভাললাগা। সেখানে
বসবে ছেলেটি। মেয়েটির একহাত ধরবে আলতো করে। চুমু
খাবে হাতে।
-আচ্ছা বৌ, দেখ তো, হাতে কয়টা আঙুল আমার?
মেয়েটি অবাক হয়ে বলবে, "কেন? পাঁচটা!"
-দেখ, পাঁচটা আংগুলের মাঝে চারটা ফাঁকা জায়গা।
তাই না? তুমি যখন আমার হাতে হাত রেখে আঙুলের
ফাঁকগুলো বন্ধ করে দাও, তখন চারটা ফাঁক বন্ধ হয়ে
দু'পাশের কোন একটা আংগুলের আরেকপাশ তোমার স্পর্শ
পায়। জানো পাগলি, আমার জীবনের সমস্ত ফাঁক-
ফোকড়ও এভাবেই বন্ধ হয়ে হৃদয়ের আরেকপাশ শুধু তোমার
ভালবাসতেই সিক্ত হয়ে আছে।
হঠাৎই সেই সিক্ততা দেখা দিবে মেয়েটির চোখে।
ছেলেটা দু'চোখ মুছিয়ে দিবে।
-আরে আরে, জলবিসর্জন দেবার কি দরকার এখন? হা হা
হা, নদীতেই তো প্রচুর জল!
মেয়েটা হয়ত ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদবে। সেটার
প্রতিফলন দেখা যাবে ছেলেটির শার্টের বুকের কাছের
খানিকটা ভেজা অংশতে।..
বই পড়তে খুব ভালবাসে ছেলেটা। বইমেলা আসলেই হয়ত
সে ঘর ভর্তি করে ফেলবে বই দিয়ে। গল্পের বই, কবিতার
বই, উপন্যাসের বই। মেয়েটাকে মাঝেমাঝে গল্প পড়ে
শোনাবে। মেয়েটা তন্ময় হয়ে ছেলেটার মুখের অঙ্গ-
ভঙ্গি লক্ষ্য করবে।
-আচ্ছা, খালি তো অন্যের গল্পই শুনছি। তুমি তো লিখতে
পার টুকটাক। একটা গল্প লিখবে আমাকে নিয়ে? কোথাও
ছাপা হবার দরকার নেই, শুধু লিখে আমাকে দিবে। আমি
আমাদের পুরোনো দিনগুলোর কথা মনে করব সেটা পড়ে
পড়ে।
বই থেকে মুখ তুলে তাকাবে ছেলেটা। মুচকি হাসবে।
-লিখছি তো এরকম একটা হাবিজাবি কিছু। অনেকটাই
শেষ করেছি, পুরোটা শেষ হবে কিছুদিন পর। গল্পটার নাম
দিয়েছি 'আমি তারে ভালবেসেছিলাম'।
স্তব্ধ মেয়েটির মুখ থেকে কিছুখনের জন্য শব্দগুচ্ছ বিদায়
নিবে।
ছেলেটা মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসবে। চেয়ারে
বসা মেয়েটির কোলে গল্পের বইটা রেখে হাতদুটো
আলতো করে ধরবে।
-কি ভাবছ গো? জানো, গল্পটা পড়তে নিজের কাছেই
ভাল লাগে। কতকথা মনে পড়ে গল্পটা পড়তে থাকলে!
প্রথম দিকের কথা, তোমার হাজারো মান-অভিমানের
কথা। আমার ফোন বিজি পেলে অভিমান করার কথা,
একদিন কথা না হলে রাগ করার কথা। আমাদের স্বপ্নের
কথা। আচ্ছা, গল্পটার শেষ টানব কিভাবে গো? জানিনা
তো শেষটা!
কোন এক অজানা কারণে মেয়েটি কথা বলবে না।
"ওই, কি ভাবো এত? ওই"-মৃদু ধাক্কাতে মেয়েটি ভাবনার
জগৎ থেকে ফিরে আসে।
-আচ্ছা, নাই বা হল এন্ডিং। তাতে কি? এটাতো ছাপা
হবে না। আমরা পড়ব এটা, শুধু দুজনে।
মেয়েটার একরাশ ভাললাগাময় মূহুর্তগুলো চোখ দিয়ে
বের হবে। বইয়ের পাতাটা একটু ভিজা যাওয়ার ফলে অপর
পৃষ্ঠার লেখা বোঝা যাবে আবছা ভাবে। সেই আবছা
এলোমেলো ভেজা লেখাগুলো সাক্ষী হয়ে থাকবে
ভাললাগা মূহুর্তটির।..
কোন এক সুন্দর দিন। মেয়েটা হয়ত বাড়িতে বসে গল্পের
বই পড়ছে। অথবা রান্নাঘরের টুংটাং আওয়াজে
নিজেকে ব্যস্ত রাখার চেষ্টায় ব্যস্ত মূহুর্ত।
কলিংবেলের আওয়াজ শুনে দরজা খুলবে সে। পাবে
একটা পার্সেল।
প্যাকেটটা খোলার পর সাদামাটা একটা শাড়ি পাবে
মেয়েটি। উঁকি দিবে দরজা দিয়ে। কাওকে দেখতে না
পেয়ে অবাক হবে। শাড়িটা বের করতেই একটা কাগজ
পড়ে যাবে মাটিতে!
অবাক মেয়েটি আরও অবাক হবে কাগজটা দেখে! তুলে
নিয়ে পড়তে থাকবে।
"ওই মেয়ে,
শুনো, জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, শাড়ি
পরা তোমাকে, সেদিন না অনেক ভাল লেগেছিল। ইচ্ছা
করত আমার বৌটাকে শাড়ি পরিয়ে সারাদিন বাইরে
ঘুরতে। জানো পাগলি, আমি যখন নিজের পায়ে দাঁড়ানো
শুরু করি, তখন এই শাড়িটা কিনেছিলাম। তোমাকে দিব
বলে। হয়ত অনেক সাদামাটা, তবে এতবছরের জমানো
ভালবাসা দিয়ে রঙিন করে নিও। মনে তো হয়,
শাড়িটাতে তোমাকে অনেক ভাল লাগবে। শাড়িটা পরে
একদিন আমার সাথে বেড়াতে যাবে কাশফুলের বাগানে।
সাদা কাশফুলের মাঝে হলুদ শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর
লাগবে গো... "
ঘোর লাগা নিস্তব্ধতা আবার সঙ্গী হবে মেয়েটির।
কলিংবেলের আওয়াজেই আবার কেটে যাবে ঘোরলাগা
মূহুর্তটা।
মেয়েটি দরজা খুলে দেখবে, রজনীগন্ধা আর বেলিফুল
নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছে ছেলেটা!..
ছেলেটা গান শুনবে। তার প্রিয় সব গানগুলি। মাঝেমাঝে
মেয়েটিকে অনুরোধ করবে গান গাইতে। মেয়েটি হাসবে।
তারপর গাইবে।
"তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি,
তুই জাগবি সারা রাত-
আমি আসব হঠাৎ।।"
বেসুরো গলায় ছেলেটিও হয়ত গাইবে-
"তোর শুকনো ঠোঁটে ফোটাব প্রেমের হাসি,
তোকে প্রাণের চেয়েও বড় বেশি ভালবাসি..."
মেয়েটি কাঁদবে হয়ত। ছেলেটিকেও কাঁদাবে সাথে।
ছেলেটা মেয়েটির চোখের পানি মুছে দিয়ে সেখানে
ভালবাসায় ভরিয়ে তুলবে।
কোন এক বিকালে ধানক্ষেতের পাশের জমি। বৃষ্টি
নামবে হঠাৎ। সেই পানিই আবার রোদে শুকিয়ে বাষ্পরূপে
চলে যাবে আকাশে। আবার বৃষ্টি হয়ে নামবে সেই
ধানক্ষেতে।
বৃষ্টি যাবে, আসবে। ছেলেটা রোদ হয়ে মেয়েটার
চোখের বৃষ্টি বাষ্পরূপে উড়িয়ে দিবে। হয়ত আবার বৃষ্টি
নামবে। রোদরূপী ছেলেটাই সিক্ত হবে সেই শীতল
বৃষ্টিতে।
সূর্য উঠবে, সূর্য ডুববে।
বৃষ্টি বাষ্প হয়ে আকাশে মিশে যাবে।
আবার নামবে।
কোন এক ধানক্ষেতের পাশের জমিতে।
হঠাৎ রোদের মাঝে.....
(ভালবাসার গল্প শেষ হয় না। হয়ত কোন এক সময়ে আবারও
আসবে অন্য কিছু ভালবাসার মূহুর্ত, শব্দগুচ্ছে বন্দি
অন্যরকম ভালবাসার গল্প)

27/09/2020

একদিন তুমি বুঝবে,
আর অবাক হয়ে বলবে,
"এতোটাই ভালোবাসো তুমি আমাকে!"

25/09/2020

তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।জানাতে চাই- তোমায় আমিএ হৃদয়ে রয়েছ তুমি। তোমায় নিয়ে সারাক্ষণ,স্বপ্নের জাল বুনে যাই।ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।জানতে চাই- আমি তোমার কাছেতোমার কী প্রিয় হৃদয় আছে? পারো না কেন ?

21/09/2020

মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি,, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতোটা ভালোবাসি.. আর আমি বুঝতে পারি, তুমি আমাকে কতোটা ঘৃণা করো..!!

20/09/2020

সেই রাতের আকাশের মাঝে ছিল না তো চাঁদ,, ছিলে না তুমি পাশে,, ছিল বিষন্ন সে রাত! আমি কেদেছি তোমাকে ভেবে,, তুমি ফিরে এলে না,, আকাশের কান্না ভেজা বৃষ্টি তবু থামলো না!

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Dhaka

Other Lingerie & Underwear Stores in Dhaka (show all)
Johir Bazar Johir Bazar
51, Miazi Bhobon, Nayapaltan
Dhaka

wholesale and retailer of Chinese imported product.

Moon Night Moon Night
Central Bashabo Agomon Cenema Hall Building Dhaka, Dhaka Division
Dhaka, 1214

Moon Night is a pioneer in bringing spacious international standard shops exclusively dedicated to provide a ladies bra, panty, lingerie and nightwear to women in Dhaka Bangladesh....

Girls Secret Shop BD Girls Secret Shop BD
Dhaka

we are offering you all the premium quality products.

Nighty world Nighty world
Dhaka, 1207

১০০% বিশ্বস্ততার সাথে ব্যবসা করি

Bra & Panty Gallery Bra & Panty Gallery
Dhaka, 1219

Bra and Panty Gallery first ensure every person privacy as well as safety. We committed to best serv

Rexoo Rexoo
Mohammadpur
Dhaka, 1207

Rexoo Shop is a Bangladeshi E-Marketing Business Page 👙 We offering Bra, Penty, Lingerie, Nighty 👙

Deshi Point Deshi Point
Mohammadpur, Kaderabad Housing
Dhaka, 1207

Deshi Point presents you with a complete fashion and comfortable wardrobe that compliments every fact

Top's & Bottom's Top's & Bottom's
Dhaka, 1205

To create a shopping environment where women feel comfortable, pampered and stimulated by the wide a

Inner Velvet Inner Velvet
Dhaka, 1216

Inner Velvet selling high-quality imported ladies Lingerie .We provide home delivery in whole Bangl

Silky Desire Silky Desire
Nikunja
Dhaka

We are an online store based in Dhaka and we provide 100% export quality and also imported products. Our main aim is complete customer satisfaction and build a long term trustworth...

BD Bucket List BD Bucket List
Bailly Road
Dhaka, 1217

BD Bucket List is an online shop sells various goods by offering 100% export quality product at best

Inner Haven Inner Haven
Uttara Dhaka
Dhaka, 1230

This is a place for female online shopping platform which concentrates on your comfortably in shoppi